এইচএসসি আমার পথ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

Amar poth Admission

আমার পথ

কাজী নজরুল ইসলাম

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :আমার পথ

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • ‘আমার পথ’ প্রবন্ধের লেখকের মতে, মানুষ নিজেই তার নিয়ন্ত্রক। 
  • আত্মসম্মান আর অহংকার এক বিষয় নয়, আত্মসম্মান না থাকলে নিজেকে চেনা যায় না, মিথ্যা 
  • বিনয়ের চেয়ে সত্যের অহংকার অনেক ভালো। কারণ বিনয় আত্মসম্মানকে ছোট করে দেখে ।
  • স্পষ্ট কথা বলা ও নিজের ওপর অটুট বিশ্বাস রাখা প্রয়োজন। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা থাকে।
  • মহাত্মা গান্ধী নিজের প্রতি অটুট বিশ্বাস রাখতে পেরেছেন বলেই সমগ্ৰ ভারতবাসীকে এক করতে পেরেছেন ।
  • যার ভিত্তি দুর্বল, তাকে টিকিয়ে রাখার দরকার নেই। পুরাতনকে বিসর্জন দিয়ে সেখানে নতুন ভিত্তি স্থাপন করা প্রয়োজন ।
  • ভুলকে ভুল বলে আর ঠিককে ঠিক বলে স্বীকার করার ক্ষমতা থাকতে হবে। কারণ ভুলের মধ্য দিয়েই সঠিকের সন্ধান পাওয়া যায় ।
  • মানবধর্ম সবচেয়ে বড় ধর্ম। এ ধর্মকে লালন করতে পারলে পৃথিবীতে আর কোনো বৈষম্য থাকবে না ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১. কাজী নজরুল ইসলামের মতে, কীসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়?

[ক ২০-২১] 

(ক) মনুষ্যত্ব

(খ) ধর্ম

(গ) সংগ্রাম

(ঘ) ভুল

উ: ঘ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২.'আমার পথ' প্রবন্ধে পথপ্রদর্শক কে?

[ক ১৯-২০; খ ১৬-১৭; জাককানইবি গ ১৬-১৭] 

(ক) ধর্ম

(খ) সত্য

(গ) দেশ 

(ঘ) নেতা

উ: খ

৩. মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো— 

[খ. ১৭-১৮]

(ক) অহংকার

(খ) সত্য

(গ) লোকভয়

(ঘ) ভণ্ডামি

উ: ক

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

৪. 'মৃত্যু-ক্ষুধা' উপন্যাসটি কার লেখা? 

[গ ১৭-১৮; জাবি- C ১৭-১৮]

(ক) সৈয়দ শামসুল হক

(খ) শওকত ওসমান

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) শওকত আলী

উ: গ

৫. নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন— 

[ঘ ১৭-১৮]

(ক) ভক্তি

(খ) পরাবলম্বন

(গ) আত্মাবলম্বন

(ঘ) শক্তি

উ: গ

৬. কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু সন— 

[ঘ ১২-১৩]

(ক) ১৮৯৯-১৯৭৪

(খ) ১৮৯৮-১৯৭৫

(গ) ১৮৯৯-১৯৭৬

(ঘ) ১৮৯৯-১৯৭৭

উ: গ

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

৭. কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম — 

[ক ১৭-১৮]

(ক) প্রগতি, কবিতা

(খ) গণকণ্ঠ, শিখা

(গ) নবযুগ, ধূমকেতু

(ঘ) সওগাত, সমকাল

উ: গ

৮. ‘আগুনের সম্মার্জনা’ বলতে কাজী নজরুল ইসলাম কী বুঝিয়েছেন?

[ক ১৭-১৮]

(ক) পরিষ্কার করা

(খ) আগুনের ঝাড়ু

(গ) আগুনের স্ফুলিঙ্গ

(ঘ) ধূমকেতু

উ: ক

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-14)

৯. কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রু হলো— 

[খ ১৮-১৯]

(ক) যাদের মধ্যে মিথ্যার বেসাতি

(খ) যাদের মধ্যে 'আমিত্ব' নেই

(গ) যারা প্রতারণা করে

(ঘ) যারা অন্যকে গুরু বলে মানে

উ: ঘ

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১০. ‘আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে? 

