অর্থনীতি ২য় পত্র অধ্যায় ৪: জনসংখ্যার,মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান সাজেশন

অর্থনীতি দ্বিতীয় পত্র

অধ্যায় : ৪ জনসংখ্যার,মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান

এইচএসসি অর্থনীতি ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪

HSC Economics 2nd Paper 100% Common Suggestion-2024

Population, Human Resources and Self Employment

প্রশ্ন-১. আদমশুমারি কী?

উত্তর: সাধারণ অর্থে 'আদম' বলতে জনগণ এবং ‘শুমারি' বলতে গণনা বোঝায়। কাজেই আদমশুমারি বলতে জনসংখ্যা গণনা বোঝায়।

প্রশ্ন-২. জনসংখ্যার ঘনত্ব কীভাবে পাওয়া যায়?

উত্তর: একটি দেশের মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়

প্রশ্ন-৩. জনসংখ্যার ঘনত্ব কী?

[ম. বো. ২২, ২১, ব. বো. ২২, ১৯, চ. বো. ২১, রা, বো, সি. বো. ২১, য. বো, ২১, ১৮, ঢা. বো. ১৯, ১৮, দি. বো. ২২, ১৮]

উত্তর: একটি দেশে প্রতি বর্গমাইল বা বর্গকিলোমিটারে গড়ে যে সংখ্যক মানুষ বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে।

প্রশ্ন-৪. জনসংখ্যার পরিমাপ কাকে বলে?

উত্তর: যে পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে বসবাসকারী মানুষের সংখ্যা বা পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে জনসংখ্যার পরিমাপ বলা হয় ।

প্রশ্ন-৫. জন্মহার কী? 

[য. বো. ২১]

উত্তর: কোনো দেশে প্রতিবছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে সে দেশের জন্মহার বলে ।

প্রশ্ন-৬. জনসংখ্যার নির্ধারক কাকে বলে?

উত্তর: জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস যে সকল উপাদান বা নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তাকেই জনসংখ্যার নির্ধারক বলে । 

প্রশ্ন-৭. স্থূল জন্মহার কী? 

[দি.বো, ব. বো. ২১: চ. বো, সি. বো, য. বো. ১৯]

উত্তর: কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যার প্রতি ১,০০০ জনে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই হলো ঐ সময়ে ঐ দেশের স্থূল জন্মহার।

প্রশ্ন-৮. মৃত্যুহার কাকে বলে?

উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যার প্রতি হাজারের মোট মৃত্যুর সংখ্যাই হলো মৃত্যুহার ।

প্রশ্ন-৯. অশোধিত মৃত্যুহার কী?

উত্তর: একটি নির্দিষ্ট বছর কোনো দেশের জনসংখ্যা প্রতি এক হাজারে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে তাকে ঐ বছরে ঐ দেশের স্থূল মৃত্যুহার বা অশোধিত মৃত্যুহার বলে ।

প্রশ্ন-১০. অভিবাসন কী? 

[ম. বো. ২২; চ. বো, সি. বো. ২১; রা. বো., ব. বো. ১৯]

উত্তর: স্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে পূর্বের বসতি এবং স্থান পরিত্যাগ করে নতুন বসতি স্থাপনের জন্য অন্য কোনো স্থানে মানুষের আগমনকে অভিবাসন বলে ।

প্রশ্ন-১১. আন্তর্জাতিক অভিগমন কী?

উত্তর: যদি একদেশ হতে অন্যদেশে গমনাগমনের মাধ্যমে বাসস্থানের পরিবর্তন হয় তবে তাকে আন্তর্জাতিক অভিগমন বলা হয়।

প্রশ্ন-১২. নিট অভিবাসন কাকে বলে? 

[ঢা. বো. ২২, কু. বো. ২১ ঢা, বো, ২১, ১৮, ১৬; সি. বো. ১৮, ১৭ দি. বো. ২১, ১৮: য. বো. ১৮]

উত্তর: একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যার মধ্যকার পার্থক্য হলো ঐ দেশের ঐ বছরের নিট অভিবাসন।

প্রশ্ন-১৩. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী? 

[ঢা বো., ম. বো. ২১ ব. বো. ২১, ১৮, কু. বো, চ. বো., রা. বো. ১৮]

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে জন্মহার ও মৃত্যুহারের মধ্যে সমতা আসলে এ অবস্থানকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয় ।

প্রশ্ন-১৪. জ্যামিতিক বৃদ্ধির হার কী? 

[কু. বো. ২১]

উত্তর: গুণন হারে বৃদ্ধি পাওয়া হলো জ্যামিতিক বৃদ্ধির হার । যেমন— ১, ২, ৪, ৮, ১৬, ৩২ .........।

প্রশ্ন-১৫. গাণিতিক বৃদ্ধির হার কী? 

[চ. বো, য. বো. ২২]

উত্তর: যোগ হারে বৃদ্ধি পাওয়াকে গাণিতিক বৃদ্ধির হার বলে । যেমন— ১, ২, ৩, ৪,৫ .........।

প্রশ্ন-১৬. প্রতিরোধমূলক ব্যবস্থা কী?

উত্তর: বিলম্বে বিবাহ, যৌনসংযম, জন্মনিয়ন্ত্রণ, কৌমার্য অবলম্বন ইত্যাদি পন্থায় জন্মনিয়ন্ত্রণকে প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হয় ।

প্রশ্ন-১৭. কাম্য জনসংখ্যা কী? 

[ঢা. বো, য. বো. ২২; সি. বো. ২১; কু, বো, রা. বো. ২১, ১৮; চ. বো, ব. বো. ১৮; য. বো., চ. বো. ১৬]

উত্তর: কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে যে জনসংখ্যা বর্তমান থাকলে গড় উৎপাদন বা মাথাপিছু আয় সর্বোচ্চ হয় . তাকে কাম্য জনসংখ্যা বলে ।

প্রশ্ন-১৮. কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লেখ। 

[ব. বো. ১৭]

উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি হলো- M = (A-O)/O,

এখানে M = অসামঞ্জস্যের পরিমাণ, O = কাম্য জনসংখ্যা, A প্রকৃত জনসংখ্যা।

প্রশ্ন-১৯. বেকারত্ব কী? 

[ম. বো. ২১, দি. বো. ১৬]

উত্তর: কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক, কিন্তু কাজ পায় না এ অবস্থাকেই বেকারত্ব বলে ।

প্রশ্ন-২০. জনসংখ্যা সমস্যা কাকে বলে?

উত্তর: সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে দেশে কাম্য মাত্রার চেয়ে জনসংখ্যা অধিক বেড়ে গেলে তাকে জনসংখ্যা সমস্যা বলে ।

প্রশ্ন-২১. পরিবার পরিকল্পনা কী?

উত্তর: একটি ছোট ও সুখী সমৃদ্ধিশালী পরিবার গড়ে তোলার লক্ষ্যে পূর্ব হতে সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত পন্থায় পরিবারের সদস্য সংখ্যা নিয়ন্ত্রণ করাকেই পরিবার পরিকল্পনা বলা হয় ।

প্রশ্ন-২২. জনসংখ্যা নীতি কী?

উত্তর: জনসংখ্যা উন্নয়নে কোনো দেশের সরকার কর্তৃক যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই জনসংখ্যা নীতি ।

প্রশ্ন-২৩. মানবসম্পদ কী? 

[ঢা. বো. ১৯]

উত্তর: মানুষের অন্তর্নিহিত বিভিন্ন কর্মগুণ উন্নত ও বিকশিত করে তাকে বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলাই হলো মানবসম্পদ উন্নয়ন ।

প্রশ্ন-২৪. মানবসম্পদ উন্নয়ন কী? 

