এইচএসসি বিলাসী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

Bilasi-Admission


বিলাসী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :অপরিচিতা 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  •  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন— ১৮৭৬ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে।
  •  শরৎচন্দ্রের শিল্পীমানসের মৌল বৈশিষ্ট্য- মানবতা ও মানবপ্রেম।
  •  শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা— কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত 'মন্দির' নামক গল্প ।
  •  শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি পান— ১৯৩৬ সালে।
  •  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন— ১৯৩৮ খ্রিষ্টাব্দে কলকাতায় । 
  •  মৃত্যুঞ্জয়কে সেবা করে যমের মুখ থেকে ফিরিয়েছে— সাপুড়েকন্যা বিলাসী। 
  •  সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা - শিকড় বিক্রি ।
  • গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো- খরিশ গোখরার দংশনে। 
  •  হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী— বীণাপাণি ।
  • বিখ্যাত সমুদ্র বন্দর এডেন— লবণ তৈরির জন্য প্রসিদ্ধ। 
  •  মোগল সম্রাট আকবরের পিতা— হুমায়ুন ।
  •  ‘সত্য’ যুগ হলো হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের— প্রথম যুগ।
  •  ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বিখ্যাত ও সুপ্রাচীন তীর্থক্ষেত্র— কাশী। 
  •  ‘ধুচুনি’ হলো— চাল ইত্যাদি ধোয়ার জন্য বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি।
  •  হিন্দু ধর্মমতে মনসা হলো— সাপের দেবী ।
  •  'বিলাসী' গল্পটি প্রথম প্রকাশিত হয়— 'ভারতী' পত্রিকায় ১৯১৮ সালে। 
  •  'বিলাসী' গল্পটি প্রথম প্রকাশিত হয়- 'ভারতী' পত্রিকার বৈশাখ সংখ্যায়। 
  •  'বিলাসী' গল্পে লেখকের অবস্থা- উত্তম পুরুষে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১. “ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে।- এ উক্তিটি কোন গল্পে আছে? 

[ঢা: বি: ঘ-২০০১-২০০২]

(ক) বিলাসী 

(খ) একুশের গল্প 

(গ) সৌদামিনী মালো

(ঘ) একই সমতলে

উ: ক

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২.'এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে, মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন?- অংশটুকু কোন গল্প থেকে নেওয়া হয়েছে? 

[ঢা: বি: গ-২০০০-২০০১]

(ক) হৈমন্তী

(খ) বিলাসী 

(গ) যৌবনের গান

(ঘ) জীবন ও বৃক্ষ

উ: খ

৩. 'বিলাসী' গল্পে কে, কাকে অন্নপাপের জন্যে দায়ী করেছে?

[ঢা: বি: গ-২০০০-২০০১]

(ক) মৃত্যুঞ্জয়ের লোভী খুড়া মৃত্যুঞ্জয়কে

(খ) মৃত্যুঞ্জয় লোভী খুড়াকে

(গ) ভূদেব বাবু নারায়ণকে

(ঘ) শ্রীকৃষ্ণ নারায়ণকে

উ: ক

৪. মৃত্যুঞ্জয়ের জাত কী ছিল? 

[ঢা: বি: ক-২০০০-২০০১]

(ক) সদ ব্রাহ্মণ

(খ) কায়স্থ

(গ) শূদ্র

(ঘ) বৈশ্য

উ: খ

৫.'তাহার হাতের উল্টা পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। এখানে কার হাতের কথা বলা হয়েছে?

[ঢা: বি: ক-২০০০-২০০১]

(ক) মৃত্যুঞ্জয়ের

(খ) বিলাসীর

(গ) ন্যাড়ার

(ঘ) শাহজীর

উ: ক

৬. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?

[ঢা: বি: গ-১৯৯৯-২০০০]

(ক) চরিত্রহীন

(খ) দেনাপাওনা

(গ) নৌকা ডুবি

(ঘ) গৃহদাহ

উ: গ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

৭. 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল? 

[ঢা: বি: পৃ-১৯৯৮-৯৯]

(ক) এক মাস

(খ) এক মাস সাত দিন

(গ) আড়াই মাস

(ঘ) দেড় মাস

উ: ঘ

৮.‘তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না?'বিলাসী' গল্পে উক্ত বস্তুটি কী? 

[ঢা: বি: অ-১৯৯৭-১৯৯৮]

(ক) সেবাযত্ন

(খ) সহানুভূতি

(গ) কর্তব্যবোধ

(ঘ) প্রেম

উ: ঘ

৯. 'বিলাসী' গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কী করতেন?

[ঢা: বি: ক-২০০৩-২০০৪]

(ক) খুশি হতেন

(খ) উৎসাহিত হতেন 

(গ) বাধা দিতেন

(ঘ) পিতাকে ডেকে আনতেন

উ: গ

১০.সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে – 

[ঢা: বি: গ-২০০৩-২০০৪]

(ক) ১৯২৭ সালে

(খ) ১৯৩৩ সালে

(গ) ১৯৩৬ সালে

(ঘ) ১৯৪০ সালে

উ: গ

১১. 'বিলাসী' গল্পে বিলাসীর মৃত্যু হয় কীভাবে? 

[ঢা: বি: ঙ ২০০৩-২০০৪]

(ক) অসুখে

(খ) অনাহারে 

(গ) সর্পদংশনে

(ঘ) বিষপানে

উ: ঘ

১২. কাগজ তো ইঁদুরেও আনতে পারে'-'বিলাসী' গল্পে এ উক্তি কার?

