প্রাত্যহিক জীবনে তড়িৎ

 অধ্যায় ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



বিজ্ঞান সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. একাধিক তড়িৎ কোষের সমন্বয়কে বলে- ব্যাটারি।
  • ২. বাড়িতে তড়িৎসংযোগের জন্য ব্যবহৃত হয়- সমান্তরাল সংযোগ। 
  • ৩. তড়িৎ বিশ্লেষণ প্রণালিতে ব্লক, মডেল তৈরি করাকে বলে— তড়িৎ মুদ্রণ 
  • ৪. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে দ্রবণটি বিশ্লেষণ করা হয় তাকে বলে- তড়িৎ বিশ্লেষ্য।
  • ৫. তুঁতের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে জমা হয়— SO, I
  • ৬.তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপন দেওয়াকে বলে— তড়িৎ প্রলেপন।
  • ৭. তড়িৎ প্রলেপনে যে বস্তুটির উপর প্রলেপ দিতে হয় তা ব্যবহৃত হয়— ক্যাথোড হিসেবে।
  • ৮.১ মেগাওয়াট সমান- ১০৬ ওয়াট।
  • ৯.কিলোওয়াট-ঘণ্টা এককে আমরা পরিশোধ করি- বিদ্যুৎ বিল ।
  • ১০. এনার্জি সেভিং বাল্বে ব্যবহৃত হয়- আর্গন গ্যাস ।
  • ১১. এক কিলোওয়াট সমান- ১০০০ ওয়াট।
  • ১২. ১ কিলোওয়াট-ঘণ্টায় ৩৬,০০,০০০ জুল।
  • ১৩. বাসাবাড়িতে বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে— ২২০ ভোল্টেজ ।
  • ১৪. বিদ্যুতের স্বপ্ন উৎপাদন ও যন্ত্রপাতির ত্রুটির কারণে বিদ্যুৎ প্রবাহে সমস্যা হয়।
  • ১৫. কম্পিউটারের সাথে যুক্ত থাকে- ইউপিএস।
  • ১৬. তড়িৎ সিস্টেম লসের কারণ— সরবরাহ পদ্ধতির ত্রুটি।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. তড়িৎ বর্তনী কী?

 উত্তর: তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথই হলো তড়িৎ বর্তনী । 

প্রশ্ন-২. ব্যাটারি কী? 

উত্তর: ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়ে গঠিত এক ধরনের তড়িৎ কোষ।

প্রশ্ন-৩. তড়িৎ ক্ষমতা কাকে বলে? 

উত্তর: কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে।

প্রশ্ন-৪. তড়িৎ প্রলেপন কাকে বলে?

উত্তর: তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর ওপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ  দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। 

প্রশ্ন-৫. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? 

উত্তর: কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে।

প্রশ্ন-৬. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ?

উত্তর: তড়িৎপ্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।

প্রশ্ন-৭. তড়িৎ মুদ্রণ কাকে বলে? 

উত্তর: তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হরফ ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে।

প্রশ্ন-৮ কিলোওয়াট ঘন্টা কাকে বলে?

উত্তর: এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎশক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে কিলোওয়াট ঘণ্টা বলে ।

 প্রশ্ন-৯. ওয়াট কী? 

উত্তর: এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে ওয়াট বলে।

প্রশ্ন-১০.লোডশেডিং কাকে বলে?

উত্তর: তড়িতের উৎপাদন যদি প্রয়োজনের তুলনায় অনেক কম হয় তবে সব এলাকাতেই পর্যায়ক্রমে তড়িতের সরবরাহ বন্ধ করতে হয়, এই পদ্ধতিকে লোডশেডিং বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. তড়িৎ প্রলেপন বলতে কী বোঝায়?

উত্তর: তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতুর উপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াই হলো তড়িৎ প্রলেপন। তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদি নিকৃষ্ট ধাতু দিয়ে তৈরি জিনিসকে জলবায়ুথেকে রক্ষা করার এবং সুন্দর দেখানোর জন্য এদের উপর কোনো সোনা, রূপা, নিকেল ইত্যাদি মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়।

প্রশ্ন-২.তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝ? 

