অর্থনীতি দ্বিতীয় পত্র অধ্যায়-২বাংলাদেশের কৃষি সাজেশন

 

Agriculture of Bangladesh

অর্থনীতি দ্বিতীয় পত্র

দ্বিতীয় অধ্যায়:বাংলাদেশের কৃষি

এইচএসসি অর্থনীতি ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪

HSC Economics 2nd Paper 100% Common Suggestion-2024

পেজ সূচিপত্র :অধ্যায়-২বাংলাদেশের কৃষি

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কৃষিকাজ কী? 

[দি, বো, ২২]

উত্তর:মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য উদ্ভিদ ও প্রাণিজ সম্পদ উৎপাদন করাকে কৃষিকাজ বলে ৷ উৎপাদন, পশুপাখি পালন, মাছ চাষ, বনায়ন প্রভৃতির সাথে সম্পৃক্ত ।

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

প্রশ্ন-২. কৃষি কী? 

[ঢা. বো. ২২, রা, বো, কু, বো. ২১; সি. বো. ১৭]

উত্তর: ফসল, বনায়ন, পশুপাখি, মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলা হয় ।

প্রশ্ন-৩. কৃষি কাঠামো কী? 

[রা. বো. ২১; চ. বো; য. বো. ১৯]

উত্তর: কৃষিপণ্য উৎপাদনের পদ্ধতি ও উদ্দেশ্য, কৃষি কাজের সাথে জড়িত মানুষের আর্থ-সামাজিক অবস্থা ইত্যাদির সমন্বিত রূপকে কৃষি কাঠামো বলে ।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

প্রশ্ন-৪. কৃষির উপখাত কয়টি? 

[দি. বো. ২২]

উত্তর: কৃষির উপখাত ৪টি ।

প্রশ্ন-৫. কৃষি খামার কাকে বলে? 

[ম. বো. ২২, চ. বো, সি. বো., ব. বো. ২১ দি. বো. ২১, ১৬: কু. বো., য. বো. ১৯, ১৭]

উত্তর: একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তাকে কৃষি খামার বলে ।

প্রশ্ন-৬. কৃষিজোত কী? 

[ঢা. বো., ব. বো. ২২; কু. বো, চ. বো. ২১; ঢা বো., য. বো. ২১, ১৮; দি, বো, সি. বো. ১৮; সি. বো. ১৬]

উত্তর: কোনো একজন কৃষকের অধীনে নির্দিষ্ট স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনে আবাদযোগ্য তাই কৃষিজোত ৷ 

প্রশ্ন-৭. জীবননির্বাহী খামার কী? 

[ঢা বো., ম. বো. ২১;; রা. বো. ২১, ১৮;: কু. বো., চ. বো, ব.. বো. ১৮: য. বো. ১৭]

উত্তর: জীবননির্বাহের জন্য স্বল্পপুঁজি, নিজস্ব শ্রম ও নিজস্ব ব্যবস্থাপনায় কৃষক যে কৃষিকাজ পরিচালনা করে তাকে জীবননির্বাহী কৃষি খামার বলে ।

প্রশ্ন-৮. যৌথ খামার কী? 

[কু. বো. ২১]

উত্তর: যে খামারের কৃষক নিজেদের জমি ও মূলধন একত্রিত করে এবং প্রত্যেক কৃষক তার নিজস্ব শ্রমের পরিমাণ ও মান অনুসারে ফসলের ভাগ গ্রহণ করে তাকে যৌথ খামার বলে ।

প্রশ্ন-৯. মিশ্র খামার কী? 

[য. বো. ২১]

উত্তর: যে খামারের একাংশে ফসল উৎপন্ন করে অন্য অংশে পশুপালন করা হয়, তাকে মিশ্র খামার বলে ।

প্রশ্ন-১০. বাণিজ্যিক খামার কাকে বলে? 

[রা. বো. ১৯]

উত্তর: যে উৎপাদন ব্যবস্থায় খামারের আয়তন বড় হয় এবং অসংখ্য শ্রমিক নিয়োগ করা হয় এবং উৎপাদন ব্যবস্থায় উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় সেই খামারকে বাণিজ্যিক খামার বলে ।

প্রশ্ন-১১. বহুমুখী খামার কী?

উত্তর: যদি কোনো কৃষি খামার একাধিক ফসল উৎপাদনে নিয়োজিত থাকে, তাকে বহুমুখী খামার বলা হয় ।

প্রশ্ন-১২. কৃষিপণ্য কাকে বলে? 

[ঢা. বো. ২১]

উত্তর: যেসব পণ্যসামগ্রী ভূমি, নদ-নদী, খামার ইত্যাদি থেকে উৎপন্ন হয় তাকে কৃষিপণ্য বলে ।

প্রশ্ন-১৩. কৃষিপণ্যে রাষ্ট্রীয় বিপণন কী?

উত্তর: সরকার কর্তৃক দেশের অভ্যন্তরে কিংবা বিদেশের বাজারে কৃষিপণ্যের সরাসরি ক্রয়-বিক্রয়কে কৃষিপণ্যের রাষ্ট্রীয় বিপণন বলে ।

প্রশ্ন-১৪. কৃষিপণ্যের বিপণন কী? 

[চ. কো., য. বো. ২২; ঢা বো., রা. বো, ব. বো. ১৯. দি. বো. ১৯, ১৭; সি. বো. ১৯, ১৭]

উত্তর: কৃষিপণ্যের বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো হয়।

প্রশ্ন-১৫. মাশরুম কী? 

[ম. বো. ২১]

উত্তর: মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক (Fungi)। খাওয়ার উপযোগী এ ছত্রাকের সাদা, ডিম্বাকার, শরীরের অংশকে মাশরুম বলে ।

প্রশ্ন-১৬. পলিব্যাগ নার্সারি কী?

উত্তর: যে নার্সারিতে পলিব্যাগ দ্বারা চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে।

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-১৭. নার্সারি কাকে বলে?

উত্তর: যে জায়গায় চারাগাছ উৎপন্ন করে অন্য কোথাও রোপণের পূর্ব পর্যন্ত তা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে নার্সারি বলে ।

প্রশ্ন-১৮. মাশরুম কী ধরনের ফসল?

উত্তর: মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ঔষধি গুণসম্পন্ন সবজি।

প্রশ্ন-১৯. কৃষিঋণ কাকে বলে?

