শরিয়তের উৎস

 অধ্যায় ২: শরিয়তের উৎস

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



ইসলাম শিক্ষা সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ২:শরিয়তের উৎস

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.শরিয়ত' শব্দের অর্থ— পথ বা রাস্তা।
  • ২- শরিয়তের বিষয়বস্তু ভাগ করা হয়েছে তিনটি ভাগে।
  • ৩.আল্লাহ্ শরিয়তের পূর্ণতা ঘোষণা করেছেন— সূরা মায়িদায়
  • ৪. . শরিয়তের প্রধান উৎস — ২টি। যথা- কুরআন ও সুন্নাহ। 
  • ৫. শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস – আল-কুরআন । 
  • ৬. শরিয়তের দ্বিতীয় উৎস— সুন্নাহ।
  • ৭. শরিয়তের তৃতীয় উৎস — ইজমা ।
  • ৮. শরিয়তের চতুর্থ উৎস— কিয়াস ।
  • ৯. আল-কুরআন সংরক্ষিত ছিল— লাওহে মাহফুজে ।
  • ১০. সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ নেন হযরত আবু বকর (রা)। 
  • ১১. ওহি লেখকদের মধ্যে প্রধান ছিলেন— হযরত যায়দ ইবনে সাবিত (রা)। 
  • ১২. জামিউল কুরআন বলা হয়— হযরত উসমান (রা)-কে। 
  • ১৩. আল-কুরআনে মক্কি সূরা— ৮৬টি
  • ১৪. আল-কুরআনে মাদানি সূরা- ২৮টি। 
  • ১৫. সর্বোত্তম নফল ইবাদত— কুরআন তিলাওয়াত । 
  • ১৬. ‘আশ-শাম্স' শব্দের অর্থ— সূর্য।
  • ১৭. পবিত্র কুরআনের ৯৩তম সূরা আদ-দুহা। 
  • ১৮. ‘আদ-দুহা' শব্দের অর্থ— পূর্বাহ্ন বা দিনের প্রথমভাগ 
  • ১৯. সূরা আল-ইনশিরাহর আয়াত সংখ্যা— ৮টি। 
  • ২০. পবিত্র কুরআনের ৯৪তম সূরা আল-ইনশিরাহ। 
  • ২১. ‘ফানসাব' অর্থ— একান্তে ইবাদত করা।
  •  ২২. আত-তীন আল-কুরআনের— ৯৫তম সূরা।
  • ২৩. ‘বালাদুল আমিন' বা নিরাপদ নগরী বলা হয়— পবিত্র মক্কাকে।
  • ২৪. আল-মাউন পবিত্র কুরআনের ১০৭তম সূরা।
  • ২৫. ‘মাউন’ (1) অর্থ— নিত্যব্যবহার্য বস্তু
  • ২৬. ‘সুন্নাহ' শব্দের অর্থ— রীতিনীতি ।
  • ২৭. 'হাদিস' শব্দের অর্থ— কথা বা বাণী ।
  • ২৮. হাদিসের বিশুদ্ধতম কিতাব— ছয়টি।
  • ২৯. সর্বপ্রথম বিশুদ্ধতম হাদিস সংকলন করেন— ইমাম মালিক (র)।
  • ৩০. সর্বপ্রথম সংকলিত হাদিস গ্রন্থ— মু মুয়াত্তা।
  • ৩১. 'নিয়ত' এর হাদিসটি বুখারি শরিফের — প্রথম হাদিস। 
  • ৩২. ‘নিয়ত’ এর আরবি ভ (নিয়াতি)।
  • ৩৩. ‘নিয়ত’ অর্থ— উদ্দেশ্য, সংকল্প।
  • ৩৪. পাঁচটি মূলভিত্তির ওপর প্রতিষ্ঠিত— ইসলাম ।
  •  ৩৫. দানশীল ব্যক্তির জন্য দোয়া করেন— ফেরেশতাগণ । 
  • ৩৬. ‘বাহিমাতুন' (~~) শব্দের অর্থ— চতুষ্পদ জন্তু । 
  • ৩৭. বৃক্ষরোপণ একটি নেকি বা পুণ্যের কাজ 
  • ৩৮. সর্বোত্তম কাজ— আল্লাহ তায়ালার স্মরণ । 
  • ৩৯. আল্লাহর পরিজন— সমগ্র সৃষ্টি ।
  • ৪০. পরস্পর ভাই ভাই— মুসলমানগণ । 
  • ৪১. ব্যবসা-বাণিজ্য একটি— পবিত্র পেশা ।
  • ৪২. কিয়ামতের দিন শহিদদের সঙ্গী হবেন— সৎ ব্যবসায়ীগণ
  •  ৪৩. ইজমা অর্থ— একমত হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা। 
  • ৪৪. কিয়াস অর্থ— অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা
  •  ৪৫. 'ফরজ' শব্দের অর্থ— অবশ্য পালনীয়।
  • ৪৬. ফরজে কিফায়া হলো- সামষ্টিকভাবে ফরজ কাজ। 
  • ৪৭. ‘ওয়াজিব’ শব্দের অর্থ— অবশ্য পালনীয়, অপরিহার্য। 
  • ৪৮. ‘হালাল’ অর্থ— বৈধ, সিদ্ধ, অনুমোদিত।
  • ৪৯. মৃত মাছ খাওয়া— হালাল ।
  • ৫০. 'হারাম' অর্থ— নিষিদ্ধ, অপবিত্র, অসংগত।
  • ৫১. মৃত জীব-জন্তু খাওয়া হারাম।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. শরিয়ত কাকে বলে?

উত্তর: ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়।

প্রশ্ন-২. প্রধান ওহি লেখক কে ছিলেন? 

উত্তর: প্রধান ওহি লেখক ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত (রা)। 

প্রশ্ন-৩. মাদানি সূরা কাকে বলে?

