মানচিত্র গঠন ও ব্যবহার

 অধ্যায় ৩: মানচিত্র গঠন ও ব্যবহার

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।




 ভূগোল  সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ৩: মানচিত্র গঠন ও ব্যবহার

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.ইংরেজি 'map' শব্দটির উৎস ল্যাটিন- mappa 
  • ২.mappa শব্দের অর্থ- কাপড়ের টুকরা। 
  • ৩.মানচিত্র প্রথম তৈরি করে- মিশরীয়রা।
  • 8. ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে- মানচিত্র।
  • ৫. প্রতিভূ অনুপাতের সংক্ষিপ্ত রূপ- RF
  • ৬. স্কেলের ভিত্তিতে মানচিত্র — দুই প্রকার।
  • ৭.জমির সীমানা চিহ্নিত ক্যাডাস্ট্রাল মানচিত্রের উদাহরণ- মৌজা মানচিত্র। 
  • ৮.প্রশাসনিক মানচিত্রে থাকে – আন্তর্জাতিক সীমা।
  • ৯.ক্যাডাটাল শব্দটি এসেছে- ফের শব্দ ক্যাডাস্ট্রে থেকে। 
  • ১০. পূর্ব দিকের দেশগুলোতে আগে হয়- সূর্যোদয়। 
  • ১১. প্রতিপাদ স্থানদ্বয়ে সময়ের পার্থক্য- ১২ ঘণ্টা। 
  • ১২. গ্রিনিচ থেকে বাংলাদেশের সময় এগিয়ে— ৬ ঘণ্টা
  •  ১৩. যুক্তরাষ্ট্রের প্রমাণ সময়- ৪টি।
  • ১৪. GPS এর পূর্ণরূপ — Global Positioning System. 
  • ১৫. GIS এর পূর্ণরূপ- Geographic Information System. 
  • ১৬. ভৌগলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা- GIS T 
  • ১৭. ১৯৬৪ সালে কানাডায় প্রথম ব্যবহার শুরু হয়— জিআইএস। 
  • ১৮. আধুনিক মানচিত্র তৈরিতে ব্যবহৃত হয়- জিপিএস। 
  • ১৯. GIS এর ব্যাপক ব্যবহার শুরু হয়- ১৯৮০ সালে।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. ভূচিত্রাবলি কাকে বলে? 

উত্তর: মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলি (এটলাস) বলে ।

প্রশ্ন-২. মানচিত্র কাকে বলে? 

উত্তর: নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখাসহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপকে মানচিত্র বলে।

প্রশ্ন-৩. ভূগোলবিদদের জন্য অতি প্রয়োজনীয় উপকরণ কোনটি? 

উত্তর: ভূগোলবিদদের জন্য অতি প্রয়োজনীয় উপকরণ মানচিত্র।

প্রশ্ন-৪.স্থানীয় সময় কাকে বলে?

উত্তর: আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ণয় করা হয় তাই স্থানীয় সময়।

প্রশ্ন-৫. জিআইস (GIS) কাকে বলে? 

 উত্তর: ভৌগলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে জিআইএস (GIS) বলে ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১ বিভিন্ন দেশে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: পূর্ব-পশ্চিমে বিস্তৃত বৃহৎ আয়তনের দেশে সময় সংক্রান্ত জটিলতা দূর করার জন্য একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয়। দেশের আয়তন বড় হওয়ার কারণে পৃথিবীর কিছু দেশে একাধিক প্রমাণসময় থাকে। যেমন— কানাডার আয়তন বৃহৎ হওয়ায় পূর্ব ও পশ্চিম প্রান্তের এলাকায় একটি প্রমাণ সময় হলে তা জটিলতা সৃষ্টি করবে। যেমন— সকাল ৬টায় কোথাও ভোর আবার কোথাও সূর্য মাথার  উপরে দেখা যাবে। তাই প্রশাসনিক ও অন্যান্য কাজের সুবিধার জন্য এদেশে ৬টি প্রমাণ সময় রয়েছে। 

 প্রশ্ন-২ মানচিত্রে প্রতিভূ অনুপাত প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: সকলের নিকট মানচিত্র বোধগম্য করার জন্য প্রতিভু অনুপাত প্রয়োজন হয় । মানচিত্র প্রণয়নে সর্বদা দূরত্বের একই একক ব্যবহার করা হয় না।। কখনও ইঞ্চি বা কখনও সেন্টিমিটার ব্যবহার করা হয়। আর বিভিন্ন দেশে দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক রয়েছে, যেমন- রাশিয়ার "ভাসটি। সুতরাং, এক দেশের এককের মাধ্যমে মানচিত্রে স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না। এ অসুবিধা দূর করার জন্য প্রতিভূ অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। ইংরেজিতে একে Representative Fraction বা সংক্ষেপে R.F এবং বাংলায় প্র.অ. বলে।

