মুক্তিযুদ্ধে নারীদের অবদান

গণিত জব প্রস্তুতি,বীজগণিত জব প্রস্তুতি,পাটিগণিত জব প্রস্তুতি ,প্রাইমারি জব প্রস্তুতি,নিবন্ধন প্রস্তুতি,জ্যামিতি জব প্রস্তুতি,প্রাইমারি জব প্রস্তুতি,নিবন্ধন প্রস্তুতি


Contribution of women in the liberation war

মুক্তিযুদ্ধে নারীদের অবদান


সেতারা বেগম



  • সেতারা বেগমের জন্মস্থান ⇒কিশোরগঞ্জ
  • মুক্তিযুদ্ধের সময় সেতারা বেগম কোন সেক্টরের অধীনে ছিল ⇒৪ নং সেক্টরের 
  • কোন নারী মুক্তিযোদ্ধা সর্ব প্রথম বীর প্রতীক খেতার পান ⇒ সেতারা বেগম
  • সেতারা বেগমকে চিহ্নিত করা হয় ⇒ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 
  • মুক্তিযুদ্ধের সময় সেতারা বেগম সেনাবাহিনীর কোন পদে ছিলেন ⇒ ক্যাপ্টেন

তারামন বিবি

মুক্তিযুদ্ধে ভূমিকা 
তারামন বিবি ১১ নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুরে ছিলেন। তখন ১১ নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন। যিনি তারামনের গ্রামের পাশের একটি ক্যাম্পের দায়িত্বে ছিলেন।

  • তারামন বিবির জন্মস্থান ⇒ কুড়িগ্রাম
  • মুক্তিযুদ্ধের সময় তারামন বিবি কোন সেক্টরের অধীনে ছিলেন ⇒ ১১ নং সেক্টরে 
  • তারামন বিবিকে বীর প্রতীক পদক দেওয়া হয় ⇒১৯ ডিসেম্বর, ১৯৯৫ সালে 
  • মুক্তিযুদ্ধের সময় তারামন বিবি কার বাসায় অস্ত্র চালানোর দীক্ষা দেন⇒মহিম হাবিলদার 
  • সরকার তারামন বিবিকে একটি বাড়ি উপহার দেন ⇒ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়
  • বীর প্রতীক তারামন বিবি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে ⇒ রাজিবপুর, কুড়িগ্রাম
  • তারামন বিবির বীর প্রতীকের খেতাব নম্বর কত ⇒৩৯৪

কাকন বিবি

কাকন বিবি মুক্তিযুদ্ধে যোগ দেন একজন 'ইনফরমার' হিসেবে। যার কাজ ছিল পাকিস্তানি ক্যাম্পে ঢুকে তাদের হাতিয়ারের ধরন, সংখ্যা ও সৈনিকদের অবস্থান সম্পর্কে খবর সংগ্রহ করা। স্বামী শাহেদ আলী তার এই কাজে বাধা দিলেও তিনি তা উপেক্ষা করেন। সেই কঠিন দায়িত্ব পালন করার জন্য তিনি কয়েক দিন সময় নেন।

  • কাকন বিবির বাড়ি কোন জেলায় ⇒ সিলেট
  • কাকন বিবি কোন সেক্টরের অধীনে কাজ করতেন ⇒৪ নং
  • কাকন বিবিকে চিহ্নিত করা হয় ⇒১৯৯৬ সালে
  • খেতাব বিহীন মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন ⇒কাকন বিবি 
  • মুক্তিবেটি নামে পরিচিত ⇒কাকন বিবি
  • কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন ⇒ খাসিয়া
  •  কাকন বিবির জন্ম⇒ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে
  • ইসলাম ধর্ম গ্রহণের পর কাকন বিবির নাম দেয়া হয় ⇒নুরজাহান বেগম 
  • কোন ব্যক্তির সহযোগিতায় কাকন বিবি যুদ্ধে অংশগ্রহণ করেন ⇒রহমত আলী
  • মুক্তিযুদ্ধের সময় কোন মহিলা গুপ্তচরবৃত্তির দায়িত্ব পালন করেন ⇒কাকন বিবি 
  • কাকন বিবিকে কোন ক্যাম্পে বন্দি রাখা হয় ⇒টেংরাটিলা
  • কাকন বিবি মৃত্যুবরণ করেন⇒২১ মার্চ,২০১৮

আশালতা বৈদ্য



আশালতা বৈদ্য মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধের ৮ ও ৯নং সেক্টরে কোটালীপাড়া সীমানা সাব-সেক্টরের কমান্ডার হেমায়েত উদ্দিনের বাহিনীতে যোগ দেন। তিনি হেমায়েত বাহিনীর মহিলা কমান্ডের প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

  • মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডার ⇒ আশালতা বৈদ্য
  •  আশালতা বৈদ্যের জন্মস্থান ⇒গোপালগঞ্জ

সেলিনা পারভীন


তিনি সাপ্তাহিক বেগম, সাপ্তাহিক ললনা, ও শিলালিপি পত্রিকায় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর আল বদর বাহিনী কর্তৃক অপহৃত হওয়ার পর তাকে নির্যাতন করে হত্যা করা হয় এবং রায়ের বাজার বধ্যভূমিতে তার মৃতদেহ পাওয়া যায়।

