বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
অধ্যায় ১৪: বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ভূগোল সাজেশন
পেজ সূচিপত্র : অধ্যায় ২: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১.দীর্ঘদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে দেখা দেয়— খরা।
- ২. নদীভাঙন বেশি হয়- বর্ষাকালে।
- ৩. বাংলাদেশের একটি চলমান প্রক্রিয়া- নদীভাঙন।
- ৪. কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত- ঘূর্ণিঝড়।
- ৫. ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়- ভূমিকম্প সংঘটনে ।
- ৬.১৯৪১ সালে আন্দমান সাগরের ভূমিকম্পের কারণে বঙ্গপোসাগরে সৃষ্টি হয়- সুনামির ।
- ৭. দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য— তিনটি
- ৮. বাংলাদেশের উপকূল অঞ্চলসমূহ— ঘূর্ণিঝড় প্রবণ ।
- ৯. মহাকাশ গবেষণার একটি সরকারি সংস্থা হচ্ছে- স্পারসো ।
- ১০. বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র- রিডিপিসি ।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১.দুর্যোগ কাকে বলে?
উত্তর: যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে তাকে দুর্যোগ বলে । যেমন : ঘূর্ণিঝড়।
প্রশ্ন-২. খরা কাকে বলে?
উত্তর: দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় পরিপ্রেক্ষিতে যে অবস্থা সৃষ্টি হয় তাকে খরা বলে।
প্রশ্ন-৩ নদীভাঙন কাকে বলে?
উত্তর: পানি প্রবাহের কারণে নদীখাতে সৃষ্ট পার্শ্বক্ষয়কে নদীভাঙন বলে ।
প্রশ্ন-৪. ভূমিকম্প কাকে বলে?
উত্তর: ভূত্বকের আকস্মিক কম্পনকেই ভূমিকম্প বলে।
প্রশ্ন-৫. সুনামি কী?
উত্তর: ভূমিকম্পের ফলে সমুদ্রে সৃষ্ট বিশালাকৃতির ঢেউই সুনামি ।
প্রশ্ন-৬.দুর্যোগ প্রশমন কাকে বলে?
উত্তর: দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১.খরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ মানুষ ও জীবজগতের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে। বনজ সম্পদ বৃদ্ধি তথা অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে খরা কিছুটা নিয়ন্ত্রণ করা যায় ।
প্রশ্ন-২. বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে কোন প্রাকৃতিক দুর্যোগটি সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ঘূর্ণিঝড় সংঘটিত হয় । ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী ও উর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ ও চারপাশে উচ্চচাপ বিরাজ করে। বাংলাদেশের দক্ষিণে ফানেলাকার আকৃতির কারণে এ দেশে অধিকাংশ ঘূর্ণিঝড় সংঘটিত হয়।
প্রশ্ন-৩. বাংলাদেশ ক্রমেই ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর : বাংলাদেশে প্রধানত গঠনগত কারণে ভূমিকম্প হয়। ১৯৭ বাংলাদেশের উত্তরে আসামের খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড়, হিমালয়ের পাদদেশ, দক্ষিণে আন্দামান দ্বীপপুঞ্জ বঙ্গোসাগরের তলদেশে ভূমিকম্প প্রবণতা লক্ষ করা যায়। বৈশ্বিক পরিবর্তনে এসব অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা বাড়ছে। এ কারণে বাংলাদেশও ক্রমেই ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার কারণে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) ঘূর্ণিঝড়
খ) দুর্যোগ
গ) বন্যা
ঘ) খরা
উ:ঘ
৩.ঘূর্ণিঝড় কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ?
ক) সাময়িক
খ) স্থায়ী
গ) আকস্মিক
ঘ) স্বল্পস্থায়ী
উ:ক
৪.কোন সময় নদীভাঙন বেশি হয়?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) শীত
ঘ) শরৎ
উ:খ
৫.দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উ:খ
৬.দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো—
i. ক্ষতির পরিমাণ হ্রাস করা
ii. ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা
iii. পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,iiও iii
উ: ঘ
৭.'ম্পারসো' কী ধরনের সংস্থা?
ক) বেসরকারি
খ) সরকারি
গ) আন্তর্জাতিক
ঘ) ব্যক্তিগত
উ:খ
সৃজনশীল প্রশ্ন
দৃশ্যকল্প-২ : শাহীনের দাদার বাড়ি যে গ্রামে অবস্থিত সম্প্রতি সেটি একটি বিশেষ দুর্যোগের কারণে বিলীন হয়ে গেছে। সে স্থান দিয়ে এখন বড় বড় নৌযান চলাচল করতে পারে।
ক, বিপর্যয় কাকে বলে?
খ. ভূমিকম্প সংঘটনের পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন কার্যক্রমটি শুরু করা প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এর ঘটনাটি কোন দুর্যোগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
ঘ. দৃশ্যকল্প-২ এ উল্লিখিত দুর্যোগটির প্রভাবে সম্পদের অপূরণীয় ক্ষতি হয়- কথাটির যথার্থতা মূল্যায়ন করো।
২.আগস্ট মাসের মাঝামাঝিতে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলা পানিতে তলিয়ে যায়। ফলে ক্ষতির সম্মুখীন হয় এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট,শস্য ও অন্যান্য সম্পত্তি।
ক. বাংলাদেশে নদীর সংখ্যা কত?
খ. দুর্যোগ ব্যবস্থাপনা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ.উদ্দীপকে উল্লিখিত জেলাগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো ।
ঘ. উক্ত দুর্যোগ ঐ অঞ্চলে কী প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো।
৩. সোহরাব দেশের উপকূলীয় এলাকার বাসিন্দা। হঠাৎ করে একদিন বিকালে রেডিওতে সে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনতে পায়। কিছুক্ষণ পরেই। তার এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়।
ক. দুর্যোগ কাকে বলে?
খ. এস.ডি.জি ব্যাখ্যা করো
গ. উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলো দুর্যোগের ব্যবস্থাপনা চক্রের কোনটির অন্তর্ভূক্ত ব্যাখ্যা করো।
ঘ. উক্ত দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url