আকাইদ ও নৈতিক জীবন
অধ্যায় ১: আকাইদ ও নৈতিক জীবন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ইসলাম শিক্ষা সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায় ১:আকাইদ ও নৈতিক জীবন
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১.আকাইদ' শব্দের অর্থ- বিশ্বাসমালা।
- ২: আকাইদের বিষয়গুলো প্রমাণিত – কুরআন হাদিস দ্বারা।
- ৩. মহান আল্লাহর মনোনীত দীন— ইসলাম ।
- 8.'ইসলাম' শব্দটি নির্গত হয়েছে— 'সিলমুন' (শান্তি) মূলধাতু থেকে ।
- ৫. ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য— আল্লাহর সন্তুষ্টি অর্জন।
- ৬. ‘ইমান' শব্দটি এসেছে- আমনুন (1) মূলধাতু থেকে
- ৭. ইমান পূর্ণতা লাভ করে— তিনটি বিষয়ের সমন্বয়ে।
- ৮. ইমানের বহিঃপ্রকাশ — ইসলাম ।
- ৯. ইমানের মৌলিক বিষয়— সাতটি।
- ১০. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় – আল্লাহর ওপর বিশ্বাস।
- ১১. মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি— ফেরেশতাগণ ।
- ১২. নুরের তৈরি ফেরেশতাগণ ।
- ১৩. 'তকদির' অর্থ— নির্ধারিত পরিমাণ বা ভাগ্য।
- ১৪. 'তাওহিদ' শব্দের অর্থ— একত্ববাদ।
- ১৫. মহান আল্লাহর একত্ববাদের বর্ণনা রয়েছে- সূরা ইখলাসে।
- ১৬. মানবসমাজে ঐক্য সৃষ্টি করে— তাওহিদ।
- ১৭. ইমানের বিপরীত হলো- কৃষ্ণর।
- ১৮. কুফর মানুষের মধ্যে জন্ম দেয়— অবাধ্যতা ও অকৃতজ্ঞতার ।
- ১৯. আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করে কাফির।
- ২০. তাওহিদের বিপরীত — শিরক।
- ২১. 'শিরক' শব্দের অর্থ— অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা।
- ২২. পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় শিরক।
- ২৩. ক্ষমার অযোগ্য অপরাধ- শিরক।
- ২৪. অন্তরের দিক দিয়ে কাফির ও অবাধ্য মুনাফিকরা।
- ২৫. মুনাফিকের চিহ্ন— তিনটি।
- ২৬. চরম মিথ্যাবাদী- মুনাফিকরা।
- ২৭. জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে— মুনাফিকরা।
- ২৮. রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে— কালিমার দ্বিতীয়াংশে।
- ২৯. মানবজাতির অনুপম আদর্শ - নবি-রাসুলগণ।
- ৩০. 'খাতামুন' শব্দের অর্থ— সিলমোহর।
- ৩১. সর্বশেষ নবি ও রাসুল হযরত মুহাম্মদ (স)।
- ৩২. দীনের পূর্ণতা ঘোষিত হয়েছে— হযরত মুহাম্মদ (স)-এর মাধ্যমে।
- ৩৩. 'কিতাব' অর্থ— লিপিবদ্ধ বা লিখিত বস্তু ।
- ৩৪. বড় ও প্রসিদ্ধ আসমানি কিতাব – ৪ খানা।
- ৩৫. ছোট কিতাব বা সহিফা মোট— ১০০ খানা।
- ৩৬. সবশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কুরআন ।
- ৩৭. আল-কুরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ (স)-এর ওপর।
- ৩৮. আল-ফুরকান অর্থ— সত্য-মিথ্যার পার্থক্যকারী।
- ৩৯. আল-বুরহান অর্থ— সুস্পষ্ট প্রমাণ।
- ৪০. 'আখিরাত' শব্দের অর্থ— পরকাল ।
- ৪১. আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে— মুত্তাকিরা।
- ৪২. পরকালের প্রবেশদ্বার—মৃত্যু।
- ৪৩. সিরাত স্থাপিত হবে – জাহান্নামের ওপর।
- ৪৪.(নার)-এর শাব্দিক অর্থ— আগুন।
- ৪৫. জাহান্নামিদের খাদ্য— কাঁটাযুক্ত বৃক্ষ।
- ৪৬. পরকালে অফুরন্ত পুরস্কার রয়েছে— সৎকর্মশীলদের জন্য।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. আকাইদ কাকে বলে?
উত্তর: ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলে ।
প্রশ্ন-২. ‘ইসলাম' অর্থ কী?