[B ২০-২১]

(ক) ভণ্ডামি দূর করতে

(খ) স্বাধীন হওয়ার জন্য

(গ) মিথ্যাকে পরিহার করতে

(ঘ) দেশের উন্নতির লক্ষ্যে

উ: ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১১. কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? 

[B ১৭-১৮] 

(ক) লাঙল 

(খ) সন্দেশ 

(গ) কালিন্দী

(ঘ) কল্লোল

উ: ক

সমাজবিজ্ঞান ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১২. বস্তুত তখন থেকেই নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠে,যখন তিনি --

[C ১৯-২০]

(ক) বারো বছর বয়সে লেটোর দলে যোগ দেন 

(খ) উনিশ বছর বয়সে বাঙালি পল্টনে যোগ দেন 

(গ) ১৯২০ সালে বাঙালি পল্টন থেকে কলকাতা ফেরেন 

(ঘ) ১৯২২ সালে 'বিদ্রোহী' প্রকাশ করেন

উ: ক

১৩. কোন রচনাগুচ্ছ কাজী নজরুল ইসলামের? 

[C ১৭-১৮]

(ক) বনগীতি, সুর সাফা, সুরশতদল 

(খ) পরিত্রাণ কাব্য, গাথা, আহ্বান 

(গ) আনন্দময়ী, বিশ্রাম, শেষ দান 

(ঘ) বাণী, কল্যাণী, অমৃত

উ: ক

১৪.কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? 

[গ-১৫-১৬]

(ক) ১৩০৮

(খ) ১৫০৬

(গ) ১৩০৬

(ঘ) ১৪০৫

উ: গ

আর পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় : ২০২১-২০২২শর্টকাট টেকনিক সহ সমাধান(Part-15) 

১৫. কোনটি কাজী নজরুল ইসলামের কবিতা নয়? 

[D ১৬-১৭]

(ক) মানুষ

(খ) আমার পথ

(গ) জীবন-বন্দনা

(ঘ) সাম্যবাদী

উ: খ

১৬. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন না? 

[E ১৯-২০]

(ক) ধূমকেতু

(খ) নবযুগ 

(গ) লাঙল 

(ঘ) প্রবাসী

উ: ঘ

১৭. নজরুলের মতে, 'ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে — পাওয়া যায়।' শূন্যস্থানে কী হবে? 

[C ১৯-২০]

(ক) স্রষ্টাকে 

(খ) সত্যকে

(গ)  ধর্মকে

(ঘ) আত্মাকে

উ: খ

১৮. সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্বতা, তাই তো —। শূন্যস্থানে নিচের কোনটি হবে? 

[C ১৯-২০]

(ক) আত্মা 

(খ) অনুভব

(গ) চিত্ত

(ঘ) মনুষ্যত্ব

উ: ক

 IHT & MATS এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

১৯. ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন, কী উপাধিতে ভূষিত করে? 

[C ১৯-২০]

(ক) ১৯৬০ সালে 'পদ্মভূষণ'

(খ) ১৯৬২ সালে 'ভারতরত্ন'

(গ) ১৯৬০ সালে 'পদ্মবিভূষণ'

(ঘ) ১৯৬০ সালে 'পদ্মশ্রী'

উ: ক

২০. নজরুলের মতে, কোন ধরনের বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো? 

[C ১৯-২০]

(ক) যে বিনয় মানুষকে স্বার্থপর করে, মাথা নত করতে শেখায় 

(খ) যে বিনয় সত্য প্রকাশে কুণ্ঠিত, মিথ্যাকে মাথায় তুলে নাচে 

(গ) যে বিনয় মানুষকে ছোট করে, মাথা নিচু করে আনে 

(ঘ) যে বিনয় মানুষকে কুঞ্চিত করে, মিথ্যাকে মাথায় করে রাখে 

উ: গ

২১. নজরুলের মতে, মিথ্যাকে কে ভয় করে? 

