অর্থনীতি ২য় পত্র অধ্যায়-৮আন্তর্জাতিক বাণিজ্য সাজেশন
অধ্যায় : ৮ আন্তর্জাতিক বাণিজ্য
এইচএসসি অর্থনীতি ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪
HSC Economics 2nd Paper 100% Common Suggestion-2024
পেজ সূচিপত্র :আন্তর্জাতিক বাণিজ্য
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি কী?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি হলো আঞ্চলিক শ্রমবিভাগ ও বিশেষীকরণ।
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
প্রশ্ন-২. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
[দি. বো. ২২, ২১, ১৯, কু. বো., ব. বো. ২২: য, বো, ২১, ১৯, সি. বো. ১৯; চ. বো. ১৬, ১৯]
উত্তর: দেশীয় সীমানার ভিতরে সাধারণত একই দেশের অধিবাসী এবং একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্যসামগ্রী ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে ।
আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪
আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস
প্রশ্ন-৩. আন্তর্জাতিক বাণিজ্য কী?
[ঢা. বো. ২১: কু, বো, চ. বো, বা. বো. ২১, ১৮, সি. বো, ব. বো. ১৮, ১৭; য. বো. ১৭, য, বো. ১৬]
উত্তর: দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে ।
প্রশ্ন-৪. আমদানি কাকে বলে?
উত্তর: একটি দেশ অন্য দেশ থেকে পণ্য ও সেবা ক্রয় করলে তাকে আমদানি বলে ।
প্রশ্ন-৫. ওয়েজ আর্নার্স স্কিম কী?
[ব. বো. ২২]
উত্তর: বিদেশে কর্মরত নাগরিকদের আয় দেশে সহজে আনা এবং কাজে লাগানোর জন্য যে স্কিম তাই ওয়েজ আর্নার্স স্কিম ।
প্রশ্ন-৬. লেনদেন ভারসাম্য কী?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের আমদানি-রপ্তানি ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত মোট পাওনা ও মোট দেনার ধারাবাহিক হিসাবকেই লেনদেনের ভারসাম্য বলা হয়।
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
প্রশ্ন-৭. বাণিজ্যের ভারসাম্য কী?
উত্তর: কোনো দেশের দৃশ্যমান দ্রব্যসামগ্রী আমদানি ও রপ্তানির হিসাবকে সেই দেশের বাণিজ্যের ভারসাম্য বলে ।
প্রশ্ন-৮. প্রচলিত পণ্য কী?
[য. বো. ২১]
উত্তর: যেসব পণ্য সুদীর্ঘকালব্যাপী কোনো দেশ বিদেশে রপ্তানি করে আসছে সেগুলোকে ঐ দেশের প্রচলিত পণ্য বলা হয় ।
প্রশ্ন-৯. অপ্রচলিত পণ্য কী?
[ম. বো., কু. বো, সি. বো. ২১]
উত্তর: সাম্প্রতিককালে যেসব পণ্য কোনো দেশের রপ্তানি বাণিজ্যে সংযোজিত হয়েছে বা প্রাধান্য পেয়েছে সেগুলোকে ঐ দেশের অপ্রচলিত পণ্য বলা হয় ।
প্রশ্ন-১০. ক্লিংকার কী?
[বা. বো. ২১]
উত্তর: ক্লিংকার হলো সিমেন্টের মূল উপাদান, একে চূর্ণ চুনাপাথরও বলা হয় ।
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
প্রশ্ন-১১. রপ্তানি বাণিজ্য কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় একটি দেশ অন্য দেশে পণ্য ও সেবা বিক্রি করে তাকে রপ্তানি বাণিজ্য বলে ।
প্রশ্ন-১২. সংরক্ষিত বাণিজ্য কী?
[য. বো. ২২]
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি বিধি-নিষেধ (শুল্ক, কোটা, নিষেধাজ্ঞা প্রভৃতি) থাকে তাকে সংরক্ষিত বাণিজ্য বলে ।
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
প্রশ্ন-১৩. বিশ্বায়ন কী?
[দি, বো, কু, বো, চ, বো, য, বো, ২২, চ, বো, ২১; ঢা. বো. ২১, ১৯, ১৭; দি. বো. ২১, ১৮; রা. বো, কু, বো. ১৯: ব. বো. ১৯, ১৭,: য.বো. ১৯, ১৮, সি. বো. ১৮]
উত্তর: বিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।
প্রশ্ন-১৪. বৈদেশিক সাহায্য কাকে বলে?
[ঢা. বো. ২২ চা. বো, ম. বো, রা. বো, সি. বো. ২১; দি. বো. ১৯]
উত্তর: কোনো দেশ অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে বিদেশ থেকে যে ঋণ ও অনুদান গ্রহণ করে তাকেই বৈদেশিক সাহায্য বলা হয়।
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?
