বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন Part-5
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট
মডেল টেস্ট-৫
01. কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয়?
(A) সুপার কম্পিউটার
(B) মেইনফ্রেম কম্পিউটার
(C) মিনি কম্পিউটার
(D) মাইক্রো কম্পিউটার
উত্তর : C
02. মাইক্রো শব্দের অর্থ-
(A) অতি ক্ষুদ্র
(B) ক্ষুদ্র
(C) বড়
(D) অতি বড়
উত্তর : B
03. PDA কোন ধরনের কম্পিউটার?
(A) সুপার কম্পিউটার
(B) মিনি কম্পিউটার
(C) মেইনফ্রেম কম্পিউটার
(D) মাইক্রো কম্পিউটার
উত্তর : D
04. হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি?
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
উত্তর : B
05. কম্পিউটারের প্রাণ কোনটি?
(A) হার্ডওয়্যার
(B) সফটওয়্যার
(C) মাইক্রোপ্রসেসর
(D) সিপিইউ
উত্তর : B
06. বর্তমানে ব্যবহৃত পিসি ----- প্রজন্মের ৷
(A) দ্বিতীয়
(B) তৃতীয়
(C) চতুর্থ
(D) পঞ্চম
উত্তর : C
07. মাইক্রো কম্পিউটার কোন প্রজন্মের অন্তর্গত?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
উত্তর : D
08. প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?
(A) অ্যাপল
(B) আইবিএম
(C) জেরোক্স
(D) ইনটেল
উত্তর : D
09. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
(A) ডিভিডি রম ড্রাইভ
(B) মডেম
(C) পেন ড্রাইভ
(D) টাচস্ক্রিন
উত্তর : B
10. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার ওপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?
(A) মডেম
(B) অডিও কার্ড
(C) সিম কার্ড
(D) ভিজিএ কার্ড
উত্তর : D
11. কোনো প্রোগ্রামের ভুল বের করাকে কী বলে?
(A) এররিং
(B) কারেক্টিং
(C) ম্যানেজিং
(D) ডিবাগিং
উত্তর : D
12. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
(A) TCP/IP
(B) DVD
(C) VLSI
(D) CPU
উত্তর : A
13. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
(A) SQL
(B) Blue-Ray
(C) SPSS
(D) CIH
উত্তর : D
14. ROM এর পূর্ণরূপ কোনটি?
(A) Random Access Memory
(B) Root Only Memory
(C) Read Only Memory
(D) Red Only Memory
উত্তর : C
15. নিচের কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি?
(A) হার্ডডিস্ক
(B) সিডি
(C) ম্যাগনেটিক রিবন
(D) রম
উত্তর : D
16. নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ নয়?
(A) সিডি
(B) ফ্লপি ডিস্ক
(C) মনিটর
(D) মাউস
উত্তর : D
17. কী-বোর্ডের Shift, Ctrl, Alt কীগুলোকে বলা হয়-
(A) Function key
(B) Numeric key
(C) Modifier key
(D) Space key
উত্তর : C
18. আউটপুট যন্ত্র বা ডিভাইস কোনটি?
(A) প্লটার
(B) স্ক্যানার
(C) গ্রাফিক্স ট্যাবলেট
(D) মাইক্রোফোন
উত্তর : A
19. প্লুটার হচ্ছে এক ধরনের-
(A) বিনোদন যন্ত্র
(B) তথ্য বিনিময় যন্ত্র
(C) গণনা যন্ত্র
(D) প্রিন্টার
উত্তর : D
20. মানচিত্র ও অন্যান্য নকশা প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় কোনটি?
(A) ডট মেট্রিক্স প্রিন্টার
(B) লেজার প্রিন্টার
(C) ইঙ্কজেট প্রিন্টার
(D) প্লটার
উত্তর : D
21. নিচের কোনটি Word Processing Software নয়?
(A) MS Word
(B) Word Perfect
(C) Word Count
(D) Word Star
উত্তর : C
22. Word Processing Program-এ ফাইল সংরক্ষণ করার জন্য কোন মেনু প্রয়োজন?
(A) Edit Menu
(B) File Menu
(C) Tools Menu
(D) Format Menu
উত্তর : B
23. স্প্রেডশিট হচ্ছে-
(A) হিসাব-নিকাশের প্রোগ্রাম
(B) তথ্য ব্যবস্থাপনার প্রোগ্রাম
(C) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
(D) BASIC-এর সংক্ষিপ্ত সংস্করণ
উত্তর : A
24. কোনো একটি সংখ্যার পরিবর্তনে সম্পর্কযুক্ত হিসাব আপনা আপনিই পরিবর্তিত হয়-
(A) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে
(B) স্প্রেডশিট প্রোগ্রামে
(C) ডেটাবেজ প্রোগ্রামে
(D) সেবামূলক প্রোগ্রামে
উত্তর : B
25. পৃথিবীর ১ম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
(A) মাইক্রোসফট এক্সেল
(B) ভিসিক্যাল্ক
(C) লোটাস ১-২-৩
(D) মাইক্রোসফট ওয়ার্ড
উত্তর : B
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url