ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ

 অধ্যায় ১১: ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ১১: ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার - ৫৬ ভাগ। 
  • ২.বাংলা ভাষার প্রশ্নটি প্রথম উত্থাপন করেন— ধীরেন্দ্রনাথ দত্ত। 
  • ৩.উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন— মোহাম্মদ আলী জিন্নাহ। 
  • ৪.ভাষা আন্দোলনের মূল চেতনা- বাঙালি জাতীয়তাবাদ। 
  • ৫. তমদ্দুন মজলিশ গঠিত হয়— অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। 
  • ৬. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- মওলানা ভাসানীর সভাপতিত্বে ।
  • ৭. ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করা হয়— ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
  • ৮. কেন্দ্রিয় শহিদ মিনারের স্থপতি— হামিদুর রহমান।
  • ৯. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে- যুক্তফ্রন্ট।
  • ১০.১৯৫৪ সালের নির্বাচনকে 'ব্যালট বিপ্লব' বলা হয়েছিল— শোষণের বিরুদ্ধে জনগণ সর্বসম্মত রায় দেয়ায়।
  • ১১. একুশ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন— আবুল মনসুর আহমদ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. ভাষা আন্দোলন কী?

উত্তর: বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৪৮ সাল থেকে ১৯৫২ পর্যন্ত যে আন্দোলন হয়েছিল, সেটিই ভাষা আন্দোলন নামে পরিচিত।

প্রশ্ন-২. তমদ্দুন মজলিশ কী? 

উত্তর: ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম তমদ্দুন মজলিশ। 

প্রশ্ন-৩. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমদ্দুন মজলিশ' গঠনে নেতৃত্ব দেন কে?

উত্তর: ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিশ গঠনে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম।

 প্রশ্ন-৪. ১৯৪৮ সালের ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ কী বক্তব্য রাখেন?

 উত্তর: ১৯৪৮ সালের ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'।

প্রশ্ন-৫. কেন্দ্রীয় শহিদ মিনারের নকশা পরিকল্পনা করেন কে?

উত্তর: কেন্দ্রীয় শহিদ মিনারের নকশা পরিকল্পনা করেন শিল্পী হামিদুর রহমান।

প্রশ্ন-৬. প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন?

 উত্তর: প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৯৪৭ সালের অক্টোবর মাসে।

 প্রশ্ন-৭.ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কী?

উত্তর: ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?'।

 প্রশ্ন-৮. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?

উত্তর: রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান ।

প্রশ্ন-৯. ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?

উত্তর: ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।

প্রশ্ন-১০.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? 

উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো ২১ ফেব্রুয়ারি, যা ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করে ।

প্রশ্ন-১১.প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল ?

উত্তর: প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।

প্রশ্ন-১২.ব্যালট বিপ্লব কী?

উত্তর: 'ব্যালট বিপ্লব' দ্বারা ভোটের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় অর্জনকে বোঝায় ।

প্রশ্ন-১৩.১৯৫৪ সালের নির্বাচন কাদের বিরুদ্ধে এক 'ব্যালট বিপ্লব' ছিল?

উত্তর: ১৯৫৪ সালের নির্বাচন পশ্চিম পাকিস্তানি শাসক ও তার দোসরদের শোষণের বিরুদ্ধে এক 'ব্যালট বিপ্লব'।

প্রশ্ন-১৪. যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কার নেতৃত্বে গঠিত হয়?

উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়।

প্রশ্ন-১৫.পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় কত সালে?

উত্তর: পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় ১৯৫৬ সালে ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. ‘তমদ্দুন মজলিশ কেন গঠিত হয়েছিল? 

উত্তর: বাংলা ভাষার পক্ষে কথা বলা এবং ভাষা আন্দোলনকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক ক্ষেত্র হিসেবে 'তমদ্দুন মজলিশ' গঠন করা হয় । পাকিস্তান শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হলে এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়। এটিই ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'।

প্রশ্ন-২. একুশে ফেব্রুয়ারি কীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে? 