উত্তর: ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি ।
প্রশ্ন-৩. 'সিলমুন' অর্থ কী?
উত্তর: সিলমুন অর্থ শান্তি।
প্রশ্ন-৪. ইসলাম কাকে বলে?
উত্তর: আল্লাহ তায়ালা ও রাসুল (স)-এর আনুগত্য করা এবং আল্লাহর বিধি-বিধান পালন ও রাসুল (স)-এর দেখানো পথ অনুসরণ করাকে ইসলাম বলে।
প্রশ্ন-৫. ইমান কী?
উত্তর: শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুসারে আমল করাই ইমান।
প্রশ্ন-৬.ইমানের মূলকথা কী?
উত্তর: ইমানের মূলকথা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই; হযরত মুহাম্মদ (স) আল্লাহর রাসুল।
প্রশ্ন-৭. ইমান মানুষকে কোন পথে পরিচালিত করে?
উত্তর: ইমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে।
প্রশ্ন-৮. 'তাওহিদ' কী?
উত্তর: আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করে নেওয়াই তাওহিদ।
প্রশ্ন-৯.নবি-রাসুলগণের দাওয়াতের মূলকথা কী ছিল?
উত্তর: নবি-রাসুলগণের দাওয়াতের মূলকথা ছিল তাওহিদ।
প্রশ্ন-১০. ইমানের বিপরীত কী?
উত্তর: ইমানের বিপরীত হলো কুফর।
প্রশ্ন-১১. 'কুফর' এর বিপরীত শব্দ কী?
উত্তর: 'কুফর' এর বিপরীত হলো ইমান।
প্রশ্ন-১২.কাফির অর্থ কী?
উত্তর: কাফির অর্থ অস্বীকারকারী।
প্রশ্ন-১৩. শিরক কাকে বলে?
উত্তর: মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়।
প্রশ্ন-১৪.'শিরক' এর বিপরীত শব্দ কী?
উত্তর: শিরকের বিপরীত শব্দ হলো তাওহিদ।
প্রশ্ন-১৫.নিফাক কী?
উত্তর: অন্তরে কৃষ্ণর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করাই হলো নিফাক ।
প্রশ্ন-১৬. মুনাফিকরা কাদের মতো ইবাদত করে?
উত্তর: মুনাফিকরা মুসলিমদের মতো ইবাদত করে।
প্রশ্ন-১৭. রিসালাত কাকে বলে?
উত্তর: মহান আল্লাহর পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে ।
প্রশ্ন-১৮. 'খাতামুন' শব্দের অর্থ কী?
উত্তর: 'খাতামুন' শব্দের অর্থ সমাপ্তি বা শেষ।
প্রশ্ন-১৯.কিতাব অর্থ কী?
উত্তর: কিতাব অর্থ লিখিত বস্তু ।
প্রশ্ন ২০. আসমানি কিতাব কাকে বলে?
উত্তর: মানবজাতির হেদায়েতের জন্য দিকনির্দেশনাস্বরূপ মহান আল্লাহর নাজিল করা কিতাবগুলোকে আসমানি কিতাব বলে ।
প্রশ্ন-২১.হযরত আদম (আ)-এর ওপর কতখানা সহিফা নাজিল হয়?
উত্তর: হযরত আদম (আ)-এর ওপর ১০ খানা সহিফা নাজিল হয়।
প্রশ্ন-২২. আল-হিকমা অর্থ কী?
উত্তর: আল-হিকমা অর্থ প্রজ্ঞা ।
প্রশ্ন-২৩. 'আখিরাত' অর্থ কী?
উত্তর: ‘আখিরাত অর্থ পরকাল।
প্রশ্ন-২৪.আখিরাত কাকে বলে?
উত্তর: মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে।
প্রশ্ন-২৫.পরকালের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে?
উত্তর: মৃত্যুকে পরকালের প্রবেশদ্বার বলা হয়।
প্রশ্ন-২৬. কবর কী?
উত্তর: মৃত্যুর পর থেকে পুনরুত্থানের সময় পর্যন্ত যেখানে অবস্থান করা হয় তাই কবর।
প্রশ্ন-২৭. কোন শাস্ত্রে কিয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়েছে?
উত্তর: আকাইদ শাস্ত্রে কিয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়েছে।
প্রশ্ন-২৮. হাশর অর্থ কী?
উত্তর: হাশর অর্থ মহাসমাবেশ।
প্রশ্ন-২৯. ‘মিযান' শব্দের অর্থ কী?