উত্তর: মহানবি (স)-এর মদিনায় হিজরতের পর নাজিল হওয়া | সকল সূরাকে মাদানি সূরা বলে ।

প্রশ্ন-৪. শানে নুযুল শব্দের অর্থ কী?

উত্তর: শানে নুযুল শব্দের অর্থ অবতরণের কারণ বা পটভূমি ।

প্রশ্ন-৫. আদ-দুহা কুরআনের কততম সূরা?

 উত্তর: আদ-দুহা কুরআনের ৯৩তম সূরা।

প্রশ্ন-৬. সূরা ‘আল-ইনশিরাহ' কোথায় অবতীর্ণ হয়েছে?

উত্তর: সূরা আল-ইনশিরাহ মক্কায় অবতীর্ণ হয়েছে।

 প্রশ্ন-৭. সূরা আত-তীন কোথায় অবতীর্ণ হয়েছে?

উত্তর: সূরা আত-তীন মক্কায় অবতীর্ণ হয়েছে।

 প্রশ্ন-৮. বালাদুল আমিন' বলতে কোন নগরীকে বোঝানো হয়েছে? 

উত্তর: 'বালাদুল আমিন' বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে । 

প্রশ্ন-৯. (আল-মাউন) শব্দের অর্থ কী? 

উত্তর: ৩। (আল-মাউন) শব্দের অর্থ গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু, নিত্যব্যবহার্য বস্তু ।

প্রশ্ন-১০.হাদিস কাকে বলে?

উত্তর: রাসুল (স)-এর কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলে।.

প্রশ্ন-১১. ‘তাকরিরি হাদিস' কী? 

উত্তর: রাসুলুল্লাহ (স)-এর মৌন সম্মতি বা অনুমোদনসূচক হাদিসই তাকরিরি হাদিস।

প্রশ্ন-১২. কাওলি হাদিস কাকে বলে? 

 উত্তর: রাসুলুল্লাহ (স)-এর বাণীসূচক হাদিসকে কাওলি হাদিস বলা হয় ।

প্রশ্ন-১৩.মাওকুফ হাদিস কী?

উত্তর: যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌছে শেষ হয়ে গেছে, রাসুলুল্লাহ (স) পর্যন্ত পৌছেনি, এরূপ হাদিসকে মাওকুফ হাদিস বলে।

প্রশ্ন-১৪. মারফু হাদিস কাকে বলে? 

উত্তর: যে হাদিসের সনদ রাসুলুল্লাহ (স) পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে ।

প্রশ্ন-১৫. মাকতু হাদিস কী? 

উত্তর: যে হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে ।

প্রশ্ন-১৬. সহিহ বুখারি শরিফ সংকলন করেন কে? 

উত্তর: ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল- বুখারি (র)।

প্রশ্ন-১৭. 'সিহাহ সিত্তাহ' কী?

উত্তর: হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তাহ বলে ।

প্রশ্ন-১৮. নিয়ত কাকে বলে?

উত্তর: কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয় ।

 প্রশ্ন-১৯. ইসলামের প্রথম ভিত্তির নাম কী?

উত্তর: ইসলামের প্রথম ভিত্তির নাম ইমান ।

 প্রশ্ন- ২০. ইজমা কাকে বলে?

উত্তর: শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐক্যমত পোষণ করাকে ইজমা বলা হয় ।

প্রশ্ন- ২১. ইজমা অর্থ কী? 

উত্তর: 'ইজমা' শব্দের অর্থ— একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি।

প্রশ্ন ২২. 'কিয়াস' কী?

উত্তর: কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে নতুন পরিস্থিতিতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াই কিয়াস ।

প্রশ্ন-২৩.ফরজে আইন কী

উত্তর: যেসব ফরজ বিধান সবার ওপর পালন করা আবশ্যক সেগুলোই ফরজে আইন।

প্রশ্ন-২৪.ফরজে কিফায়া' কাকে বলে?

উত্তর: যেসব কাজ মুসলমানদের ওপর ফরজ, কিন্তু সমাজের কিছু মুসলমান যদি আদায় করে তবে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় তাকে ফরজে কিফায়া বলে ।

প্রশ্ন-২৫. ওয়াজিব কাকে বলে?

উত্তর: শরিয়তের এমন কিছু বিধান রয়েছে, যা পালন করা কর্তব্য, তবে ফরজ নয়। এরূপ বিধানকে ওয়াজিব (অবশ্য কর্তব্য) বলা হয়।

 প্রশ্ন-২৬. হালাল মানে কী?

উত্তর: হালাল মানে বৈধ, আইনসিদ্ধ ।

 প্রশ্ন-২৭.হারাম কাকে বলে? 

 উত্তর: যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য ও বর্জনীয় তাকে হারাম বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. শরিয়ত বলতে কী বোঝায়?

 উত্তর: ইসলামি আইন-কানুন বা বিধি-বিধানকে একত্রে শরিয়ত বলা হয়। ব্যাপক অর্থে শরিয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ, যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌছতে পারে। ইসলামি পরিভাষায়, ইসলামি কার্যনীতি ও জীবন পদ্ধতিকে শরিয়ত বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ ও তাঁর রাসুল (স) যেসব আদেশ- নিষেধ ও পথনির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরিয়ত বলে ।

প্রশ্ন-২. হযরত উসমান (রা)-কে কেন 'জামিউল কুরআন' বলা হয়?

