ভূগোল ও পরিবেশ
অধ্যায় ১: ভূগোল ও পরিবেশ
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ভূগোল ও পরিবেশ সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায় ১: ভূগোল ও পরিবেশ
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১. সর্বপ্রথম 'Geography' শব্দটি ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ- ইরাটসথেনিস।
- ২. ইংরেজি 'Geography' শব্দের অর্থ— পৃথিবীর বর্ণনা।
- ৩. ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন— অধ্যাপক কার্ল রিটার
- ৪. পৃথিবীর অধিবাসীদের বর্ণনাই ভূগোল – ডাডলি স্ট্যাম্প।
- ৫. ভূগোলকে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান বলেছেন-আলেকজান্ডার ভন হামবোল্ট ।
- ৬.ভূগোলের আলোচ্য বিষয় প্রকৃতি ও সমাজ।
- ৭.বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে বিস্তৃত হয়েছে- ভূগোলের পরিধি।
- ৮. প্রকৃতির সকল উপাদান মিলে তৈরি হয়- পরিবেশ।
- ৯.গাছপালা, পশুপাখি নিয়ে গড়ে ওঠে— জীব পরিবেশ।
- ১০. মাটি, পানি, আলো, বাতাস নিয়ে গড়ে ওঠে জড় পরিবেশ।
- ১১. মানুষের তৈরি পরিবেশ হলো- সামাজিক পরিবেশ।
- ১২. পৃথিবীর গঠন প্রক্রিয়া সম্পর্কে জানা যায় প্রাকৃতিক ভূগোলে।
- ১৩. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত- প্রাকৃতিক পরিবেশ।
- ১৪. ক্ষয়ীভবন সম্পর্কে আলোচনা করা হয়— ভূমিরূপবিদ্যায় ।
- ১৫. কৃষিকাজ, পশুপালন, খনিজ সম্পদ উত্তোলন আলোচিত হয়— অর্থনৈতিক ভূগোলে ।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১, 'Geo' শব্দের অর্থ কী?
উত্তর: 'Geo' শব্দের অর্থ 'ভূ' বা 'পৃথিবী' ।
প্রশ্ন-২, ভূগোল বা Geography শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর: ভূগোল বা Geography শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিসের ভূগোলবিদ ইরাটোসথেনিস।
প্রশ্ন-৩. ভূগোল কাকে বলে?
উত্তর: পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাকে ভূগোল বলে ।
প্রশ্ন-৪. অধ্যাপক Carl Ritter প্রদত্ত ভূগোলের সংজ্ঞাটি উল্লেখ করো।
উত্তর: জার্মান ভূগোলবিদ অধ্যাপক Carl Ritter প্রদত্ত ভূগোলের সংজ্ঞাটি হলো—'ভূগোল হচ্ছে পৃথিবীর বিজ্ঞান'।
প্রশ্ন-৫. পরিবেশ কাকে বলে?
উত্তর: জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব, অজৈব ও প্রাকৃতিক
প্রশ্ন-৬, সামাজিক পরিবেশ কী?
উত্তর: মানুষের তৈরি পরিবেশই সামাজিক পরিবেশ।
প্রশ্ন-৭. প্রাকৃতিক ভূগোল কাকে বলে?
উত্তর: ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে।
প্রশ্ন-৮. সি.সি. পার্কের পরিবেশের সংজ্ঞাটি কী?
উত্তর: সি.সি. পার্ক এর সংজ্ঞাটি হলো- “পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়।”
প্রশ্ন-৯, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে।
প্রশ্ন-১০. পরিবেশ কয় প্রকার?
উত্তর: পরিবেশ দুই প্রকার। যথা— প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. পরিবহন ভূগোল বলতে কী বোঝায়?
উত্তর: মানব ভূগোলের অন্যতম একটি শাখা পরিবহন ভূগোল সরকারি, বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর সম্পর্কে ভূগোলের এ শাখা আলোচনা করে।
প্রশ্ন-২, পরিবেশের উপাদান বলতে কী বোঝায়?
উত্তর: পরিবেশে বিরাজমান তথা আমাদের চারপাশের সবকিছুই পরিবেশের উপাদান । আমাদের চারপাশে পরিবেশের যেসব উপাদান রয়েছে তা দুইভাগে ভাগ করা যায়। যাদের জীবন আছে, খাবার খায়
, জন্ম মৃত্যু আছে তারা জীব। যেমন গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ মানুষ ও অন্যান্য প্রাণী। এরা পরিবেশের জীব উপাদান। আর মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত ইত্যাদি পরিবেশের জড় উপাদান।
প্রশ্ন-৩. ভূগোলের পরিধির বিস্তৃতির কারণ বাখ্যা করো ।
উত্তর: সভ্যতার অগ্রগতিতে মানুষের বিস্তৃতি এবং কালের বিবর্তনে পরিবেশের পরিবর্তন ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে। মানুষের কর্মকাণ্ডের ফলে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে নানা প্রভাব পড়ছে।
বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সামাজিক মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধি বিস্তৃতির অন্যতম কারণ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. Geography' শব্দটি প্রথম ব্যবহার করেন-
ক) ইরাটোসথেনিস
খ) রিচার্ড হার্টশোন
গ) সি. সি. পার্ক
ঘ) আলেকজান্ডার ফন হামবোল্ট
উ:ক
২.“ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান” উক্তিটি কার?
