টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

 অধ্যায় ১৫: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ১৫: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. SDG নির্ধারণ করেছে— জাতিসংঘ (UN)। 
  • ২. টেকসই উন্নয়ন অভীষ্ট এর সংক্ষিপ্ত রূপ হলো— এসডিজি 
  • ৩. উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীদের বলে— অংশীজন । 
  • ৪. অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো- সামষ্টিক উপকারিতা আনা । 
  • ৫. বর্তমান পৃথিবীর অস্তিত্ব রক্ষায় জরুরি— এসডিজি বাস্তবায়ন । 
  • ৬. জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়ছে— প্রাণিকূল। 
  • ৭. বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য লাভ করেছে— এমডিজি বাস্তবায়নে। 
  • ৮. এমডিজি অর্জনের রোল মডেল হলো- বাংলাদেশ। 
  • ৯. এসডিজি এর উদ্দেশ্য – বিশ্বের সার্বিক ও সর্বজনীন কল্যাণ। 
  • ১০. টেকসই উন্নয়নের বড় বাধা— সম্পদের বৈষম্য ও দারিদ্র্য। 
  • ১১. বর্তমান বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে— জ্বালানি খাতকে।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১.এসডিজি এর বাংলা রূপ কী?

উত্তর: এসডিজি এর বাংলা রূপ হলো টেকসই উন্নয়ন অভীষ্ট।

প্রশ্ন-২, টেকসই উন্নয়ন অভীষ্ট এর লক্ষ্য কয়টি?

উত্তর: টেকসই উন্নয়ন অভীষ্ট এর লক্ষ্য ১৭টি।

 প্রশ্ন-৩. অংশীজন কাদেরকে বলা হয়?

উত্তর: উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীই হলো অংশীজন ।

প্রশ্ন-৪. এসডিজি কাদের জন্য প্রযোজ্য?

উত্তর: এসডিজি পৃথিবীর সব দেশের মানুষের জন্য সমভাবে প্রযোজ্য ।

প্রশ্ন-৫. এসডিজি-এর মূল উদ্দেশ্য কী?

উত্তর: এসডিজি এর মূল উদ্দেশ্য হলো বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ সাধন ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১ টেকসই উন্নয়ন অভীষ্ট বলতে কী বোঝায়?

উত্তর: টেকসই উন্নয়ন অভীষ্ট বলতে বিশ্বের সর্বজনীন কল্যাণ সাধনের লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত একগুচ্ছ লক্ষ্যমাত্রাকে বোঝায় । পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘ

 একগুচ্ছ লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে যা টেকসই উন্নয়ন অভীষ্ট নামে পরিচিত। এ ঘোষণায় ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা জাতিসংঘের সদস্য দেশগুলোকে ২০৩০ সালের মধ্যে অর্জন করতে হবে। 

এর উদ্দেশ্য হলো বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ নিশ্চিত করা। পৃথিবীর সব দেশ এ লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ।

 প্রশ্ন-২. বাংলাদেশের ক্ষেত্রে এসডিজি অর্জন করা গুরুত্বপূর্ণ কেন? 

উত্তর: SDG (এসডিজি) অর্জনের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধশালী হতে পারবে বলে বাংলাদেশের ক্ষেত্রে এসডিজি অর্জন করা গুরুত্বপূর্ণ। এসডিজি অর্জনের ফলে বাংলাদেশে দারিদ্র্যের অবসান ঘটবে। 

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নারী-পুরুষ বৈষম্য দূর হবে। শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানচর্চার দ্বার উন্মোচিত হবে। যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতির ফলে বিশ্বে বাস করার সকল সুযোগ- সুবিধা আমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। ফলে আমরা সমৃদ্ধ ও উন্নত জাতিতে পরিণত হবো। এজন্য বাংলাদেশের ক্ষেত্রে • এসডিজি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.বর্তমান পৃথিবীর অস্তিত্ব রক্ষার্থে কোনটি প্রয়োজন?

ক) টেকসই উন্নয়ন অভীষ্ট

খ) অর্থনেতিক উন্নয়ন

গ) সামাজিকায়ন

ঘ) আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন

উ:ক

২.পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করোতে বাংলাদেশ সরকার কত সালের মধ্যে এসডিজি অর্জনের পরিকল্পনা করেন? 

