ব্যাংকের আমানত

 অধ্যায় ১১: ব্যাংকের আমানত

 অধ্যায় ১১: ব্যাংকের আমানত সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



ফিনান্স এবং ব্যাংকিং সাজেশন

পেজ সূচিপত্র : অধ্যায় ১১: ব্যাংকের আমানত

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.ব্যাংকে হিসাব খোলেন— আমানতকারী।
  • ২.ব্যাংক আমানত উদ্দেশ্যের প্রেক্ষাপট – গ্রাহক, ব্যাংক ও ব্যষ্টিক অর্থনীতি । 
  • ৩.গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার অন্যতম উদ্দেশ্য— অর্থের নিরাপত্তা।
  • ৪. বিপদমুক্ত টাকা বিনিয়োগের স্থান ব্যাংক।
  • ৫.ব্যাংক সুদ দেয় না— চলতি হিসাবে।
  • ৬.নগদ লেনদেনের জন্য সুবিধাজনক – চলতি হিসাব।
  • ৭.চলতি হিসাব উপযোগী ব্যবসায়ী, দৈনন্দিন নগদ লেনদেনকারীদের জন্য । 
  • ৮. অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের জনগণের জন্য উপযোগী— সঞ্চয়ী হিসাব।
  • ৯. সঞ্চয়ী হিসাব— সুদ প্রদান করে ।
  • ১০. বেশি মুনাফা অর্জনের জন্য উপযোগী— স্থায়ী হিসাব।
  • ১১. মেয়াদের আগে উত্তোলন করা যায় না— স্থায়ী আমানতে। 
  • ১২. এফ.ডি.আর-এর পূর্ণরূপ— স্থায়ী হিসাবের রসিদ। 
  • ১৩. বিমা সঞ্চয়ী হিসাবে সুবিধা পাওয়া যায়— জীবন বিমায়।
  • ১৪. প্রিমিয়াম শব্দটি ব্যবহৃত হয়- বিমা সঞ্চয়ী হিসাবে।।
  • ১৫. RFCD-এর পূর্ণরূপ- Resident Foreign Currency Deposit. 
  • ১৬. ব্যাংক নির্বাচনে নির্ভরযোগ্যতা অর্জনে জরুরি ব্যাংকের সুদের হার। 
  • ১৭. ব্যাংকের গ্রাহককে দেউলিয়া ঘোষণা করতে পারে আদালত।
  • ১৮. অর্থ স্থানান্তর, অর্থ সঞ্চয় ও লেনদেন নিষ্পত্তি করা— ব্যাংক হিসাবের মাধ্যমে সহজ।
  • ১৯. ব্যক্তিগত ঋণ বলা হয়- ক্রেডিট কার্ডকে
  • ২০. বাকিতে মালামাল ক্রয় করা যায়— ক্রেডিট কার্ডের মাধ্যম
  • ২১. লেনদেনের জন্য গ্রাহক ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে— ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। 
  • ২২. অনলাইন ব্যাংকিং সেবা অধিক সুবিধাজনক শাখা ব্যাংক ব্যবস্থায়। 
  • ২৩. গ্রাহকের পরিচয়ের সত্যতা দরকার হয়- মোবাইল ব্যাংকিং-এ। 
  • ২৪. ই-ব্যাংকিং মানে ইলেকট্রনিক ব্যাংকিং।
  • ২৫. জমাতিরিক্ত টাকা ব্যয় করা যায়— ক্রেডিট কার্ডের মাধ্যমে ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রশ্ন-১. ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস ?

উত্তর: ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস হলো আমানত।

২. প্রবণতা কী? 

উত্তর: ব্যাংক জনগণের সঞ্চিত অর্থের নিরাপত্তা প্রদানে বিভিন্ন হিসাবের মাধ্যমে তাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করাকেই সঞ্চয় প্রবণতা বলে।

প্রশ্ন-৩. RFCD-এর পুরো অর্থ কী?

উত্তর: RFCD এর পূর্ণরূপ হলো Resident Foreign Currency Deposit

প্রশ্ন-8. সর্বনিম্ন কত সময়ের জন্য মেয়াদি আমানত করা যায়?

উত্তর: সর্বনিম্ন এক মাস সময়ের জন্য মেয়াদি আমানত করা যায়।

প্রশ্ন-৫. চলতি হিসাব কী? 

