এসো বলকে জানি
অধ্যায় ১০: এসো বলকে জানি
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
বিজ্ঞান সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায় ১০: এসো বলকে জানি
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১. মাটি থেকে ইট তুলতে প্রয়োজন- পেশিজ বল।
- ২. চলন্ত বাস থেমে গেলে বাসযাত্রী সামনে ঝুঁকে পড়ে গতিজড়তার
- ৩. বস্তুর ভর বাড়লে - জড়তা বাড়ে ।
- ৪. স্থির বস্তু স্থিরই থাকবে- নিউটনের প্রথম সূত্রানুসারে।
- ৫. বলের একক নিউটন।
- ৬. ত্বরণের উপর নির্ভরশীল— বল ।
- ৭. তুরণের একক – মি./সে।
- ৮.নিউটনের ২য় সূত্র থেকে F = ma পাওয়া যায়।
- ৯.. বল শূন্য হলে শূন্য হবে- ত্বরণও।
- ১০. স্পর্শ বলের উদাহরণ- কোনো কিছু টেনে নিয়ে যাওয়া।
- ১১. প্রতিক্রিয়া বলের সাহায্যে চলে- রকেট।
- ১২. অভিকর্ষ হচ্ছে- মধ্যাকর্ষণ বল ।
- ১৩. ঘর্ষণ বল হচ্ছে- স্পর্শ বল।
- ১৪. মৌলিক বল ৪ প্রকার।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১.বল কাকে বলে?
উত্তর: যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে।
প্রশ্ন-২. নিউটনের গতির ১ম সূত্রটি লেখো ।
উত্তর: নিউটনের গতির প্রথম সূত্রটি হলো—বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে
এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে ।
প্রশ্ন-৩.জড়তা কাকে বলে?
উত্তর: বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা ।
প্রশ্ন-৪. ভরবেগ কী?
উত্তর: কোনো গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফলই ঐ ভরবেগ ।
প্রশ্ন-৫. নিউটন কী?
উত্তর: নিউটন হলো বল পরিমাপের একক।
প্রশ্ন-৬. এক নিউটন কাকে বলে?
উত্তর: যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে এক মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে ।
প্রশ্ন-৭. নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি লেখো ।
উত্তর: নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্রটি হলো— ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ।
প্রশ্ন-৮.প্রতি ঘর্ষণ কাকে বলে?
উত্তর: দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে স্থিতি ঘর্ষণ বলে ।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. শক্তিশালী নিউক্লিয় বল কী? ব্যাখ্যা করো।
উত্তর: সকল পদার্থ পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং একে কেন্দ্র করে ঘুরে ইলেকট্রন, নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। এদেরকে বলা হয় নিউক্লিয়ন। যে শক্তিশালী আকর্ষণ বল নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে এবং নিউক্লিয়াসকে আটকে বা ধরে রাখে তাকে শক্তিশালী নিউক্লিয় বল বলে ।
প্রশ্ন-২. গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরিধান প্রয়োজন কেন?
উত্তর: গাড়ি চালানোর সময় চালককে গতি জড়তার কারণে সিটবেল্ট ব্যবহার করতে হয়। সিটবেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ ব্রেক করেন, তবে জড়তার কারণে তিনি সামনে ঝুঁকে পড়বেন। এর ফলে স্টিয়ারিংও উইন্ড স্ক্রিনে আঘাত পাবেন। এ ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সিটবেল্ট ব্যবহার করা জরুরী।
প্রশ্ন-৩. হঠাৎ বাঁক নেওয়া গাড়ীর যাত্রীরা অন্যদিকে ঝুঁকে পড়ে কেন?
