কৃষি সমবায়
অধ্যায় ৬: কৃষি সমবায়
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
এসএসসি কৃষিশিক্ষা ১০০% কমন সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায় ৬: কৃষি সমবায়
তথ্যকণিকা(Information)
- একই উদ্দেশ্যে এক জোট হয়ে কাজ করাকে বলে সমবায় ।
- কৃষকদের নিজস্ব পেশাগত সংগঠন হলো— সমবায় ।
- কৃষি সমবায়গুলো সাধারণত হয় এলাকাভিত্তিক বা আঞ্চলিক।
- বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হওয়ায় আধুনিক কৃষি হয়ে পড়েছে— ব্যয়বহুল ।
- শস্যপর্যায় অবলম্বন, নিবিড় ও সমন্বিত চাষাবাদ, সমন্বিত বালাই দমন ইত্যাদি হলো— 'পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ।
- কৃষিকাজের জন্য টাকার অভাব দূর করতে কয়েকজন কৃষক একত্রে সংঘটিত হওয়াকে বলে – কৃষি মূলধন সমবায় ।
- প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা বীজ, সার, ঔষধ, যন্ত্রপাতি, পরিবহন ইত্যাদি সংগ্রহ ও ব্যবহারের জন্য গড়ে তোলেন— কৃষি উপকরণ সমবায় ।
- পণ্যমূল্য নির্ধারণ, ভর্তুকি গ্রহণ, কৃষিপণ্য বিক্রয়ের হিসাব রক্ষার জন্য গড়ে তোলা হয়— কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়।
- একটি লাভজনক কৃষি খামার গড়ে তুলতে জমির আয়তন সর্বনিম্ন হতে হবে— ১ হেক্টর।
- কৃষি উৎপাদনে ব্যবহৃত অনেক জমি একই ব্যবস্থাপনার আওতায় আনা যায়—সমবায় প্রক্রিয়ায় ।
- কৃষিকাজে অন্যতম আবশ্যকীয় উপাদান- পানি।
- কৃষিকাজের জন্য সবচেয়ে নিরাপদ পানি হলো— জলাধারে সঞ্চিত পানি ।
- কৃষির আধুনিকায়নের জন্য প্রয়োজন— কৃষি যান্ত্রিকীকরণ।
- প্রয়োজনীয় পরিমাণ ও যথাসময়ে নিরাপদে প্রাপ্তি, যে উপাদান কৃষির জন্য খুবই সহায়ক হয় তা হলো- কৃষি ঋণ ।
- ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে- রেজিস্ট্রিকৃত সমবায়কে।
- কৃষিপণ্য উৎপাদনে লক্ষ রাখতে হয় পণ্যটি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব কিনা ।
- জমির শ্রেণি, মাটির গুণাগুণ, বাজারের ও পরিবারের চাহিদা, পরিবেশবান্ধবতা ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়— কৃষিপণ্য উৎপাদনে।
- পণ্যের ধরনের ওপর নির্ভর করে করা হয়— প্যাকিং।
- পরিবহনের ক্ষেত্রে সবজি, ফুল-ফল প্যাকিং এর জন্য দরকার- বাঁশের বিশেষ টুকরি কিংবা হার্ডবোর্ড কাগজের বাক্স।
- দানাশস্য পরিবহনের জন্য উপযুক্ত— চটের বস্তা।
- নিরাপদে পণ্য পরিবহনের জন্য বিবেচ্য বিষয় হলো— পাত্র, খাঁচা, প্যাকিং ইত্যাদি।
- কৃষি সমবায় এক ধরনের সমন্বিত কার্যক্রম
- কৃষি সমবায়ের মূল শর্ত হলো— স্বচ্ছতা ও জবাবদিহিতা।
- সমবায়ের ভিত্তিতে দ্রব্য উৎপাদনের মূল উদ্দেশ্য— বিপণন ।
- সংগঠনের সদস্যসহ রাষ্ট্রের সকলেই উপকৃত হয় সংগঠন থেকে ।
- সমবায়ীরা লাভবান হন যখন সংগঠন হয়— দক্ষ, সৎ ও শক্তিশালী।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
প্রশ্ন-১. মানুষ একই উদ্দেশ্যে জোটবদ্ধ হয়ে কাজ করাকে কী বলে?
