অর্থনীতি ২য় পত্র অধ্যায়-৬অর্থায়ন সাজেশন

 

financing

৬ অধ্যায় : অর্থায়ন

এইচএসসি অর্থনীতি ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪

HSC Economics 2nd Paper 100% Common Suggestion-2024

প্রশ্ন-১. ব্যবসায়ের 'জীবনীশক্তি' বলা হয় কাকে?

উত্তর: অর্থকে ব্যবসায়ের জীবনীশক্তি বলা হয়।

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

প্রশ্ন-২. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?

প্রশ্ন-২. অর্থায়ন কী? 

[য. বো. ১৯, সকল বোর্ড, ২০১৮; রা. বো, সি. বো., ব. বো. ১৭; সি. বো.; চ. বো. ১৬]

উত্তর: সাধারণ অর্থে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহের কাজকে বোঝায়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলিকে অর্থায়ন বলে ।

প্রশ্ন-৩. সরকারি অর্থায়ন কী?

উত্তর: রাষ্ট্র বা স্থানীয় সরকারের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, উৎস চিহ্নিতকরণ এবং উক্ত উৎস থেকে অর্থসংগ্রহ ও তার সুষ্ঠু বণ্টন করাকে সরকারি অর্থায়ন বলে ।

আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস 

প্রশ্ন-৪. স্বল্পমেয়াদি অর্থায়ন কী?

উত্তর: কোনো প্রকল্পে বা ব্যবসা প্রতিষ্ঠানে স্বল্প সময়ের জন্য অর্থসংস্থান করা হলে তাকে স্বল্পমেয়াদি অর্থায়ন বলে । 

প্রশ্ন-৫. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?

উত্তর: স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা দীর্ঘদিনের জন্য বিনিয়োগের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয়, তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে । 

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

প্রশ্ন-৬. ব্যক্তিগত অর্থায়ন কী?

উত্তর: যখন কোনো ব্যক্তি তার দৈনন্দিন কার্যাবলি পরিচালনার জন্য অর্থের সংস্থান করে তাকে ব্যক্তিগত অর্থায়ন বলে । 

প্রশ্ন-৭. ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর: একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে এ বিষয়সমূহকে ব্যবসায় অর্থায়ন বলে। 

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-৮. অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কী?

উত্তর: কোনো প্রতিষ্ঠানের মোট তহবিলের যে অংশ মালিকপক্ষ বা প্রতিষ্ঠানের নিজস্ব উৎস থেকে সরবরাহ করা হয় তাকে অভ্যন্তরীণ উৎস বলে ।

প্রশ্ন-৯. আন্তর্জাতিক অর্থায়ন কী?

উত্তর: একটি দেশের আমদানি-রপ্তানি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইত্যাদি নিয়ে আলোচনাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে । 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

প্রশ্ন-১০. অবণ্টিত মুনাফা কী?

উত্তর: কারবারে অর্জিত মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে সংরক্ষণ করলে তাকে অবণ্টিত মুনাফা বলে ।

প্রশ্ন-১১. শেয়ারবাজার কী? 

[কু. বো. ১৯, ঢা. বো. ১৬]

উত্তর: যে বাজারে বা স্থানে বিধি মোতাবেক বিভিন্ন কোম্পানির শেয়ার বেচাকেনা হয় তাকে শেয়ারবাজার বলা হয় । 

প্রশ্ন-১২. শেয়ার কী? 

[সি. বো. ১৯; দি. বো. ১৭]

উত্তর: কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে।

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১৩. স্টক কী?

উত্তর:পূর্ণ আদায়কৃত শেয়ার মূলধনকে সুবিধা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হলে তাকে স্টক বলে ।

প্রশ্ন-১৪. মূলধন বাজার কী?

উত্তর: মূলধন বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে দীর্ঘমেয়াদের জন্য অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন হয় ।

IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১৫. তারল্য কী?

উত্তর: যেকোনো পণ্য, সম্পদ বা সিকিউরিটি বিক্রয় করে দ্রুত নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতাকে তারল্য বলে ।

প্রশ্ন-১৬. অগ্রাধিকার শেয়ার কী ?

উত্তর: যে শেয়ারের ক্ষেত্রে মালিকগণ অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলে।

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১৭. প্রাথমিক শেয়ার কী?

উত্তর: কোনো কোম্পানি যখন পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রির উদ্দেশ্যে ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলে । 

প্রশ্ন-১৮. সেকেন্ডারি শেয়ার কী?

উত্তর: প্রাথমিক শেয়ারের মালিকানা বদল হয়ে প্রথম ক্রেতার নিকট হতে অন্য কোনো ক্রেতার নিকট হস্তান্তরিত হলে তাকে সেকেন্ডারি শেয়ার বলে ।

আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর  (Commerce)

প্রশ্ন-১৯. IPO পূর্ণ রূপ কী?