[ম. বো., কু, বো. ২২: ম. বো., দি, বো, সি. বো., ব. বো. ২১ কু, বো. ১৯; ঢা, বো, ১৭]

উত্তর: কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয় ।

প্রশ্ন-২০. আনুষ্ঠানিক কৃষি ঋণের উৎস কাকে বলে?

উত্তর: যে সকল আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত আইন-কানুন ও শর্তাবলির অধীনে ঋণ দান কার্যক্রম পরিচালনা করে তাদেরকে কৃষি ঋণের আনুষ্ঠানিক উৎস বলে ।

প্রশ্ন-২১. অ-প্রাতিষ্ঠানিক উৎস কাকে বলে?

উত্তর: বাংলাদেশ ব্যাংকের ঋণ দান এর নিয়ম-নীতির বাইরে থেকে ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব নিয়মানুসারে যে ঋণ দান কার্যক্রম পরিচালিত হয় তাকে কৃষি ঋণের অ-প্রাতিষ্ঠানিক উৎস বলে ।

প্রশ্ন-২২. কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কী কী? 

[সি. বো. ১৯]

উত্তর: কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ: ১. আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব ২. গ্রাম্য মহাজন ৩. গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার ৪. ফড়িয়া ও বেপারি ৫. গ্রাম্য বিত্তশালী ব্যক্তি প্রভৃতি ।

প্রশ্ন-২৩. উপকরণ সহায়তা কার্ড কী?

উত্তর: ফসল উৎপাদনে ঋণ, উপকরণ সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার কৃষকদের পরিচিতি স্বরূপ যে কার্ড বিতরণ করে তাকে উপকরণ সহায়তা কার্ড বলে ।

প্রশ্ন-২৪. কৃষিনীতি কী?

উত্তর: কৃষির বহুমুখী সমস্যার সমাধান তথা কৃষি উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই প্রণীত নীতিমালা হলো কৃষিনীতি ।

প্রশ্ন-২৫. BRDB-এর পূর্ণরূপ কী?

উত্তর; BRDB-এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Development Board (বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড)।

প্রশ্ন-২৬. শস্য বহুমুখীকরণ কী? 

[ক. বো, ব. বো. ২২: চ. বো. ২১; ঢা. বো, ব. বো. ১৭: যা, বো. ১৬]

উত্তর: একই জমিতে বিভিন্ন মৌসুমে কেবল একটি শস্যের পরিবর্তে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করার প্রক্রিয়াকে শসা বহুমুখীকরণ বলে ।

প্রশ্ন-২৭. বীজ কী?

উত্তর: সাধারণ অর্থে উদ্ভিদ জন্মানোর জন্য উদ্ভিদের যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে ।

প্রশ্ন-২৮. অভিযোজন কী?

উত্তর: জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাকে অভিযোজন বলে ।

প্রশ্ন-২৯. মাটি দূষণ কী?

উত্তর: মাটিতে উদ্ভিদ জন্মায় আর উদ্ভিদের ওপর অন্যান্য জীব নির্ভরশীল। কোনো কারণে যদি মাটির সেই কার্যকারিতা বা উপযোগিতা হ্রাস পায় বা বিনাশ ঘটে তখন তাকে মাটি দূষণ বলে ।

প্রশ্ন-৩০. পরিবেশ দূষণ কী? 

[য. বো. ২১]

উত্তর: পরিবেশ যে সব উপাদান দ্বারা গঠিত তাদের যেকোনো একটি উপাদানের ঘাটতির কারণে এবং মানুষের সৃষ্ট কারণে যদি আমাদের আর্থ-সামাজিক জীবন বাধাগ্রস্ত হয় বা প্রভাবিত হয় তবে তাকে পরিবেশ দূষণ বলা হয় । 

প্রশ্ন-৩১. বৈশ্বিক উষ্ণতা কাকে বলে?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি গ্যাসসমূহের নির্গমন ও সঞ্চয়ন এবং ঘনমাত্রা বৃদ্ধির মাধ্যমে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে ।

প্রশ্ন-৩২. জলবায়ুর পরিবর্তন কাকে বলে?

উত্তর: যে নিয়ামকের দ্বারা জলবায়ুর উপাদান অর্থাৎ তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বারিপাত ইত্যাদি পরিবর্তিত হয় তাকে জলবায়ুর পরিবর্তন বলে ।

প্রশ্ন-৩৩. পরমাণু শক্তি কী?

উত্তর: পারমাণবিক পর্যায়ে বিভিন্ন বিক্রিয়ার কারণে যে শক্তি উৎপাদিত হয়, তাকেই পরমাণু শক্তি বলা হয় ।

প্রশ্ন-৩৪. বায়োটেকনোলজি কী?

উত্তর: কোনো উদ্ভিদ বা প্রাণী বা তা থেকে প্রাপ্ত কোনো বস্তুকে প্রযুক্তির সাহায্যে মানুষের কল্যাণে ব্যবহার করার পদ্ধতিকে জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলে ।

প্রশ্ন-৩৫. আইসিটি কী?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইংরেজি প্রতিশব্দ হলো Information and Communication Technology, সংক্ষেপে আইসিটি (ICT)।

প্রশ্ন-৩৬. কৃষি প্রযুক্তি কী? 

[চ. বো. ২২; ব. বো. ২১; ঢা. বো. ১৬]

উত্তর: যে বিজ্ঞানসম্মত জ্ঞান, কৌশল এবং যন্ত্রপাতি প্রয়োগ করে তুলনামূলকভাবে স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে, প্রতিকূল পরিবেশে কৃষি ফসল বা উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, তাকে কৃষি প্রযুক্তি বলে ।

প্রশ্ন-৩৭. উফশী প্রযুক্তি কী? 

[রা. বো. ১৯]

উত্তর: গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের বীজ ও অন্যান্য আধুনিক কৃষি উপকরণের সাহায্যে কৃষিকার্য পরিচালনা করাকে উচ্চ ফলনশীল প্রযুক্তি বা সংক্ষেপে উফশী প্রযুক্তি বলে ।

প্রশ্ন-৩৮. জৈব প্রযুক্তি কী? 

[দি. বো. ২১]

উত্তর: মানুষের কল্যাণে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষের জিনে বিভিন্ন উপাদানকে তথা DNA এবং RNA আন্তঃপরিবর্তনের মাধ্যমে মৌলিক উদ্ভিদ বা প্রাণীর আকার, আকৃতি বা বৈশিষ্ট্য পরিবর্তন সাধন করাকে জৈব প্রযুক্তি বলে ।

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

অনুধাবনমূলকপ্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. কৃষক কেন ঋণ গ্রহণ করে? 