উত্তর: মিযান শব্দের অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা ।
প্রশ্ন-৩০.সিরাত কাকে বলে?
উত্তর: হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের ওপর দিয়ে যে চলমান সেতু স্থাপন করা হবে তাকে সিরাত বলে ।
প্রশ্ন-৩১. শাফাআত কাকে বলে?
উত্তর: কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার কাছে নবি-রাসুল ও নেক বান্দাদের সুপারিশ করাকে শাফাআত বলে।
প্রশ্ন-৩২. জান্নাত কী?
উত্তর: পরকালীন জীবনে পুণ্যবানদের পুরস্কারস্বরূপ মহান আল্লাহ যে আরামদায়ক স্থান তৈরি করে রেখেছেন তাই জান্নাত।
প্রশ্ন-৩৩. 'নার' কী?
উত্তর: জাহান্নামের আরেক নাম হলো 'নার' বা আগুন।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. ইমান ও ইসলাম পরস্পর পরিপূরক — বুঝিয়ে লেখো।
উত্তর: ইমান ও ইসলামের মধ্যে ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান । ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ। ইমান মানুষের অন্তরে আল্লাহর । প্রতি বিশ্বাস, অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। অন্তরের ইমানি চেতনা ইসলামের মাধ্যমে প্রকাশ লাভ করে মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে। তাই বলা যায়, ইমান ও ইসলাম | একটি অপরটির পরিপূরক।
প্রশ্ন-২. তকদিরের প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন কেন?
উত্তর: তকদিরে বিশ্বাস ইমানের মৌলিক সাতটি বিষয়ের একটি হওয়ায় এর প্রতি বিশ্বাস রাখা প্রয়োজন । তকদির শব্দের অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। মানুষের ভাগ্যের একমাত্র নির্ধারক মহান আল্লাহ। ভালো-মন্দ সবকিছু তাঁর পক্ষ থেকে নির্ধারিত হয়। মানুষ তার কর্মগুণে সাফল্য লাভ করতে পারে। তবে তা মহান আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। মানুষের জীবনের সাফল্য, ব্যর্থতা, বিপদ-আপদ সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ তায়ালা। তকদিরে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়। তাই তকদিরে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য।
প্রশ্ন-৩. 'মানবিক মূল্যবোধ ও ইমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত।'- ব্যাখ্যা করো।
উত্তর: মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমানের মূলকথা হলো, 'আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ (স) আল্লাহর রাসুল।' কালিমার এ বিশ্বাসের মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকশিত হয়। কেননা কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তায়ালার সামনে মাথানত করে। পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথানত করে না বা আত্মসমর্পণ করে না। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয় এবং মানবিক মূল্যবোধ বিকশিত হয়। তাই মানবিক মূল্যবোধ ও ইমানকে পরস্পর গভীর সম্পর্কযুক্ত বলে বিবেচনা করা হয়।
প্রশ্ন-৪. তাওহিদে বিশ্বাস জরুরি কেন?
উত্তর: তাওহিদ ইমানের মূল বিষয় হওয়ায় এতে বিশ্বাস করাঅপরিহার্য। মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস করতে হবে। ইসলামের সকল শিক্ষা | ও আদর্শ তাওহিদের ওপর প্রতিষ্ঠিত। তাওহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। ফলে মানুষ সব অন্যায় ত্যাগ করে সুন্দর | জীবনের পথে অগ্রসর হতে পারে। এ কারণে তাওহিদে বিশ্বাস করতে হবে।
প্রশ্ন-৫. কুফর মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়- ব্যাখ্যা করো।
উত্তর: কুফরে লিপ্ত ব্যক্তি ইসলামের যাবতীয় বিধি-বিধানের প্রতি অবিশ্বাস পোষণ করে। তাই সে নিজেকে যেকোনো অনৈতিক ও পাপকাজে জড়িয়ে ফেলে কাফির বা কুফরে লিপ্ত ব্যক্তি পরকাল,জান্নাত, জাহান্নাম ইত্যাদিতে বিশ্বাস করে না। তাই সে নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না। এর ফলে সে নিজের স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার, প্রতারণা, ধোঁকাবাজি ইত্যাদি যেকোনোপাপ ও অনৈতিক কাজ সহজে এবং বিনা দ্বিধায় করতে পারে। এভাবে কৃষ্ণরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে।
প্রশ্ন-৬. শিরক অমার্জনীয় অপরাধ কেন?