উত্তর: বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মত্যাগের নজিরবিহীন ইতিহাস সৃষ্টিকারী শহিদদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের শ্রদ্ধার প্রেক্ষিতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পরের বছর থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি দিনটি শহিদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এ দিনে বাঙালি জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করে বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দেয়। তাই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিনটি সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রশ্ন-৩. আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল?

উত্তর: মুসলিম লীগ সরকারের অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণ, দমননীতির প্রতিবাদ করা এবং পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের উদ্দেশ্যে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল।পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ সরকার পূর্ব পাকিস্তানের প্রতি অগণতান্ত্রিক আচরণ, দমননীতি, সীমাহীন বৈষম্য, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অবমাননামূলক আচরণ শুরু করে। এসময়জাতীয় নেতৃবৃন্দের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মওলানা আবদুল হামিদ খান ভাসানীসহ অনেকে মুসলিম লীগের প্রচলিত নীতির প্রতিবাদ করতে থাকেন এবং এদেশের জনগণের অধিকার আদায়ের জন্য একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এ উদ্দেশ্যেই ১৯৪৯ সালের ২৩ জুন। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।

প্রশ্ন-৪. আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ গঠন করা হয় কেন? 

উত্তর: জন্মলগ্ন থেকেই আওয়ামী মুসলিম লীগ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল । তাই ১৯৫৫ সালে সকল ধর্ম সম্প্রদায়ের জন্য এর নামের মুসলিম, শব্দটি উঠিয়ে শুধু আওয়ামী লীগ রাখা হয়। আওয়ামী লীগ নাম ধারণ করার পর দলটি সত্যিকার অর্থেই আওয়ামী বা জনগণের দলে পরিণত হয়, এরপর ধীরে ধীরে পুরো পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে চলে আসে ।

প্রশ্ন-৫. যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কেন?

উত্তর: ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল । পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব বাংলায় মুসলিম লীগ অগণতান্ত্রিক ও দুর্নীতিপরায়ণ শাসন কায়েম করে। মুসলিম লীগ হয়ে পড়ে গণবিচ্ছিন্ন দল। এমন প্রেক্ষাপটে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামী, বামপন্থী গণতন্ত্রী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। আওয়ামী লীগসহ চারটি দলের সমন্বয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট।

প্রশ্ন-৬. প্রাদেশিক নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করো।

উত্তর: প্রাদেশিক নির্বাচনের ফলাফল ছিল যুক্তফ্রন্টের পক্ষে। এ নির্বাচনে জনগণ ক্ষমতাসীন মুসলিম লীগকে চরমভাবে প্রত্যাখ্যান করে। ১৯৫৪ সালের ৮ই মার্চ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ৩৭.১৯ শতাংশ ভোটার ভোট দেয়। মোট ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন। এ নির্বাচনের ফলাফল ছিল মুসলিম লীগের অপশাসনের প্রতি পূর্ব বাংলার মানুষের প্রতিবাদের প্রতিফলন।

প্রশ্ন-৭. ১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর: ১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। যুক্তফ্রন্টের নেতৃবৃন্দের জনপ্রিয়তা বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে। এ। নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয় ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কত সালে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয়?

ক) ১৯৫৬

খ) ১৯৫২ 

গ) ১৯৫১

ঘ) ১৯৪৭

উ:ক

২.বাংলা ভাষার প্রশ্নটি প্রথম উত্থাপন করেন কে?

ক) এ. কে. ফজলুল হক

খ) মওলানা ভাসানী

গ আবুল মুনসুর আহমদ

ঘ)  ধীরেন্দ্রনাথ দত্ত

উ:ঘ

৩.তমদ্দুন মজলিশ গঠিত হয় কার নেতৃত্বে?

