এসএসসি বাংলা ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪

এসএসসি বাংলা ২য় পত্র ১০০% কমনের  নিশ্চয়তায়… আমাদের প্রচেষ্টা-- বিভিন্ন ধরনের টেষ্ট পেপার ও মূলবই থেকে কমন উপযোগী প্রশ্ন গুলো নিয়ে আমাদের সাজেশন ,আশা করি অনেক কমন আসবে ইনশাআল্লাহ্…..


আমাদের  ওয়েবসাইট ও  চ্যানেলে তোমাদের  স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী!  এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!

শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ! 

বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা,  জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।

বাংলা দ্বিতীয় পত্র

SSC Bangla 2nd Paper Short Suggestion-2024

অনুচ্ছেদ রচনা

  • ১. স্বাধীনতা দিবস*** 99%
  • ২. কর্তব্যনিষ্ঠা
  • ৩.যৌতুক প্রথা
  • ৪.শৃঙ্খলাবোধ
  • ৫.শীতের সকাল
  • ৬. বিশ্বায়ন
  • ৭.পরিবেশ দূষণ
  • ৮. যানজট
  • ৯. বই পড়া
  • ১০. সত্যবাদিতা
  • ১১. নারী শিক্ষা*** 99%
  • ১২. সড়ক দুর্ঘটনা*** 99%
  • ১৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ১৪. বিজয় দিবস *** 99%
  • ১৫. বাংলা নববর্ষ*** 99%
  • ১৬. বিদ্যালয়ের শেষ দিন
  • ১৭. ইন্টারনেট
  • ১৮. শিশুশ্রম
  • ১৯. খাদ্যে ভেজাল
  • ২০. মুক্তিযুদ্ধ জাদুঘর
  • ২১. গ্রাম্য মেলা
  • ২২. নবান্ন উৎসব
  • ২৩. অতিথি পাখি
  • ২৪. একুশের বইমেলা
  • ২৫. বৈশাখী মেলা*** 99%
  • ২৬. বই পড়ার আনন্দ
  • ২৭. মহান ২১শে ফেব্রুয়ারি/শহিদ দিবস
  • ২৮. ডিজিটাল বাংলাদেশ*** 99%
  • ২৯. তথ্য প্রযুক্তি*** 99%
  • ৩০. শৈশব স্মৃতি
  • ৩১. রূপসী বাংলা
  • ৩২. গ্রন্থাগার
  • ৩৩. করোনা ভাইরাস
  • ৩৪. মুজিব বর্ষ উদ্‌যাপন
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

পত্রলিখন

ব্যক্তিগত পত্র

  • ১. মনে কর, তুমি তুরিন। দশম শ্রেণির ছাত্রী। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বান্ধবী নেহাকে একখানা পত্র লেখ।*** 99%
  • ২. মনে কর, তোমার নাম 'সুমন'। তুমি ঢাকার অধিবাসী। তোমার বরিশালের বন্ধু 'সুজন' সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহত। আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে একটি পত্র লেখ। 
  • ৩. গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখ।*** 99%
  • অথবা, মনে কর, তুমি রিনি। তুমি বিজয়পুর গ্রামের বাসিন্দা। তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে তোমার বন্ধু মিনিকে একটি পত্র লেখ।
  • ৪. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ । 
  • ৫. মনে কর, তুমি দিনাজপুরের ফারহান। বিদ্যালয়ের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে তোমার বরিশালের বন্ধু প্রত্যয়ের কাছে একটি পত্র লেখ।*** 99%
  • ৬. পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য ব্যক্তিগত অভিনন্দন জানিয়ে তোমার বন্ধুকে পত্র লেখ।
  • অথবা, তোমার কোনো বন্ধু মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ।
  • মনে কর তুমি ইরাম, নাটোরের অধিবাসী। অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জামিলকে একটি পত্র লেখ।*** 99%
  • অথবা, মাধ্যমিক পরীক্ষার পর তুমি কীভাবে অবসর দিনগুলো কাটাবে, তা জানিয়ে তোমার বন্ধুকে একটি লেখ। *** 99%
  • ৮. ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর নিকটপত্র লেখ।
  • অথবা, ছাত্রজীবনে শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখ।
  • ৯. তোমার সদ্য পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ।
  • অথবা, মনে কর, তুমি রংপুরের মানিক, তোমার বন্ধু সুমন সিলেটের নিশ্চিন্তপুর গ্রামে থাকে। বই পড়ার আনন্দ জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখ।
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

