মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন
অধ্যায় ৬: মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন
অধ্যায় ৬: মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
পেজ সূচিপত্র : অধ্যায় ৬: মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১.দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে করা হয়— মূলধন বাজেটিং।
- ২.দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর নির্ভর করে – ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও পরিকল্পনা ।
- ৩.মোট মুনাফা থেকে কর বাদ দিলে পাওয়া যায়— নিট মুনাফা।
- ৪. আয় থেকে নিট মুনাফা পাওয়া যায়- ব্যয় ও কর বাদ দিলে ।
- ৫.প্রতিষ্ঠানের মোট ব্যয়ের মাধ্যমে নির্ণয় করা হয়— নগদ বহিঃপ্রবাহ।
- ৬.স্থায়ী সম্পত্তি হলো— আসবাবপত্র, দালানকোঠা, যন্ত্রপাতি ও জমি।
- ৭. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি — মূলধন বাজেটিং।
- ৮.মূলধন বাজেটিং-এর ব্যর্থতার দায় নিতে হয়— অর্থ ব্যবস্থাপককে।
- ৯.মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য প্রয়োজন— বড় অঙ্কের তহবিল।
- ১০. মূলধন বাজেটিং সর্বদা — ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত ।
- ১১. ব্যবসায় শুরু করার পূর্বে অত্যাবশ্যক— বাজার চাহিদা নিরূপণ।
- ১২. নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত — নগদ বিক্রয়।
- ১৩. ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়— বাট্টাকরণের মাধ্যমে।
- ১৪, প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করাকে বলা হয়- প্রকল্প মূল্যায়ন।
- ১৫. বাট্টার হার নির্ধারণের প্রয়োজন হয়- আয়-ব্যয় প্রাক্কলনের পূর্বে।
- ১৬. ARR এর পূর্ণরূপ — Accounting Rate of Return |
- ১৭. প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফাকে বিবেচনা করা হয়— গড় মুনাফার হার পদ্ধতিতে।
- ১৮. প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে পাওয়া যায়— গড় মুনাফার হার।
- ১৯. নগদ আন্তঃপ্রবাহ = মুনাফা + অবচয়।
- ২০. পূর্ব নির্ধারিত হারের সাথে নির্ণেয় হারের তুলনা করা হয়— গড় মুনাফার হার পদ্ধতিতে।
- ২১. দুই বা ততোধিক প্রকল্পের গড় মুনাফার হার সমান হলে প্রতিষ্ঠানটি— যেকোনো একটি প্রকল্প গ্রহণ করবে।
- ২২. বিনিয়োজিত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে পাওয়া যায়— পে-ব্যাক সময়।
- ২৩. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাপকাঠি হিসেবে ব্যবহার করেন— পে-ব্যাক সময়।
- ২৪. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে বলা হয়— মোট অবচয় ।
- ২৫. পে-ব্যাক সময় পদ্ধতির জনপ্রিয়তার কারণ এটি-সরল।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. মূলধন বাজেটিং কী?
উত্তর: মূলধন বাজেটিং হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সি সাথে জড়িত একটি প্রক্রিয়া।
প্রশ্ন-২. মূলধন বাজেটিং-এ ব্যর্থতার দায়ভার নিতে হয় কাকে?
উত্তর: মূলধন বাজেটিং-এ ব্যর্থতার দায়ভার নিতে হ ব্যবস্থাপককে।
প্রশ্ন-৩. মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
উত্তর: মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়।
প্রশ্ন-৪. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি?
উত্তর: মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি।
প্রশ্ন-৫. মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি?
উত্তর: মূলধন বাজেটিং-এর পদ্ধতি চারটি।
প্রশ্ন-৬. মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কী?
উত্তর: মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ নগদ প্রবাহ প্রাক্কলন।
প্রশ্ন-৭. দীর্ঘমেয়াদি নে কীসের সাথে তুলনা করতে হয়।
উত্তর: দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে বিবা আয়ের মধ্যে তুলনা করতে হয়।
প্রশ্ন-৮. নগদ প্রবাহ কী?
উত্তর: কোম্পানিতে নগদ টাকার আগমন ও নির্গমনকে নগদ প্রবাহ বলে।
প্রশ্ন-৯. গড় মুনাফার হার পদ্ধতি কী?