[কু.বো., ব. বো. ২২; রা. বো., চ. বো, ২১]

উত্তর: কর্মক্ষম জনশক্তি বা শ্রমশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে ।

প্রশ্ন-২৫. আত্মকর্মসংস্থান কী? 

[দি.বো., ফু. বো. ২২ দি. বো. ২১, ১৯, ব, বো, ২১ কু, বো, ১৯; ঢা, বো, ১৭; রা. বো. ১৬]

উত্তর: নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজস্ব প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্ম-কর্মসংস্থান বলে।

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. পরিবার পরিকল্পনা বলতে কী বোঝায়? 

[ম. বো. ২১]

উত্তর: পরিকল্পিত উপায়ে পরিবার গঠনকে পরিবার পরিকল্পনা বলে ।সাধারণ অর্থে, পরিবার পরিকল্পনা বলতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করাকে বোঝায়। পরিবার পরিকল্পনা বলতে শুধু জন্মনিয়ন্ত্রণকেই বোঝায় না বরং পরিবারের সদস্য বা লোকের স্বাস্থ্য, শিক্ষা ও উন্নতমানের জীবনযাত্রা নির্বাহের পরিকল্পনাকেও বোঝায়। পরিবারের আর্থিক সামর্থ্যের সাথে সামঞ্জস্য রেখে সন্তান জন্ম দেওয়া পরিবার পরিকল্পনার প্রধান উদ্দেশ্য।

প্রশ্ন-২. জলবায়ু পরিবর্তনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা করো। 

[ঢা. বো. ২১]

উত্তর: কোনো একটি দেশের জলবায়ুর ওপর জনসংখ্যা বৃদ্ধি নির্ভর করে ।

বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। সাধারণত গ্রীষ্মপ্রধান দেশে উষ্ণ জলবায়ুর প্রভাবে অল্প বয়সে ছেলেমেয়েরা যৌবন প্রাপ্ত হয় এবং প্রজনন ক্ষমতা লাভ করে। ফলে তারা অল্প বয়সেই বিবাহ করে সন্তানের জন্ম দেয়। অপরদিকে, শীতপ্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার গ্রীষ্মপ্রধান দেশের তুলনায় কম । জলবায়ু জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, ভৌগোলিক পরিবেশে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি প্রভাবিত হয় ।

প্রশ্ন-৩. নিট অভিবাসন বলতে কী বোঝায়?

অথবা, 

নিট অভিবাসন ধারণাটি ব্যাখ্যা করো। 

[দি. বো. ২২]

উত্তর: নিট অভিবাসন একটি নির্দিষ্ট দেশের ক্ষেত্রে পরিমাপ করা হয়। সেক্ষেত্রে ঐ দেশের নিট অভিবাসন ঐ দেশের বহিরাগমনের হার এবং বহির্গমনের হার এর ওপর নির্ভর করে। এক্ষেত্রে বলা যায়, একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যার মধ্যকার পার্থক্য হলো ঐ দেশের ঐ বছরের নিট অভিবাসন ।

প্রশ্ন-৪. যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, তাকে কী বলে? 

[ঢা. বো. ১৬]

উত্তর: যে সংখ্যক জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে ।কাম্য জনসংখ্যা হলো সর্বোত্তম আকাঙ্ক্ষিত জনসংখ্যা সেখানে উৎপাদন, আয় ও মাথাপিছু আয় সর্বোত্তম হয়। কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুসারে, কোনো দেশের প্রাকৃতিক সম্পদকে উপযুক্তভাবে কাজে লাগানোর জন্য একটি বিশেষ জনসংখ্যার প্রয়োজন হয়। একেই কাম্য জনসংখ্যা বলে।

প্রশ্ন-৫. জন্মহার জনসংখ্যাকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো। 

[কু. বো. ১৭]

উত্তর: কোনো দেশের জনসংখ্যা পরিবর্তনের অন্যতম প্রধান নিয়ামক জন্মহার।

কোনো দেশে প্রতিবছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে, তাকে সে দেশের জন্মহার বলে। জনসংখ্যার সাথে এর সম্পর্ক ধনাত্মক। অর্থাৎ কোনো অঞ্চলের জন্মহার বৃদ্ধি পেলে ওই অঞ্চলের জনসংখ্যাও বৃদ্ধি পায়। আবার জন্মহার হ্রাস পেলে জনসংখ্যাও হ্রাস পায়। অর্থাৎ জন্মহারের পরিবর্তন জনসংখ্যাকে প্রভাবিত করে। কোনো দেশের জনসংখ্যার মৃত্যুহার এবং নিট অভিবাসন স্থিতিশীল থাকলে উচ্চ জন্মহার জনসংখ্যা বৃদ্ধি করে। বিপরীত অবস্থায় জনসংখ্যা হ্রাস পায়। এভাবে জনসংখ্যাকে জন্মহার সরাসরি প্রভাবিত করে।

প্রশ্ন-৬. প্রাকৃতিক নিরোধ বলতে কী বোঝায়? 

উত্তর: মহামারি, দুর্ভিক্ষ, চরম দারিদ্র্য, জটিল রোগ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত জনসংখ্যার প্রাণসংহারকে প্রাকৃতিক নিরোধ বলা হয় ।ম্যালথাস বলেন, প্রকৃতি যখন মানুষের অতিরিক্ত সংখ্যা বহন করতে পারবে না তখনই দুর্যোগ দেখা দেয়। তিনি মনে করেন, খাদ্যের যোগানের তুলনায় জনসংখ্যা বেড়ে গেলে প্রকৃতি নিজেই মানুষের ওপর প্রতিশোধ নেয়। আর তখনই মহামারি, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ প্রকট আকারে দেখা দেয়। সুতরাং, এভাবে অতিরিক্ত জনসংখ্যার প্রাণ সংহারকে ‘প্রাকৃতিক নিরোধ' বলা হয় ।

প্রশ্ন-৭. জনসংখ্যা নীতি বলতে কী বোঝায়?

উত্তর: জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য প্রস্তাবিত নীতি ও কার্যক্রমের টেকসই প্রায়গিক কৌশলই জনসংখ্যা নীতি । যে সব নীতি বা প্রক্রিয়ায় জনসংখ্যা সম্পর্কে বিভিন্ন সমস্যার সঠিক সমাধান করা যায় তাকেই জনসংখ্যা নীতি বলে। এক কথায় বলা যায় যে, জনসংখ্যা নীতি হলো এমন কতকগুলো গঠনমূলক ও বাস্তবধর্মী আইনানুগ ব্যবস্থা যা প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি পদক্ষেপের সমষ্টি ও সমন্বয় এবং যার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখা যায় ।

প্রশ্ন-৮. নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারে? 

[রা বো., ম. বো, দি. বো, কু. বো, চ, বো, ২১]

উত্তর: নারী শিক্ষার প্রসার জনসংখ্যা রোধে সহায়তা করে।বাংলাদেশের নারী সমাজের সিংহভাগ ঘরের বাইরে গিয়ে উৎপাদন কাজে অংশগ্রহণ করতে পারে না। ফলে তারা পরিবারের জন্য আয় উপার্জনেঅক্ষম। নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়ে মহিলাদের জন্য ঘরে-বাইরে কাজের সংস্থান করতে পারলে তারা সন্তান জন্মদানের সুযোগ কম পাবে এবং জন্মহার হ্রাস পাবে। কারণ, কর্মজীবী মহিলাদের সামাজিক মর্যাদা বেশি বলে ইচ্ছার বিরুদ্ধে তাদের ওপর মাতৃত্বের বোঝা চাপিয়ে দেয়াও সম্ভব হয় না ।

প্রশ্ন-৯. শিক্ষা ও প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে? 