উত্তর: IPO পূর্ণ রূপ হলো Initial Public Offering ।

প্রশ্ন-২০. বোনাস শেয়ার কাকে বলে? 

[ঢা. বো. ১৯]

উত্তর: সাধারণ শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশের বিনিময়ে তাদেরকে যে পূর্ণ আদায়ী শেয়ার বণ্টন করা হয় তাকে বোনাস শেয়ার বলে।

প্রশ্ন-২১. সেকেন্ডারি বাজার কী?

উত্তর: যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে থাকে সে বাজারকে সেকেন্ডারি বাজার বলা হয়।

প্রশ্ন-২২. বন্ড কী? 

[দি, বো. ১৯; ঢা. বো. ১৭]

উত্তর: বন্ড হলো দীর্ঘমেয়াদি ঋণ দলিল, যা বিক্রি করে কোম্পানি বা সরকার তহবিল সংগ্রহ করে ।

প্রশ্ন-২৩. ট্রেজারি বন্ড কী?

উত্তর:ট্রেজারি বন্ড হলো একটি হস্তান্তরযোগ্য দলিল।

প্রশ্ন-২৪. ঋণপত্র কী?

উত্তর: ঋণপত্র হচ্ছে এক ধরনের ঋণের দলিল যা পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ হতে গৃহীত ঋণের স্বীকৃতিস্বরূপ ঋণদাতাকে প্রদান করে ।

অন্যান্য বিষয় সমূহ:

প্রশ্ন-২৫. DSE-এর পূর্ণরূপ কী?

উত্তর: DSE-এর পূর্ণরূপ হলো Dhaka Stock Exchange.

প্রশ্ন-২৬. পুঁজিবাজার কী? 

[রা. বো.; চ. বো; ব. বো. ১৯]

উত্তর: যে বাজারে দীর্ঘমেয়াদের জন্য আর্থিক সম্পদের ক্রয়-বিক্রয় বা লেনদেন সম্পন্ন হয় তাকে পুঁজিবাজার বলে । 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

প্রশ্ন-২৭. স্টক এক্সচেঞ্জ কী?

উত্তর: মূলধন বাজারের যে অংশে কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদির লেনদেন কাজ পরিচালিত হয় তাকে স্টক এক্সচেঞ্জ বলে । 

কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. অর্থায়নের ক্ষেত্রে মূলধন বাজার কেন গুরুত্বপূর্ণ? 

[ঢা. বো; সি. বো. ১৬]

উত্তর: দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণের জন্য মূলধন বাজার গুরুত্বপূর্ণ ।বাজারে দীর্ঘমেয়াদি পুঁজির যোগান, সহজে প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ, পুনঃপুনঃ ঋণ গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজার অধিকতর গুরুত্বপূর্ণ। অর্থায়নের যে কয়টি উৎস রয়েছে তার মধ্যে মূলধন বাজার প্রধান। এটি দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম উৎস। কলকারখানা প্রতিষ্ঠা, ভারী যন্ত্রপাতি ক্রয়, হিমাগার স্থাপন প্রভৃতি ক্ষেত্রে পুঁজি বাজার থেকে অর্থায়ন করা হয় । 

প্রশ্ন-২. অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কেন?

উত্তর: অর্থই ব্যবসা পরিচালনার মূল হিসেবে কাজ করে বলে অর্থায়নকে ব্যবসার মূল চালিকা শক্তি বলা হয় । ব্যবসা-বাণিজ্য ছাড়া কোনো দেশের অর্থনীতি কল্পনাতীত। ব্যবসায় বাণিজ্যকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডের সৃষ্টি হয়। ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর এ রকম আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয় । ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়নের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ মূলধনের ব্যবস্থা করে ব্যবসায় পরিচালনা করতে সহায়তা করে । এজন্য অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় ।

কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-৩. অর্থায়ন কেন করা হয়? 