[ব. বো. ২২, য, বো, ২১; রা. বো. ১৯]

উত্তর: কৃষক কৃষিকাজে বিভিন্ন প্রয়োজনে ঋণ গ্রহণ করে থাকে।

উদাহরণস্বরূপ বলা যায়, কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের উপকরণ ক্রয়; কৃষিকাজ পরিচালনা; প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা; গবাদিপশুর মড়কে মৃত পশুর জায়গায় অন্য পশু ক্রয়; পৈতৃক ঋণ পরিশোধ; উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ; গুদামঘর নির্মাণ ইত্যাদি কারণে কৃষক বিভিন্ন উৎস হতে ঋণ গ্রহণ করতে পারে।

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-২. কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে— ব্যাখ্যা করো।

[দি বো, চ. বো. ২১ ঢা. বো. ১৭]

উত্তর: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির ভিত্তি হলো কৃষি, যা জাতীয় উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে । বাংলাদেশের মোট শ্রমশক্তির ৪০.৬% লোক কৃষিকাজে নিয়োজিত। ২০২০-২১ অর্থবছরে GDP-তে সমন্বিত কৃষি খাতের অবদান ছিল ১৩.৪৭ ভাগ। তাছাড়া, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কৃষি থেকে আসে । আবার, বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে বিভিন্ন কৃষিসামগ্রী (মাছ, মাংস, পশুর চামড়া ইত্যাদি) রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। যা একটি দেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে । 

প্রশ্ন-৩. পরিবেশ দূষণ কীভাবে কৃষি উৎপাদনে প্রভাব ফেলে? 

[ম. বো. ২১]

উত্তর: পরিবেশের স্বাভাবিক প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে ।পরিবেশ দূষণের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে কৃষিক্ষেত্রের ওপর। পরিবেশ দূষণের ফল হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন । যা কৃষির ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে । মাটি দূষণের ফলে মাটির উর্বরতাশক্তি কমে গিয়ে ফসল উৎপাদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গাছপালা মরে যাচ্ছে। আবার পানি দূষণের ফলে মৎস্য উৎপাদন কমে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন তথা খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ায় বাংলাদেশের মতো দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে তৈরি হচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা ।

IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

প্রশ্ন-৪. ‘কৃষক দরিদ্র তাই ফসল বিপণনের সমস্যাও বেশি'— ব্যাখ্যা করো। 

[রা. বো. ২১, ১৯]

উত্তর: বাংলদেশে কৃষিপণ্য বিপণন ব্যবস্থা নানা ধরনের সমস্যায় আক্রান্ত এবং এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কৃষকের এ দরিদ্রতা। বাংলাদেশের অধিকাংশ কৃষক খুবই দরিদ্র। তারা অর্থের অভাবে ফসল কাটার সাথে সাথে কম মূল্যেই তা বিক্রয় করে থাকে। এমনকি তারা ফসল গুদামজাতও করতে পারে না। ফলে তারা ফসলের দাম বৃদ্ধি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না। অন্যদিকে, ক্রেতা হিসেবে আছে অল্পসংখ্যক ফড়িয়া, দালাল, আড়তদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী । নগদ অর্থের প্রয়োজনে কৃষক স্বল্পমূল্যে তাদের কাছে কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হয় । সুতরাং, কৃষকের দরিদ্রতাকে কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা বলা যায়।

প্রশ্ন-৫. “বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে’– ব্যাখ্যা করো ।

উত্তর: পরিবেশ দূষণের ফল হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন, যা কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে । বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দরুন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রের ওপর। জলবায়ুর পরিবর্তন মানবজীবন এবং সমগ্র প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কৃষি উৎপাদনের ওপর তার প্রভাব সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে ফসল উৎপাদন হ্রাস, বন্যার ঝুঁকি বৃদ্ধি, বৃক্ষরাজি, মৎস্য উৎপাদন ও প্রজননক্ষমতা ধ্বংস হচ্ছে। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন তথা খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। খাদ্য উৎপাদন হ্ৰাস পাওয়ায় বাংলাদেশের মতো দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে তৈরি হচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা । 

প্রশ্ন-৬. জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে দুটি পার্থক্য লেখ। 

[ঢা বো., ব. বো. ২১]

অথবা,

 'জীবন নির্বাহী খামার' ও বাণিজ্যিক খামার ধারণা দুটি ভিন্ন— ব্যাখ্যা করো।

[কু. বো. ২২] 

উত্তর: জীবননির্বাহী খামার হলো ক্ষুদ্র আয়তনের ভূমি, যেখানে উত্তম চাষাবাদের মাধ্যমে যে ফসল উৎপাদন হয় তা দ্বারা উৎপাদনকারী কৃষক কোনো রকমভাবে জীবিকানির্বাহে সক্ষম। পক্ষান্তরে, বাণিজ্যিক খামার হলো বৃহৎ আয়তনের ভূমি, যেখানে অধিক শ্রম, পুঁজি ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত সৃষ্টি হয়। জীবননির্বাহী খামারের পরিবারের ভরণপোষণের জন্য সনাতন পদ্ধতিতে উৎপাদন করা হয়। কিন্তু বাণিজ্যিক খামারে মুনাফার উদ্দেশ্যে আধুনিক ও লাভজনক পদ্ধতিতে উৎপাদন করা হয় । আবার, কৃষিপণ্য পচনশীল হওয়ায় বাণিজ্যিক খামারে ঝুঁকি বেশি, জীবননির্বাহী খামারে ঝুঁকি কম।

প্রশ্ন-৭. কৃষিপণ্যের বিপণন বলতে কী বোঝ? 

[চ.বো.১৬]

উত্তর: কৃষিপণ্যের বিপণন বলাতে কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াকে বোঝায়।কৃষকের কাছ থেকে কৃষিপণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার হাতে পৌঁছায় সে প্রক্রিয়াকে কৃষিপণ্যের বাজারজাতকর বলে । উৎপাদিত দ্রব্য চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে সকল প্রক্রিয়া অতিক্রম করতে হয় তা হলো -- ফসল উৎপাদন, উৎপাদিত ফসল সংগ্রহ, শ্রেণিবিভাগ ও নমুনাকরণ, প্যাকেটকরণ, গুদামজাতকরণ, পরিবহন, বিজ্ঞাপন, ঝুঁকি রহন, তথ্য সংগ্রহকরণ, কটন, বিক্রয় ইত্যাদি। আর এ সকল কাজকে সম্মিলিতভাবে কৃষিপণ্যের বিপণন বলে। 

প্রশ্ন-৮. চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন?

