এইচএসসি বিলাসী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
বিলাসী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
HSC বাংলা ১ম পত্র ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর প্রশ্নপত্রসহ উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
পেজ সূচিপত্র :অপরিচিতা
তথ্যকণিকা(Information)
অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন— ১৮৭৬ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে।
- শরৎচন্দ্রের শিল্পীমানসের মৌল বৈশিষ্ট্য- মানবতা ও মানবপ্রেম।
- শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা— কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত 'মন্দির' নামক গল্প ।
- শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি পান— ১৯৩৬ সালে।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন— ১৯৩৮ খ্রিষ্টাব্দে কলকাতায় ।
- মৃত্যুঞ্জয়কে সেবা করে যমের মুখ থেকে ফিরিয়েছে— সাপুড়েকন্যা বিলাসী।
- সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা - শিকড় বিক্রি ।
- গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো- খরিশ গোখরার দংশনে।
- হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী— বীণাপাণি ।
- বিখ্যাত সমুদ্র বন্দর এডেন— লবণ তৈরির জন্য প্রসিদ্ধ।
- মোগল সম্রাট আকবরের পিতা— হুমায়ুন ।
- ‘সত্য’ যুগ হলো হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের— প্রথম যুগ।
- ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বিখ্যাত ও সুপ্রাচীন তীর্থক্ষেত্র— কাশী।
- ‘ধুচুনি’ হলো— চাল ইত্যাদি ধোয়ার জন্য বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি।
- হিন্দু ধর্মমতে মনসা হলো— সাপের দেবী ।
- 'বিলাসী' গল্পটি প্রথম প্রকাশিত হয়— 'ভারতী' পত্রিকায় ১৯১৮ সালে।
- 'বিলাসী' গল্পটি প্রথম প্রকাশিত হয়- 'ভারতী' পত্রিকার বৈশাখ সংখ্যায়।
- 'বিলাসী' গল্পে লেখকের অবস্থা- উত্তম পুরুষে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১. “ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে।- এ উক্তিটি কোন গল্পে আছে?
[ঢা: বি: ঘ-২০০১-২০০২]
(ক) বিলাসী
(খ) একুশের গল্প
(গ) সৌদামিনী মালো
(ঘ) একই সমতলে
উ: ক
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
২.'এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে, মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন?- অংশটুকু কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
[ঢা: বি: গ-২০০০-২০০১]
(ক) হৈমন্তী
(খ) বিলাসী
(গ) যৌবনের গান
(ঘ) জীবন ও বৃক্ষ
উ: খ
৩. 'বিলাসী' গল্পে কে, কাকে অন্নপাপের জন্যে দায়ী করেছে?
[ঢা: বি: গ-২০০০-২০০১]
(ক) মৃত্যুঞ্জয়ের লোভী খুড়া মৃত্যুঞ্জয়কে
(খ) মৃত্যুঞ্জয় লোভী খুড়াকে
(গ) ভূদেব বাবু নারায়ণকে
(ঘ) শ্রীকৃষ্ণ নারায়ণকে
উ: ক
৪. মৃত্যুঞ্জয়ের জাত কী ছিল?
[ঢা: বি: ক-২০০০-২০০১]
(ক) সদ ব্রাহ্মণ
(খ) কায়স্থ
(গ) শূদ্র
(ঘ) বৈশ্য
উ: খ
৫.'তাহার হাতের উল্টা পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। এখানে কার হাতের কথা বলা হয়েছে?
[ঢা: বি: ক-২০০০-২০০১]
(ক) মৃত্যুঞ্জয়ের
(খ) বিলাসীর
(গ) ন্যাড়ার
(ঘ) শাহজীর
উ: ক
৬. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
[ঢা: বি: গ-১৯৯৯-২০০০]
(ক) চরিত্রহীন
(খ) দেনাপাওনা
(গ) নৌকা ডুবি
(ঘ) গৃহদাহ
উ: গ
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
৭. 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল?
[ঢা: বি: পৃ-১৯৯৮-৯৯]
(ক) এক মাস
(খ) এক মাস সাত দিন
(গ) আড়াই মাস
(ঘ) দেড় মাস
উ: ঘ
৮.‘তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না?'বিলাসী' গল্পে উক্ত বস্তুটি কী?
[ঢা: বি: অ-১৯৯৭-১৯৯৮]
(ক) সেবাযত্ন
(খ) সহানুভূতি
(গ) কর্তব্যবোধ
(ঘ) প্রেম
উ: ঘ
৯. 'বিলাসী' গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কী করতেন?
[ঢা: বি: ক-২০০৩-২০০৪]
(ক) খুশি হতেন
(খ) উৎসাহিত হতেন
(গ) বাধা দিতেন
(ঘ) পিতাকে ডেকে আনতেন
উ: গ
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
১০.সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে –
[ঢা: বি: গ-২০০৩-২০০৪]
(ক) ১৯২৭ সালে
(খ) ১৯৩৩ সালে
(গ) ১৯৩৬ সালে
(ঘ) ১৯৪০ সালে
উ: গ
১১. 'বিলাসী' গল্পে বিলাসীর মৃত্যু হয় কীভাবে?
[ঢা: বি: ঙ ২০০৩-২০০৪]
(ক) অসুখে
(খ) অনাহারে
(গ) সর্পদংশনে
(ঘ) বিষপানে
উ: ঘ
১২. কাগজ তো ইঁদুরেও আনতে পারে'-'বিলাসী' গল্পে এ উক্তি কার?
