এসএসসি ইতিহাস অধ্যায় ৬:মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ) সাজেশন
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অধ্যায় ৬: মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ)
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তরসমূহ:
আমাদের ওয়েবসাইট ও চ্যানেলে তোমাদের স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী! এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!
শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ!
বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।
এখানে ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে।
পেজ সূচিপত্র :অধ্যায় ৪:প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
এগুলো মনে রাখলে যেকোনো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা ।
- বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন— বখতিয়ার খলজি ।
- প্রথম মুসলিম শাসক হিসেবে বাংলা জয় করেন— বখতিয়ার খলজি
- লক্ষ্মণাবতী মুসলমান আমলে পরিচিত ছিল— লখনৌতি নামে।
- শাসকরা সুযোগ পেলেই বিদ্রোহ করত বলে বাংলাকে বলা হতো — বুলগাকপুর।
- বাংলায় প্রথম নৌ-বাহিনী প্রতিষ্ঠা করেন— গিয়াসউদ্দিন ইওজ খলজি।
- মামলুক তুর্কিদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন – তুঘরিল ।
- ফখরুদ্দিন মুবারক শাহের অন্যতম কৃতিত্ব হলো— বাংলার স্বাধীনতা ঘোষণা ।
- বৈষ্ণব ধর্মের প্রবর্তক— শ্রীচৈতন্য।
- বাংলার নাম জান্নাতাবাদ রাখেন— সম্রাট হুমায়ুন।
- বারোভূঁইয়াদের ‘বারো' দ্বরা বোঝানো হয়— অনির্দিষ্ট সংখ্যক জামিদার ।
- ঢাকা বাংলাদেশের রাজধানী হয়— ১৬১০ সালে।
- ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন— সুবাদার ইসলাম খান ।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১.বাংলায় মধ্যযুগের সূচনা করেন কে?
[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ;আন্তঃ ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, রংপুর]
উত্তর: বাংলায় মধ্যযুগের সূচনা করেন ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজি।
প্রশ্ন-২. বাংলায় মধ্যযুগের শুরু হয় কখন?
[সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ]
উত্তর: মুসলমান শাসনের সূচনাকাল থেকে বাংলায় মধ্যযুগের শুরু হয়।
প্রশ্ন-৩. বখতিয়ার খলজি নদীয়া জয় করেন কত খ্রিষ্টাব্দে?
[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
উত্তর: বখতিয়ার খলজি নদীয়া জয় করেন ১২০৪ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৪. খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে?
[ঢা. বো. ১৯; এস. কে. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ, নরসিংদী সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয়,আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
উত্তর: খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি।
প্রশ্ন-৫. বাংলায় হাবসি শাসন কত বছর স্থায়ী ছিল?
[দি. বো. ১৯;লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
উত্তর: বাংলায় হাবসি শাসন ছয় বছর স্থায়ী ছিল।
প্রশ্ন-৬. বাংলাদেশের নাম 'বুলগাকপুর' কে দিয়েছেন?
[সকল বোর্ড ১৮]
উত্তর: ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন 'বুলগাকপুর'।
প্রশ্ন-৭. 'বুলগাকপুর' কথাটির অর্থ কী?
[সকল বোর্ড ১৬; নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; সেতাবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুর; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর: 'বুলগাকপুর' অর্থ বিদ্রোহের নগরী।
প্রশ্ন-৮. বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের পত্রালাপ হতো?
[সকল বোর্ড ১৭, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, নাটোর]
উত্তর: সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের সাথে পারস্যের কবি হাফিজের পত্রালাপ হতো ।
প্রশ্ন-৯. হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
[এস. ভি.সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ; দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ]
উত্তর: হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ।
প্রশ্ন-১০. বর্গীদের বাংলা থেকে তাড়ান কে?
[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর]
উত্তর: বর্গীদের বাংলা থেকে তাড়ান 'আলীবর্দি খান।
প্রশ্ন-১১. মুঘল প্রদেশগুলো কী নামে পরিচিত ছিল?
[আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা]
উত্তর: মুঘল প্রদেশগুলি 'সুবা' নামে পরিচিত ছিল।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. কেন বাংলায় প্রথম নৌবাহিনী গঠন করা হয়? ব্যাখ্যা কর।
[কু. বো. ১৯; ব. বো. ১৯; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সেন্ট স্কলাসটিকাস গার্লস হাই স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
উত্তর: নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ ও সেখানে শাসন বজায় রাখতে প্রথম নৌবাহিনী গঠন করা হয়।সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে সচেষ্ট হয়েছিলেন। তিনি উপলব্ধি করেন যে, শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ সম্ভব হবে না। বাংলার শাসন বজায় রাখতে হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল। এ সব প্রয়োজনীয়তা থেকেই ইওজ খলজি প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন।
প্রশ্ন-২. বাংলাকে বুলগাকপুর বলা হয়েছিল কেন?
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা;হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়,ঢাকা;নবাব ফয়জুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,কুমিল্লা]
উত্তর: বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি হওয়াতে বাংলাকে 'বুলগাকপুর' বলা হয়েছিল ।বাংলায় মুসলমান শাসনের সূচনা থেকে অর্থাৎ ১২০৪ সাল থেকে ১৩৩৮ সাল পর্যন্ত সময়কাল ছিল খুবই গোলযোগপূর্ণ। বাংলার শাসকগণ দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন হতে চাইলে দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থ হয়। ফলে মুসলমান শাসনের এ সময় ছিল বিদ্রোহ-বিশৃঙ্খলাময়। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাকে 'বুলগাকপুর' অর্থাৎ বিদ্রোহের নগরী বলে আখ্যায়িত করেন।
প্রশ্ন-৩. বাংলা সাহিত্যের প্রসারে হুসেন শাহের অবদান ব্যাখ্যা করো।
[য. বো. ১৯; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
উত্তর: বাংলা সাহিত্যের প্রসারে হুসেন শাহ এর অবদান অপরিসীম। হুসেন শাহ বাংলা সাহিত্যের উদার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি যোগ্য কবি ও লেখকদের উৎসাহিত করতেন। তার যুগের প্রখ্যাত কবি ও লেখকদের মধ্যে ছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিপ্রদাস, যশোরাজ খান প্রমুখ। হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় তারা অসংখ্য গ্রন্থ রচনা করেন। এসময়ে মালাধর বসু “শ্রীমদভাগবত” ও 'পুরাণ' এবং কবীন্দ্র পরমেশ্বর “মহাভারত” বাংলায় অনুবাদ করেন।
প্রশ্ন-৪. 'বার ভূঁইয়া' বলতে কী বোঝায়?
[সকল বোর্ড ১৬;ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর;রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা। ]
উত্তর: মধ্যযুগে বাংলার স্থানীয় অঞ্চল প্রধান ও জমিদারদের মধ্যে যারা সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের রাজত্বকালে, মুঘলবিরোধী প্রতিরোধ গড়েছিলেন তারা ইতিহাসে 'বার ভূঁইয়া' নামে পরিচিত।সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫ সাল) সমগ্র বাংলার ওপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। সে সময় বাংলার বড় বড় জমিদারগণ মুঘলদের অধীনতা মেনে নেননি। এ জমিদারগণ 'বার ভুঁইয়া' নামে পরিচিত। এ 'বার' বলতে বার জনের সংখ্যা বোঝায় না। মূলত অনির্দিষ্টসংখ্যক জমিদারদের বোঝাতেই এ 'বার' শব্দটি ব্যবহার করা হয়েছে। বার ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঈসা খান, মুসা খান, ওসমান খান, চাঁদ রায়, লক্ষণ মাণিক্য প্রমুখ।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন কে?
নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
(ক) মুহাম্মদ ঘুরি
(খ) বখতিয়ার খলজি
(গ) কুতুবউদ্দিন আইবেক
(ঘ) ফখরুদ্দিন মোবারক শাহ
উত্তর : খ
২. কোন মুসলিম শাসক প্রথম বাংলা জয় করেন?
[ব. বো. ১৯](ক) শিরান খলজি
(খ) বখতিয়ার খলজি
(গ) আলী মর্দান খলজি
(ঘ) ইওজ খলজি
উত্তর : খ
৩. বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদীয়া আক্রমণ করেন?
[কু.বো.২০;খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়;সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি ](ক) ১৭/১৮
(খ) ১৮/১৯
(গ) ১৯/২০
(ঘ) ২০/২১
উত্তর : ক
৪. ফখরুদ্দিন মুবারক শাহ-এর অন্যতম কৃতিত্ব কোনটি?
[আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]ক) শক্তিশালী নৌবাহিনী গঠন
(খ) সামরিক বাহিনীর সংস্কার
(গ) বাংলার স্বাধীনতা ঘোষণা
(ঘ) রাজস্ব সংস্কার
উত্তর : গ
৫. আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন?
[কু. বো. ২০; মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (সেট- বকুল)](ক) রাজ্য বিস্তারের জন্য
(খ) বাণিজ্যিক সুবিধার জন্য
(গ) বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে
(ঘ) শাসন ব্যবস্থা মজবুত করতে
উত্তর : ঘ
৬. বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন?
[ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মাদারীপুর; উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা](ক) শ্রীচৈতন্য
(খ) কৃত্তিবাস
(গ) বুদ্ধদেব
(ঘ) মালাধর বসু
উত্তর : ক
উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হাজিরহাট অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান নোমান সাহেব জনপ্রিয়। তার এলাকায় হিন্দু ও মুসলমান দুই
সম্প্রদায় বাস করে।তিনি নিজে মুসলমান হলেও যোগ্যতা অনুসারে হিন্দুদেরকেও বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন। তার এ ধর্মীয় উদারতার ফলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়।
[নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
৭. মধ্যযুগের কোন সুলতানের শিক্ষা নোমান সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছে?
(ক) আলাউদ্দিন হুসেন শাহ(খ) সিকান্দার শাহ
(গ) গিয়াসউদ্দিন আজম শাহ
(ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহ
উত্তর : ক
৮. উক্ত সুলতানের কর্মকাণ্ডের ফলে —
i. বাংলাসাহিত্য চর্চা নতুন গতি পায়ii. অদূরদর্শী রাজনীতির পরিচয় মেলে
iii. দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : গ
৯. বাংলার প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করেন?
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা](ক) ফখরুদ্দিন
(খ) গাজী শাহ
(গ) ইলিয়াস শাহ
(ঘ) বাহাদুর শাহ
উত্তর : গ
১০. বাংলাকে বুলগাকপুর বলার কারণ হচ্ছে—
i. ধন সম্পদের নগরীii. বিদ্রোহের নগরী
iii. জনগণের বিদ্রোহী মনোভাৰ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : খ
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মামুন সর্দার দ্বিতীয়বার ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান হয়ে বহিরাক্রমণ থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য শক্তিশালী লাঠিয়াল বাহিনী গঠন করেন ও পরিখা নির্মাণ করেন । তিনি পণ্য ও তার লাঠিয়াল বাহিনীর চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন।
[বি এ এফ শাহীন কলেজ, কুমিটোলা, ঢাকা]
১১. উদ্দীপকে কোন শাসকের কর্মকাণ্ড ফুটে উঠেছে?
(ক) বখতিয়ার খলজি(খ) নাসিরউদ্দীন মুহাম্মদ
(গ) ইওজ খলজি
(ঘ) ইলতুৎমিশ
উত্তর : গ
১২. উক্ত শাসকের আমলে ঘটেছে—
i. ব্যবসায় বাণিজ্যের উন্নতিii. রাজধানী স্থানান্তর
iii. নৌবাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ
১৩. বারোভূঁইয়ার ‘বারো' দ্বারা কী বোঝায়?
[সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি](ক) বারোজন জমিদার
(খ) তেরজন জমিদার
(গ) অনির্দিষ্ট সংখ্যক জমিদার
(ঘ) বারোশত জমিদার
উত্তর : গ
১৪. গৌড়ের নাম 'জান্নাতাবাদ' কে রাখেন?
[চ. বো. ২০; সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর](ক) শের শাহ
(খ) হুমায়ুন
(গ) জাহাঙ্গীর
(ঘ) আকবর
উত্তর : খ
১৫. ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে?
(ক) ১৬১৫(খ) ১৬১০
(গ) ১৭১০
(ঘ) ১৬০০
উত্তর : খ
১৬. ঢাকার নাম 'জাহাঙ্গীরনগর' রাখেন কে?
[উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা](ক) সুবাদার কুতুবউদ্দিন কোকা
(খ) সুবাদার শাহবাজ খান
(গ) সুবাদার ইসলাম খান
(ঘ) সুবাদার উজির খান
উত্তর : গ
১৭. সুবাদার ইসলাম খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে—
i. ঢাকায় রাজধানী স্থানান্তরii. জমিদারি শাসনের অবসান
iii. শক্তিশালী নৌবাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মোকাব্বির সাহেব এক সময় শহীদনগর উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি জাতি ও ধর্মের কোনো পার্থক্য করতেন না বলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিময় পরিবেশ গড়ে উঠে। তিনি সুফি সাধকদের ভক্তি করতেন এবং বহু মসজিদ, মাদ্রাসা, তোরণ, দুর্গ তৈরি করেন। বহুকাল ধরে চেয়ারম্যান থাকায় সে উপজেলায় শিক্ষাদীক্ষায়ও উন্নতি সাধিত হয়।
[য.বো. ২০]
১৮. মোকাব্বির সাহেবের সাথে মধ্যযুগের কোন সুলতানের মিল রয়েছে?
(ক) আলাউদ্দিন ফিরোজ শাহ(খ) নুসরাত শাহ
(গ) আলাউদ্দিন হুসেন শাহ
(ঘ) মাহমুদ শাহ
উত্তর : গ
১৯. কৌলীন্য প্রথার ফলে সমাজে প্রচলিত ছিল—
i. সামাজিক বৈষম্যii. একাধিক স্ত্রী গ্রহণের প্রবণতা
iii. উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক
২০. রাজস্ব সংস্কার কার সর্বাধিক স্মরণীয় কীর্তি?
[দি. বো. ১৯](ক) ইসলাম খান
(খ) শায়েস্তা খান
(গ) মুর্শিদ কুলি খান
(ঘ) মীর জুমলা
উত্তর : গ
২১. মুঘল প্রদেশগুলো পরিচিত ছিল কী নামে?
[ বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম](ক) জায়গির
(খ) সুবা
(গ) পরগণা
(ঘ) জেলা
উত্তর : খ
সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১, ২, ৪, ৬, ৯, ১০, ১৩, ১৫, ১৮-১৯।
সৃজনশীল প্রশ্ন
পানাম নগরের নিরাপত্তার জন্য নগরের চারিদিকে পরিখা খনন করা হয়। এর ফলে পানাম নগরের নিরাপত্তা যেমন নিশ্চিত হয়,
তেমনি ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবেও সুপরিচিতি লাভ করে। সুলতানগণ এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট, পুল, কালভার্ট ইত্যাদি
নির্মাণ করেন ।
[রাজশাহী বোর্ড ২০২০; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. সুবা কী?