[রা.বো.২২;চ.বো.,সি.বো.২১;কু.বো.১৯;য.বো.১৭;দি.বো.১৬]

উত্তর: বর্তমান সময়ে চিংড়ি বাংলাদেশের রপ্তানি তালিকায় উচ্চ স্থান দখল করে নিয়ে বিপুল অর্থসংস্থানের ব্যবস্থা করেছে বিধায় একে সানা সোনা" বলা হয়।সমুদ্রোপকূলবর্তী জেলাগুলোর নিম্নভূমিতে বর্তমানে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ হচ্ছে। পূর্বে চিংড়ি চাষ কেবল জেলেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তা অনেকের কাছেই আত্মকর্মসংস্থান, অর্থোপার্জন ও বৈদেশিক মুদ্রা আয়ের একটি উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণত অভ্যন্তরীণ বাজারে চিংড়ি খাদ্যপণ্য হিসেবে কেনা-বেচা এবং আন্তর্জাতিক বাজারে হিমায়িত খাদ্যসামগ্রী হিসেবে রপ্তানি করা হয়। বর্তমানে চিংড়ি বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানিপণ্য হিসেবে তালিকায় স্থান করে নিয়েছে। তাই চিংড়িকে সাদা সোনা' বলা হয়।

প্রশ্ন-৯. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পায় না- ব্যাখ্যা করো।

[ব.বো.২২;কু.বো.২১;কু.বো.১৯;ঢা.বো.,দি.বো.,য.বো.,সি.বো.১৮]

উত্তর: কৃষিপণ্য খামার থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত মধ্যস্থতভোগীদের দৌরাত্ম্য রয়েছে বলে কৃষকরা ন্যায্যমূল্য পায় না।কৃষিপণ্য বাজারজাতকরণ প্রক্রিয়ায় দালাল, ফড়িয়া, বেপারি, মজুদদার, আড়তদার ইত্যাদি বহু ধরনের মধ্যবর্তী ব্যবসায়ী শ্রেণির অস্তিত্ব আছে। এরা অনেক সময় কৃষকদেরকে দ্রব্যের চাহিদা ও যোগান সম্পর্কে ভুল তথ্য দিয়ে কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে। এর ফলে কৃষক যে দাম পায় এবং সর্বশেষ ভোক্তা যে দাম দেয় তার মধ্যে অনেক ব্যবধান থাকে এই মধ্যবর্তী ব্যবসায়ীদের জন্য। ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় ।

প্রশ্ন-১০. বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়'- ব্যাখ্যা করো। 

[চ.বো.২১;ঢা.বো.১৭]

উত্তর: বাংলাদেশের কৃষকরা নানাবিধ কারণে প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ঋণদানকারী সংস্থার সংখ্যা কম। তাছাড়া, এসব ঋণদানকারী সংস্থার ঋণ প্রদানের ক্ষমতাও কম। আবার, ঋণদান পদ্ধতিও জটিল, শর্তসাপেক্ষ ও সময়সাপেক্ষ বলে অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত কৃষকের পক্ষে তা অনুসরণ করা কঠিন হয়ে পড়ে। তাই, দরিদ্র ও অশিক্ষিত কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়। 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

প্রশ্ন-১১. মাশরুম কি ঔষধি সবজি? ব্যাখ্যা করো। 

[সি. বো. ২১]

অথবা, 

মাশরুম মানব দেহের জন্য উপকারী খাদ্য- ব্যাখ্যা করো। 

[চ. বো. ২২]

উত্তর: মাশরুম খুবই সস্তা এবং ঔষধি গুণসম্পন্ন একটি সবজি।

মাশরুম প্রচুর ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার। তাই এটি শিশুদের হাড় ও দাঁত গঠনে বিশেষ কার্যকর। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের জন্য মাশরুম অত্যাবশ্যক। মাশরুমে ইরিডাডেনিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ আছে, যা রক্তের চর্বি কমাতে সাহায্য করে। তাই এটি হৃদরোগীদের জন্য আদর্শ খাবার। মাশরুমে ট্রাইটারপিন থাকায় এটি এইডস প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। এটি বয়স্কদের আদর্শ আমিষ, অ্যাজমারোগ নিরাময়ক ও রূপচর্চায় অতুলনীয় । 

প্রশ্ন-১২. বাংলাদেশের কৃষি কি প্রকৃতির উপর নির্ভরশীল? ব্যাখ্যা করো। 

[কু. বো. ২২. দি. বো. ২১, ১৯; ঢা. বো. ১৬] 

অথবা, 

কৃষি পরিবেশের ওপর নির্ভরশীল— ব্যাখ্যা করো।

[ম. বো. ২২]

উত্তর: হ্যাঁ, বাংলাদেশের কৃষি প্রকৃতির ওপর নির্ভরশীল ।

পর্যাপ্ত সেচব্যবস্থার অভাবে আমাদের দেশের কৃষকেরা চাষাবাদের জন্য বৃষ্টির ওপর নির্ভর করে থাকে। মৌসুমি বায়ুর প্রভাবে যদি সময়মতো বৃষ্টিপাত হয় তাহলে ভালো ফসল হয়, কিন্তু যদি সময়মতো বৃষ্টিপাত না হয় তাহলে ভালো ফসল হয় না। ফলে দেখা যায়, বাংলাদেশের কৃষিব্যবস্থা এখনও অনেকটাই প্রকৃতির ওপর নির্ভরশীল ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. কোনটির মধ্যদিয়ে মানবসভ্যতার যাত্রা শুরু হয়েছে?

ক. কৃষি 

খ. ব্যবসা

গ. শিল্প

ঘ. দাসপ্রথা

উ: ক

২. ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত ছিল?

ক. ১০.৬৮%

খ. ১১.৫০%

গ. ১৬.৪১%

ঘ. ১৭.৩৩%

উ: খ

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৩. Agriculture শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক. গ্রিক শব্দ

খ. ল্যাটিন শব্দ

গ. স্প্যানিশ শব্দ

ঘ. তুর্কি শব্দ

উ: খ

৪. দেশের শ্রমশক্তির কতভাগ কৃষিকাজে নিয়োজিত?