উত্তর: আল কুরআন যথাযথভাবে সংরক্ষণ করায় হযরত উসমান (রা)-কে 'জামিউল কুরআন' বা কুরআন সংকলনকারী বলা হয়। হযরত উসমান (রা)-এর সময় আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপভাষায় কুরআন তিলাওয়াত করা হতো। এতে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার উপক্রম হয়। এ সমস্যা সমাধানে হযরত উসমান (রা) হযরত হাফসা (রা)-এর কাছে রক্ষিত কুরআনেরমূল কপি এনে তার অনেকগুলো কপি করিয়ে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। ফলে একই রীতিতে কুরআন পাঠের রেওয়াজ শুরু হয়। এ জন্য তাকে 'জামিউল কুরআন' বলা হয়।

 প্রশ্ন-৩. মাদানি সূরার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

 উত্তর: মহানবি (স)-এর মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সূরাগুলোকে মাদানি সূরা বলে । মাদানি সূরাসমূহে ইহুদি ও খ্রিষ্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে। এগুলোতে আহলে কিতাবদের পথভ্রষ্টতা, তাদের কিতাব বিকৃতি, নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। মাদানি সূরায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। ইবাদতের রীতিনীতি, শরিয়তের বিধি- বিধানের সুস্পষ্ট বর্ণনা রয়েছে।

প্রশ্ন-৪. 'আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি'— উক্তিটি ব্যাখ্যা করো। 

উত্তর: “নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠন বা আকৃতিতে সৃষ্টি করেছি'— এটি পবিত্র কুরআনের সূরা আত-তীনের ৪ নম্বর আয়াতের অর্থ। এ আয়াতে আল্লাহ মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করেছেন। সৃষ্টিজগতে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। তাই মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা তাকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত ও অপমানিত করবেন এবং শাস্তি দেবেন।

প্রশ্ন-৫. হাদিস শিক্ষার প্রয়োজন কেন?

উত্তর: হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস হওয়ায় এটি শেখা প্রয়োজন। মহানবি (স)-এর বাণী কর্ম ও তাঁর সমর্থিত রীতিনীতিকে হাদিস বলে। হাদিস হলো আল-কুরআনের ব্যাখ্যাস্বরূপ।আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন। আর মহানবি (স) তাঁর হাদিস ও সুন্নাহের মাধ্যমে এসব বিধি-বিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন।

 তাই ইসলামকে পরিপূর্ণভাবে বোঝা ও মেনে চলার জন্য হাদিস শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।

প্রশ্ন-৬. তাকরিরি হাদিস কী? ব্যাখ্যা করো।

উত্তর: তাকরিরি হাদিস বলতে রাসুল (স)-এর মৌন সম্মতিজ্ঞাপক হাদিসকে বোঝায় সাহাবিরা (রা) মহানবি (স)-এর সম্মুখে শরিয়ত সম্পর্কিত কোনো কথা বলেছেন বা কোনো কাজ করেছেন আর রাসুলুল্লাহ (স)-এর প্রতিবাদ করেননি বা নীরব থেকে এর প্রতি মৌন সম্মতি জ্ঞাপন করেছেন- এ ধরনের হাদিস হলো তাকরিরি হাদিস।

 প্রশ্ন-৭.হাদিসে কুদসি বলতে কী বোঝায়?

উত্তর: যেসব হাদিসের শব্দ ও ভাষা রাসুলুল্লাহ (স)-এর নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব ও মূলকথা আল্লাহর নিকট থেকে ইলহাম বা স্বপ্নযোগে প্রাপ্ত তাই হাদিসে কুদসি। হাদিসে কুদসি হাদিসের একটি গুরুত্বপূর্ণ প্রকার। কুদসি অর্থ পবিত্র। এ হাদিস সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত। এ হাদিসের ভাব, অর্থ, মূলকথা আল্লাহর হলেও এটি কুরআনের অন্তর্ভুক্ত নয়। এটি হাদিস হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী।

 প্রশ্ন-৮. বৃক্ষরোপণ সদকাস্বরূপ ব্যাখ্যা করো।

 উত্তর: বৃক্ষরোপণ সদকাস্বরূপ, কারণ এর মাধ্যমে বৃক্ষরোপণকারী সাওয়াব লাভ করে। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশু-পাখি, জীব-জন্তু ও কীট- পতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভ করে। ঐ ফল- ফসল সদকা করে দিলে যে সাওয়াব হতো, পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা তার আমলনামায় সে পরিমাণ সাওয়াব লিখে দেন। ফলে সে নিজের অজান্তেই অনেক সাওয়াবের অধিকারী হয়ে যায়।

 প্রশ্ন-৯. 'পরিবর্তনশীল সমাজে কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম- ব্যাখ্যা করো।

উত্তর: প্রতিনিয়ত উদ্ভূত নতুন সমস্যা সমাধানের জন্য পরিবর্তনশীল। সমাজে কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানবজীবন সতত পরিবর্তনশীল। এ পরিবর্তনের ধারায় জগতে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার সৃষ্টি হয়। কুরআন ও হাদিসে শরিয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগের সব মানুষ সমস্যার সমাধান করতে পারে। এ পদ্ধতিই হলো কিয়াস। এজন্য নতুন সব সমস্যা সমাধানের জন্য কিয়াস অপরিহার্য।

প্রশ্ন-১০.কীভাবে ফরজে কিফায়া সামষ্টিকভাবে ফরজ কাজ? বুঝিয়ে লেখো

উত্তর: ফরজে কিফায়া সমাজের সবার ওপর একত্রে আবশ্যক হওয়ার মাধ্যমে এটি সামষ্টিক ফরজ কাজ। ফরজে কিফায়া বলতে সামষ্টিকভাবে আদায়কৃত ফরজ কাজকে বোঝায়। যেসব কাজ মুসলমানের ওপর ফরজ কিন্তু সমাজের কিছু মুসলমান যদি আদায় করে তবে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। তবে একজনও যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়।সামষ্টিকভাবে সমাজের সবার ওপর ফরজ হওয়ায় এটি সামষ্টিক ফরজ কাজ।

প্রশ্ন-১১. সুন্নতে মুয়াক্কাদাহ বলতে কী বোঝায়?