[ম. বো. ২২, ব. বো. ২২; ঢা. বো. ২১, ১৯]

অথবা, 

প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে? 

[ঢা. বো. ২২; রা. বো. ২১; য. বো. ১৭, ঢা. বো, ব. বো. ১৯]

 অথবা, 

মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কী?

[কু. বো., চ. বো., ব, বো, বা. বো. ১৮]

উত্তর: শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে ।

শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার । শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনী ক্ষমতা অর্জন করে। অন্যদিকে, কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ । প্রশিক্ষণ মানুষের শ্রমের গুণগত মান বাড়িয়ে উৎপাদনশীল করে । প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে প্রদান করা হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এভাবেই শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে ।

প্রশ্ন-১০. মানবসম্পদ উন্নয়নের সাথে স্বাস্থ্য ও সেবার কী সম্পর্ক? 

[রা. বো. ২১, ১৬]

উত্তর: মানবসম্পদ উন্নয়নের উপাদান হিসেবে স্বাস্থ্যসেবা খাত গুরুত্বপূর্ণ ।সুচিকিৎসা প্রদানের মাধ্যমে মানুষকে সুস্থ, সবল ও নিরোগ রাখতে পারলে মানবসম্পদের উন্নয়ন ঘটে। এদেশে মানবসম্পদের উন্নয়নের উদ্দেশ্যে অধিক সংখ্যক হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, মাতৃসদন, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি স্থাপন এবং সেগুলো থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। তাই মানবসম্পদ উন্নয়নের সাথে স্বাস্থ্য সেবার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।

প্রশ্ন-১১. মানবসম্পদ উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো।

[দি. বো. ১৯]

উত্তর: মানবসম্পদ বলতে মূলত জনশক্তিকে বোঝায়।কোনো দেশের জনশক্তিকে উপযুক্ত খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশিক্ষণ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ প্রভৃতি সুবিধা প্রদানের মাধ্যমে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তোলাকে মানবসম্পদ উন্নয়ন বলে । প্রকৃতপক্ষে, উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কর্মদক্ষতা সুষ্ঠুভাবে ব্যবহারের উদ্দেশ্যে তার অন্তর্নিহিত বিভিন্ন কর্মগুণ উন্নত ও বিকশিত করে তোলাই হলো মানবসম্পদ উন্নয়ন ।

প্রশ্ন-১২. অধিক জনসংখ্যা কীভাবে পরিবেশের বিপর্যয় ঘটায়? ব্যাখ্যা করো। 

[চ. বো. ২২, য. বো. ২১]

উত্তর: জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে ।

জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে পরিবেশ দূষিত হয়। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি, অভিবাসন, নগরায়ণ ইত্যাদি সমস্যা পরিবেশের ওপর প্রতিকূল প্রভাব সৃষ্টি করেছে। অতিরিক্ত যানবাহন, বাসস্থানের অব্যবস্থা, ময়লা নিষ্কাশনের অব্যবস্থায় পরিবেশ হুমকির মুখে পড়ে। এছাড়া বনভূমি কেটে বসবাসের উপযোগী জায়গা তৈরি করেও পরিবেশের মারাত্মক ক্ষতি হয় ।

প্রশ্ন-১৩. শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে? 

[কু. বো. ২২; চ. বো. ১৯; ব., বো, ১৭]

উত্তর: মানবসম্পদ উন্নয়নের সাথে শিক্ষা অঙ্গাঙ্গিভাবে জড়িত।

শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে । শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। সমাজে শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনী ক্ষমতা অর্জন করে। এর মাধ্যমে মানুষ নিজেকে উন্নত করতে এবং রাষ্ট্রের বিদ্যমান সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হয়। এভাবেই শিক্ষা মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে।

প্রশ্ন-১৪. ভূপ্রকৃতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত হয়? 

[কু. বো. ১৯]

উত্তর: একটি দেশের জনসংখ্যার ঘনত্ব অনেকাংশেই ভূপ্রকৃতির ওপর নির্ভর করে ।

বাংলাদেশের অনেকাংশই সমতল ভূমি হওয়ায় তা মানুষের বসবাস উপযোগী। এ অঞ্চল সমতল ভূমি হওয়ায় মানুষের জীবিকা নির্বাহ, যাতায়াত ব্যবস্থার সুবিধা এবং জীবনধারণের ব্যয় কম বলে বেশি ঘনবসতিপূর্ণ। পার্বত্য অঞ্চল ছাড়া অধিকাংশ এলাকা সমতল এবং পার্বত্য অঞ্চলে জনবসতি কম। এ কারণে এদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি। এভাবেই ভূপ্রকৃতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধি প্রভাবিত করে ।

প্রশ্ন-১৫. ‘অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা' – কেন? 

[ঢা. বো. ২২, কু. বো. ২১, ১৭]

উত্তর: বাংলাদেশের সকল সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো অধিক জনসংখ্যা ।সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে কাম্য মাত্রার চেয়ে জনসংখ্যা বেশি হলে তা জনসংখ্যা সমস্যায় পরিণত হয় । তাছাড়া বাংলাদেশের অর্থনীতি খুব বেশি সচ্ছল না হওয়ায় এই বিপুল সংখ্যক জনসংখ্যার সকল মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ । এদেশের বেশির ভাগ লোকের জীবনযাত্রার মান খুব নিম্ন হওয়ায় এরা উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হতে পারে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে এদের উল্লেখযোগ্য অবদান না থাকায় এরা বোঝা হিসেবে পরিগণিত হয়। আর এরূপ জনসংখ্যা সমস্যা দেশের সকল উন্নয়নের পথে প্রতিবন্ধকতাস্বরূপ । তাঅধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হয় ।

প্রশ্ন-১৬. আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক— ব্যাখ্যা করো।

[সি. বো., দি. বো. ২১, ঢা বো., দি, বো, সি. বো, য. বো. ১৮]

উত্তর: আত্মকর্মসংস্থান একটি দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের আয় বৃদ্ধিতে সহায়তা করে এবং এর ফলে দেশে দারিদ্র্যের পরিমাণ বা মাত্রা হ্রাস পায় । সাধারণত কোনো ব্যক্তি নিজের অর্থ বা ঋণ গ্রহণের মাধ্যমে নিজস্ব বুদ্ধিমত্তা ও দক্ষতার আলোকে সীমিত ঝুঁকি নিয়ে নিজস্ব উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টাকে আত্মকর্মসংস্থান বলা হয়। এর ফলে উদ্যোক্তাসহ তার প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য কর্মীরা তুলনামূলক উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়। তাই বলা যায়, আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক। 

প্রশ্ন-১৭. কর্মসংস্থানের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন? 

[সি. বো. ১৯]

উত্তর: জনাধিক্যের চাপ কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলে ।

জীবনধারণের জন্য কর্মসংস্থানের একান্ত প্রয়োজন । তবে কোনো দেশে দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধি পেলেও সে তুলনায় কর্মসংস্থানের সুযোগ বাড়ে না। ফলে বেকারত্ব, অর্ধবেকারত্ব, ছদ্ম বেকারত্ব দিন দিন বৃদ্ধি পায়। জনবহুল দেশে শিল্প ও সেবা খাত শক্তিশালী না হলে কৃষিবহির্ভূত খাতে কর্মসংস্থানের সুযোগও খুবই সীমিত থাকে। তাই ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে বেকার সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। এভাবেই অতিরিক্ত জনসংখ্যা কর্মসংস্থানের ওপর প্রভাব ফেলে ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায়?