উত্তর: হঠাৎ বাঁক নেওয়া গাড়ীর যাত্রীরা অন্যদিকে ঝুঁকে পড়ে। এর কারণ গাড়ী চালার সময় গাড়ীর গতির দিকে যাত্রীরাও সমান গতিতে গতিশীল থাকে। গাড়ী হঠাৎ দিক পরিবর্তন করলেও জড়তার কারণে যাত্রী মূল দিক বজায় রাখতে চাওয়ার ফলে এক পাশে সরে যায় অর্থাৎ অন্যদিকে ঝুঁকে পড়ে।
প্রশ্ন-৪. স্থিতি জড়তা বলতে কী বোঝায় ?
উত্তর: স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে স্থিতি জড়তা বলে। যেমন- স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীদের স্থিতি জড়তা অনুভূত হয় ।
প্রশ্ন-৫. নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো।
উত্তর: নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্রটি হলো- 'প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ক্রিয়া-প্রতিক্রিয়া বল সবসময়ই দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে না। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে। ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়াও থেমে যাবে।
প্রশ্ন-৬. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন?
উত্তর: মহাকর্ষ বলের প্রভাবে সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে আকর্ষণ করে। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়। মহাকর্ষ বলের কারণেই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে।
প্রশ্ন-৭. ঘর্ষণ বল বলতে কী বোঝায়?
উত্তর: যখন কোনো বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে এ গতির বিরুদ্ধে একটি। বাধার সৃষ্টি হয়। আর এ বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাই | ঘর্ষণ বল। এ বল বস্তুর ভর ও পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে । বস্তুর ভর ও পৃষ্ঠ অমসৃণ হলে ঘর্ষণ বল বেশি উৎপন্ন হবে।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী কোন দিকে হেলবে?
ক) সামনে
খ) ডানে
গ) বামে
ঘ) পেছনে
উ:ঘ
২.মাটি থেকে ইট তুলতে কোন বল প্রয়োজন?
ক) পেশিজ বল
খ) মহাকর্ষ বল
গ) চৌম্বক বল
ঘ) শক্তিশালী নিউক্লিয় বল
উ:ক
৩.বস্তুর জড়তা বাড়ে, যদি-
ক) ভর কমে
খ) ভর বাড়ে
গ) ক্ষমতা বাড়ে
ঘ) ওজন কমে
উ:খ
৪. নিউটনের প্রথম সূত্রানুসারে স্থির বস্তু-
ক) সুষম দ্রুতিতে চলবে
খ) স্থিরই থাকবে
গ) সুষম ত্বরনে চলবে
ঘ) অসম দ্রুতিতে চলবে
উ:খ
৫.কোনটি বলের একক ?
ক) ভোল্ট
খ) নিউটন
গ) ওয়াট
ঘ) ডায়ন্টার
উ:খ
৬.৬০ কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল ১৮০ নিউটন হলে উত্ত বস্তুর ত্বরণ কত হবে?
ক) ০.৩৩ মি./সে.
খ) ২৪০ মি./সে.
গ) ৩ মি./সে.
ঘ) ১০৮০০ মি./সে.
উ:গ
৭.10 kg ভরের একটি বস্তুর উপর 30N বল প্রয়োগ করলে এর ত্বরণ কত হবে?
ক) 3 ms২
খ) 20 ms
গ) 40 ms
ঘ) 300 ms
উ:ক
৮.ত্বরণের একক কী?
ক) মি./সে.২
খ) মি./সে.
গ) মি./সে.
ঘ) কি.মি./সে
উ:ক
৯.বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হলো —
i. ভর x তুরপ
ii. x দূরত্ব
iii. ভর x বেগের পরিবর্তনের হার
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
আরিফ একটি ভারী স্যুটকেসকে টেনে কিছুদূর নেওয়ার পর ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু উচ্চ স্যুটকেসে চাকা লাগানোর ফলে সে সহজেই এটাকে টেনে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছল
১০. ঢাকা বিহীন অবস্থায় সুটকেসটিকে টেনে নেওয়ার সময় কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়।
ক) স্থিতি ঘর্ষণ
খ) প্রাবাসী ঘর্ষণ
গ) গতি ঘর্ষণ
ঘ) আৰত ঘৰ্ষণ
উ:গ
১১.উদ্দীপকে স্যুটকেসটিতে চাকা লাগানোর ফলে—
i. আবর্ত ঘর্ষণ সৃষ্টি হয়
ii. ঘর্ষণ বলের মান বৃদ্ধি পায় -
iii. গতি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
রোহান একটি ধাতব চামুচ হাত থেকে ছেড়ে দিলে চামুচটি মাটিতে পড়ে যায়। আবার রোহান দুটি দন্ডাকার বস্তু পেল যেগুলো কাছাকাছি আনলে এদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ হলো
১২. চামুচ মাটিতে পড়ার কারণ কী?
