বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট
মডেল টেস্ট-২
01. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে -
(A) পাঞ্চ কার্ড
(B) ট্রানজিস্টর
(C) বায়ুশূন্য টিউব
(D) ইন্টিগ্রেটেড সার্কিট
Ans : B
02. কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
(A) কো এক্সিয়াল ক্যাবল
(B) ফাইবার অপটিক ক্যাবল
(C) টুইস্টেড পেয়ার ক্যাবল
(D) আর জে 45 কানেক্টর
Ans : B
03. নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
(A) মনিটর
(B) স্পিকার
(C) প্রিন্টার
(D) মাউস
Ans : D
04.বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে -
(A) BD-News
(B) E-News
(C) NTV News
(D) Prothom Alo
Ans : A
05. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
(A) RAM
(B) ROM
(C) Hardware
(D) Software
Ans : B
06. বর্তমান সময়কে বলা হয়-
(A) শিল্প-বাণিজ্যের যুগ
(B) শিক্ষা যুগ
(C) তথ্য প্রযুক্তির যুগ
(D) বিনোদনের যুগ
Ans : C
07. নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন?
(A) ইয়াহু
(B) গুগল
(C) স্কাইপ
(D) বিং
Ans : D
08. উইন্ডোজ অপারেটিং সিস্টেম Ctrl + Alt + Del ব্যবহৃত হয় -
(A) To start a new program
(B) Shutdown the computer
(C) A Help on windows
(D) Toggle both English & Bangla Keyboard
Ans : A
09. নিচের কোন মাধ্যমটির ডেটা (Data) ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
(A) ফ্লপি ডিক্স
(B) কমপ্যাক্ট ডিক্স
(C) ডিজিটাল ভিডিও ডিক্স
(D) মডেম
Ans : C
10. নিচের কোনটি আউটপুট যন্ত্র?
(A) মাউস
(B) ট্র্যাকার বল
(C) স্ক্যানার
(D) প্রিন্টার
Ans : D
11. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
(A) লেজার প্রিন্টার
(B) ইনকজেট প্রিন্টার
(C) ডটমেট্রিক্স প্রিন্টার
(D) বাবল জেট প্রিন্টার
Ans : A
12. আধুনিক কম্পিউটারের জনক কে?
(A) উইলবার রাইট
(B) চার্লস ব্যাবেজ
(C) টিম বার্নাস লি
(D) জন বেয়ার্ড
Ans : B
13. কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-
(A) তথ্য দেওয়া ও তথ্য নেওয়ার অংশ বিশেষ
(B) এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
(C) যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
(D) কম্পিউটার তৈরির নক্সা
Ans : B
14. কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কী নামে পরিচিত বলে?
(A) বাইনারি
(B) ডেসিমাল
(C) অক্টাল
(D) হেক্সাডেসিমাল
Ans : A
15. CPU এর পূর্ণরূপ কী ?
(A) Central Processing Unit
(B) Core Programming Unit
(C) Core Profermane Unit
(D) Cyber Programming Unit
Ans : A
16. এম.এস.ওয়ার্ড এ কোনো কিছু কপি করতে হলে কী-বোর্ড কমান্ড বাটন হচ্ছে-
(A) Ctrl + C
(B) Shift + Copy
(C) Alt + G
(D) Shift + C
Ans : A
17. এম এস ওয়ার্ডে কাজ করার সময় Ctrl + Home বাটন চাপলে কারসরটি কোথায় যাবে?
(A) নতুন ডকুমেন্ট ওপেন হবে
(B) কারসর ডকুমেন্টের শুরুতে যাবে
(C) কারসর সেন্টেন্স এর শুরুতে যাবে
(D) কারসর ডকুমেন্টের শেষে যাবে
Ans : B
18. নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে?
(A) গ্রাফিক্স কার্ড
(B) হার্ডডিস্ক
(C) র্যাম
(D) প্রসেসর
Ans : D
19. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
(A) ডিভিডি রম ড্রাইভ
(B) মডেম
(C) পেন ড্রাইভ
(D) টাচ স্ক্রিন
Ans : B
20. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
(A) উইন্ডোজ ভিস্তা
(B) এম এস এক্সেল
(C) ওরাকল
(D) নোটপ্যাড
Ans : A
21. বাংলাদেশে তৈরি সার্চ ইঞ্জিন কোনটি ?
(A) পিপীলিকা
(B) ইন্টারনেট এক্সপ্লোরার
(C) বিং
(D) বাইডু
Ans : A
22. ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ সময়-
(A) ১ মিলি সেকেন্ড
(B) ১ মাইক্রো সেকেন্ড
(C) ১ ন্যানো সেকেন্ড
(D) ১ পিকো সেকেন্ড
Ans : C
23. নিচের কোন সাইটটি কেনাবেচার জন্য নয়?
(A) ekanei.com
(B) Olx.com
(C) google.com
(D) amazon.com
Ans : C
24. টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়?
(A) কথা বা শব্দ
(B) ছবি
(C) বার্তা
(D) শব্দ ও ছবি
Ans : A
25. কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য আছে?
(A) ২টি
(B) ৩টি
(C) ৪টি
(D) ৫টি
Ans : B
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url