এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
সোনার তরী
রবীন্দ্রনাথ ঠাকুর
HSC বাংলা ১ম পত্র ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর প্রশ্নপত্রসহ উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
পেজ সূচিপত্র
তথ্যকণিকা(Information)
অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
- আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ— রবীন্দ্রনাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম— ১৮৬১ খ্রিষ্টাব্দে ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূলসুর— মানবধর্মের জয় ও সৌন্দর্যতৃষ্ণা।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা— রবীন্দ্রনাথ ঠাকুর ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়— পনেরো বছর বয়সে ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য— 'বনফুল'।
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার পান— ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ।
- রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন— ১৯৪১ খ্রিষ্টাব্দে।
- খরপরশা অর্থ— ধারালো বর্শা।
- অনন্ত কালস্রোতের প্রতীক হলো— বাঁকা জল ।
- ‘থরে বিথরে' শব্দের অর্থ— স্তরে স্তরে।
- ‘সোনার তরী' কবিতাটি সংকলিত হয়েছে— 'সোনার তরী' কাব্যগ্রন্থ থেকে।
- 'সোনার তরী' কবিতাটি রচিত— মাত্রাবৃত্ত ছন্দে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ও উত্তরসমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১.‘সোনার তরী' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) অমিয় চক্রবর্তী
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উ: ঘ
২.‘সোনার তরী’ কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে?
(ক) ৬ মাত্রার
(খ) ৮ মাত্রার
(গ) ৫ মাত্রার
(ঘ) ৪ মাত্রার
উ: খ
৩.‘সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে কি বোঝানো হয়েছে?
[ঢা. বি. গ-ইউনিট ২০১৪-২০১৫]
(ক) স্বর্ণবর্ণের ধান
(খ) দামি ধান
(গ) জীবনের সৃষ্টিকর্ম
(ঘ) বাদামি ধান
উ: গ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৪.কোন কবিতায় সম্বন্ধ পদের ব্যাপক ও বিচিত্র ব্যবহার রয়েছে?
[ঢা. বি. খ-ইউনিট ২০১৪-২০১৫]
(ক) বঙ্গভাষা
(খ) সোনারতরী
(গ) আঠারো বছর বয়স
(ঘ) আমার পূর্ব বাংলা
উ: খ
৫.‘সোনার তরী' কবিতায় কোন ঋতুর কথা আছে?
[ঢা. বি. ঘ-২০০১-২০০২; ঢা. বি. খ-২০০২; রা. বি, ২০০২]
(ক) গ্রীষ্ম
(খ) বর্ষা
(গ) শরৎ
(ঘ) বসন্ত
উ: খ
৬. “বারেক ভিড়াও তরী কূলেতে এসে।' —— কাকে আহ্বান করা হয়েছে?
[ঢা. বি. ক-২০০৪-০৫]
(ক) নৌকার মাঝিকে
(খ) অচেনা লোকটিকে
(গ) কৃষককে
(ঘ) বারেক নামের বালকটিকে
উ: ক
৭.‘সোনার তরী' কবিতার পঙক্তিসংখ্যা——
[ঢা. বি. খ-২০০৭-০৮)
(ক) ৪০
(খ) ৪২
(গ) ৪৬
(ঘ) ৪৮
উ: খ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
৮.‘সোনার তরী’ কবিতায় কৃষকের প্রত্যাশা পূরণ না হওয়ার কারণ——
[জা: বি: অ: ভ: প: (বিজ্ঞান)) ২০১১-১২]
(ক) নৌকায় ঠাঁই না পাওয়া
(খ) মাঝি অচেনা হওয়ায়
(গ) নদী পার না হওয়ায়
(ঘ) ফসলের দাম না পাওয়ায়
উ: ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
৯. রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?
[চ. বি. ভ. প. ২০১৪-২০১৫; ইউনিট-১]
(ক) রবীন্দ্রভারতী
(খ) বর্ধমান বিশ্ববিদ্যালয়
(গ) বিশ্বভারতী
(ঘ) কলিকাতা বিশ্ববিদ্যালয়
উ: গ
১০. ‘সোনার তরী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
[চ. বি. খ-২০০২-২০০৩, কলা ও মানবিক ২০১৪-২০১৫]
(ক) সোনার তরী
(খ) চিত্রা
(গ) পত্রপুট
(ঘ) বলাকা
উ: ক
১১. “ঠাঁই নাই, ঠাঁই নাই – ছোট সে তরী'— এর পরের পঙক্তি কোনটি?
[চ. বি. ঘ-২০০২-২০০৩]
(ক) শূন্য নদীর তীরে রহিনু পড়ি
(খ) শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে
(গ) আমারি সোনার ধানে গিয়েছে ভরি
(ঘ) যাহা ছিল নিয়ে গেল সোনার তরী
উ: গ
১২. ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা।'-এর পরের পঙক্তি কোনটি?
[চ. বি. অ. ভ. প. ২০১৪-২০১৫ কলা ও মানববিদ্যা; চ. বি. গ-২০০২-২০০৩]
(ক) ভরা নদী ক্ষুরধারা খরপরশা
(খ) কূলে একা বসে আছি, নাহি ভরসা
(গ) কাটিতে কাটিতে ধান এল বরষা
(ঘ) রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সার
উ: খ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১৩. কোন কবিতা দুটিতে ‘রাশি রাশি' শব্দযুগল পাওয়া যায়?
[জা: বি: অ: ভ: প: (মানবিক) ২০১১-১২]
(ক) সোনার তরী, কবর
(খ) সোনার তরী, একটি ফটোগ্রাফ
(গ) সোনার তরী, আমার পূর্ববাংলা
(ঘ) সোনার তরী, পাঞ্জেরি
উ: গ
১৪. ‘সোনার তরী' কবিতায় শ্রাবণ-গগণ ঘিরে কোন মেঘ ঘুরে ফিরে?
[জা: বি: অ: ভ: প: (ব্যবসায় শিক্ষা) ২০১১-১২; জা: বি: অ: ভর্তি পরীক্ষা ১২-১৩]
(ক) কালো মেঘ
(খ) সাদা মেঘ
(গ) ছেঁড়া মেঘ
(ঘ) ঘন মেঘ
উ: ঘ
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন: বাংলা ১ম পত্র অধ্যায় ৮:সোনার তরী সাজেশন
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url