প্রশ্ন-৩. জিপি এস (GPS) এর সুবিধা লেখো। 

উত্তর: জিপিএস (GPS) এর সুবিধা হলো- কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ জানা যায়। জমির সীমানা চিহ্নিত করা যায়। i. দুর্যোগকালীন সময়ে কোনো স্থানের অবস্থান জেনে ত্রান  পাঠানো সহজ হয় ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। 

ক) ৩

খ) ৪

গ) ৫

ঘ) ৬

উ:ক

২. কোন ধরনের মানচিত্র ব্যবহার করে ভূমির মালিকগণ কর দেন?

ক) ভূসংস্থানিক 

খ) এটলাস 

গ) প্রাকৃতিক 

ঘ) মৌজা 

উ:ঘ

৩. ব্যক্তিগত কৃষিজমি ও বসতবাড়ি দেখানো হয় ---

ক) দেয়াল মানচিত্রে 

খ) মৌজা মানচিত্রে

গ) ভূচিত্রাবলি মানচিত্রে

ঘ) ভূসংস্থানিক মানচিত্রে 

উ:খ

৪. শ্রেণিকক্ষে ব্যবহৃত হয় কোন মানচিত্রটি?

ক) মৌজা 

খ) ভূসংস্থানিক

গ) এটলাস 

ঘ)  দেওয়াল

উ:ঘ

৫.আমাদের দেশে মৌজা মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্র? 

ক) টপোগ্রাফিক

খ) ক্যাডাস্ট্রাল

গ) কোরোগ্রাফিক্যাল

ঘ) ওয়াল

উ:খ

৬. কোন শব্দ থেকে Map শব্দটি এসেছে? 

ক) map

খ) mapa

গ) mappa

ঘ) mapaa

উ:গ

৭. 'mappa' শব্দের অর্থ কী? 

ক) মানচিত্র

খ) কাপড়ের টুকরা

গ) মৌজা 

ঘ) ছবি

উ:খ

৮. 'Mappa' কোন ভাষা থেকে এসেছে? 

ক) পর্তুগিজ

খ) ফরাসি

গ) স্প্যানিশ

ঘ) ল্যাটিন

উ:ঘ

৯.আগের দিনে কীসের উপর মানচিত্র আঁকা হতো? 

ক) পাথর

খ) গাছের বাকল

গ) চামড়া

ঘ) কাপড়

উ:ঘ

১০. প্রতিভূ অনুপাতের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক) RF

খ) GPS

গ) GIS

ঘ) GS

উ:ক

১১.কোন মানচিত্র সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিভিং এর মালিকানার সীমানা চিহ্নিত করতে ব্যবহার হয়? 

ক) ক্যাডাস্ট্রাল 

খ)  ভূসংস্থানিক

গ) ভূচিত্রাবলি 

ঘ) ভূতাত্ত্বিক 

উ:ক

১২. বিল্ডিং-এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার হয়? 

ক) দেয়াল মানচিত্র 

খ) ভূ-চিত্রাবলি মানচিত্র

গ)ভূসংস্থানিক মানচিত্র

ঘ)  মৌজা মানচিত্র

উ:ঘ

১৩. ‘ক্যাডাস্ট্রাল' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক) কাডাটে

খ)ক্যাডাপ্টে

গ) ক্যাডাস্টে

ঘ) ক্যাডাসে

উ:গ

১৪. টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?

ক) মৌজা

খ) দেয়াল

গ) প্রাকৃতিক বিষয়ক

ঘ) ভূচিত্রাবলি

উ:গ

১৫--এই প্রতীক চিহ্ন দ্বারা কী বুঝানো হয়?

ক) রেল লাইন 

খ) পাকা রাস্তা

গ)  বাঁধ 

ঘ) সেতু

উ:ঘ

১৬. ৬০° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে কত ঘণ্টা?

ক) ৬০

খ) ২

গ) ৪

ঘ) ৬

উ:গ

১৭. কানাডার প্রমাণ সময় কয়টি?

ক) ১

খ) ২

গ) ৪

ঘ) ৬

উ:ঘ

১৮. যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি? 

ক) ১

খ) ২

গ) ৪

ঘ) ৬

উ:গ

১৯. গ্রিনিচের দ্রাঘিমা কত?