উত্তর: যে সকল কাজ মহানবি হযরত মুহাম্মদ (স) নিজে সর্বদা পালন করতেন এবং অন্যদেরকেও তা পালনের তাগিদ দিতেন। তাকে সুন্নতে মুয়াক্কাদাহ বলে । সুন্নতে মুয়াক্কাদাহ ওয়াজিবের কাছাকাছি। এগুলো পালন করা কর্তব্য। ইচ্ছাকৃতভাবে বা অবহেলাবশত বিনা কারণে এগুলো পালন না করলে গুনাহ হয় । যেমন— আযান ও ইকামত দেওয়া, ফজরের ফরজ নামাযের পূর্বে দুই রাকাআত, যোহরের ফরজের পূর্বে চার রাকাআত ও পরে দুই রাকাআত, মাগরিব ও এশার ফরজের পর দুই রাকাআত নামায আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ।

 প্রশ্ন-১২. সুন্নতে যায়িদাহ বলতে কী বোঝায়?

উত্তর: সুন্নতে যায়িদাহ বলতে অতিরিক্ত সুন্নতকে বোঝায়। যেসব কাজ নবি (স) করেছেন বলে প্রমাণিত তবে তিনি সবসময় তা পালন করতেন না, বরং কখনো করতেন আবার কখনো পরিত্যাগ করতেন, এসব কাজ সুন্নতে যায়িদাহ। যেমন: আসর ও এশার ফরজের পূর্বে চার রাকাআত সুন্নত নামায আদায় করা।

 প্রশ্ন-১৩. মানবজীবনে হালালের প্রভাব ব্যাখ্যা করো।

 উত্তর: হালাল বস্তু গ্রহণ করার মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার নিয়ামত গ্রহণ করে এবং সর্বোচ্চ কল্যাণপ্রাপ্ত হয়। হালাল দ্রব্য মানুষকে ইবাদতে উৎসাহিত করে। এগুলো মানুষের দেহ ও মস্তিষ্ককে সুস্থ রাখে।  অন্তরে নূর সৃষ্টি করে। ফলে মানুষ সৎ গুণাবলি সম্পন্ন হয়ে গড়ে ওঠে। মানুষের মনে পবিত্র ভাব ও আত্মশুদ্ধির উন্নতি হয়। ফলে মানুষ দুনিয়া ও আখিরাতে প্রভৃত কল্যাণপ্রাপ্ত হয়।

প্রশ্ন-১৪.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

 উত্তর: হারাম মহান আল্লাহ কর্তৃক নিষিদ্ধ এবং মানুষের জন্য ক্ষতিকর হওয়ায় হারাম বর্জনীয়। মানবজীবনে হারামের কুফল অত্যন্ত ভয়াবহ। কোনো কোনো হারাম। দ্রব্যের মধ্যে এমন উপাদান বিদ্যমান যা মানুষের মন, মস্তিষ্ক ও শরীরের জন্য চরম ক্ষতিকর। এছাড়া হারাম কাজ মানবসমাজে নেতিবাচক প্রভাব ফেলে । মানুষকে অন্যায়, অগ্নীলতার প্রতি আকৃষ্ট করে। হারামের কুফল সম্পর্কে রাসুল (স) বলেছেন, 'যে শরীর হারামের মাধ্যমে গঠিত, তা জাহান্নামের ইন্ধন হবে।' (আহমদ, বায়হাকি ও পারিমি) এ কারণে হারাম বর্জনীয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.‘শরিয়ত’ অর্থ— 

ক)জীবনপদ্ধতি

খ) কর্মসূচি

গ) কার্যনীতি

ঘ) কর্মপন্থা

উ:ক

২.শরিয়ত কী? 

ক) ইসলামি কার্যনীতি

খ) ইসলামের নৈতিকতা

গ)ইসলামের জ্ঞান-বিজ্ঞান

ঘ)ইসলামের আকিদা-বিশ্বাস

উ্র:ক

৩.মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?

ক)৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ)৭টি

উ:ক

৪. শরিয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে- 

i. বিশ্বাসগত বিধি-বিধान

ii. চরিত্র সংক্রান্ত রীতি-নীতি

iii. বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধি-বিধান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

৫. শরিয়তের পূর্ণতা কোন সূরায় ঘোষণা করা হয়েছে? 

(ক) সূরা আ'রাফে

(খ) সূরা বুরুজে

(গ) সূরা মায়িদায়

(ঘ)সূরা ইনফিতারে

উ:গ

৬. শরিয়ত আমাদের শিক্ষা দেয়— 

i. অর্থনৈতিক মুক্তির উপায়

ii. ইবাদত পালনের নিয়ম-কানুন 

iii. আত্মিক পরিশুদ্ধির উপায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:খ

৭.আল্লাহ ও রাসুল (স)-এর পূর্ণ আনুগত্য করা কীসের দাবি?

ক) শরিয়তের

খ) বিজ্ঞানের

গ) মারেফতের

ঘ) সাধারণ শিক্ষার

উ:ক

৮. ইসলামি শরিয়তের প্রধান উৎস কয়টি?

ক) ২টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ২টি

উ:ঘ

৯. শরিয়তের প্রধান ও প্রথম উৎস কোনটি?

ক) কুরআন

খ)সুন্নাহ 

গ) ইজমা

ঘ)কিয়াম

উ:ক

১০. শরিয়তের দ্বিতীয় উৎস কোনটি?

ক) কুরআন মজিদ

খ)হাদিস

গ) ইজমা

ঘ) কিয়াম

উ:খ

১১. শরিয়তের তৃতীয় উৎস কোনটি?

