বাংলাদেশের সম্পদ ও শিল্প

 অধ্যায় ১১: বাংলাদেশের সম্পদ ও শিল্প

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 ভূগোল  সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ১১: বাংলাদেশের সম্পদ ও শিল্প

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. ধান চাষের জন্য উপযোগী- নদী অববাহিকা।
  • ২. আমন ধান ভালো হয় - রংপুরে।
  • ৩. - বাংলাদেশের উত্তরাঞ্চল- গম চাষের অনুকূল। 
  • ৪. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট।
  •  ৫. উষ্ণ অঞ্চলের ফসল পাট।
  • ৬. সবচেয়ে বেশি চা বাগান রয়েছে— মৌলভীবাজারে।
  • ৭. দিনাজপুরের বড় পুকুরিয়ার খ্যাতির কারণ— কয়লা।
  • ৮. ১৯৫১ সালে বাংলাদেশে প্রথম সার কারখানা স্থাপিত হয়- সিলেটের ফেরগ
  • ৯. ফেণগঞ্জ সার কারখানায় উৎপাদিত হয়- অ্যামোনিয়াম সালফেট। 
  • ১০. শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়— প্রাকৃতিক গ্যাস।
  • ১১. সুলভ শ্রমিকের আনুকূল্যে দেশে বিস্তৃত হয়েছে— পোশাক শিল্প । 
  • ১২. বস্ত্র ও পোশাক শিল্পের জন্য প্রয়োজন— আর্দ্র জলবায়ু।
  •  ১৩. বিলিয়ন ডলার শিল্প— তৈরি পোশাক।
  • ১৪. বাংলাদেশের বনভূমির পরিমাণ প্রায় ১৭ ভাগ । 
  • ১৫. দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে— বনভূমি ।
  • ১৬. নীলগিরি পর্যটন স্পট— বান্দরবানে।
  • ১৭. বনজ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে— কয়লা । 
  • ১৮. কীটনাশক, ওষুধ, রাবার তৈরিতে ব্যবহৃত হয়— প্রাকৃতিক গ্যাস ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

 প্রশ্ন-১. অর্থকরী ফসল কাকে বলে?

 উত্তর: যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলে ।

 যেমন: চা, পাট ইত্যাদি।

প্রশ্ন-২ বাংলাদেশে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে?

উত্তর: বাংলাদেশে শতকরা ১৭ ভাগ রয়েছে।

প্রশ্ন-৩. বনজ সম্পদ কাকে বলে?

উত্তর: বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত হয় তাকে বনজ সম্পদ বলে। যেমন— সুন্দরবনের মধু।

প্রশ্ন-8. বিলিয়ন ডলার শিল্প কাকে বলে?

উত্তর: বাংলাদেশ পোশাক শিল্প থেকে বিলিয়ন ডলার আয় করে বলে একে বিলিয়ন ডলার শিল্প বলে।

প্রশ্ন-৫. পর্যটন শিল্প কাকে বলে?

উত্তর: কোনো ভৌগোলিক স্থানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে, যেখানে পর্যটকদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা তৈরি করা হয় তাকে পর্যটন শিল্প বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. পাট উষ্ণ অঞ্চলের ফসল কেন? ব্যাখ্যা করো।

উত্তর: পাট চাষের জন্য অধিক তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। অর্থকরী এ ফসলটি চাষের উপযুক্ত তাপমাত্রা ২০° থেকে ৩৫° সেলসিয়াস এবং বৃষ্টিপাত ১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার।তাপমাত্রা ও বৃষ্টিপাতের এ বৈশিষ্ট্য উষ্ণ জলবায়ু অঞ্চলে দেখা যায়। সুতরাং, পাট উষ্ণ অঞ্চলের ফসল।

প্রশ্ন-২. বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল চা চাষের উপযোগী কেন? 

উত্তর: অঅর্থকরী ফসল চা বাংলাদেশের উত্তর-পূর্বাংশে চাষের জন্য উপযোগী। পানি নিষ্কাশনবিশিষ্ট ঢালু জমিতে চা চাষ ভালো হয়। চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু; ১৬০–১৭° সেলসিয়াস তাপমাত্রা এবং ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোঁয়াশ মাটিতে চা চাষ ভালো হয়। চা চাষের এসব অনুকূল অবস্থা বাংলাদেশের পূর্বাংশের পাহাড়ি অঞ্চলে (সিলেট, মৌলভীবাজার) বিদ্যমান থাকায় এখানে অধিক চা উৎপন্ন হয় ।

প্রশ্ন-৩. বাংলাদেশের কোন শিল্পের সৌন্দর্য বাড়লে অর্থনৈতিক আয় বৃদ্ধি করা সম্ভব- ব্যাখ্যা করো। 

উত্তর: বাংলাদেশে পর্যটন শিল্পের সৌন্দর্য বাড়লে অর্থনৈতিক আয় বৃদ্ধি করা সম্ভব। এ শিল্পের মাধ্যমে আয়, কর্মসংস্থান ও জাতীয় রাজস্ব বৃদ্ধি করা যায়। এজন্য পর্যটন শিল্পের সৌন্দর্য বৃদ্ধিরমাধ্যমে পর্যটক আকর্ষণ, পর্যটন শিল্পের সংরক্ষণ প্রভৃতি ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন শিল্পকে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা যাবে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি? 

