ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
অধ্যায় ১০: ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায় ১০: ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১.সিপাহি বিদ্রোহের সূচনা করেন— মঙ্গল পান্ডে।
- ২. সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন— দ্বিতীয় বাহাদুর শাহ।
- ৩. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেয়া হয়েছিল- রেঙ্গুনে।
- 8. ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের ফলে- কোম্পানির শাসনের অবসান হয়।
- ৫. স্বদেশি আন্দোলনের ইতিবাচক দিক— অর্থনৈতিক উন্নতি।
- ৬. রাওলাট আইন পাস করা হয়- ১৯১৯ সালে।
- ৭. স্বরাজ দলের নেতা ছিলেন- চিত্তরঞ্জন দাস।
- ৮. 'বেঙ্গল প্যাক্ট' স্বাক্ষর হয়- ১৯২৩ সালে।
- .৯.লাহোর প্রস্তাব উত্থাপিত হয়েছিল- ১৯৪০ সালে।
- ১০. লাহোর প্রস্তাব উত্থাপন করেন— এ. কে. ফজলুল হক।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. কোন ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়?
উত্তর: ১৮৫৭ সালে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহিদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়, তাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।
প্রশ্ন-২. দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে?
উত্তর: দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন লর্ড ডালহৌসি ।
প্রশ্ন-৩. স্বদেশী আন্দোলন কাকে বলে?
উত্তর: ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে, তাকেই স্বদেশী আন্দোলন বলে।
প্রশ্ন-৪. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
উত্তর: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী।
প্রশ্ন-৫. চিটাগাং রিপাবলিকান আর্মি কী?
উত্তর: চিটাগাং রিপাবলিকান আর্মি হলো মাস্টারদা সূর্যসেন কর্তৃক গঠিত একটি বিপ্লবী বাহিনী।
প্রশ্ন-৬. প্রীতিলতা চট্টগ্রামের কোন ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন?
উত্তর: প্রীতিলতা চট্টগ্রামের 'পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব' আক্রমণের নেতৃত্ব দেন ।
প্রশ্ন-৭. সশস্ত্র বিপ্লবী আন্দোলন কী?
উত্তর: ব্রিটিশ শাসনামলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করার যে গোপন তৎপরতার সূত্রপাত ঘটে, তাই বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন ।
প্রশ্ন-৮. বঙ্গভঙ্গ কী?
উত্তর: ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশকে পূর্ব ও পশ্চিম দুটো অংশে বিভক্ত করার প্রক্রিয়াই হলো বঙ্গভঙ্গ।
প্রশ্ন-৯. বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়?
উত্তর: বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ সালের ১৬ অক্টোবর।
প্রশ্ন-১০. কে বাংলাকে ভাগ করেন?
উত্তর: ভারতের বড় লাট লর্ড কার্জন বাংলাকে ভাগ করেন ।
প্রশ্ন-১১. ব্রিটিশ শাসনামলে ভারতে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
উত্তর: ব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী।
প্রশ্ন-১২. খিলাফত আন্দোলনের নেতা কারা ছিলেন?
উত্তর: খিলাফত আন্দোলনের নেতা ছিলেন মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী।
প্রশ্ন-১৩. বেঙ্গল প্যাক্ট করে স্বাক্ষরিত হয়?
উত্তর: বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় ১৯২৩ সালের ১৬ ডিসেম্বর।
প্রশ্ন-১৪. সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় কত সালে?
উত্তর: সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় ১৯৩০ সালে।
প্রশ্ন-১৫. লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
উত্তর: লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
প্রশ্ন-১৬.কত সালে লাহোর প্রস্তাব উপস্থাপিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় ১৯৪০ সালে।
প্রশ্ন-১৭.বাংলা চুক্তি কী?
উত্তর: বাংলায় হিন্দু-মুসলমান সমস্যা দূর করার জন্য স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস যে চুক্তি সম্পাদন করেছিলেন, ইতিহাসে তা বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে খ্যাত।
প্রশ্ন-১৯. কত সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়?
উত্তর: ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হয় ।
প্রশ্ন-২০.কত সালে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়?
উত্তর: ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. ১৮৫৭ সালের সংগ্রামকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলা হয় কেন?
