জীবন বাঁচাতে বিজ্ঞান

 অধ্যায় ১৪: জীবন বাঁচাতে বিজ্ঞান

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



বিজ্ঞান সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ১৪: জীবন বাঁচাতে বিজ্ঞান

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.তেজস্ক্রিয় রশ্মিকে কাজে লাগানো হয় এক্সরে-তে।
  • ২. হাড়ের সমস্যা শনাক্ত করা যায়- এক্সরের সাহায্যে। 
  • ৩. X-ray মেশিনে থাকে- টাংস্টেন ধাতুর কুণ্ডলী।
  • ৪. পিত্তথলিতে পাথর শনাক্তকরণে ব্যবহৃত হয়- আলট্রাসনোগ্রাফি।
  • ৫. মস্তিষ্কের রক্তক্ষরণ জানতে করা হয়- এমআরআই পরীক্ষা।
  • ৬. দেহের রক্ত চলাচল পরীক্ষা করা হয়- ই.সি.জি দ্বারা।
  • ৭. হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে থাকে- ই.সি.জি।
  •  ৮. পেটের আলসার নির্ণয়ে করা হয়-এন্ডোসকপি।
  • ৯. রক্তনালীর পরীক্ষা বলা হয়- এনজিওগ্রাফিকে।
  • ১০. এনজিওগ্রাফি পরীক্ষায় রক্তনালীতে প্রবেশ করানো হয় ভাই।
  • ১১. হার্টঅ্যাটাকের ক্ষেত্রে ও বুকে ব্যথা হলে করতে হয়- এনজিওগ্রাফি।
  • ১২. রেডিওথেরাপি প্রয়োগ করতে হয়- ক্যান্সার রোগে।
  • ১৩. কোষের DNA ধ্বংস করে রেডিওথেরাপি।
  • ১৪. ফোটন কণা ব্যবহৃত হয়— রেডিওথেরাপিতে।
  • ১৫. চুলপড়া ও ডায়রিয়ার ঝুঁকি থাকে- রেডিওথেরাপি করলে। 
  • ১৬. ক্লান্তি ও অবসাদগ্রস্ততা আসে- রেডিওথেরাপিতে। 
  • ১৭. কেমোথেরাপি ব্যবহৃত হয়- ক্যান্সারের চিকিৎসায়।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১.টমোগ্রাফি কাকে বলে?

উত্তর: কোনো ত্রিমাত্রিক বস্তুর একটি ফালির বা দ্বিমাত্রিকঅংশের প্রতিবিম্ব তৈরি করাকে টমোগ্রাফি বলে।

প্রশ্ন-২. এন্ডোসকপি কাকে বলে?

 উত্তর: এন্ডোসকপি নামক বাঁকানো টেলিস্কোপের মাধ্যমে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে শরীরের অভ্যন্তরীণ সমস্যা শনাক্ত করার পদ্ধতিকে এন্ডোসকপি বলে। 

 প্রশ্ন-৩. আল্ট্রাসনোগ্রাফি কী?

 উত্তর: শরীরের অভ্যন্তরে নরম পেশি বা টিস্যুর সমস্যা নির্ণয়ে আলট্রাসাউন্ডকে কাজে লাগিয়ে যে পরীক্ষা করা হয়, তাই আলট্রাসনোগ্রাফি ।

 প্রশ্ন-8. X-Ray কাকে বলে? 

উত্তর: উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন ধাতব পাতে আঘাত করার ফলে তাপ উৎপন্ন হয় এবং কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত রশ্মিই হলো এক্সরে ।

 প্রশ্ন-৫.এমআরআই কী?

উত্তর: এমআরআই হলো একটি বিশেষ কৌশল যা শরীরের যে কোনো অঙ্গ, বিশেষ করে নরম বা সংবেদনশীল অঙ্গের পরিষ্কার ও বিস্তারিত ছবি তুলতে পারে।

 প্রশ্ন-৬. CT Scan এর পূর্ণরূপ লেখো।

 উত্তর: CT Scan এর পূর্ণরূপ হলো- Computed Tomography Scan.

প্রশ্ন-৭. আইসোটোপ কাকে বলে?  

উত্তর: কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে ঐ মৌলের আইসোটোপ বলে।

প্রশ্ন-৮. রেডিওথেরাপি কী?

