পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
অধ্যায় ৪: পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ভূগোল সাজেশন
পেজ সূচিপত্র : অধ্যায় ৪: পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১. সৃষ্টির সময় পৃথিবী ছিল- উত্তপ্ত গ্যাসপিণ্ড।
- ২.অশ্মমন্ডলের উপরের অংশকে বলে- ভূত্বক।
- ৩. ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত হলো- গুরুমণ্ডল।
- ৪. গুরুমণ্ডল মূলত গঠিত - ব্যাসল্ট শিলায়।
- ৫. কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান- নিকেল ও লোহা ।
- ৬. চুনাপাথর রূপান্তরিত হয়ে পরিণত হয়- মার্বেলে।
- ৭. আগ্নেয় শিলার অপর নাম- প্রাথমিক শিলা।
- ৮. উদ্ভিদ ও জীবজপুর জীবাশ্ম দেখা যায়- পাললিক শিলায়।
- ৯.. ভূমিকম্পে দিবং নদীর গতিপথ পরিবর্তিত হয় ১৯৫০ সালে।
- ১০. সুনামি একটি জাপানি শব্দ, যার অর্থ— পোতাশ্রয়ের ঢেউ।
- ১১. শিলারাশির চূর্ণবিচূর্ণ হওয়া কে বলে- বিচূর্ণীভবন।
- ১২. প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে-দোয়াব ।
- ১৩. মূল নদী থেকে যে নদী বের হয়, তাকে বলে শাখানদী।
- ১৪. উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাত- নায়াগ্রা।
- ১৫. ঊর্ধ্ব ও অধঃভাজ সংবলিত ভূমিরূপই হলো— ভঙ্গিল পর্বত।
- ১৬. ভঙ্গিল পর্বতের উদাহরণ- আল্পস, হিমালয়।
- ১৭. ইতালির ভিসুভিয়াস, ফিলিপাইনের পিনটুবো- আগ্নেয় পর্বত।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১ ভূত্বক কাকে বলে?
উত্তর: ভূপৃষ্ঠে শিলার কঠিন বহিরাবরণকেই ভূত্বক বলে ।
প্রশ্ন-২. খনিজ কাকে বলে?
উত্তর: যে প্রাকৃতিক অজৈব পদার্থের সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে তাকে খনিজ বলে । যেমন- হীরা, সোনা।
প্রশ্ন-৩. শিলা কাকে বলে?
উত্তর: এক বা একাধিক খনিজের সংমিশ্রণে গঠিত পদার্থকে শিলা বলে। যেমন- চুনাপাথর।
প্রশ্ন-৪. পাললিক শিলা কাকে বলে?
উত্তর: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে ।
প্রশ্ন-৫ রূপান্তরিত শিলা কাকে বলে? /দি. বো. ১৯
উত্তর: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন— কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
প্রশ্ন-৬.ভূমিকম্প কাকে বলে?
উত্তর: ভূত্বকের আকস্মিক কম্পনকেই ভূমিকম্প বলে ।
প্রশ্ন-৭, লাভা কী
উত্তর: আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থই লাভা ।
প্রশ্ন-৮. “ওয়েভ ট্রেন” কাকে বলে?
উত্তর : সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে বলে একে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলে ।
প্রশ্ন-৯.বিচূর্ণীভবন কাকে বলে?
উত্তর : শিলারাশির চূর্ণ-বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে।
প্রশ্ন-১০ নগ্নীভবন কাকে বলে?
উত্তর : বিচূর্ণীভবনের সময় শিলা চূর্ণবিচূর্ণ হয়ে ক্ষয়ীভবন দ্বারা ঐ শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে। এরূপ কার্যকে নগ্নীভবন বলে ।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. খনিজকে শিলা বলা যায় কী? ব্যাখ্যা করো।
উত্তর; খনিজকে শিলা বলা যায় না খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমসত্ত্ব অজৈব পদার্থ। আর শিলা বিভিন্ন খনিজের অসমসত্ত্ব মিশ্রণ শিলা গঠনকারী প্রতিটি খনিজের আলাদা
আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে। তবে একটি খনিজে গঠিত শিলা এবং খনিজ একই যেমন- পাললিক শিলা চুনাপাথর। এটি ক্যালসাইট নামক খনিজ, শিলা হিসেবে যা চুনাপাথর নামে পরিচিত।
প্রশ্ন-২. পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন ?
উত্তর: পাললিক শিলা গঠনের সময় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল থাকে। যেমন— নদীর স্রোতে জীবজন্তুর দেহাবশেষ অথবা বৃক্ষশাখা ভাসতে ভাসতে সমুদ্রে এসে পড়ে এবং তলদেশে নিমজ্জিত হয়।
এগুলো যুগ যুগ ধরে পাললিক শিলাস্তরে অবিকৃত অবস্থায় প্রাকৃতিকভাবে সংরক্ষিত থাকে। ফলে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়।
প্রশ্ন-৩. কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। জন্মের সময় পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই গ্যাস ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়। পরে আরও তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন
আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছিল বলে একে প্রাথমিক শিলাও বলে ।
প্রশ্ন-৪ বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায় কেন?