ক. আদমশুমারি

খ. বয়স কাঠামো

গ. জন্মহার

ঘ. মোট আয়তন

উত্তর : ক

২. বর্তমানে (২০২২) বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক. ২.৪১%

খ. ১.২২%

গ. ২.০৩%

ঘ. ১.৩৭%

উত্তর : খ

৩. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ৭৫৫ জন

খ. ৮৭৬ জন

গ. ৮৩৪ জন

ঘ. ১১৪০ জন

উত্তর : ঘ

৪. ‘ক’ দেশের আয়তন ১ লক্ষ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন। 'ক' দেশটির জনসংখ্যা কত?

ক. ১০ কোটি ১৫ লক্ষ 

খ. ১৫ কোটি

গ. ১৫ কোটি ১৫ লক্ষ

ঘ. ১৬ কোটি

উত্তর : ক

৫. কোনটিকে জনসংখ্যার প্রধান নির্ধারক বলা যায়? 

ক. সামাজিক রীতিনীতি 

খ. অর্থনৈতিক অবস্থা 

গ. জনসংখ্যার ঘনত্ব 

ঘ. জন্মহার

উত্তর : ঘ 

৬. জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা কাদের মধ্যে বেশি? 

ক. মধ্যবিত্ত

খ. নিম্ন মধ্যবিত্ত 

গ. উচ্চ মধ্যবিত্ত

ঘ. উচ্চবিত্ত

উত্তর : খ

৭. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্রটি হলোDP = TP/TA । এখানে DP বলতে কী বোঝায়?

ক. মোট জনসংখ্যা

খ. দেশের মোট আয়তন

গ. বিশেষ এলাকার জনসংখ্যা 

ঘ. জনসংখ্যার ঘনত্ব

উত্তর : ঘ

৮. অধ্যাপক ডাল্টন কাম্য জনসংখ্যা পরিমাপ করার সূত্রে M দ্বারা কী নির্দেশ করেছেন?

ক. সর্বাধিক জনসংখ্যা

খ. সবচেয়ে কম জনসংখ্যা

গ. অতিরিক্ত জনসংখ্যা

ঘ. কাম্য জনসংখ্যা থেকে বিচ্যুতির মাত্রা

উত্তর : ঘ

৯. জন্মহার কীসের ওপর নির্ভরশীল?

ক. জনসংখ্যা

খ. পরিবেশ

গ. জনস্বাস্থ্য

ঘ. প্রজননশীলতা

উত্তর : ঘ

১০. কোন বয়সের মানুষকে কর্মক্ষম হিসেবে বিবেচনা করা হয়?

ক. ১৫-৩৯ বছর

খ. ১৪-৪৯ বছর

গ. ১৫-৫৯ বছর

ঘ. ১৫-৭৯ বছর

উত্তর : গ

১১. কোনটি একজন মানুষকে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়?

ক. শিক্ষা

খ. আত্মকর্মসংস্থান

গ. স্বাস্থ্য

ঘ. মেধা

উত্তর : খ

১২. পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?

ক. ৭ম

খ. ৮ম

গ. ৯ম

ঘ. ১০ম

উত্তর : খ

১৩. নিচের কোনটি জনসংখ্যার জৈবিক ও সামাজিক তত্ত্ব হিসেবে পরিচিত?

ক. কাম্য জনসংখ্যা তত্ত্ব 

খ. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব 

গ. ডাল্টনের তত্ত্ব 

ঘ. ফিশারের তত্ত্ব

উত্তর : খ

১৪. গতিশীল ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটি প্রয়োজন?

ক. মানবসম্পদ উন্নয়ন 

খ. দারিদ্র্য বিমোচন

গ. অধিক প্রবৃদ্ধি

ঘ. মাথাপিছু আয় বৃদ্ধি

উত্তর : ক

১৫. কোনটি মানবসম্পদ উন্নয়নের ভিত্তি? 

ক. শিক্ষা

খ. প্ৰযুক্তি

গ. জীবনযাত্রার মান 

ঘ. বৈদেশিক সাহায্য

উত্তর : ক

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

১৬. মরণশীলতা বিশ্লেষণে অবশ্যই বিবেচনা করতে হয়— 

i. বয়সভিত্তিক মৃত্যু

ii. প্রত্যাশিত আয়ুষ্কাল

iii. মৃত্যুর প্রবণতা নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

১৭. জনসংখ্যা সম্পর্কিত তত্ত্ব হলো—

i. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব

ii. কাম্য জনসংখ্যা তত্ত্ব

iii. জনমিতিক বিবর্তন তত্ত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

১৮. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ—

i. সামাজিক

ii. অর্থনৈতিক

iii. রাজনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

১৯. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক ইতিবাচক প্রভাব—

i. শ্রমের যোগান

ii. মূলধনের বিকল্প

iii. খাদ্য ঘাটতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

২০. মানবসম্পদ উন্নয়নের মৌলিক সূচক হলো—

i. আয়ুষ্কাল

ii. শিক্ষা অর্জন

iii. জীবনযাত্রার মান 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

২১. জনসংখ্যার নির্ধারক হলো—

i. জন্মহার

ii. মৃত্যুহার

iii. বৈধ গণনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

২২. প্রজননশীলতা প্রভাবিত হয়—

i. আর্থ-সামাজিক উপাদান দ্বারা

ii. মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা

iii. জনসংখ্যা নীতি দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

২৩. বাংলাদেশে পরিবার পরিকল্পনা গ্রহণের ফলে—

i. মাথাপিছু আয় ও সঞ্চয় বাড়বে

ii. জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে 

iii. উৎপাদন বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও: 

জরিনা ফুলপুরের একটি দরিদ্র পরিবারের মেয়ে। ৭ ভাই- বোনের মধ্যে সে বড়। তার গ্রামের জনসংখ্যা গত ২৫ বছরে দ্বিগুণ হয়েছে ।

২৪. ফুলপুর গ্রামে জনসংখ্যার কার তত্ত্বটি প্রতিফলিত হয়েছে?

ক. রর্বাট ম্যালথাস

খ. অধ্যাপক ডাল্টন 

গ. রবার্ট ওয়ালস

ঘ. উইলিয়াম গুডউইন

উত্তর : ক

২৫. জরিনার গ্রামের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ রাখার জন্য প্রয়োজন—

i. পরিবার পরিকল্পনা গ্রহণ

ii. নারী শিক্ষার প্রসার

iii. বাল্যবিবাহ নিষিদ্ধকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:

নেয়াজপুর একটি ছোট ইউনিয়ন। এই ইউনিয়নের লোকসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকার মানুষের শিক্ষা ও চিকিৎসার তেমন কোনো সুব্যবস্থা নেই।

২৬. নেয়াজপুরে কীসের প্রভাব পরিলক্ষিত হয়েছে? 

ক. অর্থনৈতিক উন্নয়নের 

খ. ধর্মীয় গোঁড়ামির

গ. ভৌগোলিক অবস্থার 

ঘ. জনসংখ্যা বৃদ্ধির

উত্তর : ঘ

২৭. নেয়াজপুরের অবস্থা পুরো বাংলাদেশে বিরাজমান হলে—

i. বেকারত্ব বৃদ্ধি পাবে

ii. খাদ্য ঘাটতি দেখা দিবে

iii. শিল্পায়ন গতিশীল হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:

শিক্ষা সচিব কলেজ পরিদর্শনে এসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, 'বর্তমান শিক্ষাকে প্রযুক্তিনির্ভর করতে হবে। শিক্ষার ব্যবহারিক দিকের প্রতি গুরুত্ব দিয়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ-জনশক্তিতে পরিণত হতে হবে।'

২৮. সচিব মহোদয়ের বক্তব্য অনুসরণ করলে নিচের কোনটি ঘটবে?

