এইচএসসি আমি কিংবদন্তির কথা বলছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
আমি কিংবদন্তির কথা বলছি
আবু জাফর ওবায়দুল্লাহ
HSC বাংলা ১ম পত্র ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর প্রশ্নপত্রসহ উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
পেজ সূচিপত্র :আমি কিংবদন্তির কথা বলছি
- তথ্যকণিকা(Information)
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- ইসলামী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- গার্হস্থ্য অর্থনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
- ঢাবি অধিভুক্ত ৭ কলেজ প্রশ্ন ও উত্তর
তথ্যকণিকা(Information)
অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
- আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। তিনি একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
- আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো: সাতনরী হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। এছাড়া ইংরেজি ভাষায়ও তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে ।
- এ কবিতায় ভালোবাসা, মা, বোন, ভাই ও সন্তানের প্রসঙ্গ এসেছে। শ্রমজীবী মানুষের প্রতি প্রকৃতির আশীর্বাদের কথা বলা হয়েছে ।
- কিংবদন্তি হলো— জনশ্রুতি।
- শ্বাপদ হলো— হিংস্র মাংসাশী শিকারি জন্তু।
- বিচলিত স্নেহ বলতে আপনজনের উৎকণ্ঠাকে বোঝানো হয়েছে।
- সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার সামর্থ অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা; কবিতাকে আত্মস্থ করা।
- কবিতায় ‘কিংবদন্তি' শব্দবন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১.‘আমার সময়' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
[পুন: ঘ ১৮-১৯]
(ক) দিলওয়ার
(খ) শামসুর রাহমান
(গ) সুফিয়া কামাল
(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উ: ঘ
২.‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি — কবিতা।'- শূন্যস্থানে কী বসবে?
[ক ১৬-১৭]
(ক) শব্দমালা
(খ) সত্য
(গ) সত্য শব্দ
(ঘ) শব্দরাশি
উ: গ
৩.‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান'। এই পক্তির শূন্যস্থানে বসবে যে শব্দ--
[খ ১৬-১৭]
(ক) স্বাধীনতা
(খ) মুক্তি
(গ) কবিতা
(ঘ) সংগীত
উ: গ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
৪. কোনটি গদ্যছন্দের কবিতা?
[ক ১৬-১৭]
(ক) বিভীষণের প্রতি মেঘনাদ
(খ) আমি কিংবদন্তির কথা বলছি
(গ) লোক-লোকান্তর
(ঘ) ঐকতান
উ: খ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
৫. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন ছন্দে রচিত?
[B ১৯-২০]
(ক) গদ্য
(খ) সমচরণ
(গ) মাত্রাবৃত্ত
(ঘ) অক্ষরবৃত্ত
উ: ক
৬. আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে—
[C ১৯-২০]
(ক) রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
(খ) মানবীয় সংকট ও সম্ভাবনা
(গ) শোষিত নিপীড়িত মেহনতি মানুষ
(ঘ) সমাজ ও রাজনীতি
উ: ক
৭. আবু জাফর ওবায়দুল্লাহর মতে, যে কবিতা শুনতে জানে না, সে কীসের অধিকার থেকে বঞ্চিত হবে?
[C ১৯-২০]
(ক) সমৃদ্ধির অধিকার
(খ) দিগন্তের অধিকার
(গ) শিল্পের অধিকার
(ঘ) সংস্কৃতির অধিকার
উ: খ
৮. জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ' ---
[১৮-১৯]
(ক) কবিতা
(খ) গল্প
(গ) উপন্যাস
(ঘ) নাটক
উ: ক
৯. কোন কবি রাষ্ট্রদূত ছিলেন?
[I ১৭-১৮; B ১৭-১৮; জাককানইবি AL ১৭-১৮]
(ক) আসাদ চৌধুরী
(খ) সিকদার আমিনুল হক
(গ) শহীদ কাদরী
(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উ: ঘ
১০. কবি উচ্চারিত সত্যের মতো কীসের কথা বলেছেন?
[B১৮-১৯]
(ক) আকাঙ্ক্ষার
(খ) কল্পনার
(গ) প্রত্যাশার
(ঘ) স্বপ্নের
উ: ঘ
১১. তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'— লাইনটি কোন কবির?
