বাংলা ১ম পত্র নাটক সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর(Admission)

 

Sirajuddaula

সিরাজউদ্দৌলা

সিকান্দার আবু জাফর

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :নাটক সিরাজউদ্দৌলা

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

 অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  •  সিকান্দার আবু জাফর ১৯১৮ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
  • প্রাচীন নাট্যশাস্ত্রে নাটককে দৃশ্যকাব্য হিসেবে অভিহিত করা হয়।
  •  অ্যারিস্টটল কিংবা শেকসপিয়রের যুগে সময়ের ঐক্য, স্থানের ঐক্য ও ঘটনার ঐক্য নিশ্চিত করা ছিল নাটক রচনার পূর্বশর্ত।
  • নাটককে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। যেমন— ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্রাজিকমেডি, প্রহসন ইত্যাদি ।
  •  সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকটি করুণ রসাত্মক।
  •  প্রথম দৃশ্যে মঞ্চে সিরাজউদ্দৌলাসহ মোট দশটি চরিত্রের প্রবেশ ঘটেছে। 
  •  যুদ্ধ বন্ধের জন্য ইংরেজদের হাতে বন্দি থাকা উমিচাদ রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠান ।
  •  সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিচ খাঁ।
  •  সিরাজউদ্দৌলার মৃত্যুর দৃশ্য লুৎফা দেখেননি। এ জন্য মৃত্যুর পূর্বে সিরাজউদ্দৌলা খোদার দরবারে শুকরিয়া আদায় করেছেন ।
  •  রবাট ক্লাইভ ছিলেন পিতা-মাতার উচ্ছৃঙ্খল সন্তান। বাবা-মা বাধ্য হয়ে তাঁকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ভারতবর্ষে পাঠান। 
  •  নবাব আলিবর্দি খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম। তাঁর আসল নাম মেহেরুন্নেসা। তিনি সিরাজউদ্দৌলার খালা ছিলেন।
  • মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলার খুনি। মিরনের আদেশে সে সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে খুন করে।
  •  মির্জা ইরিচ খানের কন্যা লুৎফা হলেন সিরাজউদ্দৌলার স্ত্রী। স্বামীর সুখ- দুঃখ সব সময় তিনি ভাগাভাগি করে নিয়েছেন ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.এখন থেকে কারও শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না।' ‘সিরাজউদ্দৌলা' নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন? 

[খ ২০-২১] 

(ক) মিরজাফর

(খ) ক্লাইভ

(গ) মিরন

(ঘ) উদি

উ: ক

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সিরাজউদ্দৌলা পাঠ ১

২. সিরাজউদ্দৌলা নাটকে ‘স্ট্যান্ডিং লাইক পিলার্স' বলতে বোঝানো হয়েছে —

(ক) ইংরেজ সৈন্যদের

(খ) নবাবের সৈন্যদের

(গ) রাজকর্মচারীদের

(ঘ) নিরাপত্তা প্রহরীদের

উ: খ

৩.‘সিরাজউদ্দৌলা' নাটক কত অংকে বিন্যস্ত? 

[গ ২০-২১]

(ক) ৩

(খ) ৪

(গ) ৫

(ঘ) ১

উ: খ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৪. আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়– সিরাজউদ্দৌলা তাহলে পলাশিতে কীসের ওপর ভরসা করতে চেয়েছিলেন? 

[খ ১৭-১৮] 

(ক) সাঁফের সৈন্যদলের সাহসিকতার উপর 

(খ) মোহনলাল-মিরমর্দানের বিচক্ষণতার উপর 

(গ) মিরজাফর-রায়দুর্লভের স্বদেশপ্রেমের উপর 

(ঘ) ক্লাইভের সৈন্যদলের দুর্বলতার উপর

উ: গ

৫. ইতিহাসের একজন সমন্ত নবাব হলেও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্রটি হয়ে উঠেছে—

 [খ ১৯-২০]

(ক) দেশপ্রেমিক নেতা

(খ) ষড়যন্ত্র জাল ছিন্নকারী

(গ) লড়াকু বীর

(ঘ) জনদরদি

উ: ক

৬.'পরোক্ষে তাঁর নামে দেশ শাসন করবেন রাজবল্লভ।' সিরাজকে হটানোর এ চক্রান্ত সূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগ্ধারার— 

[খ ১৮-১৯]

(ক) অতিদর্পে হত লঙ্কা

(খ) কালনেমির লঙ্কাভাগ

(গ) গাঙ পার হলে কুমিরকে কলা 

(ঘ) বানরের রুটিভাগ

উ: খ

GST বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৭. সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে?

