সামরিক শাসন ও পরবর্তী ঘটনাপ্রবাহ (১৯৭৫-১৯৯০)

 অধ্যায় ১৫: সামরিক শাসন ও পরবর্তী ঘটনাপ্রবাহ (১৯৭৫-১৯৯০)

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ১৫:সামরিক শাসন ও পরবর্তী ঘটনাপ্রবাহ (১৯৭৫-১৯৯০)

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।


  • ১.স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন— খন্দকার মোশতাক আহমেদ।
  • ২.ইনডেমনিটি'-এর আভিধানিক অর্থ— নিরাপদ করা
  • ৩.মোশতাকের নেতৃত্ব মানতে নারাজ ছিলেন বলে হত্যা করা হয়— জাতীয় চার নেতাকে।
  • ৪.ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হয়— ১৯৯৬ সালে।
  • ৫.লে. জেনারেল এরশাদ সামরিক আইন জারি করেন— ১৯৮২ সালের ২৪শে মার্চ ।
  • ৬.নূর হোসেন শহিদ হন— ১৯৮৭ সালের ১০ই নভেম্বর।
  • ৭.'জাতীয় নারী উন্নয়ন নীতিমালা' প্রণয়ন করা হয়- ২০১১ সালে । 
  • ৮.জাতিসংঘের সাউথ-সাউথ এওয়ার্ডে ভূষিত করা হয়েছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

 প্রশ্ন-১. স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সামরিক আইন জারি করেন কে?

 উত্তর: স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সামরিক আইন জারি করেন খন্দকার মোশতাক আহমদ।

প্রশ্ন-২. জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় কত তারিখে?

উত্তর: জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় ৩ নভেম্বর ।

প্রশ্ন-৩. ইনডেমনিটি আইন কী?

 উত্তর: ইনডেমনিটি আইন হলো কারো "নিরাপত্তা বিধান করা'।

প্রশ্ন-৪. সংবিধানের শুরুতে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' যুক্ত করেন কে?

উত্তর: সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাজিম' যুক্ত করেন মেজর জেনারেল জিয়াউর রহমান ।

 প্রশ্ন-৫. লে. জেনারেল এরশাদ প্রথমে কী নামে রাজনৈতিক দল গঠন করেন?

উত্তর: লে. জেনারেল এরশাদ প্রথমে 'জনদল' নামে রাজনৈতিক দল গঠন করেন।

প্রশ্ন-৬. গ্রাম সরকারের প্রবর্তন কত সালে করা হয়?

উত্তর: গ্রাম সরকারের প্রবর্তন ১৯৮০ সালের ৩০ এপ্রিল করা হয়।

 প্রশ্ন ৭. মিডিয়া ক্য কী? 

উত্তর: মিডিয়ার ব্যাপক প্রচারণার মাধ্যমে কোনো সত্য ঘটনাকে আড়াল করে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করাকে মিডিয়া ক্যু বলা হয়।

প্রশ্ন-৮. কোন সংঘর্ষ, বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছিল?

উত্তর: ১৯৯০ সালের ১০ অক্টোবর বিরোধী জোট ও দলগুলোর সচিবালয় ঘেরাও কর্মসূচি বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছিল ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. সেনাবাহিনীতে 'চেইন অব কমান্ড ভেঙে পড়েছিল কেন?

 উত্তর: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তা ও সৈনিকরা রাষ্ট্র ক্ষমতায় আধিপত্য বিস্তারের ফলে সেনাবাহিনীতে 'চেইন অব কমান্ড' ভেঙ্গে পড়েছিল। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ফলে দেশেরাজনৈতিক শূন্যতা এবং সেনাবাহিনীতে নৈরাজ্যকর অবস্থা দেখা দেয়। খন্দকার মোশতাকের পক্ষে এ পরিস্থিতি মোকাবিলা অসম্ভব ছিল। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তা ও সৈনিকদের সহায়তায় মোশতাক ক্ষমতায় এসেছিল। তাই এই সৈনিকদের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। ফলে সেনাবাহিনীতে 'চেইন অব কমান্ড' ভেঙ্গে পড়েছিল।

প্রশ্ন-২. 'ইনডেমনিটি আইন' বলতে কী বোঝায়? 

উত্তর: ইনডেমনিটির আভিধানিক অর্থ হলো কাউকে নিরাপদ করা বা নিরাপত্তা বিধান করা। মূলত যারা জাতির পিতা ও তার পরিবারবর্গ, জাতীয় চার নেতাকে অবৈধভাবে অস্ত্রের জোরে হত্যা করেছিল বাংলাদেশের কোনো আদালতে সেসব অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না- এই মর্মে ইনডেমনিটি বা নিরাপত্তা বিধান করা হয়েছিল।

প্রশ্ন-৩. গণভোটের ধারণাটি ব্যাখ্যা করো। 

উত্তর: কোনো বিষয়ে জনমত নির্ণয়ের জন্য এবং সারাদেশের নির্বাচক মণ্ডলীর প্রত্যক্ষ অভিমত যাচাইয়ের উদ্দেশ্য আয়োজিত ভোট দান পদ্ধতি হলো গণভোট । গণভোট সাধারণত কোনো বিষয়ে জনসাধারণের মতামত যাচাইয়ের জন্য পরিচালিত হয়। এতে শুধুমাত্র 'হ্যাঁ' অথবা 'না' ভোট দেওয়া নি যায়। এজন্য এটি হ্যাঁ/না ভোট নামেও পরিচিত। তৃতীয় বিশ্বের ি অনেক দেশেই সামরিক শাসকরা অবৈধভাবে ক্ষমতা দখলের পর তা একপ্রকার বৈধতা দানের উদ্দেশ্যে গণভোট আয়োজন করে থাকে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে?

