এইচএসসি নেকলেস মূল: গী দ্য মোপা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

the-necklace

নেকলেস মূল: গী দ্য মোপা 

অনুবাদ :পূর্ণেন্দু দস্তিদার

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :নেকলেস মূল: গী দ্য মোপা 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • মাদাম লোইসেল এক সুন্দরী রমণী, যাঁর মনে সবসময় বিলাসী চিন্তা ও আভিজাত্যের লোভ ছিল।
  • মাদাম লোইসেলের স্বামী অত্যন্ত গরিব কেরানি।
  • একবার জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্ন লোইসেল দম্পতিকে বল নাচের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
  • জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাওয়ার জন্যে গরিব মাদাম লোইসেল চারশ ফ্রী খরচ করে জামা বানান ।
  • মাদাম লোইসেল বান্ধবী মাদাম ফোরসটিয়ারের কাছ থেকে একটা হীরার নেকলেস ধার নেন।
  • আনন্দঘন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাদাম লোইসেন্স নেকলেসখানা হারিয়ে ফেলেন।
  • গী দ্য মোপাসাঁর শ্রেষ্ঠ গল্পগুলোর একটি হলো 'নেকলেস', যার ফরাসি নাম 'La Parure'।
  • 'নেকলেস' গল্পটি ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা 'La Gaulois'-এ প্রথম প্রকাশিত হয়।
  • আভিজাত্যের প্রতি লোভ এবং নিজের যা আছে তাতে সন্তুষ্ট না থাকার পরিণাম যে কত ভয়াবহ, তা 'নেকলেস' গল্পের প্রধান উপজীব্য।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.প্রখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁ কোন দেশে জন্মগ্রহণ করেন?

[ক১৭-১৮; ইবি ১৭-১৮] 

(ক) ফ্রান্স

খ) ইতালি

গ) জার্মানি

ঘ) রাশিয়া

উ: ক

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

2.‘নেকলেস' গল্পে শিশু নিয়ে চামপস্-এলিসিস-এ ঘুরে বেড়াচ্ছিল—

[খ ১৯-২০]

ক) মাদাম লোইসেল

খ) মাদাম ফোরসটিয়ার

গ) জনশিক্ষামন্ত্রী

ঘ) মাদাম জর্জ

উ:খ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩.ফরাসি লেখক মোপাসাঁর সাহিত্যগুরু কে ছিলেন? 

[E ১৭-১৮]

ক. গুস্তাব ফ্লবেয়ার

খ) এমিল জোলা

গ) ইভান তুর্গেনিভ

(ঘ) লিও তলস্তয়

উ:ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৪.গুস্তাভ ফ্লবেয়ার হলের গী দ্য মোপাসাঁর— 

[C ১৯-২০]

ক) ছাত্র

খ) শিক্ষক

গ) পারিবারিক বন্ধু

ঘ) প্রকাশক

উ:গ

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৫.পূর্ণেন্দু দস্তিদার পেশাজীবনে ছিলেন— 

[F ১৯-২০]

ক) আইনজীবী

খ) সাহিত্যিক

গ) অনুবাদক

ঘ) সমাজকর্মী

উ:ক

৬.‘নেকলেস' গল্পে মাদাম লোইসেলের শারীরিক পতনের মূল কারণ কী?

[F ১৯-২০]

ক) সিদ্ধান্তহীনতা

(খ) ঈর্ষা

গ) উচ্চাভিলাষ

(ঘ) প্রতিহিংসা

উ:গ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৭.‘নেকলেস' গল্পে মাদাম লোইসেলের ধার-দেনা পরিশোধ করতে কত বছর লেগেছিল?

[B ২০-২১]

ক) বারো বছর

(খ) এগারো বছর

গ) দশ বছর

(ঘ) তেরো বছর

উ:গ

৮.'নেকলেস' গল্পে কোন নদীর নাম পাওয়া যায়?

 [B ২০-২১]

ক) 'সিন

খ) টেমস

(গ) পদ্মা

(ঘ) রাইন

উ:ক

৯.ফরাসি লেখক মোপাসাঁর সাহিত্যগুরু কে ছিলেন?