ক) ইজমা

খ)কিয়াস

গ)কুরআন

ঘ)হাদিস 

উ:ক

১২. শরিয়তের চতুর্থ উৎস কী?

ক) কুরআন

 খ) সুন্নাহ 

গ) ইজমা

ঘ) কিয়াম

উ:খ

১৩. কুরআন সংরক্ষণের দায়িত্ব কার?

ক) আল্লাহ তায়ালার

খ) রাসুল (স)-এর

গ) জিবরাইল (আ)-এর

ঘ) উম্মতে মুহাম্মদীর

উ:ক

১৪. 'বায়তুল ইযযাহ' কোথায় অবস্থিত?

ক) মক্কায়

খ) প্রথম আসমানে

গ) মদিনায়

ঘ)দ্বিতীয় আসমানে

উ:খ

১৫. ওহি লেখকদের মধ্যে প্রধান ছিলেন

ক) হযরত আবু বকর (রা)

খ) হযরত উসমান (রা)

গ) হযরত উমর (রা)

ঘ) হযরত যায়দ ইবনে সাবিত (রা)

উ:ঘ

১৬. কাকে জামিউল কুরআন বলা হয়?

ক) হযরত আবু বকর (রা)-কে 

খ) হযরত উমর (রা)-কে 

গ) হযরত উসমান (রা)-কে 

ঘ) হযরত আলি (রা)-কে 

উ:গ

১৭. মক্কি সূরার সংখ্যা কয়টি? 

ক) ৮৫

খ) ৮৬.

গ) ৮৭

ঘ) ৮৮.

উ:খ

১৮. মাদানি সূরার সংখ্যা কয়টি?

ক)২৫

খ)২৬

গ)২৭

ঘ) ২৮

উ:ঘ

১৯. ‘তিলাওয়াত' শব্দের অর্থ কী? 

ক) উপলব্ধি করা

খ) শুদ্ধ করা

গ) পাঠ করা

ঘ) মুখস্থ করা

উ:গ

২০. তাজবিদসহ কুরআন তিলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সূরায়?

ক) সূরা মায়িদাহ

খ) সূরা বাকারাহ

গ) সূরা মুয্যাম্মিল

ঘ) সূরা আ'রাফ

উ:গ

২১. মহানবি (স) হিজরতের পূর্বে মদিনায় কুরআন শিক্ষাদানের জন্য প্রেরণ করেন- 

i. হযরত উমর ইবনুল খাত্তাব (রা)-কে 

ii.. হযরত মুসআব ইবনে উমাইর (রা)-কে 

iii. হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা)-কে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

২১। (আল-কামারু) শব্দের অর্থ কী ? 

ক) সূর্য

খ)চন্দ্র

গ) জ্যোতি 

ঘ) নক্ষত্র

উ:খ

 নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

তাওসীফ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ, নৈতিক ও মানবিক গুণাবলিতে উদ্ভাসিত করতে চান এবং অন্তরের মরিচা দূর করে তা পরিশুদ্ধ করতে চান।

২২. তাওসীফ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে?

ক) আল-কুরআন

খ) বুখারি শরিফ

গ) তিরমিযি শরিফ

ঘ) ইবনে মাজাহ

উ:ক

২৩. এর ফলে জনাব তাওসীফ সাহেব লাভ করবেন-

i. সম্মান ও মর্যাদা

ii. দুনিয়া ও আখিরাতের সফলতা

iii. ধন-সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:খ

২৪. সূরা আদ-দুহার আয়াত সংখ্যা কত?

ক). ১১টি 

খ) ১৫টি

গ) ১৬টি

ঘ) ১৮টি

উ:ক

২৫. (লা-তাহার) অর্থ কী?

ক) ধমক দেবেন না

খ) আশ্রয় দেবেন না

গ) নিষেধ করবেন না

(ঘ)কঠোর হবেন না।

উ:ঘ

২৬. সূরা আল-ইনশিরাহ কোথায় নাজিল হয়? 

ক) মদিনায়

খ) হেরায়

গ) মক্কায়

ঘ) জেদ্দায়

উ:গ

২৭. সূরা ইনশিরাহের আয়াত সংখ্যা কত?

ক) ৮

খ) ১০

গ) ১১

ঘ) ১৪

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:- 

সাকলাইন তার এলাকার যুবকদের সালাত আদায়ের আহ্বান জানালে কিছু যুবক কটূক্তি করে। এতে সে কষ্ট পায়। তার শিক্ষক তাকে নিচের আয়াতটি পাঠ করে শোনালেন—' অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।'

২৮. বর্ণিত আয়াতটি কোন সূরার?

ক) আগ-মুহা

খ) আল-ইনশিরাহ

গ) আত-তীন

ঘ) আল-মাউন

উ:খ

২৯. উক্ত সূরার শিক্ষার আলোকে কটূক্তিকারী যুবকদের কাদের সাথে তুলনা করা যায়?

ক) মক্কার ইহুদি ও খ্রিষ্টান

খ) মক্কার মুনাফিক

গ) মক্কার কাফির ও মূর্তিপূজারি

ঘ) মদিনার কাফির

উ:গ

৩০. পবিত্র কুরআনের ৯৫তম সূরার নাম কী?

ক) আত-তীন

খ) আল-মাউন

গ) আশ-শামস

ঘ) আল-কুরাইশ

উ:ক

৩১. সূরা আত্‌-তীন কোথায় অবতীর্ণ হয় ?

ক) মক্কায় 

খ) খায়বরে

গ) মদিনায় 

ঘ) তায়েফে 

উ:ক

৩২. আত-তীন' শব্দের অর্থ কী? 

ক) ডুমুর

খ)পর্বত]

গ) জলপাই

ঘ)আঙুর

উ:ক

৩৩. 'আঞ্জির' একটি -

ক)পর্বত

খ)সহিফা

গ) ফল

ঘ)আঙুর

উ:গ

৩৪.'তাওরাত'কোন নবির ওপর নাজিল হয়?