উত্তর: মহান আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয় বলে শিরক অমার্জনীয় অপরাধ । শিরকের মাধ্যমে মহান আল্লাহর সত্তা, অস্তিত্ব, গুণাবলি ও ক্ষমতার সাথে অন্য কাউকে অংশীদার করা হয়, যা আল্লাহর সাথে জুলুম করার শামিল। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই শিরক চরম জলম'। (সূরা লুকমান, আয়াত ১৩)। মহান আল্লাহই আমাদের স্রষ্টা ও প্রতিপালক। আমরা তাঁর নিয়ামত ভোগ করি।এরপরও কেউ যদি তাঁর সাথে কোনো মানুষ বা অন্য কোনো কিছুকে অংশীদার করে। তবে তা আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না।
প্রশ্ন-৭. মুনাফিকরা কাফিরের চেয়েও ক্ষতিকর ব্যাখা করো।
উত্তর: মুসলমানদের গোপন তথ্য শত্রুদের কাছে জানিয়ে দেয়। বলে মুনাফিকরা কাফিরের চেয়েও ক্ষতিকর। মুনাফিকরা অন্তরে অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করে। তারা মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে। মুসলমানদের গোপন তথ্য ও দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। এতে ইসলাম ও মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়। এজন্য মুনাফিকরা কাফিরদের চেয়েও ক্ষতিকর।
প্রশ্ন-৮.খতমে নবুয়ত বলতে কী বোঝায় ?
উত্তর: খতমে নবুয়ত বলতে নবুয়তের সমাপ্তিকে বোঝায়। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে বহু নবি-রাসুল প্রেরণ করেছেন। এ ক্রমধারা শুরু হয়েছে হযরত আদম (আ)-এর মাধ্যমে এবং শেষ হয়েছে হযরত মুহাম্মদ (স)- এর মাধ্যমে। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হযরত মুহাম্মদ (স)- এর মাধ্যমে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব বন্ধ হয়েছে। নবুয়ত তথা নবি-রাসূল আগমনের এ ক্রমধারাটির পরিসমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয় ।
প্রশ্ন-৯. আসমানি কিতাবে বিশ্বাস অপরিহার্য কেন ?
উত্তর: ইমানের সাতটি মৌলিক বিষয়ের একটি হওয়ায় আসমানি কিতাবে বিশ্বাস করা অপরিহার্য। আল্লাহ তায়ালার পৰিত্ৰ বাণীসমষ্টি আসমানি কিতাব নামে পরিচিত মানবজাতির কল্যাণের জন্য মহান আল্লাহ এসব কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন না করলে প্রকৃত মুমিন হওয়া যায় না। কারণ আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পারে। সুতরাং ইমানের পরিপূর্ণতার জন্য আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে।
প্রশ্ন-১০. আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ইমানের মৌলিক বিষয় হওয়ায় আখিরাতে বিশ্বাস অপরিহার্য। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতে মানুষকে তার দুনিয়ার জীবনের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। তাই আখিরাতে বিশ্বাস মানুষকে পাপকাজ থেকে বিরত রাখে এবং পুণ্যকাজে উৎসাহ জোগায়। এছাড়া আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ প্রকৃত ইমানদার হতে পারে না।
এসব কারণে একজন মুসলিমের জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য।
প্রশ্ন-১১. 'দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র'- ব্যাখ্যা করো।
উত্তর: 'দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র'- উক্তিটি যথার্থ। মৃত্যুর পরবর্তী জীবন হলো আখিরাত। এটি চিরস্থায়ী। পক্ষান্তরে . দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবন হলো আখিরাতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র। মানুষ শস্যক্ষেত্রে যেরূপ চাষাবাদ করে, বীজ বপন করে, পরিচর্যা করে, ঠিক সেরূপই ফল লাভ করে। যদি কোনো ব্যক্তি তার শস্যক্ষেত্রের পরিচর্যা না করে তবে সে ভালো ফসলপাবে না। তদ্রুপ দুনিয়ার কাজকর্মের প্রতিদান আখিরাতে দেওয়া হবে । দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে মানুষ পুরস্কৃত হবে। আর মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে। এ জন্যই দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়েছে।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.আকাইদ' শব্দের অর্থ কী?
ক) বিশ্বাস
খ)বিশ্বাসমালা
গ)একত্ববাদ
ঘ)অংশীদার
উ:খ
২.ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে কী বলা হয়?