আবেদনপত্র

  • ১০. মনে কর, তুমি হাওলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাসেল।তোমার বিদ্যালয়ের পানিতে আর্সেনিক আছে। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার মেয়রের কাছে একটি পত্র লেখ।*** 99%
  • ১১. মনে কর, তুমি তারিন। তুমি পটুয়াখালীর বাউফল গ্রামের বাসিন্দা।তোমার এলাকায় মজাপুকুর সংস্কারের জন্য আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখ । 
  • ১২. ইতিহাসের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোনো ঐতিহাসিক স্থানে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে দশম শ্রেণির পক্ষ থেকে প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা বরাবর একখানা দরখাস্ত লেখ।*** 99%
  • ১৩. মনে কর, তোমার নাম পলাশ। তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে পাস করেছ। প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।
  • ১৪. শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র রচনা কর। 
  • ১৫. তোমার নাম অন্তরা। তুমি সুখী নীলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। দরিদ্র তহবিল হতে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ ।*** 99%
  • অথবা, মনে কর, তুমি রাজু, তোমার বিদ্যালয় “মুন লাইট উচ্চ বিদ্যালয়"। শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একখানা দরখাস্ত লেখ।
  • ১৬. স্কুলে একটি ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
  • অথবা, তোমার বিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যান্টিন খোলা প্রয়োজন- এই মর্মে প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত লেখ। 
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

 অভিনন্দনপত্র

  • ১৭. তোমার স্কুলের প্রধান শিক্ষকের চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষ্যে একখানা বিদায় অভিনন্দন/মানপত্র রচনা কর। *** 99%
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

  • ১৮. তোমার এলাকায় এডিস মশার উপদ্রব ও ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এডিস মশা নিধনের গুরুত্ব উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র  লেখ।
  •  ১৯. বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা কর।*** 99%
  • অথবা, 'বৃক্ষরোপণ সপ্তাহ' পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ। *** 99%
  • ২০. যানজট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
  • অথবা, শহরের যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ
  • ২১. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
  • অথবা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ । *** 99%
  •  অথবা, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনে যে দুর্ভোগ নেমে এসেছে তার প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানিপত্র লেখ।
  • ২২. বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদককে একটি পত্র লেখ।
  • অথবা, তোমার এলাকায় বিদ্যুৎ বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ। 
  • ২৩. তোমার এলাকার কোনো রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একখানা পত্র লেখ।
  •  ২৪. তোমাদের এলাকায় একটি ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
  •  ২৫.মনে কর, তুমি মানুষ। সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

সারাংশ ও সারমর্ম

সারাংশ :

  • ১. বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই।-----এবং স্বাভাবিক নিয়মে বল লাভ করে ।*** 99%
  • 2.আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের-----  না খুঁজলেই নয়।*** 99%
  • ৩. প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা-----উন্মোচিত হবে না।*** 99%
  • ৪. ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ----সম্ভাবনার পথ। 
  • ৬. মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না ---- সৌন্দর্যকে ভালোবাসে।
  • ৬.শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ কর। কালিধুলার ---- সংসারের কর্মক্ষেত্রে।*** 99%
  • ৭. মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যতে ------ও উন্নয়ন আনয়নে সক্ষম। *** 99%
  • ৮. মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ---- 
  •  ৯. জাতি শুধু বাইরের ঐশ্বর্যসম্পার---- মহর আর মহৎকার্যের যোগ্যতা।
  • ১০. বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে ------  পারে।*** 99%
  • ১১.ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ কাজ ভবিষ্যৎ ভেবেই করা উচিত।----তাই মানুষের প্রতিটি
  • ১২. মাতৃস্নেহের তুলনা নাই। কিন্তু অতি স্নেহ------ রক্ষা করিতে ব্যাপ্ত হয়।*** 99%
  • ১৩. অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও - আমি------সেই ব্যথাকে মোচন করে অধিক আনন্দ পান ।
  • ১৪. জাতিকে শক্তিশালী ------বিরাটশক্তি জেগে ওঠে।
  • ১৫. অভ্যাস ভয়ানক জিনিস ------তাহলে সব পণ্ড হবে। 
  • ১৬. কিসে হয় মর্যাদা ----- তোমায় অবজ্ঞায় বলব যাও। *** 99%
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