[C ১৯-২০]

(ক) যার মনে দুশ্চিন্তা

(খ) যার মনে দুর্বলতা

(গ) যার মনে ভয়

(ঘ) যার মনে লোভ

[বি.দ্র. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে লাইনটি হবে; যার মনে মিথ্যা, সে-ই মিথ্যাকে ভয় করে।

২২. ‘আমার পথ' প্রবন্ধে নজরুল নিজেকে কী সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন? 

[C ১৯-২০]

(ক) অভিশাপ-রথের সারথি 

(খ) সত্য-পথের কর্ণধার

(গ) রক্তাক্ত-পথের পথিক

(ঘ) অভিনব-সত্যের কাণ্ডারি

উ: ক

২৩. কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাক হন—

[C ১৯-২০]

(ক) চল্লিশ বছর বয়সে

(খ) একচল্লিশ বছর বয়সে

(গ) বিয়াল্লিশ বছর বয়সে

(ঘ) তেতাল্লিশ বছর বয়সে

উ: ঘ

২৪. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত?

[F ১৯-২০]

(ক) শিউলিমালা

(খ) অগ্নি-বীণা

(গ) বাঁধন-হারা

(ঘ) ব্যথার দান

উ: গ

২৫. 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কে মিথ্যাকে ভয় করে? 

[F ১৯-২০]

(ক) যার মনে মিথ্যা

(খ) যার মনে সত্য

(গ) যে বিপথগামী

(ঘ) যে লোকভয় করে

উ: ক

২৬. ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।' উক্তিটি কার ও কোন রচনার? 

[C ১৮-১৯]

(ক) আনিসুজ্জামান, 'জাদুঘরে কেন যাব'

(খ) মোতাহের হোসেন চৌধুরী, 'জীবন ও বৃক্ষ'

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 'বিলাসী'

(ঘ) কাজী নজরুল ইসলাম, 'আমার পথ'

উ: ঘ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২৭. 'মানুষ-ধৰ্মই সবচেয়ে বড় ধর্ম' কথাটি কে, কোন রচনায় বলেছেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'মানুষের ধর্ম' গ্রন্থে 

(খ) কাজী নজরুল ইসলাম তাঁর 'আমার পথ' রচনায় 

(গ) কাজী নজরুল ইসলাম তাঁর 'মানুষ' কবিতায়

(ঘ) মুকুন্দরাম চক্রবর্তী তাঁর 'চণ্ডীমঙ্গল' কাব্যে

উ: গ

২৮. 'রাজবন্দীর জবানবন্দী' কে রচনা করেন? 

[A ২০-২১]

(ক) সুকান্ত ভট্টাচার্য

(খ) আবুল ফজল

(গ) আবুল হুসেন 

(ঘ) কাজী নজরুল ইসলাম

উ: ঘ

২৯. নজরুলের 'সাম্যবাদী' কাব্যটির প্রকাশকাল - 

[C ২০-২১]

(ক) ১৯২৫

(খ) ১৯২৮ 

(গ) ১৯২৬ 

(ঘ) ১৯২২

উ: ক

৩০. স্পষ্ট কথা বলায় একটি অবিনয় নিশ্চয় থাকে তোমার পঠিত কোন রচনা থেকে নেওয়া হয়েছে? 

[C ১৭-১৮]

(ক) চাষার দুক্ষু

(খ) জীবন বৃক্ষ

(গ) আমার পা

(ঘ) বিড়াল

উ: গ

৩১. ‘আমার পথ' প্রবন্ধে কোন বিশ্বনেতার কথা বলা হয়েছে? 

[E ১৭-১৮]

(ক) নেলসন ম্যান্ডেলা

(খ) মহাত্মা গান্ধী

(গ) জর্জ ওয়াশিংটন

(ঘ) মাও সে তুং

উ: খ

৩২. ‘আমার পথ” প্রবন্ধে ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়?

[E ১৭-১৮]

(ক) ভুল স্বীকার করে

(খ) বারবার ভুল করে

(গ) ভুল চেপে রেখে

(ঘ) ভুল থেকে শিক্ষা নিয়ে

উ: ক

৩৩. নজরুলের প্রথম উপন্যাস কোনটি?

