এইচএসসি সুচেতনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

Suchatona


সুচেতনা 

জীবনানন্দ দাশ

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন— ১৮৯৯ সালে বরিশাল । জীবনানন্দ দাশের মাতার নাম— কুসুমকুমারী দাশ।
  • জীবনানন্দ দাশের মাতা ছিলেন- বিখ্যাত কবি ।
  • জীবনানন্দকে নির্জনতম কবি আখ্যা দেন— বুদ্ধদেব বসু ।
  • জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- 'ঝরা পালক', 'ধূসর পাণ্ডুলিপি' “বনলতা সেন', 'রূপসী বাংলা' ইত্যাদি।
  • 'সুচেতনা' কবিতার রচয়িতা- জীবনানন্দ দাশ ।
  • ‘সুচেতনা' কবিতাটি সংকলিত হয়েছে— 'বনলতা সেন' কাব্যগ্রন্থ থেকে।
  • কবি ‘সুচেতনা' সম্বোধনে তুলে ধরেছেন— প্রার্থিত, আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে।
  • সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখে— সুচেতনা ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

১.জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময়' বলে আখ্যা দিয়েছেন কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) আব্দুল মান্নান সৈয়দ

খ) বুদ্ধদেব বসু

ঘ) সঞ্জয় ভট্টাচার্য

উ:ক

২.বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কী বলে আখ্যা দিয়েছেন?

ক) শুদ্ধতম কবি

খ) তিমির হননের কবি

গ) রূপসী বাংলার কবি

ঘ) নির্জনতম কবি

উ:ঘ

৩.জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?

ক) কলকাতায়

খ )খুলনায়

গ) বরিশালে

ঘ) রাজশাহীতে

উ:গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৪.জীবনানন্দ দাশের মাতা কী ছিলেন?

ক) ছড়াকার

খ) আবৃত্তি শিল্পী

গ)বিখ্যাত কবি

ঘ ঔপন্যাসিক

উ:গ

৫.জীবনানন্দ দাশ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?

ক) বাংলা

খ) ইংরেজি

গ) ইতিহাস

ঘ) দর্শন

উ:খ

৬.কোন দিক দিয়ে জীবনানন্দ দাশের কবিতা তুলনারহিত ? 

ক) উন্মূলিত নাগরিক জীবন অঙ্কনের দিক থেকে

 খ)গ্রামবাংলার নিসর্গের ছবি অঙ্কনের দিক থেকে

 গ)দ্রোহ ও জাগরণী চেতনার দিক থেকে

ঘ) সৌহার্দ ও সম্প্রীতি প্রকাশের দিক থেকে

উ:খ

৭. জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন?

ক) দিল্লি 

খ) কলকাতা

গ) বরিশাল

ঘ) ঢাকা

উ:খ

৮“জীবনানন্দ দাশের মৃত্যুর কারণ কোনটি?

ক) বার্ধক্যজনিত কারণে

খ) ট্রেন দুর্ঘটনা

গ) ট্রাম দুর্ঘটনা

ঘ) হৃদরোগে আক্রান্ত হওয়া

উ:গ

৯.এই পৃথিবীর রণ রক্ত সফলতাকে কবি শেষ সত্য বলে স্বীকার করেন না কেন?

ক) পৃথিবীর গভীরতর অসুখ বলে

খ) কবি আশাবাদী হতে পারছেন না বলে

 গ) পৃথিবীর ক্রমমুক্তিতে আশাবাদী বলে

ঘ) কবি সত্যদ্রষ্টা বলে

উ:গ

১০. ‘সুচেতনা' কবিতায় কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে?

ক) দেশের

খ) সমাজের

গ) পৃথিবীর

ঘ) রাষ্ট্রের

উ:গ

১১. 'সুচেতনা' কবিতায় কোনটিকে অনেক শতাব্দীর মনীষীর কাজ বলা হয়েছে? 

ক) পৃথিবীর গভীরতর অসুস্থ

খ) সমুজ্জ্বল ভোর

গ) রণ রক্ত সফলতা

ঘ) পৃথিবীর ক্রমমুক্তি

উ:ঘ

১২. শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে'— চরণটিতে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

ক শিশিরের প্রতি কবির মুগ্ধতা

খ) ভোরের প্রতি কবির মুগ্ধতা 

গ) প্রকৃতির মাঝে মুক্তির স্বাদ লাভ

ঘ) শিশিরের মাঝে মিশে যাওয়ার আকুলতা

উ:গ

১৩. ‘সুচেতনা' কবিতায় কবির মানবরূপে জন্ম না নেওয়াকে আপাতভাবে কাঙ্ক্ষিত মনে হয়েছে কেন?

ক) পেশাগত জীবনে ব্যর্থতার কারণে

খ) পারিবারিক জীবনে সুখহীনতার কারণে 

গ) ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে

ঘ) সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে

উ:গ

১৪. ‘সুচেতনা' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?

ক) ঝরা পালক

খ) ধূসর পাণ্ডুলিপি

গ. বনলতা সেন

ঘ) মহাপৃথিবী

উ:গ

১৫. ‘সুচেতনা' কীভাবে মানবসমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে?

ক) অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে

খ) দেশাত্মবোধ প্রসারের মাধ্যমে

গ) পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বালিত রেখে

 ঘ) সাম্যচেতনার আলোকে প্রজ্বালিত রেখে

উ:গ

১৬. সুচেতনার প্রভাবে কোথায় অনন্ত সূর্যোদয়ের প্রকাশ ঘটবে?

ক)পূর্বাকাশে

খ) . দিগন্ত রেখায়

গ) মরুভূমির বুকে

ঘ) শাশ্বত রাত্রির বুকে

উ:ঘ

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url