JOB & BCS প্রিপারেশন সাম্প্রতিক বাংলাদেশ
সাম্প্রতিক বিষয়াবলি
সাম্প্রতিক বাংলাদেশ
সর্বজনীন পেনশন স্কিম
- সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন হয়— ১৭ আগস্ট ২০২৩।
- সর্বজনীন পেনশন স্কিম— ৪টি (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা)।
- বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য পেনশন স্কিম — প্ৰগতি ৷
- স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য পেনশন স্কিম— সুরক্ষা।
- প্রবাসী বাংলাদেশিদের জন্য পেনশন স্কিম – প্রবাস ।
- দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য পেনশন স্কিম— সমতা ।
পেনশনের চাঁদার হার
- স্কিম মাসিক চাঁদার হার
- প্রবাস ৫,০০০, ৭৫০০ ও ১০,০০০ টাকা
- প্রগতি ২,০০০, ৩,০০০ ও ৫,০০০ টাকা
- সুরক্ষা ১,০০০, ২,০০০, ৩,০০০ ও ৫,০০০ টাকা
- সমতা ১,০০০ টাকা (চাঁদাদাতা ৫০০ টাকা + সরকার ৫০০ টাকা)
- মাসিক পেনশন পাওয়ার যোগ্য বিবেচিত হতে ধারাবাহিকভাবে চাঁদা প্রদান করতে হবে — কমপক্ষে ১০ বছর।
- পেনশন স্কিমে অন্তর্ভুক্তির বয়স— ১৮-৫০ বছর।
- পেনশন স্কিমে চাঁদা প্রদানের সর্বোচ্চ সময়— ৪২ বছর।
- জাতীয় সংসদে 'সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল ২০২৩' পাশ হয়— ২৪ জানুয়ারি ২০২৩ ।
- তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে— চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে ।
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হয়— ২ এপ্রিল ২০২৩।
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হবে— ১ জন নির্বাহী চেয়ারম্যান ও ৪ জন সদস্যের সমন্বয়ে।
- জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সদস্য— ১৬ জন ।
- পরিচালনা পরিষদের চেয়ারম্যান হবেন— অর্থমন্ত্রী।
- রাষ্ট্রপতি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩-এর অনুমোদন দেন— ৩১ জানুয়ারি ২০২৩।
- জাতীয় পেনশন স্কিম বিধিমালা ২০২৩' গেজেট আকারে প্রকাশিত হয়— ১৩ আগস্ট ২০২৩।
- পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলে চাঁদাদাতা পেনশন সুবিধা পাবে—- ৬০ বছর বয়সের পর থেকে আজীবন ।
- চাঁদাদাতা মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন— চাঁদাদাতার ৭৫ বছর বয়স পর্যন্ত।
- নমিনি বা উত্তরাধিকারী পেনশন সুবিধা ভোগ করতে পারবে— সর্বোচ্চ ১৫ বছর।
জাতীয় বাজেট ২০২৩-২৪
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেট— ৫২তম (অন্তবর্তীকালীন বাজেট বাদে) বাজেট ঘোষণা ০১ জুন ২০২৩।
- মোট জিডিপি – ৫০,০৬,৭৮২ কোটি টাকা ।
- মোট বাজেট— ৭,৬১,৭৮৫ কোটি টাকা (জিডিপি'র ১৫.২%) ।
- সামগ্রিক আয় (রাজস্ব ও অনুদানসহ) – ৫,০৩,৯০০ কোটি টাকা (জিডিপি'র ১০.১%; বাজেটের ৬৬.১%)।
- রাজস্ব আয় ধরা হয়েছে— ৫,০০,০০০ কোটি টাকা (জিডিপি'র ১০%; বাজেটের ৬৫.৬%)।
- বৈদেশিক অনুদান— ৩,৯০০ কোটি টাকা (জিডিপি'র ০.০৮%; বাজেটের ০.৫%)।
- সামগ্রিক ঘাটতি (অনুদানসহ) – ২,৫৭,৮৮৫ কোটি টাকা (জিডিপির ৫.২% ও বাজেটের ৩৩.৯%)।
- সামগ্রিক ঘাটতি (অনুদানছাড়া) – ২,৬১,৭৮৫ কোটি টাকা (জিডিপি'র ৫.২% ও বাজেটের ৩৪.৪%)।
- সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে – ১,৬৭,৮৮০ কোটি টাকা যা মোট বাজেটের ২২%।
- শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ— ১,০৪,১৩৭ কোটি টাকা যা মোট বাজেটের ১৩.৭%।
- প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ – ৪১,৭৩২ কোটি টাকা ।
- পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দের পরিমাণ— ৮৭,৬২৯ কোটি টাকা ।
- স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৮,০৫২ কোটি টাকা এবং কৃষি খাতে বরাদ্দ— ৪৩,৭০০ কোটি টাকা।
- সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ— ৪০,৩৪৭ কোটি টাকা ।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) মোট বরাদ্দ— ২,৬৩,০০০ কোটি টাকা
- (জিডিপি'র ৫.৩%; বাজেটের ৩৪.৫%)।
- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ— ৪৯,৩৪২ কোটি টাকা ।
- জিডিপির প্রবৃদ্ধি (অনুমিত) – ৭.৫% ।
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে – ৬.০% ।
জনশুমারি ও গৃহগণনা-২০২২