ক) আকাইদ
খ)তকদির
গ) একত্ববাদ
ঘ) তাসাউফ
উ:ক
৩.আকাইদের বিষয়গুলো প্রমাণিত —
i. কুরআনের স্পষ্ট আয়াত দ্বারা
ii. বিশুদ্ধ হাদিস দ্বারা
iii. ইজমা ও কিয়াস দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ক
৪. ইসলাম শব্দের অর্থ কী?
(ক) আনুগত্য করা
(খ) বিশ্বাস করা
(গ) ধর্মপরায়ণ হওয়া
(ঘ) দাসত্ব করা
উ:ক
৫. ইসলাম হলো-
i. অঞ্চল' বা জাতির জন্য সীমাবদ্ধ ধর্ম
ii. শান্তির ধর্ম
iii. সর্বজনীন ধর্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:গ
৬. ইমান' শব্দের অর্থ কী?
ক) আনুগত্য করা
খ)শান্তির পথে চলা
গ) বিশ্বাস করা
ঘ) প্রার্থনা করা
উ:গ
৭.মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরিয়তের কার্য সম্পাদনের নাম ইহলো—
ক)ইমান
খ )আকাইদ
গ) আখলাক
ঘ)ইহসান
উ:ক
৮. তুমি কীসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে?
ক) দান-সদকা
খ)বিশ্বাস
গ) ইবাদত
ঘ) ব্যক্তিগত সাক্ষ্য
উ:গ
৯.ইমানের বহিঃপ্রকাশ কোনটি?
ক) ইসলাম
খ)ইহসান
গ)শরিয়ত
ঘ)ইনসাফ
উ:ক
১০. ইমান মানুষকে সতর্ক করে—
i. দায়িত্বশীলতার ব্যাপারে
ii. জবাবদিহিতার ব্যাপারে
iii. আয়-ব্যয়ের ব্যাপারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ক
১১. ইমানের মূল বিষয় কয়টি?
ক) তিন
খ)চার
গ) পাঁচ
ঘ)সাত
উ:ঘ
১২. আল্লাহ্ তায়ালার কোন সৃষ্টি নারীও নন পুরুষও নন?
ক)মানুষ
খ) জিন
গ) ফেরেশতা
ঘ) উদ্ভিদ
উ:গ
১৩. ইমানের মূলকথা মানুষকে করে তোলে—
ক) আত্মমর্যাদাবান
খ)দায়িত্বশীল
গ) জ্ঞানী ও বুদ্ধিমান
ঘ) আত্মবিশ্বাসী
উ:ক
১৪. কোনটির বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়।
ক) পরকালে
খ)রিসালাতে
গ)তাওহিদে
ঘ) তকদিরে
উ:গ
১৫. কোন বিশ্বাস মানবসমাজে ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে?
ক)তাওহিদ
খ)আখিরাত -
গ) রিসালাত
ঘ) আসমানি কিতাব
উ্র:ক
১৬.তাওহিদে বিশ্বাস মানুষের মধ্যে জাগিয়ে তোলে-
i. আত্মসচেতনতাবোধ
ii. আত্মমর্যাদাবোধ
iii. আত্ম-অহংবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ক
১৭. কোন সূরার মাধ্যমে সংক্ষেপে আল্লাহর পরিচয় জানা যায়?
ক) সূরা ইখলাছ
খ) সূরা হাদিদ
গ) সূরা আল-কাওসার
ঘ)সূরা আল বাকারা
উ:ক
১৮. ‘কুফর' শব্দের আভিধানিক অর্থ কী?
ক) অবিশ্বাস করা
খ) অবিচার করা
গ)অংশীদার করা
ঘ) প্রতারণা করা
উ:ক
১৯. কুফর হলো—
i. অবিশ্বাস করা
ii. অস্বীকার করা
iii. আনুগত্য প্রদর্শন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ক
২০. কাফির শব্দের অর্থ কী?
ক) প্রতারক
খ)অবিশ্বাসী
গ) অংশীবাদী
ঘ) বিশ্বাসী
উ:ক
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সফিক সাহেব মহানবি হযরত মুহম্মদ (স)-কে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেন এবং তাঁর সমালোচনা করেন।
২১. সফিক সাহেবের এরূপ কাজ কার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক)কাফির
খ) মুশরিক
গ) মুরতাদ
ঘ) মুশরিক
উ:ক
২২. এমতাবস্থায় সফিক সাহেবের করণীয়-
i,পুনরায় ইমান আনা
ii. খাঁটি মনে তওবা করা
iii. অনুশোচনায় দগ্ধ হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
২৩. নিচের কাদের জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়।
ক) পাপী মুমিনদের
খ) কাফিরদের
গ) দুর্বল মুসলিমদের
ঘ)মুশরিকদের
উ:খ
২৪. আল্লাহর সাথে করা শিরকের প্রকারভেদ কয়টি?