[কু. বো, ব. বো. ২২, রা, বো, চ. বো, ২১, দি, বো, কু, বো, ২১, ১৭: ব. বো. ১৭]
উত্তর: পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়।পৃথিবীতে প্রত্যেক দেশেরই বিদ্যমান সম্পদ ও উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু উৎপাদন করতে পারে না। কোনো দেশ কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদার তুলনায় বেশি উৎপাদন করতে পারে। আবার কোনো দ্রব্য উৎপাদন করতে পারলেও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান না হওয়ায় তা উৎপাদনের পরিবর্তে আমদানি করে থাকে। এভাবে উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় । তাছাড়া কোনো দেশের অর্থনীতিকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় ।
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
প্রশ্ন-২. দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় কেন?
[কু. বো. ২১, ১৯, য. বো. ১৬]
উত্তর: প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি, ভৌগোলিক অবস্থান, জলবায়ু ইত্যাদি কারণে দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়। দ্রব্য উৎপাদনের উপকরণ প্রাপ্তি, ভৌগোলিক অবস্থান, জলবায়ু, তথ্যপ্রযুক্তি ইত্যাদি কারণে কোনো দেশ কোনো একটি দ্রব্য উৎপাদন সুবিধা ভোগ করতে পারে। এতে ঐ দ্রব্যটির প্রাচুর্যতা দেখা দেবে। আবার ঐ একই কারণে অন্য কোনো দেশ ঐ বিশেষ দ্রব্যটি উৎপাদনে অসুবিধার সম্মুখীন হতে পারে। ফলে ঐ দ্রব্যটি কম উৎপাদন হবে অথচ চাহিদা অধিক থাকবে । সুতরাং, ২য় দেশটি ১ম দেশ থেকে ঐ দ্রব্যটি আমদানি করবে । তথা দেশ দুটির মধ্যে বাণিজ্য সংঘটিত হবে ।
প্রশ্ন-৩. অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলতে কী বোঝায়?
[রা. বো. ২২: সি. বো. ১৭]
উত্তর: যেসব পণ্যসামগ্রী কিছুদিন আগেও বাংলাদেশ থেকে রপ্তানি করা হতো না; কিন্তু সাম্প্রতিককালে রপ্তানি করা হচ্ছে এসব পণ্যকে অপ্রচলিত পণ্য বলা হয়।যেমন— তৈরি পোশাক, হিমায়িত খাদ্যসামগ্রী, হোসিয়ারি দ্রব্য, হস্তশিল্পজাত দ্রব্য, সার ও রাসায়নিক দ্রব্য প্রভৃতি। কৃষিজাত দ্রব্য যথা— শাকসবজি, ফলমূল প্রভৃতি বাংলাদেশের রপ্তানি পণ্য তালিকায় নতুন সংযোজন । এসব নতুন নতুন পণ্যসামগ্রীকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলা হয়।
এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
- অধ্যায় ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
- অধ্যায় ৩: আমার শিক্ষায় ইন্টারনেট
- অধ্যায়:৪ আমার হাতের লেখালেখি ও হিসাব
- অধ্যায়:৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
- অধ্যায়:৬ ডেটাবেজ ও তার ব্যবহার
প্রশ্ন-৪. উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি— ব্যাখ্যা করো।
[কু. বো. ২২, চ.বো, ১৯]
উত্তর: উদ্বৃত্ত পণ্যই আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি।কোনো দেশ তার ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ইত্যাদির জন্য নির্দিষ্ট কিছু পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা ভোগ করে। ফলে দেশটি যে দ্রব্য বেশি উৎপাদন করে তার উদ্বৃত্ত অংশ বিদেশে রপ্তানি করে। বিনিময়ে সেই দেশ অন্য কোনো দেশ থেকে তার প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য আমদানি করে। যেমন— বাংলাদেশ তার উৎপাদিত তৈরি পোশাক নিজেদের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে এবং এর বিনিময়ে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল বিভিন্ন শিল্পপ্রধান দেশ থেকে আমদানি করে। সুতরাং বলা যায়, উদ্বৃত্ত পণ্যই আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি ।
প্রশ্ন-৫. একেবারে ‘বাণিজ্য না হওয়ার চেয়ে কিছুটা বাণিজ্য হওয়া ভালো।'- ব্যাখ্যা করো।
[দি বো. ২২, ম. বো. ২১, ঢা. বো. ১৭]
উত্তর: একেবারে কোনোধরণের বাণিজ্য না হওয়ার চেয়ে অন্ততপক্ষে কিছু বাণিজ্য সংঘটিত হওয়া একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ । তুলনামূলক ব্যয়নীতির ভিত্তিতে যে দেশ যে পণ্য উৎপাদআেপেক্ষিক সুবিধা পায়, সে দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। আর, যে পণ্য উৎপাদআেপেক্ষিক সুবিধা কম সেই পণ্য আমদানি করবে । এভাবে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয় । আর বাণিজ্য না হলে বাধ্য হয়ে বেশি খরচে পণ্যটি উৎপাদন করতে হয়। এতে সম্পদের অপচয় হয়। তাই বলা যায়, একেবারে বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালো ।
