বিজ্ঞানের সকল ট্রিকস

All the tricks of science


রংধনুর রং ৭ টি মনে রাখার কৌশল

ট্রিকস : আনীস কলা কিনতে হবে।

  • আ = আসমানী, 
  • নী = নীল, 
  • স = সবুজ,
  • ক = কমলা, 
  • লা = লাল, 
  • হ = হলুদ,
  • বে = বেগুনী

মৌলিক রং ৩ টি

ট্রিকস : আসল

  • আ= আসমানী/নীল,
  • স = সবুজ, 
  • ল = লাল

চৌম্বক পদার্থ মনে রাখার টেকনিক

ট্রিকস :চলো আর কটি নিকা করি।

  • চ = চুম্বক,
  • লো = লোহা, 
  • ক = কপার,
  •  টি = টিন, 
  • নি = নিকেল,
  • কা =কোবাল্ট

নিস্ত্রীয় গ্যাস ৬টি মনে রাখার টেকনিক

ট্রিকস : করিম রেড জেন নিয়ে আর এলো ।

  • করিম = ক্রিপ্টন,
  • রেড=রেডন, 
  • জেন = জেনন,
  •  নিয়ে = নিয়ন, 
  • আর = : আর্গন
  • এলো = হিলিয়াম ।

উপধাতু মনে রাখার টেকনিক

ট্রিকস: জি বেয়াই এখানে বসেন আসতেসি

  • জি = জার্মেনিয়াম, 
  • বেয়াই = বিসমাথ,
  • এখানে = এ্যান্টিমনি, 
  • বসেন = বোরন,
  • আস = আর্সেনিক,
  • তে = টেলুরিয়াম,
  • সি = সিলিকন।

অভিজাত ধাতু মনে রাখার টেকনিক

ট্রিকস: সিলভা সোনা পেল ।

  • সিলভা = সিলভার, সোনা,
  • পেল = প্লাটিনাম।

উজ্জ্বল ধাতু মনে রাখার টেকনিক

ট্রিকস: মাগো আলু সোডা কাল ছিল।

  • মাগো=ম্যাগনেশিয়াম, 
  • আলু = অ্যালুমিনিয়াম,
  • সোডা = সোডিয়াম, 
  • কাল =ক্যালসিয়াম,
  •  ছিল = সিলভার।

তরল ধাতু মনে রাখার টেকনিক

ট্রিকস: সিপা ফ্রান্সে গাড়ি কিনেছে।

  • সি = সিজিয়াম,
  • পা = পারদ,
  • ফ্রান্সে = ফ্রান্সিয়াম,
  • গাড়ি = গ্যারিয়াম ।

নরম ধাতু মনে রাখার টেকনিক

ট্রিকস: কালো লেডি পটানোর সহজ ম্যাজিক ।

  • কালো =ক্যালসিয়াম, 
  • লেডি= লেড, 
  • পটানো=পটাশিয়াম, 
  • সহজ =সোডিয়াম, 
  • ম্যা = ম্যাগনেসিয়াম, 
  • জিক = জিংক।

মৃৎ ক্ষার ধাতু মনে রাখার টেকনিক

ট্রিকস: বিধবা মায়ের ক্যাডার সন্তান রহিম বাদশা ।

  • বিধবা = (Be) বেরিলিয়াম, 
  • মায়ের = (Mg) ম্যাগনেসিয়াম, 
  • ক্যাডার = (Ca) ক্যালসিয়াম, 
  • সন্তান = (Cr) স্টোনসিয়াম, 
  • রহিম (Ra) রেডিয়াম, 
  • বাদশা = (Ba) বেরিয়াম
ইলেকট্রন, প্রোটন এবং নিউটন এর আবিস্কারক
ট্রিকস : ইট পরে নিচে।

মৌলিক কণিকা ও আবিস্কারকের নাম

  • ই = ইলেকট্রন
  • ট= টমসন (থমসন)
  • প = প্রোটন
  • রে = রাদারফোর্ড
  • নি = নিউটন
  • চে = চ্যাডউইক