[B ২০-২১] 

(ক) মিরজাফর

(খ) মানিকচাঁদ

(গ) ঘসেটি বেগম

(ঘ) শওকতজঙ্গ

উ: ঘ

৮. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।' উক্তিটি কার?

[C ২০-২১]

(ক) উমিচাঁদের

(খ) মিরজাফরের

(গ) নবাব সিরাজের

(ঘ) জগৎশেঠের

উ: ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় প্রশ্ন ও উত্তর

৯. “আচ্ছা, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি। আপনি দুর্গহ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন।' কাঁর সংলাপ? 

[C ১৭-১৮]

(ক) উমিচাঁদ

(খ) সিরাজ 

(গ) হলওয়েল

(ঘ) মিরমর্দান

উ:ক

১০."চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওৎপেতে বসে আছে।' কার সংলাপ ?

[C ১৭-১৮]

(ক) জগৎশেঠ 

(খ) রাইস

(গ) মিরজাফর

(ঘ) রায়দুর্লভ

উ: গ

১১. 'শওকতজা আপনাদেরই ছেলে। সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন।' সংলাপটি কার? 

[C ১৭-১৮]

(ক) জগৎশেঠ

(খ) মিরজাফর

(গ) ঘসেটি বেগম

(ঘ) রায় দুর্লভ

উ: গ

১২. ‘তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারতে হবে ইন ইউর ওন ইন্টারেস্ট' কার উক্তি? 

[C১৭-১৮]

(ক) মিরন

(খ) ড্রেক

(গ) রাইস

(ঘ) ক্লাইভ

উ: ঘ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৩. সিকান্দার আবু জাফরের 'সিরাজউদ্দৌলা' নাটকটির প্রথম দৃশ্যের স্থান কোথায়?

[A ১৭-১৮; কুবি - C ১৬-১৭]

(ক) কাশিমপুর কুঠি 

(খ) ফোর্ট ইউলিয়াম দুর্গ

(গ) চন্দনগর কুঠি

(ঘ) রানি ভবানীর প্রাসাদ

উ: খ

১৪. সিকান্দার আবু জাফরের 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কী ? 

[A ১৭-১৮]

(ক) নায়ান সিং

(খ) নারান সিং

(গ) নয়ন সিং

(ঘ) নকুল সিং

উ: খ

১৫. সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা করতেন?

[B ১৭-১৮]

(ক) দৈনিক নবযুগ

(খ) সাপ্তাহিক অভিযান

(গ) দৈনিক বাংলা

(ঘ) ইত্তেফাক

উ: খ

১৬. 'দেয়াল? কোথায় দেয়াল জাঁহাপনা?' সংলাপটি কে বলেছে? 

[B ১৬-১৭]

(ক) লুৎফা

(খ) সিরাজ

(গ) মোহনলাল

(ঘ) আমিনা বেগম

উ: ক

১৭. সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন?

[A ১৮-১৯]

(ক) অধকাল

(খ)সমকাল

(গ) মহাকাল

(ঘ) সকাল

উ: খ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৮. ‘ভীরু প্রতারকের দল চিরকালই পালায়' এটি কার সংলাপ?

[B ২০-২১]

(ক) মোহনলালের

(খ) মিরমদানের

(গ) রবার্ট ক্লাইভের

(ঘ) সিরাজউদ্দৌলার

উ: ঘ

১৯. 'সিরাজউদ্দৌলা' নাটকে 'We have come to earn money and not to get into politics' সংলাপটি কার?

[B ২০-২১]

(ক) ওয়াটস

(খ) হলওয়েল

(গ) ক্লেটন

(ঘ) জর্জ

উ: ক

২০. 'আমাদের সংগ্রাম চলবেই' কার লেখা?

[D ২০-২১]

(ক) শামসুর রাহমান

(খ) আল মাহমুদ

(গ) সিকান্দার আবু জাফর

(ঘ) সৈয়দ শামসুল হক

উ: গ

২১. বোঝা যত দুর্বহই হোক, একাই তা বইবার চেষ্টা করব' উক্তিটি কার?

[B ১৭-১৮]

(ক) মিরজাফর

(খ) সিরাজউদ্দৌলা

(গ) জগৎশেঠ

(ঘ) লুৎফুন্নিসা

উ: খ

২২. সিরাজউদ্দৌলার পিতার নাম—

[B ১৭-১৮] 

(ক) মিরজাফর

(খ) সিরাজউদ্দৌলা

(গ) মঈনুদ্দীন

(ঘ) জয়েন উদ্দিন

উ: ঘ

২৩. ‘সিরাজউদ্দৌলা' নাটকটি প্রকাশিত হয় কত সালে? 