  •  মুক্তিযুদ্ধে নিহত একমাত্র নারী সাংবাদিক ⇒সেলিনা পারভীন

জাহানারা ইমাম


  • মুক্তিযুদ্ধে কোন লেখক তার সন্তানকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে ভূমিকা রাখেন⇒জাহানারা ইমাম 
  • মুক্তিযুদ্ধে কোন লেখকের সন্তান শহীদ হয় ⇒জাহানারা ইমাম
  • শহীদ রুমী কোন লেখকের সন্তান ⇒ জাহানারা ইমাম
  • জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ⇒ দ্বীপ নিভে যায়

মুক্তিযুদ্ধে নারীদের পরিণতি

  •  ডা. ডেভিসের মতে, মুক্তিযুদ্ধে অন্ত:সত্ত্বা মহিলার সংখ্যা ⇒২ লাখ
  • মুক্তিযুদ্ধে অন্ত:সত্ত্বা মহিলাদের সাহায্য কর্মসূচীর আগেই কতজন গর্ভপাত করেছেন ⇒১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার
  • মুক্তিযুদ্ধে নির্যাতিতা নারীদের সেবা করার জন্য কোন চিকিৎসক বাংলাদেশে এসেছিলেন ⇒ডা. জিওফ্রে ডেভিস (অস্ট্রেলিয়ান চিকিৎসক)
  • সুসান ব্রাউন মিলারের মতে, মুক্তিযুদ্ধে কতজন নারী ধর্ষণের শিকার হয় ⇒প্ৰায় ৪ লাখ
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে কোন নারীর বর্ণনায় নারী নির্যাতনের বীভৎস্য চিত্র ফুটে উঠেছে ⇒রাবেয়া
  • কোন বইতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারী ধর্ষণের ঘটনার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নারী ধর্ষণের তুলনা করা হয় ⇒Against our will; Men, women and Rape
  • পাকিস্তানের কোন পত্রিকা সেন্সরশীপ উপেক্ষা করে সেনা কর্তৃক মুক্তিযুদ্ধে নারী. ধর্ষণের সংবাদ প্রকাশ করে ⇒ দি ডন (The Don )
  • বীরাঙ্গনাদের পুনর্বাসন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন কে ⇒ ড. নীলিমা ইব্রাহিম
  •  মুক্তিযুদ্ধে বাংলাদেশের কোথায় নারীদের ট্রেনিং দেয়া হতো ⇒ সাজেদা চৌধুরীর বাড়িতে, ইন্দিরা রোড
  • মুক্তিযুদ্ধে নারীদের সশস্ত্র ট্রেনিংয়ের জন্য ক্যাম্প স্থাপিত হয় কোথায় ⇒ কোলকাতার গোবরা এলাকায়
  • গোবরা ক্যাম্পের পরিচালনার দায়িত্বে ছিলেন ⇒ সৈয়দা সাজেদা চৌধুরী

মুক্তিযুদ্ধ ভিত্তিক ট্রিকস

যেসকল দেশগুলো বাংলাদেশ কে প্রথম স্বীকৃতি দিয়েছিলো।

সূত্র: ভেফি ভাই মা পোলায়ে কানা গরু পোসে

  • ভে > ভেনিজুয়েলা,
  • ফি > ফিজি,
  • ভা > ভারত, 
  • ই > ইরাক, 
  • মা > মালেয়েশিয়া,
  • পোলায়ে> পোল্যান্ড,
  • কানা > কানাডা,
  • পো > পোল্যান্ড, 
  • সে > সেনেগাল

  1. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিন আমেরিকান দেশ ⇒  ভেনিজুয়েলা
  2. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ান দেশ ⇒  ফিজি
  3. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ⇒ ভারত
  4. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ⇒ ইরাক
  5. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ ⇒ মালয়েশিয়া
  6. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ ⇒ পোল্যান্ড
  7. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশ ⇒  কানাডা 
  8. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপিয়ান দেশ ⇒  পোল্যান্ড 
  9. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ ⇒  সেনেগাল 

মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডার সম্পর্কে 

* মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এগুলো সূত্র আকারে তুলে ধরা হলে।।

১নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস:ফেনী শহরের এক নাম্বার টার্মিনালে রফিক সড়কে জিয়াউর রহমানের বাচ রাখা আছে।

  • ফেনী ⇒  ফেনী,
  • বা ⇒   বান্দরবান, 
  • চ⇒   চট্টগ্রাম, 
  • রা ⇒   রাঙামাটি, 
  • খা ⇒  খাগড়াছড়ি।

মুক্তি যুদ্ধের সময় এই জেলাগুলো ১নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল মেজর রফিকুল ইসলাম ও মেজর জিয়াউর রহমান।

২নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস: ফরিদ ভৈরব নদী থেকে দুইটি কুমির ধরে আখি কে দেখিয়ে ঢাক পিটিয়ে খালেদ ও হায়দার এর কাছে নিয়ে এল ।