(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ

(খ) অলি আহাদ

(গ) আবুল কাশেম

(ঘ) শামসুল হক

উ:গ

৪.ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত ঘটনা হিসেবে নিচের কোনটি সঠিক? 

i. তমদ্দুন মজলিশ গঠন

ii. সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠন

iii. ১৪৪ ধারা ভঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক) i ও iii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

৫.ভাষা আন্দোলনের মূল চেতনা কী ছিল? 

ক) বাঙালি জাতীয়তাবাদ

খ)হিন্দু জাতীয়তাবাদ

গ) মুসলিম জাতীয়তাবাদ

ঘ) পাকিস্তানি জাতীয়তাবাদ

উ:ক

৬.ভাষা আন্দোলনে সাম্প্রদায়িকতার স্পর্শ লাগেনি, এর যথার্থ কারণ হলো- 

i. এটা বাংলা ভাষা-ভাষীদের আন্দোলন 

ii. পূর্ব পাকিস্তানের মুসলিমদের আন্দোলন 

iii. পূর্ব পাকিস্তানের সকলের আন্দোলন

 নিচের কোনটি সঠিক?

ক) i ও iii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i,ii ও iii

উ:গ

উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

গায়ক স্বপ্নীলকে শ্রোতারা অনুরোধ করল একটি জনপ্রিয় হিন্দি গান গাওয়ার জন্য। কিন্তু স্বপ্নীল নিজের পছন্দের একটি পল্লিগীতি গাইলেন। অনুষ্ঠান শেষে স্বপ্নীল সকলকে দেশীয় সংস্কৃতি চর্চা করার জন্য উৎসাহ দেয়।

৭.গায়ক স্বাধীন কোন আন্দোলনের চেতনার অনুপ্রাণিত ?

ক) অসহযোগ আন্দো

খ) ভাষা আন্দোল

গ) দেশী আন্দো

ঘ) হ্যা-সফা আন্দোলন

উ:খ

৮. উষ্ণ চেতনায় অনুপ্রাণিত হয়ে স্বী-

i. দেশপ্রেমে উজ্জীবিত হ

ii. বাঙালি চেতনাকে লালন করে

iii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয় 

নিচের কোনটি সঠিক

ক) i ও iii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রিমি ইংরেজি শেখে। এমনকি সে বাসাতেও ইংরেজিতে কথা বলে। এ আচরণে বিরক্ত হয়ে তার ছোটভাই প্রতিবাদ করে বলে যে, “আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলব।”

৯. রিমির ছোট ভাই কোন আন্দোলনের ---

ক) খেলাফত আন্দোলন

খ) অসহযোগ আন্দোলন

গ) স্বাধিকার আন্দোলন

ঘ) ভাষা আন্দোলন

উ:ঘ

১০. উপ্ত আন্দোলন ছিল বাঙালির-

i.সাংস্কৃতিক আন্দোলন

ii. সামরিক আন্দোলন 

iii. রাজনৈতিক আন্দোলন

 নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

১১. 'পূর্ববাংলা ভাষা কমিটি' কত সালে গঠিত হয়?

ক) ১৯৫০

খ) ১৯৪৮

গ) ১৯৪৯

ঘ) ১৯৪৭

উ:গ

১২. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) মোহাম্মদ আলী জিন্নাহ

খ) খাজা নাজিমুদ্দীন

গ) শামসুল আলম

ঘ) লিয়াকত আলী 

উ:ক

১৩. প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের  আহ্বায়ক কে ছিলেন?

ক) অধ্যাপক আবুল কাশেম

খ)  অধ্যাপক নূরুল হক ভূঞা

গ) শামসুল আলম

ঘ) অধ্যাপক গোলাম রব্বানী

উ:খ

১৪. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয় কার নেতৃত্বে?

ক) আবদুল হামিদ খান ভাসানী 

খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ) আব্দুল মতিন

ঘ) আবুল হালিম

উ:ক

১৫. কোন ভাষাসৈনিক ৭ এপ্রিল শহিদ হন? 