ক) হযরত মুসা (আ)

খ) হযরত দাউদ (আ)

গ)  হযরত ঈসা (আ)

ঘ)  হযরত ইব্রাহিম (আ)

উ:ক

৩৫. আল্লাহ তায়ালাকে শ্রেষ্ঠতম বিচারক বলা হয়েছে --

ক) সূরা আশ-শামস

খ) সূরা আত-তীন

গ) সূরা আদ-দোহা

ঘ) আল-মাউন

উ:খ

৩৬.পবিত্র কুরআনের ১০৭তম সূরা কোনটি?

ক) আল-মাউন

খ)আত-তীন

গ)আশ-শামস

ঘ)আদ-দোহা

উ:ক

৩৭. 'মাউন' শব্দের অর্থ কী? 

ক) নিত্যব্যবহার্য বস্তু

খ) উদাসীন

গ) ইয়াতীম

ঘ) দুর্ভোগ,

উ:ক

৩৮. হাদিসের মূল বক্তব্যকে কী বলে?

ক)সনদ

খ)মতন

গ) রাখি

ঘ)মূল

উ:খ

৩৯. যে হাদিসের ভাষা রাসুলুল্লাহ (স)-এর এবং ভাব আল্লাহ তায়ালার সেটি কোন ধরনের হাদিস?

(ক) মার

খ) কুদসি 

গ) মাওকুফ

ঘ) মাঝ

উ:খ

৪০. হিজরি কোন শতক হাদিস সংকলনের স্বর্ণযুগ? 

ক)প্রথম

খ) তৃতীয়

গ) দ্বিতীয়

ঘ) তৃতীয়

উ:খ

৪১. সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি?

ক) নাসাঈ শরিফ

খ) মুসলিম শরিফ

গ) আল-মুয়াত্তা

ঘ)বুখারি শরিফ

উ:গ

৪২. কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কী বলে? 

ক) আমল

খ)নিয়ত

গ) আখলাক

ঘ) ইবাদত

উ:খ

৪৩. মহানবি (স) বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন, কারণ-

ক) এতে বৃক্ষ বেশি হবে

খ) এটি অনেক নেকির কাজ 

গ) গাছ মানুষের বিলাসিতার উপাদান 

ঘ) গাছ মানুষের বন্ধু

উ:খ

৪৪. আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহানবি (স) যে হাদিসটি উল্লেখ করেছেন তা কোন হাদিগ্রন্থে লিপিবদ্ধ আছে?

ক) তিরমিযি

খ) বুখারি ও মুসলিম

গ) মুসলিম

ঘ) নাসাঈ ও তিরমিযি

উ:খ

৪৫. শহিদের সমমর্যাদার লোক কারা?

ক)আল্লাহকে ভয়কারী

খ) বিশ্বস্ত ব্যবসায়ী

গ) সত্যবাদী পরি

ঘ)রোযাদার ব্যক্তি

উ:খ

৪৬. 'মুজতাহিদ' শব্দের আভিধানিক অর্থ কী? 

ক)পণ্ডিত

খ) গবেষণা

গ) গবেষক

ঘ)জ্ঞানী

উ:গ

৪৭. হযরত আবু বকর (রা) সাহাবিদের পরামর্শে কুরআন সংকলনের কাজটি সম্পন্ন করেন। তার এ কাজটি হচ্ছে— 

ক) ইজমার প্রমাণ

খ) ইজতেহাদ

গ)কিয়াসের দলিল

ঘ) ফিকহের পর্যালোচনা

উ:ক

৪৮. ইজমা দ্বারা সাব্যস্ত হলো— 

i. কুরআন সংকলন

ii. ২০ রাকাআত তারাবির সালাত জামাআতে আদায়

iii. কুরবানি করা:

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

৪৯. 'অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ করো'— এ আয়াতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? 

ক) কুরআন 

থ)সুন্নত

গ)ইজমা

ঘ)কিয়াস

উ:ঘ

৫০. হালাল রুজি অন্বেষণ করা কী?

ক) সুন্নত 

খ) ওয়াজিব

গ)মুস্তাহাৰ 

ঘ)ফরজ

উ:ঘ

৫১. 'ওয়াজিব' শব্দের অর্থ কী?

ক) অপরিহার্য 

খ) অসামঞ্জস্য

গ)নিয়মনীতি

ঘ) বিধানাবলি

উ:ক

 ৫২. ইদের সালাত আদায় করার বিধান কী?

ক)ওয়াজিব

খ) ফরজ

গ) সুন্নাতে মুয়াক্কাদা

ঘ) সুন্নাতে গায়ের মুয়াক্কাদাহ

উ:ক

৫৩.শরিয়তের দৃষ্টিতে আযান দেওয়া কী? 

ক) সুন্নতে যায়িদাহ

খ) সুন্নতে মুয়াক্কাদাহ

গ) মুস্তাহাৰ

ঘ)ওয়াজিব

উ:খ

৫৪. হালাল দ্রব্য ভক্ষণ করলে কীসের প্রতি একাগ্রতা সৃষ্টি হয়।

ক) আকিদায় 

খ) আখলাকে

গ) ইবাদতে

ঘ)আমানতে

উ:গ

৫৫. হারাম বস্তু নিষিদ্ধ হওয়ার মূল কারণ কী?

ক) অপচয়

খ)অযাচিত

গ)অকল্যাণ

ঘ)অসুন্দর

উ:গ

৫৬.ইসলামি শরিয়তে হারাম ঘোষণা করা হয়েছে-

i. মৃত মাছ খাওয়া

ii. মদপান করা

iii. মিথ্যা হলফ করা

নিচের কোনটি সঠিক? 