চ. বি. অ. উ.প ২০১৪-২০১৫ ঢা: বি: ক-২০০৩-২০০৪]
(ক) বিলাসীর
(খ) মৃত্যুঞ্জয়ের
(গ) খুড়ার
(ঘ) মৃত্যুঞ্জয়ের বন্ধুর
উ: খ
১৩. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?
[ঢা: বি: গ-২০০২-২০০৩]
(ক) পল্লীসমাজ
(খ) দেনাপাওনা
(গ) দেবদাস
(ঘ) চোখের বালি
উ: ঘ
১৪. স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে?
[ঢা:বি:ঘ ২০০৮-২০०৯]
(ক) পনেরো
(খ) দশ
(গ) সাত
(ঘ) পাঁচ
উ: গ
১৫. 'ধুচুনি' শব্দের অর্থ হলো-
[চা: বি: ২০০৮-২০০৯]
(ক) বেতের ঝুড়ি
(খ) বাঁশের ঝুড়ি
(গ) টিনের কৌটা
(ঘ) চটের বস্তা
উ: খ
১৬. 'বিলাসী' গল্পে ভূদেব বাবু কে?
[ঢা: বি:ক ২০০৮-২০০৯; জাতী, বিশ্ব, বি.বি. ২০০৯-২০১০]
(ক) মৃত্যুঞ্জয়ের কাকা
(খ) একজন লেখক
(গ) গ্রামের মোড়ল
(ঘ) স্কুল শিক্ষক
উ: খ
১৭. 'সরণ' প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত?
[ঢা: বি: ভ: প: 'খ' ইউনিট ২০০৫-২০০৬]
(ক) বিপাসী
(খ) হৈমন্তী
(গ) একুশের গল্প
(ঘ) সৌদামিনী মালো
উ: ক
১৮. 'গ্রেচ্ছদেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়াতাহার গায়ে হাত তুলিতে নাই'-কথাটি যে গল্প হতে নেওয়া হয়েছে, তার নাম-
[ঢা: বি:ভ: প: 'গ' ইউনিট ২০০৫-২০০৬]
(ক) হৈমন্তী
(খ) বিলাসী
(গ) অর্ধাঙ্গী
(ঘ) শকুন্তলা
উ: খ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১৯. বিলাসীর ওপর আক্রমণের কারণ কী?
[জা: বি: অ. ভ. প (বিজ্ঞান) ২০১৪-২০১৫]
(ক) ভাইপোকে উচিত শিক্ষা দেওয়া
(খ) গ্রামের সম্মান বাঁচানো
(গ) অন্নপাপ থেকে ভাইপোকে উদ্ধার
(ঘ) মিত্তির বংশের মর্যাদা রক্ষা
উ: গ
২০. স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া আমরা তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম।' কাকে?
[জা: বি: অ. ভ. প (বিজ্ঞান) ২০১৪-২০১৫]
(ক) হৈমন্তীকে
(খ) বিলাসীকে
(গ) সৌদামিনীকে
(ঘ) রেণুকে
উ: খ
২১. মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল-
[জা: বি: অ: ভ: প: (বিজ্ঞান) ২০১১-১২]
(ক) কুড়ি-পঁচিশ বিঘা
(খ) বিশ-পঁচিশ বিঘা
(গ) দশ-পনেরো বিঘা
(ঘ) পনেরো-কুড়ি একর
উ: ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
২২. 'শেষ প্রশ্ন' উপন্যাসের লেখক কে?
[চ. বি. অ. উ. প ২০১৪-২০১৫]
(ক) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
(খ) সুফিয়া কামাল
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কাজী নজরুল ইসলাম
উ: ক
২৩. কোনটি শরৎচন্দ্রের রচনা?
[চ. বি. অ. উ.প ২০১৪-২০১৫]
(ক) জীবন আমার বেনে
(খ) কৃষ্ণকান্তের উইল
(গ) তিথিডোর
(ঘ) বৈকুণ্ঠের উইল
উ: খ
২৪. বিলাসী গল্পে ন্যাড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়ে এসেছে?
[চ.বি. ম. উ. প ২০১৪-২০১৫ (জীব বিজ্ঞান)]
(ক) গরম জলে
(গ) কাশি
(গ) কামরূপে
(ঘ) মেঘালয়ে
উ: গ
২৫. 'অকালকুষ্মাণ্ডটা একটা সাপুড়ের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। উক্তিটি কার সম্পর্কে?
[চ: বি: ঘ-২০০২-২০০৩]
(ক) বিলাসী
(খ) ছোট বাবু
(গ) খুড়া
(ঘ) মৃত্যুঞ্জয়
উ: ঘ
২৬. 'আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না।'- উক্তিটি কোন গল্প থেকে নেয়া হয়েছে?
[চ: বি: চ-২০০২-২০০৩]
(ক) শকুন্তলা
(খ) হৈমন্তী
(গ) বিলাসী
(ঘ) ভাষার কথা
উ: গ
২৭. 'অতিকায় হস্তী লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।'- কোন রচনার অংশ?
[চ: বি:চ -২০০১-২০০২]
(ক) হৈমন্তী
(খ) বিলাসী
(গ) অর্ধাঙ্গী
(ঘ) সৌদামিনী মালো
উ: খ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
২৮. ‘স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম'। কাকে কে টেনে নিয়ে চলল?
[জা:বি: অ: ড: প: (মানবিক) ২০১২-১৩]
(ক) হৈমন্তীকে তার বাবা
(খ) মৃত্যুভয়কে গল্পের কথক
(গ) বিলাসীকে মৃত্যুঞ্জয়ের খুড়ো ও গ্রামবাসী
(ঘ) মৃত্যুঞ্জয়কে পুলিশ
উ: গ
মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1
তাহারেই পড়ে মনে কবিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অন্যান্য বিষয় সমূহ:
এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url