উত্তর: মরু এলাকা শুষ্ক, প্রায় বৃষ্টিহীন এবং গাছপালা শূন্য। মরু এলাকায় গাছপালা কম থাকার কারণে মৃত্তিকা সুদৃঢ় নয়। দিনের বেলায় সূর্যের তাপে এবং রাতের শীতলতায় সংকোচন ও প্রসারণের ফলে
শিলার সংবদ্ধতা শিথিল হয়ে যায়। এরপর যথেষ্ট গাছপালা না থাকার কারণে বায়ুপ্রবাহের আঘাতে এ অঞ্চলের শিলা সহজেই ক্ষয় হয়। সুতরাং বলা যায়, পারিবেশিক কারণে বাতাসের ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায় ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোনটি রূপান্তরিত শিলা?
ক) চুনাপাথর
খ) গ্রানাইট
গ) মার্কেল
ঘ) ডাইক
উ:গ
২.কোনটি পাললিক শিলা?
ক) কেওলিন
খ) ডলোরাইট
গ) কোয়ার্টজাইট
ঘ) অ্যান্ডিসাইট
উ:ক
৩.নিচের কোনটি সুনামি সংঘটনের জন্য দায়ী?
ক) জলপ্রপাত
খ) ক্ষয়ীভবন
গ) শিলাচ্যুতি
ঘ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
উ:ঘ
৪. ভূমিকম্পের প্রধান কারণ কোনটি?
ক) জলপ্রপাত
খ) ক্ষয়ীভবন
গ) ভূগর্ভস্থ বাষ্প
ঘ) প্লেট সঞ্চালন
উ:ঘ
৫.কত সালে ইতালির পম্পেই নগরী আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফুলে ডুবে গিয়েছিল?
ক) ১৮৭৯
খ) ১৮৮৩
গ) ১৮৮৯
ঘ) ১৮৯৩
উ:ক
৬.পৃথিবীর উপরের স্তর কোনটি?
ক) অশ্বমণ্ডল
খ) গুরুমণ্ডল
গ) কেন্দ্রমণ্ডল
ঘ) অন্তঃমণ্ডল
উ:ক
৭. কেন্দ্রমণ্ডলের প্রধান গঠন উপাদান কী?
ক) লোহা
খ) তামা
গ) গ্রানাইট
ঘ) মাটি
উ:ক
৮. প্রাথমিক শিলা বলা হয় কোনটিকে?
ক) আগ্নেয় শিলাকে
খ) পাললিক শিলাকে
গ) খনিজকে
ঘ) রূপান্তরিত শিলা
উ:ক
৯.জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে কী বলে?
ক) জৈব শিলা।
খ) প্রাথমিক শিলা
গ) আগ্নেয় শিলা
ঘ) রূপান্তরিত শিলা
উ:ক
১০. চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
ক) প্লেট
খ) কাদা
গ) সাইনাইট
ঘ) মার্বেল
উ:ঘ
১১. গ্রাফাইট কোনটির রূপান্তরিত রূপ?
ক) চুনাপাথরের
খ) কয়লার
গ) কাদা ও শেলের
ঘ) গ্রানাইটের
উ:খ
১২. কত সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে যায়?
ক) ১৯৫০
খ) ১৯২৫
গ) ১৮৮৭
ঘ) ১৭৮৭
উ:ঘ
১৩. কত সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তিত হয়?
(ক) ১৯৩৫
(খ) ১৯৫০
(গ) ১৯৬১
(ঘ) ১৯৬৪
উ:খ
১৪. Tsunami কোন দেশি শব্দ?
ক) শ্রীলংকা
খ)জাপান
গ) মঙ্গোলিয়া
ঘ) চীন
উ:খ
১৫. 'জাপানের ফুজিয়ামা' কোন আগ্নেয়গিরির উদাহরণ?
ক) সক্রিয়
খ) স্ট্রাটো
গ) মৃত
ঘ) সুপ্ত
উ:ঘ
১৬. হাওয়াই দ্বীপের মাওনালেয়া কোন প্রকারের আগ্নেয়গিরি?
ক) শিশু
খ) মৃত
গ) সক্রিয়
ঘ) সুপ্ত
উ:গ
১৭. ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?
ক) ল্যাকোলিথ
খ) ক্ষয়জাত
গ)ভঙ্গিল
ঘ) আগ্নেয়
উ:ঘ
১৮. দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?