ক) i ও ii

খ)i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

কুরবানির গোশত যথারীতি ধোয়ার পরও মিসেস 'খ' দেখতে পান যে কিছু রক্ত পানির সাথে বেরিয়ে আসছে। এমতাবস্থায় তিনি তা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান।

৫৮. উত্ত গোশত খাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?

ক) হারাম

খ) মাকরুহ

গ)হালাল

ঘ) মাহ

উ:গ

৫৯. মিসেস 'খ' এর উক্ত কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে—

ক) হালাল-হারাম বিষয়ক জ্ঞানের যথার্থতা 

খ) হালাল-হারাম বিষয়ক জ্ঞানের 

গ)অজ্ঞতা হালাল-হারাম বিষয়ে উদাসীনতা

ঘ) গোশত খাওয়ার চরম আকাঙ্ক্ষা

উ:ক

সৃজনশীল প্রশ্ন

১. আকবর আলী সবসময় ইসলামের কথাবার্তা বলে থাকেন। কিন্তু তিনি সময়মতো সালাত আদায় করেন না এবং প্রতিবেশীরা গৃহস্থালির জিনিসপত্র ধার চাইলে তা দিতে চান না। 
অপরদিকে নোমান মিয়া একজন নিম্ন আয়ের মানুষ। শত কষ্টের মাঝেও সে সময় পেলেই আল্লাহর ইবাদতে মশগুল হয়। সে বিশ্বাস করে কষ্টের সাথে অবশ্যই স্বস্তি আছে।
ক. হজ কী?
খ. শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও'— ব্যাখ্যা করো ।
গ. আকবর আলীর কর্মকাণ্ড যে সূরার সাথে সাদৃশ্যপূর্ণ তার শিক্ষা। ব্যাখ্যা করো।
ঘ. নোমান মিয়ার কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে? তা চিহ্নিত করে এর শিক্ষা বিশ্লেষণ করো।
২.জনাব মুহাইমিন একজন শিক্ষক। তিনি মহানবি (স)-এর একটি হাদিস থেকে শিক্ষা নিয়ে প্রতিবছর তার গ্রামের রাস্তার পাশে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেন। 
ফলে গ্রামের সাধারণ জনগণ উপকৃত হন। এতে তিনি আনন্দ অনুভব করেন। অন্যদিকে জনাব মুহাইমিনের বন্ধু মিনহাজের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা হয়। 
তার দোকানে কোনো প্রকার ভেজালের সুযোগ নেই। তাই অনেক মানুষ তার দোকান থেকে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পছন্দ করেন । মিনহাজের স্ত্রী নুজহা বলেন, সৎ 
ব্যবসায়ীগণ কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। 
ক. ‘হারাম’ কাকে বলে?
খ. কীভাবে ফরজে কিফায়া সামষ্টিকভাবে ফরজ কাজ? বুঝিয়ে লেখো।
গ. জনাব মুহাইমিনের কাজটিকে কী হিসেবে গণ্য করা যায়? ব্যাখ্যা করো।
ঘ.মিনহাজ ব্যবসার ক্ষেত্রে যে হাদিসের অনুসরণ করেছেন তা নির্ধারণপূর্বক তার স্ত্রীর উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।
৩. জনৈক ইসলামি গবেষক একটি সেমিনারে প্রথম অধিবেশনে বলেন, যে সকল বিষয়ের বৈধ হওয়া কুরআন হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো সর্বক্ষেত্রে গ্রহণ করা উচিত। 
আর এইগুলো কথা, কাজ বা বস্তু সবই হতে পারে। উক্ত গবেষক দ্বিতীয় অধিবেশনে বলেন, দুনিয়ার জীবন আমাদের জন্য পরীক্ষাগার, তাই এমন কিছু করা যাবে না, 
যে সকল কাজ বা বস্তু কুরআন সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্যই পরিতাজ্য বা বর্জনীয়। | 
ক. 'সিহাহ সিত্তাহ' কাকে বলে?
খ. ‘কুরআন তিলাওয়াত উত্তম ইবাদত'— ব্যাখ্যা করো।
গ. গবেষকের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে শরিয়তের 'আহকাম'-এর কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. গবেষকের দ্বিতীয় অধিবেশনে দেওয়া বক্তব্যে ফুটে ওঠা বিষয়টি শরিয়তের 'আহকাম'-এর আলোকে বিশ্লেষণ করো।
 ৪. চাঁদপুরের হাইমচরে কয়েক বছর আগে ভয়াবহ নদী ভাঙন দেখা দেয়। বর্ষা মৌসুমে শরিয়তপুরের নড়িয়ায় হঠাৎ করে মারাত্মকভাবে নদী ভাঙন দেখা দেয়। এক সপ্তাহে বিস্তৃত
 এলাকা পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার জনগণ তখন চাঁদপুরের হাইমচরের অনুরূপ নড়িয়ায় একটি বাঁধ নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানালে মন্ত্রণালয় তা মঞ্জুর করে। 
অপরদিকে বন্যার পানিতে বরগুনার পাথরঘাটা অঞ্চলের ঘর-বাড়ি ও মসজিদগুলো ডুবে গেলে এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা রহমান ডিঙি নৌকায় সারিবদ্ধ বসে বসে
 জুমার নামায আদায়ের প্রস্তাব করলে অন্যান্য মসজিদের ইমামগণ বিষয়টি সর্বসম্মতভাবে মেনে নেন এবং সিদ্ধান্ত মোতাবেক নৌকায় জুমার নামায আদায় করেন। অতঃপর মাওলানা 
রহমান বলেন, 'মহান আল্লাহ আমাদের এ কাজটি পছন্দ করবেন এবং আমাদের ওপর রহমত বর্ষণ করবেন।
ক. 'তাকরিরি হাদিস' কী?