উত্তর: রেডিওথেরাপি হলো ক্যান্সার রোগের আরোগ্য বা নিয়ন্ত্রণের একটি কৌশল যার মাধ্যমে শরীরের যে অঙ্গে ক্যান্সার হয়েছে সে অঙ্গের আক্রান্ত কোষগুলো ক্ষতিগ্রস্ত করা হয় । 

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. কেমোথেরাপি বলতে কী বুঝায়?

উত্তর: কেমোথেরাপি হলো ক্যান্সার চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। কেমোথেরাপি পদ্ধতিতে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করা হয়। কেমোথেরাপিতে ব্যবহৃত রাসায়নিক ঔষধ কোষ বিভাজনের নির্দিষ্ট ধাপে নির্দিষ্ট সময় জুড়ে প্রয়োগ করা হয়। 

যেমন: প্রতিদিন একবার,সপ্তাহে ১ বার বা মাসে ১ বার প্রভৃতি। সাধারণত এভাবে প্রায় ৬ বার ঔষধ প্রয়োগ করা হয়।

 প্রশ্ন-২.এন্ডোসকপি করা হয় কেন? 

 উত্তর: একজন মানুষের ওপর কোনো অস্ত্রোপচার না করে তার শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ দেখার কাজে এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপি সাধারণত তখনই ব্যবহার করা যায়, যখন শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যা এক্সরে বা সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া যায় না। যেমন- পেটে ব্যাথা, গ্যাস্ট্রিক আলসার, পরিপাকতন্ত্র, মূত্রনালি, স্ত্রী প্রজননতন্ত্র প্রভৃতির সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক এন্ডোস্কোপির ব্যবহার নির্ধারণ করেন। এছাড়া পেটের আলসার নির্ণয়ে এন্ডোস্কোপি করা হয়।

প্রশ্ন-৩.রেডিও থেরাপি কেন করা হয়? ব্যাখ্যা করো। 

উত্তর: রেডিওথেরাপি হচ্ছে কোনো রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার। এটি মূলত ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। রেডিওথেরাপিতে সাধারণত উচ্চ ক্ষমতার এক্স-রে ব্যবহার করা হয়। এই এক্স-রে ক্যান্সার কোষের DNA ধ্বংস করে কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা নষ্টকরে দেয়। একটি টিউমারকে সার্জারি করার আগে সার্জারির পর অবশিষ্ট অংশ মাংস করার জন্যও রেডিওথেরাপি ব্যবহার করা হয়। 

প্রশ্ন-৪.রেডিও থেরাপি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর: ক্যান্সারের আরোগ্য ও নিয়ন্ত্রণের একটি কৌশল হিসেবে রেডিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে শরীরের যে অঙ্গে ক্যান্সার হয়েছে সে অঙ্গের আক্রান্ত কোনের DNA ধ্বংস করে কোষটিকে ক্ষতিগ্রস্ত করা হয় এবং সুস্থকোষের ক্ষয়পূরণ করা হয়। বিভিন্ন কারণে ক্যান্সার আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি দেওয়া হয় এবং অনেক রোগীর জন্য এটিই একমাত্র চিকিৎসা।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। দাঁত ক্যাভিটি বের করার জন্য ব্যবহার করা হয়?

ক) এক্সরে

খ) সিটি স্ক্যান

গ) এমআরআই

ঘ)আল্ট্রাসনোগ্রাফি

উ: ক

২। পিত্তথলিতে পাথর শনাক্তকরণে ব্যবহৃত হয়--

ক) আলট্রাসনোগ্রাফি

খ) এন্ডোসকপি

গ) এমআরআই

ঘ)এনজিওগ্রাফি

উ: ক

৩।শব্দের প্রতিধ্বনি কাজে লাগিয়ে কোনটি করা হয়?

ক) এনজিওগ্রাফি

খ) সিটি স্ক্যান

গ) আল্ট্রাসনোগ্রাফি

ঘ) এম আর আই

উ: গ

৪।রহিম মিয়ার পেটের আলট্রাসনোগ্রাফি করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহৃত শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ---

ক) 3000 Hz

খ) 30000 Hz

গ)  21000 Hz

ঘ) 1000 Hz

উ: গ

৫। মস্তিষ্কের রক্তক্ষরণ জানার ক্ষেত্রে কোন পরীক্ষা করা হয়?