উত্তর: প্রতিষ্ঠানের প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনায় নিয়ে বিনিয়োগ সিদ্ধান্তকে গড় মুনাফার হার বলে।
প্রশ্ন-১০. মূলধন বাজেটিং-এর সহজ পদ্ধতি কোনটি?
উত্তর: মূলধন বাজেটিং-এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি।
প্রশ্ন-১১.IRR-এর পূর্ণরূপ কী?
উত্তর: IRR-এর পূর্ণরূপ হলো- Internal Rate of Return
প্রশ্ন-১২. পে-ব্যাক সময় পদ্ধতি বলতে কী বোঝায়?
উত্তর: যে পদ্ধতিতে কোনো প্রকল্পের বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে তা জানা যায় তাকে পে-ব্যাক সময় পদ্ধতি বলে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী? ব্যাখ্যা করো।
উত্তর: মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে ব্যবসায় প্রতিষ্ঠান সফল হয়। তবে এটি ব্যর্থ হলে ব্যবসায় প্রতিষ্ঠানও ব্যর্থ হয়। এ ব্যর্থতার দায়িত্ব অর্থ ব্যবস্থাপককে নিতে হয় বলে তিনি সঠিকভাবে মূলধন বাজেটিং করতে সচেষ্ট থাকেন।
প্রশ্ন-২. মূলধন বাজেটিং কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলধন বাজেটিং প্রয়োজন হয়। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর। মূলধন বাজেটিং-এর মাধ্যমে অনেকগুলো বিকল্প থেকে কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা লাভজনক হবে। তা সহজে মূল্যায়ন করা যায়। তাই সঠিক ও সর্বোত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মূলধন বাজেটিং অপরিহার্য।
প্রশ্ন-৩. মূলধন বাজেটিং-কে সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয় কেন?
উত্তর: মূলধন বাজেটিং-এ অধিকাংশ অনুমানই (সিদ্ধান্তসমূহ) ভবিষ্যতের ওপর নির্ভরশীল । তাই এটিকে সর্বদা ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয়। একটি স্থায়ী সম্পত্তি যেমন: কোনো মেশিনে বিনিয়োগ করা উচিত কিনা 'এই সিদ্ধান্ত নির্ভর করে ঐ মেশিনটিতে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কী পরিমাণে বিক্রি হবে। এছাড়া পণ্যটির উৎপাদন ব্যয় কত হবে ইত্যাদি বিষয়ের ওপর। ভবিষ্যতের এসব তথ্য উপাত্ত অনুমান নির্ভর হয়, যা বাস্তবসম্মত নাও হতে পারে। এজন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করে সিদ্ধান্ত নিতে হয় ।
প্রশ্ন-৪. মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন?
উত্তর: কোনো প্রকল্পের আয়-ব্যয় কত হবে তা অনুমানের ওপর ভিত্তি করে প্রাক্কলন করা হয় বলে মূলধন বাজেটিংকে অনুমাননির্ভর বলা হয় । একটি স্থায়ী সম্পত্তি যেমন: কারখানার জন্য একটি মেশিনবিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ বলা যায় ঐ মেশিন থেকে উৎপাদিত পণ্যের ভবিষ্যৎ মূল্য, পণ্যের পরিমাণ, পণ্যের উৎপাদন খরচ ইত্যাদি। ভবিষ্যতের এই তথ্য-উপাত্ত অনুমানের ভিত্তিতে যাচাই করা হয়, যা বাস্তবসম্মত নাও হতে পারে।
প্রশ্ন-৫. মেশিন ক্রয় করা কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।
উত্তর: মেশিন ক্রয় করা একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা ৰায় সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোন কোন খাতে ব্যয় করা হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণই হলো বিনিয়োগ বা ব্যয় সিদ্ধান্ত। মেশিন একটি স্থায়ী।সম্পত্তি। এই স্থায়ী সম্পত্তি ক্রয় প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভজনক তা নির্ধারণের জন্য মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহার করা হয়। মূলধন বাজেটিং এ ধরনের একটি মূল্যায়ন প্রক্রিয়া
প্রশ্ন-৬, নগদ প্রবাহ প্রাক্কলন বলতে কী বোঝায়?