খ. 'যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয় সমাজে তিনি সর্বোত্তম মানুষ - উক্তিটি ব্যাখ্যা করো।
গ. হাইমচরের অনুকরণে নড়িয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. নৌকায় মুসল্লিদের নামায আদায়ের সিদ্ধান্তটি শরিয়তের যে উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিত করে মাওলানা রহমানের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।
 ৫. মুরাদ আলী একজন ধনী এবং ধার্মিক লোক। ইসলামের বিধানাবলি অনুসরণের পাশাপাশি সে অনেক দান করে। সে ভিক্ষুক এবং ইয়াতীমদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদেরকে
 সাহায্য করে। অপরপক্ষে, তার স্ত্রী আলেয়ার কাছে যদি কেউ বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিতে আসে তাহলে সে দিতে অস্বীকার করে।
ক. সূরা 'আত-তীন' কোথায় অবতীর্ণ হয়েছিল?
খ. তাকরিরি হাদিস' কাকে বলে?
গ. কোন সূরার প্রভাবে মুরাদ আলী এই ধরনের দানশীল হলো? ব্যাখ্যা করো।
ঘ. আলেয়ার কার্যক্রম পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
 ৬. তথা-১: রাসুল (স) বলেন, “পবিত্রতা ইমানের অর্ধেক।” (মুসলিম) তথা-২; জনাব ‘গ’ একজন ধনী ব্যক্তি । ছোট ভাই মারা যাওয়ার পর তিনি তার ইয়াতীম ভাতিজার দেখাশোনা করেন।
 তাকে খাবার দাবার দিতে কার্পণ্য করেন না। তার প্রতিবেশী হ'-এর ঘরে রান্নার সকল সামগ্রী থাকলেও একটুখানি লবণের অভাবে তিনি রান্না করতে পারছিলেন না। তাই তিনি 'গ'-এর কাছে 
সামান্য লবণ চাইলে জনাব 'গ' সানন্দচিত্তে দিয়ে দেন। কলেজ, ঢাকা।
ক. মক্কি সূরা কাকে বলে? 
খ. 'সুন্নাহ হলো আল-কুরআনের ব্যাখ্যা স্বরূপ"- ব্যাখ্যা করো । 
গ. তথ্য-১ এ বর্ণিত রাসুল (স)-এর হাদিসটি কোন প্রকার হাদিসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. জনাব 'গ'-এর কাজে কোনো একটি সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে কি? সংশ্লিষ্ট সূরাটি উল্লেখপূর্বক পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো
৭. সাজিদ ও আবির ঘনিষ্ঠ বন্ধু। সাজিদ অনেক সম্পদের মালিক। তাই সে সর্বদা টাকার গরম দেখায় এবং অন্যায় ও অশ্লীল কাজে জড়িত থাকে এবং নিজেকে অনেক মর্যাদাবান মনে করে। 
আর তার বন্ধু আবির এলাকার যুবকদেরকে সত্য বলা ও নিয়মিত সালাত আদায় করার জন্য আহ্বান জানালে তারা তাকে কটূক্তি করে। যুবকদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌছালে সে 
শিক্ষকের শরণাপন্ন হয়। শিক্ষক কুরআনের নিম্নোক্ত আয়াতটি পড়ে শোনান— إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
ক. কোন শব্দের ক্রিয়ামূল বিবেচনায় সূরা আল-ইনশিরাহের নামকরণ করা হয়েছে?
খ. মক্কাকে কেন নিরাপদ শহর বলা হয়?
গ. সাজিদের মাঝে সূরা আত-তীনের কোন শিক্ষার অভাব পরিলক্ষিত? ব্যাখ্যা করো।
ঘ. আবিরের কার্যক্রম সূরা আল-ইনশিরাহের আলোকে বিশ্লেষণ করো। 
 ৮. মহাগ্রন্থ আল-কুরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে মানবজাতির জন্য সীমাহীন কল্যাণ। ইসলাম শিক্ষা স্যার নিয়মিত কুরআন তিলাওয়াত করেন এবং শিক্ষার্থীদেরকে নিয়মিত 
কুরআন তিলাওয়াত করার প্রতি উদ্বুদ্ধ করেন । একজন ফরাসি পণ্ডিত বলেছেন, “কুরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞানসংস্থা, ভাষাবিদদের জন্য এক শব্দকোষ, বৈয়াকরণের
 জন্য এক ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ”।
ক. কুরআন কী?
খ. ইসলামি শরিয়তের বিষয়বস্তু কয় ভাগে বিভক্ত এবং কী কী? 
গ. ফরাসি পণ্ডিতের উক্তিটি ব্যাখ্যা করো ।
ঘ. ইসলাম শিক্ষা স্যারের কাজটি কুরআন-হাদিসের আলোকে মূল্যায়ন করো।
৯. মজনু মিয়া লোক দেখানোর উদ্দেশ্যে মৌলিক ইবাদতগুলো করে থাকে। সে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সাথে মোটেও ভালো ব্যবহার করে না। কিন্তু মাইনুল মিয়া মনে করে, আল্লাহ তাকে 
ভালেবেসেই বিপথগামী থেকে সুপথ দেখিয়েছেন এবং নিঃস্ব অবস্থা থেকে সচ্ছল করেছেন। এজন্য সে ইয়াতীম ও প্রার্থীর সাথে সদয় ব্যবহার করে এবং সর্বদাই প্রতিপালকের নিয়ামতের কথা
 প্রকাশ করে।
ক. কুরআন সংকলন বোর্ডের সভাপতি কে?
খ. মহানবি (স)-কে আল-আমিন উপাধি দেওয়া হয় কেন? 
গ. মজনু মিয়ার কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্য করো । 
ঘ. মাইনুল মিয়ার কর্মকাণ্ডে কোন সূরার প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ করো।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url