উত্তর: মানুষ একই উদ্দেশ্যে জোটবদ্ধ হয়ে কাজ করাকে সমবায় বলে।
প্রশ্ন-২. সমবায় কী?
উত্তর: একই উদ্দেশ্যে একজোট হয়ে কাজ করাই হলো সমবায় ।
প্রশ্ন-৩. কৃষি সমবায় কী?
[সকল বোর্ড ২০১৮]
উত্তর: কৃষিকাজের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ, কৃষি যান্ত্রিকীকরণ, ফসল উৎপাদন, সংগ্রহ, সংগ্রহোত্তর পরিচর্যা, গুদামজাতকরণ, পরিবহন এবং বাজারজাতকরণ সুচারুভাবে সম্পন্ন করার জন্য কৃষকগণ যে সমবায় গড়ে তোলেন তাই হলো কৃষি সমবায় ।
প্রশ্ন-৪. সমবায়ের ভিত্তি কী?
উত্তর: প্রত্যেক সমবায়ী কৃষক তার জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ করবেন, এটাই সমবায়ের ভিত্তি।
প্রশ্ন-৫. কৃষি উপকরণ কী?
উত্তর: উৎপাদনশীল কৃষিকাজ সম্পন্ন করতে কৃষক যে উপকরণগুলো ব্যবহার করে তাকে কৃষি উপকরণ বলে।
প্রশ্ন-৬. জলাধার কী?
উত্তর: বর্ষার পানি ধরে রাখতে এবং প্রয়োজনের সময় সেচের পানি নিশ্চিত করতে যে গর্ত তৈরি করা হয় তাই জলাধার।
প্রশ্ন-৭. কৃষি ঋণ কী?
উত্তর: কৃষিকাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যে টাকা নেওয়া হয় সেটা হলো কৃষিঋণ।
প্রশ্ন-৮. কৃষিপণ্য বাজারজাতকরণ কাকে বলে?
উত্তর: কৃষিপণ্য বাজারজাতকরণ হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদকের কাছ থেকে কৃষি পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানো হয় ।
প্রশ্ন-৯. কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়ের উদ্দেশ্য কী?
উত্তর: কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়ের উদ্দেশ্য হলো— পণ্যমূল্য নির্ধারণ, ভর্তুকি গ্রহণ, কৃষিপণ্য বিক্রয় এবং এতদসংক্রান্ত হিসাব রক্ষা করা।
প্রশ্ন-১০.কীসের অভাবে সমবায়ের মৃত্যু ঘটে?
উত্তর: স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে সমবায়ের মৃত্যু ঘটে ।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. কোন ক্ষেত্রে “দশের লাঠি একের বোঝা” প্রবাদটি প্রযোজ্য— ব্যাখ্যা করো।
[সকল বোর্ড ২০১৯]
উত্তর: সমবায় সংগঠনের ক্ষেত্রে “দশের লাঠি, একের বোঝা'প্রবাদটি প্রযোজ্য।
“দশের লাঠি একের বোঝা' প্রবাদটির মানে হলো একজনের পক্ষে যেসব কাজ করা সম্ভব নয় তা দশজন একত্র হলে খুব সহজেই করা সম্ভব। যেমন- বর্তমানে কৃষির আধুনিকায়নের জন্য কৃষি যান্ত্রিকীকরণ প্রয়োজন যার ব্যয়ভার বহন করা একজন কৃষকের পক্ষে সম্ভব নয়।কিন্তু কয়েকজন কৃষক একজোট হয়ে সমবায় গঠন করে তবে সে কাজ সহজেই করা সম্ভব। তাছাড়া সমবায় এর সদস্যদের আপদকালীন বা দুর্যোগের সময় প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদান করে বিপর্যয়ে সহনশীলতা যোগায়। ফলে সদস্যদের পক্ষে কোনো কাজই বোঝা মনে হয় না।
প্রশ্ন-২. কৃষিকাজের জন্য অর্থসংকটে থাকা গ্রামীণ কৃষকদের জন্য কোন ধরনের পদক্ষেপ প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: কৃষি কাজের জন্য মূলধন অত্যাবশ্যক। অর্থসংকটে থাকার কারণে তারা কৃষির আধুনিক সুবিধাগুলো গ্রহণ করতে পারে না।কৃষি কাজের জন্য অর্থ সংকটে থাকা গ্রামীণ কৃষকদের নিরাপদ সমাধান হচ্ছে কৃষিঋণ। কৃষিতে প্রয়োজনীয় পরিমাণ কৃষিঋণ যথাসময়ে নিরাপদে প্রাপ্তি কৃষির জন্য খুবই সহায়ক এবং এক্ষেত্রে কৃষি সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেজিস্ট্রিকৃত কৃষি সমবায় হলে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। অর্থ সংকটে থাকা গ্রামীণ কৃষকদের উপযোগী পদক্ষেপ হলো কৃষি সমবায় গঠনের মাধ্যমে ঋণপ্রদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা।
প্রশ্ন-৩. সমবায় ব্যবস্থায় সবাইকে সক্রিয় হতে হয় কেন?