ক. ৪০.৬০ ভাগ

খ. ৪৮.৪৯ ভাগ

গ. ৫১.১০ ভাগ

ঘ. ৫৪.৯০ ভাগ

উ: ক

৫. উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী
→ খুচরা ব্যবসায়ী → ভোক্তা
প্রবাহ চিত্রটি কী নির্দেশ করে?

ক. বিপণন পদ্ধতি

খ. উৎপাদন পদ্ধতি

গ. ক্রয় পদ্ধতি

ঘ. সংরক্ষণ পদ্ধতি

উ: ক

৬. মুনাফা অর্জনই কোন খামারের প্রধান উদ্দেশ্য?

ক. বাণিজ্যিক খামার

খ. জীবননির্বাহী খামার

গ. বহুমুখী কৃষি খামার 

ঘ. সমবায় খামার

উ: ক

৭. বাংলাদেশের কৃষিপণ্যের বেশিরভাগ মুনাফা কারা ভোগ করে? 

ক. কৃষকরা

খ. সরকার

গ. মধ্যস্বত্বভোগীরা 

ঘ. সমবায় সমিতি

উ: গ

৮. বাংলাদেশে কোনটি শস্যোৎপাদনে পরিবর্তনের ধারায় অন্তর্ভুক্ত নয়?

ক. উচ্চফলনশীল বীজ

খ. শস্যের বহুমুখীকরণ

গ. ফলের গাছ রোপণ

ঘ. সমবায় খামার

উ: ঘ

৯. ডায়াবেটিস, ব্লাড কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও ক্যান্সার রোগ নিয়ন্ত্রণের সবজির নাম কী?

ক. লাল শাক

খ. মাশরুম

গ. পালং শাক

ঘ. মিষ্টি আলুর শাক

উ: খ

১০. বাংলাদেশে চাষকৃত মাশরুমের মধ্যে কোনটি সারা বছর উৎপাদিত হয়?

ক. ঋষি

খ. শিতাকে 

গ. ওয়েস্টার

ঘ. মিল্কী

উ: গ

১১. কোনটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার নিয়ন্ত্রণ ও প্রতিরোধক সবজি?

ক. মাশরুম

খ. লাল শাক

গ. পুঁই শাক

ঘ. পালং শাক

উ: ক

১২. শস্যকে কোন ধরনের রশ্মির সামনে উন্মুক্ত করলে তা জীবাণু ও পোকামাকড় প্রতিরোধক হয়ে ওঠে?

ক. গামা রশ্মি

খ. রঞ্জন রশ্মি

গ. এক্সরে রশ্মি

ঘ. বেগুনি রশ্মি

উ: ক

১৩. বাংলাদেশে কয়টি এগ্রো-সার্ভিস সেন্টার রয়েছে?

ক. ১টি

খ. ৩টি

গ. ৯টি

ঘ. ১৪টি

উ: ঘ

১৪. Biotechnology শব্দের অর্থ কী?

ক. পরমাণু প্রযুক্তি

খ. জৈব প্রযুক্তি

গ. প্রাণ প্রযুক্তি

ঘ. বায়ো প্রযুক্তি

উ: খ

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর

১৫. কৃষির মূল লক্ষ্য হলো—

i. শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ

ii. শস্য-উদ্ভিদ উৎপাদন

iii. খাদ্য উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১৬. বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলো হচ্ছে-

i. পরিবহণ ব্যবস্থার অভাব

ii. সনাতন চাষাবাদ পদ্ধতি

iii. গুদামের অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

১৭. বাংলাদেশের কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যা হলো—

i. ফড়িয়া ও দালালদের দৌরাত্ম্য

ii. কৃষকের দরিদ্রতা

iii. ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১৮. বাংলাদেশে কৃষিখাতে পরিবর্তনের যে সূচনা হয়েছে তার ফলে -

i. কৃষি উৎপাদন বাড়ছে

ii. আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে

iii. শস্য বহুমুখীকরণ ঘটছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

১৯. পৃথিবীর তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণ—

i. কার্বন ডাই-অক্সাইড

ii. অক্সিজেন

iii. গ্রিন হাউজ গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

২০. বাংলাদেশে কৃষিতে পরিবেশ দূষণ ঘটছে, কারণ— 

i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি

ii. জলবায়ু পরিবর্তন

iii. অধিক ভূমিক্ষয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

২১. বায়োফুয়েল (Biofuels) তৈরিতে সাহায্য করে—

i. আইসিটি

ii. জৈব প্রযুক্তি

iii. গুস্ম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: গ

২২. কৃষিতে উন্নত প্রযুক্তি বলতে আমরা বুঝি—

i. যান্ত্রিক সেচ

ii. কৃষিঋণ

iii. উচ্চ ফলনশীল বীজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর 

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও: 

'X' কোম্পানির মার্কেটিং ম্যানেজার শামীম আহমেদ ব্যবসায়িক কাজে আফ্রিকার একটি দেশে যান। তিনি সেখানে দেখতে পান কৃষকরা কৃষিকাজে রাসায়নিক সার, কীটনাশক, যান্ত্রিক পানিসেচ ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজ প্রভৃতি ব্যবহার করছে।

২৩. আফ্রিকার উক্ত দেশটিতে কী ধরনের চাষাবাদ পদ্ধতি চালু রয়েছে?

ক. আদিম যুগের

খ. মধ্যযুগীয়

গ. সনাতনী

ঘ. আধুনিক

উ: ঘ

২৪. এই ধরনের চাষাবাদ পদ্ধতিতে—

i. কৃষক লাভবান হয়

ii. উৎপাদন বৃদ্ধি পায়

iii. মাটি দূষিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

বোর্ডপরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

২৫. কোনটি পৃথিবীর প্রাচীন পেশা? 

[কু. বো. ২১. চা. বো. ১৬] 

ক. কৃষিকাজ

খ. পশু পালন 

গ. মৎস্য শিকার

ঘ. ব্যবসা

উ: ক

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

২৬. বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য কোনটি? 

[ব. বো. ২১: রা. বো. ১৭]

ক. প্রকৃতির ওপর নির্ভরশীলতা

খ. উন্নত প্রযুক্তি

গ. অধিক মূলধন

ঘ. সম্প্রসারিত বাজার

উ: ক

২৭. সুমনের বাবা জমিতে চাষ করতে গরু, কাঠের লাঙল ও জোয়াল ব্যবহার করেন। সুমনের বাবার চাষ পদ্ধতিটিকে কী নামে আখ্যায়িত করা যাবে? 

