এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় ১২: বিদ্যুতের চৌম্বক ক্রিয়া সাজেশন

পদার্থবিজ্ঞান

অধ্যায় ১২; বিদ্যুতের চৌম্বক ক্রিয়া

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
Magnetic action of electricity

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

  • বেলনাকার তার কুণ্ডলীর বলরেখা — দণ্ড চুম্বকের বলরেখার সদৃশ। 
  • সলিনয়েডের চৌম্বকক্ষেত্রের সবলতা বৃদ্ধি করা যায় — তড়িৎপ্রবাহ এবং পাকসংখ্যা বৃদ্ধি করে।
  • তড়িতের চৌম্বক ক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি — মোটর।
  • কয়েলকে ঘূর্ণায়মান পাখার জন্য মোটরে ব্যবহৃত হয় — কম্যুটেটর। 
  • তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে — মোটর। 
  • তার কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক বেগ বৃদ্ধি করে অথবা কুণ্ডলীর পাকসংখ্যা বৃদ্ধি করে বাড়ানো যায় — আবিষ্ট ভোল্টেজ । 
  • তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি যন্ত্র— জেনারেটর ও ট্রান্সফর্মার।
  • যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে — জেনারেটর । 
  • ট্রান্সফর্মারে মুখ্য ও গৌণকুণ্ডলীয় ধ্রুব থাকে — তড়িৎ ক্ষমতা। 
  • আরোহী ট্রান্সফর্মার বৃদ্ধি করে — ভোল্টেজ। 
  • পারস্পরিক আবেশের উপর ভিত্তি করে তৈরি — ট্রান্সফর্মার। 
  • ভোন্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কেই রূপান্তর করে — ট্রান্সফর্মার। 
  • শিল্প কারখানায় ব্যবহৃত হয় — উচ্চধাপী ট্রান্সফর্ম

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. তড়িৎ মোটর কী?

[ঢা. বো. ১৯]

উত্তর: তড়িৎ মোটর হলো এমন একটি যন্ত্র যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।

২. তাড়িতচৌম্বক কী?

উত্তর: সলিনয়েডের ভিতর কোনো লোহার দন্ড বা পেরেককে ঢুকালে সলিনয়েডের নিজের যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার চেয়ে “বেশি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে, ফলে সলিনয়েড থেকে বেশি চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। তড়িৎ প্রবাহ চলাকালীন এটি বেশ শক্তিশালী চুম্বকে পরিণত হয়। একে বলা হয় তাড়িত চুম্বক। 

প্রশ্ন-৩. তাড়িত চৌম্বক আবেশ কে আবিষ্কার করেন? 

উত্তর: মাইকেল ফ্যারাডে।

প্রশ্ন-৪. ট্রান্সফর্মার কী?

উত্তর: যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে ।

প্রশ্ন-৫. তাড়িতচৌম্বক আবেশ কী?

উত্তর: পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে তড়িৎচৌম্বক আবেশ বলে।

প্রশ্ন-৬. জেনারেটর কাকে বলে? 

উত্তর:যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাকে জেনারেটর বা ডায়নামো বলে ।

প্রশ্ন-৭. সলিনয়েড কী?

উত্তর: সলিনয়েড হলো পেঁচানো তারের কুণ্ডলী যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীতে দণ্ড চুম্বকের ন্যায় শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি হয়।

প্রশ্ন-৮. উচ্চধাপী ট্রান্সফর্মার কী?

উত্তর: যে ট্রান্সফর্মার পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে তাকে উচ্চধাপী ট্রান্সফর্মার বলে ।

প্রশ্ন-৯.আবিষ্ট প্রবাহ কাকে বলে?

উত্তর: একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী, বর্তনীর দূরত্ব বা তড়িৎপ্রবাহের পরিবর্তনের ফলে অন্য একটি বদ্ধ বর্তনীতে যে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আবিষ্ট প্রবাহ বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১.সলিনয়েডের প্রাবল্য কিভাবে বাড়ানো হয়? 