উত্তর: একই উদ্দেশ্যে একজোট হয়ে কাজ করাকে সমবায় বলে। জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ সমবায়ের মূল ভিত্তি।কারো একার পক্ষে যে কাজ সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে সকলে মিলে সহজেই করা সম্ভব। সমবায় পদ্ধতিতে প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। তাই অংশীদারকে তার নির্দিষ্ট কাজ সঠিক ও সুচারুভাবে সম্পন্ন করতে হয়।
তাই প্রত্যেক সমবায়ীকে সমবায়ভিত্তিক সকল কাজে সক্রিয় হতে হয় ।
প্রশ্ন-৪. কৃষি সমবায়ের মূল উদ্দেশ্য কী?
উত্তর: কৃষি সমবায়ের মূল উদ্দেশ্য হলো লাভ বা মুনাফা অর্জন। কৃষি সমবায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিসমূহ, যেমন- শস্যপর্যায় অবলম্বন, নিবিড় ও সমন্বিত চাষাবাদ, সমন্বিত বালাই দমন পদ্ধতি ব্যবহার করে ফসলের নিরাপত্তা বিধান, যান্ত্রিক উপায়ে ফসল সংগ্রহ, পরিবহনও বিপণন সকল ক্ষেত্রেই উচ্চমাত্রার সক্ষমতা এনে দেয়। এতে করে কৃষকরা উচ্চ মুনাফা অর্জন করতে সক্ষম হয়।
প্রশ্ন-৫. কৃষি সমবায় কৃষি ঋণ প্রাপ্তির জন্য কীভাবে সহায়ক? ব্যাখ্যা করো।
উত্তর: কৃষিতে প্রয়োজনীয় পরিমাণ কৃষি ঋণ যথাসময়ে নিরাপদে প্রাপ্তি কৃষির জন্য খুবই সহায়ক এবং এক্ষেত্রে কৃষি সমবায় গুৰুত্বপূৰ্ণ ভূমিকা রাখে ।রেজিস্ট্রিকৃত কৃষি সমবায় হলে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। প্রথমত: ঋণ গ্রহীতার নিবন্ধনকৃত পরিচয় রয়েছে।
দ্বিতীয়ত: ঋণের অর্থের সুষ্ঠু ব্যবহারের একটা নিশ্চয়তা রয়েছে এবং তৃতীয়ত: সমবায়ু যথাসময়ে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে সক্ষম।
প্রশ্ন-৬. কৃষি ঋণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: কৃষি ঋণ হলো কৃষিকাজের যাবতীয় ব্যয় নির্বাহের জন্য কৃষকদের বিভিন্ন উৎস থেকে গৃহীত ঋণ।
কৃষিক্ষেত্রে বিভিন্ন উপকরণ ক্রয়, ভূমিতে স্থায়ী উন্নতি সাধন, গুদামঘর নির্মাণ এবং উৎপাদিত পণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ,পরিবহন, বাজারজাতকরণ ইত্যাদি কাজের জন্য কৃষকদের কৃষি ঋণের প্রয়োজন হয়। বিশেষ করে বাংলাদেশে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কৃষির আধুনিকায়ন দরকার। আর এ আধুনিকায়নে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। একারণে দরিদ্র কৃষককে অনেক সময় কৃষিঋণগ্রহণ করতে হয়
প্রশ্ন-৭. নির্দিষ্ট বিপণন সংস্থার সাথে আগে থেকে চুক্তি করা প্রয়োজন কেন?