ক) ২০২৫

খ) ২০৩০

গ) ২০৩৫

ঘ) ২০৪০

উ:খ

৩.টেকসই উন্নয়ন অভীষ্ট এর সংক্ষিপ্ত রূপ কোনটি? 

ক) এমডিজি

খ) এসডিজি

গ) ইউইজি

ঘ) আইসিসি

উ:খ

৪. উন্নয়নের সুফল ভোগকারী জনগোষ্ঠীকে কী বলা হয়?

ক) সুবিধাভোগী

খ)  তৃণমূল জনগোষ্ঠী

গ) অংশীজন

ঘ) উন্নয়নকর্মী

উ:গ

৫.এসডিজির অন্যতম লক্ষ্য হলো-

i. দারিদ্র্য নিরসন

ii. জেন্ডার সমতা

iii. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,iiও iii

উ: ঘ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

গণতন্ত্রের ধারাবাহিকতাকে বজায় রাখার বিধিবদ্ধ পদ্ধতি হলো নির্বাচন। এ ধারা বজায় থাকলে ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ কিছু লক্ষ্য অর্জনে আমরা সফল হবো ।

৬.অনুচ্ছেদে কোন লক্ষ্য অর্জনের সফলতার কথা বলা হয়েছে?"

ক) এসডিজি

খ) পরিবেশ উন্নয়ন

গ)  এমডিজি

ঘ) সামাজিক উন্নয়ন

উ:ক

৭.উক্ত লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন-

i. রাজনৈতিক অঙ্গীকার

ii. রাজনৈতিক অস্থিরতা রোধ

iii. বৃহৎ শক্তির তাবেদারি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,iiও iii

উ:ক

৮. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের রোল মডেল বলা হয় কোন দেশকে?

ক) বাংলাদেশ 

খ) ভারত

গ) মালয়েশিয়া

ঘ) সিঙ্গাপুর

উ:ক

৯. SDG এর পূর্ণরূপ কী?

ক) Suitable Development Goals 

খ) Sustained Development Goal 

গ) Sustainable Developing Goals 

ঘ) Sustainable Development Goal

উ:ঘ

১০. এসডিজি এর মূল উদ্দেশ্য কী?

ক) দারিদ্র্য বিমোচন

খ) অসমতা হ

গ) জেন্ডার সমতা

ঘ) বিশ্বের সার্বিক ও সার্বজনী

উ:ঘ

১১. কত সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে?

ক) ২০৩০

খ) ২০২১

গ) ২০২৬

ঘ) ২০৪১

উ:ক

১২. টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উ:খ

১৩. বাংলাদেশ কত সালের মধ্যে উন্নত দেশ হওয়ার ব্যাপারে আশাবাদী।

ক) ২০৪০

খ) ২০৪১

গ) ২০৪২

ঘ) ২০৫০

উ:খ

সৃজনশীল প্রশ্ন 

১.
লক্ষ্য
                               pic hoba
২০৩০ সাল
বাংলাদেশের সাফল্য অর্জন
B
২০৪১ সাল
উন্নত দেশের স্বপ্ন
ক. দুর্যোগ কাকে বলে?
খ. কীভাবে এমডিজি অর্জনে সাফল্য এসেছে ব্যাখ্যা করো। 
গ. 'A' চিহ্নিত লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জসমূহ ব্যাখ্যা করো।
ঘ. 'B' চিহ্নিত লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? বিশ্লেষণ করো।
 ২. ঘটনা-১: ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মাইকেল। এটি ফ্লোরিডায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় ।
 ঘটনা-২: গৃহকর্মী হিসেবে সৌদি আরব যাওয়ার পর নির্যাতনের শিকার হয়ে পাঁচ নারী দেশে ফিরে আসে। 
ক. বর্তমানে পৃথিবীব্যাপী কোন ধরনের উন্নয়ন হচ্ছে?
খ. টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ঘটনা দুটি প্রশমনের জন্য জাতিসংঘের কোন কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন? ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত কার্যক্রম বাস্তবায়িত হলে শুধু কি উদ্দীপকের ঘটনাই এড়ানো যাবে”— তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url