এইচএসসি বিদ্রোহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

bidrohi


 বিদ্রোহী

কাজী নজরুল ইসলাম

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • কাজী নজরুল ইসলামের জন্ম – ১৮৯৯ সালে।
  • বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিতি পান — কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম 
  • লেটোর দলে যোগ দেন— বারো বছর বয়সে। 
  • কাজী নজরুল ইসলাম সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন— বাঙালি পল্টনে। 
  • কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম— 'নবযুগ', ‘ধূমকেতু'। 
  • ভারত সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামকে প্রদত্ত উপাধি— পদ্মভূষণ। 
  • শিব পিণাক নামক ধনু হাতে ধারণ করেন বলে তাঁর নাম— পিণাক-পাণি । 
  • ‘নিদাঘ' শব্দের অর্থ— গ্রীষ্ম ।
  • অর্ফিয়াস হলেন— গ্রিক পুরাণের দেবতা।
  • 'হল' বা লাঙল হলো- বলরামের অস্ত্র।
  • ‘বিদ্রোহী' কবিতার রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
  • ‘বিদ্রোহী' কবিতাটি সংকলিত হয়— ‘অগ্নিবীণা' কাব্যগ্রন্থ থেকে । 
  • ‘বিদ্রোহী' কবিতাটি ‘অগ্নিবীণা' কাব্যগ্রন্থের— দ্বিতীয় কবিতা ।
  • বিদ্রোহী কবিতার শব্দার্থ কি?--উ:অগ্নিবীণা থেকে নেওয়া।
  • বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস বলতে কি বুঝায়? উ: 'বিদ্রোহী' কবিতায় কবি বিধবার বুকের ক্রন্দন-শ্বাস।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে  আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ 

১। 'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

ক) প্রেম ও দ্রোহ

খ) বিদ্রোহী ও বংশীবাদক

গ) বিদ্রোহী ও অত্যাচারিত 

ঘ) বিদ্রোহী ও বীরযোদ্ধা

উ: ক

২। ‘নবযুগ” কী? [অনুধাবন]

ক) নজরুল রচিত প্রবন্ধ গ্রন্থ 

খ) নজরুল রচিত উপন্যাস গ্রন্থ 

গ) নজরুল রচিত সম্পাদিত পত্রিকা 

ঘ) নজরুল রচিত অনূদিত নাটক

উ: গ

৩।বারো বছর বয়সে কবি কোথায় যোগ দেন?

ক) চাকরিতে

(খ) রুটির দোকানে

(গ) লেটোর দলে

ঘ) সেনাবাহিনীতে

উ: গ

৪. কখন কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে?

(ক) “বিদ্রোহী' কবিতা লেখার পর

(খ) 'বিদ্রোহী' কবিতা প্রকাশিত হওয়ার পর

গ) তিনি পত্রিকার সম্পাদক হওয়ার পর 

(ঘ) 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ লেখার পর

উ: খ

৫।  'সাম্যবাদী' কোন ধরনের সাহিত্যকর্ম?

ক) উপন্যাস

খ) নাটক

গ) ভ্রমণকাহিনি

ঘ) কাব্যগ্রন্থ

উ: ঘ

৬। কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন?

(ক) স্বাধীনতা পদক

খ) নোবেল পুরস্কার

গ) পুলিৎজার পুরস্কার

(ঘ) জগত্তারিণী স্বর্ণপদক

উ: ঘ

৭। কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

(ক) বিশ্ব-বিধাতার

খ) ভারত-মাতার

গ) জন্মভূমির

(ঘ) স্বীয় ধর্মের

উ: ক

৮। কবি নিজেকে পথিক কবির কী হিসেবে উপস্থাপন করেছেন?

ক) কবিতা 

খ) যন্ত্রসংগীত

গ) গভীর রাগিণী

ঘ) নিদাঘ-তিয়াসা

উ: গ

৯। ‘আমি শ্যামের হাতের বাঁশরী’— এখানে 'শ্যাম' বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) মহাদেবকে

খ) বিষ্ণুকে

গ) নারায়ণকে

ঘ) শ্রীকৃষ্ণকে

উ: ঘ

১০. কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করতে চান ? 