উত্তর: যে ব্যাংক হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলা হয়।

প্রশ্ন-৬. স্থায়ী হিসাব কী?

উত্তর; একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে।

প্রশ্ন-৭. RPCD কী?

উত্তর: নিয়মিত বিদেশে সফরকারী বাংলাদেশি নাগরিকদের জন্য যে হিসাব খোলার ব্যবস্থা রয়েছে তাকে RECD বলে।

প্রশ্ন-৮.ডিপোজিট পেনশন স্কিম কী? 

উত্তর: যে হিসাব ভবিষ্যতে একত্রে মোটা অঙ্কের অর্থ পেতে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করা হয় তাকে ডিপোজিট পেনশন স্কিম বলা হয়।

প্রশ্ন-৯.ক্রেডিট কার্ড কী?

উত্তর: ক্রেডিট কার্ড হলো এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড যার মাধ্যমে নগদ টাকা ছাড়াই কেনাকাটা করা যায়।

প্রশ্ন-১০.ইন্টারনেট ব্যাংকিং কী?

উত্তর: যে ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইট নাম ও পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত তাকে ইন্টারনেট ব্যাংকিং বলা হয়।

প্রশ্ন-১১.কোন মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করা যায়?

উত্তর: Automated Teller Machine (ATM) থেকে নগদ টাকা উত্তোলন করা যায়।

প্রশ্ন-১২. ATM-এর পূর্ণরূপ কী?

উত্তর: ATM-এর পূর্ণরূপ হলো Automated Teller Machine' |

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. ব্যাংক কীভাবে গ্রাহকের মূল্যবান সম্পদের নিরাপত্তা বিধান করে?

উত্তর: ব্যাংক গ্রাহকের মূল্যবান সম্পদ সংরক্ষণের মাধ্যমে নিরাপত্তা দেয়। মূল্যবান সামগ্রী যেমন: সোনার গহনা, মূল্যবান দলিলপত্র নিজের কাছে রাখা বেশি ঝুঁকিপূর্ণ। কেননা এটি চুরি-ডাকাতি বা হারিয়ে যেতে পারে। তাই এসব মূল্যবান সামগ্রী ব্যাংক নিরাপদে সংরক্ষণ করে। এর জন্য ব্যাংক লকার সেবা দিয়ে থাকে। বিনিময়ে ব্যাংক সার্ভিস চার্জ নেয়।

প্রশ্ন-২. ব্যাংকে বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় কেন? 

উত্তর: গ্রাহকদের চাহিদা, ধরন ভিন্ন হওয়ায় ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব। ব্যাংকের প্রধান একটি কাজ হলো আমানত সংগ্ৰহ করা। তবে গ্রাহকের লেনদেন ভিন্ন ভিন্ন হয়। ফলে ব্যাংক বিভিন্ন প্রকার হিসাবের ব্যবস্থারমাধ্যমে সব ধরনের গ্রাহকদের আকৃষ্ট করে।

প্রশ্ন-৩. ব্যাংক হিসাব কত প্রকার ও কী কী? সংক্ষেপে লেখো।

উত্তর: গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখে। ব্যাংক হিসাব মূলত তিন প্রকারের হয়। স্থায়ী, সায়ী ও চলতি এ তিন ধরনের হিসাবের মাধ্যমেই ব্যাংক আমানত সংগ্রহ করে। এছাড়া বেশি গ্রাহক সন্তুষ্টির জন্য ব্যাংক স্কুল সঞ্চয়ী হিসাব, বিমা সঞ্চয়ী হিসাব,  ডিপোজিট পেনশন স্কিম ঋণ আমানতি হিসাব খোলার ব্যবস্থা রাখে।

প্রশ্ন-8. সুদবিহীন ব্যাংক হিসাবটি ব্যাখ্যা করো। 

উত্তর: সুদবিহীন ব্যাংক হিসাব হলো চলতি হিসাব। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন ইচ্ছামত টাকা জমা রাখা ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলা হয়। এ হিসাবে সাধারণত কোনো সুদ দেওয়া হয় না। এ কারণেই একে সুদবিহীন ব্যাংক হিসাব ব্যাংক বলা হয়। মূলত হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ সবসময় পরিবর্তন হওয়ায় এ হিসাবের বিপরীতে ব্যাংক কোনো প্রকার সুদ দেয় না। ব্যবসায়ীদের জন্য এ হিসাবটি বেশি উপযোগী। কেননা এ হিসাবে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগও থাকে।