খ. বারোভূঁইয়া বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
গ. পানাম নগরের নিরাপত্তা ব্যবস্থায় কোন তুর্কি শাসকের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত শাসকই ছিলেন খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ— উক্তিটি বিশ্লেষণ করো।
২. লক্ষ্মীচর অঞ্চলের কৃষকেরা কৃত্রিম সার ব্যবহার করে না। নিজেদের উৎপাদিত জৈব সার ব্যবহার করে অল্প খরচে ফসল উৎপাদন
করে। উৎপাদন খরচ কম হওয়ায় বাজারে উৎপাদিত ফসলের মূল্যও কম। ফলে এলাকার জনগণ সচ্ছলতার মাঝে জীবনযাপন করে।
[দিনাজপুর বোর্ড ২০২০; আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা]
ক. মুঘল আমলে প্রদেশগুলো কী নামে পরিচিত ছিল?
খ. সুবাদার ইসলাম খান রাজমহল থেকে রাজধানী কেন ঢাকায় স্থানান্তর করেন? ব্যাখ্যা করো।
গ. লক্ষ্মীচর অঞ্চলের অর্থনৈতিক অবস্থা কোন মুঘল সুবাদারের শাসনামলের অর্থনৈতিক
অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. স্থাপত্য শিল্পের বিকাশে উক্ত শাসকের শাসনামলকে মুঘল আমলের 'স্বর্ণযুগ' বলা হয়— বিশ্লেষণ করো।
৩. মামুন টিভিতে একটি নাটক দেখছিল। নাটকে বাড়ির কর্তা গৃহভৃত্যকে দোকান থেকে সিগারেট আনতে বললে গৃহভৃত্য বলে, “আমি
সৈয়দ বংশের লোক, সিগারেট আনতে পারব না।” তা শুনে মামুন হাসতে শুরু করলে তার বাবা তাকে বললেন, “মধ্যযুগে আরব দেশীয়
সৈয়দ বংশের একজন শাসক বাংলায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন । রাজ্যের যুগোপযোগী ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রবর্তন করেন,
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি স্থাপন করেন এবং কবি সাহিত্যিকগণকে উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করতেন। বাংলা
সাহিত্যের উন্নতি ও বিকাশ তার শাসনকালকে ইতিহাসে অমর করে রেখেছে।
[কুমিল্লা বোর্ড ২০২০]
ক. বাংলায় সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের সূচনা করেন কে?
খ. ‘সংস্কৃত ভাষা' নামকরণের কারণ কী?
গ. উদ্দীপকটি কোন শাসককে নির্দেশ করছে? ব্যাখ্যা করো ।
ঘ. “বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশ তাঁর শাসনামলকে অমর করে রেখেছে”
মামুনের বাবার এ উক্তির সাথে তুমি কি একমত? বিশ্লেষণ করো।
৪. জনি সাহেব একজন ক্ষমতালোভী ও অদূরদর্শী চেয়ারম্যান। তিনি পার্শ্ববর্তী নদীর ঘাটে ও বাজারে ইজারাদারদের সুযোগ দিয়ে খাজনা
আদায়ের ব্যবস্থা করেন। তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চড়ামূল্য নির্ধারণ করে গরিব-দুঃখী মানুষের বেঁচে থাকার অধিকার হরণ
করেন। তিনি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সেতু, সমাধি-সৌধ, মসজিদ এসব জনহিতকর কাজে কোনো ভূমিকা রাখেননি।
[রাজশাহী বোর্ড ২০১৯]
ক. নবাব আলিবর্দি খাঁর প্রথম কন্যার নাম কী ছিল?
খ. বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কীভাবে?
গ. উদ্দীপকের জনি চেয়ারম্যানের কর্মকাণ্ড বাংলার কোন সুবাদারের শাসনব্যবস্থার বিপরীতধর্মী? ব্যাখ্যা করো।
ঘ. জনকল্যাণকর ও স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে উক্ত সুবাদারের অবদান ছিল অনস্বীকার্য— মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো ।
সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ২, ৩, ৪ ।
(ক) D (খ) F (গ) 10 (ঘ) 16
উত্তর:গ
আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url