[খ ০৭-০৮, কুৰি ক ১৩-১৪; বেরোবি B ১৭-১৮]

(ক) ব্যথার দান

(খ) লালসালু

(গ) বাঁধন-হারা

(ঘ) রূপালী বাংলা

উ: গ

৩৪. কাজী নজরুল ইলামের গ্রন্থ কোনটি? 

[খ ১১-১২] 

(ক) ঘরে-বাইরে 

(খ) কুহেলিকা 

(গ) বলাকা

(ঘ) পঞ্চতন্ত্র

উ: খ

৩৫. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? 

[A ১৩-১৪] 

(ক) ছায়ানট

(খ) নতুন চাঁদ

(গ) ব্যথার দান 

(ঘ) চক্রবাক

উ: গ

৩৬. ‘রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের—

[E ১০-১৪, ছবি ও ০৯-১০]

(ক) কাব্যগ্রন্থ 

(খ) ছোটগল্প

(গ) প্রবন্ধগ্রন্থ 

(ঘ) উপন্যাস

উ: গ

৩৭. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ? 

[A ১৬-১৭ ]

(ক) কুহু ও কেকা

(খ) কুহেলিকা

(গ) শিউলিমালা

(ঘ) যুগ-বাণী

উ: ক

৩৮. আত্মবিশ্বাসহীন ব্যক্তি কীরূপ? 

[A ১৯-২০]

(ক) পরনির্ভরশীল

(খ) দাম্ভিক

(গ) দাস

(ঘ) অহিংস

উ: ক

৩৯. 'শিউলিমালা' কাজী নজরুলের - 

[A ১৮-১৯]

(ক) একটি কাব্য

(খ) একটি গল্পগ্রন্থ

(গ) উপন্যাস

(ঘ) নাটক

উ: খ

৪০. 'মরু-ভাস্কর' কোন ধরনের রচনা? 

[B ১৮-১৯]

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) প্রবন্ধ

(ঘ) জীবনীগ্রন্থ

উ: ঘ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪১. বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতা কে? 

[B ২০-২১]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) বুদ্ধদেব বসু

(ঘ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

উ: খ

৪২. 'আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে' কোন লেখকের উক্তি? 

[B ২০-২১]

(ক) মোতাহের হোসেন চৌধুরী

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উ: খ

৪৩. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নর? 

[B ২০-২১]

(ক) অগ্নি-বীণা

(খ) প্রলয় শিখা

(গ) চক্রবাক

(ঘ) মহাশ্মশান

উ: ঘ

৪৪. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? 

[B1 ২০-২১; ঢাৰি গ ৯৮-৯৯]

(ক) হোমশিখা 

(খ) প্রলয় শিখা 

(গ) ঝিঙে ফুল 

(ঘ) ছায়ানট

উ: ক

৪৫. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

[D ২০-২১; জাবি C ১৯-২০]

(ক) ৪২

(খ) ৪৩

(গ) ৪৪

(ঘ) ৪৫

উ: খ

৪৬. ‘আমার পথ’ নিবন্ধে নজরুল ইসলাম বলেছেন— 'সত্যকে পাওয়া যায়—।' শূন্যস্থানে কী হবে? 

[B ১৭-১৮; রাবি B ১৬-১৭]

(ক) সুন্দরের মধ্য দিয়ে

(খ) ভুলের মধ্য দিয়ে

(গ) মিথ্যার মধ্য দিয়ে

(ঘ) আনন্দের মধ্য দিয়ে

উ: খ

৪৭. 'আমি আছি' এই কথা না বলে সবাই বলতে লাগলাম ‘গান্ধীজি আছেন।' এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। এ কথাগুলো কার লেখা প্রবন্ধের অংশ? 

[D ১৭-১৮] 

(ক) কাজী নজরুল ইসলাম 

(খ) কাজী আবদুল ওদুদ

(গ) কাজী মোতাহার হোসেন

(ঘ) মোতাহের হোসেন চৌধুরী

উ: ক

৪৮. নজরুলের উপন্যাস কোনটি? 