(ক) নদী
(খ) নদী উপত্যকা
(গ) নদী সংগম
(ঘ) নদী অববাহিকা
উ:গ
১৯. 'ভি' আকৃতির উপত্যকা নদীর কোন গতিতে সৃষ্টি
ক) উর্ধ্বগতি
খ)মধ্যগতি
গ) নিম্নগতি
ঘ) শেষগতি
উ:ক
২০. পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ কোনটি?
(ক) মিশর
(খ) গাঙ্গেয় উপত্যকা
(গ) বাংলাদেশ
(ঘ) মিসিসিপি উপত্যকা
উ:গ
২১. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
ক) চ্যুতি
খ)স্তূপ
গ)গম্বুজৃ
ঘ) ভজ
উ:ঘ
২২. জার্মানির ব্লাক ফরেস্ট কোন জাতীয় পর্বত?
ক)ভঙ্গিল
খ) আগ্নেয়
গ) চ্যুতি-স্তূপ
ঘ) ল্যাকোলিথ
উ:গ
২৩. পর্বতমধ্যবর্তী মালভূমি কোনটি?
ক) পাতাগোনিয়া
খ) তারিম
গ) কলোরাডো
ঘ) গ্রিনল্যান্ড
উ:খ
২৪. রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য হচ্ছে—
i.স্ফটিকযুক্ত শিলা
ii. কোমল শিলা
iii. জীবাশা দেখা যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:খ
২৫. আগ্নেয় শিলা হলো—
i. পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি
ii. কোমল শিলা
iii. কঠিন ও কম ভঙ্গুর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:খ
২৬. ভূমিকম্প সংঘটিত হতে পারে—
i. তাপ বিকিরণের ফলে
ii. হিমবাহের প্রভাবে
iii. শিলাচ্যুতির ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:গ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
সাকলাইন মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে এক ধরনের ভূমিরূপ দেখতে পায় যা শৃঙ্গবিহীন ।
২৭. সাকলাইনের দেখা ভূমিরূপটি কোন ধরনের?
ক) ল্যাকোলিথ পর্বত
খ) ভঙ্গিল পর্বত
গ) চ্যূতি-স্তূপ পর্বত
ঘ) আগ্নেয় পর্বত
উ:ক
সৃজনশীল প্রশ্ন
১. তমা তার বাবার সাথে গল্প করছিল। তার বাবা তাকে বলেন— ভিসুভিয়াস আগ্নেয়গিরির ফলে হারকিউলেনিয়াম নগরের বিলুপ্তি ঘটে এমন সময় তমা অনুভব করে তার বসার চেয়ারসহ ঘরের আসবাবপত্রঝাঁকুনি দিয়ে নড়ছে। সাথে সাথে তার বাবা তাকে নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেন । তমা ভীষণ ভয় পেয়েছিল।
ক. ভূত্বক কাকে বলে?
খ. কোহিসুলতান কোন ধরনের আগ্নেয়গিরি? ব্যাখ্যা করো।
গ. তমার অনুভবকৃত দুর্যোগটির কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ দুটির মধ্যে কোনটি মানব জীবনে অপকার নয় উপকারও করে থাকে? বিশ্লেষণ করো।
২.------------------
পর্বত------------------------------------------------------------------------------বৈশিষ্ট্য
A ---------------------------------- ভূমিকম্পের ফলে সৃষ্ট
B----------------------------------- সঞ্চিত ও জমাট বেধে সৃষ্ট
C------------------------------------বাধা পেয়ে জমাট বেধে সৃষ্ট
ক. দোয়াব কী?
খ. মরু এলাকায় মৃত্তিকা সুদৃঢ় নয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের 'B' চিহ্নিত পর্বত উল্লেখপূর্বক বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের 'A' ও 'C' পর্বত দুটির গঠনপ্রক্রিয়া তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি অংশ, পৃষ্ঠা ১১০, প্রশ্ন ৬ দেখো।
২. pic hoba
চিত্র: পৃথিবীর অভ্যন্তরী
ক. সমভূমি-কাকে বলে?
খ. আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. 'X' স্তরটি পৃথিবীর গঠনের কোন স্তর? ব্যাখ্যা করো।
ঘ. 'Y' ও 'Z' স্তরদ্বয়ের মধ্যে কোন স্তরে লোহা ও নিকেল বেশি আছে? বিশ্লেষণ করো
৩. pic hoba
হিমালয়, আরস
B
ভিসুভিয়াস, ফুজিয়ামা
C
বিন্ধ্যা, ব্লাক ফরেস্ট
ক. বায়ুমণ্ডল কাকে বলে?
খ. পশ্চিমা বায়ু বলতে কী বোঝায়?
গ. 'A' চিহ্নিত পর্বতের বিবরণ দাও ।
ঘ. 'B' ও 'C' পর্বতের গঠন বৈশিষ্ট্য কি একই রকম? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url