উত্তর: আমরা জানি, কাজ করার হার অর্থাৎ একক সময়ে সম্পন্নকৃত কাজকে ক্ষমতা বলে। কোনো তড়িত্যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করে বা অন্য শক্তি যেমন- তাপ, আলো যান্ত্রিক ইত্যাদিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। তড়িৎ ক্ষমতাকে কিলোওয়াট বা মেগাওয়াটে প্রকাশ করা হয়। 1 কিলোওয়াট = 1000 ওয়াট বা 10 ওয়াট এবং

1 মেগাওয়াট = 10 ওয়াট ।

প্রশ্ন-৩. একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে ২২০ ভোল্ট-৪০ ওয়াট। লিখা আছে, এর অর্থ ব্যাখ্যা করো। 

উত্তর: একটি বৈদ্যুতিক বাঘের গায়ে ২২০ ভোল্ট-৪০ ভোল্ট। লেখা আছে। এর অর্থ হলো, ২২০ বিভব পার্থক্যে বাঘটিকে সংযুক্ত করলে বাহুটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেণ্ডে ৪০ জুন বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে ।

প্রশ্ন-৪. বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয় কেন?

উত্তর: বাড়িতে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। বাড়ির বিদ্যুৎ বর্তনীতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে অনেক সময় তার থেকে বাড়িতে আগুন পর্যন্ত লাগতে পারে। এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য ফিউজ তার ব্যবহার করা হয়।

প্রশ্ন-৫. লোডশেডিং কেন হয়? 

উত্তর: প্রয়োজন বা চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন অনেক কম হলে, সব এলাকাতেই পর্যায়ক্রমে বিদ্যুতের সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। এ ঘটনাকেই বলা হয় লোডশেডিং। লোডশেডিং-এর কারণ

গুলো হলো:

  •  চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন;
  • বিদ্যুতের সিস্টেম লস;
  • বিদ্যুতের অপচয়;
  • বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.কোনটি বিদ্যুৎ কোষের প্রতীক?

ক) 

খ) 

গ) 

ঘ)  


উ:গ

২. কোনটি একমুখী সুইচের প্রতীক?

ক) 

খ) 

গ) 

ঘ)  

উ:ক

৩. কোনটি পরিবর্তনশীল রোধের প্রতীক চিহ্ন?

ক) 

খ) 

গ) 

ঘ)  


উ:ঘ

৪. দ্বারা কী বুঝায়?

ক)  কোষ

খ) সংযোগহীন তার

গ) সংযুক্ত তার

ঘ) চাৰি

উ:খ

৫.একটি ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে?

ক) ২

খ) ৩

গ ৪

ঘ) ৫

উ:খ

৬.একটি সাধারণ ব্যাটারি সেলের বিভব পার্থক্য কত?

ক) ২V

খ) ৩V

গ ৪V

ঘ) ৫V

উ:ক

৭.কোন ধরনের বর্তনীতে বিভবের পরিবর্তন হয় না? 

ক) সিরিজ

খ) সমান্তরাল 

গ) মিশ্র

ঘ) শ্রেণি

উ:খ

৮. কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?

ক) Cu 

খ) so4

গ)NaOH

ঘ) চিনি

উ:গ

৯.কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎবিশ্লেষণের ব্যাখ্যা দেন?

ক) আলসান্দ্রো ডোন্টা

খ)  আরমেনিয়াস

গ) মাইকেল ফ্যারাডে

ঘ) আইজ্যাক নিউটন

উ:খ

১০. রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্যাটারির ক্যাথোডে কী জমা হয়?

ক) প্রোটন

খ)  ইলেকট্রন

গ)  নিউটন

ঘ) ইলেকট্রোলাইট

উ:খ

১১.তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেয়াকে কী বলে? 

ক) তড়িৎ প্রলেপন

খ) তড়িৎ রিপেয়ারিং

গ) তড়িৎ মুদ্রণ

ঘ)  তড়িৎ বিশ্লেষণ

উ:ক

১২. তড়িৎ মুদ্রণে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়?

ক) কপার সালফেট

খ) জিংক সালফেট

গ) অ্যালুমিনিয়াম সালফেট

ঘ) সিলভার সালফেট

উ:ক

১৩.১ মেগাওয়াট সমান কোনটি? 

ক) ১০ ওয়াট

খ) ১০° ওয়াট

গ)  ১০ ওয়াট

ঘ) ১০ ওয়াট

উ:ক

১৪. ১ কিলোওয়াট-ঘণ্টায় কত জুল?

ক) ৩,৬০০ জু

খ) ৩,৬০,০০০ জুল

গ) ৩৬,০০০ জুল

ঘ) ৩৬,০০,০০০ জুল

উ:গ

১৫. আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা যায়?