ক) শত্রুতার কারণে

খ) বিদ্রোহের অবসান ঘটাতে 

গ ক্ষাত্র শক্তিকে বিনষ্ট করতে

ঘ) পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য

উ: ঘ

১১. কবি নিজেকে বলরামের কী হিসেবে ঘোষণা করেছেন? 

খ)শিঙা

ক) হল

গ) হলাহল

ঘ)কুঠার

উ: ক

১২. কৰি অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন কেন?

ক) ক্ষমতা প্রদর্শনের জন্য

খ) বিশ্বকে শাসন করার জন্য

গ) তিনি বিদ্রোহী বলে

ঘ) ঘনব সৃষ্টির মহানন্দ লাভ করতে

উ: ঘ

১৩. কবি নিজেকে 'চির-বিদ্রোহী' বলেছেন কেন?

ক) তাঁর বিদ্রোহ নিরন্তর বলে

খ)তিনি আর্তের পক্ষে দ্রোহ করেন বলে

গ তাঁর বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে বলে 

ঘ) তাঁর বিদ্রোহে চিড় ধরে না বলে

উ: ক

১৪. ‘বিদ্রোহী' কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে কীসের তুলনা করা হয়েছে?

ক) দমকা হাওয়ার

গ মলয়-অনিলের

(খ) উত্তর-বায়ুর

(ঘ) এলানো চুলের

উ: ঘ

১৫. চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা?

(ক) আফগান

খ) আরবীয়

গ) মোঙ্গল

(ঘ) তুর্কি

উ: গ

১৬. শিব বা মহাদেবকে 'পিণাক-পাণি' বলা হয় কেন?

(ক) পিণাক নামে অস্ত্র ধারণ করেন বলে

খ) পিণাক নামে পুত্র আছে বলে 

গ) পিণাক নামে ধনু ধারণ করেন বলে

ঘ) পিণাক নামক পানীয় গ্রহণ করেন বলে

উ: গ

১৭. ‘নিদাঘ’ শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে?

ক) গ্রীষ্ম

খ) বর্ষা

গ) শরৎ

ঘ) হেমন্ত

উ: ক

১৮. অর্ফিয়াস কীভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন?

ক) গান গেয়ে

খ সুরের ইন্দ্রজাল বিস্তার করে

গ) শারীরিক সৌন্দর্য দেখিয়ে

ঘ) অর্থবিত্তের লোভ দেখিয়ে

উ: খ

১৯. পরশুরাম কত বার ক্ষত্রিয়দের নিধন করেন?

ক) একান্ন বার

(খ) এগারো বার

গ একুশ বার

(ঘ) একত্রিশ বার

উ: গ

২০. ‘বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের কততম কবিতা?

ক) প্রথম

গ তৃতীয়

খ) দ্বিতীয়

ঘ) চতুর্থ

উ: খ

২১. “বিদ্রোহী' কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির কীরূপ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে?

(ক) সদয়

খ)নির্দয় 

(গ) সদম্ভ

ঘ) বিনীত

উ: গ

২২। ‘বিদ্রোহী' কবিতায় কীসের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে?

ক) ধর্মের

খ) ঔপনিবেশিক শাসনের

গ) সমাজের

ঘ) ভণ্ড শাসকের

উ: খ

২৩. ঔপনিবেশিক ভারতবর্ষ বলতে কোন সময়কে নির্দেশ করে?

ক পাল যুগ

খ) বসেন যুগ 

গ) মোগল শাসনামল

(ঘ) ইংরেজ শাসনামল

উ: ঘ

২৪. 'বিদ্রোহী' কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে?

ক) অত্যাচারের অবসান

(গ) অত্যাচারীর নাশ

খ) অন্যায়ের শাস্তি বিধান 

(ঘ) পরাধীনতার অবসান

উ: ক

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url