ক. দক্ষ মানবসম্পদ সৃষ্টি হবে

খ. বেকারত্ব হ্রাস পাবে

গ. শিক্ষার হার বৃদ্ধি পাবে

ঘ. শিল্পের উন্নয়ন হবে

উত্তর : ক

২৯. সচিব মহোদয়ের বক্তব্যের উদ্দেশ্য হলো—

i. দক্ষ জনশক্তি তৈরি করা

ii. অর্থনৈতিক উন্নয়ন করা

iii. যুব সমাজকে কর্মমুখী করা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও: 

শিক্ষিত যুবক মি. রাসেল অনেক দিন চাকরির জন্য ঘুরে হতাশ কর্মকর্তার পরামর্শে নিজের জায়গাতেই একটি নার্সারি গড়ে হয়ে পড়েছে। অবশেষে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের এক তুলেন। ধীরে ধীরে তিনি স্বাবলম্বী হয়ে উঠেন।

৩০. মি. রাসেলের নার্সারি প্রতিষ্ঠাকে অর্থনীতির ভাষায় কী বলে? 

ক. যুব উন্নয়ন কার্যক্রম 

খ. অর্থনৈতিক মুক্তি 

গ. আত্মকর্মসংস্থান

ঘ. সঠিক কর্মপরিকল্পনা

উত্তর : গ

৩১. মি. রাসেলের মতো অন্য শিক্ষিত বেকাররা যদি এ ধরনের কার্যক্রমে অনুপ্রাণিত হয় তবে—

i. কর্মসংস্থান সৃষ্টি হবে

ii. দারিদ্র্য বিমোচন হবে

iii. আমদানি বৃদ্ধি পাবে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও: 

অর্থনীতিবিদ গুনার মিরডাল 'ক' সম্পদ উন্নয়নে আটটি উপাদানের কথা বলেছেন। তিনি আরও বলেছেন, 'ক' সম্পদের উন্নয়ন ব্যতীত | দেশের উন্নয়ন সম্ভব নয়।

 ৩২. উদ্দীপকে 'ক' সম্পদ বলতে কোনটি বোঝানো হয়েছে?

ক. প্রাকৃতিক সম্পদ

খ. মানবসম্পদ

গ. খনিজ সম্পদ

ঘ. গ্যাস সম্পদ

উত্তর : খ

৩৩. উদ্দীপকের আটটি উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ—

i. বস্তু

ii. শিক্ষা

iii. স্বাস্থ্য ও পুষ্টি 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

৩৪. জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটি? 

[ঢা. বো, ২১, ১৯রা বো, দি বো, ব. বো, ১৯, রা. বো, ১৭,চ, বো. ১৬]

ক. DP = TR/TP

খ. DP = TP/TA

খ. DP = TD/TR

ঘ. DP = TD/TA

উত্তর : খ

৩৫. 'A' একটি দেশ যেখানে ১৫ কোটি লোকের বাস। দেশটির আয়তন ১ লক্ষ ৫০ হাজার বর্গ কিমি। দেশটির জনসংখ্যার ঘনত্ব কত? 

[দি. বো. ২১]

ক. ১০০ জন

খ. ১০০০ জন

গ. ১০,০০০ জন

ঘ. ১,০০,০০০ জন

উত্তর : খ

৩৬. একটি দেশে কোনো নির্দিষ্ট বহির্গমন এর পার্থক্যকে বলে- 

[ঢা. বো.২২]

ক. জনসংখ্যার ঘনত্ব 

খ. নিট অভিবাসন

গ. শূন্য জনসংখ্যা বৃদ্ধি

ঘ. জনসংখ্যা বৃদ্ধির হার

উত্তর : খ

৩৭. কোনটি স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র? 

[য. বো. ২১]

ক. CDR = (P/D x 1000) 

খ. CDR = (D/P x 1000) 

গ. CDR = (P/D x 100) 

ঘ. CDR = (D/P x 100)

উত্তর : খ 

৩৮. “জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে” – বক্তব্যটি কার? 

[ঢা বো., ২২]

ক. Herbert Spencer

খ. Dalton

গ. Thomas Robert Malthus

ঘ. Professor Edwin Cannan

উত্তর : গ

৩৯. বাংলাদেশে সাধারণত কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়? 

[সি. বো. ২১]

ক. ১২ বছর

খ. ১০ বছর

গ. ১৫ বছর

ঘ. ২০ বছর

উত্তর : খ

৪০. প্রদত্ত  = (জন্মহার – মৃত্যুহার/১০০০) × ১০০ কী নির্দেশ করে? 

[ব. বো.২২] 

ক. জনসংখ্যা বৃদ্ধির হার 

খ. স্বাভাবিক বৃদ্ধি হার

গ. স্থূল মৃত্যুহার 

ঘ. স্থূল জন্মহার

উত্তর : ক

৪১. একটি নির্দিষ্ট বছরে কোন একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যার পার্থক্য হলো—

[চ. বো. ২১, ১৯]

ক. অভিবাসন

খ. নিট অভিবাসন 

গ. অভিগমন

ঘ. বহির্গমন

উত্তর : খ

৪২. মনে করি 'ক' দেশে ৫ লক্ষ লোক মৃত্যুবরণ করল এবং উক্ত বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ১০ কোটি হলে স্থূল মৃত্যুহার কত হবে? 

[চ. বো. ১৯]

ক. ২

খ. ৫ 

গ. ১০

ঘ. ২०

উত্তর : খ

৪৩. স্থূল জন্মহার নির্ণয়ের সূত্র কোনটি? 

[দি. বো, ব, বো, ২১]

ক. ΣΒ/ΣΡ x 1000

খ. ΣΡ/ΣΒ x 1000

গ. ΣΡ/ΣΒ

ঘ. ΣΡ-ΣΒ

উত্তর : ক

৪৪. নিম্নের কোন বিষয়টি জনসংখ্যার আকারকে প্রভাবিত করে না? 

[দি. বো. ২১, কু, বো, ২১, ১৬]

ক. অভিবাসন

খ. জন্মহার

গ. মৃত্যুহার

ঘ. শিক্ষার হার

উত্তর : ঘ

৪৫. কোনটি জনসংখ্যা বৃদ্ধির কারণ? 

[ঢা. বো. ১৬]

ক. জন্মহার বৃদ্ধি

খ. জন্মহার হ্রাস

গ. মৃত্যুহার বৃদ্ধি

ঘ. বাল্যবিবাহ হ্রাস

উত্তর : ক

 ৪৬. ম্যালথাস তার জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি কত সালে প্রথম প্রকাশ করেন? 

[কু. বো., য. বো. ২১]

ক. ১৭৬৮

খ. ১৭৭৮

গ. ১৭৮৮

ঘ. ১৭৯৮

উত্তর : ঘ

৪৭. ‘An Essay on the Principles of Population' গ্রন্থের লেখক কে? 

[ব. বো. ২২, ১৯; দি. বো. ১৯]

ক. অ্যাডাম স্মিথ

খ. অধ্যাপক মার্শাল

গ. টমাস ম্যালথাস

ঘ. পি. এ. স্যামুয়েলসন

উত্তর : গ

৪৮. ম্যালথাসের মতে, বিলম্ব বিবাহ' জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থা? 