উত্তর: কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি, ভোক্তাদের ১ যৌক্তিক মূল্যে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করা, বাজার দর মনিটরিংও বাজার দর হ্রাস-বৃদ্ধির কারণ শনাক্তকরণ এবং S প্রয়োজনীয় সংশোধনমূলক পরামর্শ প্রদান করাই হলো বিপণন সংস্থার কাজ।তাই উৎপাদিত কৃষিপণ্যের সঠিক সময়ে বাজারজাত ও উপযুক্ত মূল্য পেতে কৃষি সমবায়ের আগে থেকেই বিপণন সংস্থার সাথে চুক্তি করা প্রয়োজন।
এ চুক্তির ফলে পণ্য উৎপাদনের ঝুঁকি ও সংরক্ষণের ঝামেলা অনেকাংশে হ্রাস পায় ।
প্রশ্ন-৮. প্যাকিং নির্ভর করে পণ্যের ওপর— ব্যাখ্যা করো।
উত্তর: কৃষিপণ্য বিপণনে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পণ্য অনুযায়ী প্যাকিং করা।শস্য পরিবহনের জন্য চটের বস্তা ব্যবহৃত হয় কিন্তু সবজি, ফুল- ফলের জন্য চটের বস্তা উপযুক্ত নয়। এসব পণ্যের জন্য বাঁশের বিশেষটুকরি বা হার্ডবোর্ড কাগজের বাক্স দরকার যাতে পরিবহনের সময় পণ্যে আঘাতজনিত ক্ষতি না হয়। মাছের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ ভ্যান বা বরফযুক্ত বাঁশের টুকরি প্রয়োজন। মাছের পোনা পরিবহনে প্রয়োজন পানি ভরা বড় পাত্র যাতে পোনা অক্সিজেনের অভাবে মারা না যায়।
প্রশ্ন-৯. সমবায়ের অকাল মৃত্যু ঠেকাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন?
উত্তর: সমবায় গঠনের সময় মূল শর্ত বা বিধিগুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে হবে। সমবায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।কৃষি পরিকল্পনা, বাস্তবায়ন, উৎপাদন, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত সকল হিসাব সুষ্ঠুভাবে রক্ষা করতে হবে। প্রত্যেক সদস্যকে বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মুনাফা বণ্টন ও হিসাব উপস্থাপন করতে হবে। এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমবায়ের অকাল মৃত্যু ঠেকানো যায় ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. একই উদ্দেশ্যে একজোট হয়ে কোন কাজটি করা হয়?
ক) নাটক
খ)অভিনয়
গ) সমবায়
ঘ)রাজতন্ত্র
উ:গ
২.সমবায় সমিতির মূল কাজ কী?
ক.সমবায়ে উচ্ছুকদের একত্রি করা
খ) পারিবারিক কাজে সটিক ব্যবস্থাপনা
গ) রাসায়নিক সার
ঘ) উন্নত বীজ
উ:ক
৩.সমবায় কাদের জন্য নিজস্ব পেশাগত সংগঠন?
ক) শ্রমিকদের
খ) কৃষকদের
গ) ছাত্রদের
ঘ) চাকরিজীবীদের
উ:খ
8.সমবায়ের ভিত্তিতে দ্রব্য উৎপাদনের মূল্য উদ্দেশ্য কী?
ক) অধীক ফলন
খ) বিপণন
গ) মুনাফা অর্জন
ঘ) কম ক্ষতি
উ:গ
৫.কৃষি সমবায়গুলো সাধারণত কিরূপ হওয়া উচিত?