[রা. বো. ১৭]

ক. মূলধননিবিড় পদ্ধতি 

খ. সনাতন পদ্ধতি 

গ. শ্রমনিবিড় পদ্ধতি 

ঘ. আধুনিক পদ্ধতি 

উ: খ

২৮. কৃষি জোত বলতে বোঝায়— 

[ঢা. বো. ২২] 

ক. কৃষি উৎপাদনের জন্য আবাদযোগ্য জমি 

খ. কৃষি জমিতে পরিচালিত উৎপাদন কার্যক্রম

গ. কৃষি পণ্যের ক্রয়-বিক্রয় কার্যক্রম

ঘ. একই জমিতে ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসলের চাষাবাদ

উ: ক

২৯. বাংলাদেশে কৃষি উপখাত কয়টি? 

[ব. বো. ১৯]

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ৬

উ: খ

৩০. বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে? 

[দি. বো. ২১]

ক. কৃষি

খ. শিল্প

গ. সেবা

ঘ. তৈরি পোশাক

উ: ক

৩১. নিচের কোনটি মালিকানাভিত্তিক খামার? 

[কু. বো. ২১]

ক. মিশ্র খামার

খ. যৌথ খামার

গ. বহুমুখী খামার

ঘ. বিশেষায়িত খামার

উ: খ

৩২. বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান বেশি? 

[সি. বো. ২১, কু, বো, চ. বো. ১৯, ১৬, ঢা, বো, য. বো রা. বো. ১৭; দি. বো. ১৬]

ক. বনজ সম্পদ

খ. শস্য ও শাকসবজি

গ. মৎস্য সম্পদ 

ঘ. প্রাণিসম্পদ

উ: খ

৩৩. কোনটি বাংলাদেশের কৃষি খাতের উপখাত নয়?

 ‍[কু. বো. ১৭; দি. বো. ১৬]

ক. শস্য ও শাকসবজি 

খ. মৎস্য সম্পদ

গ. কৃষি বিপণন

ঘ. বনজ সম্পদ

উ: গ

৩৪. প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত? 

[রা. বো. ১৯] 

ক. ০.০৫–০.৪৯ একর 

খ. ০.৫০-২.৪৯ একর 

গ. ২.৫০–৭.৪৯ একর 

ঘ. ৭.৪৯ একরের বেশি 

উ:ক

৩৫. কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তাকে কী বলে? 

[ঢা. বো. ১৯]

ক. ব্যক্তিগত খামার

খ. ক্ষুদ্রায়তন খামার 

গ. সমবায় খামার

ঘ. যৌথ খামার

উ: গ

৩৬. মুনাফা অর্জন কোন খামারের প্রধান উদ্দেশ্য? 

[রা. বো. ১৭]

ক. বাণিজ্যিক খামার

খ. জীবননির্বাহী খামার

গ. বহুমুখী কৃষি খামার

ঘ. সমবায় খামার

উ: ক

৩৭. উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

[সি. বো. ২১ দি. বো. ১৭]

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

উ: ক

৩৮. মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার? 

[চ. বো. ২১. য. বো. ১৭]

ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৫

উ: খ

৩৯. বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত একর?

[দি বো, ২২, রা. বো., য. বো. ২১,১৭]

ক. ৩ একর

খ. ৪ একর

গ. ৯ একর

ঘ. ১০ একর

উ: ক

৪০. বাংলাদেশে কোন ধরনের খামারের প্রাধান্য রয়েছে?

[য. বো. ২১ রা. বা. ১৬,১৭]

ক. বহুমুখী খামার

খ. জীবননির্বাহী খামার

গ. সমবায় খামার

ঘ. যৌথ মূলধনী খামার

উ: খ

৪১. কৃষিপণ্যের পাইকারি বাজার কোন পর্যায়ের বাজারকে নির্দেশ করে? 

[চ.বো. ২২]

ক. গ্রাম্য

খ. প্রাথমিক

গ. মাধ্যমিক

ঘ. চূড়ান্ত

উ: গ

৪২. যে খামারে এক অংশে ফসল উৎপাদন এবং অন্য অংশে পশুপালন করা হয় তাকে বলে? 

[সি, বো, ২১]

ক. বিশেষায়িত খামার 

খ. বহুমুখী খামার

গ. মিশ্র খামার

ঘ. প্রান্তিক খামার

উ: গ

৪৩. যে খামারের জমির পরিমাণ ২.৪৯ একর; তাকে কোন ধরনের খামার বলে? 

[চ.বো. ২২]

ক. প্রান্তিক

খ. ক্ষুদ্রায়তন

গ. মাঝারি

ঘ. বৃহদায়তন

উ: খ

৪৪. চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 

[রা, বো, ২১]

ক. চতুর্থ

খ. তৃতীয়

গ. দ্বিতীয়

ঘ. প্রথম

উ: ক

৪৫. বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?

[রা. বো. ১৭]

ক ৩য়

খ. ৪র্থ 

গ. ৫ম

ঘ. ৬ষ্ঠ

উ: খ

৪৬. ‘সাদা সোনা' বলতে কোনটিকে বোঝায়?

[ঢা. বো., দি. বো., কু, বো, সি. বো. ২১; সকল বোর্ড ১৮; রা. বো. ১৬]

ক. চিংড়ি

খ. তুলা 

গ. সার

ঘ. ইলিশ

উ: ক

৪৭. কোন ফসলে কৃষিজমির প্রয়োজন হয় না?

[ঢা বো., চ. বো. ২১: রা. বো. ১৯, ১৭]

ক. তুলা

খ. গম 

গ. চা

ঘ. মাশরুম

উ: ঘ

৪৮. নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ?

ক. বাগান করা

খ. শিল্প

গ. বনায়ন

ঘ. কৃষি

উ: গ

৪৯. কোনো দেশে কত শতাংশ বনভূমি থাকা দরকার?

[ম. বো., দি. বো. ২১, কু. বো. ১৭]

ক. ২৫

খ. ১৫

গ. ৯

ঘ. ১৯

উ: ক

৫০. কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? 