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
প্রশ্ন-৬. ‘বৈদেশিক সাহায্য পরনির্ভরশীলতা বাড়ায়।'- ব্যাখ্যা করো।
[রা. বো. ২১: চ. বো. ১৯]
উত্তর: বৈদেশিক সাহায্য গ্রহীতা দেশ নিজ দেশের উন্নয়নের জন্য স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে না । কারণ দাতা দেশ সাহায্য গ্রহীতা দেশের জন্য এরূপ পরিকল্পনা তৈরি করে যাতে দাতা দেশের অর্থনৈতিক স্বার্থ হাসিল হয় । অর্থাৎ বৈদেশিক সাহায্য প্রদানের সময় দাতা দেশ বা সংস্থাসমূহ বিভিন্ন ধরনের কঠিন শর্ত আরোপ করে থাকে। আর এসব শর্ত সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য শুভ হয় না। আর এর ফলে একটি দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে না । তাই বৈদেশিক সাহায্য একটি দেশকে পরনির্ভরশীল করে তোলে ।
প্রশ্ন-৭. ‘বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমুখী’– ব্যাখ্যা করো।
[চ. বো. ২১, ব. বো. ১৭]
উত্তর: বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এসবের মাধ্যমে প্রাপ্ত তথ্য কমিউনিকেশন সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সাহায্যে দ্রুত একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করার প্রক্রিয়াই হলো তথ্যপ্রযুক্তি । বিংশ শতাব্দীর শেষ দিকে তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে। দিন দিন তথ্যপ্রযুক্তির যত প্রসার ঘটছে ততই বিশ্বের দেশগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ ও সম্পর্ক স্থাপন সম্ভব হচ্ছে, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রসার ঘটছে এবং বিশ্বে জ্ঞান ও প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। এসবই বিশ্বায়ন প্রক্রিয়াকে গতিশীল করে তুলছে।
সুতরাং বলা যায়, বিশ্বায়ন ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমুখী ।
অন্যান্য বিষয় সমূহ:
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোথায় সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে?
ক. আমেরিকা
খ. রাশিয়া
গ. ইংল্যান্ড
ঘ. চীন
উ: গ
২. আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সংশ্লিষ্ট দেশের মধ্যে কোন ধরনের সম্পর্ক সৃষ্টি হয়?
ক. প্রতিবেশী সম্পর্ক
খ. বৈরী সম্পর্ক
গ. কূটনৈতিক সম্পর্ক
ঘ. আন্তর্জাতিক সম্পর্ক
উ: গ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
৩. বাণিজ্য কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উ: ক
৪. কোনটি বিক্রির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত ঘটে?
ক. গম
খ. পাট
গ. চা
ঘ. দাস
উ: ঘ
কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায়-১ মাৎস্য চাষ সাজেশন
- অধ্যায়-২ পোল্ট্রি পালন সাজেশন
- অধ্যায়-৩ পশু পালন সাজেশন
- অধ্যায়-৪ বনায়ন সাজেশন
- অধ্যায়-৫কৃষি অর্থনীতি ও সমবায় সাজেশন
৫. আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. দেশীয় বাজার সম্প্রসারণ হয় না
খ. উদ্বৃত্ত পণ্য রপ্তানি
গ. অনুৎপাদিত দ্রব্য ভোগের অসুবিধা
ঘ. সম্পদের উত্তম ব্যবহার হয় না
উ: খ
৬. সৌদি আরবে পাট উৎপাদন হয় না আবার বাংলাদেশে তেলউৎপাদন হয় না । এর ফলে কোনটি সংঘটিত হতে পারে?
ক. আন্তর্জাতিক বিশেষীকরণ
খ. আন্তর্জাতিক বাণিজ্য
গ. সম্পদের সুষ্ঠু বণ্টন
ঘ. আন্তর্জাতিক সম্প্রীতি
উ: খ
৭. একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন কোনো পণ্যের ক্রয়-বিক্রয় সংঘটিত হয় তখন তাকে কী বলে?
ক. আন্তর্জাতিক বাণিজ্য
খ. অভ্যন্তরীণ বাণিজ্য
গ. দেশীয় বাণিজ্য
ঘ. পাইকারি বাণিজ্য
উ: খ
কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় ১: বাংলাদেশের কৃষি সাজেশন
- অধ্যায় ২: ভূমি সম্পদ ও কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায় ৩: বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি সাজেশন
- অধ্যায়:৪ কৃষি জলবায়ু সাজেশন
- অধ্যায়-৫ মাঠ ও উদ্যান ফসল উৎপাদন সাজেশন
- অধ্যায়-৬ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সাজেশন
৮. অভ্যন্তরীণ বাণিজ্যে কী সংঘটিত হয়?
ক. ভোগ অভ্যাস পরিবর্তিত হয়
খ. বাণিজ্যনীতি একই থাকে
গ. উপাদানসমূহ গতিশীল নয়
ঘ. লেনদেনে জটিল সমস্যা
উ: খ
৯. কোন ধরনের বাণিজ্য সরকার কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করে?
ক. অভ্যন্তরীণ বাণিজ্য
খ. দেশীয় বাণিজ্য
গ. আন্তর্জাতিক বাণিজ্য
ঘ. নিলাম বাণিজ্য
উ: গ
১০. কোনটি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য?