প্রশ্ন-৫. ডিপিএস (DPS) কী? ব্যাখ্যা করো।

উত্তর: যে হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় তাকে ডিপোজিট স্কিম পেনশন বলে। এভাবে দীর্ঘমেয়াদে জমাকৃত অর্থ মেয়াদ শেষে এককালীন সুদসহ ফেরত দেওয়া হয়।

 যেমন : প্রতি মাসে ১০০, ২০০ বা ৫০০ টাকা থেকে যেকোনো অঙ্কের সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে এ হিসাবে জমা হতে পারে। পরবর্তীতে একটি নির্দিষ্ট মেয়াদান্তে সুদসহ জমাকারীকে ফেরত দেওয়া হয়। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি বিশেষ গুরুত্ব বহন করে।

প্রশ্ন-৬.কোন ধরনের ব্যাংক হিসাব থেকে জীবন বিমার সুবিধা পাওয়া যায়? ব্যাখ্যা করো। 

উত্তর: বিমা সঞ্চয়ী হিসাব থেকে জীবন বিমার সুবিধা পাওয়া যায়। এ হিসাবের ক্ষেত্রে আমানতকারীদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয়। উক্ত জমার ওপর প্রাপ্ত সুদ থেকে প্রিমিয়াম বাদ দেওয়া হয়। তারপর অবশিষ্ট টাকার ওপর আমানতকারীর নামে বিমা করা হয়। ফলে গ্রাহক একই সাথে সঞ্চয়ী হিসাব ও জীবন বিমার সুবিধা পায় ।

প্রশ্ন-৭. আমদানিকারকের ক্ষেত্রে কোন হিসাব বেশি উপযুক্ত? ব্যাখ্যা করো। 

উত্তর: আমদানিকারকের ক্ষেত্রে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট | হিসাব বেশি উপযুক্ত। এ হিসাবের মাধ্যমে বিদেশে অবস্থানকারী ও নিয়মিত সফররত বাংলাদেশিরা সুবিধা পেয়ে থাকে। এক্ষেত্রে বিদেশ থেকে পাঠানো অর্থ দেশীয় মুদ্রায় রূপান্তর করে জমা রাখা যায়। তাই আমদানি-রপ্তানি ব্যবসায়ের ক্ষেত্রে এ হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্ন-৮ তালিকাভুক্ত ব্যাংক অধিক নিরাপদ কেন? ব্যাখ্যা করো। 

 উত্তর: তালিকাভুক্ত ব্যাংক দেশের কেন্দ্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত বিধায় এটি  অধিক নিরাপদ। তালিকাভক্তির জন্য ব্যাংককে অনেক বিধিমালা মেনে চলতে হয়। এছাড়াও নির্দিষ্ট পরিমাণ মূলধন কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে তালিকাভুক্ত | হতে হয়। ফলে যেকোনো ধরনের সমস্যার তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নিতে পারে।

প্রশ্ন-৯.বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং কেন জনপ্রিয়তা পাচ্ছে?ব্যাখ্যা করো। 

উত্তর: ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি হলো ব্যাংকিং সেবা দেওয়ার আধুনিক কৌশল বা পদ্ধতি। এ পদ্ধতিতে একজন গ্রাহক ২৪ ঘণ্টাই সেবা পেয়ে থাকেন। যেকোনো সময় যেকোনো স্থান থেকে অর্থ স্থানান্তর, বিল প্রদানসহ সব ব্যাংকিং কাতাই এ পদ্ধতিতে সহজে, দ্রুত সময়ে ও নির্ভুলভাবে করা যায়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনও এ সেবা পেয়ে থাকেন। কেননা ঘরে বসেই ব্যাংকিং কাজ সম্পাদন করা যায় এ পদ্ধতিতে। এ কারণেই বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং জনপ্রিয়তা পাচ্ছে।