ক) জিয়াউর রহমান

খ)  হুসেইন মুহম্মদ এরশাদ

গ) খালেদ মোশাররফ

ঘ) খন্দকার মোশতাক আহমেদ

উ:ঘ

২.ইনডেমনিটি অধ্যাদেশ অনুযায়ী কাদের বিচার করা যাবে না?

ক) পলাতকদের

খ) সামরিক বাহিনীর

গ) জাতির পিতা ও তার পরিবারবর্গের হত্যাকারীদের 

ঘ) আধা-সামরিক বাহিনীদের হত্যার

উ:গ

৩.ইনডেমনিটি'-এর আভিধানিক অর্থ কী? 

ক) নিরাপদ করা

খ) উচ্চ পদে আসীন করা

গ) সম্মানিত করা

ঘ) উপেক্ষা করা

উ:ক

৪. রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়—

i. দেশে অস্থিতিশীলতার অজুহাতে

ii. অস্থিরতার অজুহাতে

iii. রাষ্ট্রপতির পদ বিতর্কিত করার অভিযোগে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

৫.কার অভ্যুত্থানে খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন?

ক) মেজর জেনারেল জিয়ার

খ) কর্নেল ইউসুফ হায়দারের

গ) কর্নেল তাহেরের

ঘ) লে. জে. এইচ. এম. এরশাদের

উ:গ

৬.জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল— 

i,দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা

ii. দেশকে নেতৃত্বশূন্য করা 

iii. পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:গ

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে সৃষ্টি হয় ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। 'ক' বাংলাদেশের একটি কলঙ্কিত সময়ের ইতিহাস পড়ছিল। যার সময়কাল ছিল তিন মাস । 

৭. কোন শাসকের সময়কাল পড়ছিল?

ক) খন্দকার মোশতাকের আমল

খ) এইচ এম এরশাদের আমল

গ) খালেদ মোশাররফের আমল 

ঘ) আবু তাহেরের শাসনকাল

উ:ক

৮.উদ্দীপকে উল্লেখিত সময়কালের উল্লেখযোগ্য ঘটনা হলো—

i. জাতীয় চার নেতা হত্যা

ii. ইনডেমনিটি অধ্যাদেশ

iii. জিয়া হত্যাকাণ্ড

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

৯.ইনডেমনিটি অধ্যাদেশ কত সালে বাতিল হয়? 

ক) ১৯৯৬ সালে

খ) ১৯৯৯ সালে

গ) ১৯৯৭ সালে

ঘ) ২০০০ সালে

উ:ক

১০. ১৯৮২ সালে রাষ্ট্রপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেন কে? 

ক) জিয়াউর রহমান

খ) এইচ. এম. এরশাদ

গ) খন্দকার মোশতাক

ঘ) খালেদ মোশাররফ

উ:খ

১১. জেনারেল এরশাদ সামরিক আইন জারি করেন কখন?

ক) ২১শে মার্চ, ১৯৮২

খ) ২২শে মার্চ, ১৯৮২

গ) ২৩শে মার্চ, ১৯৮২

ঘ) ২৪শে মার্চ, ১৯৮২

উ:ঘ

১২. থানার পরিবর্তে উপজেলা নামকরণ হয় কখন?

ক) ১১ই মার্চ, ১৯৮৩

খ)১২ই মার্চ, ১৯৮৩

গ) ১৩ই মার্চ, ১৯৮৩

ঘ) ১৪ই মার্চ, ১৯৮৩

উ:ঘ

১৩. সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন কে? 

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ) জিয়াউর রহমান

গ). হুসেইন মুহম্মদ এরশাদ

ঘ) বেগম খালেদা জিয়া

উ:গ

১৪. নূর হোসেন শহিদ হন কখন? 

ক) ৯ই অক্টোবর, ১৯৮৭

খ) ১০ই নভেম্বর, ১৯৮৭

গ) ৭ই নভেম্বর, ১৯৮৭

ঘ) ১৫ই নভেম্বর, ১৯৮৭

উ:খ

১৫.নারীর সার্বিক উন্নয়নের জন্য ‘জাতীয় নারী উন্নয়ন নীতিমালা' কত সালে প্রণয়ন করা হয়েছে?

ক) ২০০৯

খ) ২০১০

গ ২০১১

ঘ) ২০১২

উ:গ

সৃজনশীল প্রশ্ন


১. নিচের তথ্যচিত্রটি লক্ষ করো:



ক. বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করেছিল কী? .
খ. কীভাবে স্বৈরশাসনের অবসান ঘটে?
গ.উপরের তথ্যচিত্রে বাংলাদেশের কোন শাসনব্যবস্থা পরিলক্ষিত হয়? আলোচনা করো।
ঘ.উক্ত শাসনব্যবস্থার ফলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে বিশ্লেষণ করো।
২.
ক. কোন সংঘর্ষ বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছিল? 
খ. সেনাবাহিনীতে 'চেইন অব কমান্ড' ভেঙে পড়েছিল কেন? 
গ. উদ্দীপকে “?” চিহ্নিত আন্দোলনটির কারণ ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের ১৯৬৬ সালের সাথে ১৯৯০ সালের কী সাদৃশ্য-বৈসাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ করো।
৩.                                 



ক.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
খ. সেনাবাহিনীতে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছিল কেন?
গ. উদ্দীপকের '?' চিহ্নটি কোন সরকারের শাসনামলকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. "ডিজিটাল বাংলাদেশ গঠনে উক্ত শাসকের অবদান অনস্বীকার্য”-মতামত দাও।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url