 [B ২০-২১]

ক) গুস্তাভ ফ্লবেয়ার

(খ) এমিল জোলা

(গ) লিও তলস্তয়

ঘ) ইভান তুর্গেনিভ

উ:ক

১০. গী দ্যা মোপাসাঁ কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?

[B ১৯-২০]

ক) সপ্তদশ

খ) ঊনবিংশ

গ) অষ্টাদশ

ঘ)  বিংশ

উ: খ

১১. 'নেকলেস' গল্পে নকল হারটির দাম কত ছিল?

 [B ১৭-১৮]

ক) ১০০ ফ্রাঁ

খ) ২০০ ফ্রাঁ

গ) 800 ফ্রাঁ

ঘ) ৫০০ ফ্রা

উ:ঘ

১২. 'বলনাচের অনুষ্ঠানে মাদাম লোইসেলের জয়জয়কার' এ বাক্যে কীসের ইঙ্গিত করা হয়েছে? 

[D3 ১৬-১৭]

ক) মাদামের জড়োয়া গহনা

খ) মাদামের সৌন্দর্য ও সুরুচিপূর্ণ ব্যক্তিত্ব

গ) মাদামের চমৎকার নাচ

ষ মাদামের পারিবারিক আভিজাত্য

উ:খ

১৩. গী দ্য মোপাসাঁ কোন ভাষায় সাহিত্য রচনা করেন?

 [C] ১৬-১৭]

ক) ইতালীয়

খ) ফরাসি

গ) ফারসি

ঘ) স্পেনীয়

উ:খ

১৪. 'নেকলেস' গল্পটির ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি?

 [B ১৬-১৭]

ক) অহংকারের প্রাবল্য

খ)বিলাসিতার পরিণাম

গ) দাম্ভিকতার পরিণাম

ঘ)জীবনের রূঢ় বাস্তবতা

উ:খ

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১৫. "বীরকন্যা প্রীতিলতা' গ্রন্থটির রচয়িতা কে?

 [B ১৮-১৯]

ক) পূর্ণেন্দু দস্তিদার

খ) আনিসুজ্জামান 

গ) আবদুল হক

ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উ: ক

১৬. 'নেকলেস' রচনায় খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুল কোনটি?

[A ১৯-২০]

ক) মিউজিয়াম

খ) লাইসিয়াম

গ) কনভেন্ট

ঘ) হার্মিটেজ

উ:গ

১৭. সম্মান প্রদর্শনের জন্য ফ্রান্সে পুরুষদের কী সম্বোধন করা হয়?

 [A ১৭-১৮]

ক) মিস্টার

(খ) মাদাম 

গ মসিয়ে

ঘ) লর্ড

উ:গ

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৮. মাদাম লোইসেলের হারানো নেকলেসটি কীসের তৈরি? 

[A ১৭-১৮; C ১৬– ১৭]

ক) হীরের

খ) নকল হীরের

গ) মুক্তার

ঘ) নকল মুক্তার

উ:খ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

১৯. ‘নেকলেস' গল্পে কোন নৃত্যানুষ্ঠানের উল্লেখ আছে?

 [A ১৭-১৮]

ক) ব্যালে' নাচ

খ)' ছৌ নাচ

গ) 'বল' নাচ

ঘ) 'সালসা' নাচ

উ:গ

 কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২০. ‘নেকলেস' গল্পে এবং 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় যথাক্রমে কয়টি নদী উল্লেখ আছে? 

[C ১৯-২০]

ক) ১টি ও ৬টি

খ) ২টি ও ৫টি

গ) ২টি ও ৬টি

ঘ) ২টি ও ৪টি

উ:ক

২১. ‘নেকলেস' গল্পে কোন নৃত্যানুষ্ঠানের উল্লেখ আছে?

 [C ১৯-২০]

ক) ১টি ও ৬টি

খ) ২টি ও ৫টি

গ) ২টি ও ৬টি

ঘ) ২টি ও ৪টি

উ:ক

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২২.“সর্বদা তার মনে দুঃখ।' 'নেকলেস' গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে?

[B ১৯-২০]

ক) ব্লেন্টন

খ) মি. লেঠসের

গ)মাদাম লোইসেল

ঘ) মাদাম ফোরস্টিয়ারের

উ:গ

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url