প্রশ্ন-১০. এসএমএস ব্যাংকিং কী সুবিধা দিয়ে থাকে? ব্যাখ্যা করো।

উত্তর: মোবাইল এসএমএসের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়াকে  এসএমএস ব্যাংকিং বলা হয়। এ ব্যবস্থায় গ্রাহক নির্দিষ্ট কোডের মাধ্যমে এসএমএস করে তার হিসাবের ব্যালেন্স জানতে পারে। যা নতুন চেক কাটতে বা আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়াও সর্বশেষ হিসাব থেকে কী লেনদেন হয়েছে তার তথ্যও সীমিত পরিসরে জানা যায়। এসএমএস পাঠিয়ে বিল পরিশোধ ও অন্য কোনো হিসাবে টাকা পাঠানোর নির্দেশও দেওয়া যায় । 

প্রশ্ন-১১. মোবাইল ব্যাংকিং-এর জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো।

উত্তর: মোবাইলের মাধ্যমে সহজেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা যায় বলে বর্তমানে মোবাইল ব্যাংকিং বেশ জনপ্রিয়। মোবাইল ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা, যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন মোবাইলের মাধ্যমে সম্পন্ন করে খুব অল্প সময়ে সহজেই ব্যাংকে না গিয়ে মোবাইলের মাধ্যমে এক্ষেত্রে লেনদেন সম্পন্ন করা হয়। এতে সময় ও শ্রম দুটিই সাশ্রয় হয়। ফলে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায়। তাই বর্তমানে মোবাইল ব্যাংকিং অনেক জনপ্রিয় একটি ব্যাংকিং সেবা।

প্রশ্ন-১২. এনি ব্রা ব্যাংকিং বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

উত্তর: এনি ব্রাঞ্চ ব্যাংকিং বলতে ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে দেশের যেকোনো স্থানে উক্ত ব্যাংকের শাখার মাধ্যমে লেনদেন করাকে বোঝায় । ক্ষেত্রে ব্যাংকের যে শাখায় হিসাব খোলা হয় সেই শাখায় না গিয়েও লেনদেনকরা যায়। যেমন- ঢাকার ধানমণ্ডিতে একটি শাখায় হিসাব খুলে প্রয়োজনে দেশের অন্য যেকোনো শাখায় লেনদেন সুবিধা পাওয়া যায়। ]

প্রশ্ন-১৩. ব্যাংক কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করছে?

উত্তর: ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য ও সেবা সৃষ্টি করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করছে। এটিএম মেশিন থেকে রাত-দিন ২৪ ঘণ্টা যেকোনো সময় নগদ টাকা উত্তোলন করা যায়। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য কিনতে পারে। মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং- এর মাধ্যমে ঘরে বসেই ব্যাংকিং কাজ করা যাচ্ছে। এসব আধুনিক ব্যাংকিং সেবা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করছে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস কী?

ক) ঋণ প্রদান

খ) আমানত

গ) গ্রাহক সেবা

ঘ) ঋণের সুবিধা..

উ: খ

২.যিনি ব্যাংকে হিসাব খোলেন তাকে কী বলা হয়?

ক) ব্যাংকার

খ) ঋণদাতা

গ) আমানতকারী

ঘ) ঋণগ্রহীতা

উ:গ

৩.সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য  কোনটি?

ক)  বিনিয়োগ ও উৎপাদন 

খ) অর্থের নিরাপত্তা

গ) বৈদেশিক বিনিময়

ঘ)  ঋণের সুবিধা

উ:ক

৪.নগদ লেনদেনের জন্য কোন ধরনের হিসাব সুবিধাজনক?

ক)  চলতি 

খ) সদায়ী 

গ) স্থায়ী

ঘ) ঋণ আমানতী

উ:ক

৫.কোন হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়?

ক)  স্থায়ী হিসাব 

খ) বিমা সঞ্চয়ী হিসাব

গ)  সয়ী হিসাব

ঘ) চলতি হিসাব

উ:ঘ

৬. নির্দিষ্ট আয়ের মানুষের জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত? 

ক) চলতি হিসাব

খ) সঞ্চয়ী হিসাব

গ) স্থায়ী হিসাব

ঘ) বিমা সঞ্চয়ী হিসাব

উ:খ

৭.কোন হিসাবে মেয়াদপূর্তির আগে টাকা উত্তোলন করলে গ্রাহক সুদ থেকে বঞ্চিত হয়?

ক) সঞ্চয়ী হিসাব

খ) বৈদেশিক মুদ্রা হিসাব

গ) বিমা সঞ্চয়ী হিসাব

ঘ)  স্থায়ী হিসাব

উ:ঘ

৮. সহজে লেনদেনের জন্য গ্রাহক ব্যাংকের কোন বিষয়ে বেশি গুরুত্ব দিবে? 