[য বো. ২১]

ক. ধৰ্মীয়

খ. প্রাকৃতিক

গ. বৈজ্ঞানিক

ঘ. নিবারণমূলক

উত্তর : ঘ

৪৯. ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে—

[সি. বো. ২১: রা. বো., কু. বো. ১৭]

ক. জ্যামিতিক হারে

খ. গাণিতিক হারে

গ. দ্রুত গতিতে

ঘ. আনুপাতিকভাবে

উত্তর : ক

৫০. ম্যালথাসের তত্ত্ব অনুসারে, কোনো প্রকার হস্তক্ষেপ না করা হলে কত বছর পরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হবে? 

[ঢা. বো. ১৭]

ক. ১০

খ. ১৫ 

গ. ২০

ঘ. ২৫

উত্তর : ঘ

৫১. জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন? 

[ব. বো. ২২, দি. বো. ১৭]

ক. ২ 

খ. ৩

গ. 8

ঘ. ৫

উত্তর : ক

৫২. কোনটি জ্যামিতিক হার?

[রা. বো, সি. বো. ১৯, ১৬, ব. বো. ২১, ১৬]

ক. ১, ২, ৩, ৪, ৫

খ. ১, ২, ৪, ৮, ১৬

গ. ১, ২, ৪, ৬, ৮

ঘ. ১, ৩, ৫, ৭, ৯

উত্তর : খ

৫৩. যে জনসংখ্যার জন্য মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, সে জনসংখ্যাকে কী বলে?

[ম. বো, সি. বো. ২১ কু. বো. ১৯, ঢা, বো, ১৭]

ক. শূন্য জনসংখ্যা

খ. উদ্বৃত্ত জনসংখ্যা

গ. দক্ষ জনসংখ্যা

ঘ. কাম্য জনসংখ্যা

উত্তর : ঘ

৫৪. কাম্য জনসংখ্যার সূত্র কে প্রদান করেন? 

[রা, বো, ২১]

ক. ম্যালথাগ

খ. ডাল্টন

গ. মার্শাল

ঘ. স্যামুয়েলসন

উত্তর : খ

৫৫. M = (A-O/O) সমীকরণ; M = O হলে কী নির্দেশ করে?

[ঢা বো., চ. বো. ২১, কু. বো. ২১, ১৭; সকল বোর্ড ১৮]

ক. শূন্য জনসংখ্যা

খ. অধিক জনসংখ্যা

গ. নিম্ন জনসংখ্যা

ঘ. কাম্য জনসংখ্যা

উত্তর : ঘ

৫৬. কাম্য জনসংখ্যার সূত্র কোনটি?

[সি. বো. ২২,১৭, রা. বো. ১৭: কু. বো,, দি. বো. ১৬]

ক. M = (O-A/O)

খ. M = (A-O/O)

গ. M = (O/O-A)

ঘ. M = (O/A-O) 

উত্তর : খ

৫৭. বাংলাদেশের কাম্য জনসংখ্যা এবং বর্তমান জনসংখ্যা যথাক্রমে ৬ কোটি এবং ১৬ কোটি। তবে অসামঞ্জস্যের পরিমাণ কত? 

[ঢা. বো. ১৭]

ক. - ১.৬৭

খ. - ০.৬২

গ. ০.৬২

ঘ. ১.৬৭

উত্তর : ঘ

৫৮. খানা আয়-ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী সবচেয়ে কম দারিদ্র্য প্রবণ জেলা কোনটি? 

[ম. বো. ২১]

ক. কুড়িগ্রাম

খ. নারায়ণগঞ্জ

গ. দিনাজপুর

ঘ. ফরিদপুর

উত্তর : খ

৫৯. ZPG কী? 

[সি. বো. ১৭]

ক. Zero Population Growth

খ. Zero Percent Growth

গ. Zero Popular Growth

ঘ. Zest Populated Growth

উত্তর : ক

৬০.দেশের জনসংখ্যাকে শিক্ষা ও প্রশিক্ষণের দ্বারা জনশক্তিতে রূপান্তর করাই— 

[সি. বো. ২১]

ক. মানবসম্পদ উন্নয়ন 

খ. দেশের উন্নয়ন

গ. জাতীয় সম্পদ বৃদ্ধি 

ঘ. শিক্ষার প্রসার

উত্তর : ক

৬১. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা সবচেয়ে কম?

[কু. বো. ২১ ঢা. বো. ১৬]

ক. রাজশাহী

খ. খুলনা 

গ. চট্টগ্রাম

ঘ. বরিশাল

উত্তর : ঘ

৬২. মানবসম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি?

[কু. বো, সি. বো. ২১; সকল বোর্ড ১৮]

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. 8

উত্তর : গ

৬৩. কোনটি মৌলিক মানব উন্নয়ন সূচক নয়? 

[ঢা বো. ২১]

ক. আয়ুষ্কাল

খ. শিক্ষা

গ. জীবনযাত্রার মান

ঘ. কর্মসংস্থান

উত্তর : ঘ

৬৪. শূন্য জনসংখ্যা পরিমাপে প্রয়োজন – 

[ব. বো, ২২]

i. CBR

ii. CDR

iii. NGR

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৬৫. জনসংখ্যা নির্ধারক হলো— 

[দি. বো. ২২. য. বো. ২১]

i. স্থূল জন্মহার

ii. স্থূল মৃত্যুহার

iii. আদমশুমারি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৬৬. বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ—

[কু.বো.১৯]

i. উচ্চ জন্মহার 

ii. অর্থনৈতিক উন্নতি

iii. বাল্যবিবাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

৬৭. জনসংখ্যা বৃদ্ধির ফলে – 

[য. বো. ২২]

i. শ্রমের যোগান বৃদ্ধি পায়

ii. পণ্যের চাহিদা বৃদ্ধি পায়

iii. বাজার সংকুচিত হয় 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

৬৮. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে উপেক্ষিত হয়েছে—

[ঢা. বো, ২১, ১৬]

i. দরিদ্রতা

ii. জনসংখ্যার গুণগত দিক

iii. খাদ্য উৎপাদনে প্রযুক্তির কথা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

৬৯. মানবসম্পদ উন্নয়ন বলতে বোঝায়— 

[রা. বো. ২২]

i. জনসংখ্যার স্বাস্থ্যগত উন্নয়ন

ii. জনসংখ্যা হ্রাস

iii. জনসংখ্যার গুণগত পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

৭০. আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফল হওয়ার জন্য প্রয়োজন— 

[য. বো. ২১]

i. ধৈর্য

ii. নিজস্ব চিন্তা ও বুদ্ধিমত্তা

iii. দক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

৭১. জনসংখ্যা বৃদ্ধির ফলে— 

[ম. বো. ২২]

i. জনগণের আয় বৃদ্ধি পায়

ii. বেকারত্ব বৃদ্ধি পায়

iii. দরিদ্রতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ৭২ ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাও:

সাজিদ স্যার দ্বাদশ শ্রেণির ক্লাসে বললেন, বাংলাদেশে ২০১১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ও আয়তন ছিল যথাক্রমে ১৪.৯৭ কোটি এবং ১.৪৭ লক্ষ বর্গ কি.মি. । আবার ২০১৩ সালের হিসাব অনুসারে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫.৬৬ কোটি হয়। এর ফলে কিছু সমস্যার সৃষ্টি হয় । 

[কু. বো. ১৯]

৭২. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ২০১১ সালের জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ৯১৫