ক) দুই
খ)তিন
গ) চার
ঘ)পাঁচ
উ:গ
২৫. পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি?
ক) ফিসক
খ) নিফাক
গ)শিরক
ঘ) কৃষ্ণর
উ:গ
২৬. আল্লাহর সাথে শিরক করা হচ্ছে-
i. অকৃতজ্ঞতা
ii. জঘন্য অপরাধ
iii. চরম অত্যাচার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:গ
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রনি সাহেব মনে করেন, “আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য নিয়ে এ পৃথিবী পরিচালনা করেন"।
২৭. 'রনি' সাহেবের এ ধরনের বিশ্বাসের জন্য তিনি হবেন-
ক) মুশরিক
খ)কাফির
গ)মুনাফিক
ঘ)মুমিন
উ:ক
২৮. এমতাবস্থায় রনি সাহেবের করণীয়—
i. পুনরায় ইমান গ্রহণ করা
ii. আর কখনো এরূপ না করার শপথ নেওয়া
iii. খাঁটি অন্তরে তওবা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
২৯. কারা বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকার করে মুসলমানদের মতো ইবাদত-বন্দেগি করে?
ক) পাপী মুসলমানরা
খ) মুশরিকরা
গ) মুনাফিকরা
ঘ)ফাসিকরা
উ:গ
৩০. কারা নিঃসন্দেহে মিথ্যাবাদী?
ক) কাক্ষিরা
খ) সুদখোররা
গ) ঘুষ গ্রহীতারা
ঘ)মুনাফিক
উ:ক
৩১. মুনাফিকদের চরিত্র হলো-
i. যখন ওয়াদা করে ভঙ্গ করে
ii. যখন কথা বলে মিথ্যা বলে
iii. আমানতের খিয়ানত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সিফাত তার বন্ধু শিতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেয়। দেব-দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায় । কিন্তু তা ফেরত দেয় না। শিতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের কাছে যায়। এক পর্যায়ে সে তার কাছে, পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে।
৩২. সিফাতের কর্মকাণ্ড কীসের শামিল?
ক)কুফর
খ)ফিতনা
গ) নিফাক
ঘ)হাসাদ
উ:গ
৩৩. শিতল তার কর্মকাণ্ডের ফলে সে—
i. অকল্যাণময় জীবন কাটাবে
ii. ইহকালে ক্ষতির শিকার হবে
iii. জাহান্নামে শাস্তি ভোগ করবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:খ
৩৪. কারা মানব-জাতির জন্য অনুপম আদর্শ?
ক) আলেমগণ
খ))হাফেজগণ
গ)মানব-জাতি
ঘ) নবি-রাসুলগণ
উ:ঘ
৩৫. নবুয়তের সিলমোহর বলতে বোঝায়—
i. সর্বশেষ নবি হওয়ার ঘোষণা
ii. সর্বশ্রেষ্ঠ নবি হওয়ার ঘোষণা
iii. বিশ্বনবি হওয়ার ঘোষণা
নিচের কোনটি সঠি
ক) i ও ii
খ)i
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:খ
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সাজিদের প্রতিবেশী জনাব 'ক' বিশ্বাস করেন মুহাম্মদ (স)-এর পর হযরত ঈসা (আ) নবি হিসেবে পৃথিবীতে আবার আসবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন। আর তিনিই হবেন শেষ নবি ।
৩৬. জনাব 'ক' কোন বিষয়টি অবিশ্বাস করেছেন?
ক) রিসালাত
খ) নবুয়তের ধারা
গ) খতমে নবুয়ত
ঘ) তাওহিদ
উ:গ
৩৭. জনাব 'ক'-এর এ বিশ্বাস কীসের শামিল?
ক) কুফর
খ) শিরক
গ)জুলুম
ঘ)মুনাফিক
উ:ক
৩৮. আল হুদা (৬) অর্থ কী?
ক)পথনির্দেশ
খ) উপদেশ
গ)প্রজ্ঞা
ঘ) সত্য
উ:ক
৩৯. পরকালের প্রবেশদ্বার কোনটি?
ক) জন্ম
খ) অসুস্থতা
গ)মৃত্যু
ঘ)ঘুম
উ:গ
৪০. কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়েছে?
ক) দুটি
খ) তিনটি
গ) পাঁচটি
ঘ) সাতটি
উ:ক
৩. আগুন
(ঘ) আলো
৪১. (নার)-এর শাব্দিক অর্থ কী?