ক) ব্যাংকের তারল্য

খ) ব্যাংকের অবস্থান

গ) ব্যাংকের মুনাফা

ঘ) ব্যাংকের পরিধি

উ:খ

৯. কোনটি ব্যক্তিগত ঋণ? 

ক) পে-অর্ডার

খ) ডেবিট কার্ড

গ) ক্রেডিট কার্ড

ঘ) এটিএম

উ:গ

১০. কোন কার্ডে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই?

(ক) ক্রেডিট কার্ড

(খ) ডেবিট কার্ড

(গ) এটিএম কার্ড

(ঘ) এনি রাণা ব্যাংকিং

উ:ক

১১. ATM এর পূর্ণরূপ কোনটি?

ক) Automated Teller Machine

খ) Automoted Tellar Machine

গ) Automat Tellor Machine

ঘ) Automated Teller Mochane

উ:ক

১২.কোন ব্যাংকিং সেবায় গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইট ও পাসওয়ার্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়? 

ক)  এস.এম.এস ব্যাংকিং

খ) এনি ব্রাঞ্চ ব্যাংকিং

গ) মোবাইল ব্যাংকিং

ঘ) ইন্টারনেট ব্যাংকিং

উ:ঘ

১৩. চলতি হিসাবের ক্ষেত্রে- 

i. সপ্তাহে প্রতিদিন টাকা উত্তোলন করা যায় 

ii. সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করা যায়। 

iii. জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায় 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ)  ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:খ

১৪. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়—

i. বহুমুখী সেবা

ii. আয়ের উৎস

iii. ঋণ সুবিধা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ)  ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:খ

১৫. ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে --

i. ব্যক্তিগত ঋণ সুবিধা পাওয়া যায়

ii. বাকিতে মালামাল ক্রয় করা যায়। 

iii. জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ)  ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:ক

১৬. গ্রাহকগণ বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং-এর ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছেন—

i. অনলাইন ব্যাংকিং

ii. এনি ব্রাঞ্চ ব্যাংকিং

iii. এটিএম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ)  ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:ঘ

উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।

ব্যবসায়ী মি. কালাম দৈনন্দিন প্রচুর টাকা লেনদেন করেন। ব্যবসায় প্রতিষ্ঠানের কাছাকাছি একটি ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ায় তিনি ব্যাংকটিতে একটি হিসাব খোলেন। 

১৭. মি. কালাম ব্যাংকে কোন ধরনের হিসাব খোলেন?

ক) সঞ্চয়ী

খ) চলতি

গ)  স্থায়ী

ঘ)  মেয়াদি

উ:খ

১৮. মি. কালাম ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচনা করেছেন কোনটি?

ক) ব্যাংকের দক্ষতা

খ)  বহুমুখী সেবা

গ)  ব্যাংক ঋণের সুবিধা

ঘ) ব্যাংকের অবস্থান 

উ:ঘ

উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও ।

মি. রফিক একজন উচ্চ শিক্ষিত ব্যবসায়ী। তিনি সর্বদাই ব্যাংকিং ব্যবসায়ের আধুনিক সুবিধাসমূহ কাজে লাগাতে সচেষ্ট থাকেন। তার ব্যাংক হিসাবটি একটি নিরাপদ ওয়েবসাইটে নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত। এর ফলে মি. রফিক ২৪ ঘণ্টাই ব্যাংকিং সেবা গ্রহণের সুবিধা পাচ্ছেন। 

১৯. মি. রফিক ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবার কোন পণ্যটি ব্যবহার করেন? 