ক. শিল্পজাত দ্রব্য রপ্তানি
খ. জনশক্তি রপ্তানি
গ. অনুকূল বাণিজ্য শর্ত
ঘ. আমদানি ব্যয় স্বল্প
উ: খ
১১. বাংলাদেশে কত সালে 'ওয়েজ আর্নারস স্কিম'-এর প্রচলন ঘটে ?
ক. ১৯১২
খ. ১৯৪৫
গ. ১৯৭৫
ঘ. ২০১০
উ: গ
১২. কোনটির মাধ্যমে প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশে পাঠানোর সুযোগ পায়?
ক. সার্কের মাধ্যমে
খ. ওয়েজ আর্নারস স্কিমের মাধ্যমে
গ. সরকারি আয় নিয়ন্ত্রণের মাধ্যমে
ঘ. বিমা কোম্পানির মাধ্যমে
উ: খ
১৩. বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে প্রাথমিক পণ্য নয় কোনটি?
ক. অপরিশোধিত পেট্রোলিয়াম
খ. গম
গ. ভোজ্য তেল
ঘ. তৈলবীজ
উ: গ
১৪. বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি রপ্তানি হয় কোনটি?
ক. কৃষিপণ্য
খ. হস্তশিল্পজাত পণ্য
গ. নিটওয়্যার
ঘ. জনশক্তি
উ: ঘ
১৫. বাংলাদেশে রপ্তানি আয়ে কোনটির অবদান সবচেয়ে কম ?
ক. তৈরি পোশাক
খ. নিটওয়্যার
গ. হস্তশিল্পজাত দ্রব্য
ঘ. পাটজাত দ্রব্য
উ: গ
১৬. বাংলাদেশের রপ্তানি পণ্যকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
ক. ২
খ. ৩
গ. 8
ঘ. ৫
উ: ক
১৭. ট্যাক্স হলিডে সুবিধা পান কারা?
ক. ভোক্তা
খ. রপ্তানিকারক
গ. আমদানিকারক
ঘ. ব্যবসায়ী
উ: খ
১৮. Globalization অর্থ কী?
ক. বিশ্বায়ন
খ. নগরায়ণ
গ. শিল্পায়ন
ঘ. বৈশ্বিকায়ন
উ: ক
১৯. গ্লোবালাইজেশন ধারণাটির সূত্রপাত ঘটে কখন?
ক. পঞ্চাশ-এর দশকে
খ. সত্তর-এর দশকে
গ. আশির দশকে
ঘ. নব্বই-এর দশকে
উ: ক
২০. X দেশের সরকার অতীতে বৈদেশিক দান, অনুদান, ঋণ নিয়ে দেশ পরিচালনার কাজ করতো। বর্তমানে দেশে আমদানি হ্রাস ও শিল্প উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করছে। এটি অর্থনীতির কোন ধারণাকে নির্দেশ করে?
ক. আমদানি বিকল্প শিল্পায়নখ
খ. রপ্তানি বিকল্প শিল্পায়ন
গ. বৈদেশিক বাণিজ্য
ঘ. বৈদেশিক সাহায্য
উ: ক
২১. নিচের কোনটি একটি রাষ্ট্রের জন্য অধিকতর ভালো?
ক. আন্তর্জাতিক বাণিজ্যে লাভ
খ. বৈদেশিক সাহায্য
গ. বৈদেশিক ঋণ
ঘ. অনুদান
উ: গ
২২. একটি দেশ অন্য দেশকে শর্তযুক্ত বা শর্তহীন বা উভয় শর্তের প্রেক্ষিতে দ্রব্য, সেবা, আর্থিক, অ-আর্থিক সহযোগিতাকে কী বলা হয়?
ক. বিনিময় প্রথা
খ. আন্তর্জাতিক সাহায্য
গ. দেশীয় সাহায্য
ঘ. বৈদেশিক সাহায্য
উ: ঘ
২৩. কোনটি সরকারি ঋণের নিজস্ব উৎস?
ক. বিশ্ব ব্যাংক
খ. আইএমএফ
গ. এডিবি
ঘ. তফসিলি ব্যাংক
উ: ঘ
২৪. কখন বাণিজ্য ঘাটতি দেখা যায়?
ক. আমদানি > রপ্তানি
খ. রপ্তানি < আমদানি
গ. আমদানি < রপ্তানি
ঘ. আমদানি > রপ্তানি
উ: ক
২৫. বাণিজ্য বাধা দূর করতে আমাদের করণীয় কী?