সারমর্ম:

  • ১. একদা ছিল না জুতা চরণ যুগলে ----- আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।*** 99%
  • ২. ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল, -----দেয় আনি ।*** 99%
  • ৩. দৈন্য যদি আসে আসুক, লজ্জা ----- এ ধরায় স্বর্গসুখ নি ঊর্ধ্বে দু'হাত বাড়াস।*** 99%
  • ৪. এসেছে নতুন শিশু, তারে ছেড়ে -----আমার দৃঢ় অঙ্গীকার।*** 99%
  • ৫. দণ্ডিতের সাথে -----মহা অপরাধী হবে তুমি তার কাছে।
  • ৬. কোথায় স্বর্গ? কোথায় নরক?------আমাদেরই কুঁড়েঘরে।*** 99%
  • ৭. বহুদিন ধরে বহুক্রোশ দূরে------একটি শিশির বিন্দু।
  • ৮. “বসুমতি, কেন তুমি এতই কৃপণা?-------তোমার গৌরব তাতে একেবারে ছাড়ে।*** 99%
  • ৯. আসিতেছে শুভদিন ------তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে না উত্থান!
  • ১০. পরের কারণে স্বার্থ দিয়া বলি-----প্রত্যেকে আমরা পরের তরে। 
  • ১১. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো-----হবে তাহার কৃপা*** 99%
  • ১২. পরের মুখে শেখা বুলি পাখির মত কেন সেথায় পাবি, ------আর কোথাও পাবি না রে ।
  • ১৩. বিশ্বজোড়া পাঠশালা মোর নাই মাত্র ।-----শিখছি সে সব কৌতূহলে, সন্দেহ
  • ১৪. সার্থক জনম আমার-------মুদব নয়ন শেষে।*** 99%
  • ১৫. আমরা চলিব পশ্চাতে---------চলবে চল্ ।  
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

ভাব সম্প্রসারণ

গদ্যাংশ:

  • ১. প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।' *** 99%
  • ২. আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। *** 99%
  • ৩.স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 
  • ৪.কীর্তিমানের মৃত্যু মৃত্যু নাই*** 99%
  • অথবা, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে। 
  • ৫. প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই।
  • ৬ পাপীকে নয়, পাপকে ঘৃণা কর।*** 99%
  • ৭. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। 
  • ৮. দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ। 
  • ৯. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।*** 99%
  • ১০. চরিত্র মানুষের অমূল্য সম্পদ।
  • ১১. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।*** 99%
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

কবিতাংশ:

  • ১. কত বড় আমি, কহে নকল হীরাটি / তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।*** 99%
  • ২. নানান দেশের নানান ভাষা/বিনা স্বদেশী ভাষা মিটে কী আশা? *** 99%
  • ৩. যে জাতি জীবনহারা অচল অসার/পদে পদে বাঁধে তারে জীর্ণ
  • ৪. শৈবাল দিঘিরে বলে উঁচু করি শির/ লিখে রেখ এক ফোটা দিলেম শিশির ।*** 99%
  • ৫. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন /নিজের অনিষ্ট বীজ করে সে বপন। 
  • ৬. গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন / নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন । *** 99%
  • ৭. স্বদেশের উপকারে নাই যার মন/ কে বলে মানুষ তারে? পশু সেইজন।*** 99%
  • ৮. সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, / আশা তার একমাত্র ভেলা।
  •  ৯. বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাথা/নয়নের অংশ যেন নয়নের পাতা
  • ১০. দণ্ডিতের সাথে/ দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে /সর্বশ্রেষ্ঠ সে বিচার।*** 99%
  • ১১. উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
  • ১২. অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দেহে।
  • ১৩. সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।
  • ১৪. পরের অভাব মনে / ক্ষোভ রহে কতক্ষণ।*** 99%
  • ১৫. যেখানে দেখিবে ছাই/পাইতে পারো অমূল্য রতন।
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

প্রতিবেদন রচনা

  • ১. মনে কর, তুমি সবুজ। একটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে "যানজট সমস্যার কারণ ও প্রতিকার সম্বন্ধে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।*** 99%
  • ২. মনে কর, তুমি পরাগ। দৈনিক 'প্রথম আলো' পত্রিকার একজন প্রতিনিধি। সাম্প্রতিক ডেঙ্গু জ্বরের ভয়াবহতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।*** 99%
  • ৩. মনে কর, তুমি ইশতিয়াক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিরশিক্ষার্থী। 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি কর।
  • ৪. মনে কর, তুমি আসিফ। দৈনিক যুগান্তর' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। 'অগ্নিকাণ্ড প্রতিরোধে চাই জনসচেতনতা  শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন কর।
  • ৫. মনে কর, তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্র 'হীরা'। তোমার বিদ্যালয়ের 'বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন লেখ।
  • অথবা, তোমার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ তুলে ধরে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা কর।
  • ৬. তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর মনে কর, তুমি সালমা তুমি পাবনা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 'বাংলা নববর্ষ' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন কর।
  • অথবা, তুমি রতন। আনন্দ পাঠশালার দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা কর। 
  • মনে কর, তুমি রাতুল। খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমাদের বিদ্যালয়ের পাঠাগার জরিপ করে প্রধান শিক্ষক বরাবরে একটি প্রতিবেদন তৈরি কর।
  • অথবা, মনে কর, তুমি ফরহাদ, বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার স্কুল লাইব্রেরি সম্পর্কে বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন কর।
  • তোমার বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা কর।
  • অথবা, মনে কর, তুমি নাহিদ/ফাহিমা। তুমি বরিশাল/কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন কর।
  • ১০. মনে কর তুমি একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। 'মহান বিজয় দিবস' উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর।
  • অথবা, মনে কর, তুমি অনীক হোসেন। পাবনা জেলা স্কুলের দশম শ্রেণির একজন ছাত্র। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজয় দিবস-এর অনুষ্ঠান সম্পর্কিত প্রধান শিক্ষক বরাবরে একটি প্রতিবেদন লেখ*** 99%
  • ১১. মনে কর, তুমি তাপস। 'খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার' শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্যে একটি প্রতিবেদন তৈরি কর।*** 99%
  • অথবা, একটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে 'খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার' সম্বন্যে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর। বেলা ১ :১২. মনে কর, তুমি হীরক। দৈনিক সমকাল পত্রিকার একজন প্রতিনিধি । নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণ ও প্রতিকার সম্বন্ধে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখ*** 99%
  • অথবা, মনে কর, তোমার নাম বকুল। তুমি "দৈনিক যুগান্তর" পত্রিকার স্টাফ রিপোর্টার। এখন দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।
  • অথবা, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন' এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
  • ১৩. পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ'- এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
  • অথবা, মনে কর, তোমার নাম 'তাপস দৈনিক ইত্তেফাক' পত্রিকার একজন প্রতিনিধি। পরিবেশগত ভারসাম্যের রক্ষার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখ ।
  • ১৪. আজকের যুব সমাজের দৈনিক অবক্ষয় উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা কর। *** 99%
  • ১৫. মনে কর, তুমি রাহান, “দৈনিক প্রথম আলো' পত্রিকার কুমিল্লা অঞ্চলের প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকার প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।*** 99%
  • অথবা, গত ৫ সেপ্টেম্বর রংপুর জেলা শহর থেকে পাঁচ কি. মি. দূরে লালবাজার নামক স্থানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে দৈনিক প্রথম আলো' পত্রিকার সম্পাদক বরবারে একটি প্রতিবেদন রচনা কর।
  • ১৬. মনে কর, তুমি আবিদ। দৈনিক সমকাল' পত্রিকার বিশেষ " সংবাদপাতা। মাদকের কুফল ও প্রতিকার সম্বন্ধে তোমার পত্রিকার জন্য একটি প্রতিবেদন তৈরি কর। 
  • অথবা, মনে কর, তোমার নাম তামিম। তুমি দৈনিক যুগান্তর' পত্রিকার স্টাফ রিপোর্টার। 'মাদককে না বলুন' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন কর। *** 99%
  • ১৭. তোমার বিদ্যালয়ে উদ্‌যাপিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি প্রতিবেদন রচনা কর।
  • অথবা, মনে কর, তুমি রাহাত। তুমি খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন কর।*** 99%
  • ১৮. মনে কর, তুমি হোমনা অঞ্চলের দৈনিক প্রথম আলো' পত্রিকার ২ প্রতিনিধি। বছরের প্রথম দিনে সরকারি পৃষ্ঠপোষকতায় বই বিতরণের ওপর একটি সংবাদ প্রতিবেদন রচনা কর।
  • ১৯. মনে, তুমি শিমুল / সায়মা। সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলার বিবরণ চিনতে প্রথম শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি কর। *** 99%
N.B: 99% গুলো বেশি করে পড়বে। 

