ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন

অধ্যায় ৯: ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ৯: ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন— ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য।
  • ২...ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ ।
  • ৩.রাজা রামমোহন রায়ের অন্যতম কৃতিত্ব— ইংরেজি শিক্ষার প্রসার ।
  • ৪. সতীদাহ প্রথা বিলোপ সাধনে প্রচেষ্টা চালান- রাজা রামমোহন রায়।
  • ৫. বিধবা বিবাহ আইন পাস হয়— ১৮৫৬ সালে।
  • ৬. বিধবা বিবাহ আইন পাস করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
  • ৭‘মোহামেডান লিটারারি সোসাইটি' প্রতিষ্ঠা করেন— নওয়াব আব্দুল লতিফ।
  • ৮.বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়— নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১.ফকির-সন্ন্যাসীদের আন্দোলন কাকে বলে?

উত্তর: আঠারো শতকের শেষার্ধে বাংলায় ফকির-সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করে তাকেই ফকির সন্ন্যাসী আন্দোলন বলে।

প্রশ্ন-২. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর: ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ ।

 প্রশ্ন-৩. ফরায়েজি আন্দোলনের নেতা কে?

উত্তর: ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তউল্লাহ। 

 প্রশ্ন-৫. দুদু মিয়ার পুরো নাম কী?

 উত্তর: দুদু মিয়ার পুরো নাম মুহম্মদ মুহসিন উদ্দিন আহমদ। 

 প্রশ্ন-৬. নীল চাষিরা কত খ্রিষ্টাব্দে বিদ্রোহে ফেটে পড়ে?

 উত্তর: নীল চাষিরা ১৮৫৯ খ্রিষ্টাব্দে বিদ্রোহে ফেটে পড়ে।

 প্রশ্ন-৭.ভারতের প্রথম আধুনিক পুরুষ কে?

উত্তর: রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক পুরুষ ।

 প্রশ্ন-৮. ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন কে?

উত্তর: ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ডিরোজিও।

প্রশ্ন-৯. 'বিধবা বিবাহ আইন' পাস হয় কার প্রচেষ্টায়?

উত্তর: “বিধবা বিবাহ আইন' পাস হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়।

 প্রশ্ন-১০.বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?

উত্তর: বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন-১১. 'অবরোধবাসিনী' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: 'অবরোধবাসিনী' গ্রন্থটির রচয়িতা বেগম রোকেয়া ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১, নীল বিদ্রোহ কেন হয়েছিল? 

উত্তর: নীলকররা বাংলার কৃষকদের নীলচাষে বাধ্য করায় ও তাদের ওপর নির্যাতন করায় নীল বিদ্রোহ হয়েছিল।আঠারো শতকে ইংল্যান্ডে শিল্পের ব্যাপক উন্নতি হলে সেখানে কাপড় রং করার জন্য নীলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। এতে নীলের যোগান দেওয়ার জন্য ইংরেজ বণিকরা এদেশের কৃষকদের নীল চাষে বাধ্য করে। নীলচাষে কৃষকরা রাজি না হলে তাদের ওপর চরম অত্যাচার চালানো হতো। এরা এতো নিষ্ঠুর ও বেপরোয়া হয়ে উঠেছিল যে অবাধ্য নীলচাষিদের হত্যা করতেও। দ্বিধা করেনি। এ অবস্থা থেকে মুক্তির জন্য বাংলার কৃষকরা। 

ইংরেজ নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, যা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত ।

প্রশ্ন-২. ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়?

উত্তর: হাজী শরীয়তউল্লাহর ধর্মীয় সংস্কার আন্দোলনের নাম ফরায়েজি আন্দোলন। আরবি 'ফরজ' শব্দ থেকে ফরায়েজি শব্দটি এসেছে। যারা ফরজ পালন করেন তারাই ফরায়েজি। দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করেহাজী শরীয়তউল্লাহ ইসলাম ধর্মে অগাধ পাণ্ডিত্য অর্জন করে দেশে ফেরেন। তিনি বুঝতে পারেন, বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছে। তাই উনিশ শতকের প্রথম দিকে তিনি এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন শুরু করেন। এটিই ফরায়েজি আন্দোলন নামে পরিচিত।

প্রশ্ন-৩. রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয় কেন?