- জনশুমারি পরিচালনা করে যে সংস্থা— বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়— ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়— ৯ এপ্রিল ২০২৩।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য—জনশুমারিতে তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন ।
- প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়— ২৭ জুলাই ২০২২।
- সমন্বয়কৃত মোট জনসংখ্যা — ১৬,৯৮,২৮,৯১১ জন।
- পুরুষ : ৮,৪০,৭৭,২০৩ (৪৯.৫১%) ও নারী : ৮,৫৬,৫৩,১২০ (৫০.৪৩%)।
- গ্রামে বাস করে— ১১,৬০,৬৬,৯২৫ জন (৬৮.৩৪%)।
- শহরে বাস করে— ৫,৩৭,৬১,৯৮৬ (৩১.৬৬%)।
- মুসলিম জনসংখ্যা— ১৫,৪৫,৪২,০৭৮ জন (৯১%)।
- নন মুসলিম জনসংখ্যা— ১,৫২,০০,৮৭৬ জন (৮.৯৫%)।
- জনসংখ্যা বৃদ্ধির হার— ১.২২%।
- জনসংখ্যার ঘনত্ব— প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত— ৯৮ : ১০০।
- দেশের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব)— ৭৪.৬৬% ।
- পুরুষ : ৭৬.৫৬% ও নারী : ৭২.৮২% ।
- খানার সংখ্যা – ৪,১০,১০,০৫১ জন ।
- খানা প্রতি গড় সদস্য– ৪.০।
- জনসংখ্যা বৃদ্ধির হার বেশি যে বিভাগে— ঢাকা (১.৭৪%)।
- সাক্ষরতার হার সর্বাধিক যে বিভাগে— ঢাকা; ৭৮.০৯% ।
- সাক্ষরতার হার সর্বনিম্ন যে বিভাগে— ময়মনসিংহ; ৬৭.০৯% ।
- সাক্ষরতার হার সর্বাধিক যে জেলায়— পিরোজপুর; ৮৫.৪১% ।
- সাক্ষরতার হার সর্বনিম্ন যে জেলায় – জামালপুর; ৬১.৫৩% ।
- জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম যে বিভাগে— বরিশাল (০.৭৯%)।
- জনসংখ্যার ঘনত্ব বেশি যে জেলায়— ঢাকা (প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন।
- জনসংখ্যার ঘনত্ব কম যে জেলায়— রাঙ্গামাটি (প্রতি বর্গকিমি ১০৬ জন)।
- মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা— ১৬,৫০,১৫৯ জন ।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার— ১.০০% ।
- যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি— চাকমা; ৪,৮৩,২৯৯ জন ৷
- যে ক্ষুদ্র নৃ-গোষষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম— ভিল; ৯৫ জন ।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করা হয়— ৩৫ ধরনের ।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার পরিচালনা করা হয়— মডিফাইড ডি ফ্যাক্টো পদ্ধতি
মেট্রোরেল
- MRT'র পূর্ণরূপ— Mass Rapid Transit
- মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে— ঢাকা ম্যাস ট্রানজিট । কোম্পানি লিমিটেড (DMTCL)।
- মোট স্টেশন হবে— ১০৫টি।
- DMTCL-এর আওতায় মেট্রোরেলের মোট দৈর্ঘ্য ১২৯.৯০ কিমি ।
- ঢাকা মহানগরীর যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে মেট্রোরেল নির্মাণ প্রকল্প হবে—৬টি ।
- সবগুলো এমআরটি লাইন নির্মাণ সমাপ্ত হবে— ২০৩০ সালে।
- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের (MRT Line- 6) দৈর্ঘ্য— ২০.১০ কিমি ৷
- MRT line-6-এর নির্মাণ কাজের সম্ভাব্য সমাপ্তি – ২০২৪ সাল ।
- এমআরটি লাইন-৬ নির্মাণে সহায়তাকারী সংস্থা – জাইকা (জাপান) ।
- প্রথম মেট্রোরেলে প্রতি ঘণ্টায় যাত্রী পরিবহণ হবে— ৬০ হাজার ।
- মেট্রোরেল উদ্বোধন করা হয়— ২৮ ডিসেম্বর ২০২২।
- প্রাথমিকভাবে মেট্রোরেল চালু হয়— উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ।
- মেট্রোরেলের কিলোমিটার প্রতি ভাড়া— ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া—২০ টাকা, উত্তরা থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিলের ভাড়া— ১০০ টাকা ।
- প্রকল্প ব্যয়— ৩৩,৪৭২ কোটি টাকা (সর্বশেষ ব্যয় বৃদ্ধি-৯ জুলাই, ২০২২)।
- নির্মাণ কাজ উদ্বোধন করা হয়— ২৬ জুন ২০১৬।
- দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হয়— ২৯ আগস্ট ২০২১।
- বাংলাদেশ বিদ্যুৎচালিত মেট্রোরেল ব্যবস্থার যুগে প্রবেশ করে – ২৮ ডিসেম্বর ২০২২। ।
- প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
- মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা (রামগঞ্জ, লক্ষ্মীপুর)।
- সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয়— ২৯ ডিসেম্বর ২০২২।
- স্টেশন সংখ্যা ১৭টি— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর ।
- কোচগুলোর নির্মাতা— জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম ।
- ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬)এর দৈর্ঘ্য—– ২১.২৬ কিমি।
- ২৮ ডিসেম্বর ২০২২ যে স্থান থেকে যে স্থান পর্যন্ত মেট্রোরেল চালু হয়— উত্তরা থেকে আগারগাঁও অংশে ।
- উত্তরা থেকে আগারগাঁও অংশের দৈর্ঘ্য— ১১.৭৩ কিমি, স্টেশন— ৯টি ।
- মেট্রোরেলকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মেট্রোরেলে ঘুরানো হয়—বিপিএল-এর ৯ম আসরের ট্রফি ।
- আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে ২০২৩ সালের শেষের দিকে ।
- আগারগাঁও থেকে মতিঝিল অংশের দৈর্ঘ্য— ৮.৩৭ কিমি, স্টেশন— ৭টি ।
- মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চালু হবে—২০২৫ সালে ।
- মতিঝিল থেকে কমলাপুর অংশের দৈর্ঘ্য – ১.১৬ কিমি ।
পদ্মা বহুমুখী সেতু
- পদ্মাসেতুর সমীক্ষা চালানো হয়— ১৯৯৯ সালে ।
- ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়— ৪ জুলাই ২০০১।
- নির্মাণকাজ উদ্বোধন করা হয়— ১২ ডিসেম্বর ২০১৫।
- নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম— চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. (চীন) ।
- পদ্মাসেতু যুক্ত করেছে— মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে ।
- দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে— ৬.১৫ কিমি ও ১৮.১০ মি ।
- সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য— ৯.৩০ কিমি
- স্প্যান ও পিলার সংখ্যা যথাক্রমে— ৪১টি ও ৪২টি।
- পদ্মাসেতুর পাইল–২৯৪ টি (সর্বোচ্চ গভীরতা-১২২ মিটার)।
- প্রথম স্প্যান বসানো হয়— ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নং পিলারে)।
- ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়— ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩নং পিলারে) ।
- Padma সেতুর একটি Span-এর Length – ১৫০ মিটার ।
- পদ্মাসেতুর লেন— ৪টি ।
- পদ্মাসেতুর স্প্যানের ওজন— ৩২০০ টন।
- স্প্যান বসানোর ক্রেনবাহী জাহাজ— তিয়ান-ই (Tian-E)
- পদ্মাসেতুর ডিজাইনার প্রতিষ্ঠান— AECOM (যুক্তরাষ্ট্র)
- সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান—JICA (জাপান)।
- পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয়— কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (KEC), দক্ষিণ কোরিয়া ।
- নদী শাসন প্রতিষ্ঠানের নাম— সিনোহাইড্রো করপোরেশন (চীন) ।
- পদ্মাসেতুর আয়ুষ্কাল— ১০০ বছর।
- রিখটার স্কেলে পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা— ৯।
- পদ্মাসেতুর ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং সক্ষমতা— ১০ হাজার টন।
- পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট প্রকাশ করে— ১০০ টাকার (২৩ জুন ২০২২)।
- পদ্মাসেতু উদ্বোধন করা হয়— ২৫ জুন ২০২২
- পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়— ২৬ জুন ২০২২
- পদ্মাসেতুর নিরাপত্তায় গঠিত সেনানিবাস – শেখ রাসেল সেনানিবাস (জাজিরা, শরীয়তপুর)।
সরকার ও প্রশাসন
- বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক সংক্রান্ত 'জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২'
- সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়— ২৫ এপ্রিল ২০২৩ (গেজেট প্রকাশিত হয়- ২৬ এপ্রিল ২০২৩)।
- বাংলাদেশের বর্তমান (২২তম) রাষ্ট্রপতি— মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।
- একাদশ জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার— মো. শামছুল হক টুকু।
- বর্তমান জাতীয় সংসদের সংসদ উপনেতা— মতিয়া চৌধুরী (শেরপুর-২)।
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়— ২ এপ্রিল ২০২৩।
- বর্তমানে দেশে মোট ডিজিটাল সেন্টার— ৫,২৮৬টি।
- ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ করা হয়— ১২ ডিসেম্বর ২০২২।
- স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা— ২০৪১ সাল।
- স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি— ৪টি (স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট সমাজ)।
- ২১ জুলাই ২০২২ দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষিত জেলা— পঞ্চগড় ও মাগুরা।
- ২১ সেপ্টেম্বর ২০২২ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information