উত্তর: ১৭৫৭ সালে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর সর্বপ্রথম ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের মাধ্যমেই স্বাধীনতার জন্য লড়াই শুরু হয় বলে এ সংগ্রামকে ভারতের 'প্রথম স্বাধীনতার সংগ্রাম' বলা হয়। উত্তর ভারতে সিপাহি মঙ্গল পাণ্ডে এবং পূর্ব বাংলায় হাবিলদার রজব আলীর (৩৪নং রেজিমেন্ট) বিদ্রোহ ঘোষণার মধ্য দিয়ে সিপাহি বিদ্রোহ শুরু হলেও শেষ পর্যায়ে এ সংগ্রাম সর্বভারতীয় আন্দোলনে রূপ নেয়। তাই এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় ।
প্রশ্ন-২.এনফিল্ড রাইফেল সৈন্যদের বিদ্রোহী করে তুলল কেন?
উত্তর: এনফিল্ড রাইফেলের প্রচলন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, যার ফলে সৈন্যরা বিদ্রোহী হয়ে ওঠে। সেনাবাহিনীতে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহিদের ব্যবহারের জন্য 'এনফিল্ড' রাইফেলের প্রচলন করা হয়। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করানো হতো। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এ গুজব ছড়িয়ে পড়ল যে, এই টোটায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে। ফলে উভয় সম্প্রদায়ের সৈন্যরা ধর্মনাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে।
প্রশ্ন-৩. বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ব্যাখ্যা করো।
উত্তর: বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল গণবিচ্ছিন্নতা। সশস্ত্র বিপ্লবী আন্দোলন পরিচালিত হতো গুপ্ত সমিতিগুলোর দ্বারা। এর সঙ্গে যুক্ত ছিল কিছু সংখ্যক শিক্ষিত সচেতন যুবক। নিরাপত্তার কারণে সমস্ত বিপ্লবী কর্মকাণ্ড গোপনে পরিচালিত হতো। সাধারণ জনগণের এ সম্পর্কে ধারণা ছিল না। সাধারণ মানুষের কাছে সশস্ত্র আক্রমণ, বোমাবাজি, হত্যাকাণ্ড সবই ছিল আতঙ্ক আর ভয়ের কারণ। ফলে সাধারণ মানুষ ছিল এদের থেকে অনেক দূরে। এরূপ জনবিচ্ছিন্নতার কারণে সশস্ত্র আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়।
প্রশ্ন-৪. পূর্ব বাংলার মুসলমানরা কেন বঙ্গভঙ্গকে সমর্থন জানায়?
উত্তর: বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলায় উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছিল বলে এখানকার মুসলমানরা বঙ্গভঙ্গকে সমর্থন জানায় । পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। নতুন প্রদেশে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল মুসলমান। তাই পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায় শিক্ষা-দীক্ষা এবং প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবে— এ আশায় তারা বঙ্গভঙ্গের প্রতি আকুণ্ঠ সমর্থন প্রদান করে।
প্রশ্ন-৫. মুসলিম লীগ কেন গঠিত হয়?
উত্তর: ব্রিটিশ ভারতে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করার উদ্দেশ্যে মুসলিম লীগ গঠন করা হয়েছিল। ১৯০৫ সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলা তথা ভারতের হিন্দু- মুসলিম সম্পর্কে ফাটল ধরে। ধীরে ধীরে দুইপক্ষের মধ্যে তিক্ততা বৃদ্ধি পেয়ে তাদের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়। এমন প্রেক্ষাপটে ভারতের পিছিয়ে পড়া মুসলমান সমাজের স্বার্থ সংরক্ষণ, ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি এবং বঙ্গভঙ্গ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয় ।
প্রশ্ন-৬. বেঙ্গল প্যাক্ট কী? ব্যাখ্যা করো।
উত্তর: স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস উপমহাদেশের রাজনীতিতে হিন্দু-মুসলিম সমস্যা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। বাংলায় হিন্দু-মুসলিম সমস্যা দূর করার জন্য এই দূরদর্শী, বাস্তববাদী নেতা যে চুক্তি সম্পাদন করেছিলেন, ইতিহাসে তা বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে খ্যাত। নিঃসন্দেহে, তার এই প্রচেষ্টা হিন্দু মুসলিম ঐক্যের পথ প্রশস্ত করেছিল ।
প্রশ্ন-৭. বাংলা চুক্তি করা হয় কেন?
