এইচএসসি মানব কল্যাণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
মানব কল্যাণ
আবুল ফজল
HSC বাংলা ১ম পত্র ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর প্রশ্নপত্রসহ উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
পেজ সূচিপত্র :মানব কল্যাণ
তথ্যকণিকা(Information)
অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
- আবুল ফজল জন্মগ্রহণ করেন – ১৯০৩ খ্রিস্টাব্দের পহেলা জুলাই।
- কথাশিল্পী হিসেবে পরিচিতি পেলেও আবুল ফজল মূলত --- চিন্তাশীল প্রাবন্ধিক।
- আবুল ফজলের উপন্যাসগ্রন্থ- 'চৌচির', 'রাঙা প্রভাত'।
- আবুল ফজলের গল্পগ্রন্থ 'মাটির পৃথিবী', 'মৃতের আত্মহত্যা'।
- আবুল ফজলের দিনলিপিগ্রন্থ— 'রেখাচিত্র', 'দুর্দিনের দিনলিপি' । আবুল ফজল মৃত্যুবরণ করেন— ১৯৮৩ খ্রিস্টাব্দের ৪ মে।
- প্রচলিত ধারণায় সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়— মানব-কল্যাণ কথাটা। ‘ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ'- বলেছেন ইসলামের নবি। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত হয় তার— সর্ব অবয়বে। মানব-মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী ও অনুগৃহীতের তফাত— আকাশ-পাতাল ।
- জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক— রাষ্ট্র।
- জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলার দায়িত্ব— রাষ্ট্রের। . অনুগ্রহ বা আনুকূল্য পেয়েছে এমন ব্যক্তিকে বলে— অনুগৃহীত । ‘মনীষা’ শব্দের অর্থ— বুদ্ধি, মনন, প্রতিভা, মেধা, প্রজ্ঞা।
- র্যাশনাল শব্দের অর্থ— বিচারবুদ্ধিসম্পন্ন।
- ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের রচয়িতা— আবুল ফজল ।
- ‘মানব-কল্যাণ' প্রবন্ধটি রচিত হয় – ১৯৭২ সালে।
- ‘মানব-কল্যাণ' প্রবন্ধটি প্রথম সংকলিত হয়— 'মানবতন্ত্র' গ্রন্থে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি
১.প্রাবন্ধিক আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক)১৯০১
খ) ১৯০২
গ)১৯০৩
ঘ) ১৯০৪
উ: গ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
২.আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?
ক)রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়
উ: গ
৩.'চৌচির' কোন ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) ছোটগল্প
গ) নাটক
ঘ) প্রবন্ধ
উ: ক
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
৪. আবুল ফজল রচিত 'সমাজ সাহিত্য ও রাষ্ট্র' কোন জাতীয় গ্রন্থ?
ক) উপন্যাস
খ) প্রবন্ধগ্রন্থ
গ) গল্পগ্রন্থ
ঘ) নাট্যগ্রন্থ
উ: খ
৫.আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়?
ক) মানব-মর্যাদা
খ) পরোপকার
গ) মানব কল্যাণ
ঘ) মনুষ্যত্ববোধ
উ:ক
৬.‘ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?
ক) দাতাকে
খ) মহৎ হৃদয়কে
গ) গ্রহীতাকে
ঘ) শুভাকাঙ্ক্ষীকে
উ:ক
৭.কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক?
ক) জনগণ
খ) সমাজ
গ) পরিবার
ঘ)রাষ্ট্র
উ:ঘ
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- অধ্যায় -১ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সাজেশন
- অধ্যায় -২ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন
- অধ্যায়-৩ প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সাজেশন
- অধ্যায় -৪ বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা সাজেশন
- অধ্যায় -৫বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট সাজেশন
- অধ্যায়-৬ বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সাজেশন
- অধ্যায়:৭ বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক সাজেশন
- অধ্যায়:৮ বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাজেশন
- অধ্যায়:৯ বাংলাদেশের সমস্যা ও প্রতিকারের উপায় সাজেশন
- অধ্যায়:১০ বাংলাদেশের সামাজিক উন্নয়ন সাজেশন
৮.‘মানব-কল্যাণ' প্রবন্ধানুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি?
ক) অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা
(খ) জাতীয় রপ্তানির পরিমাণ বাড়ানো
(গ) জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলা
(ঘ) জাতির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা
উ:গ
৯.সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি?