- Infrastructure-CII) ঘোষিত প্রতিষ্ঠান— ২৯টি।
- বাংলাদেশের জাতীয় স্লোগান— জয় বাংলা (গেজেট প্রকাশিত হয় ২ মার্চ ২০২২)।
- দেশের সর্বশেষ পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) – সিলেট ওয়াসা।
- 'বীর মুক্তিযোদ্ধা'র ইংরেজি প্রতিশব্দ— Heroic Freedom Fighter ।
- দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ— গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ।
- বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল— ৪৪টি [সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)]।
- বাংলাদেশে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়— ১০ বছর পর পর ।
- বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা— যশোর।
- ১৩ নভেম্বর ২০১৮ বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS)— ইকনমিক ক্যাডার বিলুপ্ত করা হয় । [বর্তমান ক্যাডার সংখ্যা ২৬টি]
- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) বর্তমান থানার সংখ্যা— ৫০টি (৭ জুলাই ২০১৮ হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হয়)।
- দেশের ১২তম সিটি কর্পোরেশন— ময়মনসিংহ সিটি কর্পোরেশন (অনুমোদন ২ এপ্রিল ২০১৮)।
- বর্তমানে ঢাকা মহানগরের আয়তন— ২৬৯.৯৬ বর্গকিমি ।
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধিত দিবস— ৬ অক্টোবর।
- বর্তমানে উপজেলা— ৪৯৫টি [সর্বশেষ উপজেলা ঈদগাঁও, (কক্সবাজার); ডাসার, (মাদারীপুর) ও মধ্যনগর, (সুনামগঞ্জ)]।
- বর্তমানে পৌরসভার সংখ্যা— ৩৩০টি, সর্বশেষ ৩৩০তম পৌরসভা শ্যামনগর (সাতক্ষীরা)।
- বর্তমানে থানার সংখ্যা ৭১৩টি ।
- দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ২৮ ডিসেম্বর ২০১৬।
- প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়— ৩০ ডিসেম্বর ২০১৫।
- প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ সংশ্লিষ্ট 'আমার গ্রাম আমার শহর' প্রকল্পটির স্বপ্নদ্রষ্টা – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)— ডাক, টেলিযোগাযোগ ও
- তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ।
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন BRiCM'র পূর্ণরূপ — Bangladesh Reference
- Institute for Chemical Measurements (প্রধানের পদবি মহাপরিচালক) ।
- পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম— জনকূটনীতি অনুবিভাগ ৷
- জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০'
- অনুমোদিত হয়— ৪ সেপ্টেম্বর ২০১৮।
- বাংলাদেশ ট্যারিফ কমিশনের বর্তমান নাম— বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ।
- বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন নামকরণ কার্যকর করা হয়— ২৮ জানুয়ারি ২০২০[বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন কার্যকরের মাধ্যমে]।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি— ১০টি ।
- তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ।
- ACR-এর পূর্ণরূপ— Annual Confidential Report ।
- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)— প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ।
- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী প্রধানের পদবি— চেয়ারম্যান ।
বাংলাদেশের সচিব
সংসদ, আইন ও বিচার
- জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে— ৬-১০ এপ্রিল ২০২৩ ।
- বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য – ২৪ জন।
- হাইকোর্ট কাবিননামায় ‘কুমারী' শব্দটি বাতিল ঘোষণা করে— ১৭ নভেম্বর ২০২২।
- সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০' সংশোধন করে অধ্যাদেশ জারি করে কবে ১৩ অক্টোবর ২০২০।
- ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডের প্রথম রায় প্রদান করেন— বিচারক খালেদা ইয়াসমিন ।
- ভার্চুয়াল আদালত সম্পর্কিত আদালত কর্তৃক 'তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০' জারি করা হয়— ৯ মে ২০২০;
- কার্যক্রম শুরু—১১ মে ২০২০।
- একাদশ জাতীয় সংসদে নারী মন্ত্রী রয়েছে— ৫ জন; টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছে— ২ জন এবং টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী রয়েছে-১ জন ।