 উত্তর: ভারতের প্রথম আধুনিক পুরুষ ও বাংলার নবজাগরণের স্রষ্টা ছিলেন রাজা রামমোহন রায়। তিনি নিজের চিন্তা-ধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। তিনি হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ, কৌলিন্য  প্রথা, মূর্তিপূজা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রচেষ্টা চালান। তাছাড়া তিনি কুসংস্কার দূর করে। একেশ্বরবাদের ভিত্তিতে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার মাধ্যমে হিন্দুধর্ম সংস্কারের চেষ্টা করেন। সামাজিক ও ধর্মীয় বিষয় ছাড়াও শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ সব কারণে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়। 

প্রশ্ন-৪. বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় কেন? 

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্য সাহিত্যের জনক। তিনি মেধা ও অধ্যবসায়ের গুণে মাত্র ২১ বছর বয়সেই অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। কর্মজীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি সাহিত্যচর্চায়ও মনোযোগী হন। বাংলার ভাষায় উন্নতমানের পাঠ্যপুস্তকের অভাব দেখে তিনি গদ্য সাহিত্য রচনা শুরু করেন। এর মাধ্যমে তিনি বাংলা গদ্য সাহিত্যকে নবজীবন দান করেন। এজন্য তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়।

প্রশ্ন-৫. কেন মুহাম্মদ মহসীনকে দানবীর বলা হয়? 

উত্তর: হাজী মুহাম্মদ মুহসীন অত্যন্ত দানশীল ছিলেন। তিনি তার সমুদয় অর্থ শিক্ষা বিস্তার, চিকিৎসা এবং দরিদ্র মানুষের জন্য ব্যয় করেন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া যশোর চট্টগ্রাম, ঢাকা প্রভৃতি স্থানে মাদ্রাসা শিক্ষার উন্নতি সাধনে প্রচুর অর্থ ব্যয় করেন। মৃত্যুর পূর্বে তিনি | জনহিতকর কার্যে সমস্ত সম্পত্তি দান করেন। তার এ মহানুভব সানশীলতার জন্য তাকে 'দানবীর' বলা হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন?

ক) মজনু শাহ

খ) চেরাগ আলী

গ) ভবানী পাঠক

ঘ) করিম শাহ

উ:গ

৩.ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

ক) দুদু মিয়া

খ) গোলাম মাসুম

গ). হাজী শরীয়তউল্লাহ

ঘ) জালালউদ্দিন মোল্লা

উ:গ

৪.কে লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন? 

ক) রাজা রামমোহন রায়

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) হাজী শরীয়তউল্লাহ

ঘ) হাজী মুহম্মদ মহসিন

উ:গ

৫.রামমোহনকে ‘রাজা' উপাধি দেন কে? 

ক) সম্রাট ২য় বাহাদুর শাহ

খ) উইলিয়াম বেন্টিংক

গ) সম্রাট ২য় আকবর

ঘ)  মহারানি ভিক্টোরিয়া

উ:গ

৬.রাজা রামমোহন রায়-এর অন্যতম কৃতিত্ব কোনটি?

ক) ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন

খ) অর্থনৈতিক পুনর্গঠন

গ) ইংরেজি শিক্ষার প্রসার

ঘ) জমিদার শ্রেণিকে উচ্ছেদ

উ:গ

৭. সতীগদাহ প্রথা বিলোপ সাধনে প্রচেষ্টা চালান কে? 

ক) সৈয়দ আমির আলি

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) রাজা রামমোহন রায়

ঘ) হাজী মুহাম্মদ মহসীন

উ:গ

৮.রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়, কারণ তিনি ---

i. সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব দেন

ii. কুসংস্কারমূলক সমাজ গঠনে কাজ করেন

iii. ব্রিটেন থেকে ভারতের জনগণকে আধুনিক চিন্তার পরামর্শ দেন 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মানিক সাহেবের একাধিক ভাষায় দক্ষতা রয়েছে। নিজ ধর্ম ছাড়াও অন্যান্য ধর্ম বিষয়ে তিনি অগাধ জ্ঞান রাখেন। সমাজের বিভিন্ন কুসংস্কার দূর করতেও তিনি প্রচেষ্টা চালান। বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 

৯. উদ্দীপকে উল্লেখিত মানিক সাহেবের কর্মকাণ্ডের সাথে ইতিহাসের কোন মনীষীর কর্মকাণ্ডের মিল রয়েছে?

