বল,চাপ ও শক্তি এর কুইজ

 বল,চাপ ও শক্তি এর কুইজ

বল, চাপ ও শক্তি(Force, Pressure And Energy)

Science New Shyllabus-2024 Hand Note/ Goudie

নবম শ্রেণীর বিজ্ঞান-2024

2024 সালের নতুন হ্যান্ড নোট বিজ্ঞান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিজ্ঞান

অধ্যায় :1

বল, চাপ ও শক্তি

অধ্যায় 1:বল, চাপ ও শক্তি

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


বিজ্ঞান কুইজ  সাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ১: বল,চাপ ও শক্তি এর কুইজ

কুইজ-১

প্রশ্ন-১. নিউটন গতি সংক্রান্ত কয়টি সূত্র প্রদান করেন?

উত্তর: ৩টি

প্রশ্ন-২. বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে এটি নিউটনের কোন সূত্রকে নির্দেশ করে?

উত্তর: প্রথম সূত্রকে। 

প্রশ্ন-৩. নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোনটির ধারণা পাওয়া যায়?

উত্তর: বল ও  জড়তা 

 প্রশ্ন-৪. কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা কে কী বলে?

উত্তর:  জড়তা

প্রশ্ন-৫. জড়তা কয় প্রকার ও কী কী?

উত্তর:  ২ প্রকার। যথা: গতি জড়তা ও স্থিতি জড়তা

প্রশ্ন-৬. স্থির অবস্থায় থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। এটি কিসের উদাহরণ? 

উত্তর:স্থিতি জড়তা

প্রশ্ন-৭. চলন্ত বাস হঠাৎ ব্রেক করা হলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটি কিসের উদাহরণ?

উত্তর:  গতি জড়তা

কুইজ-২

প্রশ্ন-১.নিউটনের গতির কোন সূত্রটি হতে বস্তুর ভরবেগ ও বলের সাথে সম্পর্ক রয়েছে? 

উত্তর:নিউটনের গতির দ্বিতীয় সূত্র। 

প্রশ্ন-২.বস্তুর ওপর বল প্রয়োগে বস্তুর গতির পরিবর্তন কীরূপ হবে তা কোন সূত্র হতে জানা যায়?

উত্তর:নিউটনের গতির দ্বিতীয় সূত্র। 

প্রশ্ন-৩. বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে?

উত্তর:ভরবেগ

প্রশ্ন-৪. ভরবেগের একক কী?

উত্তর: kgms-1

প্রশ্ন-৫. কোনটি বস্তুর গতির পরিবর্তন করে সম্পর্ক জানা গিয়েছে?

উত্তর:বল; 

প্রশ্ন-৬. বলের একক কী?

উত্তর:নিউটন(N);

প্রশ্ন-৭. বলের সাথে ত্বরণের সম্পর্ক কেমন। 

উত্তর:সমানুপাতিক ।

কুইজ-৩ 

প্রশ্ন-১. এই মহাবিশ্বে প্রধানত কয় ধরণের বল রয়েছে?

উত্তর:দুই ধরণের। যথা: মৌলিক বল ও লব্ধ বল; 

প্রশ্ন-২. মৌলিক বলের সংখ্যা কয়টি?

উত্তর:৪টি

প্রশ্ন-৩. তড়িৎ চৌম্বক বল কোন কণার বিনিময়ে কার্যকর হয়?

উত্তর: ফোটন

প্রশ্ন-৪. মৌলিক বল গুলোর মধ্যে কোনটি সব থেকে বেশি শক্তিশালী?

উত্তর:সবল নিউক্লিয় বল

 প্রশ্ন-৫. সবল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বকীয় বলের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী? 

উত্তর:১০০ গুণ

প্রশ্ন-৬. দূর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?

উত্তর:10-18 m

প্রশ্ন-৭. মহাকর্ষ বলের পাল্লা কত?

উত্তর:অসীম

প্রশ্ন-৮. নিউক্লিয়াসের অস্থিতিশীলতা বা বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী?

উত্তর:দুর্বল নিউক্লিয় বল। 

প্রশ্ন-৯. সবল নিউক্লিয় বল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ শক্তিশালী?

উত্তর: 1038 গুণ।

কুইজ-৪

প্রশ্ন-১. ক্রিয়া প্রতিক্রিয়া বল ও এদের সম্পর্ক জানা যায় কোন সূত্র হতে? 

উত্তর: নিউটনের গতির তৃতীয় সূত্র

প্রশ্ন-২. মানুষের পায়ে হেটে সামনে এগিয়ে যাওয়া, নৌকা থেকে লাফ দিলে নৌকার পশ্চাৎ বেগ, রকেট উৎক্ষেপণ ইত্যাদি কোন সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়?

উত্তর: নিউটনের গতির তৃতীয় সূত্র

প্রশ্ন-৩. ক্যারাম বোর্ডের উপর স্ট্রাইক বল প্রয়োগ করলে ক্যারাম বোর্ড স্ট্রাইকের ওপর কোন বল প্রয়োগ করে?