[ঙ ০৫-০৬: হামোদাবিপ্রবি E ১৩-১৪]

(ক) অগ্নি-বীণা

(খ) বিষের বাঁশি

(গ) মৃত্যু-ক্ষুধা

(ঘ) চক্রবাক

উ: গ

৪৯. 'সঞ্চিতা' গ্রন্থের রচয়িতা কে? 

[B1 ১২-১৩; ১২-১৩; D খ ০৪-০৫]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) আহসান হাবীব

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) শামসুর রাহমান

(ঙ) কাজী নজরুল ইসলাম

উ: ঙ

৫০. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা? 

[E ১২-১৩]

(ক) ছাড়পত্র

(খ) ছায়ানট

(গ) দুঃসময়ের মুখোমুখি

(ঘ) সমুদ্রেই যাব

উ: খ

৫১. কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? 

[ক ১০-১১)

(ক) সাঁজের মায়া

(খ) সোনার তরী

(গ) চক্রবাক

(ঘ) রূপসী বাংলা

উ: গ

৫২. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? 

[B ১৩-১৪]

(ক) বন্দীর বন্দনা

(খ) অগ্নিকোণ

(গ) রূপসী বাংলা

(ঘ) বিষের বাঁশি

উ: ঘ

৫৩. ‘অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়।' বাক্যটি কোন রচনার অন্তর্গত? 

[BI ১৬-১৭]

(ক) অপরিচিতা

(খ) আমার পথ 

(গ) চাষার দুক্ষু

(ঘ) নেকলেস

উ: খ

৫৪. ‘আসার পথ' প্রবন্ধে দাসত্ব বলতে কী বোঝানো হয়েছে? 

[DI ১৬-১৭]

(ক) পরনির্ভরতাকে

(খ) পরাধীনতাকে

(গ) পরচর্চাকে

(ঘ) পরনিন্দাকে

উ: ক

৫৫. ‘আমার পথ' প্রবন্ধে কবি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কোনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন? 

[D3 ১৬-১৭]

(ক) সচেতনতা

(খ) আত্মনির্ভরশীলতা

(গ) অসহযোগ

(ঘ) গণ-অভ্যুত্থান

উ: খ

৫৬. আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি? 

[E ১৬-১৭]

(ক) ব্যক্তিসত্তার জাগরণ

(খ) সাম্য প্রতিষ্ঠা

(গ) শোষণের বিরুদ্ধে প্রতিবাদ

(ঘ) গণবিপ্লব

উ: ক

৫৭. 'না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবারলোভ আমি কোনোদিনই করব না।' উক্তিটি কার? 

[B ১৯-২০]

(ক) মোতাহের হোসেন চৌধুরী

(খ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

(গ) মানিক বন্দ্যোপাধ্যায়

(ঘ) কাজী নজরুল ইসলাম

উ: ঘ

৫৮. কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন? 

[D ১৯-২০]

(ক) ১৯১৪ 

(খ) ১৯১৫

(গ) ১৯১৬

(ঘ) ১৯১৭

উ: ঘ

খুলনা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৫৯. ‘দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অর্ন্তভুক্ত?

[স. বি. ১০-১১]

(ক) সাম্যবাদী

(খ) বিষের বাঁশি 

(গ) সিন্ধু-হিন্দোল

(ঘ) নতুন চাঁদ

উ: গ

৬০. বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতা কে? 

[S ১৬-১৭]

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বুদ্ধদেব বসু

(ঘ) বেনজীর আহম্মেদ

উ: ক

৬১. 'যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।' বাক্যটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে?

[C ১৯-২০]

(ক) জীৱন বৃক্ষ

(খ) আমার পথ

(গ) আহ্বান

(ঘ) মাসি-পিসি

উ: খ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৬২. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? 

[C ১৮-১৯]

(ক) পদ্মগোখরা

(খ) পদ্মরাগ

(গ) পদ্মপুরাণ

(ঘ) পদ্মাবতী

উ: ক

৬৩. কাজী নজরুল ইসলামের 'রুদ্র-মঙ্গল' কোন ধরনের রচনা?