(ক) হাজী মুহাম্মদ মহসীন

(খ) রাজা রামমোহন রায়

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) নওয়াব আবদুল লতিফ

উ: খ

১০. উক্ত মনীষীর অবদানের ফলস্বরূপ তাকে বলা হয়—

i. দানবীর

ii. আধুনিক ভারতের রূপকার

iii. শিক্ষানুরাগী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

১১. বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে?

ক) ১৮৫০ সালে

খ) ১৮৬০ সালে

গ) ১৮৫৬ সালে

ঘ) ১৮৬৫ সালে

উ:গ

১২. 'মেট্রোপলিটান ইনস্টিটিউশন' এর উদ্যোক্তা কে ছিলেন?

ক) রাজা রামমোহন রায়

খ) নওয়াব আবদুল লতিফ

গ) সৈয়দ আমির আলি

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উ:ঘ

১৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম কৃতিত্ব কোনটি?

(ক) অর্থনৈতিক সংস্কার

(খ) রাজনৈতিক সংস্কার

(গ) সামাজিক সংস্কার

(ঘ) ধর্মীয় সংস্কার

উ:গ

১৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনন্য অবদান হচ্ছে—

i. সতীদাহ প্রথা রোধ 

ii. বিধবা বিবাহ প্রচলন 

iii. অর্থনৈতিক পুনর্গঠন 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)   ii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:খ

১৫. হেনরি লুই ডিরোজিও কোন শহরে জন্মগ্রহণ করেন? 

ক) কোলকাতা

খ) মুম্বাই

গ) মাদ্রাজ

ঘ) আগরতলা

উ:ক

১৬. কোন কারণে হাজী মুহম্মদ মহসীন ইতিহাসে বিখ্যাত?

ক)বীরত্বের

খ) কঠোরতার কারণে

গ) দানশীলতার জন্য

ঘ) মেধার জন্য

উ:গ

১৭. 'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

ক) নওয়াব আবদুল লতিফ

খ) হাজি শরিয়তউল্লাহ

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ) হাজি মুহাম্মদ মহসীন

উ:ক

১৮. বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন?

(ক) প্রগতিবাদী চেতনার জন্য

(খ) ইংরেজি শিক্ষার প্রসার

(গ) মুসলিম সমাজের উন্নতির জন্য

(ঘ) নারী অধিকার প্রতিষ্ঠায়

উ:

নিচের উদ্দীপকটির আলোকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

নাছিমা চৌধুরী তার এলাকার শিক্ষাবঞ্চিত পিছিয়ে পড়া নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি একজন লেখক ও গবেষক। মেয়েদের দুর্দশাগ্রস্ত করুণ জীবনের ওপর তার লেখা কয়েকটি বই আছে। , 

১৯. উক্ত নারীর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহীয়সী নারীর মিল আছে?

ক) বিদ্যাসাগর

খ) মন্নুজান

গ) সুফিয়া কামাল

ঘ) বেগম রোকেয়া

উ:ঘ

২০. উক্ত নারীর কর্মকাণ্ডের ফলে- 

i. নারীরা সচেতন হয় 

ii. কুসংস্কার দূরীভূত হয় 

iii. নারী শিক্ষার প্রসার ঘটে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