ক) ডাল

খ)গম

গ) ধান

ঘ) তেলবীজ

উ:গ

২.সিলেট জেলায় কোন ধান ভালো জন্মে?

ক) আমন 

খ) আউশ

গ)ইরি

ঘ) বোরো

উ:ঘ

৩.বোরো ধান ভালো হয় কোন জেলায়?

ক) সিলেট 

খ) রংপুর 

গ) দিনাজপুর 

ঘ)বরিশাল

উ:ক

৪. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

ক) পাট

খ) চা

গ) তামাক

ঘ) চিংড়ি

উ:ক

৫.কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?

ক) ঢাকা

খ) সিলেট

গ) পঞ্চগড়

ঘ) মৌলভীবাজার

উ:ঘ

৬.একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 

ক) ২০%

খ)২৫%

গ) ৪০%

ঘ) ৫০%

উ:খ

৭. কীসের কারণে এ দেশের আবহাওয়া আর্দ্র থাকে? 

ক) নদী

খ)বনভূমি 

গ) পাহাড়

ঘ) সাগর

উ:খ

৮.দিনাজপুরের বড় পুকুরিয়া বিখ্যাত কেন?

ক) প্রাকৃতিক গ্যাসের জন্য

খ) কয়লার কারণে

গ) খনিজ তেলের কারণে

ঘ) আকরিক লোহার জন্য

উ:খ

৯.বাংলাদেশে প্রথম কাগজকল স্থাপিত হয় কত সালে?

ক)১৯৫৪

খ)১৯৫৩

গ) ১৯৫৫

ঘ) ১৯৫১ 

উ:খ

১০. বাংলাদেশের প্রথম সারকারখানা কোথায় স্থাপিত হয়?

ক) সিলেটের হরিপুরে

খ)সিলেটের ফেঞ্চুগঞ্জে

গ) সিলেটের কৈলাশটিলায়

ঘ) আশুগঞ্জে-

উ:খ

১১. বাংলাদেশের প্রথম সার কারখানা কত সালে স্থাপিত হয়?

ক)১৯৫০ 

খ) ১৯৫১ 

গ) ১৯৫৭

ঘ)১৯৬১

উ:খ

১২. পোশাক শিল্প গড়ে ওঠার জন্য কী ধরনের জলবায়ু প্রয়োজন?

ক) শীতল

খ)আর্দ্র

গ) উষ্ণ

ঘ)মেরু

উ:খ

১৩.বাংলাদেশ গ্যাস --

আর্দ্র

গ) উষ্ণ

১৩. বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কোনটি?

ক) বাজারের সান্নিধ্য

খ)শক্তি সম্পদের সান্নিধ্য

গ) সস্তা শ্রমিক

ঘ) প্রযুক্তিগত কারণে

উ:গ

১৪. বাংলাদেশের বিলিয়ন ডলার শিল্প--

ক) পাট

খ)বস্ত্র

গ) কাগজ 

ঘ) পোশাক

উ:ঘ

১৫. নীলগিরি পর্যটন স্পটটি কোন জেলায় অবস্থিত? 

ক)রাঙামাটি 

খ) খাগড়াছড়ি

গ) কক্সবাজার

ঘ)বান্দরবান

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

লাবণীর বাড়ি দিনাজপুর। তার বাড়ি থেকে কিছুটা দূরেই বিশাল বনভূমি । লাবণী লক্ষ করেছে গ্রীষ্মকালে বনভূমির বৃক্ষগুলোতে নতুন পাতা গজায় ।

১৬. উদ্দীপকে উল্লিখিত বনভূমির বৃক্ষ কোনটি? 

ক) শাল

খ)কেওড়া 

গ)গরান

ঘ) গেওয়া 

উ:ক

সৃজনশীল প্রশ্ন 

১.বনভূমি
উদ্ভিদসমূহ
A
চাপালিশ, ময়না, তেলসুর                     pic hoba
গেওয়া, গোলপাতা, গরান
B
ক. অর্থকরী ফসল কাকে বলে?
খ. বাংলাদেশের সর্বত্রই ধান জন্মে কেন? ব্যাখ্যা করো। 
গ. উদ্দীপকে 'A' চিহ্নিত বনভূমির বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে ‘B’ চিহ্নিত বনভূমিটি অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে— বিশ্লেষণ করো।
২.অঞ্চল
মৃত্তিকা
বনজ সম্পদ

ধুসর ও লালচে                                       pic hoba
গজারি, হিজল
পলি ও কদম
সুন্দরী, গরান
ক. কুয়াকাটা সমুদ্র সৈকতে কোথায় অবস্থিত?
খ. কৃষি উন্নয়নে বনভূমি কীভাবে ভূমিকা রাখে?
গ. ছকের ‘ক’ চিহ্নিত অঞ্চলটি বাংলাদেশের কোন বনভূমির অন্তগত? ব্যাখ্যা করো।
ঘ. ছকের ‘ক’ এবং “খ” বনভূমি এবং “খ” বনভূমি অঞ্চলের মধ্যে কোনটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত? বিশ্লেষণ করো।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url