- দেশের বর্তমান প্রধান বিচারপতি— হাসান ফয়েজ ছিদ্দিকী (২৩তম) ।
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান— বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ।
- আইন কমিশনের চেয়ারম্যান— বিচারপতি এবিএম খায়রুল হক; ২৩ জুলাই ২০১৩-বর্তমান ।
- বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক— বিচারপতি নাজমুন আরা সুলতানা ।
- সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটির প্রথম নারী চেয়ারম্যান — নাইমা হায়দার।
- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি — কৃষ্ণা দেবনাথ ।
- বাংলাদেশ পেটেন্ট আইন ২০২১ অনুযায়ী বর্তমানে পেটেন্ট মালিকের স্বত্ব সংরক্ষিত— ২০ বছরের জন্য।
- ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠা করা হবে— শিবচর, মাদারীপুর।
জাতীয় সংসদের নেতা-উপনেতা, চিফ হুইপ ও হুইপ
বিষয় নাম সংসদীয় আসন
সংসদ নেতা শেখ হাসিনা গোপালগঞ্জ-৩
উপনেতা মতিয়া চৌধুরী শেরপুর-২
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪
বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট-৩
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-১
বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা রংপুর-১
সরকার দলীয় হুইপ মো. আতিউর রহমান আতিক শেরপুর-১
পঞ্চানন বিশ্বাস খুলনা-১
ইকবালুর রহিম দিনাজপুর-৩
মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২
সামশুল হক চৌধুরী চট্টগ্রাম-১২
আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২
আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা
- মেট্রোরেল ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এমআরটি পুলিশ ইউনিটের অনুমোদন দেওয়া হয়— ২১ মে ২০২৩।
- এমআরটি পুলিশের প্রথম ডিআইজি— জিহাদুল কবির ৷
- বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস অবস্থিত মিঠামইন, কিশোরগঞ্জ ।
- বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা' অবস্থিত— পেকুয়া, কক্সবাজার।
- বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেট কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন – ড. সালমা সিদ্দিকা ।
- শিক্ষা মন্ত্রণালয় র্যাগিং ও বুলিং নীতিমালা জারি করে — ২ মে ২০২৩।
- শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত— লেবুখালী, পটুয়াখালী ।
- 'সংগ্রাম' ও 'প্রত্যাশা’– বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ।
- দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত — কুয়াকাটা, পটুয়াখালী ।
- বাংলাদেশ সেনাবাহিনীর ফাইটিং ফোর্সের প্রথম নারী ব্যাটালিয়ন অধিনায়ক নিয়োগ দেয়া হয়— ২৪ জানুয়ারি ২০১৯।
- 'বানৌজা শেখ মুজিব' নৌঘাঁটি অবস্থিত খিলক্ষেত, ঢাকা।
- বর্তমানে মেট্রোপলিটন পুলিশ এলাকা— ৮টি।
- বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান— জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ।
- বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধান— এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
- বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান— এডমিরাল এম নাজমুল হাসান (২৪ জুলাই ২০২৩-বর্তমান)।
- বিজিবির বর্তমান মহাপরিচালক — মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান।
- বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত সমুদ্র টহল বিমান (মেরিটাইম
- প্যাট্রল এয়ারক্রাফট)-এর নাম – ডর্নিয়ার ২২৮ এনজি ।
- বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম— বানৌজা পদ্মা ।
- বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ— বানৌজা সমুদ্র জয় ।
- বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বর্তমান পদবি হলো— চিফ অব আর্মি স্টাফ ।
- ১২ মার্চ ২০১৭ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া সাবমেরিন দুটির নাম— বানৌজা জয়যাত্রা ও বানৌজা নবযাত্রা ।
- বিশ্বের প্রথম দেশ হিসেবে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক-এর ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরোপ করে— বাংলাদেশ।
- সাইবার সাপোর্ট ফর উইমেন সেবা চালু হয়— ১৬ নভেম্বর ২০২০ ।