উত্তর: সলিনয়েডের প্রাবল্য নিম্নোক্তভাবে বাড়ানো যায়-
i. তড়িৎ প্রবাহ বাড়িয়ে
ii. সলিনয়েডের প্যাঁচের সংখ্যা বাড়িয়ে
iii. ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে চুম্বক মেরু দুটিকে আরও কাছাকাছি এনে ।

প্রশ্ন-২. বৈদ্যুতিক পাখায় তড়িৎমোটর ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। 

উত্তর: তড়িৎ মোটরে একটি স্থায়ী চুম্বকের মাঝে একটি ঘূর্ণনক্ষম কয়েল প্যাঁচানো আর্মেচার থাকে। উক্ত কয়েলে তড়িৎ প্রবাহিত করলে এতে সৃষ্ট চৌম্বকক্ষেত্র ও স্থায়ী চুম্বকের চৌম্বকক্ষেত্রের মধ্যবর্তী মিথস্ক্রিয়ার ফলে আর্মেচারটি ঘোরে। এ আর্মেচারটিকে একটি শ্যাফটের সাথে সংযুক্ত করলে শ্যাফটিও ঘুরবে, যার সাথে পরবর্তীতে পাখার বাহু যুক্ত বৈদ্যুতিক পাখা তৈরি করা হয়। ফলে উক্ত তড়িৎ মোটরে তড়িৎ প্রবাহিত করলে বৈদ্যুতিক পাখা ঘোরে।

প্রশ্ন-৩. দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়- কারণ ব্যাখ্যা কর।

উত্তর: বৈদ্যুতিক স্টেশনে নিম্ন ভোল্টেজের তড়িৎ উৎপাদিত হয়  যার তড়িৎ প্রবাহ উচ্চ হয়। দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য যে তার ব্যবহার করা হয় তার সামান্য রোধ থাকে। তড়িৎ প্রবাহিত হওয়ার সময় তাপশক্তি উৎপন্ন হয় যা পরিবেশে ছড়িয়ে পড়ে। অল্প মানের তড়িৎ প্রবাহিত হলে এই তাপশক্তির মান কম হয় ফলে তড়িৎ এর অপচয় কম ঘটে। এ কারণে দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় যাতে ভোল্টেজের মান বৃদ্ধি পায় এবং তড়িৎ প্রবাহের মান হ্রাস পায়।

প্রশ্ন-৪.ট্রান্সফর্মারের ক্ষমতা ধ্রুব থাকে কেন?

উত্তর:সংজ্ঞানুযায়ী ট্রান্সফর্মারের ক্ষমতা,P = VI

সুতরাং, ট্রান্সফর্মার যে হারে ভোল্টেজ বৃদ্ধি করে সেই একই হারে কারেন্ট হ্রাস করে, ফলে ক্ষমতা ধ্রুব থাকে।

প্রশ্ন-৫. মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন?

উত্তর: মোটর ও জেনারেটরের গঠন একই হলেও এর কাজ বিপরীত বলে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়। মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। অপরদিকে জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে। আবার তড়িৎবাহী তারের উপর চৌম্বকক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয়। 

অপরদিকে, তাড়িতচৌম্বক আবেশ নীতির ওপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়। এ কারণে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়। 

প্রশ্ন-৬. একটি আরোহী ট্রান্সফরমারকে কীভাবে অবরোহী করা যাবে? 

উত্তর: আরোহী ট্রান্সফর্মারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে পাকসংখ্যা বেশি থাকে। আর আরোহী ট্রান্সফর্মারে গৌণকুণ্ডলীর চেয়ে মুখ্য কুন্ডলীতে পাকসংখ্যা বেশি থাকে। তাই আরোহী ট্রান্সফর্মারে মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা গৌণ কুণ্ডলীর চেয়ে বাড়িয়ে দিলে তা অবরোহী ট্রান্সফর্মারে পরিণত হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. লুপকে ঘূর্ণায়মান রাখার জন্য তড়িৎ মোটরে কি ব্যবহার করা হয়?

[রা. বো, ২০১৬, ঢা. বো, ২০১৫]

(ক) কম্যুটেটর 

(খ) ব্রাশ

 (গ) আর্মেচার 

(ঘ) স্লিপ রিং

উত্তর : ক

২. ১টি সিলিন্ড্রিক্যাল বয়েলের বলরেখা যার মত হয়—

[ফেনী গার্লস ক্যাডেট কলেজ]

i. দণ্ড চুম্বক

ii. তাড়িৎচৌম্বক

iii. U-আকৃতির চুম্বক

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর : ক

৩. চৌম্বক বলরেখার ক্ষেত্রে—

[ঢা. বো. ২০২০]

i. এরা কখনও পরস্পরকে ছেদ করে না

ii. বলরেখার সংখ্যা বাড়লে চৌম্বক ক্ষেত্রের শক্তি বাড়বে

iii. এর দিক বাম হাতের নিয়ম দিয়ে বের করা যায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর : ক

৪. সলিনয়েডের চৌম্বকক্ষেত্রের সবলতা নির্ভর করে—

[য. বো, ২০২০, রা. বো. ২০১৭] 

i. তড়িৎ প্রবাহের উপর 

ii. সলিনয়েডের পাকসংখ্যার উপর

iii. তড়িৎ প্রবাহের দিকের উপর

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর : ক

৫. কোনটি তড়িতের চৌম্বক ক্রিয়া নীতির ভিত্তিতে তৈরি?