[কু. বো; চ. বো; ব, বো; রা. বো. ১৮]

উত্তর: বিভিন্ন কারণে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হলে অর্থায়ন করতে হয়।কোনো দেশে শিল্পায়ন তথা শিল্প কারখানা স্থাপন ও বিনিয়োগের জন্য প্রচুর মূলধন দরকার। আধুনিককালে প্রায় সব দেশেই শিল্পের উদ্যোক্তাকে নিজস্ব তহবিল ছাড়াও বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে হয়। এছাড়া, ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণ ও উৎপাদনমুখী করার জন্য, ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়ন করে থাকে।

প্রশ্ন-৪. অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়— বুঝিয়ে লেখো। 

[ঢা. বো. ১৯]

উত্তর: অর্থায়ন বলতে অর্থ বা মূলধন সংগ্রহ, বিনিয়োগ এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বোঝায় ।অর্থায়ন মূলত অর্থ বা তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। একটি প্রতিষ্ঠানে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে ঐ মূলধন সংগ্রহ করা হবে ইত্যাদি বিষয়সমূহ অর্থায়নের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত । এজন্যই বলা হয়ে থাকে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়।

প্রশ্ন-৫. নিজস্ব অর্থায়নের সুবিধা উল্লেখ করো ।

[কু. বো. ১৬]

উত্তর: প্রতিষ্ঠানের মালিক বা উদ্যোক্তা ব্যবসায় শুরুর সময় স্থায়ী মূলধন নিজস্ব উৎস থেকে সরবরাহ করাই হলো নিজস্ব অর্থায়ন । নিজস্ব সঞ্জয় সঞ্চয় থেকে কত টাকা ব্যবহার করা যাবে সে সম্পর্কে মালিক জ্ঞাত থাকে। নিজস্ব সঞ্চয় থেকে অর্থসংস্থানে তেমন কোনো আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন পড়ে না। এ ধরনের অর্থায়নের ঝামেলা অনেক কম। আবার অর্থায়নের প্রয়োজন পড়লে তাৎক্ষণিকভাবে তা করা যায় । এ ধরনের অর্থায়নের জন্য সুদ প্রদান করতে হয় না ।

প্রশ্ন-৬. রাইট শেয়ার বলতে কী বোঝ ?

উত্তর: কোম্পানি পরিশোধিত মূলধন বাড়ানোর একটি মাধ্যম হলো রাইট শেয়ার ।চলমান কোনো কোম্পানি অতিরিক্ত মূলধনের প্রয়োজনে বাজারে নতুন করে শেয়ার ছাড়ার দরকার হতে পারে। এজন্য এ শেয়ার বাজারে ছাড়ার পূর্বমুহূর্তেবর্তমান শেয়ার হোল্ডারদের আগে আমন্ত্রণ জানানো হয় । একে রাইট শেয়ার বলে । অর্থাৎ রাইট শেয়ার বলতে বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে অগ্রাধিকার ভিত্তিতে যে শেয়ার বিক্রয় করা হয় তাকে বোঝায়। 

প্রশ্ন-৭. প্রাইমারি শেয়ার বলতে কী বোঝ? 

[রা. বো; ব. বো. ১৯]

উত্তর: কোনো কোম্পানি যখন পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রির জন্য ছাড়ে তখন তাকে প্রাইমারি বা ‘প্রাথমিক শেয়ার বলা হয়।প্রাইমারি শেয়ার সাধারণত ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। এ শেয়ারের মালিক বা ধারক কোনো নির্দিষ্ট হারে মুনাফা পায় না। এ ধরনের শেয়ারের মুনাফা কম বা বেশি হতে তে পারে । আবার মনাফা ি মুনাফা কম হলে শেয়ারের মালিক কিছু নাও পেতে পারে। তবে প্রাথমিক শেয়ারের মালিকেরা কোম্পানি পরিচালনায় ভোটাধিকার প্রদান করত পারে।

প্রশ্ন-৮. শেয়ার ও বন্ডের পার্থক্য কী? 

[ব. বো, য. বো. ১৭; য. বো. ১৬]

উত্তর: শেয়ার ও বন্ড ধারণা দুটি কাছাকাছি হলেও এক নয় ।কোম্পানির অনুমোদিত মূলধনের অংশকে শেয়ার বলে। আর কোম্পানির ঋণ গ্রহণের দলিলকে ঋণপত্র বা বন্ড বলে। শেয়ার মালিকগণ লাভ-লোকসান বহন করে। কিন্তু বন্ডের মালিকগণ তা করে না। আবার শেয়ারহোল্ডার বা মালিকদের কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার থাকে। কিন্তু বন্ডের মালিকেরা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না।

প্রশ্ন-৯. প্রাইমারি শেয়ার কীভাবে সেকেন্ডারি শেয়ারে পরিণত হয়? 