উত্তর: বাংলায় হিন্দু-মুসলিম সমস্যা দূর করার জন্য বাংলা চুক্তি. করা হয়। স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস উপমহাদেশের রাজনীতিতে হিন্দু- মুসলিম সমস্যা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। বাংলায় হিন্দু-মুসলিম সমস্যা দূর করার জন্য এই দূরদর্শী, বাস্তববাদী নেতা যে চুক্তি সম্পাদন করেছিলেন, ইতিহাসে তা বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে খ্যাত। নিঃসন্দেহে তার এই প্রচেষ্টা হিন্দু- মুসলিম ঐক্যের পথ প্রশস্ত করেছিল ।
প্রশ্ন-৮. 'লাহোর প্রস্তাব কী?
উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরে বাংলা এ কে ফজলুল হক যে প্রস্তাব উত্থাপন করেন তাই ‘লাহোর প্রস্তাব নামে খ্যাত। লাহোর প্রস্তাব মূলত মোহাম্মদ আলী জিন্নাহর দ্বি-জাতিতত্ত্বের বাস্তব রূপ দেওয়ার পথ নির্দেশ করে। এতে উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব করা হয়েছিল।'
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.সিপাহি বিদ্রোহের সূচনা হয় কোথায়?
ক) দিল্লিতে
খ) কানপুরে
গ) ব্যারাকপুরে
ঘ) ঢাকায়
উ:গ
২.ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত সালে?
ক) ১৮৪৯ সালে
খ) ১৮৭৩ সালে
গ) ১৮৫৭ সালে
ঘ) ১৮৭৭ সালে
উ:গ
৩. সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
ক) প্রথম বাহাদুর শাহ
খ) শাহ সুজা
গ) দ্বিতীয় বাহাদুর শাহ
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ
উ:গ
৪. দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক) রাঙামাটিতে
খ)রেঙ্গুনে
গ) লাহোরে
ঘ) পাঞ্জাবে
উ:খ
৫.১৯০৫ সালে বাংলা ভাগ করেন কে?
ক) লর্ড কর্নওয়ালিস
খ) রবার্ট ক্লাইভ
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড কার্জন
উ:ঘ
৬.'মুসলিম লীগ' গঠিত হয় কত সালে?
ক) ১৯০৩
খ)১৯০৪
গ)১৯০৫
ঘ) ১৯০৬
উ:ঘ
৭. বঙ্গভঙ্গের রদের ঘোষণা হয় কত সালে?
ক) ১৯০৫
খ) ১৯০৯
গ) ১৯১১
ঘ) ১৯০৬
উ:গ
৮.বঙ্গভঙ্গের ফলে ---
i. হিন্দু মুসলিম সম্পর্কে ফাটল ধরে
ii. সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়।
iii. ভারতীয় জাতীয় ঐক্য দুর্বল হয়।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ঢাকা বাণিজ্য মেলায় মৌ ও মিম বেড়াতে যায়। সেখানে মৌ কিনে দেশের তৈরি তাঁতের শাড়ি। আর মিম কিনে ইন্ডিয়ান সিল্ক শাড়ি
৯. মৌ এর মানসিকতায় ইতিহাসের কোন আন্দোলনের শিক্ষা লক্ষ করা যায়?
(ক) খেলাফত আন্দোলন
(খ) স্বদেশী আন্দোলন
(গ) সশস্ত্র আন্দোলন
(ঘ) অসহযোগ আন্দোলন
উ:খ
১০. উক্ত আন্দোলনের ফলে বাংলায় কী পরিবর্তন এসেছিল?
(ক) শিল্প কারখানা গড়ে ওঠে
(খ) শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে
(গ) ব্রিটিশদের আক্রমণ বেড়ে যায়
(ঘ) শিল্প কারখানা ধ্বংস হয়
উ:ক
১১. কত সালে 'রাওলাট আইন' পাস করা হয়?
ক) ১৯১৬-
খ) ১৯১৭
গ)১৯১৮
ঘ) ১৯১৯
উ:ঘ
১২. স্বরাজ দলের নেতা কে ছিলেন?
ক) সুভাষচন্দ্র বসু
খ) আকরম খা
গ)আব্দুল করিম
ঘ) চিত্তরঞ্জন দাস
উ:ঘ
১৩. 'বেঙ্গল প্যাক্ট' স্বাক্ষরিত হয় কখন?