ক) এনজিওগ্রাফি

খ) সিটি স্ক্যান

গ) আল্ট্রাসনোগ্রাফি

ঘ) এম আর আই

উ: ঘ

৬। দেহে রক্ত চলাচল পরীক্ষা করা যায় কোনটির দ্বারা?

ক) ই.টি.টি

খ) ই.সি.জি

গ) এমআরআই

ঘ) এম ও আই

উ: খ

৬.হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারে কোনটি?

 ক) এক্স-রে

খ) ইসিজি এন্ডোসকপি

গ) আল্ট্রাসনোগ্রাফি

ঘ) এমআরআই 

উ: 

৮.নিচের কোনটি পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন?

ক সিটিস্ক্যান

খ) আল্ট্রাসনোগ্রাফি

গ) ই.সি.জি

ঘ) এমআরআই 

উ: গ

৯.পেটের আলসার নির্ণয়ের অন্যতম উপায় কোনটি?

ক) ইসিজি

খ) এক্সরে

গ) এন্ডোসকপি

(ঘ) এনজিওগ্রাফি

উ: গ

১০. গ্যাস্ট্রিক আলসার নির্ণয়ের অন্যতম উপায় হলো— 

ক) ইসিজি

খ) এক্সরে

গ) এন্ডোসকপি

(ঘ) এনজিওগ্রাফি

উ: গ

১১. এন্ডোস্কপিতে কী ব্যবহার করা হয়? 

ক) ইসিজি

খ) এক্সরে

গ) অপটিক্যাল ফাইবার

(ঘ) এনজিওগ্রাফি

উ: গ

১২. রক্তনালির পরীক্ষা বলা হয় কোনটিকে?

ক) সিটিস্ক্যান 

খ) এনজিওগ্রাফি 

গ) এন্ডোসকপি 

ঘ) ইসিজি

উ: খ

১৩. এনজিওগ্রাফি করতে হয়— 

i. হার্ট অ্যাটাকের ক্ষেত্রে

iii. বুকে ব্যথা হলে

iii. ক্যান্সারের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

১৪. এনজিওগ্রাফিতে ব্যবহৃত ডাই শরীর থেকে বের হয়—

i. কিডনির মাধ্যমে

ii. মূত্রের মাধ্যমে

iii. গলনালির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

১৫. রেডিওথেরাপিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক) শক্তিশালী তড়িৎক্ষেত্র
খ) ফোটন কণা
গ) এনজিওগ্রাফি
ঘ) আল্ট্রাসনোগ্রাফি
উ: খ

১৬.ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?

ক) এম.আর.আই
খ) কেমোথেরাপি
গ) এনজিওগ্রাফি
ঘ) আল্ট্রাসনোগ্রাফি
উ: খ

১৭. চামড়া পুড়ে যায় কোনটিতে?

ক) এক্সরে

খ) ইসিজি

গ) কেমোথেরাপি

ঘ) রেডিওথেরাপি

উ: গ

১৮. কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হলো-

i. চুল পড়ে যাওয়া

ii. হজমে সমস্যা হয়

iii. অণুচক্রিকা উৎপাদনে বাধাগ্রস্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

কেমোথেরাপি হলো এমন এক ধরনের চিকিৎসা যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর কোষ দ্রুত ধ্বংস করা হয়। 

১৯. উক্ত পদ্ধতিতে নির্দিষ্ট সময় পর পর কতবার ঔষধ প্রয়োগ করা হয়?

ক) 5

খ)  6

গ)  7

ঘ)  8

উ:খ

২০. উক্ত পদ্ধতিতে ঝুঁকি হলো- 

i. চুল পড়ে যাওয়া

ii. গায়ের চামড়া ঝুলে যাওয়া

iii. লোহিত রক্তকণিকা উৎপাদনে বাধাগ্রস্ত হওয়া

নিচের কোনটি? 

