Tricks Of Preposition
Rules of preposition
In এর ব্যবহার
👉বড় স্থানের পূর্বে in বসে।
যেমন : He lives at Dhaka in Bangladesh.
N.B: এখানে ঢাকা ছোট এবং বাংলাদেশ বড় তাই বাংলাদেশের আগে in ব্যবহৃত হয়েছে।
👉বাংলা এ/য়/তে বিভক্তি থাকলে in বসে।
যেমন : Many things happen in life.
N.B: জীবনে অনেক কিছু ঘটে। এখানে জীবন এর সাথে এ বিভক্তি থাকায় in ব্যবহৃত হয়েছে ।
👉ভাষা বুঝালে তার আগে in বসে।
যেমন : I speak in Bangla / in English / in Hindi.
👉পেশার পূর্বে in বসে।
যেমন : Karim has joined in Police / in Army.
👉বিষয়ের পূর্বে in বসে।
যেমন : Karim studies in English / in Mathematic.
যেমন : Kazi Nazrul islam was born in 1899.
👉Result এর পর সাধারণত in বসে ।
যে সব যানবাহনের মধ্যে হাটাহাটি করা যায় না তাদের পূর্বে in বসে ।
👉শুধুমাত্র একটি গ্রাম/শহর বুঝালে in বসে।
যেমন : He lives in village. But his son lives in a town.
👉সকাল / বিকাল / সন্ধ্যার পূর্বে in বসে।
যেমন : in the morning, in the evening, in the afternoon.
👉ভিতরে স্থিতি বোঝাতে in বসে।
যেমন : Karim is in the house.
👉ঋতুর পূর্বে in বসে ।
যেমন : in winter, in spring.
👉রং/কালির পূর্বে in বসে।
যেমন : in white, in black ink.
👉সীমার ভিতরে বোঝাতে in বসে।
যেমন: Dhaka university is in the heart of the city.
👉নির্দিষ্ট সময়ের পূর্বে/পরে বুঝাতে in time বসে।
যেমন : The train came in time.
👉Interest / interested এর পর in বসে।
On এর ব্যবহার
👉বার / দিন / তারিখের পূর্বে On বসে।
On Friday / on 27th November.
👉উপলক্ষ্য অর্থে On বসে।
On birthday / on marriage day / on the occasion.
👉কিনারে/ তীরে বুঝাতে On বসে ।
My village is on the river.
👉খাড়া কোন দেয়াল / জিনিসের গায়ে কোন কিছু ঝুলানো / লাগানো হলে তার আগে On বসে।
There is a picture on the wall.
👉নির্ভরতা বুঝাতে On বসে।
We live on rice.
👉কোন কিছুর সঙ্গে ধাক্কা খেলে তার আগে On বসে।
He hit his head on the piano.
The plane arrived on time.
👉Avenue এর পূর্বে On বসে।
👉Floor এর সংখ্যা বুঝাতে On বসে।
The bulding is on the 7th Floor.
I saw the talk show on televison.
He wrote an essay on leberation.
There are ten member on the committee.
👉সীমার উপর বুঝাতে On বসে।
The Himalays is on the north of India.
👉মাধ্যম বুঝাতে On বসে।
On the phone On T.V, On computer.
👉কোন কিছুর উপর স্পর্শ অবস্থায় উপরে বুঝাতে On বসে।
The book put on the table.
on the bus, on the plane, on the train.
Cycle, Foot এর পূর্বে On বসে ।
👉Insist এর পর on বসে। এরপর Sub এর possessive + Verb এর সাথে ing হয়।
উৎসব এর আগে On বসে ।
On pohela Boishakh.
👉ছোট স্থানের পূর্বে at বসে ।
He lives at Mirpur in Dhaka.
👉দাম/মূল্য বুঝাতে at ব্যবহৃত হয় ।
at five hundred Taka/ at 20 tk per kg.
👉ভ্রমন করার সময় কোন শহর থেকে যাওয়া বা যাত্রা বিরতি বোঝাতে শহরের পূর্বে at বসে ।
I stopped at Faridpur on the way to Dhaka.
👉দুরত্ব বুঝাতে atবসে ।
Dhaka is at 200 kilo miters here.
at 0° c / at 100°c.
👉ঘড়ির সময় এর পূর্বে at বসে ।
at 10 o clock / at five o clock.
👉বয়স বুঝাতে atবসে।
at 22 / at 10.
You must do this at your own risk.
👉dawn/Noon/night এর পূর্বে at বসে।
👉p.m/a.m এর পূর্বে at বসে ।
👉number / Road number / house number এর পূর্বে at বসে।
to এর ব্যবহার
👉ব্যক্তিবাচক শব্দ যেমন ( his, him, her, them, our, us) এর পূর্বে সাধারণত to বসে ।
কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে to বসে ।
He goes to school.