ক) ১৯১৮ সালে
খ) ১৯১৯ সালে
গ)১৯৩৯ সালে
ঘ) ১৯২৩ সালে
উ:ঘ
১৪. ভারতীয় মুসলমানগণ খিলাফত আন্দোলন করেন—
i. খলিফার মর্যাদা রক্ষা করতে
ii. ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে
iii. তুরস্কের অখণ্ডতা রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i,ii ও iii
উ:গ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নিশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে দেখল বিদেশী শাসকরা এ দেশের জনগণের উপর নির্যাতন করে। এই প্রতিকারের জন্য সে সশস্ত্র সংগঠন গড়ে তোলে এবং সর্বাত্মক প্রতিরোধ করে ব্যর্থ হয় ও আত্মহত্যা করে।
১৫. নিশি কোন বাঙালি নারী দ্বারা অনুপ্রাণিত?
ক) বেগম রোকেয়া
খ) কল্পনা দত্ত
গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
ঘ)অধিকা চক্রবর্তী
উ:গ
১৬. উক্ত নারী ও তার বাহিনী পরাজয়ের কারণ-
i. গণবিচ্ছিন্নতা
ii. স্বার্থপরতা
iii. গোপনীয়তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i,ii ও iii
উ:গ
১৭. লায্যের প্রস্তাব উত্থাপিত হয়েছিল কত সালে?
ক) ১৯৪০
খ) ১৯৪৫
গ) ১৯৫২
ঘ) ১৯৫৪
উ:খ
১৮.লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
(ক) মোহাম্মাদ আলী জি
(খ) এ কে ফজলুল হক
(গ) খাজা নাজিমুদ্দীন
(ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উ:খ
১৯. পাশের প্রস্তাবের মূল বক্তব্য ছিল-
i.আঞ্চলিক স্বাধিকার
ii. আত্মনিয়ন্ত্রণের অধিকার
iii. সার্বভৌমত্ব অর্জন
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
২০. তাডেল পরিকল্পনার উদ্দেশ্য--
ক) ভারতীয়াদের সাহায্য করা
খ) ভারতীয়দের নিয়ন্ত্রণে রাখা
গ) ভারতীয়দের মাঝে অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টি
ঘ) ভারতীয়াদের সাহায্য করা
উ: ক/ঘ
সৃজনশীল প্রশ্ন
ক. অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
খ. বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে চিত্র-১ এ প্রদর্শিত ব্যক্তি ব্রিটিশ বিরোধী কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত ব্যক্তি পরবর্তী আন্দোলন সংগ্রামে নারী সমাজের জন্য প্রেরণার উৎস ছিল – বিশ্লেষণ করো।
২. সাহিদা তার বোন মিনার বিয়ে উপলক্ষ্যে কেনাকাটা করতে দুই জনই শপিং মলে যায়। তারা শপিং মলের বিভিন্ন স্টল ঘুরে দেখে। সাহিদা সব দেশীয় পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করে কিন্তু মিনা
বিদেশি পণ্য কিনতে পছন্দ করে। এক পর্যায়ে তারা উভয়ে সম্মত হয় এবং দেশীয় পণ্য কিনে বাড়ি ফিরে আসে ।
ক. কত সালে ইংরেজ শাসনের অবসান হয়?
খ. বাংলার সশস্ত্র আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? ব্যাখ্যা করো।
গ. সাহিদার অনুভূতির সাথে বাংলার ইতিহাসের কোন আন্দোলনের মূল ধারণার মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. “সাহিদার দেশীয় পণ্য কেনার মানসিকতা আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতিকে তরান্বিত করবে”— তোমার মতামত দাও।
৩. জনাব রফিকুল ইসলাম রূপপুর ইউনিয়নের চেয়ারম্যান। রূপপুর ইউনিয়ন একটি বিশাল এলাকা। এত বিশাল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ।
তাই তিনি এ এলাকাকে দুটি প্রশাসনিক এলাকায় বিভক্ত করেন। শাসন সুবিধার জন্য বা উভয় এলাকার জনকল্যাণের জন্য রূপপুরকে দুটি অংশে ভাগ করেন। এর পিছনে সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল ।
ক. 'The Spirit of Islam' গ্রন্থটি কে রচনা করে?
খ. লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল?
গ. রূপপুর ইউনিয়নকে দু'ভাগে ভাগ করার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “এর পিছনে সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল”— বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দাও ।
দেশীয় রাজ্য দখল
সতীদাহ প্রথা উচ্ছে
?
শিল্প ধ্বংস
এনফিল্ড রাইফেল
খ. সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
গ.উদ্দীপকের [?] চিহ্নিত স্থানে কী বসবে? ব্যাখ্যা করো।
ঘ. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটাতে উক্ত ঘটনার ভূমিকা মূল্যায়ন করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url