[ব. বো. ১৬]

উত্তর: প্রাইমারি শেয়ারের মালিকানা বদল হয়ে অন্য কোনো ক্রেতার নিকট হস্তান্তরিত হলেই প্রাইমারি শেয়ার সেকেন্ডারি শেয়ারে পরিণত হয় ।কোনো কোম্পানি যখন পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রির জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলে। এরূপ শেয়ার সাধারণত ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। পরবর্তীতে প্রাইমারি শেয়ারের মালিকগণ যখন তাদের শেয়ার কোনো ব্রোকারেজ হাউজের মাধ্যমে শেয়ার মার্কেটে বিক্রি করে তখন তা সেকেন্ডারি শেয়ারে রূপান্তরিত হয়।

প্রশ্ন-১০. প্রাইমারি শেয়ারের ঝুঁকি কম— ব্যাখ্যা করো। 

[দি বো, য. বো. ১৯ কু, বো. ১৭]

উত্তর: প্রাইমারি শেয়ারের দাম পূর্ব নির্ধারিত হওয়ায় এ ধরনের শেয়ারে ঝুঁকি কম ।কোনো কোম্পানি যখন পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রির জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলে । এরূপ শেয়ার সাধারণত ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। প্রাইমারি শেয়ারের ফেস ভ্যালুই (Face Valu) হলো প্রাইমারি শেয়ারে মূল্য। প্রাথমিক শেয়ারের মালিকরা তাদের নিজ প্রয়োজনে শেয়ার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করতে পারে। মন্দার সময়েও এ শেয়ারে ফেস ভ্যালুতে বিক্রি করা যায়। ফলে এতে কোনো ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা পরিলক্ষিত হয় না। তাই বলা যায়, অন্যান্য শেয়ারের তুলনায় প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম । 

প্রশ্ন-১১. বোনাস শেয়ার বলতে কী বোঝায়?

উত্তর: বোনাস শেয়ার বলতে সঞ্চিত লভ্যাংশকে ব্যবসা সম্প্রসারণের নিয়োগের ক্ষেত্রে পুরাতন শেয়ার হোল্ডার কর্তৃক প্রাপ্ত শেয়ারকে বোঝায়।কোম্পানির সঞ্চয়ী তহবিলে প্রচুর অর্থ জমা হলে তা থেকে প্রয়োজনের অতিরিক্ত অর্থ অতিরিক্ত শেয়ার হিসেবে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে বিতরণ করা হয়। এ ধরনের শেয়ারকে বোনাস শেয়ার বলে। সাধারণ শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশের বিনিময়ে তাদেরকে এ ধরনের শেয়ার বোনাস হিসেবে দেওয়া হয়।

প্রশ্ন-১২. বন্ড থেকে শেয়ার কীভাবে পৃথক? 

[কু. বো. ১৯]

উত্তর: বন্ড ও শেয়ার উভয়ই অর্থায়নের উৎস হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে।কোম্পানির অনুমোদিত মূলধনের ইউনিট বা একক বা অংশকে শেয়ার বলে। আর কোম্পানির ঋণ গ্রহণের দলিলকে বন্ড বলে । শেয়ার মালিকগণ লাভ-লোকসান বহন করে। কিন্তু বন্ডের মালিকগণ তা করে না। আবার শেয়ারহোল্ডার বা মালিকদের কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার থাকে। কিন্তু বন্ডের মালিকরা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এভাবে বন্ড থেকে শেয়ারকে পৃথক করা যায়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. ব্যবসায় অর্থায়ন আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি পায় কোন সালে?

ক. ১৮৬৭ সালে

খ. ১৮৮৭ সালে

গ. ১৮৯৭ সালে

ঘ. ১৯০৭ সালে

উ: গ

২. Finis শব্দের অর্থ কী?

ক. অর্থায়ন

খ. সংগ্রহ করা

গ. অর্থ

ঘ. অর্থ সংস্থান

উ: ঘ

৩. সময়ের ভিত্তিতে অর্থায়ন কত প্রকার?

ক. ২ ভাগে

খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে

ঘ. ৫ ভাগে

উ: খ

৪. মালিকানার ভিত্তিতে অর্থায়ন কত প্রকার?

ক. দুই প্রকার

খ. তিন প্রকার

গ. চার প্রকার

ঘ. ছয় প্রকার

উ: ক

৫. পদ্মা ব্যাংক লি. তাদের নতুন শাখা সম্প্রসারণের জন্যঅর্থায়ন করতে চায় । এটি কী ধরনের অর্থায়ন?

ক. ব্যক্তিগত অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. বেসরকারি অর্থায়ন

ঘ. আর্থিক অর্থায়ন

উ: গ

৬. যৌথ ব্যবসায় প্রতিষ্ঠানে কে বা কারা প্রতিষ্ঠানের মালিক?

ক. সাধারণ শেয়ারহোল্ডার

খ. অগ্রাধিকারভুক্ত শেয়ারহোল্ডার

গ. বন্ডের মালিক

ঘ. এসইসি

উ: ক

৭. কোন শেয়ার IPO-এর সাথে সম্পর্কিত?