ক. বাণিজ্য সীমা হ্রাস করা
খ. পণ্যের উৎপাদন বৃদ্ধি করা
গ. বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করা
ঘ. পণ্যের মূল্য কমানো
উ: গ
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর
২৬. অভ্যন্তরীণ বাণিজ্য সাধারণত হয়ে থাকে—
i. পাইকারি বাণিজ্য
ii. নিলাম বাণিজ্য
iii. খুচরা বাণিজ্য,
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
২৭. আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি হলো—
i. আঞ্চলিক শ্রমবিভাগ
ii. বিশেষীকরণ
iii. অধিক পণ্য উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
২৮. বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারা হলো—
i. অপাটজাত দ্রব্যের রপ্তানি
ii. বেসরকারি খাতে বাণিজ্য
iii. দুর্বল মুদ্রা এলাকার সাথে বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
২৯. বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূলতার কারণ—
i. রপ্তানি পণ্যের নিম্নমূল্য
ii. শর্তযুক্ত ঋণ
iii. রাজনৈতিক অস্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৩০. আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে হয়ে থাকে—
i. অর্থনৈতিক সক্ষমতা
ii. বৈদেশিক মুদ্রা অর্জন
iii. বৈদেশিক মুদ্রার সাশ্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
৩১. রপ্তানি বাণিজ্য থেকে আয় বৃদ্ধি করা যায়—
i. উৎপাদন বৃদ্ধি
ii. চোরাচালান রোধ
iii. রপ্তানি শুল্ক-হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৩২. বিশ্বায়নের প্রভাব–
i. পণ্যের দাম বৃদ্ধি
ii. জীবনের মানোন্নয়ন
iii. নতুন প্রযুক্তি উদ্ভাবন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: গ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর
উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন যে, পৃথিবী এখন একটি বৃহৎ গ্রামে পরিণত হয়েছে। ফলে আমরা সহজে আমাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাই। তবে এর কিছু অসুবিধাও রয়েছে, যা থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
৩৩. বাণিজ্যমন্ত্রীর বক্তব্যটি কোন ধারণাকে সমর্থন করে?
ক. আন্তর্জাতিক বাণিজ্য
খ. বাজার উন্মুক্তকরণ
গ. পণ্যের গতিশীলতা
ঘ. বিশ্বায়ন
উ: ঘ
৩৪. উক্ত বিষয়ে মন্ত্রী সতর্ক করেছেন—
i. সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে
ii. পণ্যের মূল্য হ্রাসকরণ
iii. বহুজাতিক কোম্পানির প্রাধান্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
আফ্রিকার অনেক দেশের কাছে ভিয়েতনাম ও থাইল্যান্ড খাদ্যদ্রব্য বিক্রি করে থাকে। আবার এই সব দেশ আফ্রিকার দেশগুলো থেকে বিভিন্ন খনিজদ্রব্য ক্রয় করে নিজেদের প্রয়োজন মেটায়।
৩৫. আফ্রিকার দেশগুলোর সাথে ভিয়েতনাম ও থাইল্যান্ডের এই রকম বাণিজ্যকে কী বলা যায় ?
ক. অভ্যন্তরীণ
খ. আন্তর্জাতিক
গ. কৌশলগত
ঘ. স্থানীয়
উ: খ
৩৬. এই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় একটি দেশের সাথে অন্য দেশের—
i. সম্পর্কের উন্নয়ন ঘটায়
ii. বাণিজ্য ঘাটতি দূর করে
iii. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
৩৭. দুইয়ের অধিক দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে বলে—
[ঢা বো. ১৯. সি. বো. ২১, ১৯]
ক. অভ্যন্তরীণ বাণিজ্য
খ. আঞ্চলিক বাণিজ্য
গ. আন্তর্জাতিক বাণিজ্য
ঘ. স্থানীয় বাণিজ্য
উ: গ
৩৮. দেশের অভ্যন্তরে যে বাণিজ্য সংঘটিত হয় তাকে কী বলে?
[য.বো.২১]
ক. অভ্যন্তরীণ
খ. আন্তর্জাতিক
গ. আঞ্চলিক
ঘ. অবাধ
উ: ক
৩৯. বাংলাদেশের পণ্য সেবা রপ্তানি ও আমদানির শীর্ষে রয়েছে—
[ঢা. বো., ২১]
ক. যুক্তরাষ্ট্র-ভারত
খ. চীন-যুক্তরাজ্য
গ. চীন-ভারত
ঘ. যুক্তরাষ্ট্র-চীন
উ: ঘ
৪০. কোনটি রপ্তানির মাধ্যমে সরকার রেমিট্যান্স পেয়ে থাকে?
ক. জনশক্তি
খ. তৈরি পোশাক
গ. চিংড়ি
ঘ. চামড়া
উ: ক
৪১. Tax holiday সুবিধা পায় কারা?
[দি. বো. ২১]
ক. ভোক্তা
খ. উৎপাদনকারী
গ. রপ্তানিকারক
ঘ. আমদানিকারক
উ: গ
৪২. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য কী?
[দি. বো. ১৭]
ক. অনুকূল বাণিজ্য শর্ত
খ. শিল্পজাত দ্রব্য রপ্তানি
গ. আমদানি ব্যয় কম
ঘ. জনশক্তি রপ্তানি
উ: ঘ
৪৩. BT= (X–M ) < 0 বা X <M কী নির্দেশ করে?
[চ. বো. ১৭]
ক. লেনদেন ভারসাম্য
খ. অনুকূল বাণিজ্যের ভারসাম্য
গ. বাণিজ্যের ভারসাম্য
ঘ. প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য
উ: ঘ
৪৪. বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বৃহৎ বাজার কোনটি?