[C ১৭-১৮; [B ১৭-১৮]
(ক) আবু জাফর ওবায়দুল্লাহ
(খ) সিকান্দার আবু জাফর
(গ) হাসান হাফিজুর রহমান
(ঘ) সুফিয়া কামাল
উ: ক
১২. যে কর্ষণ করে, তাকে কী বলে?
[A ১৬-১৭]
(ক) কৃষক
(খ) কামার
(গ) কাঁসারি
(ঘ) রাখাল
উ: ক
খুলনা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১৩. ‘যে কবিতা শুনতে জানে না/সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে' কবিতাংশে 'কবিতা' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
[B ১৭-১৮]
(ক) ঐতিহ্যকথা
(খ) সত্যবাণী
(গ) মুক্তির আহ্বান
(ঘ) শান্তির সুর
উ: গ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
১৪. কোন কবি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন?
[B ২০-২১]
(ক) আবু জাফর ওবায়দুল্লাহ
(খ) সিকানদার আবু জাফর
(গ) শামসুর রাহমান
(ঘ) সুফিয়া কামাল
উ: ক
১৫. “আমি কবি ও কবিতার কথা বলছি' পাঠ্যবইয়ের কোন কবিতায় পঙ্ক্তি রয়েছে?
[D ১৭-১৮]
(ক) নতুন কবিতা
(খ) আমি কিংবদনিত্র কথা বলছি
(গ) রক্তে আমার অনাদি অস্থি
(ঘ) ব্ল্যাক-আউটের পূর্ণিমায়
উ: খ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
১৬. ‘সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা' কোন কবিতার চরণ?
[B ১৯-২০]
(ক) ঐকতান
(খ) রক্তে আমার অনাদি অস্থি
(গ) আমি কিংবদন্তির কথা বলছি
(ঘ) ফেব্রুয়ারি ১৯৬৯
উ: গ
১৭. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন ছন্দে রচিত?
[B ১৭-১৮]
(ক) স্বরবৃত্ত
(খ) মাত্রাবৃত্ত
(গ) অক্ষরবৃত্ত
(ঘ) গদ্য
উ: খ
১৮. ‘তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'— পঙক্তিটি কোন কবিতার?
[G ১৬-১৭]
(ক) লোক-লোকান্তর
(খ) সাম্যবাদী
(গ) আমি কিংবদন্তির কথা বলছি
(ঘ) তাহারেই পড়ে মনে
উ: গ
১৯. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
[B1 ১৬-১৭]
(ক) সাত নরীর হার
(খ) বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা
(গ) আমি কিংবদন্তির কথা বলছি
(ঘ) খাঁচার ভিতর অচিন পাখি
উ: গ
২০. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় শুদ্ধতার প্রতীক কোনটি?
[D3 ১৬-১৭]
(ক) মাটি
(খ) পর্বত
(গ) আগুন
(ঘ) পানি
উ: গ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
২১. “জিহ্বায় উচ্চারিত প্রতিটি কবিতা।' শূন্যস্থানে কী বসবে?
[C ১৯-২০]
(ক) শব্দমালা
(খ) সত্য
(গ) সত্য শব্দ
(ঘ) শব্দরাশি
উ: গ
২২. যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?
[C ১৬-১৭]
(ক) বন্দি
(খ) মূর্খ
(গ) ক্রীতদাস
(ঘ) অভাগা
উ: গ
২৩. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
[C ১৬-১৭]
(ক) শিক্ষা
(খ) অর্থনীতি
(গ) সংস্কৃতি
(ঘ) কৃষি ও পানিসম্পদ
উ: ঘ
২৪. ‘কিংবদন্তি' শব্দের অর্থ কী?
[A ১৬-১৭]
(ক) কাহিনি
(খ) জনশ্রুতি
(গ) গল্প
(ঘ) ছড়া
উ: খ
ইসলামী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
২৫. 'আমি কিংবদন্তির কথা বলছি' কোন ধরনের রচনা?