ক. প্রেফারেন্স শেয়ার

খ. বিলম্বিত দাবিযুক্ত শেয়ার

গ. প্রাইমারি শেয়ার

ঘ. সেকেন্ডারি শেয়ার

উ: গ

৮. কোন শেয়ার পুঁজিবাজারে কেনাবেচা হয় না?

ক. প্রাইমারি শেয়ার

খ. প্রেফারেন্স শেয়ার

গ. সেকেন্ডারি শেয়ার 

ঘ. বোনাস শেয়ার

উ: ক

৯. শেয়ার, ডিবেঞ্চার, সরকারি ঋণপত্র ইত্যাদি কোথায় ক্রয়-বিক্রয় হয়?

ক. বন্ড মার্কেটে 

খ. স্টক এক্সচেঞ্জে

গ. মূলধন বাজারে

ঘ. বাণিজ্যিক ব্যাংকে

উ: খ

১০. ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে শেয়ারবাজারে অংশগ্রহণ করতে পারে?

ক. শেয়ার ক্রয় করে

খ. ঋণপত্র বিক্রয় করে

গ. প্রাপ্য বিল বাট্টা করে 

ঘ. টাকা হুন্ডি করে

উ: ক

১১. কোম্পানির সাথে বন্ড মালিকের কী ধরনের সম্পর্ক?

ক. কোম্পানির মূল মালিক

খ. কোম্পানির ঋণদাতা

গ. কোম্পানির লভ্যাংশের অংশীদার

ঘ. কোম্পানির ঝুঁকি বহনকারী

উ: ক

১২. বাংলাদেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?

ক. রাজশাহী

খ. খুলনা 

গ. চট্টগ্রামে

ঘ. বরিশাল

উ: গ

১৩. বাংলাদেশে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কত সালে গঠিত হয়?

ক. ১৯৯০

খ. ১৯৯২

গ. ১৯৯৩

ঘ. ১৯৯৫

উ: গ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

১৪. অর্থনীতিতে অর্থায়ন হচ্ছে—

i. অর্থ সংগ্ৰহ

ii. অর্থের ব্যবহার

iii. অর্থ ব্যবহারের কলাকৌশল ও নিয়ন্ত্রণ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১৫. নিজস্ব অর্থায়নের সুবিধাসমূহ হলো—

i. অর্থ প্রাপ্তির নিশ্চয়তা

ii. তাৎক্ষণিক অর্থায়ন

iii. দায়মুক্ততা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১৬. অর্থায়নের কার্যাবলি হলো—

i. আর্থিক পরিকল্পনা প্রণয়ন

ii. মুনাফা বণ্টন

iii. অর্থ সংগ্রহ ও বিনিয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১৭. অর্থায়নের উৎসগুলো হচ্ছে—

i. ব্যাংক ঋণ

ii. ক্ষুদ্র ঋণ

iii. পুঁজিবাজার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১৮. অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো—

i. ধনী কৃষক

ii. গ্রাম্য মহাজন

iii. এনজিও

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

১৯. জাফর একাই একটি ফটোকপির দোকান খুলে ব্যবসা করতে চায় । এক্ষেত্রে জাফরের অর্থায়ন হতে পারে—

i. নিজস্ব সঞ্চয়

ii. ব্যাংক ঋণ

iii. আত্মীয়স্বজন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

২০. বন্ডে উল্লেখ থাকে—

i. বিনিময় বিল

ii. সুদের হার

iii. ঋণ পরিশোধের তারিখ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

২১. পুঁজিবাজার থেকে যে অর্থায়ন ঘটে তাতে—

i. শেয়ার মালিকের ভূমিকাই মুখ্য

ii. ব্যাংকের ভূমিকাই মুখ্য

iii. স্টক এক্সচেঞ্জের ভূমিকাই মুখ্য 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও: 

জনাব তামজিদ বিভিন্ন কোম্পানির শেয়ার মূল্যের উঠানামা লক্ষ করে গ্রামীণফোনেরশেয়ার ক্রয় করেন। কিছুদিন পর তিনি শেয়ারগুলো বিক্রি করে নগদ অর্থ লাভ করেন ।

২২. জনাব তামজিদ কোন ধরনের শেয়ার ক্রয় করেন?  

ক. প্রাথমিক শেয়ার

খ. রাইট শেয়ার

গ. মাধ্যমিক শেয়ার

ঘ. বোনাস শেয়ার

উ: গ

২৩. উক্ত শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হলো—

i. ঝুঁকি সর্বদা বিদ্যমান

ii. লটারির মাধ্যমে ক্রয়-বিক্রয় হয়

iii. শেয়ার হাত বদল হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও: 

মি. করিম Square Pharma'র ১০০০টি শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেন। প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু ৫০ টাকা। পরবর্তীতে তিনি লটারির মাধ্যমে তা পেয়ে যান । কয়েক বছর পর প্রতিষ্ঠানটি মূলধন বৃদ্ধির জন্য ১ : ১অনুপাতে ৬০ টাকা হারে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। 

২৪. মি. করিমের ৫০ টাকা রেটে ক্রয়কৃত শেয়ার কোন ধরনের?