[য. বো. ১৭]
অথবা,
বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা কোন দেশ?
[ব. বো. ১৬]
ক. মধ্যপ্রাচ্য
খ. যুক্তরাজ্য
গ. ইইউ
ঘ. যুক্তরাষ্ট্র
উ: ঘ
৪৫. নিচে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে?
[ব. বো, ২১]
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ভারত
ঘ. চীন
উ: ঘ
৪৬. দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ায় দ্রব্য ও সেবার ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পাদিত হলে তাকে কী বলে?
[ঢা. বো. ২২]
ক. বৈদেশিক বিনিয়োগ
খ. বৈদেশিক সাহায্য
গ. আন্তর্জাতিক বাণিজ্য
ঘ. বিশ্বায়ন
উ: গ
৪৭. বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশের?
[চ. বো. ২১]
ক. ভারত
খ. পাকিস্তান
গ. ইসরাইল
ঘ. ইংল্যান্ড
উ: গ
৪৮. বাংলাদেশের রপ্তানিকৃত প্রধান প্রাথমিক দ্রব্য কোনটি?
[কু. বো. ১৯]
ক. বিটুমিন
খ. চা
গ. চামড়া
ঘ. নিটওয়্যার
উ: খ
৪৯. নিচের কোনগুলো বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য?
[রা. বো. ১৯]
ক. পাট, পাটজাত দ্রব্য, চা
খ. তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প
গ. পাটজাত দ্রব্য, চা, চামড়া
ঘ. চা, চামড়া, চামড়াজাত দ্রব্য
উ: খ
৫০. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
[দি. বো. ১৯]
ক. পাট
খ. চা
গ. চামড়া ও চামড়াজাত দ্রব্য
ঘ. তৈরি ও হোসিয়ারি পোশাক
উ: ঘ
৫১. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
[ঢা বো. ২১ য. বো. ১৯]
ক. চামড়া
খ. কাঁচাপাট
গ. চা
ঘ. সিরামিক সামগ্রী
উ: ঘ
৫২. কোনটি বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্য?
[ব. বো. ২১, ১৯]
ক. তৈরি পোশাক
খ. হিমায়িত খাদ্য
গ. শাকসবজি
ঘ. চা
উ: ঘ
৫৩. কোনটি অপ্রচলিত রপ্তানি পণ্য?
[দি বো, ২১.চ. বো. ১৯]
ক. কাঁচাপাট
খ. চা
গ. নিউজপ্রিন্ট
ঘ. হিমায়িত খাদ্য
উ: ঘ
৫৪. বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্য কোনটি?
[ব. বো. ১৭]
ক. পাট
খ. তৈরি পোশাক
গ. হিমায়িত খাদ্য
ঘ. সিরামিক দ্রব্য
উ: ক
৫৫. কোনটি অপ্রচলিত রপ্তানি পণ্য?
[ঢা. বো. ১৭]
ক. তৈরি পোশাক
খ. কাঁচাপাট
গ. চা
ঘ. চামড়া
উ: ক
৫৬. কোনটি অপ্রচলিত রপ্তানি পণ্য?
[য.বো.২২]
ক. পাট
খ. চা
গ. তৈরি পোশাক
ঘ. চামড়া
উ: গ
৫৭. বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
[ঢা.বো.১৬]
ক. তৈরি পোশাক
খ. হিমায়িত খাদ্য
গ. পাটজাত দ্রব্য
ঘ. হস্তশিল্পজাত দ্রব্য
উ: গ
৫৮. বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন কোনটি?
[ব.বো.২১]
ক. পাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি
খ. শিল্পজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি
গ. অপ্রচলিত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি
ঘ. সার্কভুক্ত দেশ থেকে আমদানি বৃদ্ধি
উ: গ
৫৯. দৃশ্যমান ও অদৃশ্যমান আমদানি-রপ্তানির হিসাবের বিবরণকে বলা হয়-
[কু. বো. ২২]
ক. বাণিজ্যের ভারসাম্য
খ. লেনদেনের ভারসাম্য
গ. বাজার ভারসাম্য
ঘ. উৎপাদকের ভারসাম্য
উ: খ
৬০. কোন রপ্তানি পণ্যটিকে 'হোয়াইট গোল্ড' বলা হয়?
[ঢা.বো. ১৬]
ক. তৈরি পোশাক
খ. পাটজাত দ্রব্য
গ. হিমায়িত চিংড়ি
ঘ. চামড়াজাত পণ্য
উ: গ
৬১. বাংলাদেশের রপ্তানি আয়ের কোনটির অবদান সবচেয়ে কম?
[ম. বো, ২১]
ক. নিটওয়্যার
খ. তৈরি পোশাক
গ. পাট ও পাটজাত দ্রব্য
ঘ. চা
উ: ঘ
৬২. রপ্তানি বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ কী হতে পারে?
[ব. বো. ১৭]
ক. শুল্ক বৃদ্ধি
খ. ভর্তুকি হ্রাস
গ. ভর্তুকি বৃদ্ধি
ঘ. জ্বালানির দাম বৃদ্ধি
উ: গ
৬৩. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কী?