[কু.বো. ২১: ব. বো. ১৯]

ক. গ্রাম্য মহাজন

খ. আত্মীয়-স্বজন

গ. ধনী কৃষক

ঘ. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

 উ: ঘ

৫১. মাশরুম গবেষণা কেন্দ্র রয়েছে— 

[য. বো. ২২]

ক. ঢাকা

খ. গাজীপুর

গ. সাভার

ঘ. টাঙ্গাইল

উ: গ

৫২. বাংলাদেশে কৃষিঋণের উপানুষ্ঠানিক উৎস কোনটি?

[সি. বো. ২১ ব. বো. ১৭]

ক. বাংলাদেশ কৃষি ব্যাংক

খ. সমবায় ব্যাংক

গ. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

ঘ. গ্রামীণ ব্যাংক

উ: ঘ

৫৩. সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার? 

[সি. বো. ২২ দি. বো. ১৬]

ক. ২

খ. ৩

গ. 8

ঘ. ৫

উ: খ

৫৪. শস্য বহুমুখীকরণের প্রভাব কোনটি? 

[য. বো. ১৯]

ক. উৎপাদন বৃদ্ধি

খ. ঝুঁকি বৃদ্ধি

গ. দক্ষতা হ্রাস

ঘ. মাটির উর্বরতা হ্রাস

উ: ক

৫৫. বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী কে? 

[রা. বো. ১৯]

ক. সূর্য

খ. বরফ

গ. মানুষ

ঘ. সমুদ্র

উ: গ

৫৬. Biotechnology ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন কে?

ক. Karl Ereky

খ. Karl Marx

গ. Karl Peter

ঘ. Karl Thomas

উ: ক

৫৭. বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত? 

[ঢা. বো. ২১]

ক. ৯৬ শতাংক.

খ. ৮৬ শতাংশ

গ. ৭৬ শতাংক.

ঘ. ৬৬ শতাংক.

উ: গ

৫৮. লবণাক্ততা সহিষ্ণু ধান কীসের উদাহরণ? 

[কু. বো. ১৭]

ক. বায়োফার্মিং

খ. বায়োফুয়েল 

গ. উফশী

ঘ. বায়োটেকনোলজি

উ: ঘ

আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১  প্রশ্নপত্রসহ উত্তর  (Commerce)

৫৯. কোনটি HYV Technology? 

[কু.বো. ২১]

ক. উফশী প্রযুক্তি

খ. তথ্য প্ৰযুক্তি

গ. পরমাণু প্রযুক্তি 

ঘ. জৈব প্রযুক্তি

উ: ক

৬০. কৃষির উপখাতসমূহ হচ্ছে—

[কু. বো. ২১: রা. বো. ১৯ য. বো, চ. বো. ১৬]

i. পশুপালন

ii. শস্য ও শাকসবজি

iii. খনিজ সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

৬১. বাংলাদেশে কৃষি বিপণনের সমস্যা হচ্ছে- 

[চ. বো. ২১]

i. অবকাঠামোগত সমস্যা

ii. কৃষিপণ্য সংরক্ষণের সমস্যা

iii. বাজার সম্পর্কে ধারণা না থাকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

৬২. কৃষি কাজের সঙ্গে সম্পর্কিত— 

[চ. বো. ২১]

i. পশু, পাখি পালন

ii. কাঠের আসবাবপত্র তৈরি

iii. বনায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

৬৩. কৃষিতে পানি সেচের ফলে – 

[ব. বো. ২১]

i. খাদ্য ঘাটতি পূরণ হয় 

ii. কর্মসংস্থান বৃদ্ধি পায়

iii. পরনির্ভরশীলতা বাড়ে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

৬৪. বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে—

[দি. বো. ২১,১৭]

i. কৃষি ঋণ বিতরণ

ii. কৃষি উপকরণ বিতরণ

iii. শস্য বহুমুখীকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

৬৫. শস্য বহুমুখীকরণের মাধ্যমে — 

[কু, বো. ২১ সি. বো. ১৯]

i. খাদ্য ঘাটতি পূরণ সম্ভব

ii. জনগণের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব নয়

iii. এক শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন সম্ভব 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

৬৬. শস্য বহুমুখীকরণের ফলে বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব লক্ষ করা যায়— 

[কু. বো. ১৯]

i. কর্মসংস্থান হ্রাস পায়

ii. মাটির উর্বরতা অক্ষুণ্ণ থাকে

iii. উৎপাদন ঝুঁকি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

৬৭. জলবায়ু পরিবর্তনের ফলে — 

[রা. বো. ১৭]

i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়

ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায়

iii. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

৬৮. কৃষিক্ষেত্রে ICT ব্যবহার করা হয়—

[ব. বো. ১৬]

i. পণ্যের বাজারজাতকরণে

ii. কৃষি বিষয়ক সমস্যা সমাধানে

iii. কৃষি বিষয়ক সমস্যা চিহ্নিতকরণে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও: 

সখিনা বেগমের কোনো ফসলি জমি নেই। গত বছর থেকে তিনি পরিত্যক্ত মাটির ঘরে এমন একটি কৃষি পণ্যের উৎপাদন শুরু করেছেন যা বিক্রি করে তিনি অর্থ উপার্জন করতে পারছেন । 

[চ. বো. ২২]

৬৯. উদ্দীপক অনুযায়ী সখিনা বেগম কোনটির উৎপাদন করেছেন? 

ক. চিংড়ি

খ. মাশরুম 

গ. চারাগাছ

ঘ. ঝিনুক

উ: খ

৭০. উদ্দীপকে উল্লিখিত কৃষিপণ্য নিচের কোনটিকে সহায়তা করবে?

i. কর্মসংস্থান বৃদ্ধি 

ii. উৎপাদন খরচ বৃদ্ধি 

iii. দারিদ্র্য বিমোচন 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

উদ্দীপকটি পড়ো এবং ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও: 

মিজান পড়াশোনা শেষ করে নিজ গ্রামে একটি কৃষি খামার স্থাপন করেন। উক্ত খামারে শাক-সবজি উৎপাদনের পাশাপাশি হাঁস-মুরগি পালন করেন। 

[য. বো. ২২]

৭১. মিজানের খামার—

ক. যৌথ খামার

খ. বহুমুখী খামার

গ. মিশ্র খামার

ঘ. বিশেষায়িত খামার

উ: গ

৭২. উক্ত খামারের উদ্দেশ্য—

i. পরিবারের খাদ্য চাহিদা মেটানো

ii. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি

iii. সামাজিক বনায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

উদ্দীপকটি পড়ো এবং ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও:

মি.‘ক’ তার ২ ছেলে ও স্ত্রীসহ কৃষিকাজ করে। তার ১ বিঘা জমিতেই চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে । [ঢা. বো. ১৯]

৭৩. মি. ‘ক’ এর খামারটি কী ধরনের খামার?