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

সৃজনশীল প্রশ্ন

১: আরাফাত স্কুল থেকে আসার সময় মোটর সাইকেল দুর্ঘটনায় হাতে আঘাত পায়। তার বাবা কয়েকদিন ধরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে পৃথক পৃথক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় ।
ক. আইসোটোপ কাকে বলে?
খ. রেডিওথেরাপি কেন করা হয়? ব্যাখ্যা করো ।
গ. আরাফাতের চিকিৎসার কার্যপদ্ধতি বর্ণনা করো ।
ঘ. আরাফাতের বাবার জন্য কোন ধরনের পরীক্ষা কার্যকর? মতামত দাও।
2.হাসিব সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাকে একটি পরীক্ষা করাতে বললেন যেখানে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। এ খবর শোনামাত্র তার বাবা বুকে তীব্র ব্যথা অনুভব করেন যিনি একজন উচ্চ রক্তচাপের রোগী। তার মা খবর শুনে মাথা ঘুরে পড়ে যান। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তারের পরামর্শ অনুসারে একটি পরীক্ষা করানো হলো যাতে এক্স-রের মাধ্যমে রক্তকণিকাগুলো দেখা যায়। মাকেও অন্য একটি পরীক্ষা করানো হলো যাতে হৃদপিণ্ডে ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত শনাক্ত করা যায় ।
ক. রেডিওথেরাপি কাকে বলে?
খ. এন্ডোসকপি যন্ত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়— ব্যাখ্যা করো। ২ 
গ. ডাক্তার হাসিবকে কোন পরীক্ষাটি করতে বললেন? ব্যাখ্যা করো।
 ঘ. হাসিবের বাবা ও মাকে করানো পরীক্ষা দুটি কার্যগতভাবে ভিন্ন— বিশ্লেষণ করো।
৩. সালাম সাহেব জটিল রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললেন দুটি পদ্ধতিতে এর চিকিৎসা করা যায়। প্রথমটিতে ফোটন কণা বা তেজস্ক্রিয় বিকিরণ এবং দ্বিতীয়টিতে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করে। 
ক. জিন প্রকৌশল কাকে বলে?
খ. শরীরের একই জায়গায় বারবার এক্স-রে করা ঝুঁকিপূর্ণ কেন? 
গ. উদ্দীপকের দ্বিতীয় চিকিৎসা পদ্ধতির ঝুঁকি ও ঝুঁকি এড়ানোর কৌশল ব্যাখ্যা করো।
ঘ. সালাম সাহেবের রোগটি নিরাময় ঝুঁকিপূর্ণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।
৪. মিনহাজ সাহেব দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে এন্ডোস্কোপি করতে বললেন। অন্যদিকে মিনহাজ সাহেবের ছেলে সোহেল হঠাৎ সিঁড়িতে পড়ে গিয়ে হাতে আঘাত পায় এবং হাত ভেঙে যায়। ডাক্তার সোহেলকে X-ray করার পরামর্শ দেন।
ক. MRI এর পূর্ণরূপ লেখো।
খ. রেডিওথেরাপি বলতে কী বোঝ?
গ. ডাক্তার সাহেব সোহেলকে X-ray করার পরামর্শ দিলেন কেন ? ব্যাখ্যা করো।
ঘ. মিনহাজ সাহেবের রোগ নির্ণয়ে এন্ডোস্কোপি কতটুকু কার্যকর? তোমার মতামত বিশ্লেষণ করো।
৫. রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তি সমূহের নাম P
সিটি স্ক্যান, R → এম আর আই। 
ক. এন্ডোস্কোপি কী?
খ. রেডিওথেরাপি কেন করা হয়?
গ. উদ্দীপকের কোন প্রযুক্তির ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রকে কাজে লাগানো হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের P প্রযুক্তির ঝুঁকি এবং তা এড়ানোর কৌশল বর্ণনা করো। 
৬. প্রমি গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছে। চিকিৎসার জন্য সে একজন ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তার পেটে লম্বা নল প্রবেশ করিয়ে আলো ফেলে কম্পিউটারের মনিটরে পর্যবেক্ষণ করেন।
ক. CT Scan এর পূর্ণরূপ কী?
খ. কেমোথেরাপির দুটি ঝুঁকি লেখো ।
গ. উদ্দীপকের চিকিৎসা পদ্ধতির সুফল বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের চিকিৎসা পদ্ধতির সাথে রেডিও থেরাপির তুলনামূলক চিত্র উপস্থাপন করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url