ক)কাঁটা
খ) বরফ
গ)আগুন
ঘ) আলো
উ:গ
৪২. ‘আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে’—কোন সূরার আয়াত?
ক) সূরা আন-নিসা
খ) সূরা আল-মু'মিনুন
গ) সূরা আলে-ইমরান
ঘ) সূরা আল বাকারা
উ:ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জায়েদ শুক্রবারে ইমাম সাহেবের বক্তব্যে পরকালের শান্তি ও শাস্তির কথা শুনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সৎকাজে আত্মনিয়োগ করল ।
৪৩. জায়েদকে কী বলা যায়?
ক) মুমিন ও মুত্তাকি
খ) মুত্তাকি ও মুজাহিদ
গ)মুসলিম ও মুজাহিদ
ঘ)মুমিন ও মুহাদ্দিস
উ:ক
৪৪. জায়েদের সিদ্ধান্ত গ্রহণের ফলে সে লাভ করবে—
i.আল্লাহর নৈকট্য
ii. পরকালীন মুক্তি
iii. ইহকালীন শান্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ
সৃজনশীল প্রশ্ন
১.রাব্বি ও নয়ন দু'বন্ধু । রাব্বি এমন এক জীবনব্যবস্থায় বিশ্বাস করে, যা সম্পূর্ণরূপেই পরিপূর্ণ ও সর্বযুগেই সর্বজনীন। মানবজীবনের জন্য যা কিছুর প্রয়োজন তার সবকিছুই এর মধ্যে বিদ্যমান।
অপরপক্ষে নয়ন মনে। করে, নিয়তি আল্লাহর হাতে। মানুষ চাইলেই সবকিছু করতে পারে না ।
ক. ইমান কাকে বলে?
খ.তাওহিদ মানবমনে ঐক্যের চেতনা জাগ্রত করে।'— ব্যাখ্যা করো।
গ. রাব্বির ধারণাটি কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ. নয়নের বিশ্বাসে ইমানের কোন বিষয়টি ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
২. বাবুল মিয়া ইসলামের বিধি-বিধান পালন করে না। সে মনে করে এসব নিরর্থক, এগুলোর মোটেও প্রয়োজন নেই। এমনকি সম্প্রতি সে গলায় একটি চেইনে বিধর্মীদের ক্রুশচিহ্ন ব্যবহার করে।
অন্যদিকে মকবুল জোরপূর্বক ক্ষমতার বলে বিভিন্ন অনৈতিক কাজ করে থাকে। এলাকার মুরব্বি নাসিম মিয়া বলেন, ‘একদিন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সকলকে আল্লাহর সামনে
হাজির হয়ে দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে।'
ক. কবর কী?
খ. ‘এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই'— ব্যাখ্যা করো
গ. বাবুল মিয়ার কার্যকলাপ চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো ।
ঘ. নাসিম মিয়ার বক্তব্যের যথার্থতা নিরূপণ করে মকবুল মিয়ার কাজের পরিণতি বিশ্লেষণ করো।
৩. জনাব আনোয়ার আইসিটি (ICT) ক্লাশে ছাত্রদেরকে ই-মেইল সম্পর্কে প্রশ্ন করলে ছাত্ররা বলল যে, এটির মাধ্যমে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত বার্তা প্রেরণ করা যায়।
প্রসঙ্গক্রমে শিক্ষক বললেন, আল্লাহ তায়ালাও কিন্তু যুগে যুগে একজন বিখ্যাত ফেরেশতার মাধ্যমে এক প্রকার ঐশী বার্তা পাঠিয়েছেন। আল্লাহর মনোনীত মহামানবগণ তা নিজ নিজ
সম্প্রদায়ের নিকট প্রচার করেছেন। ক্লাসের ছাত্র ফয়সাল বলল, স্যার! আমাদের নিকট এমন একটি সংবিধান আছে যাতে পূর্ববর্তী সব ঐশী বার্তা, শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে।
এতে মানবজীবনের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে।
ক. আখিরাত কাকে বলে?