রাস্তায় ট্রাফিক সিগনালের বাতি ট্রিকস : লাহস হলা ।

  • লা = লাল,
  •  হ = হলুদ,
  •  স = সবুজ,
  •  হ = হলুদ,
  •  লা = লাল।
  • সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি= সৌর রশ্মি
  • জীব জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি =অতি বেগুনী রশ্মি
  • অভিকর্ষ ত্বরণ G এর মান =পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী ।
  • শীতকালে রঙ্গীন কাপড় আরামদায়ক।
  • গরমকালে সাদা কাপড় আরামদায়ক ।
  • সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যর বিকিরণ=বেগুনী রশ্মি ।
  • সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যর বিকিরণ=গামা রশ্মি।

সৌরজগত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

সৌরজগতের ৮ টি গ্রহ সূর্য হতে দুরত্বের ক্রমানুসারে মনে রাখার টেকনিক। 

ট্রিকস: বুশ এর প্রেম বেশ ইউনিক

  • বু = বুধ,
  • শ = শুক্র, 
  • প্রে = পৃথিবী,
  • ম = মঙ্গল, 
  • বে = বৃহস্পতি,
  • শ = শনি,
  • ইউ= ইউরেনাস, 
  • নিক = নেপচুন

  1. পৃথিবী সৌরজগতের একটি = গ্রহ।
  2. সূর্যের নিকটতম গ্রহ= বুধ
  3. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ-বুধ
  4. সৌরজগতের বৃহত্তম গ্রহ/গ্রহরাজ-বৃহস্পতি
  5. পৃথিবীর নিকটতম গ্রহ-শুক্র
  6. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক বেশী-শুক্র
  7. পৃথিবীর একমাত্র উপগ্রহ-চাঁদ
  8. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ-শনি
  9. পৃথিবীর শক্তির মূল উৎস-সূৰ্য্য
  10. সূর্যের নিকটতম নক্ষত্র-প্রক্সিমা সেন্টারাই
  11. সৌরজগতের সবচেয়ে বেশী উপগ্রহ আছে-শনির
  12. সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই-বুধ ও শুক্র
  13. লাল গ্রহ কাকে বলা হয়- মঙ্গল গ্রহকে
  14.  সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে ২৫ দিন।
  15. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে= ৮মিনিট ২০সেকেন্ড
  16. পৃথিবী থেকে চাঁদের দুরত্ব=৩,৮১,৫০০ কি.মি. 
  17. পৃথিবীর আনুমানিক বয়স=৪৫০ কোটি বছর
  18. ফিলাটেলি-ডাকটিকেটবিদ্যা
  19. সিসমোলজি- ভূ-কম্পন বিষয়কবিদ্যা

কিছু অজানা তথ্য পশু-পাখি সম্পর্কে

  • কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে➡২৮ হাজার গুণ বেশী
  • কোন প্রাণী সবচেয়ে বেশী ঘুমায়➡বিড়াল (১৮ ঘন্টা)
  • কোন মশা মানুষের রক্ত খায়➡স্ত্রী মশা
  • পুরুষ ব্যাঙ বর্ষাকালে ডাকে, আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ ।
  • কোন পাখি পিছনের দিকে উড়তে পারে ➡হার্মিং বার্ড
  • কোন প্রাণী একই সাথে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে➡গিরগিটি
  • কোন প্রাণী একসাথে ৩০ টি ডিম পারে➡টিকটিকি
  • কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমায়➡মাছ
  • কোন প্রাণী কোনদিন ঘুমায় না➡পিঁপড়া
  • কোন প্রাণীর গর্জন ৫ মাইল দুর থেকেও শোনা যায়➡সিংহ
  • নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। যার ওজন প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল (১২৫ টন প্রায়)।
  • শামুক এমন একটি প্রাণী যার চোখ নষ্ট হয়ে গেলে আবার নতুর চোখ গজায় । কোন প্রাণী নিজের প্রয়োজনে লিঙ্গ পরিবর্তন করতে পারে ➡ ঝিনুক ।
  • প্রজাপতির চোখে লেন্স থাকে ১০০০ এর বেশী তারপর প্রজাপতি লাল, সবুজ ও হলুদ রং বেশী দেখে ।
  • স্তন্যপায়ী প্রাণীদের মাঝে একমাত্র কোন প্রাণীটি উড়তে পারে ➡বাদুড় ।