ক) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
খ) অধ্যাপক কার্ল রিটার
গ) রিচার্ড হার্টশোন
ঘ) আলেকজান্ডার ফন হামবোল্ট
উ:খ
৩. ভৌত পরিবেশের উপাদান কোনটি?
ক) আচার-আচরণ
খ) সাগর-নদী
গ) উৎসব-অনুষ্ঠান
ঘ) রীতি-নীতি
উ:খ
৪. ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ, বৃষ্টি আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়?
ক) সমুদ্রবিদ্যা
খ) দুর্যোগ ব্যবস্থাপনা
গ) জলবায়ুবিদ্যা
ঘ্) সংখ্যাতাত্ত্বিক ভূগোল
উ:গ
৫. "পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল” – সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক) অধ্যাপক ম্যাকনি
খ) অধ্যাপক কার্ল রিটার
গ) রিচার্ড হার্টশোন
ঘ) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
উ:গ
৬. "পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল” – উক্তিটি কার?
ক) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
খ)) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
গ) রিচার্ড হার্টশোন
ঘ) ফন হামবোল্ট
উ:ক
৭.“জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে” সংজ্ঞাটি কার?
ক) আর্মস
খ) সিসি পার্ক
গ) রিটার
ঘ) স্ট্যাম্প
উ:ক
৮. পরিবেশের উপাদান কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উ:ক
৯. অশ্বমণ্ডলের উপরিভাগের বণ্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলে?
ক)ভূমিরূপবিদ্যা
খ) মানব ভূগোল
গ) মূত্তিকা ভূগোল
ঘ) জীব ভূগোল
উ:ক
১০. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক) জীব ভূগোল
খ) মৃত্তিকা ভূগোল
গ) দুর্যোগ ব্যবস্থাপনা
ঘ) জলবায়ু বিদ্যা
উ:গ
১১. পরিবেশ কয় প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উ:ক
১২. ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে-
i.নতুন নতুন আবিষ্কার
ii. সমাজের মূল্যবোধের পরিবর্তন নিচের কোনটি সঠিক?
ii. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
১৩. ভূগোলের পরিধিকে অধিক বিস্তৃত করেছে-
i.. প্রযুক্তির বিকাশ নতুন নতুন উদ্ভাবন
ii. মূল্যবোধের পরিবর্তন
iii.নতুন নতুন উদ্ভাবন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
১৪. দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় নয়-
i. দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি
ii. নগরীয় বস্তি বিষয় চর্চা করা
iii. দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষা করার কৌশল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ক
উদ্দীপকটি পড়ে ১৫ নং প্রশ্নের উত্তর দাও
আমিন সাহেব তার বাড়ির পাশের রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গা ভরাট করে কয়েকটি দোকান ও দোকানের পিছনে বসত বাড়ি তৈরি করলেন ।
১৫. আমিন সাহেবের কাজটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
(ক) জীব ভূগোল
(খ) মানব ভূগোল
(গ) জলবায়বিদ্যা
(ঘ) ভূমিরূপবিদ্যা
উ:খ
সৃজনশীল প্রশ্ন
১. দৃশ্যকল্প-১: ২০০৭ সালে সিডর নামক মারাত্মক ও প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে চরম আঘাত হানে এবং এর ফলে ব্যাপক প্রাণহানি ঘটে।দৃশ্যকল্প-২: রিতা ভৌগোলিক বিষয় পাহাড়, নদী, সাগর, মাটি, পানি, বায়ু এই বিষয়গুলো পড়তে খুবই পছন্দ করে।
দৃশ্যকল্প-৩: সজল কৃষি, শিল্প, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এই বিষয়গুলো বেশি আগ্রহের সাথে পড়ে।
ক. সামাজিক পরিবেশ কাকে বলে?
খ. পরিবেশের উপাদান বলতে কী বোঝায়?
গ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টি ভূগোলের কোন শাখাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ বর্ণিত বিষয়গুলো কি ভূগোলের একই শাখার? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
২. দৃশ্যকল্প-১: ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা।
দৃশ্যকল্প-২: অর্থনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, নগর ভূগোল ।
ক. পরিবেশ কাকে বলে?
খ. পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ ভূগোলের যে শাখার অন্তর্ভুক্ত তার ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ মানবজীবনে কী প্রভাব ফেলে তার কার্যকারণ অনুসন্ধান এর মূল বিবেচ্য বিষয় বিশ্লেষণ করো।
৩.গ্রুপ- A পাহাড়-পর্ত
মানুষ জলবায়ু
গ্রুপ- B জীবভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল অর্থনৈতিক ভূগোল
ক. ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন?
খ. নগর ভূগোলের বিষয়বস্তু কী?
গ. গ্রুপ 'A' এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. মানবজীবনে গ্রুপ 'A' এবং 'B' এর প্রভাব বিশ্লেষণ করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url