ক. প্রাইমারি

খ. বোনাস 

গ. রাইট

ঘ. সেকেন্ডারি

উ: ক

২৫. Square Pharma' ৬০ টাকা হারের নতুন শেয়ারের বৈশিষ্ট্য হলো—

i. রাইট শেয়ার

ii. বোনাস শেয়ার

iii. কোম্পানি নির্ধারিত দামে বিক্রি করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii 

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

২৬. Finance শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

[ব. বো. ১৬]

ক. Fine

খ. Finis

গ. Finan

ঘ. Finae

উ: খ

২৭. 'অর্থায়ন' বলতে সাধারণত বোঝায় - 

[কু. বো. ১৬]

ক. মুনাফা সংগ্রহ

খ. মুনাফা বণ্টন

গ. তহবিল সংগ্রহ

ঘ. তহবিল বণ্টন

উ: গ

২৮. অর্থায়ন বলতে কী বোঝায়? 

[কু. বো. ১৭]

ক. অর্থ প্রচলন

খ. অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা

গ. ঋণ প্রদান

ঘ. শেয়ার বিক্রয়

উ: খ

২৯. অর্থায়নের প্রাথমিক ভিত্তি কোনটি? 

[দি. বো. ১৬]

ক. অর্থ পরিকল্পনা

খ. অর্থ ব্যবস্থাপনা

গ. অর্থ সংগ্রহ

ঘ. অর্থ ব্যয়

উ: গ

৩০. অর্থায়নের উৎস কয়টি? 

[কু. বো. ১৯]

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উ: ক

৩১. অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? 

[য. বো. ১৯]

ক. নগদ অর্থ

খ. নিট মূলধন আয়

গ. খাদ্য সাহায্য

ঘ. স্থায়ী সম্পদ

উ: গ

৩২. অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? 

[রা. বো. ১৯]

ক. অতিরিক্ত কর আরোপ

খ. নিট মূলধন আয়

গ. ঘাটতি অর্থায়ন

ঘ. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ

উ: ঘ

৩৩. ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটি?

[ঢা. বো. ১৯]

ক. অবণ্টিত মুনাফা

খ. বণ্টিত মুনাফা

গ. জামানতবিহীন বন্ড

ঘ. কর্পোরেট বন্ড

উ: ক

৩৪. ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের প্রাথমিক উৎস কী?

ক. নিজস্ব সঞ্চয় 

খ. অবণ্টিত মুনাফা

গ. ঋণ

ঘ. অবচয় তহবিল

উ: ক

৩৫. স্বল্পমেয়াদি অর্থায়নে উৎস কোনটি? 

[চ. বো. ১৭]

ক. শেয়ার মার্কেট

খ. বাণিজ্যিক ব্যাংক

গ. বন্ড মার্কেট

ঘ. বিশেষায়িত ব্যাংক

উ: খ

৩৬. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলির পরিকল্পনা সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ও এসবের প্রয়োগই হলো—

[ঢা বো. ১৭]

ক. অর্থায়ন

খ. ব্যবস্থাপনা

গ. বিপণন

ঘ. মূলধন কাঠামো

উ: ক

৩৭. অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? 

[দি. বো. ১৭]

ক. সঞ্চিত তহবিল

খ. বৈদেশিক ঋণ

গ. অনুদান

ঘ. মুদ্রাবাজার

উ: ঘ

৩৮. বেসরকারি অর্থায়ন কত প্রকার? 

[চ. বো. ১৬]

ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৫

উ: খ

৩৯. অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? 

[সি. বো. ১৬]

ক. অতিরিক্ত কর আরোপ

খ. নিট মূলধন আয়

গ. ঘাটতি অর্থসংস্থান

ঘ. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ

উ: ঘ

৪০. সাধারণত কোন ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া যায়? 

[সি. বো. ১৭]

ক. বাণিজ্যিক ব্যাংক 

খ. সমবায় ব্যাংক

গ. কেন্দ্রীয় ব্যাংক

ঘ. বিনিয়োগ ব্যাংক

উ: ঘ

৪১. স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য কোন ধরনের অর্থায়ন হয়ে থাকে? 

[ঢা. বো. ১৬]

ক. স্বল্পমেয়াদি

খ. দীর্ঘমেয়াদি

গ. মধ্যমমেয়াদি

ঘ. অতি স্বল্পমেয়াদি

উ: খ

৪২. বাজারে সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের সুদের হার কেমন হবে? 