[AL ১৭-১৮; D ১৭-১৮]

(ক) প্রবন্ধ 

(খ) কাব্য

(গ) নাটক 

(ঘ) ছোটগল্প

উ: ক

৬৪. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয়?

[AL ১৭-১৮]

(ক) লাঙল

(খ) নবযুগ

(গ) ধূমকেতু 

(ঘ) বিজলী

উ: ঘ

৬৫. কোন গ্রন্থটি কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত নয়?

[C ১৭-১৮; ইবি ০৫-০৬]

(ক) অগ্নি-বীণা

(খ) কুহেলিকা

(গ) শেষ প্রশ্ন

(ঘ) দোলনচাঁপা

উ: গ

৬৬. কত বছর বয়সে নজরুল বাকশক্তি হারিয়ে ফেলেন? 

[ক ১৫-১৬]

(ক) ৪৩ বছর

(খ) ৪৪ বছর

(গ) ৪৫ বছর

(ঘ) ৪৬ বছর

উ: ক

৬৭. নজরুল কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন?

[ক ১৫-১৬; ক ১৬-১৭]

(ক) ১৯১৭

(খ) ১৯১৯

(গ) ১৯২১

(ঘ) ১৯২৩

উ: ক

৬৮. ‘অগ্নি-বীণা' গ্রন্থটির লেখক কে? 

[ক ১৫-১৬]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) মানিক বন্দ্যোপাধ্যায়

(ঘ) প্রমথ চৌধুরী

উ: খ

৬৯. কাজী নজরুল ইসলামের জন্ম কত তারিখে? 

[ঙ ১৬-১৭; হাদাবিপ্রবি E.১৩-১৪]

(ক) ১১ জ্যৈষ্ঠ ১৩০৬

(খ) ১২ ভাদ্র ১৩৮৩

(গ) ২৫ বৈশাখ ১২৬৮

(ঘ) ২২ শ্রাবণ ১৩৪৮

উ: ক

৭০. 'মৃত্যু-ক্ষুধা' কোন ধরনের রচনা? 

[ঙ ১৬-১৭; চবি ঘ ১৫-১৬]

(ক) গান

(খ) নাটক

(গ) কবিতা

(ঘ) উপন্যাস

উ: ঘ

৭১. কাজী নজরুল ইসলামের মতে, সত্যকে প্রকাশ করতে না জানলে মানুষের মাঝে কী তৈরি হয়? 

[A ১৯-২০]

(ক) অসহিষ্ণুতা

(খ) দাম্ভিকতা

(গ) অবিশ্বাস

(ঘ) পরনির্ভরতা

উ: ঘ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৭২. ‘আমার পথ' প্রবন্ধটি নজরুলের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

[A ১৭-১৮]

(ক) ধূমকেতু

(খ) যুগবাণী 

(গ) রুদ্র-মঙ্গল

(ঘ) দুর্দিনের যাত্রী

উ: গ

৭৩. ‘আমার কর্ণধার আমি। আমায় পথ দেখাবে—' কে পথ দেখাবে?

[A ১৭-১৮]

(ক) আমার মন

(খ) আমার চিন্তা

(গ) আমার সত্য

(ঘ) আমার ভাগ্য

উ: গ

৭৪. ‘আমার পথ' প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে? 

[A ১৭-১৮]

(ক) যার বাইরে মিথ্যা

(খ) যার অন্তরে সত্য

(গ) যার মনে মিথ্যা

(ঘ) যে মিথ্যা বলে

উ: গ

৭৫. কাজী নজরুল ইসলাম কীসের পূজারি? 

[C ১৬-১৭]

(ক) প্রলয়ের

(খ) ধূমকেতুর

(গ) সত্যের

(ঘ) ধ্বংসের

উ: গ

৭৬. কোন বাক্যটি ‘আমার পথ' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? 

[A ১৬-১৭]

(ক) মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম

(খ) অগ্নিপতাকা দুলিয়ে পথে বাহির হলাম 

(গ) আত্মাকে চিনলেই নির্ভরতা আসে 

(ঘ) আমার পথ দেখাবে আমার ধর্ম

উ: ক

৭৭. কাজী নজরুল ইসলাম কত সালে সালে 'পদ্মভূষণ' উপাধি লাভ করেন?