উত্তর: নগদ প্রবাহ প্রাক্কলন বলতে অনুমানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ নির্ধারণ করাকে বোঝায়। নগদ প্রবাহ প্রাক্কলন হলো মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ।ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে কী পরিমান অর্থের আগমন হবে, খরচ হবে তা নির্ধারণ করা হয়। মূলত বিক্রয় অনুমান, চলতি খরচ বা স্থায়ী পূর্বানুমানের ওপর ভিত্তি করে এই নগদ প্রবাহ প্রাক্কলন করা হয় ।
প্রশ্ন ৭. মোট মুনাফা কীভাবে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায় । প্রত্যেকটি বিনিয়োগ সিদ্ধান্তের বা প্রকল্পের আয়-ব্যয় প্রাক্কলন করতে হয়। আয়-ব্যয় প্রাক্কলন শেষে এসব প্রকল্পের নিট নগদ প্রবাহ বা নিট মুনাফা নির্ধারণ করা হয়। এখানে আয় বলতে বিক্রয় বা সেবা থেকে অর্জিত অর্থ এবং ব্যয় বলতে কাঁচামাল, অবচয়সহ অন্যান্য খরচকে বোঝায়। আর এই আয় থেকে ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তা মোট মুনাফা।
প্রশ্ন-৮. বাট্টার হার কী? ব্যাখ্যা করো।
উত্তর: ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ধারণের জন্য যে হার ব্যবহার করা হয় তাকে বাট্টার হার বলে। bসাধারণত অর্থের উপযোগকে সমন্বয় করার জন্য বাট্টার হার ব্যবহার করা হয়। বাট্টাকরণ প্রক্রিয়ার ভবিষ্যৎ নগন প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়। সাধারণত প্রতিষ্ঠানের মূলধন খরচকে বাট্টার হার হিসেবে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। আয়-ব্যয় প্রাক্কলনের পূর্বেই বাট্টার হার নির্ধারণ করা উচিত।
প্রশ্ন-৯.বাট্টার হার প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ধারণের জন্য বাটার হার প্রয়োজন হয়। বাট্টার হার দ্বারা বোঝানো হয় কোন হারে ভবিষ্যৎ মূল্যকে কমালে তা বর্তমান অর্থের সমান হবে। সাধারণত অর্থের উপযোগকে সমন্বয় করার জন্য বাট্টার হার ব্যবহার করা হয়। ভবিষ্যৎ মূল্যে অর্থের উপযোগ সমন্বয় করা থাকে বলে তা বাট্টার হারের মাধ্যমে সহজেই বর্তমান মূল্যে নির্ধারণ করা যায় । মূলত ব্যাংক হারকে রাষ্ট্রার হার হিসেবে বিবেচনা করা হয়।
প্রশ্ন-১০. গড় মুনাফা হার পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
উত্তর: গড় মুনাফার হার পদ্ধতির সীমাবদ্ধতা হলো— এতে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না এবং নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা হয়।গড় মুনাফার হার পদ্ধতিতে সব বছরের নিট মুনাফাকে সমমূল্যে বিবেচনা করা হয়। অর্থাৎ এ পদ্ধতিতে অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয় না। কেননা,চলতি বছরের নিট মুনাফার মূল্য পরবর্তী বছরে প্রাপ্ত মুনাফার মূল্যের চেয়ে অবশ্যই বেশি। এ পদ্ধতির আরেকটি সীমাবদ্ধতা হলো নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা। নিট মুনাফার সীমাবদ্ধতা থাকায় বিনিয়োগ সিদ্ধান্ত সঠিকভাবে মূল্যায়ন করা যায় না।
প্রশ্ন-১১.পে-ব্যাক সময় পদ্ধতি বলতে কী বোঝায়?