[ব. বো. ১৬]

ক. বৃদ্ধি পাবে

খ. হ্রাস পাবে

গ. অপরিবর্তিত থাকবে 

ঘ. শূন্য হবে

উ: ক

৪৩. IPO-এর পূর্ণরূপ কোনটি? 

[য. বো. ১৯]

ক. Instant Public Offer

খ. Initial Public Offering

গ. Internal Public Offer

ঘ. Insurance Public Offer

উ: খ

৪৪. শেয়ারবাজার ও বন্ড কোন বাজারের অন্তর্ভুক্ত?

[ব. বো. ১৯]

ক. মুদ্রাবাজার

খ. মূলধন বাজার

গ. অর্থবাজার

ঘ. সেবা বাজার

উ: খ

৪৫. কোন শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে মালিককে অবশ্যই ফেরত দেয়া হয়? 

[চ. বো. ১৯]

ক. পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার

খ. অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

গ. সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

ঘ. অতিরিক্ত মুনাফাযুক্ত অগ্রাধিকার শেয়ার

উ: ক

৪৬. শেয়ার লেনদেনের জন্য কী প্রয়োজন? 

[রা. বো. ১৯]

ক. এনজিও

খ. বাণিজ্যিক ব্যাংক

গ. মানি এক্সচেঞ্জ

ঘ. স্টক এক্সচেঞ্জ

উ: ঘ

৪৭. কোন শেয়ারের ধারকগণ কোম্পানির প্রকৃত মালিক?

[সকল বোর্ড ১৮]

ক. সাধারণ শেয়ার

খ. মাধ্যমিক শেয়ার

গ. অগ্রাধিকার শেয়ার

ঘ, রাইট শেয়ার

উ: ক

৪৮. শেয়ারবাজারে ক্রয় বিক্রয় করা হয়— 

[রা. বো. ১৬]

ক. প্রাথমিক শেয়ার

খ. মাধ্যমিক শেয়ার

গ. রাইট শেয়ার

ঘ. বোনাস শেয়ার

উ: খ

৪৯. শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধনের ভূমিকা কী? 

[ব. বো. ১৭]

ক. আমদানি বৃদ্ধি

খ. শেয়ার মালিকদের মুনাফা অর্জন

গ. শিল্প পুঁজি গঠন

ঘ. বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি

উ: গ

৫০. নিচের কোন দুটি বাজারের মধ্যে মৌলিক পার্থক্য নেই?

[চ. বো. ১৭]

ক. মুদ্রাবাজার ও মূলধন বাজার

খ. পুঁজিবাজার ও শেয়ারবাজার

গ. পুঁজিবাজার ও স্টক এক্সচেঞ্জ

ঘ. শেয়ারবাজার ও স্টক একচেঞ্জ

উ: খ

৫১. পুঁজিবাজার কোন ধরনের মূলধনের যোগান দেয়?

[য. বো. ১৬]

ক. স্বল্পমেয়াদি

খ. অপ্রাতিষ্ঠানিক

গ. মধ্যমেয়াদি

ঘ. দীর্ঘমেয়াদি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

৫২. শুধু বর্তমান শেয়ারহোল্ডারগণই যে শেয়ারের বিনিয়োগের অধিকার পান, তাকে কী শেয়ার বলে? 

[য. বো. ১৬]

ক. প্রাইমারি শেয়ার

খ. সাধারণ শেয়ার

গ. বোনাস শেয়ার

ঘ. রাইট শেয়ার

উ: ঘ

৫৩. দীর্ঘমেয়াদে অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশনের শর্তাবলি সম্বলিত ঋণের দলিলকে কী বলে? 

[কু. বো. ১৯]

ক. বন্ড

খ. শেয়ার

গ. বিনিময় বিল

ঘ. শেয়ার সার্টিফিকেট

উ: ক

৫৪. সরকার সাধারণত যে ধরনের বন্ড বাজারে ছাড়ে তাকে বলে— 

[সি. বো. ১৯]

ক. বন্ড

খ. ট্রেজারি বন্ড

গ. সাধারণ বন্ড

ঘ. মিউনিসিপ্যাল বন্ড

উ: খ

৫৫. বাংলাদেশে মোট কয়টি স্টক এক্সচেঞ্জ আছে? 

[দি. বো. ১৯]

ক. ৫ 

খ. 8

গ. ৩

ঘ. ২

উ: ঘ

৫৬. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? 

[ঢা. বো. ১৯]

ক. ১৯৮৯

খ. ১৯৯১ 

গ. ১৯৯৩

ঘ. ১৯৯৫

উ: ঘ

৫৭. বাংলাদেশে কত সালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন প্রণয়ন করা হয়? 