👉কে / দিকে / এর / প্রতি - প্রভৃতি অর্থে to বসে।
Strong attraction to harmful things.
👉ব্যক্তির কাছে বুঝালে তার আগেto বসে ।
Mina came to me.
👉বাকী থাকা বুঝাতে to বসে ।
👉এখন ১০টা বাজতে ১৫ মিনিট বাকী ।
Now it is quarter to 10.
Korea is to the east of our country.
of এর ব্যবহার
A dairy is a record of daily events. (দিনপঞ্জি হলো প্রতিদিনের ঘটনাবলির একটি তথ্য)
এখানে ঘটনাবলি + র যুক্ত হওয়ায় of ব্যবহৃত হয়েছে।
👉Article + Noun এর পরে of বসে।
The reading of this book is interesting.
👉অধিকার / মালিকানা বোঝাতে of বসে ।
This is the mobile of Mr. Jahangir
👉Assure এর পরে of বসে।
by এর ব্যবহার
You sit by me.
👉দ্বারা/দিয়া/কর্তৃক প্রভৃতির জন্য by বসে।
The city is polluted by smoke and dust.
👉কোন উপায়/পদ্ধতি বুঝাতে তার আগে by বসে।
By hard work.
👉and/or এর পূর্বে এবং পরে একই preposition বসে।
These drugs are taken by smoking or by injection.
👉হার বুঝাতে by বসে ।
He is developing day by day.
👉written/edited/headed এর পরে by বসে ।
written by / edited by.
👉নিজে নিজে অর্থে by বসে ।
She lives by herself.
👉পরিমাপ বুঝাতে by বসে ৷
10 feet by 14 feet.
👉ব্যক্তির দ্বারা কাজ বুঝালে by বসে ।
Rice is eaten by me.
👉যানবহনে ভ্রমন বুঝালে by বসে ।
By bus / by train / by boat.
👉ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগেই বুঝাতে by বসে ।
I will have finished by the time you get back.
Over এর ব্যবহার
The cat jumped over the table.
👉কোন কিছু স্পর্শ না করে উপরে/ উপর দিয়ে গতিশীল বুঝাতে over বসে।
The plane is over the field.
👉বড় বস্তুটির উপরে লেগে থাকা বুঝালে over বসে ।
There is a blanket over the baby.
👉বিপরীত পাশ বুঝাতে over বসে।
They live over the road.
👉কোনো কিছু দিয়ে কোন কিছুর ঢেকে ফেলা বুঝাতে over বসে।
There were ashes all over the floor.
👉সমগ্র/সারা অর্থ বুঝাতে over বসে।
I have traveled over the world.
👉মোবাইল/ফোনে কথা বলা অর্থে over বসে ।
He requested me over telephone.
Above এর ব্যবহার
The sky is above our head.
👉কোন কিছুর উপরে স্থির আছে কিন্তু স্পর্শ নেই এমন বুঝালেabove বসে ।
She held the umbrella above her head.
👉মানের উপরে বুঝালে above বসে ।
I got above 80% mark in Bangla.
N.B: কোন কিছুর উপর দিয়ে গতিশীল বুঝালে over বসে এবং স্থির বুঝালে above বসে ।
with এর ব্যবহার
She lives with me.
👉জন্মসুত্রে অধিকারী বুঝাতে with বসে।
The girl endows with blue eyes. (মেয়েটি জন্মসুত্রে নীল চোখের অধিকারী)
👉কোন ব্যক্তির উপর রেগে গেলে angry এর পরে with বসে।
👉Busy এর পরে সাধারণত with বসে।
👉কেউ কোনো রোগে ভুগছে সেই রোগের নামের আগে with বসে।
Tariq was in bed with cholera.
👉কোন কিছু দিয়ে কোন কিছু ভর্তি/ ঢেকে দেওয়া বুঝাতে with বসে।
I filled the glass with water.
👉কোন কিছু আর ব্যবহার না করলে তার আগে with বসে।
I dispensed with my old mobile.
From এর ব্যবহার
I have taken this car from uncle.
👉Suffer/ Suffering এর পরে সাধারণত from বসে।
Into এর ব্যবহার
The student entered into the class room.
👉তদন্ত অর্থে into বসে।
The police is looking into the case.
👉সংঘর্ষ বুঝাতে into বসে ।
The car crashed into a parked bus.
👉সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে into বসে ।
They were divided into five groups.
👉জোড় করে / ভেঙ্গে প্রবেশ করা অর্থে into বসে।
The thieves broke into my house.
Through এর ব্যবহার
We went to india through the forest.
👉কোন কিছু ভেদ করে কোন কিছুর যাওয়া বুঝাতে Throughবসে।
The bullet went through his chest.
👉এক প্রাপ্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোনো কিছু চলা বুঝাতে Through বসে ।
We walked through the Forest.
