বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন Part-3

 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট

মডেল টেস্ট-৩

01.  কম্পিউটারের বাস নয় কোনটি?

(A) ESIA
(B) USB
(C) IDE
(D) PCI
উত্তর : C

02.  কম্পিউটারের  অতি পরিচিত একটি বাস হলো -

(A) CPU
(B) PCI
(C) RAM
(D) ROM
উত্তর : B

03.  কম্পিউটারের বাস নয় কোনটি?

(A) কন্ট্রোল বাস
(B) ডেটা বাস
(C) ভিইএসএ
(D) ফেচ সাইকেল
উত্তর : D

04. USB পোর্টে ডেটা ট্রান্সফারের প্রাথমিক গতি কত ছিল?

(A) ১২ মেগাবাইট
(B) ৭২০ কিলোবাইট
(C) ২৮ মেগাবাইট
(D) ৮০০ কিলোবাইট
উত্তর : A

05. ঠিকানা চিহ্নিত করার জন্য কোন ধরনের বাস ব্যবহৃত হয়?

(A) অ্যাড্রেস বাস
(B) পরিবহন বাস
(C) ই-মেইল
(D) কন্ট্রোল বাস
উত্তর : A

06.  কম্পিউটারের  অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় -

(A) ROM
(B) RAM
(C) সিপিইউ
(D) ইনপুট
উত্তর : B

07.  কীসের সাহায্যে RAM-এর ধারণক্ষমতা বাড়ানো যায়?

(A) Main Storage
(B) Core Storage
(C) RAM Chips
(D) RAM Cache
উত্তর : C

08.  হাই ডেনসিটি ফ্লপি ডিস্কের ধারণক্ষমতা কত?

(A) ১২-১৪ মেগাবাইট
(B) ১.২-১.৪ মেগাবাইট
(C) ১০-২০ মেগাবাইট
(D) ১.৪-১.৬ মেগাবাইট
উত্তর : B

09. High Density ফ্লপি ডিস্কের ধারণক্ষমতা কত?

(A) ৭২০ কিলোবাইট
(B) ৮০০ কিলোবাইট
(C) ১.২ মেগাবাইট
(D) ১.৮ মেগাবাইট
উত্তর : C

10. লাইট পেন হলো এক ধরনের-

(A) প্রিন্টার
(B) আউটপুট ডিভাইস
(C) ইনপুট ডিভাইস
(D) ডিজিটাল ক্যামেরা 
উত্তর : C

11. কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে  কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?

(A) UPS
(B) IPS
(C) ISP
(D) MODEM
উত্তর : D

12. পোস্ট স্ক্রিপ্ট কী?

(A) একটি প্রিন্টার
(B) প্রিন্টারের ভাষা
(C) এক ধরনের কী-বোর্ড
(D) স্ক্রিপ্ট তৈরী করা
উত্তর : B

13. অ্যাটলাস অপারেটিং সিস্টেমের ডিজাইন করা হয় -

(A) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
(B) লিভারপুল বিশ্ববিদ্যালয়ে
(C) ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে
(D) গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে
উত্তর : C

14. অ্যাটলাস অপারেটিং সিস্টেমের প্রধান অংশ হচ্ছে-

(A) হার্ড ডিস্ক
(B) মাইক্রোপ্রসেসর
(C) ম্যাগনেটিক টেপ
(D) ডিভাইস ড্রাইভার
উত্তর : D

15. অ্যাটলাস অপারেটিং সিস্টেমে প্রধান স্মৃতি হিসাবে ব্যবহৃত-

(A) ড্রাম
(B) ম্যাগনেটিক টেপ
(C) পেপার টেপ রিডার
(D) পেপার টেপ পাঞ্চ
উত্তর : A

16.বাইনারি সংখ্যার ১১-এর পরের সংখ্যাটি-

(A) ১০
(B) ১০০
(C) ০
(D) ০১
উত্তর : B

17. ০ এবং ১ এ অংক দুটির প্রত্যেকটিকে কী বলা হয়?

 অথবা,

বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ কে কী বলা হয়?

(A) বিট
(B) ডিজিট
(C) বাইনারি
(D) সংখ্যা
উত্তর : A

18. দশভিত্তিক সংখ্যা ১৪-এর হেক্সাডেসিমেল মান হলো-

(A) ‍A
(B) ১৪
(C) E
(D) F
উত্তর : C

19. হেক্সাডেসিমেল পদ্ধতির F-এর মান অক্টাল পদ্ধতিতে হবে-

(A) ‍১৫ অক্টাল
(B) ১৭ অক্টাল
(C) ১৬ অক্টাল
(D) ১৪ অক্টাল
উত্তর : B

20. তিনটি মৌলিক গেটের সমন্বয়ে কয়টি যৌগিক গেট তৈরি করা যায়?

(A) ২টি
(B) ৩টি
(C) ৪টি
(D) ৫টি
উত্তর : C

21. যৌগিক গেট কোনটি?

(A) OR গেট
(B) AND গেট
(C) NOT গেট
(D) NAND গেট
উত্তর : D

22. এক্স অর গেট এর সাথে কোন গেটের সমন্বয়ে এক্স নর গেট গঠিত?

(A) নর
(B) অর
(C) নট
(D) এন্ড
উত্তর : C

23. অ্যান্ড গেট ও নট গেটের সমন্বিত গেটকে কী বলে?

(A) ন্যান্ড গেট
(B) নর গেট
(C) এক্স নর গেট
(D) এক্সরে
উত্তর : A

24. XOR গেটের দুইটি ইনপুট ১ হলে আউটপুট হবে-

(A) ০
(B) ১
(C) ১০
(D) ১১
উত্তর : A

25. NAND Gate এর আউটপুট কোন গেটের বিপরীত হয়? 

(A) AND
(B) OR
(C) XOR
(D) XNOR
উত্তর : A

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 

অন্যান্য বিষয় সমূহ:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url