ক) এটিএম 

খ) এসএমএস ব্যাংকিং

গ) ইন্টারনেট ব্যাংকিং

ঘ) এনি ব্রাঞ্চ ব্যাংকিং

উ:

২০.মি. রফিক হিসাব পরিচালনার ক্ষেত্রে অন্যান্য যে সুবিধাগুলো পান তা হলো-

i. হিসাব বিবরণী

ii. তহবিল স্থানান্তর

iii. বিল প্রদান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ)  ii ও iii

ঘ)  i, ii ও iii

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন

১. জনাব হাফিজ বিদেশ থেকে দেশে এসে তার জমানো অর্থ ব্যাংকে রাখতে চান। এজন্য তিনি একটি ব্যাংক খুঁজছেন যেখানে তার অর্থের ও সম্পদের নিরাপত্তা থাকবে, অর্থের বৃদ্ধি এবং প্রয়োজনে ব্যবসার জন্য ঋণ নেওয়ার
 ব্যবস্থা থাকবে। তার বন্ধু রহিম তাকে ফাইন ব্যাংকে হিসাব খুলতে উদ্বুদ্ধ  করে।
ক. সঞ্চয় প্রবণতা কী?
খ. তালিকাভুক্ত ব্যাংক অধিক নিরাপদ কেন? ব্যাখ্যা করো ।
গ. ফাইন ব্যাংকে হিসাব খোলার জন্য জনাব হাফিজের বিবেচ্য বিষয় কোনটি? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনাব হাফিজ ও ফাইন ব্যাংক উভয়ই কী সুবিধা ভোগ করে? বিশ্লেষণ করো।
২.আনিতা একজন স্কুল শিক্ষিকা। তার বেতনের সব টাকা খরচ না করে প্রতিমাসে কিছু টাকা সঞ্চয় করেন। তিনি উক্ত সঞ্চয়কৃত টাকা নিরাপদে জমা রাখার উদ্দেশ্যে একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেন। ব্যাংক হিসাব 
খোলার পর সর্বোচ্চ সুবিধা ভোগ করার উদ্দেশ্যে তিনি ব্যাংকে হিসাব খোলার বিবেচ্য বিষয়গুলো নিয়েও চিন্তা ভাবনা করেন ।
 ক. কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?
খ.অনলাইন ব্যাংকিং কী? ব্যাখ্যা করো ।
গ. জনাব আনিতার ব্যাংক হিসাবের ধরণ বর্ণনা করো ।
ঘ.ব্যাংকে হিসাব খোলার বিবেচ্য বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করা জনাব আনিতার জন্য কতটুকু যুক্তিযুক্ত? মূল্যায়ন করো ।
৩. নির্দিষ্ট আয়ের চাকরি করে জনাব তালেব প্রতি মাসের সঞ্চয়কৃত অর্থ নিরাপদে জমা রাখার উদ্দেশ্যে একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেন। যোগাযোগ সুবিধার কথা বিবেচনা করে তিনি তার বাসার নিকটবর্তী 'PR' 
ব্যাংকে একটি হিসাব খুলেন। কিন্তু পরবর্তীতে উক্ত হিসাব হতে বহুমুখী সেবা গ্রহণের ক্ষেত্রে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ ব্যাপারে বন্ধুর সাথে আলোচনা, করলে তার বন্ধু তাকে হিসাব খোলার পূর্বে আরো কিছু 
গুরুত্বপূর্ণ বিষয় সতর্কতার সাথে বিবেচনা করার দরকার ছিল বলে উল্লেখ করেন। A 
ক. এসএমএস ব্যাংকিং কী?
A খ.ই-ব্যাংকিং-এর জনপ্রিয়তা লাভের কারণ কী? ব্যাখ্যা করো ।
A গ.জনাব তালেব 'PR' ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? বর্ণনা করো ।
A ঘ,'PR' ব্যাংকে হিসাব খোলার পূর্বে জনাব তালেবের বিবেচনা যথার্থ ছিল কি না তার বন্ধুর পরামর্শের প্রেক্ষিতে মতামতসহ মূল্যায়ন করো। 
৪. বর্ণিল সুপারশপ এ কেনাকাটা শেষে নগদ টাকার পরিবর্তে একটি বিশেষ কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করে। অথচ কার্ডের বিপরীতে তার ব্যাংকে কোন টাকা জমা ছিল না। এ ধরনের কার্ডে কিছু খরচ জড়িত 
থাকলেও নিরাপদে বহন এবং কেনাকাটা করা যায় ।
ক. কোন চেক বেশি নিরাপদ?
খ. এসএমএস ব্যাংকিং প্রদত্ত সুবিধাগুলো কী কী? ।
গ. উদ্দীপকে বর্ণিল এর ব্যবহৃত কার্ডটি কোন ধরনের? বর্ণনা করো। 
ঘ.. নিরাপদে লেনদেনের ক্ষেত্রে উক্ত কার্ডের ভূমিকা মূল্যায়ন করো। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url