(ক)  তড়িৎ মোটর

(খ) ট্রান্সফর্মার

(গ) জেনারেটর

(ঘ) অ্যাম্পিফায়ার

উত্তর : ক

৬.নিচের কোন প্রক্রিয়ায় ট্রান্সফর্মার কাজ করে? 

(ক) তড়িৎ আবেশ

(খ) তাড়িতচৌম্বক আবেশ

(গ) তড়িতের চৌম্বক ক্রিয়া

(ঘ) তড়িতের তাপীয় ক্রিয়া

উত্তর : খ

৭. একটি ট্রান্সফর্মারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18 এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 90। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 0.5 A। মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত? 

(ক) 0.1A

(খ) 0.5A

(গ) 2A

(ঘ) 2.5A

উত্তর : ঘ

৮. একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 24 V এবং প্রবাহ 2 A ।গৌণ কুন্ডলীর প্রবাহ 6 A হলে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত?

(ক) 0.0139 V

(খ) 0.125 V

(গ) 8V

(ঘ) 72V

উত্তর : গ

৯. একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা যথাক্রমে 10 ও 75। মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 5 হলে, গৌণ কুণ্ডলীর প্রবাহ কত?

(ক) 0.67

(খ) 0.69

(গ) 0.73

(ঘ) 37.5

উত্তর : ক

১০. ট্রান্সফরমারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?.

(ক) Epnp = Esns

(খ) EsIp = EpIs 

(গ) Ipns = Isnp 

(ঘ) Epns = Espn

উত্তর : ঘ

১১. স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহৃত হয়— 

i. ভোল্টেজ বৃদ্ধিতে

ii. তড়িৎ শক্তির অপচয় প্রতিরোধে

iii. তড়িৎ প্রবাহ কমাতে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর : ঘ

নিচের উপাত্ত পড় ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

22 V এর একটি বাতি 2 A বিদ্যুৎ খরচ করে। আমাদের দেশের বিদ্যুৎ সরবরাহ লাইনের 
বিভব 220 volt। বাতিটি জ্বলার জন্য একটি উপযুক্ত ট্রান্সফরমার দরকার।

১২. বাতিটির ক্ষমতা কত?

(ক) 44 W

(খ) 880 W

(গ) 22 W

(ঘ) 11 W

উত্তর : ক

১৩. ট্রান্সফরমারটির প্যাচসংখ্যার অনুপাত কত হবে?

(ক) 22:1

(খ) 1:22

(গ) 10:1

(ঘ) 1:20

উত্তর : গ

সৃজনশীল প্রশ্ন

১. একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যথাক্রমে 20 V ও 50 V, ট্রান্সফর্মারটির প্রাইমারি কুণ্ডলীর প্যাঁচসংখ্যা 100 |
ক. ঘর্ষণ কাকে বলে?
খ. স্পর্শ না করে কীভাবে দর্পণ শনাক্ত করা যায়?
গ. ট্রান্সফর্মারটির সেকেন্ডারি এবং প্রাইমারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করো।
ঘ. ট্রান্সফর্মারটি বাসাবাড়ির উপযোগী করে তৈরি করতে পাক সংখ্যার 
কীরূপ পরিবর্তন করতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 

২.

ক. তড়িৎ আবেশ কাকে বলে?
খ. সমন্বিত বর্তনী বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ. ট্রান্সফরমার A এর গৌণ কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ নির্ণয় করো। 
ঘ. ট্রান্সফরমার A এবং B এর গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য নির্ণয়পূর্বক কোনটি 
বসতবাড়িতে এবং কোনটি শিল্পকারখানায় ব্যবহার উপযোগী? তোমার মতামত দাও ।
৩. একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের মোট প্যাঁচ সংখ্যা 990টি। প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যার অনুপাত 8:1 । প্রাইমারি কয়েলে 5 A তড়িৎ প্রবাহ চালনা করা হয়।
ক. সলিনয়েড কী?
খ. তড়িৎ চৌম্বক প্রাবল্য বৃদ্ধির উপায় গুলো কি কি?
গ. সেকেন্ডারি কয়েলে প্রাপ্ত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো । 
ঘ. ট্রান্সফর্মাটির সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 25% বৃদ্ধি করলে, সেকেন্ডারি 
কয়েলের প্রাপ্ত তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো।       

আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস 

আর পড়ুন:SSC ইংরেজি ২য়পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস


অর্ডিনেট আইটির আইসিটি(HSC) সকল কোর্সের ফ্রি ভিডিও ক্লাস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url