ক) পেশিজ বল
খ) মাধ্যাকর্ষণ বল
গ) চৌম্বক বল
ঘ) ঘর্ষণ বল
উ:
১৩. দণ্ডাকার বস্তু দুটি--
i. উভয়টি চৌম্বক পদার্থ
ii. উভয়টি চুম্বক
iii. আকর্ষণ-বিকর্ষণ ক্ষমতা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:গ
সৃজনশীল প্রশ্ন
যাত্রীসহ একটি নৌকার ভর ৫০০ কেজি। নৌকাটিতে মাঝি লগি দিয়ে ২৫০ নিউটন বল প্রয়োগ করে সামনের দিকে চালালেন। কিন্তু যাত্রীগণ লাফ দিয়ে নামার সময় নৌকাটি পেছনের দিকে সরে গেল ।
ক. স্থিতি ঘর্ষণ কাকে বলে?
খ. নক্ষত্রকে ঘিরে গ্রহগুলো ঘোরে কেন?
গ. নৌকাটির ত্বরণ নির্ণয় করো ।
ঘ. উদ্দীপকের ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ মতামত দাও।
২. তথ্য-১ : আমরা হাঁটার সময় জুতার তলা এবং মেঝের সাথে এক ধরনের বলের সৃষ্টি হয়।
তথ্য-২ : মি. শফিক ১৫০ কেজি ভরের একটি ড্রাম ১০৫০ নিউটন বলে সামনের দিকে গড়িয়ে দিল ।
ক. জড়তার সংজ্ঞা দাও ।
খ. চালকের জন্য সিটবেল্ট পরা জরুরি কেন?
গ. মি. শফিকের গড়িয়ে দেয়া বস্তুটির ত্বরণ কত?
ঘ. তথ্য-১ এ উল্লিখিত বলকে সীমিতকরণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
৩. একজন ব্যক্তি 30kg ভরের কোনো বস্তুর উপর 1min যাবৎ বল প্রয়োগ করে। ফলে বস্তু বস্তুটির বেগের পরিবর্তন হয় 120 ms"। বল প্রয়োগের মুহূর্তে ব্যক্তি কিছুটা কিছুটা পেছন দিকে সরে যায়।
ক. মহাকর্ষ বল কী?
খ. ঘর্ষণ হ্রাস ও বৃদ্ধি করার উপায় লেখো।
গ.উদ্দীপকের ঘটনা নিউটনের গতির তৃতীয় সূত্রকে সমর্থন করে কি- ব্যাখ্যা করো।
ঘ. ব্যক্তি উক্ত বস্তুর উপর যে বল প্রয়োগ করে তা ভর বেগের পরিবর্তন হতে নির্ণয় যোগ্য- দেখাও।
৫.। ঘটনা-১: একটি বস্তুর উপর ১২০ নিউটন বল প্রয়োগ করায় এর ত্বরণ হলো ৩ মিটার/ সেকেন্ড।
ঘটনা-২: একটি বেলুন ফুলিয়ে মুখ বন্ধ না করে হঠাৎ ছেড়ে দেয়া হলো। (শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট
ক. জড়তা কাকে বলে?
খ. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাসযাত্রীর অবস্থা কী হয়? ব্যাখ্যা করো।
গ. ১নং ঘটনায় বর্ণিত বস্তুর ভর নির্ণয় করো।
ঘ. ২য় ঘটনাটি কি নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ লেখো ।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url