- তৃতীয় ফরেনসিক ল্যাব অবস্থিত- রাজশাহীতে।
- CID'র ডিএনএ ল্যাবের বর্তমান নাম – ডিএনএ ব্যাংক।
- বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে চিকিৎসা প্রশাসন থেকে প্রথম নারী কর্মকর্তা
- হিসেবে ‘ব্রিগেডিয়ার জেনারেল' পদে পদোন্নতি পান— নাজমা বেগম ।
- শেখ রাসেল সেনানিবাস অবস্থিত — জাজিরা, শরীয়তপুর।
- বাংলাদেশ সেনাবাহিনী অধ্যাধুনিক এমএলআরএস টাইগার মিসাইল ক্রয় করে— তুরস্ক হতে ।
বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা
- বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশে গোদরোগ নির্মূলের ঘোষণা করে— ১৩ মে ২০২৩।
- বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল অবস্থিত – নীলফামারীর সৈয়দপুরে ।
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ অনুযায়ী বাংলাদেশে স্বাক্ষরতার হার— ৭৬.৪%।
- বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা— ৫৪টি।
- ৩০ আগস্ট ২০২২ জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পান— এমকিউকে তালুকদার ।
- বাংলাদেশে মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে— রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় ।
- দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় – ৭টি।
- দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়— ১৩টি ।
- দেশে বেসরকারি মেডিকেল কলেজ— ৭৭টি (সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছয়টিসহ)।
- দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে— ২৫ ধরনের ।
- পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী আদমশুমারির বর্তমান নাম— জনশুমারি ও গৃহগণনা ।
- বর্তমানে (আগস্ট ২০২৩ পর্যন্ত) দেশে কার্যক্রম চালু বেসরকারি বিশ্ববিদ্যালয়— ১১৩টি
- বর্তমানে দেশে শিক্ষা বোর্ড রয়েছে— ১১টি (১১তম ময়মনসিংহ শিক্ষা বোর্ড) ।
- পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্যের নাম— ড. ফারজানা ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
- দেশে বর্তমানে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়— ৫টি
- রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেন— শাবিপ্রবি'র গবেষকরা।
- বাংলাদেশ ম্যালেরিয়ামুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা ২০৩০ সালে।
- বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন অ্যান্টিবায়োটিক হোমিকসিন।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ।
- বর্তমানে প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা — ২ বছর।
- বর্তমানে প্রাক-প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা— ৪ বছর।
- উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪' কার্যকর করা হয়— ৬ জুলাই ২০১৫; গেজেট প্রকাশ ১৩ সেপ্টেম্বর ২০২০।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের নাম— শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ।
- বাংলাদেশের ইতিহাসে উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়— ২০২০ সালে (COVID 19-এর কারণে) ।
সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রধান
- প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) — ফাহমিদা ইসলাম।
- দুদকের প্রথম নারী কমিশনার— মোছা. আছিয়া খাতুন ।
- বাংলাদেশে 'জাইকা' কাজ করছে— সার্বিক উন্নয়ন বিষয়ের উপর।
- কলেরা রোগ নিরাময়ে কাজ করছে— আন্তর্জাতিক সংস্থা (ICDDR,B)।
- দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি— রাজশাহীতে ।
- দেশে Northeast Bangladesh Economic Corridor গঠনের প্রস্তাব দেয়— এডিবি ।
- চামড়া গবেষণা ইনস্টিটিউট (LRI) অবস্থিত— নয়ারহাট, সাভার, ঢাকা।
- বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (BORI) অবস্থিত — রামু, কক্সবাজার ।
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বর্তমান নাম–বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ।
- বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের পরিবর্তিত নাম— বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
- এশিয়ার প্রথম চিফ হিট অফিসার— বুশরা আফরিন।
- বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের একীভূত নাম— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)।
- জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান (৫ম) চেয়ারম্যান— কামাল উদ্দিন আহমেদ ।
- পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর বর্তমান (১৪তম) চেয়ারম্যান — মো. সোহরাব হোসাইন ।
- দেশের ১৩তম মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন— মো. নুরুল ইসলাম ।
- বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার — কাজী হাবিবুল আউয়াল ।
- দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ৬ষ্ঠ ও বর্তমান চেয়ারম্যান — মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি— কথা সাহিত্যিক সেলিনা হোসেন; মহাপরিচালক— মুহাম্মদ নূরুল হুদা।
জাতীয় অর্জন ও আবিষ্কার-উদ্ভাবনে বাংলাদেশ
- বর্তমানে দেশে মোট গ্যাস ক্ষেত্র— ২৯টি (সর্বশেষ : ইলিশা-১)।
- দেশের ২৯তম গ্যাসক্ষেত্র আবিস্কার করে— বাপেক্স।
- ইলিশা-১ গ্যাস ক্ষেত্র অবস্থিত – ভোলা সদর।
- দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – কক্সবাজারের খুরুশকুলে (৬০ মেগাওয়াট)।
- দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – সুন্দরগঞ্জ, গাইবান্ধা (নাম তিস্তা সোলার লিমিটেড)।
- ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন— ২১ মার্চ২০২২।
- পাটের জিন আবিষ্কার করেন– বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।
- বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের জন্য মোট মানদণ্ড (Criteria) পূরণ করতে হয়েছে— ৩টি।
- বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি লোহার খনির সন্ধান পাওয়া গেছে— দিনাজপুর জেলায় ।
- রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পাদন হলে বছরে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে— ২৪০০ মেগাওয়াট।
- বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ— রাশিয়া।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে— রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন (রোসাটম)।
- ‘ক্যাগোমে কোয়ান্টাম চুম্বক' আবিষ্কার করেন— বাংলাদেশের বিজ্ঞানী অধ্যাপক ড. জাহিদ হাসান ।
- বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য— ৩২তম ।
- ইলিশের জীবনরহস্য উন্মোচনে নেতৃত্ব দেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ।
- ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য আবিষ্কার করেন— অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার।
- বাংলাদেশের প্রথম ধূমকেতু রকেট তৈরি করেছে যে কলেজের শিক্ষার্থীরা— ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ।
- বাংলাদেশে প্রথম ই-সিম ( embedded SIM) চালু করে যে মোবাইল কোম্পানি— গ্রামীণফোন।
- ৬ জুলাই ২০২২ যে বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয়— চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
বাংলাদেশের সীমানা ইস্যুতে অর্জন
- বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয়— ৭ জুলাই ২০১৪ স্থায়ী সালিশি আদালতে (নেদারল্যান্ডস)।
- বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ লাভ করে— ১৯,৪৬৭ বর্গ কিমি ।
- বাংলাদেশের মোট সমুদ্রসীমা— ১,১৮,৮১৩ বর্গ কিমি ।
- বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্র বিরোধপূর্ণ এলাকা ছিল— ২৫,৬০২ বর্গ কিমি ।
- বাংলাদেশ-মিয়ানমারের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয়— ১৪ মার্চ ২০১২ (ITLOS, হামবুর্গ, জার্মানি)।
- বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় কার্যকর হয়— ১ আগস্ট ২০১৫।
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য
- ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়— ১৭ আগস্ট ২০১৭ ।
- বর্তমানে (আগস্ট ২০২৩ পর্যন্ত)বাংলাদেশের মোট সনদপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক পণ্য— ১৭টি ।
- সাধারণত জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন – বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)।
- WIPO বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন দেয়ার এখতিয়ার দেয় যে সংস্থাকে— শিল্প
- মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) ।
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'এশিয়ার আয়রন লেডি' উপাধি প্রদান করে— ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।
- প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের 'অ্যাডভাইজারি বোর্ড অব এমিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট'-এর সদস্য হিসেবে নিয়োগ পান— ড. মোহাম্মদ ইউনুস।
- ২৪ এপ্রিল ২০২৩ একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দেয়— International Association of Genocide Scholars (IAGS) |
- এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী— ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী ও ড. সেঁজুতি সাহা।
- দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় পুনরায় আর্জেন্টিনার দূতাবাস চালু করে— ২৭ ফেব্রুয়ারি ২০২৩।
- বিশ্বের যতটি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে— ৪৩ দেশের ৫৫টি শান্তিরক্ষা মশনে ।
- দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (MIGA ) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) পদে নিয়োগ পান – জুনায়েদ কামাল আহমদ (প্রথম বাংলাদেশি ফয়সাল চৌধুরী)।
- বাংলাদেশ ‘আইএলও কনভেনশন-১৩৮' অনুসমর্থন করে— ২২ মার্চ ২০২২।
- ৯ জুন ২০২২ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন— রাবাব ফাতিমা ।
- ২০২২ সালে বাংলাদেশের সাথে যে দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়— ওমান ।
- প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন K2'র চূড়া জয় করেন— ওয়াসফিয়া নাজরীন।
- যুক্তরাষ্ট্রে মেয়র পদে জয়ী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক— মাহবুবুল তৈয়ব ।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক— সোমা সাঈদ কুইন্স ।
- বাংলাদেশ এলডিসি (LDC) থেকে বের হবে— ২০২৬ সালে ।
- ডিসেম্বর ২০২০-এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়—৭টি।
- বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে— পাটের জিনতত্ত্ব আবিষ্কারের ক্ষেত্রে।
- বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে বিশ্বে ১১৯তম দেশ হিসেবে।
- বর্তমানে বাংলাদেশের মিশন (দূতাবাস) রয়েছে— বিশ্বের ৬০টি দেশে।
- বর্তমান বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে — ৮১টি।
- ‘বাংলাদেশি বুলেভার্ড' সড়ক অবস্থিত— যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন শহরে ।
- পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন— অধ্যাপক মোবারক আহমদ খান ।
- প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের শীর্ষ সাতটি পর্বত চূড়া (সেভেন সামিট) জয় করেন— ওয়াসফিয়া নাজরীন ।
- বাংলাদেশের প্রথম ব্যাক্তি হিসেবে স্থায়ী সালিশি আদালতের (PCA) বিচারপতি নিযুক্ত হন— বিচারপতি মো: তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি মো. আওলাদ আলি ।
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৬তম ও বর্তমান স্থায়ী প্রতিনিধি— মোহাম্মদ আব্দুল মুহিত ।
- ৮ এপ্রিল ২০২১ প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর প্রতিনিধি (মালদ্বীপে) নিযুক্ত হন— ডা. নাজনীন আনোয়ার ।
- ১৩ অক্টোবর ২০২০ বাংলাদেশ কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে— পঞ্চম দেশ হিসেবে।
- বাংলাদেশ United Nation Public Service Award 2020 (UNPSA) লাভ করে – ই-মিউটেশন' কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ।
- প্রথম বাংলাদেশি হিসেবে icddr,b'র নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান— ড. তাহমিদ আহমেদ।
- ২০২১ সালে বাংলাদেশের যে ব্যক্তি কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন— ফয়সাল ইসলাম।
- বর্তমানে বাংলাদেশ যে দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি করে— মিয়ানমার ।
- বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক— ড. আহমদ কায়কাউস ।
আর পড়ুন:মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক(BCS Math)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url