উত্তর: প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে তা নির্ণয় করার জন্য যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে পে-ব্যাক পদ্ধতি বলে । ব্যবসায়ের বিনিয়োগ বা প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো যদি সমান হয় তবে বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে পে- ব্যাক সময় নির্ণয় করা যায়। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের এটি একটি জনপ্রিয় পদ্ধতি।
প্রশ্ন-১২. পে-ব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
উত্তর: পে-ব্যাক সময় পদ্ধতি হলো মূলধন বাজেটিংয়ের একটি পদ্ধতি। বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা নির্দেশ করে পে-ব্যাক সময় পদ্ধতি।পে-ব্যাক সময় পদ্ধতিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। পে-ব্যাক মূলত কোনো লাভের হার নয় । অর্থাৎ পে-ব্যাক সময়কাল অতিবাহিত হলে প্রতিষ্ঠান শুধু ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। পে-ব্যাক অর্থের সময়মূল্যকে বিবেচনা করে না । এছাড়া একটি প্রকল্পের ক্ষেত্রে পে-ব্যাক সময় পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া যায় না।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.কোনটি বাস্তবসম্মত ও সঠিক হলে কারবার সরাসরি উপকৃত হয়?
ক) চলতি সিদ্ধান্তখ) মূলধন বাজেটিং
গ) ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত
ঘ) ব্যবসায় বিনিয়োগ
উ:খ
২.কোনো প্রকল্পে বিনিয়োগ কখন লাভজনক ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়?
ক) নগদ বহিঃপ্রবাহ থেকে নগদ আন্তঃপ্রবাহ বেশি হলেখ) নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সমান হলে
গ) বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ অপরিবর্তিত থাকলে
ঘ) নগদ আন্তঃপ্রবাহ থেকে বহিঃপ্রবাহ বেশি হলে
উ:ক
৩.মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
ক) অবচয়খ) নিট মুনাফা
গ) করযোগ্য মুনাফা
ঘ) নগদ আন্তঃপ্রবাহ
উ:খ
৪. নিট মুনাফার সাথে কী যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়?
ক) অবচয়খ) কর
গ) চলতি খরচ
ঘ) স্থায়ী খরচ
উ:ক
৫. নিচের কোনটি স্থায়ী খরচ?
ক) দোকান ভাড়াখ) পণ্য ক্রয়
গ) ফ্রিজ ক্রয়
ঘ) বিদ্যুৎ বিল
উ:ক
৬.ছাপাখানার মালিক মি. সুমন মূলধন বাজেটিং-এর সাহায্যে কোন সিদ্ধান্তটি গ্রহণ করবেন?
ক) ছাপানোর যন্ত্র ক্রয়খ) কাগজ ক্রয়
গ) কাগজের মান যাচাই
ঘ) রং-এর মূল্য নির্ধারণ
উ:ক
৭.উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নে কিসের প্রয়োগ লক্ষ্য করা যায়?
ক) অভ্যন্তরীণ তহবিলেরখ) বহিস্থ তহবিলের
গ) মূলধন বাজেটিং-এর
ঘ) গড় মূলধন ব্যয়ের
উ:গ
৮. মূলধন বাজেটিং-এর ব্যর্থতার দায়ভার কার?
ক) অর্থ ব্যবস্থাপকখ) ব্যবস্থাপক
গ) পরিচালক
ঘ) মালিক
উ:ক
৯.মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টি?
ক)৩খ) ৫
গ) ৬
ঘ) ৭
উ:ক
১০. মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কী?
ক) বাট্টা হার নির্ধারণখ) মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন
গ) গড় মূলধন ব্যয় নির্ণয়
ঘ) নগদ প্রবাহ প্রাক্কলন
উ:ঘ
১১. নিচের কোনটি নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত?
ক) নগদ বিক্রয়খ) নগদ ক্রয়
গ) বিমা খরচ
ঘ) কর্মীদের বেতন
উ:ক
১২. মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি?
ক) দুইখ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উ:গ
১৩. আয়-ব্যয় প্রাক্কলনের পূর্বেই কোনটি নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ।
ক) গড় মুনাফার হারখ) বাট্টা হার
গ) পে-ব্যাক সময়
ঘ) অভ্যন্তরীণ মুনাফার হার
উ:খ
১৪. কোন পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফাকে বিবেচনা করা হয়?
ক) পে-ব্যাক সময়খ) গড় মুনাফার হার
গ) নিট বর্তমান মূল্য
ঘ) অভ্যন্তরীণ মুনাফার হার
উ:খ
১৫. আরাফাত ইসলাম তার বিনিয়োগ থেকে গত তিন বছর যথাক্রমে ৫%, ৭% ও ১১% হারে মুনাফা পেয়েছেন। তার গড় মুনাফা কত?