পদার্থ বিজ্ঞানের কিছু তথ্য

  • শব্দের গতি সবচেয়ে বেশী➡কঠিন মাধ্যমে ৷
  • শব্দের গতি সবচেয়ে কম➡বায়বীয় মাধ্যমে।
  • চা তাড়াতাড়ি ঠান্ডা হয়➡কালো রঙের কাপে ৷ 
  • চা দেরিতে ঠান্ডা হয়➡সাদা রঙের কাপে । 
  • পানি বরফে পরিণত হলে➡আয়তনে বাড়ে
  • বরফ পানিতে পরিণত হলে➡আয়তনে কমে
  • ব্যাটারি থেকে পাওয়া যায় ➡ডিসি কারেন্ট
  • সর্বোত্তম তড়িৎ পরিবাহক➡তামা

মৌলিক রাশি মনে রাখার টেকনিক

ট্রিকস:  : দীর্ঘ সময় ধরে তাপ দিয়ে তড়িৎ পদার্থের ভর পেল।

  • দীর্ঘ= দৈর্ঘ্য, সময়, 
  • তাপ = তাপমাত্রা, 
  • দিয়ে = দীপন ক্ষমতা, তড়িৎ প্রবাহ, 
  • পদার্থ = পদার্থের পরিমান, ভর ।

লব্ধ রাশি মনে রাখার টেকনিক

ট্রিকস:  : তরুন বেগে বল করে চাপ দিল ।

  • তরুন = তরণ,
  •  বেড়ে = বেগ, বল, 
  • করে = কাজ, 
  • চাপ = তাপ

ভেক্টর রাশি মনে রখার টেকনিক

ট্রিকস: মদন প্রবল ওজনের বল তড়িৎ বেগে তরুণ কে মেরে ভেদাস্ক কে সরণ করে।

  • মদন = মন্দন, 
  • প্রবল=প্রাবল্য, ওজন, বল, তড়িৎ,
  • বেগে = বেগ, 
  • তরুণ =তরণ, ভেদাস্ক, সরণ

স্কেলার রাশি মনে রাখার টেকনিক

ট্রিকস: ভর দিয়ে দ্রুত কাজ তড়িৎ মাত্রায় শেষ কর ।

  • ভর, 
  • দিয়ে = দৈর্ঘ্য, 
  • দ্রুত = দ্রুতি, কাজ, তড়িৎ, বিভব, 
  • মাত্রায় = তাপমাত্ৰা,
  • শেষ= সময়

 এসিড সম্পর্কে

  • দুধে কোন এসিড থাকে -ল্যাকটিক এসিড  
  • আমলকিতে কোন এসিড থাকে--অক্সালিক এসিড
  • লেবুতে কোন এসিড থাকে-সাইট্রিক এসিড
  • কমলালেবুতে কোন এসিড থাকে-অ্যাসকরবিক, সাইট্রিক, ম্যালিক
  • আপেল/গাজরকোন এসিড থাকে-ম্যালিক
  • আঙ্গুরে/ তেতুলকোন এসিড থাকে =টারটারিক
  • আনারসে কোন এসিড থাকে-সাইট্রিক
  • আমেকোন এসিড থাকে-সাইট্রিক
  • সরিষার তৈল কোন এসিড থাকে-ইরোসিক
  • টমেটো কোন এসিড থাকে-ম্যালিক
  • সাবানে কোন এসিড থাকে-স্টিয়ারিক