খ, 'হাশর' শব্দটির নামকরণের যথার্থতা ব্যাখ্যা করো ।
গ. জনাব আনোয়ার কোন বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. ফয়সালের বক্তব্যে ইঙ্গিতকৃত বিষয়টি চিহ্নিত করে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
। ৪. জনাব 'ন' টেলিভিশনে হজের অনুষ্ঠান দেখছিল। আরাফাতের ময়দানের লক্ষ লক্ষ মানুষের মহাসমাবেশের চিত্র দেখে সে চিন্তা করতে থাকে মৃত্যুর পরে আমাদেরকে অনুরূপ এক
মহাসমাবেশে উপস্থিত হতে হবে। জনাব 'ত' একটি বিশেষ বিষয় অধ্যয়নের মাধ্যমে স্রষ্টা ও সৃষ্টিকুলের প্রতি দায়িত্ব সম্পর্কে জানতে পারে। সে এককজন বড় ব্যবসায়ী হয়ে উপলব্ধি করে যে,
সে উক্ত বিষয়টি না পড়লে বিভিন্ন অন্যায় ও অনৈতিক কাজে জড়িয়ে পড়তো। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
ক. তাওহিদ এর পরিচয় দাও ।
খ. ইমান ও ইসলামের সম্পর্ক বুঝিয়ে লেখো।
গ. জনাব ‘ন’-এর ভাবনায় আখিরাতের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. 'ত'-এর উপলব্ধির সাথে তুমি কি একমত? বিষয়টি চিহ্নিত করে তোমার মতামতের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা দাও
৫. সাকিব তার বন্ধু রাকিবকে বলল, এমন কোন মনোভাব পোষণ করবে না যাতে ইমানের মূল বিষয়ই নড়বড়ে হয়ে যায়। রাকিব বলল, আমি এমন একটি বিষয়ে বিশ্বাস করি যা আমাকে পূর্ণ কাজ
করতে উৎসাহ যোগায়। উভয়ের আলোচনা শুনে তাদের শিক্ষক জনাব হেদায়েতুল্লাহ বললেন, এমনভাবে জীবন গঠন করো যাতে তোমরা মুমিন ও মুত্তাকি হয়ে জীবন-যাপন করতে পারো।
ক.মান হাযার রাজুলু) অর্থ কী?
খ. “আর আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব।”- ব্যাখ্যা করো।
গ. সাকিবের বক্তব্য অনুযায়ী কীরূপ মনোভাব পোষণ করলে ইমানের মূল বিষয় নড়বড়ে হয়ে যায়? ব্যাখ্যা করো।
ঘ. রাকিবের বক্তব্য অনুযায়ী কোন বিশ্বাস তাকে পুণ্য কাজ করতে উৎসাহ যোগায় তা উল্লেখ করে শিক্ষক জনাব হেদায়েতুল্লাহর বক্তব্যটি বিশ্লেষণ করো।
৬. সামিন সাহেব একজন অফিসের কর্মকর্তা। তিনি প্রায়ই বিনা কারণে অফিসে দেরি করে আসেন। সহকর্মীদের কাছ থেকে কিছু ধার নিলে তা যথাসময়ে ফেরত দেন না। অথচ পোশাক-
পরিচ্ছেদে তাকে ভদ্র বলেই মনে হয়।
ক. কোন শাস্ত্রে কিয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়?
খ. দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র'- ব্যাখ্যা করো।
গ. সামিন সাহেবের কর্মকাণ্ডে কার আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. সামিন সাহেবের কর্মকাণ্ডের পরিণাম কুরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ করো ।
৭. সালমা সরকারি হাসপাতালের একজন জনপ্রিয় ডাক্তার। তিনি খুব দরদ দিয়ে রোগীদের সেবা করেন। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা করেন না। তিনি পাথেয় হিসেবে এই প্রবাদটি
মেনে চলেন ‘দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র'।
ক. তাওহিদের বিপরীত কী?
খ. কালিমা তায়্যিবার কোন অংশে কীসের ঘোষণা দেয়া হয়েছে?
গ. কোন বিশ্বাস ডাক্তার সালমাকে দায়িত্ব পালনে এমন নিষ্ঠাবান করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রবাদটির তাৎপর্য বিশ্লেষণ করো।
৮. জনাব মাসুদ পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন। সৃষ্টির এ চমৎকারিত্ব দেখে তিনি স্রষ্টার আনুগত্যে সিজদায় অবনত হয়ে যান। তার বন্ধু নোবেল চাকরি করেন।
তিনি তার অফিসের প্রধান নির্বাহীকে রুটি রুজির একমাত্র মালিক মনে করেন। এজন্য তিনি * জীবন দিয়ে হলেও সবসময় তার সন্তুষ্টি বিধানের চেষ্টা করেন ।
ক. আসমানি কিতাব কাকে বলে?
খ. সচ্চরিত্র বলতে কি বুঝায়? লেখো।
গ. জনাব মাসুদের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ. নোবেল সাহেবের কাজটি চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে এর কুফল বিশ্লেষণ করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url