[ব. বো. ১৯]
ক. EZP
খ. EPZ
গ. EPS
ঘ. EPJ
উ: খ
৬৪. EPZ-এর পূর্ণরূপ কী?
[ম. বো, ২১ ঢা. বো. ১৯]
ক. Export Promotion Zone
খ. Export Procuring Zone
গ. Export Production Zone
ঘ. Export Processing Zone
উ: ঘ
৬৫. বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় কোনটি?
ক. বৈদেশিক মুদ্রার মূল্য বৃদ্ধি
খ. শুল্ক বৃদ্ধি
গ. আয়কর বৃদ্ধি
ঘ. বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি
উ: ক
৬৬. A দেশ ও B দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্যে গত অর্থবছরে A দেশের ১৪৩৯৩ মিলিয়ন ডলার এবং B দেশের ১৩৭৫৭ মিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জিত হলে, কোনটি সঠিক?
[দি. বো, ২২]
ক. B দেশের উদ্বৃত্ত বাণিজ্য ৬৩৬ মিলিয়ন ডলার
খ. A দেশের উদ্বৃত্ত বাণিজ্য ৬৩৬ মিলিয়ন ডলার
গ. A দেশের ঘাটতি বাণিজ্য ৬৩৬ মিলিয়ন ডলার
ঘ. A ও B দেশের ভারসাম্য বাণিজ্য চলছে
উ: খ
৬৭. বিশ্বায়ন বলতে কী বোঝায়?
[কু. বো. ১৯]
ক. অর্থনৈতিক বিশ্বায়ন
খ. রাজনৈতিক বিশ্বায়ন
গ. ভৌগোলিক বিশ্বায়ন
ঘ. তথ্যগত বিশ্বায়ন
উ: ক
৬৮. বিশ্বায়ন হলো-
[চ. বো. ১৭]
ক. অবাধ তথ্য ও যোগাযোগ প্রবাহ, বাণিজ্য প্রবাহ
খ. অবাধ বাণিজ্যের অর্থনীতি
গ. অবাধ তথ্য প্রবাহ
ঘ. শুধু শ্রমের অবাধ স্থানান্তর
উ: ক
৬৯. কোনটি বিশ্বায়নের সাথে সম্পর্কিত?
[কু বো, ২১: ঢা. বো. ১৭]
ক. অধিক কর্মসংস্থান ও নিম্ন মাথাপিছু আয়
খ. অধিক কর্মসংস্থান ও উচ্চ মাথাপিছু আয়
গ. কম কর্মসংস্থান ও নিম্ন মাথাপিছু আয়
ঘ. কম কর্মসংস্থান ও উচ্চ মাথাপিছু আয়
উ: খ
৭০. বিশ্বায়নের অসুবিধা কোনটি?
[ঢা. বো. ২২]
ক. টেকসই উন্নয়ন
খ. ধনী-দরিদ্রের বৈষম্যের ব্যাপকতা
গ. নতুন প্রযুক্তির উদ্ভব
ঘ. প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা
উ: খ
৭১. বিশ্বায়নের যুগে নতুন অর্থনীতি বিকাশে কার ভূমিকা মুখ্য?
[রা. বো. ২১, ১৬]
ক. সরকার
খ. জনগণ
গ. শিক্ষা
ঘ. তথ্য প্রযুক্তি
উ: ঘ
৭২. বৈদেশিক সাহায্য অর্থবহ হয়, যখন তা―
[ঢা. বো. ২২]
ক. কঠিন শর্তযুক্ত হয়
খ. রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়
গ. দেশীয় উৎপাদন কাঠামো ভেঙে দেয়
ঘ. প্রয়োজনীয় ক্ষেত্রে সর্বাধিক সচ্ছলতার সঙ্গে ব্যবহৃত হয়
উ: ঘ
৭৩. আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তা-
[কু. বো. ২২]
ক. অ্যাডাম স্মিথ
খ. ডেভিড রিকার্ডো
গ. আলফ্রেড মার্শাল
ঘ. এল. রবিন্স
উ: ক
৭৪. কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পায়?
[ব. বো. ১৬]
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. চীন
ঘ. জাপান
উ: ঘ
৭৫. বিশ্বায়নের ইতিবাচক প্রভাব হলো—
[কু.বো. ২২]
i. পণ্য ও শ্রমের অবাধ প্রবাহ
ii. পুঁজির অবাধ প্রবাহ
iii. তথ্যের অবাধ প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৭৬. আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হওয়ার জন্য আবশ্যক হলো—
i. দুটি দেশ ও একটি পণ্য
ii. দুটি দেশ ও দুটি পণ্য
iii. দুটি দেশ ও একই মুদ্রাব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
৭৭. বাংলাদেশের আমদানি ব্যয় রপ্তানি আয় অপেক্ষা বেশি হওয়ার কারণ—
[ব. বো. ১৯]
i. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ
ii. শ্রমনির্ভর শিল্পোৎপাদন জড়িত
iii. রপ্তানি পণ্য কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
৭৮. অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহ বৈদেশিক সাহায্য গ্রহণ করে-
[চ. বো. ১৯]
i. পর্যাপ্ত মূলধনের স্বল্পতার কারণে
ii. বৃহৎ অবকাঠামো নির্মাণের কারণে
iii. স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
উদ্দীপকটি পড়ো এবং ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও:
অঞ্জু ও রঞ্জু দুই ভাই। দুজনই ব্যবসায়ী। অঞ্জুর কারখানায় উৎপাদিত দ্রব্য ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়। রঞ্জুর কারখানায় উৎপাদিত দ্রব্য যুক্তরাজ্য ও কানাডায় বিক্রি হয় ।
[ব. বো. ২১: রা, বো, কু. বো. ১৬]
৭৯. অঞ্জুর ব্যবসায়কে কী বলা হয়?
