বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য
অধ্যায় ১২: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ভূগোল ও পরিবেশ সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায় ১২:বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১. সড়কপথ গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন- সমতলভূমি ।
- ২. সড়ক পথের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ— শক্ত বুনটের মৃত্তিকা।
- ৩. ১.৬৮ মিটার প্রস্থ রেলপথকে বলে- ব্রডগেজ।
- ৪. যমুনা নদীর পশ্চিমাংশের রেলপথ— ব্রডগেজ ।
- ৫. বাংলাদেশে প্রধান রেলস্টেশন— কমলাপুর ।
- ৬. খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান অঞ্চলে নেই- রেলপথ ।
- ৭. বাংলাদেশে নাব্য জলপথের পরিমাণ ৫,৪০০ কিলোমিটার।
- ৮. বাংলাদেশের দুটি প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলা বন্দর।
- ৯. মোট আমদানির প্রায় ৮৫ শতাংশ সম্পন্ন হয়- চট্টগ্রাম বন্দর দিয়ে।
- ১০. হিমায়িত খাদ্য, চা, কাঁচাপাট প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য।
- ১১. সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক।
- ১২. দ্রুত ডাক'চলাচল ও পচনশীল দ্রব্য প্রেরণে গুরুত্বপূর্ণ— আকাশপথ।'
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. যাতায়াত ব্যবস্থা কাকে বলে?
উত্তর: বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যম এবং মালপত্র ও লোক চলাচলকে যাতায়াত ব্যবস্থা বলে।
প্রশ্ন-২.বাণিজ্য কাকে বলে?
উত্তর: মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলিকে বলা হয় বাণিজ্য।
প্রশ্ন-৩.আমদানি কাকে বলে?
উত্তর: অভ্যন্তরীণ চাহিদা মেটানোর উদ্দেশ্যে বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করাকে আমদানি বলে। যেমন- বাংলাদেশ চাল আমদানি করে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১ দুর্গম এলাকায় রেলপথ গড়ে ওঠে না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উঁচু-নিচু ও বন্ধুর ভূ-প্রকৃতি রেলপথ নির্মাণের অনুকূল নয়। উঁচু-নিচু ও বন্ধুর প্রকৃতির ভূমিরূপের জন্য রেলপথ নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এছাড়া সেখানে রেলপথ সংরক্ষণ ও প্রয়োজনীয় মেরামতও কষ্টকর । এ কারণে দুর্গম এলাকায় রেলপথ গড়ে ওঠে না।
প্রশ্ন-২.চট্টগ্রাম সমুদ্র বন্দর কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর : চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানির প্রায় ৮৫ শতাংশ এবং রপ্তানির ৮০ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়। দেশের অর্থনীতির মূল- চালিকাশক্তি হিসেবে চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক বাণিজ্যের এ প্রয়োজনেই চট্টগ্রাম সমুদ্রবন্দর গুরুত্বপূর্ণ ।
প্রশ্ন-৩. আমদানির চেয়ে রপ্তানি বেশি হলে কী ঘটে? ব্যাখ্যা। করো।
উত্তর : আমদানির চেয়ে রপ্তানি বেশি হলে উদ্বৃত্ত বাণিজ্য সংঘটিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য সমান নয়। অধিকাংশ উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশের সাথে বাণিজ্যে এগিয়ে থাকে। তবে উন্নয়ন সম্পর্ক এর ব্যতিক্রম ঘটাতে পারে। যেমন- বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানি বাণিজ্যে এগিয়ে রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায়, যা আমাদের দেশের জন্য উদ্বৃত্ত বাণিজ্য ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.সড়কপথ গড়ে ওঠার জন্য কেমন ভূমিরূপ প্রয়োজন?
ক) সমতল
খ) পার্বত্য
গ)ঢালযুক্ত
ঘ)নিম্ন
উ:ক
২.সড়কপথ গড়ে উঠার অনুকূল অবস্থা কোনটি?