ক) আব্দুস সালাম

খ) আব্দুস জব্বার

গ) আবুল বরকত

ঘ) রফিক উদ্দিন

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

নাবিলের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাত ফেরিতে যায় বাংলার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। 

১৬. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়?

ক)  ১৯৬৬ খ্রিস্টাব্দের ছয় দফা আন্দোলন

খ) ১৯৬৯ খ্রিস্টাব্দের গণঅভ্যুত্থান 

গ) ১৯৫২ খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন

ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দের স্বাধীনতা আন্দোলন

উ:গ

১৭. উক্ত আন্দোলন বাঙালিদের-

i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল। 

ii. বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করেছিল 

iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল। 

নিচের কোনটি সঠিক?

ক) i ও iii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i,ii ও iii

উ:গ

১৮. কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে--

ক)  ১৯৫২

খ)  ১৯৫৪

গ)  ১৯৫৬

ঘ) ১৯৬৯

উ:গ

১৯. কেন্দ্রীয় শহিদ মিনারের নকশা করেন কে? 

ক) কামরুল হাসান

খ) হামিদুর রহমান

গ) মঈনুল হোসেন

ঘ) আবদুল্লাহ খালিদ

উ:খ

সৃজনশীল প্রশ্ন  

১. 'ক' কলেজের ছাত্র সংসদের সভাপতি ছিলেন এক প্রভাবশালী ছাত্রনেতা। তিনি এবং তার পক্ষের লোকজন ঐ কলেজের সাধারণ ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে থাকে। তাই পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐ প্রভাবশালী ছাত্রনেতার বিপক্ষে 'ক' কালেজের কিছু ছাত্র সংগঠন নিজেদেরকে একত্রিত করে। তারা ঐ কলেজের ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন রকম কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
ক. ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কী?
খ. ভাষা আন্দোলনকে বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা বলা হয় কেন?
গ. উদ্দীপকের বিষয়বস্তু পাকিস্তান আমলের কোন নির্বাচনকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা করো
ঘ. “উক্ত নির্বাচন পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ প্রস্তুত করে।” বিশ্লেষণ করো ।
২.                         


ক. তমদ্দুন মজলিশ কী?
খ. মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে শুরু করে কেন? ব্যাখ্যা করো । 
গ. উদ্দীপকের চিত্রটি কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো । 
ঘ. উদ্দীপকে নির্দেশিত আন্দোলনই বাঙালি জাতীয়তাবোধকে জাগ্রত করেছিল— বক্তব্যটি যুক্তিসহকারে বিশ্লেষণ করো।
৩.

তমদ্দুন মজলিশ
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
ধীরেন্দ্রনাথ দত্ত

ক. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্যসংখ্যা কত ছিল?
খ. আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করা হয় কেন?
গ. উদ্দীপকের তথ্য কোন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত? ব্যাখ্যা করো । 
ঘ. “উক্ত আন্দোলন বাঙালি জাতীয়তাবোধ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”— বিশ্লেষণ করো।
৪. সামিহা তার কন্ধু ন্যান্সিকে জন্মদিনে মোবাইল ফোনের মেসেজে ইংরেজী অক্ষরে SHUVO JONMODIN কথাটি লিখে পাঠায়। পাশ্চাত্যের ভাবধারায় বেড়ে উঠা ন্যান্সি তার বন্ধুর কাজটিকে সমর্থন করেনি। সে ইংরেজিতে জন্মদিনের প্রচলিত মেসেজ HAPPY BIRTHDAY আশা করেছিল।
ক. ১৯৪৮ সালের ২৪ শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কে উর্দুকে পাকিস্তানের  রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন?
খ. ১৯৪৯ সালের পূর্ববাংলা ভাষা কমিটি কেন গঠিত হয়?
গ. সামিহার মানসিকতায় কোন আন্দোলনের প্রভাব লক্ষ করা যায়? 
ঘ. তুমি কি মনে কর, ন্যান্সির চিন্তাভাবনা বাংলা ভাষা বিকাশের অন্তরায়? যুক্তি দাও।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url