খ. ১০১৮

গ. ১১১৫

ঘ. ১২১৫

উত্তর : খ

৭৩. উদ্দীপকে জনসংখ্যার বৃদ্ধির ফলে যে সমস্যার সৃষ্টি হয়—

i. বেকারত্ব বেড়েছে

ii. জনসংখ্যার ঘনত্ব কমেছে

iii. নির্ভরশীলতার হার বেড়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

উদ্দীপকটি পড়ো এবং ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও:

'ক' দেশের মোট জনসংখ্যা ১৮ কোটি এবং আয়তন ১ লক্ষ ৪৭হাজার বর্গকিলোমিটার ।

[সি. বো. ১৭]

৭৪. 'ক' দেশের জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ১০০০

খ. ১২০০

গ. ১২২৪

ঘ. ১৩২৪

উত্তর : গ

৭৫. জনসংখ্যার ঘনত্বের ওপর মন্তব্য করো।

ক. ঘনত্ব বেশি

খ. ঘনত্ব কম

গ. স্বাভাবিক ঘনত্ব

ঘ. খুবই কম ঘনত্ব

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও। 

'X' দেশের আয়তন ১ লক্ষ ৫০ হাজার বর্গকিলোমিটার। ২০১৫ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৫ কোটি। দেশটিতে সম্পদের তুলনায় জনসংখ্যার চাপ বেশি। 

[কু. বো. ২১, সি. বো. ১৬]

৭৬. 'X' দেশে জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ১০০

খ. ১০০০

গ. ১০০০০

ঘ. ১০০০০০

উত্তর : খ

৭৭. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতির কারণে দেশটিতে—

i. খাদ্য ঘাটতি থাকতে পারে 

ii. বেকারত্ব বিরাজ করতে পারে 

iii. শিল্পায়ন ত্বরান্বিত হতে পারে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও: 

একটি দেশে ২০১৫ সালে ২০ লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে। উক্ত বছরের মধ্যবর্তী সময়ে ঐ দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি। দেশটির মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. । 

[দি. বো. ১৯]

৭৮. দেশটির স্থূল জন্মহার কত?

ক. ১০.৫

খ. ১১.৫

গ. ১২.৫

ঘ. ১৩.৫

উত্তর : গ

৭৯. উদ্দীপকে উল্লিখিত দেশটি—

i. অধিক জনসংখ্যার দেশ

ii. স্বল্প জনসংখ্যার দেশ

iii. স্বাভাবিক জনসংখ্যার দেশ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ৮০ ও ৮১ নং প্রশ্নের উত্তর দাও: 

২০১৭ সালে 'A' দেশে ২৫ লক্ষ জীবিত শিশু জন্ম লাভ করে । উক্ত বছরের মধ্য সময়ে দেশটির মোট জনসংখ্যা ছিল ১৭ কোটি। উক্ত সময়ে ২০ লক্ষ লোক মৃত্যুবরণ করে। 

[য. বো. ১৯]

৮০. ২০১৭ সালে 'A' দেশের স্থূল জন্মহার কত ছিল?

ক. ১১.৭ 

খ. ১৪.৭ 

গ. ২০

ঘ. ২৫

উত্তর : খ

৮১. 'A' মৃত্যুবরণকারীর সংখ্যা কত হলে জনসংখ্যা বৃদ্ধি স্থির থাকবে?

ক. ১০ লক্ষ

খ. ২০ লক্ষ

গ. ২৫ লক্ষ

ঘ. ৪৫ লক্ষ

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও: 

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী বলেন যে, আমরা এমন জনসংখ্যা চাই যে জনসংখ্যায় জীবনযাত্রার মান সর্বোচ্চ হবে এবং মাথাপিছু আয় বাড়বে। 

[চ. বো, ২১] 

৮২. স্বাস্থ্যমন্ত্রী কী ধরনের জনসংখ্যার কথা বলেন?

ক. কাম্য জনসংখ্যা

খ. অধিক জনসংখ্যা

গ. কম জনসংখ্যা

ঘ. শূন্য জনসংখ্যা

উত্তর : ক

৮৩. এ ধরনের জনসংখ্যায় হলে –

i. উৎপাদন সর্বোচ্চ হয়

ii. মৃত্যুহার অধিক হয়

iii. মানুষের মাথাপিছু আয় সর্বোচ্চ হয় 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

উদ্দীপকটি পড়ো এবং ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও । 

কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বলেন, “তোমাদেরকে প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত হতে হবে । শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি ক্ষেত্রেও সাফল্যের ধারাবাহিকতা রাখতে হবে।” 

[দি. বো. ২২]

৮৪. ভিসি মহোদয়ের বক্তব্য অনুসরণ করলে নিম্নের কোনটি ঘটবে?

ক. . শিক্ষার হার বাড়বে

খ. কৃষির উন্নয়ন হবে

গ. উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে

ঘ. মানবসম্পদ বৃদ্ধি পাবে

উত্তর : ঘ

৮৫. ভিসি মহোদয়ের বক্তব্যের উদ্দেশ্য হলো— 

i. দক্ষ জনশক্তি তৈরি 

ii. অর্থনৈতিক উন্নয়ন 

iii. কৃষির উন্নয়ন সাধন 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও:

রাজন একজন দিনমজুর। সে দিন আনে দিন খায়। তার পাঁচটি মেয়ে আছে। তার স্ত্রী ছেলে সন্তানের প্রত্যাশায় আবার সন্তানসম্ভবা। পাঁচ মেয়ে ও সন্তানসম্ভবা স্ত্রীর ভরণপোষণ করতে তাকে অনেক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। 

[চ. বো. ১৭]

৮৬. উদ্দীপকে জনসংখ্যা বৃদ্ধির কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

ক. জনসংখ্যা বৃদ্ধির ইতিবাচক প্রভাব 

খ. জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক প্রভাব 

গ. জনসংখ্যা পরিমাপ

ঘ. জনসংখ্যা নিয়ন্ত্রণ

উত্তর : খ

৮৭. উদ্দীপকে রাজনের পরিবারের মূল সমস্যাসমূহ হলো—

i. আয় কম

ii. শিক্ষার অভাব

iii. অধিক সন্তান

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও । 

দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। তাই ব্যক্তি পর্যায়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 

[কু. বো. ২২]

৮৮. উদ্দীপকে যে কর্মসংস্থানের কথা বলা হয়েছে তাকে বলা হয়-

ক. সরকারি কর্মসংস্থান 

খ. আত্মকর্মসংসস্থান

গ. বৈদেশিক কর্মসংস্থান 

ঘ. অভ্যন্তরীণ কর্মসংস্থান

উত্তর : খ

৮৯. উদ্দীপক অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হলে -

i. উৎপাদন বাড়বে

ii. বেকারত্ব কমবে

iii. স্বনির্ভরতা অর্জিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও:

বছর ২৫ ৫০ ৭৫

জনসংখ্যা বৃদ্ধি

খাদ্য উৎপাদন বৃদ্ধি

[চ. বো. ১৯]

৯০. ১২৫ বছর পর জনসংখ্যা ও খাদ্যের পরিমাণ—

ক. ১০ ও ৫

খ. ১০ ও ৬

গ. ৩২ ও ৫

ঘ. ৩২ ও ৬

উত্তর : ঘ

৯১. ১২৫ বছর পরে খাদ্য ও জনসংখ্যার অসামঞ্জস্যের কারণেদেশের অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে—

i. খাদ্যের ওপর

ii. পরিবেশের ওপর

iii. মাথাপিছু আয়ের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

চিত্রটি লক্ষ করো এবং ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:


প্রাকৃতিক

সম্পদ

খাদ্য ও জনসংখ্যার

মধ্যে ভারসাম্য

জনাধিক্য

৯২. ‘?' চিহ্নিত স্থানে কী বসবে? 

