এইচএসসি মানব কল্যাণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

manob-kollan

মানব কল্যাণ

আবুল ফজল

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :মানব কল্যাণ

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • আবুল ফজল জন্মগ্রহণ করেন – ১৯০৩ খ্রিস্টাব্দের পহেলা জুলাই।
  • কথাশিল্পী হিসেবে পরিচিতি পেলেও আবুল ফজল মূলত --- চিন্তাশীল প্রাবন্ধিক।
  • আবুল ফজলের উপন্যাসগ্রন্থ- 'চৌচির', 'রাঙা প্রভাত'।
  • আবুল ফজলের গল্পগ্রন্থ 'মাটির পৃথিবী', 'মৃতের আত্মহত্যা'।
  • আবুল ফজলের দিনলিপিগ্রন্থ— 'রেখাচিত্র', 'দুর্দিনের দিনলিপি' । আবুল ফজল মৃত্যুবরণ করেন— ১৯৮৩ খ্রিস্টাব্দের ৪ মে।
  • প্রচলিত ধারণায় সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়— মানব-কল্যাণ কথাটা। ‘ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ'- বলেছেন ইসলামের নবি। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত হয় তার— সর্ব অবয়বে। মানব-মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী ও অনুগৃহীতের তফাত— আকাশ-পাতাল ।
  • জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক— রাষ্ট্র।
  • জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলার দায়িত্ব— রাষ্ট্রের। . অনুগ্রহ বা আনুকূল্য পেয়েছে এমন ব্যক্তিকে বলে— অনুগৃহীত । ‘মনীষা’ শব্দের অর্থ— বুদ্ধি, মনন, প্রতিভা, মেধা, প্রজ্ঞা।
  • র‍্যাশনাল শব্দের অর্থ— বিচারবুদ্ধিসম্পন্ন।
  • ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের রচয়িতা— আবুল ফজল ।
  • ‘মানব-কল্যাণ' প্রবন্ধটি রচিত হয় – ১৯৭২ সালে।
  • ‘মানব-কল্যাণ' প্রবন্ধটি প্রথম সংকলিত হয়— 'মানবতন্ত্র' গ্রন্থে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

১.প্রাবন্ধিক আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক)১৯০১

খ) ১৯০২

গ)১৯০৩

ঘ) ১৯০৪

উ: গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২.আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?

ক)রাজশাহী বিশ্ববিদ্যালয়

খ) ঢাকা বিশ্ববিদ্যালয়

গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়

উ: গ

৩.'চৌচির' কোন ধরনের রচনা?

ক) উপন্যাস

খ) ছোটগল্প

গ) নাটক

ঘ) প্রবন্ধ

উ: ক

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

৪. আবুল ফজল রচিত 'সমাজ সাহিত্য ও রাষ্ট্র' কোন জাতীয় গ্রন্থ?

ক) উপন্যাস

খ) প্রবন্ধগ্রন্থ

গ) গল্পগ্রন্থ

ঘ) নাট্যগ্রন্থ

উ: খ

৫.আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়?

ক) মানব-মর্যাদা

খ) পরোপকার

গ) মানব কল্যাণ

ঘ) মনুষ্যত্ববোধ

উ:ক

৬.‘ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ক) দাতাকে

খ) মহৎ হৃদয়কে

গ) গ্রহীতাকে

ঘ) শুভাকাঙ্ক্ষীকে

উ:ক

৭.কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক?

ক) জনগণ

খ) সমাজ

গ) পরিবার

ঘ)রাষ্ট্র

উ:ঘ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৮.‘মানব-কল্যাণ' প্রবন্ধানুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি? 

ক) অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা

(খ) জাতীয় রপ্তানির পরিমাণ বাড়ানো

(গ) জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলা 

(ঘ) জাতির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা 

উ:গ

৯.সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি?

ক) পরিবার

খ) গোত্র

গ) দল

ঘ)ব্যক্তি

উ:ক

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

10. Relationship is the fundamental truth of the world of appearance. '- উক্তিটি কার?

ক) আবুল ফজলের

খ)রবীন্দ্রনাথ ঠাকুরের

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

ঘ) কাজী নজরুল ইসলামের

উ:খ

১১. অনুগ্রহ বা আনুকূল্য পেয়েছে এমন ব্যক্তিকে কী বলে?

ক)গ্রহীতা

খ) দাতা

(গ) অনুগৃহীতা

ঘ) অনুগ্রহকারী

উ:গ

১২. 'র‍্যাশনাল' শব্দের আভিধানিক অর্থ কী?

ক) বিচারবুদ্ধিসম্পন্ন

খ) মানসিকতাসম্পন্ন

গ) জাতীয়তাবোধসম্পন্ন

ঘ) আচরণগত

উ:ক

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৩. 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল কথা কী?

 ক) নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যার মোকাবিলা

খ) বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারের ব্যবহার 

গ)মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার 

ঘ) মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ

উ:ঘ

১৪. মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কী বুঝিয়েছেন?  

ক)  মানুষের বোধশক্তি নষ্ট হওয়াকে 

খ) মানুষের অকল্যাণ সাধিত হওয়াকে 

গ) মানুষের অভাব দীর্ঘস্থায়ী হওয়াকে

 ঘ)মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে 

উ:ঘ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)

১৫. সত্যিকার মানব-কল্যাণ কীসের ফসল? 

ক)প্রগতিশীল দৃষ্টিভঙ্গির 

খ) মহৎ চিন্তা-ভাবনার

গ)সাহায্য-সহযোগিতার শীর

ঘ) দৃষ্টিভঙ্গি পরিবর্তনের

উ:খ

১৬. 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?'— এ অবিস্মরণীয় সাহিত্যিক উক্তিটি কার?

ক) আবুল ফজলের 

খ) রবীন্দ্রনাথ ঠাকুরের

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

ঘ) কাজী নজরুল ইসলামের

উ:গ

১৭. 'Human dignity' বলতে লেখক কী বুঝিয়েছেন?

ক) মানব-মর্যাদাকে

খ) মানবিকতাকে

গ) মানবধর্মকে

ঘ) মানবাধিকারকে

উ: ক

১৮. অস্তিত্ববাদের ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক) Imperialism

খ) Nepotism

গ) Moralism

ঘ) Existentialism

উ: ঘ

১৯. সামাজিক পরিণতি-এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক) Social distance

খ) Social discrimination

গ) Social behaviour

ঘ) Social consequence

উ: ঘ

২০. সংকীর্ণতা ও গোঁড়ামিমুক্ত উদার মানসিকতার চর্চাকে কী বলে?

ক) মানবিকতা

খ উদারতা

গ) অসাম্প্রদায়িকতা

ঘ) মুক্তবুদ্ধি

উ: ঘ

২১. বিচক্ষণ বা যুক্তিসম্মত শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক) Rational

খ)Social Consequence 

গ)Existentialism

ঘ) Human dignity

উ: ক

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

২২. 'মানব কল্যাণ' প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক)  চৌচির

খ) রাঙা প্রভাত 

গ) মানবতন্ত্র

ঘ) মাটির পৃথিবী

উ: গ

২৩. লেখকের মতে, মানবকল্যাণ কী? 

ক) মানুষের সম্যক মঙ্গলের প্রয়াস 

খ) মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস 

গ) মানুষের স্বাপ্নিক মঙ্গলের প্রয়াস

ঘ) মানুষের ব্যক্তিক মঙ্গলের প্রয়াস

উ: খ 

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url