বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন Part-4
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট
মডেল টেস্ট-৪
01. বিজয় কী-বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়?
(A) Ctrl+Alt+B
(B) Ctrl+Alt+V
(C) Shift+Alt+B
(D) Shift+Alt+V
উত্তর : A
02. পেস্ট করার কী-বোর্ড কমান্ড-
(A) Ctrl + P
(B) Ctrl + V
(C) Ctrl + X
(D) Ctrl + C
উত্তর : B
03. Print ডায়ালগ বক্স-এর জন্য কী-বোর্ড কমান্ড-
(A) Ctrl + P
(B) Ctrl + N
(C) Ctrl + W
(D) Ctrl + E
উত্তর : A
04. বাংলা সফটওয়্যার শহিদ লিপি ব্যবহার করা হয়-
(A) সুপার কম্পিউটারে
(B) মেকিনটশ কম্পিউটারে
(C) মেইনফ্রেম কম্পিউটারে
(D) মিনি কম্পিউটারে
উত্তর : B
05. এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে-
(A) সেল
(B) স্প্রেডশিট
(C) রো কলাম
(D) ওপরের সবগুলো
উত্তর : A
06. বস্তুত কত সালে মেকিনটোশ কম্পিউটার জন্ম নেয়?
(A) ১৯৮০ সালে
(B) ১৯৮২ সালে
(C) ১৯৮৪ সালে
(D) ১৯৮৫ সালে
উত্তর : C
07. মাল্টিমিডিয়ার একটি বৃহৎ প্রয়োগক্ষেত্র হলো -
(A) শিক্ষা
(B) নিরাপত্তা
(C) ব্যবসা
(D) বিজ্ঞান ও গবেষণা
উত্তর : A
08. একটি ওয়ার্কশিটের ৩য় কলাম ও ৫ম সারির সেল অ্যাড্রেস-
(A) C3
(B) E3
(C) C5
(D) E5
উত্তর : C
09. 11 তম কলাম এবং 20 নং সারির সেল অ্যাড্রেস-
(A) K20
(B) 20K
(C) K/20
(D) 20/K
উত্তর : A
10. 13 তম কলাম ও 14 নং সারির সেল অ্যাড্রেস হলো-
(A) 14M
(B) M14
(C) M/14
(D) M/>14
উত্তর : B
11. কোনটি ফাংশন?
(A) C9
(B) AVG
(C) LET
(D) FALSE
উত্তর : B
12. = AVG(C9 : C19), এখানে AVG কী?
(A) Function
(B) Formula
(C) Sum
(D) Advantage
উত্তর : A
13. = Sum (C 9: C 12), এখানে Sum কী? অথবা, = Sum (A9 : A16), এখানে Sum কী?
(A) Summation
(B) Formula
(C) Function
(D) Addition
উত্তর : C
14. Visual BASIC-এ সাধারণত --- ধরনের Operator ব্যবহার করা হয়।
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
উত্তর : C
15. কোনটি গাণিতিক অপারেটর?
(A) >
(B) =
(C) +
(D) <
উত্তর : C
16. কম্পিউটারে কোনো হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?
(A) পেইন্ট
(B) এমএস ওয়ার্ড
(C) এমএস এক্সেল
(D) এন্টিভাইরাস
উত্তর : C
17. নিচের কোনটি ডেটা (data) পরিবহনের জন্য সুবিধাজনক?
(A) স্পিকার
(B) পেন ড্রাইভ
(C) প্রসেসর
(D) পাওয়ার সাপ্লাই
উত্তর : B
18. কোনো ই-মেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয়?
(A) প্রাপকের ই-মেইল ঠিকানা
(B) ই-মেইল বিষয়
(C) তারিখ
(D) সময়
উত্তর : A
19. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
(A) বিজয়
(B) সুলেখা
(C) সুতন্বী
(D) রূপসা
উত্তর : A
20. বিজয় লে-আউটে বাংলা লেখার সময় ‘ন' বর্ণটি লিখতে কী-বোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে?
(A) N
(B) K
(C) G
(D) B
উত্তর : D
21. নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
(A) সি-মস
(B) ওয়াই ম্যাক্স
(C) ব্রড ব্যান্ড
(D) ব্লু-টুথ
উত্তর : B
22. কোন ওয়েবসাইটের নামের শুরুতে ব্যবহৃত ‘www' এর অর্থ কী?
(A) Worldwide Wireless Windows
(B) World Wide Web
(C) World Wide WAN
(D) Worldwide Wire-free Wooter
উত্তর : B
23. কোন ই-মেইলে ‘Cc' এর অর্থ কী?
(A) close circuit
(B) Carbon copy
(C) close contact
(D) contact center
উত্তর : B
24. নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?
(A) এমএস ওয়ার্ড
(B) উইন্ডোজ
(C) লিনাক্স
(D) ডস
উত্তর : A
25. কম্পিউটারের ভাইরাস কী?
(A) একটি ক্ষতিকারক জীবাণু
(B) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
(C) একটি ক্ষতিকারক বর্তনী
(D) একটি ক্ষতিকারক চৌম্বক ক্ষেত্র
উত্তর : B
প্রয়োজনীয় লিংক সমূহঃ
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
অন্যান্য বিষয় সমূহ:
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url