[A ১৬-১৭]

(ক) ১৯৬৫

(খ) ১৯৫০

(গ) ১৯৬০

(ঘ) ১৯৫৫

উ: গ

৭৮. 'আমার পথ' প্রবন্ধে কীভাবে আত্মনির্ভরতা অর্জনের কথা বলা হয়েছে?

[A ১৬-১৭]

(ক) পরিশ্রম ও সত্য সন্ধানের মাধ্যমে 

(খ)  আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে 

(গ) ধর্মবিশ্বাসের মাধ্যমে

(ঘ) অসাম্প্রদায়িক বন্ধনের মাধ্যমে

উ: খ

৭৯. কিন্তু আমরা তাঁর কথা বুঝলাম না' 'আমার পথ' প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? 

[B ১৬-১৭]

(ক) ভারতবাসী 

(খ) মহাত্মা গান্ধী

(গ) কর্ণধার

(ঘ) নেতাজী সুভাষচন্দ্র বসু

উ: খ

ইসলামী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৮০. কাজী নজরুল ইসলাম কীসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন?

[A ১৭-১৮]

(ক) অত্যাচারী শাসকের বিরুদ্ধে

(খ) সামাজিক কু-প্রথার

(গ) অন্যায় ও শোষণের

(ঘ) ইসলাম বিরোধীদের

উ: গ

৮১. কাজী নজরুল ইসলামের মতে কার পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব?

[H ১৭-১৮]

(ক) সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে 

(খ) শক্তিধর ব্যক্তি

(গ) তরুণ

(ঘ) মনুষ্যবোধ সম্পন্ন ব্যক্তি

উ: ক

৮২. সবাই বলতে লাগলাম 'গান্ধীজি আছে।' কোন প্রবন্ধের উদ্ধৃতাংশ?

[H ১৭-১৮]

(ক) চাষার দুক্ষু

(খ) আমার পথ

(গ) বিড়াল

(ঘ) অপরিচিতা

উ: খ

৮৩. 'লাঙল' পত্রিকার সম্পাদক ছিলেন — 

[ছ ০৪-০৫; কুৰি B১২-১৩]

(ক) সুকুমার রায়

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) আবুল হোসেন

(ঘ) শাহেদ আলী

উ: খ

৮৪. কাজী নজরুল ইসলামের 'আমার পথ'প্রবন্ধের আলোকে সামাজিক ঐক্যের মূল শক্তি কোনটি? 

[H ১৬-১৭]

(ক) স্রষ্টাকে ভয়

(খ) সাম্য

(গ) সহনশীলতা

(ঘ) সম্প্রীতি

উ: ঘ

৮৫. 'যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সেকখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।' উক্তিটি কোন লেখকের?

[C ১৬-১৭]

(ক) আবুল ফজল

(খ) শওকত ওসমান 

(গ) মুনীর চৌধুরী

(ঘ) কাজী নজরুল ইসলাম

উ: ঘ

৮৬. 'কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না।' এখানে কার কথা বলা হয়েছে?

[H ১৬-১৭]

(ক) যার সাহস আছে

(খ) দাম্ভিক ব্যক্তি

(গ) আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি

(ঘ) আত্মবিশ্বাসী ব্যক্তি

উ: ঘ

৮৭. 'আমার পথ' প্রবন্ধে লেখক কাকে নমস্কার জানিয়েছেন? 

[B ১৯-২০]

(ক) সত্যকে

(খ) নাবিককে

(গ) ধূমকেতুকে

(ঘ) জনতাকে

উ: ক

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৮৮. নিচের কোনটি নজরুলের রচনা নয়? 

[গ ১১-১২]

(ক) মরুভাস্কর

(খ) প্রলয়-শিখা

(গ) প্রলয়-ক্ষুধা

(ঘ) রুদ্র-মঙ্গল

উ: গ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৮৯. 'আমার পথ' প্রবন্ধে লেখক নিজেজকে কী হিসেবে অভিহিত করেছেন?