  • ফরিদ ⇒  ফরিদপুর,ভৈরব, 
  • কুমির ⇒  কুমিল্লা, 
  • আখি ⇒  আখাউড়া, 
  • ঢাক ⇒  ঢাকা, 
  • নিয়ে ⇒  নোয়াখালী

মুক্তি যুদ্ধের সময় এই জেলাগুলো ২নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল মেজর খালেদ মোশারফ ও মেজর এ টি এম হায়দার ৷

৩নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস: শফিউল্লাহ ও নুরুজ্জামান তিন নাম্বার স্টেডিয়ামে হকি খেলছে। 

  • হ⇒ হবিগঞ্জ, 
  • কি ⇒কিশোরগঞ্জ 

মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৩নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল মেজর কে এম শফিউল্লাহ ও মেজর এ এন এম নুরুজ্জামান।

৪নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস:রব ও দত্তের চ্যানেল সিলেটের চার নং এলাকার শায়েস্তাগঞ্জ পর্যন্ত চলে গেছে। 

  •  সিলেট, 
  • শায়েস্তাগঞ্জ ।

মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৪নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল মেজর সি আর দত্ত এবং ক্যাপ্টেন এ রব।

৫নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস:শওকত আলী এখন সুময় কত? ৫ টা

  • সু ⇒সুনামগঞ্জ, 
  • ময় ⇒ময়মনসিংহ।

মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৫নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল মেজর শওকত আলী ।

৬নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস:বাসার ছয় ঘন্টায় রংপুর গিয়ে ঠাকুর কে প্রণাম করল ।

  •  রংপুর, 
  • ঠাকুর ⇒ ঠাকুরগাঁও।

মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৬নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল এম. কে. বাশার

৭নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস: নানু রব সাত বউকে নিয়ে দিব পারা বাস করে।

  •  দি ⇒দিনাজপুর, 
  • ব⇒বগুড়া, 
  • পা ⇒ পাবনা, 
  • রা ⇒ রাজশাহী।

মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৭নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল, 

  • না ⇒মেজর নাজমুল হক, 
  • নু ⇒ মেজর নুরুজ্জামান ও মেজর এ রব।

৮নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস: ওসমান ও মনসুর JK থেকে GM পদে উন্নীত হয়েছে।

  • J ⇒Jashore, 
  • K ⇒ Kustia,
  •  G⇒ Gopalgonj,
  •  Mujibnagor। মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৮নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল, মেজর আবু ওসমান ও মেজর এম.এ মনসুর ।

৯নং সেক্টর ও সেক্টর কমান্ডার

ট্রিকস: জলিল আর জয়নাল নয় মনজুরও দৌলতপুর নদীতে খুব বড় একটি সাপ দেখেছে।

  • খু ⇒ খুলনা, 
  • ব⇒ বরিশাল, 
  • সা ⇒সাতক্ষিরা, 
  • প⇒পটুয়াখালী ।

মুক্তিযুদ্ধের সময় এই জেলাগুলো ৯নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিল, মেজর আব্দুল জলিল, মেজর জয়নাল আবেদীন ও এম.এ. মনসুর।

১০নং সেক্টর

  •  মুক্তিযুদ্ধের সময় নৌ⇒ সেক্টর ছিল ১০নং সেক্টরের অধীনে।

 ১১নং সেক্টর ও সেক্টর কমান্ডার 

মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল জেলা ছিল ১১নং সেক্টরের অধীনে এবং সেক্টর কমান্ডার ছিল, মেজর আবু তাহের ও ফ্লাইট লেঃ এম. হামিদুল্লাহ ।

 বীরশ্রেষ্ঠদের সম্পর্কে মনে রাখার ট্রিকস: 

বীরশ্রেষ্ঠের নাম

মুন্সি আব্দুর রউফ

ট্রিকস: নায়ক আব্দুর রউফ ইপির এক নাম্বর ফরাঙ্গা প্রেমিক

  • নায়ক ⇒ ল্যান্স নায়েক, 
  • ইপির ⇒ ই.পি.আর, 
  • ফ ⇒ফরিদপুর, 
  • রাঙ্গা⇒ রাঙ্গামাটি

মোস্তফা কামাল

ট্রিকস: সিপাহী কামাল ভুলে দুই নাম্বার ব্রাহ্মণের কাছে গেল ।

  •  ভুলে ⇒ ভোলা, 
  • ব্রাহ্মণ ⇒ ব্রাহ্মনবাড়িয়া

 নূর মোহাম্মদ

ট্রিকস:নায়ক নূর মোহাম্মদ ইপি কে আটবার নড়া দিয়ে যশোর চলে গেল।

  • নায়ক ⇒  ল্যান্স নায়েক, 
  • ইপি⇒ ই.পি.আর, 
  • নড়া⇒ নড়াইল, যশোর।

মতিউর রহমান

ট্রিকস: ঢাকার মতি বিমানে পাকিস্তান গেল ।

  • ঢাকা, মতি ⇒ মতিউর, পাকিস্তান

আরো পড়ুন ট্রিকস: 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url