মূখ্য বর্ণ - ৩টি

ট্রিকস: ➡ নীলা সবুজ

  • নী = নীল, 
  • লা = লাল, সবুজ

পদার্থের স্থায়ী মূল কণিকা = ৩ টি

ট্রিকস:➡PEN

  • P = প্রোটন,
  • E = ইলেকট্রন, 
  • N = নিউটন

তেজষ্ক্রিয় রশ্মিতে যে কণিকা থাকে তা মনে রাখার ট্রিকস:  : আগাবি

  • আ = আলফা,
  •  গা = গামা,
  •  বি = বিটা ।

জীবাশ্ম জালানি

প্রেটোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা

  • ধাতুর সংখ্যা = ৭৮ টি, 
  • অধাতুর সংখ্যা = ১৯টি,
  •  দুর্বল ধাতু = ৮ টি, 
  • উপধাতু = ৭ টি, 
  • নরম ধাতু ৭ টি,
  • নরম ধাতু = ৬টি, 
  • তীব্র ক্ষার ধাতু = ৬ টি, 
  • মৃৎক্ষার ধাতু = ৬ টি
  • মুদ্রা ধাতু = ৩ টি (কপার, সিলভার, গোল্ড)
  • সবচেয়ে হালকা মৌল = হাইড্রোজেন ।
  • সবচেয়ে ভারী মৌল = ইউরেনিয়াম ।
  •   সকল ধাতু বিজারক পদার্থ । 
  •  সবচেয়ে সক্রিয় ধাতু = লিথিয়াম । 
  •  সবচেয়ে নিষ্ক্রীয় ধাতু = প্লাটিনাম ।
  •  সবচেয়ে হালকা কনা = ইলেকট্রন 
  • সবচেয়ে ভারী কণা = নিউট্রন
  • সবচেয়ে হালকা গ্যাস = হাইড্রোজেন ।
  • সবচেয়ে ভারী গ্যাস = র‍্যাডন।
  • সবচেয়ে হালকা ধাতু = লিথিয়াম
  • সবচেয়ে বেশী ব্যবহৃত ধাতু = লোহা ।
  •  সবচেয়ে মূল্যবান ধাতু = প্লাটিনাম ।
  • মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলে =পরমাণু ।
  • যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলে =অণু ।
  • সবচেয়ে দ্রুত ক্ষয় প্রাপ্ত = দস্তা ৷
  • পানিতে ভাসে = সোডিয়াম, পটাসিয়াম, লিথিয়াম ।
  • প্রকৃতিতে সবচেয়ে বেশী পাওয়া যায় = অ্যালুমিনিয়াম ।
  • কোন মৌলিক পদার্থ পৃথিবীতে অধিক পরিমান আছে = অক্সিজেন ।

বিভিন্ন রাশির একক

  • রাশি  - একক
  •  দৈর্ঘ্য-মিটার
  • ক্ষেত্রফল-বর্গমিটার
  • আয়তন-ঘনমিটার
  • শক্তি / কাজ / তাপ-জুল
  • চাপ-প্যাসকেল
  • ক্ষমতা-ওয়াট
  • বল/ওজন-নিউটন
  • সময়-সেকেন্ড

  • বেগ-মিটার / সেকেন্ড
  • তাপমাত্রা- কেলভিন
  • ঘনত্ব-কিলোগ্রাম/ঘনমিটার
  • তরণ-মিটার / সেকেন্ড
  • বিদ্যুৎ শক্তির-কিলোওয়াট/ঘন্টা
  • কমপাংক-হার্জ
  • আপেক্ষিক সুপ্ত তাপ-জুল/কিলোগ্রাম
  • রোধ-ওহম
  • তড়িৎ প্রবাহ-অ্যাম্পিয়ার
  • লেন্সের ক্ষমতা-ডায়াস্টার
  • এক্সরে-রন্টজেন
  • তড়িৎ বিভব-ভোল্ট
  • তেজস্ক্রিয়তা-বেকেরেল

গুরুত্বপূর্ণ কিছু বেসিক তথ্য

  • ভৌত অবস্থায় গ্যাসীয় এমন মৌলিক পদার্থের সংখ্যা -১১ টি
  • আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা-১১৮ টি
  • নাম করন করা হয়েছে-১১৪ টি
  • স্বীকৃতি দেওয়া হয়েছে-১১২ টি
  • প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা-৯৮ টি
  • কৃত্রিম উপায়ে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা-২০ টি
  • ভৌত অবস্থায় কঠিন এমন মৌলিক পদার্থের সংখ্যা-৯৩ টি
  • ভৌত অবস্থায় তরল এমন মৌলিক পদার্থের সংখ্যা -৬ টি
  • হ্যালোজেন মৌলের সংখ্যা-১১টি
  • খুবই অল্প পরিমান পাওয়া যায়।=৪/৫ টি প্রকৃতিতে

উদ্ভিদের মূখ্য উপাদান ১০ টি

ট্রিকস:  ওই কালো মেয়ে নাইট ক্রিম পেয়ে ফর্সা হয়েছে। 

  • ওই = অক্সিজেন, 
  • কা= কার্বন, 
  • লো = লৌহ, 
  • মেয়ে =নাইট্রোজেন, 
  • ক্রিম = ক্যালসিয়াম,
  •  পেয়ে =পটাশিয়াম, 
  • হয়েছে = হাইড্রোজেন ।

আরো পড়ুন ট্রিকস: 










এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url