বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 100% প্রশ্ন কমন

 

ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট

মডেল টেস্ট-১

100-questions-university-exam-common


01. কম্পিউটারে কোনো হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?

(A) পইন্ট

(B) এম এস ওয়ার্ড

(C) এম এস এক্সেল

(D) এন্টিভাইরাস

উত্তর : C

02. নিচের কোনটি ডেটা (data) পরিবহনের জন্য সুবিধাজনক?

(A) স্পিকার

(B) পেনড্রাইভ

(C) প্রসেসর

(D) পাওয়ার সাপ্লাই

উত্তর : B

03. কোনো ই-মেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয়?

(A) প্রাপকের ই-মেইল ঠিকানা

(B) ই-মেইল বিষয়

(C) তারিখ

(D) সময়

উত্তর : A

04. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?

(A) বিজয়

(B) সুলেখা

(C) সুতনী

(D) রূপসা

উত্তর : A

05. বিজয় লে-আউটে বাংলা লেখার সময় ‘ন’ বর্ণটি লিখতে কী-বোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে?

(A) N 

(B) K

(C) G

(D) B

উত্তর : D

06. নিচের কোনটি তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

(A) সি-মস

(B) ওয়াই ম্যাক্স

(C) ব্রডব্যান্ড

(D) ব্লু-টুথ

উত্তর : B

07. কোন ওয়েবসাইটের নামের শুরুতে ব্যবহৃত ‘WWW’ এর অর্থ কী?

(A) Worldwide Wireless Windows

(B) World Wide Web

(C) World Wide WAN

(D) Worldwide Wire-free Wooter

উত্তর : B

08. কোন ই-মেইলে ‘CC' এর অর্থ কী?

(A) Close Circuit

(B) Carbon Copy

(C) Close Contact

(D) Contact Center

উত্তর : B

09. নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?

(A) এম এস ওয়ার্ড

(B) উইন্ডোজ

(C) লিনাক্স

(D) ডস

উত্তর : A

10. কম্পিউটারের ভাইরাস কী?

(A) একটি ক্ষতিকারক জীবাণু

(B) একটি ক্ষতিকারক প্রোগ্রাম

(C) একটি ক্ষতিকারক বর্তনী

(D) একটি ক্ষতিকারক চৌম্বক ক্ষেত্র

উত্তর : B

11. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?

(A) ডিভিডি রম ড্রাইভ

(B) মডেম

(C) পেন ড্রাইভ

(D) টাচস্ক্রিন

উত্তর : B

12. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?

(A) মডেম

(B) অডিও কার্ড

(C) সিম কার্ড

(D) ভিজিএ কার্ড

উত্তর : D

13. কোনো প্রোগ্রামের ভুল বের করাকে কী বলে?

(A) এররিং

(B) কারেক্টিং

(C) ম্যানেজিং

(D) ডিবাগিং

উত্তর : D

14. নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? 

(A) TCP/IP

(B) DVD

(C) VLSI

(D) CPU  

উত্তর : A

15. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?

(A) SQL

(B) Blue-Ray

(C) SPSS 

(D) CIH

উত্তর : D

16. কম্পিউটার শব্দের অর্থ-

(A) গণনা করা

(B) গণনাকারী

(C) গণনাকারী যন্ত্র

(D) কোনোটিই না 

উত্তর : B

17. বর্তমান যুগকে বলা হয়-

(A) শিল্প যুগ

(B) তথ্য যুগ 

(C) বাণিজ্য যুগ

(D) কূটনৈতিক যুগ

উত্তর : B

18. নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?

(A) পাওয়ার পয়েন্ট

(B) এমএস এক্সেল 

(C) সি

(D) উইন্ডোজ

উত্তর : C

19. কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয়—

(A) মিলি সেকেন্ডে

(B) ন্যানো সেকেন্ডে

(C) মাইক্রো সেকেন্ডে

(D) পিকো সেকেন্ডে

উত্তর : B

20. ১ মিলি সেকেন্ড ১ সেকেন্ডের — ভাগের একভাগ সময় ।

(A) এক কোটি

(B) একশত কোটি

(C) এক লক্ষ

(D) এক হাজার

উত্তর : D

21. কত সালে মার্ক অ্যান্ড্রিসন ‘মোজাইক' নামের ব্রাউজার তৈরি করেন?

 অথবা, 

মোজাইক তৈরি হয়—

(A) ১৯৯২

(B) ১৯৯৩

(C) ১৯৯৫

(D) ১৯৯৭

উত্তর : B

22. Yahoo.Com কী?

(A) Protocol

(B) Engine

(C) Search Engine

(D) Web Page

উত্তর : C

23. TLD কী?

(A) Top Level Domain

(B) Top Line Domain

(C) Top Line Desk

(D) Top Level Desk

উত্তর : A

24. UUCP প্রটোকলটির পূর্ণনাম কী?

(A) Under UNIX Communication Programe

(B) UNIX to UNIX Copy Program

(C) Under UNIX Copy Program

(D) Undeveloped UNIX Communication Program

উত্তর : B

25. কম্পিউটার নেটওয়ার্কের জগতে প্রথম পদক্ষেপ-

(A) NSF net 

(B) ARPANET

(C) WAN

(D) ISDN

উত্তর : B

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url