সৃজনশীল প্রশ্ন

১. দৃশ্য-১: খায়রুন্নেসা খাতুন তার ‘পতিভক্তি' গ্রন্থে পরিবার ও সমাজের প্রতি নারীর করণীয় সম্পর্কে উপদেশ দিয়েছেন । তার সাথে নারীর উচ্চশিক্ষা ও আত্মসচেতনতার গুরুত্ব নিয়ে তিনি লিখেছেন।
 তিনি ১৮৯৫ সালে সিরাজগঞ্জের হোসেনপুরে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানুষকে মুক্তি দেয়।
দৃশ্য-২: সুদীপ্তের গ্রাম শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে। সে তার গ্রামে একটি স্কুল স্থাপন করে। এই স্কুলে ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো পড়ানো হয়। সে মনে করে নতুন সমাজ গঠনে ইংরেজি ও 
বিজ্ঞান শিক্ষা গুরুত্বপূর্ণ ।
ক. ফকির-সন্ন্যাসী কোন ধরনের আন্দোলন?
খ. সৈয়দ আমির আলি বাঙালি মুসলমানদেরকে কেন রাজনৈতিকভাবে সচেতন করতে চেয়েছেন?
গ. উদ্দীপকের খায়রুন্নেসার কর্মকাণ্ড পাঠ্যবইয়ের কোন নারী ব্যক্তিত্বের কর্মকাণ্ডকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
ঘ. “উদ্দীপকের ২য় ঘটনার সুদীপ্তের উক্ত কর্মকাণ্ড বাংলার নবজাগরণকে ত্বরান্বিত করেছিল”— তোমার মতামত দাও ।
 ২. টিভিতে একটি নাটকে প্রাচীনকালের প্রথা অনুষ্ঠান দেখাচ্ছিল। এক পর্যায়ে দেখা গেল স্বামীর মৃত্যুর পর জীবন্ত স্ত্রীকে স্বামীর চিতায় পোড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বাধ সাধেন এলাকার ব্রাহ্মণ
 পণ্ডিত কমল ব্যানার্জি। তিনি এটাকে প্রতিহত করতে গিয়ে নানা প্রতিকূল অবস্থার মুখোমুখি হন। সমাজে তাকে কোণঠাসা করে রাখা হয়। কিন্তু তিনি তা অগ্রাহ্য করে উক্ত প্রথা ভাঙতে সমর্থ হন । 
তার কাজে উৎসাহী হয়ে তার বন্ধু জগদীশ চৌধুরী নিজের ছেলের সাথে ঐ বিধবার বিবাহ দেন ।
ক. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? 
খ. ইন্ডিগো কমিশন গঠন করা হয় কেন?
গ. কমল ব্যানার্জির কর্মকাণ্ড ইতিহাসের কোন সংস্কারকের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ. জগদীশ চৌধুরীর মত ব্যক্তির কর্মকাণ্ড আধুনিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। 
 ৩. জনাব মাহমুদ বিদেশে গিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষা লাভ করে গ্রামে "ফিরে দেখেন সেখানকার লোকজন বিভিন্ন কুসংস্কারে লিপ্ত। এইসব দেখে জনাব মাহমুদ ব্যথিত হন এবং সকলকে আল্লাহর নির্দেশ মেনে চলতে বলেন ।
ক. আমির আলি কোন সমিতি প্রতিষ্ঠা করেন?
খ. বিশ শতকের শুরুতে মুসলমান মেয়েদের অবস্থা কেমন ছিল?
গ. জনাব মাহমুদের মধ্যে ইতিহাসের কোন মনীষীর চরিত্রের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের কার্যক্রম ছাড়াও উক্ত মনীষীর আর কী কী কার্যক্রম পরিলক্ষিত হয়? বিশ্লেষণ করো।
৪. সোনাপুর গ্রামের মুসলমান সমাজের মেয়েরা অনেক অধিকার থেকে বঞ্চিত ছিল। লেখাপড়া করা মেয়েদের জন্য নিষিদ্ধ ছিল। ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের রাখা হতো গৃহবন্দী করে। তখন ঐ গ্রামেরই
 মেয়ে ফাতিমা নিজের চেষ্টায় লেখাপড়া করে নারী মুক্তি আন্দোলনের কথা তার লিখনীতে তুলে ধরেছেন। নারীদের করুণ দশা থেকে মুক্তিদান এবং নারীশিক্ষার জন্য তিনি প্রতিষ্ঠা করেন বালিকা বিদ্যালয়। 
ক. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে?
খ. বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় কেন?
গ. উদ্দীপকের ফাতিমার চরিত্রের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন মহীয়সী নারীর মিল রয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, বর্তমান নারী শিক্ষার অগ্রগতিতে উক্ত নারীর অবদান গুরুত্বপূর্ণ? যুক্তি দাও।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url