প্রবন্ধ রচনা

  • বর্ষায় বাংলাদেশ
  • বিশ্বক্রিকেটে বাংলাদেশ
  • বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ *** 99%
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ*** 99%
  •  বৃক্ষরোপণ ও বনায়ন
  • বৃত্তিমূলক বা কর্মমুখী শিক্ষা 
  • শ্রমের মর্যাদা*** 99%
  • বাংলাদেশের ঋতুবৈচিত্র 
  • চরিত্র
  •  বাংলাদেশের কৃষক
  • এসএসসি শর্টকাট সাজেশন
  • স্বদেশপ্রেম ,
  • মানবকল্যাণে বিজ্ঞান .
  • কম্পিউটার বিজ্ঞানের বিস্ময়*** 99%
  • আধুনিক জীবনে কম্পিউটার*** 99%
  • কম্পিউটার ও আধুনিক বিশ্ব
  • কম্পিউটার ও আধুনিক জীবন
  • কৃষিকাজে বিজ্ঞান ও বাংলাদেশ
  • পরিবেশ দূষণ
  • পরিবেশ দূষণ ও তার প্রতিকার 
  • একটি শীতের সকাল 
  • একটি বর্ষণমুখর সন্ধ্য
  • বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য 
  • রূপসী বাংলাদেশ ও তার প্রাকৃতিক সৌন্দর্য 
  • দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার*** 99%
  •  তোমার প্রিয় লেখক
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 
  • সংবাদপত্র
  • জাতীয় জীবনে সংবাদপত্রের ভূমিকা
  • জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা
  • জাতিগঠনে নারীসমাজের ভূমিকা
  • সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার
  • দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা
  • অধ্যবসায়*** 99%
  • মাদকাসক্তি ও তার প্রতিকার
  • করোনা ভাইরাস
  • অথবা, কোভিড-১৯; 
  • অথবা, একটি বিশ্ব মহামারি
  • মুজিববর্ষ
  • অথবা, মুজিব শতবর্ষ; 
  • অথবা, বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী
  • অথবা, শ্রেষ্ঠবাঙালির জন্ম শতবার্ষিকী
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

N.B: 99% গুলো বেশি করে পড়বে। 







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url