উত্তর: প্রতিক্রিয়া বল

প্রশ্ন-৪. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর ওপর নাকি ভিন্ন বস্তুর ওপর কাজ করে?

উত্তর: ভিন্ন বস্তুর ওপর

প্রশ্ন-৫. বন্দুকের গুলি ছোড়ার ক্ষেত্রে পেছনের দিকে ধাক্কা কোন ধরণের বলের উদাহরণ?

উত্তর: প্রতিক্রিয়া বলের উদাহরণ।

কুইজ-৫

প্রশ্ন-১. মহাবিশ্বে প্রতিটি বস্তু কোন বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে? 

উত্তর: মহাকর্ষ বল । 

প্রশ্ন-২. দুইটি বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বল কীসের উপর নির্ভর করে? 

উত্তর: বস্তু দুটির ভরের গুণফলের ওপর এবং এদের মধ্যবর্তী দূরত্বের ওপর। 

প্রশ্ন-৩. মহাকর্ষীয় ধ্রুবক G এর মান কত?

উত্তর: 6.673 × 10-11 Nm2kg-2

প্রশ্ন-৪. ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর: 9.8 ms-2

প্রশ্ন-৫. কোনো বস্তুর ওজন পরিমাপক সমীকরণটি লিখো?

উত্তর: ওজন, W=mg

প্রশ্ন-৬. পৃথিবী ও চাঁদের মধ্যে কোথায় অভিকর্ষজ ত্বরণের মান বেশি? 

উত্তর: পৃথিবীতে

প্রশ্ন-৭. পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে কী বলে? 

উত্তর: মাধ্যাকর্ষণ বল

প্রশ্ন-৮. পৃথিবী ও চাঁদের মধ্যে একই বস্তু নিলে কোথায় মাধ্যাকর্ষণ বল বেশি?

উত্তর: পৃথিবীতে

কুইজ-৬

প্রশ্ন-১. কোনো বস্তুর ওপর লম্ব ভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়? 

উত্তর:চাপ। 

প্রশ্ন-২. চাপের একক কী?

উত্তর:প্যাসকেল (Pa)

প্রশ্ন-৩. চাপ ও বলের মধ্যে সম্পর্কের সমীকরণটি লিখো।

উত্তর:P =F/A

 প্রশ্ন-৪. তরলের ভেতরে চাপ নির্ভর করে কোন কোন বিষয়ের উপরে?

উত্তর:তরলের গভীরতা, তরলের ঘনত্ব ও অভিকর্ষজ ত্বরণের উপরে। 

প্রশ্ন-৫. কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, উক্ত তরল কর্তৃক বস্তুটির উপর এর ওজন বলের বিপরীতে যে বল কাজ করে তাকে কী বলে?

উত্তর:প্লবতা;

প্রশ্ন-৬. কোনো বস্তুর প্লবতা নির্ণয়ের সমীকরণটি লিখো।

উত্তর:F = Ahpg; 

প্রশ্ন-৭. কাঠের টুকরার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলে কাঠের টুকরাটি পানিতে রাখলে কী হবে?

উত্তর:কাঠের টুকরাটি পানিতে ভাসবে;

প্রশ্ন-৮. সাতারের সময় আমাদের ওজন কম মনে হয় কেন?

উত্তর:প্লবতা বলের কারণে ।

কুইজ-৭

প্রশ্ন-১. কাজ করার সামর্থ্যকে কি বলে?

উত্তর:শক্তি

প্রশ্ন-২. কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য কে কি বলে?

উত্তর: গতিশক্তি। 

প্রশ্ন-৩. কোনো গতিশীল বস্তুর গতিশক্তি পরিমাপক সমীকরণটি লিখো । 

উত্তর:  E = 1⁄2 mv

প্রশ্ন-৪. যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি কী?

উত্তর: শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, এর কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন ঘটে; 

প্রশ্ন-৫. কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিলে কোন শক্তির রূপান্তর

উত্তর:  বিভব শক্তি থেকে গতিশক্তি

প্রশ্ন-৬. পৃথিবীতে কোনো বস্তুর বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে?

উত্তর:  ভূমি থেকে উচ্চতার উপরে 

প্রশ্ন-৭. বৈদ্যুতিক বাল্বে কি ধরণের শক্তির পরিবর্তন দেখা যায়? অর্জন করে তাকে কি বলে?

উত্তর: বিদ্যুৎ শক্তি থেকে তাপ ও আলোক । 

প্রশ্ন-৮. কোনো বস্তুর ওপর বল, F প্রয়োগে যদি এর সরণ, s হয় তাহলে কাজ কীভাবে নির্ণয় করবে?

উত্তর: W = F × s সূত্র দ্বারা। 

আর পড়ুন: বল,চাপ ও শক্তি (Basic) 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url