[B ১৯-২০]
(ক) কবিতা
(খ) গল্প
(গ) নাটক
(ঘ) হুড়া
উ: ক
২৬. ‘তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল' চরণটি কোন কবিতার?
[B ১৭-১৮]
(ক) আমি কিংবদন্তির কথা বলছি
(খ) রক্তে আমার অনাদি অস্থি
(গ) এই পৃথিবীতে এক স্থান আছে
(ঘ) তাহারেই পড়ে মনে
উ: ক
২৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি বিচলিত স্নেহ বলতে কী বুঝিয়েছেন?
[H ১৭-১৮]
(ক) স্নেহের অভাব
(খ) আপনজনের স্নেহ
(গ) স্নেহের আশঙ্কা
(ঘ) আপনজনের উৎকণ্ঠা
উ: ঘ
২৮. মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে কেন?
[H ১৬-১৭]
(ক) হিংস্রতার কারণে
(খ) ফসল ফলানোর জন্য
(গ) কাদা মাটির কারণে
(ঘ) ফসল কাটার জন্য
উ: খ
২৯.‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে নিম্নোক্ত কোন ভাবটি মুখ্য হয়ে এসেছে?
[C ১৬-১৭]
(ক) শাসকদের প্রতি সকলের নতজানু হওয়া
(খ) শাসক শ্রেণি সম্পর্কে জনমনে ব্যাপক ভীতি
(গ) পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও করুণা
(ঘ) স্বাধীনতা রক্ষা করতে না পারার আশঙ্কা
উ: ঘ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
৩০. আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
[D ১৮-১৯]
(ক) ঝালকাঠি
(খ) স্বরূপকাঠি
(গ) ক্ষুদ্রকাঠি
(ঘ) বাবুকাঠি
উ: গ
৩১.'জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা' লাইনটি কোন কবিতার অংশ?
[D ১৮-১৯]
(ক) আঠারো বছর বয়স
(খ) সাম্যবাদী
(গ) আমি কিংবদন্তির কথা বলছি
(ঘ) সেই অস্ত্র
উ: গ
৩২. কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত?
[D ১৭-১৮]
(ক) সাত নরী হার
(খ) আসমানের কান্না
(গ) বন্দী শিবির থেকে
(ঘ) মায়া কাজল
উ: ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর
৩৩. ‘কিংবদন্তি” শব্দটির অর্থ কী?
[C ১৮-১৯]
(ক) কিংকর্তব্যবিমূঢ়
(খ) ইতহাস
(গ) খ্যাতি
(ঘ) জনশ্রুতি
উ: ঘ
৩৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে পুত্রগণের কথা বলা হয়েছে তারা হলেন—
[C ১৮-১৯]
(ক) কুৎসিত
(খ) দীর্ঘদেহী
(গ) স্থূলদেহী
(ঘ) খর্বদেহী
উ: খ
গার্হস্থ্য অর্থনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর
৩৫. কে আজন্ম ক্রীতদাস থেকে যাবে বলে কবি মনে করেন?
[মানবিক ২০-২১]
(ক) যে গল্প শুনতে জানে না
(খ) যে কবিতা লিখতে পারে না
(গ) যে কবিতা শুনতে জানে না
(ঘ) যে গল্প লিখতে পারে না
উ: গ
৩৬. ‘সশস্ত্র সুন্দরের অনিবার্য -- কবিতা – চরণটির শূন্যস্থানে আছে—
[১৬-১৭]
(ক) উত্থান
(খ) অভ্যুত্থান
(গ) প্রকাশ
(ঘ) সম্প্রকাশ
উ: খ
ঢাবি অধিভুক্ত ৭ কলেজপ্রশ্ন ও উত্তর
৩৭. 'যে কবিতা শুনতে জানে না' সে কীসের আর্তনাদ শুনবে?
(ক) সত্যের
(খ) মিথ্যার
(গ) আর্তমানুষের
(ঘ) ঝড়ের
উ: ঘ
৩৮. কবির পূর্বপুরুষের দেহে কোথায় রক্তজবার মতো ক্ষত ছিল?
(ক) বুকে
(খ) গলায়
(গ) পিঠে
(ঘ) পায়ে
উ: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url