ক. বাণিজ্যিক খামার 

খ. যৌথ মূলধনী খামার 

গ. সমবায়ী খামার 

ঘ. জীবননির্বাহী খামার

উ: ঘ

৭৪. উদ্দীপকে উল্লিখিত খামারটিতে—

i. ব্যবস্থাপনা অদক্ষ

ii. মুনাফা হয়

iii. ছদ্মবেশী বেকার বিদ্যমান 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: খ

উদ্দীপকটি পড়ো এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও: 

বেলায়েত হোসেন একজন কৃষক। তার পরিবারে স্ত্রী ও ২ ছেলে আছে । পৈতৃকসূত্রে প্রাপ্ত তার ১ বিঘা জমিতে পারিবারিক শ্রম ও পুঁজি প্রয়োগের মধ্যেমে ধান উৎপাদন করেন। 

[দি. বো. ২২]

৭৫. উদ্দীপকে কোন ধরনের খামারের কথা বলা হয়েছে? 

ক. মিশ্র খামার

খ. জীবননির্বাহী খামার 

গ. সমবায় খামার

ঘ. বাণিজ্যিক খামার

উ: খ

৭৬. উক্ত খামারের মূল উদ্দেশ্য হলো- 

i. জীবনধারণ করা

ii. উদ্বৃত্ত সৃষ্টি করা

iii. মুনাফা অর্জন করা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

উদ্দীপকটি পড়ো এবং ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

ফজর আলী একজন কৃষক। এ বছর তার জমিতে প্রচুর ধান উৎপাদন হয়েছে। কিন্তু দাম কম থাকায় সে বাজারে ধান বিক্রি করতে পারছে না।

[ব. বো. ১৯]

৭৭.ফজর আলী কোন ধরনের সমস্যার সম্মুখীন?

ক. শস্য বহুমুখীকরণ 

খ. কৃষি প্রযুক্তি উদ্ভাবন 

গ. কৃষি উপকরণ বিতরণ 

ঘ. কৃষিপণ্যের বিপণন 

উ: ঘ

৭৮. ফজর আলীর সমস্যাটির সুষ্ঠু সমাধান হলো— 

i. তিনি ধানের উপযুক্ত দাম পাবেন

ii. ভোক্তা যুক্তিসঙ্গত দামে তা ক্রয় করতে পারবে 

iii. মধ্যস্বত্বভোগীরা সুফল ভোগ করবে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

অন্যান্য বিষয় সমূহ:

উদ্দীপকটি পড়ো এবং ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও:

হাসান সাহেব তার উৎপাদিত কৃষিপণ্যের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, পরিবহণ ও গুদামজাতকরণের ব্যবস্থা করেন, মানোন্নয়নের চেষ্টা করেন এবং বিজ্ঞাপন প্রচার করেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন সমস্যার কারণে তিনি খুব উদ্বিগ্ন। 

[ব. বো. ১৭]

৭৯. হাসান সাহেবের গৃহীত পদক্ষেপসমূহ কী নামে পরিচিত?

ক. কৃষিপণ্য উৎপাদন 

খ. কৃষিপণ্য বিপণন 

গ. কৃষিপণ্য বিতরণ 

ঘ. কৃষি উন্নয়ন

উ: খ

৮০. হাসান সাহেবের উদ্বিগ্নতার কারণ হলো- 

[ব. বো. ১৭]

i. দরিদ্রতা

ii. অস্থিতিশীল বাজার মূল্য

iii. সঠিক ওজন ও পরিমাপের অভাব 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও:

জনাব ফারুক প্রত্যন্ত গ্রামে বাস করে। গত কয়েক বছর তার গ্রামে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদন হয়। সে পণ্যের বাজার দাম সম্পর্কে অবগত নয়। উক্ত গ্রামে কোনো গুদামঘর নেই এবং গ্রামের রাস্তাটি যথেষ্ট সরু। 

[ম. বো. ২১

৮১. জনাব ফারুকের গ্রামের উৎপাদন সম্পর্কিত সমস্যাটি। কোন ধরনের?

ক. কৃষিতে প্রযুক্তির প্রয়োগ 

খ. কৃষি ঋণের প্রসার 

গ. শস্য বহুমুখীকরণ

ঘ. কৃষিপণ্যের বিপণন

উ:ঘ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

৮২. জনাব ফারুকের সমস্যাটির সুষ্ঠু সমাধান হলো—

i. কৃষি প্রযুক্তি উদ্ভাবন

ii. গুদামঘর নির্মাণ

iii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:গ

কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

উদ্দীপকটি পড়ো এবং ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাওঃ 

'মি. ক. মি. '' নিজস্ব বাড়িতে পোল্ট্রি ও ডেইরি খামার করে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থ উপার্জনের পথ সৃষ্টি করেছেন। 

[রা. বো. ২২]

৮৩. পোল্ট্রি ও ডেইরি কৃষির কোন উপখাত—

ক. শস্য 

খ.মৎস্য

গ. বনজ

ঘ. পশু সম্পদ

উ:ঘ

কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৮৪. এ দুটি খামার থেকে সৃষ্টি  হয়েছে—

i. আয় উপার্জন

ii. কর্মসংস্থান

iii. যাতায়াত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ: ক

উদ্দীপকটি পড়ো এবং ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও: 

সাজু 'X' প্রযুক্তিতে উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু বীজ ব্যবহার করে উপকূলীয় এলাকায় ধান চাষ করেছে এবং একই জমিতে সারা বছর কয়েক জাতের ফসল উৎপাদন করে অধিক আয় করছে। 

[ক. বো. ২৩]

৮৫. উদ্দীপকে ‘X' নামক প্রযুক্তি কোনটি?

ক. পানি সেচ

খ. জৈব প্রযুক্তি 

গ. ICT

ঘ. শস্য বহুমুখীকরণ

উ:খ

৮৬. সাজুর ব্যবহৃত কৌশলটির কারণে—

i. উৎপাদন বহুগুণ বাড়বে

ii. ঝুঁকির মাত্রা বাড়বে

iii. জমির উর্বরতা সংরক্ষিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উ:খ

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url