[দি. বো. ১৯]

ক. ১৯৯২

খ. ১৯৯৩

গ. ১৯৯৪

ঘ. ১৯৯৫

উ: খ

৫৮. শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন? 

[ব. বো. ১৭]

ক. এনজিও

খ. কেন্দ্রীয় ব্যাংক

গ. স্টক এক্সচেঞ্জ

ঘ. সমবায় সমিতি

উ: গ

৫৯. বাংলাদেশে কয়টি পুঁজিবাজার রয়েছে?

[য. বো. ১৭]

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. 8

উ: খ

৬০. বেসরকারি অর্থায়ন বলতে বোঝায়— 

[য. বো. ১৭]

i. ব্যক্তিগত অর্থায়ন

ii. ব্যবসায় অর্থায়ন

iii. অ-ব্যবসায় অর্থায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

৬১. বন্ডের মেয়াদ হতে পারে - 

[চ. বো. ১৬]

i. কমপক্ষে ১ বছর

ii. কমপক্ষে ৫ বছর

iii. ৫ থেকে ১০ বছর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

উদ্দীপকটি পড়ো এবং ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও:

আলম সাহেব একটি তৈরি পোশাক কারখানা করলেন। অর্থায়নের জন্য ব্যাংক ঋণ নিলেন। পরবর্তীতে কোম্পানিরশেয়ার বিক্রয় করলেন এবং বন্ড ছাড়লেন। তার মোট মূলধন ১০০ কোটি টাকা। কিন্তু কোম্পানি লোকসান করল। 

[ব. বো. ১৬]

৬২. কে ক্ষতিগ্রস্ত হবে—

i. আলম সাহেব

ii. শেয়ার ক্রেতাগণ

iii. বন্ডের মালিকগণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

৬৩. আলম সাহেবের কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?

ক. বৃহৎ শিল্প

খ. মাঝারি শিল্প 

গ. ক্ষুদ্র শিল্প

ঘ. কুটিরশিল্প

উ: ক

উদ্দীপকটি পড়ো এবং ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও: 

করিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি একটি কোম্পানির শেয়ার কিনে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। যদি কোম্পানিটি বিলুপ্ত হয়েও যায় তবুও করিম সাহেব তার ফেরত পাবেন । 

[দি. বো. ১৯]

৬৪. উদ্দীপকে করিম সাহেব কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন?

ক. প্রেফারেন্স শেয়ার

খ. বিলম্বিত শেয়ার

গ. সাধারণ শেয়ার

ঘ. বিলম্বিত দাবিযুক্ত শেয়ার

উ: ক

৬৫. উদ্দীপকে উল্লিখিত শেয়ারের ক্ষেত্রে—

i. ঝুঁকি অনেক কম

ii. লভ্যাংশ কমবেশি হতে পারে

iii. মূলধন ফেরতযোগ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

উদ্দীপকটি পড়ো এবং ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও:

মি. সম্রাট ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করেন। শেয়ার মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা তাকে চিন্তিত করল । 

[সকল বোর্ড ১৮]

৬৬. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে কোনটি ক্রয়-বিক্রয় হয়?

ক. পে-অর্ডার

খ. ড্রাফট

গ. ট্রেজারি-বিল

ঘ. ঋণপত্র

উ: ঘ

৬৭. সম্রাট চিন্তিত হলেন—

i. অর্থ সংকটের কারণে

ii. আকস্মিক দর পতনের আশংকায়

iii. বাজারের অস্বাভাবিক আচরণে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

উদ্দীপকটি পড়ো এবং ৬৮ ও ৬৯ নং প্রশ্নের উত্তর দাও: 

সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। সম্প্রতি সরকার ১০০ টাকার প্রাইজবন্ড বাজারে ছেড়েছে। এই বন্ড ক্ষুদ্র সঞ্চয়কারীদের মধ্যে জনপ্রিয় হয়েছে । 

[দি. বো. ১৭]

৬৮. উদ্দীপকে ‘প্রাইজবন্ড' সরকারের কোন প্রকারের উৎসকে নির্দেশ করে?

ক. অভ্যন্তরীণ সঞ্চয়

খ. রাজস্ব আয়

গ. নিট মূলধনী আয়

ঘ. মুদ্রাবাজার ঋণ

উ: ঘ

৬৯. উদ্দীপকে উল্লিখিত ‘প্রাইজবন্ডের’ বৈশিষ্ট্য হলো—

i. মালিকানা হস্তান্তরযোগ্য

ii. বন্ডধারীদের সুদ দেয়া হয়

iii. এটি জামানতবিহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url