Tricks of Article
Article
আমরা জানি A, AN, THE কে Article বলে।
আজ আমরা Article এর ব্যবহার শিখবো।
আজ আমরা Article এর ব্যবহার শিখবো।
A - এর ব্যবহার
- সাধারণত কোন শব্দের শুরুতে consonant থাকলে তার পূর্বে a বসে।
- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ Vowel এর মত না হলে a বসে।
- কোন শব্দের প্রথমে u/eu/ew থাকলে তার উচ্চরণ যদি ইউ এর মত হয়। তবে Vowel হওয়া সত্ত্বেও তার পূর্বে a বসে।
- ইউ এর মত তাহলে এদের পূর্বে a বসে।
- সংখ্যা বাচক শব্দ hundred, Thousand, Million, dozen, couple এর পূর্বে a বসে ।
- Mr / Mrs / Miss এর পূর্বে a বসে।
- H এর উচ্চারণ ‘হ' এর মত হলে a বসে। horse / history / hotel এর পূর্বে a বসে । one এর পূর্বে a বসে। ০ এর উচ্চারণ যদি ‘ওয়া' এর মত হয় তাহলে a বসে ।
An -এর ব্যবহার
- (a,e,i,o, u) Vowel এর পূর্বে সাধারণত an বসে।
- শব্দের সংক্ষিপ্ত রূপ এর প্রথম অক্ষর consonant হওয়া সত্ত্বেও তার উচ্চারণ Vowel এর উচ্চরণের মত হলে তার আগে an বসে।
- (F, M, N, S, L) এই বর্ণগুলো উচ্চারণ Vowel এর মত উচ্চারণ হয়।
- H এর উচ্চারণ 'হ' না হয়ে Vowel এর উচ্চারণের মত হলে an বসে।
The -এর ব্যবহার
- সকল ধর্মগ্রন্থের নামের আগে The বসে। যেমন The Quran
- সংবাদপত্রের আগে The বসে। যেমন The Daily Star
- দিকের নামের আগে The বসে। যেমন The South
- নদীর নামের আগে The বসে। যেমন The Meghna
- জাহাজ, ট্রেন, বিমানের নামের আগে The বসে। যেমন The Tictanic
- সাগর / উপসাগর / মহাসাগর/পর্বতমালার আগে The বসে। যেমন The Himalays
- মরুভূমির নামের আগে The বসে। যেমন The Sahara
- সমগ্র জাতি বা সম্প্রদায়ের নামের আগে The বসে।যেমন The muslims
- বাদ্যযন্ত্র বাজালে তার আগে The বসে। যেমন The piano
- প্রকৃতিতে যা একটি রয়েছে এর পূর্বে The বসে। যেমন The sun
- তারিখের পূর্বে The বসে । যেমন The 26th march
- One of এর পরে The বসে + plural noun.
- Most of এর পরে The বসে + plural noun.
- কোন adjective এর শেষে st থাকলে এর আগে The বসে ।
- ক্রম বা সংখ্যা বাচক শব্দের আগে The বসে। যেমন The First, the fifth
- একক পদবী/ উপাধী এর নামের আগে The বসে। যেমন The President / The prime minister
- Superlative degree এর adjective এর পূর্বে The বসে।
- একজাতীয় সবগুলোকে বুঝাতে singular common Noun এর The বসে। যেমন The cow
No Article
- Proper noun এর পূর্বে article বসে না ।
- যে noun দ্বারা কোন ব্যক্তি, বস্ত্র, স্থান-প্রভৃতির নির্দিষ্ট নাম বুঝায় সেগুলো Proper noun.
- Abstract noun এর পূর্বে সাধারণত article বসে না।
- যে noun দেখা, ধরা বা ছোয়া যায় না সেগুলো Abstract noun.
- Uncountable Noun এর পূর্বে সাধারণত article বসে না।
- যে সকল বস্তু গনণা করা যায় না সেগুলো Uncountable Noun.
- Material Noun এর পূর্বে সাধারণত article বসে না।
- যা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না সেগুলো Material Noun.
- Possessive adjective (My Our, Your, His, Her, Their) এর পূর্বে বা পরে article বসে না।
- Many, much, most, little, few, any, some, other, both, enough, different,
- various, several এর পরে article বসে না ।
- Relative Pronoun (Who, which, where, whose, whom, that) এর পূর্বে article বসে না।
- Gerund এর পূর্বে article বসে না
- (noun+ noun) পাশাপাশি দুটি noun থাকলে এর মাঝে article বসে না।
- (adjective+ noun) পাশাপাশি থাকলে এর মাঝে article বসে না ।
- দেশ, ভাষা ইত্যাদির নামের আগে article বসে না।
- ঋতু বা উৎসবের নামের আগে সাধারণত article বসে না ।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url