ক)ঢালবিশিষ্ট ভূমি
খ) জলভূমির আধিক্য
গ)ভূমির বন্ধুরতা
ঘ)মৃত্তিকার শক্ত বুনন
উ:ঘ
৩. কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?
ক)১.৬৮
খ)১.০০
গ)১.৫০
ঘ) ১.৮৫
উ:খ
৪.১.৬৮ মিটার প্রস্থ রেললাইন কোন ধরনের রেলপথ?
ক) মিটারগেজ
খ) ব্রডগেজ
গ)ডুয়েলগেজ
(ঘ) মিটারগেজ ও ডুয়েলগেজ
উ:খ
৫. কোন জেলায় রেলপথ নেই?
ক)কক্সবাজার
খ) রংপুর
গ) সিলেট
ঘ) জামালপুর
উ:ক
৬.বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলপথ কম থাকার কারণ হলো—
i. মৃত্তিকার বুনন দুর্বল
ii. নদ-নদীর আধিক্য
iii. বন্ধুর ও উঁচু-নিচু ভূপ্রকৃতি
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i,ii ও iii
উ:ক
৭.কোন পণ্যদ্রব্য রপ্তানি করে বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক)পাট ও পাটজাত দ্রব্য
খ) চিংড়ি
গ) তৈরি
ঘ) পোশাক
উ:ঘ
৮. আকাশ পথে পণ্য পরিবহনের কারণ হলো –
i. দ্রুত পণ্য পরিবহন
ii. কম খরচে পণ্য প্রেরণ
iii. পচনশীল পণ্য প্রেরণ
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i,ii ও iii
উ:খ
৯.প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কী?
ক) হিমায়িত খাদ্য
খ) ইলেক্ট্রনিক্স
গ) বস্ত্র
ঘ) সার
উ:ক
উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
রমজান তার উৎপাদিত পণ্য বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসেন। তিনি যে পথ ব্যবহার করেন তাতে সময় একটু বেশি লাগলেও পরিবহন খরচ কম হয়।
১০. রমজান কোন পথ ব্যবহার করেন?
ক) নৌপথ
খ)রেলপথ
গ) সড়ক পথ
ঘ) আকাশ পথ
উ:ক
১১.উদ্দীপকের পরিবহনটি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে --
i. পণ্য পরিবহন করে
ii. যাত্রী পরিবহন করে
iii. পর্যটক আকর্ষণ করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
সৃজনশীল প্রশ্ন
মাধ্যম ব্যবহার করবে।
ক. আমদানি কাকে বলে?
খ. চট্টগ্রাম সমুদ্র বন্দর কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
গ. ‘p’ যে যাতায়াত পথ ব্যবহার করবে তা ব্যাখ্যা করো ।
ঘ. 'Q' ও 'R' দুই বন্ধুর মধ্যে কোন বন্ধু সবচয়ে কম খরচে বেড়াতে পারবে? যুক্তিসহ মতামত দাও ।
২.
ক.------------প্রায় সব পরিবেশে গড়ে তোলা সম্ভব
খ .------------পাহাড়ি অঞ্চলে গড়ে তোলা সম্ভব নয়
ক. বাণিজ্য কাকে বলে?
খ. অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বুঝায়?
গ. বাংলাদেশের 'খ' যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা কী? ব্যাখ্যা করো ।
ঘ. ছকে উল্লিখিত ‘ক’ ও ‘খ’যোগাযোগ ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো।
৩.
ক. যাতায়াত ব্যবস্থা কাকে বলে?
খ. “পোতাশ্রয়” গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। পরিমাণ/দৈর্ঘ্য (কিলোমিটার)
গ. উদ্দীপকের “A” মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাই সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা- ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত “B” যোগাযোগ ব্যবস্থাটি দেশের সর্বত্র গড়ে না ওঠার কারণ বিশ্লেষণ করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url