Up এর ব্যবহার
We went up the hill.
off এর ব্যবহার
👉কোন কিছু থেকে পড়ে বা সরে যাওয়া বুঝাতে কিছু কিছু verb এর সঙ্গে off বসে।He fell off the chair.
He was walking off the chair.
👉বাস/ট্রেন/বিমান থেকে নামা/ পড়ে যাওয়া বুঝাতে off বসে ।
You should not get off a running train.
He fell off the bus.
within এর ব্যবহার
I will come back within 3 hours.
UNDER এর ব্যবহার
Let's sit under the tree.
She left her key under a mat by front door.
The case is under court.
👉সোজাসুজি নিচে হলে under বসে, আর একটু দূরে সরে নিচে হলে below বসে।
Against এর ব্যবহার
We fought against Pakistan in liberation war.
Beside এর ব্যবহার
She sat beside me.
👉অতিরিক্ত অর্থে beside বসে।
Besides Rahim, Karim came.
For এর ব্যবহার
I want to buy a mobile for you.
👉সময়ের আগে ধরে/যাবৎ/ব্যাপিয়া বুঝাতে for বসে।
It has been raining for two hours.
👉কারণ বুঝাতে for বসে।
He will come to Dhaka for buying a car.
👉মূল্য বুঝাতে for বসে।
I have bought a shirt for 1000 tk.
👉বিনিময় বুঝাতে for বসে।
He sent me a cheque for tk 500.
Among এর ব্যবহার
Divide the apples among three boys.
Behind এর ব্যবহার
Please stay behind me.
After এর ব্যবহার
I will play after study.
👉চলমান অবস্থার পিছনে বুঝালে after বসে।
Police run after the criminal.
👉কোন কিছু পাওয়ার জন্য ছুটলে after বসে।
Some people hanker after riches.
before এর ব্যবহার
She came before launce.
👉সম্মুখে বুঝাতে before বসে।
She stood before me.
Beyond এর ব্যবহার
The price of the dress is beyond my budget.
about এর ব্যবহার
He told me about the picture.
👉প্রায় অর্থ প্রকাশ করতে about বসে।
The movie is about end.
across এর ব্যবহার
He ran across the field.
along এর ব্যবহার
He ran along the road with full speed.
👉যে সকল word এর আগে to বসে না
👉Home নিজেই adverbial of direction হয়। তাই এর আগে to বসে না ।
Here, there, Now, Somewhere, abroad, upstairs, downstairs এগুলোর আগে to বসে না ।
বিঃ দ্রঃ (From here to there)ব্যতিক্রম।
👉Discuss এর পর কোন preposition বসে না।
👉Senior, Junior, inferior, Superior, exterior, interior, ulterior, major, minor, inner, outer, latter, elder, hinder - to বসে।
যে সকল word এর পরে of বসে মনে রাখার চমৎকার কৌশল
ট্রিকস : TOMPA JOB পাওয়ার জন্য RINA-কে LOVES করেছে। 8
কারেকশন :
- T = Tolerent
- O = Oblivious of
- M = Mindful of, made of
- P = proud of
- A = Avail of, admit of
- J = Jealous of
- O = observant of
- B = boast of, bereft of
- R = Repent of, Rob of
- I = Ignortant of, Incapable of
- N = In need of
- A = Admit of, ashamed of, accused of
- L = lack of
- O = Oblivious of
- V = Vain of
- E = Envious of
- S = Sanguine of, sensible of
যে সকল word এর পরে from বসে মনে রাখার চমৎকার ট্রিকস
ট্রিকস : PC থেকে READ কর।malll
কারেকশন :
- P = Prevent from
- C = Cease from
- R = Remote from, Refrain from
- E = Escape from, Exempt from
- A = Absent from, Abstain from
- D = Different from, Deviate from, debar from,diter from, divert from, desist from, deviate from
যে সকল word এর পরে on বসে মনে রাখার চমৎকার ট্রিকস
ট্রিকস : DILIP SIR BGB দের CAR ও FOOD নিয়ে পালিয়েছে।
কারেকশন :- D = Decide on
- I = Impose on
- L = Lecture on
- I = Insist on
- P = Pounce on
- S = Speak on, Silent on
- I = Influence on
- R = Rely on
- B = Based on
- G = Gain on
- B = Based on
- C = Count on, Calculate on
- A = Attack on
- R = Revenge on
- F = Found on, Fall on, Fire on
- O = Out look on
- O = operate on
- D = Depend on, Determined on
যে সকল word এর পরে over বসে মনে রাখার চমৎকার ট্রিকস
ট্রিকস : তুমি না কেদে চিন্তা করে যত্ন সহকারে সভাপতিত্ব করে বিষয়টি নিয়ন্ত্রন কর ।
কারেকশন :
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url