চ. বি. অ. উ.প ২০১৪-২০১৫ ঢা: বি: ক-২০০৩-২০০৪] 

(ক) বিলাসীর

(খ) মৃত্যুঞ্জয়ের

(গ) খুড়ার

(ঘ) মৃত্যুঞ্জয়ের বন্ধুর

উ: খ

১৩. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?

[ঢা: বি: গ-২০০২-২০০৩]

(ক) পল্লীসমাজ

(খ) দেনাপাওনা

(গ) দেবদাস

(ঘ) চোখের বালি

উ: ঘ

১৪. স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে?

[ঢা:বি:ঘ ২০০৮-২০०৯]

(ক) পনেরো 

(খ) দশ

(গ) সাত

(ঘ) পাঁচ

উ: গ

১৫. 'ধুচুনি' শব্দের অর্থ হলো-

 [চা: বি: ২০০৮-২০০৯]

(ক) বেতের ঝুড়ি

(খ) বাঁশের ঝুড়ি

(গ) টিনের কৌটা

(ঘ) চটের বস্তা

উ: খ

১৬. 'বিলাসী' গল্পে ভূদেব বাবু কে?

[ঢা: বি:ক ২০০৮-২০০৯; জাতী, বিশ্ব, বি.বি. ২০০৯-২০১০]

(ক) মৃত্যুঞ্জয়ের কাকা

(খ) একজন লেখক

(গ) গ্রামের মোড়ল

(ঘ) স্কুল শিক্ষক

উ: খ

১৭. 'সরণ' প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত?

[ঢা: বি: ভ: প: 'খ' ইউনিট ২০০৫-২০০৬] 

(ক) বিপাসী

(খ) হৈমন্তী 

(গ) একুশের গল্প

(ঘ) সৌদামিনী মালো

উ: ক

১৮. 'গ্রেচ্ছদেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়াতাহার গায়ে হাত তুলিতে নাই'-কথাটি যে গল্প হতে নেওয়া হয়েছে, তার নাম- 

[ঢা: বি:ভ: প: 'গ' ইউনিট ২০০৫-২০০৬]

(ক) হৈমন্তী 

(খ) বিলাসী 

(গ) অর্ধাঙ্গী

(ঘ) শকুন্তলা 

উ: খ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৯. বিলাসীর ওপর আক্রমণের কারণ কী?

[জা: বি: অ. ভ. প (বিজ্ঞান) ২০১৪-২০১৫]

(ক) ভাইপোকে উচিত শিক্ষা দেওয়া

(খ) গ্রামের সম্মান বাঁচানো

(গ) অন্নপাপ থেকে ভাইপোকে উদ্ধার

(ঘ) মিত্তির বংশের মর্যাদা রক্ষা

উ: গ

২০. স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া আমরা তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম।' কাকে?

[জা: বি: অ. ভ. প (বিজ্ঞান) ২০১৪-২০১৫] 

(ক) হৈমন্তীকে 

(খ) বিলাসীকে

(গ) সৌদামিনীকে

(ঘ) রেণুকে

উ: খ

২১. মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল-

[জা: বি: অ: ভ: প: (বিজ্ঞান) ২০১১-১২]

(ক) কুড়ি-পঁচিশ বিঘা

(খ) বিশ-পঁচিশ বিঘা

(গ) দশ-পনেরো বিঘা

(ঘ) পনেরো-কুড়ি একর

উ: ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২২. 'শেষ প্রশ্ন' উপন্যাসের লেখক কে? 

[চ. বি. অ. উ. প ২০১৪-২০১৫]

(ক) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

(খ) সুফিয়া কামাল

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) কাজী নজরুল ইসলাম

উ: ক

২৩. কোনটি শরৎচন্দ্রের রচনা? 

[চ. বি. অ. উ.প ২০১৪-২০১৫]

(ক) জীবন আমার বেনে

(খ) কৃষ্ণকান্তের উইল 

(গ) তিথিডোর

(ঘ) বৈকুণ্ঠের উইল

উ: খ

২৪. বিলাসী গল্পে ন্যাড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়ে এসেছে?

[চ.বি. ম. উ. প ২০১৪-২০১৫ (জীব বিজ্ঞান)]

(ক) গরম জলে 

(গ) কাশি

(গ) কামরূপে

(ঘ) মেঘালয়ে 

উ: গ

২৫. 'অকালকুষ্মাণ্ডটা একটা সাপুড়ের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। উক্তিটি কার সম্পর্কে? 

[চ: বি: ঘ-২০০২-২০০৩]

(ক) বিলাসী 

(খ) ছোট বাবু 

(গ) খুড়া

(ঘ) মৃত্যুঞ্জয়

উ: ঘ

২৬. 'আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।'- উক্তিটি কোন গল্প থেকে নেয়া হয়েছে? 

[চ: বি: চ-২০০২-২০০৩]

(ক) শকুন্তলা 

(খ) হৈমন্তী 

(গ) বিলাসী

(ঘ) ভাষার কথা

উ: গ

২৭. 'অতিকায় হস্তী লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।'- কোন রচনার অংশ? 

[চ: বি:চ -২০০১-২০০২]

(ক) হৈমন্তী 

(খ) বিলাসী 

(গ) অর্ধাঙ্গী

(ঘ) সৌদামিনী মালো

উ: খ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২৮. ‘স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম'। কাকে কে টেনে নিয়ে চলল? 

[জা:বি: অ: ড: প: (মানবিক) ২০১২-১৩]

(ক) হৈমন্তীকে তার বাবা

(খ) মৃত্যুভয়কে গল্পের কথক

(গ) বিলাসীকে মৃত্যুঞ্জয়ের খুড়ো ও গ্রামবাসী

(ঘ) মৃত্যুঞ্জয়কে পুলিশ

উ: গ

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url