বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন
ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট
মডেল টেস্ট-১
01. কম্পিউটারে কোনো হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?
(A) পইন্ট
(B) এম এস ওয়ার্ড
(C) এম এস এক্সেল
(D) এন্টিভাইরাস
উত্তর : C
02. নিচের কোনটি ডেটা (data) পরিবহনের জন্য সুবিধাজনক?
(A) স্পিকার
(B) পেনড্রাইভ
(C) প্রসেসর
(D) পাওয়ার সাপ্লাই
উত্তর : B
03. কোনো ই-মেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয়?
(A) প্রাপকের ই-মেইল ঠিকানা
(B) ই-মেইল বিষয়
(C) তারিখ
(D) সময়
উত্তর : A
04. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
(A) বিজয়
(B) সুলেখা
(C) সুতনী
(D) রূপসা
উত্তর : A
05. বিজয় লে-আউটে বাংলা লেখার সময় ‘ন’ বর্ণটি লিখতে কী-বোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে?
(A) N
(B) K
(C) G
(D) B
উত্তর : D
06. নিচের কোনটি তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
(A) সি-মস
(B) ওয়াই ম্যাক্স
(C) ব্রডব্যান্ড
(D) ব্লু-টুথ
উত্তর : B
07. কোন ওয়েবসাইটের নামের শুরুতে ব্যবহৃত ‘WWW’ এর অর্থ কী?
(A) Worldwide Wireless Windows
(B) World Wide Web
(C) World Wide WAN
(D) Worldwide Wire-free Wooter
উত্তর : B
08. কোন ই-মেইলে ‘CC' এর অর্থ কী?
(A) Close Circuit
(B) Carbon Copy
(C) Close Contact
(D) Contact Center
উত্তর : B
09. নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?
(A) এম এস ওয়ার্ড
(B) উইন্ডোজ
(C) লিনাক্স
(D) ডস
উত্তর : A
10. কম্পিউটারের ভাইরাস কী?
(A) একটি ক্ষতিকারক জীবাণু
(B) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
(C) একটি ক্ষতিকারক বর্তনী
(D) একটি ক্ষতিকারক চৌম্বক ক্ষেত্র
উত্তর : B
11. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
(A) ডিভিডি রম ড্রাইভ
(B) মডেম
(C) পেন ড্রাইভ
(D) টাচস্ক্রিন
উত্তর : B
12. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?
(A) মডেম
(B) অডিও কার্ড
(C) সিম কার্ড
(D) ভিজিএ কার্ড
উত্তর : D
13. কোনো প্রোগ্রামের ভুল বের করাকে কী বলে?
(A) এররিং
(B) কারেক্টিং
(C) ম্যানেজিং
(D) ডিবাগিং
উত্তর : D
14. নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
(A) TCP/IP
(B) DVD
(C) VLSI
(D) CPU
উত্তর : A
15. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
(A) SQL
(B) Blue-Ray
(C) SPSS
(D) CIH
উত্তর : D
16. কম্পিউটার শব্দের অর্থ-
(A) গণনা করা
(B) গণনাকারী
(C) গণনাকারী যন্ত্র
(D) কোনোটিই না
উত্তর : B
17. বর্তমান যুগকে বলা হয়-
(A) শিল্প যুগ
(B) তথ্য যুগ
(C) বাণিজ্য যুগ
(D) কূটনৈতিক যুগ
উত্তর : B
18. নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
(A) পাওয়ার পয়েন্ট
(B) এমএস এক্সেল
(C) সি
(D) উইন্ডোজ
উত্তর : C
19. কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয়—
(A) মিলি সেকেন্ডে
(B) ন্যানো সেকেন্ডে
(C) মাইক্রো সেকেন্ডে
(D) পিকো সেকেন্ডে
উত্তর : B
20. ১ মিলি সেকেন্ড ১ সেকেন্ডের — ভাগের একভাগ সময় ।
(A) এক কোটি
(B) একশত কোটি
(C) এক লক্ষ
(D) এক হাজার
উত্তর : D
21. কত সালে মার্ক অ্যান্ড্রিসন ‘মোজাইক' নামের ব্রাউজার তৈরি করেন?
অথবা,
মোজাইক তৈরি হয়—
(A) ১৯৯২
(B) ১৯৯৩
(C) ১৯৯৫
(D) ১৯৯৭
উত্তর : B
22. Yahoo.Com কী?
(A) Protocol
(B) Engine
(C) Search Engine
(D) Web Page
উত্তর : C
23. TLD কী?
(A) Top Level Domain
(B) Top Line Domain
(C) Top Line Desk
(D) Top Level Desk
উত্তর : A
24. UUCP প্রটোকলটির পূর্ণনাম কী?
(A) Under UNIX Communication Programe
(B) UNIX to UNIX Copy Program
(C) Under UNIX Copy Program
(D) Undeveloped UNIX Communication Program
উত্তর : B
25. কম্পিউটার নেটওয়ার্কের জগতে প্রথম পদক্ষেপ-
(A) NSF net
(B) ARPANET
(C) WAN
(D) ISDN
উত্তর : B
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url