ক)অঞ্চলভিত্তিক
খ) বিভাগভিত্তিক
গ) জেলাভিত্তিক
ঘ) পরিবারভিত্তিক
উ:ক
৬.আধুনিক কৃষি—ও বিভাগভিত্তিক
ক) ব্যয়বহুল
খ) অনুন্নত
গ) সহজলভ্য
ঘ) কম খরচ
উ:ক
৭.টাকার অভাব দূর করে কৃষিকাজের জন্য কয়েকজন কৃষক একত্রে সংগঠিত হওয়াকে কী বলে?
ক) কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়
খ) কৃষি উৎপাদন সমবায়
গ) কৃষি উপকরণ সমবায়
য কৃষি মূলধন সমবায়
উ:ঘ
৮. কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কোন সমবায়টি অধিক কার্যকর?
ক) সঞ্চয় সমবায়
খ)কৃষি উপকরণ সমবায়
গ) কৃষি উৎপাদন সমবায়
ঘ) কৃষি বাজারজাতকরণ সমবায়
উ:গ
৯.গ্রামের প্রান্তিক চাষিরা একত্রে একটি পাওয়ার টিলার ক্রয় করতে কোন উপায় গ্রহণ করবে?
ক)ব্যাংক ঋণ
খ) কৃষি উপকরণ সমবায়
গ) এনজিও সহায়তা
ঘ) ধারে সংগ্রহ
উ)খ
১০. ক্ষুদ্র কৃষক আৰু কৃষিপণ্য বিক্রি করে উপযুক্ত মূল্য পায় না। সমস্যা সমাধানে আবুকে গ্রামে কোন সমবায় সমিতির সদস্য হতে হবে।
ক) কৃষি উপকরণ সমবায়
খ) কৃষি উৎপাদন সমবায়
গ) কৃষি মূলধন সমবায়
ঘ) কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়
উ:ঘ
১১.সর্বনিম্ন কত হেক্টর জমি না হলে একটি লাভজনক কৃষি খামার পরিচালনা করা যায় না?
ক)এক
খ) দুই
গ) তিন
ঘ)চার
উ:ক
১২. কৃষি সমবায় প্রক্রিয়ায় অনেক জমিকে কী করা হয়?
ক)জলাধারে রূপান্তরিত করা হয়।
খ) একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়
গ)একই ফসল জমিগুলোতে চাষ করা হয়
ঘ) জাল দিয়ে বেড়া দেওয়া হয়
উ:খ
১৩.কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়?
ক) সার
খ) ট্রাকটর
গ) অর্থ
খ) পানি
উ:ঘ
১৪. সমবায়ের ভিত্তিতে কৃষি কাজের জন্য সবচেয়ে নিরাপদ পানি কোনটি?
ক) নলকূপ
খ) জলাধার
গ)নদীর পানি।
খ) জলাধার
উ:খ
১৫. নিচের কোনটি যথাসময়ে নিরাপদে প্রাপ্তি কৃষির জন্য খুবই সহায়ক?
ক) জমি
খ) সার
গ) বীজ
ঘ) ঋণ
উ:ঘ
১৬. ঋণ গ্রহণ সহজ হয় সাধারণত কার জন্য?
ক) কৃষকদের
খ)রেজিষ্ট্রিকৃত সমবায়ের
গ)গ্রামের মহিলাদের
ঘ) দুস্থ জনগণের
উ:খ
১৭. কৃষিপণ্য উৎপাদনে লক্ষ রাখতে হবে
i. পরিবেশবান্ধব কিনা
ii. স্বাস্থ্যকর কিনা
iii. রপ্তানি উপযোগী কিনা
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)i’ii
গ) ii ও iii
ঘ) i iiও iii
উ:খ
১৮. কৃষিপণ্য বিপণনে কীসের উপর নির্ভর করে, পণ্যকিং করতে হয়?
ক) পণ্য
খ) দূরত্ব
গ) পরিবহন
ঘ) আবহওয়া
উ:ক
১৯. কোনটি পরিবহনে চটের বস্তা উপযুক্ত?
ক) দানাশস্য
খ) সবজি
গ) ফুল
ঘ) ফল
উ:ক
২০. কৃষি সমবায় কী ধরনের কার্যক্রম?