ক) পরিবার
খ) গোত্র
গ) দল
ঘ)ব্যক্তি
উ:ক
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)
10. Relationship is the fundamental truth of the world of appearance. '- উক্তিটি কার?
ক) আবুল ফজলের
খ)রবীন্দ্রনাথ ঠাকুরের
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ) কাজী নজরুল ইসলামের
উ:খ
১১. অনুগ্রহ বা আনুকূল্য পেয়েছে এমন ব্যক্তিকে কী বলে?
ক)গ্রহীতা
খ) দাতা
(গ) অনুগৃহীতা
ঘ) অনুগ্রহকারী
উ:গ
১২. 'র্যাশনাল' শব্দের আভিধানিক অর্থ কী?
ক) বিচারবুদ্ধিসম্পন্ন
খ) মানসিকতাসম্পন্ন
গ) জাতীয়তাবোধসম্পন্ন
ঘ) আচরণগত
উ:ক
সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- ১ম অধ্যায় : সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সাজেশন
- অধ্যায়-২ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সাজেশন
- অধ্যায়-৩ সামাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সাজেশন
- অধ্যায়-৪ সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সাজেশন
- অধ্যায়-৫সামাজিক প্রতিষ্ঠান সাজেশন
- অধ্যায়-৬ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সাজেশন
- অধ্যায়-৭ সামাজিকরণ প্রক্রিয়া সাজেশন
- অধ্যায়-৮ সামাজিক স্তরবিন্যাস ও অসমতা সাজেশন
- অধ্যায়-৯ সামাজিক ব্যবস্থা সাজেশন
- অধ্যায়-১o বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সাজেশন
- অধ্যায়-১১ সামাজিক পরিবর্তন সাজেশন
১৩. 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল কথা কী?
ক) নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যার মোকাবিলা
খ) বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারের ব্যবহার
গ)মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার
ঘ) মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ
উ:ঘ
১৪. মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক) মানুষের বোধশক্তি নষ্ট হওয়াকে
খ) মানুষের অকল্যাণ সাধিত হওয়াকে
গ) মানুষের অভাব দীর্ঘস্থায়ী হওয়াকে
ঘ)মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে
উ:ঘ
আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15)
১৫. সত্যিকার মানব-কল্যাণ কীসের ফসল?
ক)প্রগতিশীল দৃষ্টিভঙ্গির
খ) মহৎ চিন্তা-ভাবনার
গ)সাহায্য-সহযোগিতার শীর
ঘ) দৃষ্টিভঙ্গি পরিবর্তনের
উ:খ
১৬. 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?'— এ অবিস্মরণীয় সাহিত্যিক উক্তিটি কার?
ক) আবুল ফজলের
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ) কাজী নজরুল ইসলামের
উ:গ
১৭. 'Human dignity' বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক) মানব-মর্যাদাকে
খ) মানবিকতাকে
গ) মানবধর্মকে
ঘ) মানবাধিকারকে
উ: ক
১৮. অস্তিত্ববাদের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Imperialism
খ) Nepotism
গ) Moralism
ঘ) Existentialism
উ: ঘ
১৯. সামাজিক পরিণতি-এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Social distance
খ) Social discrimination
গ) Social behaviour
ঘ) Social consequence
উ: ঘ
২০. সংকীর্ণতা ও গোঁড়ামিমুক্ত উদার মানসিকতার চর্চাকে কী বলে?
ক) মানবিকতা
খ উদারতা
গ) অসাম্প্রদায়িকতা
ঘ) মুক্তবুদ্ধি
উ: ঘ
২১. বিচক্ষণ বা যুক্তিসম্মত শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Rational
খ)Social Consequence
গ)Existentialism
ঘ) Human dignity
উ: ক
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
- IHT&MATS এর বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর পদার্থবিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS এর রসায়ন ১০০% কমন সাজেশন
- IHT & MATS এর জীববিজ্ঞান ১০০% কমন সাজেশন
- IHT&MATS ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ MCQ
- IHTভালো নাকি MATS ভালো (ডিপ্লোমা নার্সিং)কোনটি পড়া উচিত?
২২. 'মানব কল্যাণ' প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) চৌচির
খ) রাঙা প্রভাত
গ) মানবতন্ত্র
ঘ) মাটির পৃথিবী
উ: গ
২৩. লেখকের মতে, মানবকল্যাণ কী?
ক) মানুষের সম্যক মঙ্গলের প্রয়াস
খ) মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস
গ) মানুষের স্বাপ্নিক মঙ্গলের প্রয়াস
ঘ) মানুষের ব্যক্তিক মঙ্গলের প্রয়াস
উ: খ
এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান
এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ পদার্থবিজ্ঞান MCQ সমাধান
এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ সমাধান
মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1
তাহারেই পড়ে মনে কবিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অন্যান্য বিষয় সমূহ:
এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url