ক) ৯%খ) ৯.৯৮%
গ) ৭.৬৭%
ঘ) ৫%
উ:গ
১৬. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাপকাঠি হিসেবে ব্যবহৃত পে-ব্যাক সময় নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করেন কোনটি?
ক) আধুনিক উৎপাদন পদ্ধতিখ) মূলধন খরচ
গ) মুনাফার হার
ঘ) অর্থের সময়মূল্য
উ:ক
সৃজনশীল প্রশ্ন
১. জনাব জিলানী একজন বিনিয়োগকারী। তিনি ৩ বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকা তুলে আনার আশায় ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। এক্ষেত্রে প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে ১২ লক্ষ, ১৫ লক্ষ ও ১৮ লক্ষ টাকা।
স্থায়ী বায় ১ লক্ষ টাকা ধরা হয় এবং চলতি ব্যয় বিক্রয়ের ৩০%, কর হার ৩০%।
ক. মূলধন বাজেটিং কী?
খ. বাট্টাহার নির্ধারণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. জনাব জিলানীর প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো।
ঘ. পে-ব্যাক সময়ের ভিত্তিতে জনাব জিলানীর বিনিয়োগ প্রকল্পটি গ্রহন করা উচিত? বিশ্লেষণ করো।
২. জনাব রানার দুটি প্রকল্পের তথ্য নিম্নরূপ:
চাদ প্রকল্পের বিনিয়োগের পরিমাণ ৫০,০০০ টাকা। ৩ বছরে তার বিক্রয়ের পরিমাণ যথাক্রমে ৪০,000 ৫০,০০০ ও ৬৫,০০০ টাকা। চলতি ব্যয়, বিক্রয়ের ১০% । স্থায়ী খরচ ১০,০০০ টাকা।
অপরপক্ষে সুরুজ প্রকল্পের পে- "জি. কে. হতা ব্যাক সময় ৪ বছর।
ক. IRR এর পূর্ণরূপ কী ?
খ. মূলধন বাজেটিং কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ. চাঁদ প্রকল্পের গড় মুনাফা নির্ণয় করো।
ঘ. পে-ব্যাক এর ভিত্তিতে জনাব রানার কোন প্রকল্প গ্রহণ যুক্তিযুক্ত? বিশ্লেষণ করো।
৩. নিউ রাজন এন্টারপ্রাইজ ৫ বছর মেয়াদি দুটি প্রকল্পের কাজ শুরু করেছে। উভয় প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,৫০,০০০ টাকা। নিচে কর-পরবর্তী নিট
মুনাফা দেওয়া হলো-
ক. পে-ব্যাক সময় কী?
খ. নগদ প্রবাহ প্রাক্কলন বলতে কী বোঝায়?
গ. জ্যোতি প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো ।
ঘ. নিউ রাজন এন্টারপ্রাইজকে কোন প্রকল্পটি গ্রহণের জন্য তুমি পরামর্শ দিবে? যুক্তিসহ লেখো।
8. জনাব জুবায়ের অনেকদিন ধরে 'জবা' ও 'শাপলা' নামে দুটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রকল্পে বিনিয়োগের উদ্দেশ্যে তিনি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেন। ঋঋণের সুদ তিনি উভয়
বিনিয়োগের আয় থেকে পরিশোধ করবেন। 'জবা' প্রকল্পে বিনিয়োগ করে ৪ বছরে বিক্রয় যথাক্রমে ১,০০,০০০ টাকা, ৮০,০০০ টাকা, ৭০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা। অবচয় ৮,০০০ টাকা,
পরিবর্তনশীল খরচ ১০,০০০ টাকা এবং কর হার ২০%। শাপলা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা তিনি ৩ বছরের মধ্যেই ফেরত পাবেন।
ক. অবচয় কী?
খ. মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে 'জবা' প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো।
ঘ. 'জবা' প্রকল্পের 'পে-ব্যাক সময় নির্ণয়পূর্বক জনাব জুবায়েরের জন্য কোন প্রকল্পটিতে বিনিয়োগ অধিকতর লাভজনক হবে? মতামত দাও।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url