ক) একক কার্যক্রম
খ) দ্বৈত কার্যক্রম।
গ) সার্বজনীন কার্যক্রম
ঘ) সমন্বিত কার্যক্রম
উ:ঘ
২১. কৃষি সমবায়ের মূল শর্ত কী?
ক) বিনিয়োগ ও বণ্টন
খ) বিনিয়োগ ও উৎপাদন
গ) স্বচ্ছতা ও জবাবদিহিতা
ঘ) মূলধন ও শ্রম
উ:গ
২২. কৃষি উপকরণ সমবায়ের কাজ কী?
ক) মূলধন সংগ্রহ
খ) কৃষিপণ্য বিক্রয়
গ) বীজ সংগ্রহ
ঘ) ভর্তুকি গ্রহণ
উ:গ
২৩. সমবায়ের ভিত্তিতে দ্রব্য উৎপাদনের মূল উদ্দেশ্য কী?
ক) অধিক ফলন
খ) বিপণ
গ) মুনাফা অর্জন
ঘ) কম ক্ষতি
উ:গ
২৪. সমবায়ী সংগঠনের মাধ্যমে উপকৃত হবে
i. সংগঠনের সদস্য
ii. সাধারণ ব্যবসায়ী সমাজ
iii.দেশ
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)i’iii
গ) ii ও iii
ঘ) i iiও iii
উ:খ
২৫. সমবায়ীরা তখন লাভবান হবেন, যখন সংগঠন হবে-
i, দক্ষ
ii,সত
iii. শক্তিশালী
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)i’iii
গ) ii ও iii
ঘ) i iiও iii
উ:ঘ
সৃজনশীল প্রশ্ন
১. প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। ফসল উৎপাদনের ক্ষেত্রে সেচ, চাষ, ফসল সংগ্রহ প্রক্রিয়ার সংকট, যন্ত্রপাতি সংকটে গ্রামের দরিদ্র কৃষকগণ যথেষ্ট প্রতিকূলতা মোকাবেলা করে চলছে। বিশ্ববিদ্যালয় পড়া শেষে গ্রামে ফিরে এসে যুবক হারুন এমন পরিস্থিতি মোকাবেলার জন্য গ্রামের আগ্রহী কৃষকগণকে ডেকে একসাথে আলোচনায় বসে এবং সর্বসম্মতিক্রমে যৌথভাবে সাংগঠনিক প্রক্রিয়া অবলম্বন করে পরিস্থিতি উত্তরণে সম্মত হয়।
[ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড ২০২০]
খ. কৃষিকাজের জন্য অর্থসংকটে থাকা গ্রামীণ কৃষকদের জন্য কোন ধরনের পদক্ষেপ প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে দরিদ্র কৃষকগণকে পরিস্থিতি উত্তরণে কোন ধরনের সমবায় সংগঠন তৈরি করতে হবে বর্ণনা করো।
ঘ. “যুবক হারুনের প্রচেষ্টা বাংলাদেশের প্রতিটি গ্রামের জন্য অনুসরণীয়” —বক্তব্যটির সপক্ষে যুক্তিসহ মতামত দাও।
2.
ক. কৃষিপণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য কী?
খ. নির্দিষ্ট বিপণন সংস্থার সাথে আগে থেকে চুক্তি করা প্রয়োজন কেন? ২
গ. A চিহ্নিত সমবায়টির কার্যক্রম ব্যাখ্যা করো ।
ঘ. কৃষি ও কৃষকের উন্নয়নে উল্লিখিত বিষয়টির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
ক. কৃষি সমবায় কী?
খ. কৃষি সমবায়ের উদ্দেশ্য কী?
গ. নিয়ামতি গ্রামের কৃষকরা কীভাবে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. নিয়ামতি গ্রামের কৃষকদের উদ্যোগটির যৌক্তিকতা মূল্যায়ন করো ।
8.
খ. কৃষি সমবায় বলতে কী বোঝ?
গ. চিত্রে উল্লিখিত বিষয়টির প্রকার এবং বিপণন ব্যাখ্যা করো।
ঘ. চিত্র উল্লিখিত কার্যক্রমটি গ্রামীণ কৃষি সমাজে খুব প্রয়োজন- ব্যাখ্যা
করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url