[রা. বো. ২১]

ক. কাম্য জনসংখ্যা তত্ত্ব

খ. ম্যালথাসীয় চক্র

গ. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব

ঘ. জনমিতিক অবস্থান্তর তত্ত্ব

উত্তর : খ

৯৩. এখানে 'প্রাকৃতিক নিরোধ' বলতে বোঝায়— 

[রা.বো, ২১]

i. মহামারী

ii. চরম দারিদ্র্য

iii. অসম্পূর্ণ পেশাগত নিয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ঘ

চিত্রটি লক্ষ করো এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:


৯৪. উদ্দীপকে ভূমি অক্ষ কী নির্দেশ করে? 

[রা. বো. ২২: ঢা. বো. ২১]

ক. জনসংখ্যা

খ. মাথাপিছু আয়

গ. জীবনযাত্রার মান

ঘ. সময়

উত্তর : ক

৯৫. উদ্দীপক অনুযায়ী MH স্তরে --

[ঢা. বো., ২১]

i. কাম্য জনসংখ্যা

ii. কাম্য অপেক্ষা কম জনসংখ্যা

iii. কাম্য অপেক্ষা কম মাথাপিছু আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:

‘X’ দেশে ২০১৮ সালে ১২ লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং ১০ লক্ষ লোক মৃত্যুবরণ করে। ঐ বছরের মধ্য সময়ের জনসংখ্যা ১০ কোটি। 

[য. বো. ২২]

৯৬. ২০১৮ সালে ‘X’ দেশে স্থূল জন্মহার প্রতি হাজারে কত ছিল?

ক. ৮

খ. ১০ 

গ. ১২

ঘ. ১৪

উত্তর : গ

৯৭. দেশটিতে ঐ সময়ে মৃত্যুবরণকারী সংখ্যা যদি হ্রাস পায় তবে স্থূল মৃত্যুহার-

ক. স্থির থাকবে

খ. শূন্য হবে

গ. কমবে

ঘ. বাড়বে

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ৯৮ ও ৯৯নং প্রশ্নের উত্তর দাও।

'X' দেশের প্রকৃত জনসংখ্যা ১৫ কোটি হলেও কাম্য জনসংখ্যা ১০ কোটি। 

[সি. বো. ১৬]

৯৮. দেশটির জনসংখ্যা অসামঞ্জস্যের পরিমাণ কত?

ক. - ০.৫০

খ. -০.৩৩

গ. ০.৩৩

ঘ. ০.৫০

উত্তর : ঘ

৯৯. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতির প্রেক্ষিতে 'X' দেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ হবে—

i. শিক্ষায় ভর্তুকি প্রত্যাহার

ii. পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার

iii. চিকিৎসা সেবার উন্নতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ১০০ ও ১০১নং প্রশ্নের উত্তর দাও:

'A' দেশের সরকার জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদান ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও সবার জন্য শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য, বস্ত্র ও মানসম্মত বাসস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছে। এ সকল কর্মসূচি দেশটির অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। 

[ব. বো. ১৭]

১০০. 'A' দেশের সরকারের গৃহীত কর্মসূচিকে সামগ্রিকভাবে কী বলা হয়?

ক. নিরক্ষরতা দূরীকরণ

খ. মানবসম্পদ উন্নয়ন

গ. জাতীয় পুষ্টি সেবা প্রদান

ঘ. আবাসন প্রকল্প বাস্তবায়ন

উত্তর : খ

১০১. ‘A’ দেশের সরকারের গৃহীত কর্মসূচির ফলে—

i. জীবনযাত্রার মান বাড়বে

ii. আয় বৈষম্য বাড়বে

iii. নারীর ক্ষমতায়ন বাড়বে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

উদ্দীপকটি পড়ো এবং ১০২ ও ১০৩নং প্রশ্নের উত্তর দাও: 

সাজিদ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে সোনার হরিণের মতো দুষ্প্রাপ্য চাকরির খোঁজ না করে নিজ গ্রাম আলীপুরে মৎস্য চাষ করে বেশ ভালোই আছে। তবে তার গ্রামে অনেক পরিবারেই সন্তান সংখ্যা তিনের অধিক এবং তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। 

[কু. বো. ১৯]

১০২. সাজিদের মৎস্য চাষে নিয়োজিত হওয়াকে অর্থনীতিতে বলা হয়-

ক. যুব উন্নয়ন

খ. কর্মসংস্থান

গ. স্বাবলম্বী

ঘ. আত্মকর্মসংস্থান

উত্তর : ঘ

১০৩. উদ্দীপকে উল্লিখিত গ্রামের জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজন—

i. প্রতিরোধমূলক ব্যবস্থা 

ii. প্রাকৃতিক নিরোধ

iii. শিক্ষার সুযোগ সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : গ

উদ্দীপকটি পড়ো এবং ১০৪ ও ১০৫নং প্রশ্নের উত্তর দাও: 

চাকরির পেছনে ঘুরে ব্যর্থ হয়ে শফিক নিজ পুকুরে মৎস্য চাষ শুরু করলো। এতে তার অবস্থার উন্নতি শুরু হলো। 

[কু. বো. ১৭]

১০৪. শফিকের এ প্রচেষ্টাকে কী বলা যায়? 

ক. আত্মনির্ভরশীলতা

খ. আত্ম-কর্মসংস্থান

গ. সৃজনশীলতা

ঘ. উৎপাদনশীলতা

উত্তর : খ

১০৫. এ ধরনের প্রচেষ্টার জন্য প্রয়োজন—

i. দৃঢ় মনোবল 

ii. কাজকে মূল্য দেয়া 

iii. বিপুল পরিমাণ অর্থ 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও:

অনুপম স্নাতক সম্পন্ন করে যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার ট্রেনিং কোর্স সম্পন্ন করে স্থানীয় বাজারে একটি কম্পিউটার দোকান শুরু করলো। এতে তার ভালো আয় হতে লাগলো ।

[ঢা. বো. ২১]

১০৬. অনুপমের এ উদ্যোগকে অর্থনীতিতে কি বলা হয়? 

ক. আত্মকর্মসংস্থান 

খ. ব্যবসা 

গ. যুব উন্নয়ন কার্যক্রম 

ঘ. মানব উন্নয়ন 

উত্তর : ক

১০৭. অনুপমের মত অন্যরা এরূপ কাজ করলে— 

i. দারিদ্র্য বিমোচন হবে

ii. বেকারত্ব হ্রাস পাবে 

iii. দ্রুত ধনী হবে 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : ক

উদ্দীপকটি পড়ো এবং ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও । 

দক্ষিণ এশিয়ার একটি দেশ ‘Y’। দেশটির আয়তন ১,৫০,০০০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৫ কোটি। দেশটিতে সম্পদের তুলনায় জনসংখ্যার চাপ বেশি। অধিকাংশ জনগণ অশিক্ষিত ও বেকার।

[ব. বো. ২১]

১০৮. 'Y' দেশের জনসংখ্যার ঘনত্ব কত? 

ক. ১০

খ. ১০০

গ. ১০০০

ঘ. ১০০০০

উত্তর : গ

১০৯.উদ্দীপকের দেশটিতে—

i. মাথাপিছু আয় কম

ii. জনসংখ্যা কাম্যস্তরে

iii. জীবনযাত্রার মান নিম্ন 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর : খ

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 

অন্যান্য বিষয় সমূহ:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url