ক) মেগাওয়াট-ঘণ্টা

খ) ওয়াট-ঘণ্টা

গ) কিলোওয়াট-ঘণ্টা

ঘ) জুল-ঘণ্টা

উ:গ

১৬.৮০ ওয়াটের একটি বৈদ্যুতিক ফ্যান প্রতিদিন ৯ ঘণ্টা চললে জুন মাসে কত বিদ্যুৎশক্তি খরচ হবে? 

ক) 5.1 kwh

খ) 28.09 kwh

গ)  21.6 kwh

ঘ) 216 kwh

উ:গ

১৭.মিসেস মিনারা তার গৃহে ১০০w এর ৫টি ৬০W এর ৫টি বাহু প্রতিদিন ১০ ঘণ্টা করে ব্যবহার করেন। তিনি দৈনিক কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যবহার করেন? 

ক) ৫

খ) ৬

গ) ৭

ঘ) ৮

উ:ঘ

১৮. এনার্জি সেভিং বাঘের ব্যবহারের ফলে কোনটি হয়?

ক) শক্তির ব্যবহার বেড়ে যায় 

খ) খরচ সাশ্রয় হয়

গ)  খরচ বৃদ্ধি পায়

ঘ) শক্তি অপচয় হয়

উ:খ

১৯. এনার্জি সেভিংস বাঘে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়? 

ক)  ১০-৫০% 

খ)  ১৫-৬০% 

গ) ২০-৬০% 

ঘ) ২০-৮০% 

উ:ঘ

২০. এনার্জি সেভিং বাঘে কোন গ্যাস ব্যবহৃত হয়?

ক) সোডিয়াম 

খ) নিয়ন 

গ হিলিয়াম 

ঘ) আগন

উ:ঘ

২১. কোনটিতে UPS ব্যবহার করা হয়?

ক) বাঘে

খ)  পাখাতে

গ) কম্পিউটারে

ঘ) এসিতে 

উ:গ

২২. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো— 

i. NaO

ii. NaOH

iii. AgNO,

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii 

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

২৩. সিস্টেম লসের প্রতিকার -

i. সরবরাহ পদ্ধতির উন্নয়ন 

ii. অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ

iii. দক্ষ ও সফল মনিটরিং ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii 

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

২৪. লোডশেডিং-এর কারণ -

i. চাহিদার তুলনায় বিদ্যুতের গল্প উৎপাদন

ii. বিদ্যুতের সিস্টেম লস 

iii. বিদ্যুতের অপচয় 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii 

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন

১. রহিমা বেগমের নতুন বাসায় 15W এর তিনটি বাল্ব ও 75W এর একটি ফ্যান আছে । বাল্বগুলো দৈনিক ৪ ঘণ্টা ও ফ্যানটি দৈনিক 12 ঘণ্টা ব্যবহৃত হয় । প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 8.50 টাকা ।
ক. তড়িৎ মুদ্রণ কাকে বলে?
খ. তড়িতের সিস্টেম লস ব্যাখ্যা করো।
গ. রহিমা বেগমের বাসায় ১ মাসের বিদ্যুৎ বিল হিসাব করো। 
ঘ. উদ্দীপকের উপকরণগুলোকে ব্যবহার করে তার বাসায় ব্যবহার উপযোগী বর্তনী এঁকে তোমার যৌক্তিক মতামত দাও।
২. দৃশ্যকল্প-১: সজল এমন একটি কারখানায় কাজ করে যেখানে কোনো নিকৃষ্ট ধাতুর উপর সোনা, রূপার মতো মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়।
দৃশ্যকল্প-২ : সুমাইয়া রাতে পড়তে বসলে লক্ষ করে তার এলাকায় প্রায়ই কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তাছাড়া সে আরো লক্ষ করল, তাদের পাশের বাড়ির লোকেরা মেইন লাইন থেকে তার টেনে বিদ্যুৎ
 ব্যবহার করে, যার হিসাব মিটারে উঠে না।
ক. তড়িৎ ক্ষমতা কাকে বলে?
খ. বৈদ্যুতিক মিস্ত্রিরা পায়ে শুষ্ক জুতা পরিধান করে কেন? ব্যাখ্যা করো।
গ. সজলের কারখানায় কীভাবে প্রলেপ দেওয়ার কাজটি করা হয়? ব্যাখ্যা করো।
ঘ. সুমাইয়ার লক্ষ করা প্রক্রিয়া দুটি কি আমাদের সামাজিক জীবনকে প্রভাবিত করে? বিশ্লেষণ করো।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url