ক)০°

খ) ৯০°

গ) ১২০°

ঘ) ৩৬০°

উ:ক

২০. 'A' স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং 'B' স্থানের দ্রাঘিমা ৭৫° পূর্ব। 'A' স্থানে যখন সকাল ৮টা তখন 'B' স্থানটির স্থানীয় সময় কত?

ক) সকাল ৯টা 

খ) সকাল ৭টা 

গ) সন্ধ্যা ৭টা

ঘ)  রাত ৯টা

উ:খ

২১. প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?

ক) সেকেন্ড 

খ) ৪ সেকেন্ড 

গ) ১ মিনিট

ঘ) ৪ মিনিট

উ:ঘ

২২. মানচিত্রের ভাষা হলো- 

i. বিভিন্ন রং

ii. সংখ্যা

iii. রেখা ও সংকেত

নিচের কোনটি সঠি

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:খ

উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

P এবং Q দুই প্রতিবেশি। বন্যার পর তাদের জমির সীমানা নির্ধারণে সমস্যায় পড়লেন। সমস্যাটি সমাধানের জন্য তারা একটি বিশেষ মানচিত্রের সাহায্যে নেন। 

২৩. P ও Q ব্যবহৃত মানচিত্রটি হচ্ছে— 

i. শিরোনামবিহীন 

ii. গুণগত মানচিত্র

iii. বৃহৎ স্কেলে অঙ্কিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:গ

২৪. মানচিত্রটির প্রধান বিশেষত্ব কোনটি?

ক) সহজে বহনযোগ্য

খ) কোনো সূচক নেই

গ) কাপড়ের উপর অঙ্কিত

ঘ) সর্বোচ্চ ত্রুটিমুক্ত

উ:ঘ

উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:

এশিয়া মহাদেশের একটি দেশের মানচিত্রের তিনদিকে একটি বড় দেশের সীমানা এবং একদিকে জলভাগ রয়েছে। উক্ত মানচিত্রে দেশটির ৮টি বিভাগসহ জেলা, উপজেলার সীমানা দেখানো হয়েছে। 

২৫. উদ্দীপকে বর্ণিত মানচিত্রটি কোন দেশের?

ক) নেপাল

খ) ভুটান 

গ) বাংলাদেশ 

ঘ) শ্রীলংকা

উ:গ

২৬. উক্ত মানচিত্রটি কী ধরনের মানচিত্র?

ক) রাজনৈতিক

খ) সামাজিক

গ) ঐতিহাসিক

ঘ) ভূতাত্ত্বিক

সৃজনশীল প্রশ্ন 

১.স্থান | দ্রাঘিমারেখার মান
৯০° পশ্চিম
৭০° পশ্চিম                                                                             pic hoba
'গ'
১২০°৩০′ পশ্চিম
ক. ভূচিত্রাবলি কাকে বলে?
খ. মানচিত্রে কীভাবে রেজিস্ট্রিকৃত ভূমির মালিকানা চিহ্নিত করা হয়?
গ. ‘ক’ স্থানে যখন বিকাল ৫টা তখন 'খ' স্থানের স্থানীয় সময় নির্ণয় করো।
ঘ. 'খ' ও 'গ' স্থানের সময়ের পার্থক্য নির্ণয় করো এবং কোন স্থানটি পূর্বে অবস্থিত? তার যুক্তি দাও ।
২.
F বিন্দুর দ্রাঘিমাংশ ৮০
পূর্ব                                                                                                pic hoba
E. বিন্দুর দ্রাঘিমাংশ ৫০°
D
8
পূর্ব।
B
ক. মানচিত্র কাকে বলে?
ও পরিবেশ
খ. সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় প্রক্রিয়াকে কী বলে? ব্যাখ্যা করো।
 গ. চিত্রে, চিহ্নিত স্থানে সকাল ৭:০০ টা হলে F চিহ্নিত স্থানের স্থানীয় সময় নির্ণয় করো।
ঘ. AB ও CD রেখার মাধ্যমে কোনো স্থানের অবস্থান করা যাবে কী? তোমার মতামত বিশ্লেষণসহ লিখ ।
৩. নোমান চাকরির সুবাদে রিয়াদে গেল। রিয়াদের দ্রাঘিমা ৪৫০ পূব। সে ঢাকায় তার মাকে ফোন করলে তার মা জানাল, “এখন ঢাকায় স্থানীয় সময় দুপুর ২টা। ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব।
ক. সূচক কী?
খ. মানচিত্রের জন্যে শিরোনাম গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। 
গ. রিয়াদের স্থানীয় সময় কত?
ঘ. উল্লিখিত স্থান দুটির মধ্যে সময়ের ব্যবধান হওয়ার কারণ বিশ্লেষণ করো।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url