ক. আন্তর্জাতিক বাণিজ্য
খ. অভ্যন্তরীণ বাণিজ্য
গ. খুচরা ব্যবসা
ঘ. পাইকারি ব্যবসা
উ: খ
৮০. রঞ্জুর ব্যবসায়ের কারণে—
i. বৈদেশিক মুদ্রা অর্জিত হয়
ii. কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়
iii. বিশ্ববাজারে দেশের সম্মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ সার্কভুক্ত দেশসমূহ চীন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা থেকে পণ্য আমদানি করে। ২০১৫-১৬ অর্থবছরে পণ্য আমদানি ব্যয় ও পণ্য রপ্তানি আয়ের ব্যবধান ছিল ৮৬৬৪ মিলিয়ন মার্কিন ডলার যা পূর্ববর্তী বছরের তুলনায় ৮৩১ মিলিয়ন মার্কিন ডলার কম।
[কু. বো. ১৯]
৮১. উদ্দীপকে উল্লিখিত বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি কেমন?
ক. ভারসাম্য
খ. অনুকূল
গ. উদ্বৃত্ত
ঘ. ঘাটতি
উ: ঘ
৮২. বাণিজ্যের উল্লিখিত পরিস্থিতি উন্নয়নের জন্য যে ব্যবস্থানেয়া প্রয়োজন-
i. আমদানি বিকল্পন শিল্প প্রতিষ্ঠা
ii. রপ্তানি শুল্ক বৃদ্ধি
iii. মুদ্রার অবমূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ক
উদ্দীপকটি পড়ো এবং ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ বর্তমানে হস্তশিল্পজাত দ্রব্য, সিরামিক সামগ্ৰী, জুতা রপ্তানি করছে। এতে বেশ কিছু বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।
[সকল বোর্ড ১৮]
৮৩. উদ্দীপকে উল্লিখিত রপ্তানি দ্রব্যগুলো কী ধরনের দ্রব্য?
ক. প্রচলিত
খ. অপ্রচলিত
গ. কৃষিজাত দ্রব্য
ঘ. সেবা
উ: খ
৮৪. উক্ত দ্রব্যগুলো রপ্তানি করে বাংলাদেশের—
i. জাতীয় আয় বৃদ্ধি পায়
ii. উৎপাদন হ্রাস পায়
iii. কর্মসংস্থান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: খ
উদ্দীপকটি পড়ো এবং ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
‘A’ ও ‘B’ দুই বন্ধুই দেশের স্বনামধন্য ব্যবসায়ী। ‘A’ এর কারখানায় উৎপাদিত দ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় বিক্রয় হয়। অন্যদিকে ‘B’ এর কারখানার উৎপাদিত দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে বিক্রয় হয়।
[রা. বো. ২২]
৮৫. 'A' এর ব্যবসাকে বলা হয়—
ক. আন্তর্জাতিক বাণিজ্য
খ. অভ্যন্তরীণ বাণিজ্য
গ. খুচরা ব্যবসা
ঘ. পাইকারি ব্যবসা
উ: খ
৮৬. ‘B’ এর ব্যবসার কারণে—
i. বিদেশের বাজারে দেশের সম্মান বৃদ্ধি পায়
ii. কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়
iii. বৈদেশিক মুদ্রা অর্জিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, অনেক বৈচিত্র্যতায় ভরপুর। কেন না পাট, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্যের পাশাপাশি হিমায়িত খাদ্য, তাজা ফুল, শাকসবজিও রপ্তানি হচ্চে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন ভারসাম্যে প্রতিকূলতা হ্রাস পাচ্ছে।
[চ. বো. ২১]
৮৭. নিচের কোন পণ্যটি বাংলাদেশের বাণিজ্যে বৈচিত্র্যতা আনয়নের বড় ভূমিকা রাখে ?
ক. পাট
খ. চামড়া
গ. চা
ঘ. শাকসবজি
উ: ক
৮৮. আন্তর্জাতিক বাণিজ্যে বৈচিত্র্যতার ফলে বাংলাদেশে—
i. কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে
ii. উৎপাদন বৃদ্ধি পেয়েছে
iii. দেশিয় বাজার সম্প্রসারিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উ: ঘ
আরো পড়ুন: মাসি-পিসি
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি মাসি-পিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:মাসি-পিসি সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়(মূল কথা)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url