[C ১৯-২০]

(ক) পথ প্রদর্শনকারী

(খ) অহংকারী ব্যক্তি

(গ) অভিশাপ রথের সারথি

(ঘ) বিনয়ী ব্যক্তি

উ: গ

৯০. 'আমার পথ' প্রবন্ধে প্রদত্ত মানুষ কীভাবে নিজেকে ছোটো করে ফেলে?

[C ১৮-১৯]

(ক) আত্মবিশ্বাস হারিয়ে ফেলে

(খ) খুব বেশি বিনয় প্রকাশ করে

(গ) মিথ্যাকে প্রশ্রয় দিয়ে

(ঘ) আত্ম-অহংকার করে

উ: খ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি. ও প্র. বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৯১. 'কুর্নিশ' শব্দটি ব্যবহার হয়েছে কোন পরে?

[F ১৭-১৮]

(ক) অপরিচিতা

(খ) চাষার দুক্ষু 

(গ) আমার পথ

(ঘ) জীবন ও বৃক্ষ

উ: গ

৯২. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? 

[F ১৬-১৭]

(ক) ১৩৮১

(খ) ১৩৮৩

(গ) ১৩৮৫

(ঘ) ১৩৮৭

উ: খ

৯৩. 'কুহেলিকা' কাজী নজরুলের কী জাতীয় গ্রন্থ? 

[F ১৬-১৭]

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) কাব্যগ্রন্থ

(ঘ) প্রবন্ধ

উ: ক

৯৪. 'মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম।' উক্তিটি কার? 

[F ১৮-১৯]

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের

(গ) কাজী মোতাহের হোসেনের

(ঘ) কাজী নজরুল ইসলামের

উ: ঘ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৯৫. 'মরু-ভাস্কর' কার লেখা? 

[C ১৩-১৪]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) আবু জাফর

(ঘ) হুমায়ূন আহমেদ

উ: খ

৯৬. ‘ধুমকেতু' পত্রিকার সম্পাদক কে? 

[C ১৫-১৬]

(ক) মোহাম্মদ নাসির উদ্দিন

(খ) দীনেশচন্দ্র দাশ

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) মোজাম্মেল হক

উ: গ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৯৭. ‘ব্যথার দান' কী জাতীয় গ্রন্থ? 

[C ১৩-১৪]

(ক) উপন্যাস

(খ) গল্পগ্রন্থ

(গ) প্রবন্ধ গ্রন্থ

(ঘ) নাটক

উ: খ

৯৮. কাজী নজরুল ইসলামকে ভারত সরকার ১৯৬০ সালে কী উপাধিতে ভূষিত করেন? 

[C ১৬-১৭]

(ক) বিদ্রোহী কবি

(খ) জাতীয় কবি

(গ) পদ্মভূষণ

(ঘ) রোমান্টিক কবি

উ: গ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রশ্ন ও উত্তর

৯৯. কাজী নজরুল ইসলাম কেন বাইরের ভয়ে ভীত নন? 

[মানবিক ২০-২১]

(ক) তিনি বিদ্রোহী বলে

(খ) তিনি সাম্যবাদী বলে

(গ) তিনি নিজের ভেতরের সত্যকে চিনে ফেলেছেন বলে

(ঘ) তিনি অপরিণামদর্শী বলে

উ: গ

১০০. ‘আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন, তাঁকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন— 

[১৯-২০]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) চিত্তরঞ্জন দাশ

(গ) জওহরলাল নেহরু

(ঘ) মহাত্মা গান্ধী

উ: ঘ

উ: খ

এসএসসি রাজশাহী বোর্ড-২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ উচ্চতর গণিত  MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ বিজ্ঞান MCQ সমাধান

এসএসসি উচ্চতর গণিত ১০০% কমন সাজেশন-২০২৩

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ অর্থনীতি MCQ সমাধান

এস এস সি রাজশাহী বোর্ড-২০২৩ জীববিজ্ঞান MCQ সমাধান

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: আমার পথ

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচএসসি আমার পথ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :আমারপথ সাজেশন 

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচ এস সি বাংলা ১ম পত্র  আমার পথ (মূল কথা)

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url