[AP ১৭-১৮; B ১৭-১৮]

(ক) ১৯৬৫

(খ) ১৯৫২

(গ) ১৯৬৬

(ঘ) ১৯৫১

উ: ক

২৪. সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান মনে করে কোন চরিত্র?

[D3 ১৬-১৭]

(ক) ঘসেটি বেগম

(খ)লুৎফুন্নেসা

(গ) ক্লেটন

(ঘ) উমিচাঁদ

উ: ঘ

২৫. 'দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়। 'সিরাজউদ্দৌলা' নাটকে এ উক্তি কার?

[B ১৯-২০; কুবি C ১৯-২০]

(ক) উমিচাঁদ

(খ) ঘসেটি বেগম

(গ) রাজবল্লভ

(ঘ) মিরজাফর

উ: ক

২৬. কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্রনির্ভর নাটক রচনা করেন?

(ক)মোহাম্মদ আবু জাফর

(খ) সিকান্দার আবু জাফর

(গ) আবু জাফর ওবায়দুল্লাহ 

(ঘ) আবু জাফর

উ: গ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২৭. ‘সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের হত্যাকারী কে?

[A ১৭-১৮]

(ক) মোহাম্মদী বেগ

(খ) মিরজাফর

(গ) মিরন

(ঘ) ক্লাইভ

উ: ক

২৮. ‘ভীরু প্রতারকের দল চিরকালই পালায়' এটি কার সংলাপ? 

[A ১৭-১৮]

(ক) মোহনলালের

(খ) মীরমদানের

(গ) সিরাজউদ্দৌলার

(ঘ) ক্লাইভের

উ: গ

২৯. রসের দিক থেকে ‘সিরাজউদ্দৌলা' কোন শ্রেণির নাটক?

[A ১৭-১৮]

(ক) বীর রসাত্মক

(খ) হাস্য রসাত্মক

(গ) ব্যঙ্গ রসাত্মক

(ঘ) করুণ রসাত্মক

উ: ক

৩০. পলাশির যুদ্ধে ইংরেজ পক্ষের নেতৃত্ব দেয় কে? 

[A ১৭-১৮]

(ক) কর্নেল ক্লাইভ

(খ) হলওয়েল 

(গ) মিরজাফর

(ঘ) ওয়াটস

উ: ক

৩১. ‘সিরাজউদ্দৌলার’ নাটকের কোন অঙ্কে দৃশ্যসংখ্যা সবচেয়ে বেশি?

[C'১৭-১৮]

(ক) তৃতীয়

(খ) দ্বিতীয়

(গ) চতুর্থ

(ঘ) প্রথম

উ: ক

৩২. ১৭৪০-১৭৫৬ পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন কে?

[C ১৬-১৭]

(ক) সিরাজউদ্দৌলা

(খ) আলিবর্দি খাঁ

(গ) মিরজাফর

(ঘ) মীর কাশেম

উ: খ

৩৩. 'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ দৃশ্যের স্থানিক পটভূমি কোথায়?

[A ১৭-১৮ ]

(ক) জাফরাগঞ্জের কয়েদখানা 

(খ) নবাবের দরবার

(গ) ফোর্ট ইউলিয়াম দুর্গ

(ঘ) পলাশীর প্রান্তর

উ: ক

৩৪. ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজের পরিচয় দেয়? 

[B ১৯-২০]

(ক) ড্রেক 

(খ) ক্লেটন

(গ) ওয়াটস

(ঘ) ক্লাইভ

উ: খ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৩৫. 'আপনাকে আমরা মায়ের মত ভালবাসি। ঘসেটি বেগমকে উদ্দেশ করে এ কথা বলেছিল - 

[A ১৯-২০ খ ১৮-১৯]

(ক) সিরাজ

(গ) রাইসুল জুহালা

(ঘ) আমিনা

উ: গ

৩৬. নবাব সিরাজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেন?

[B ১৯-২০]

(ক) মানিকচাঁদ

(খ) উমিচাঁদ

(গ) রাজবল্লভ

(ঘ) রায়দুর্লভ

উ: ক

৩৭. জগৎশেঠের প্রকৃত নাম কী?

[B ১৯-২০]

(ক) ফতেহ চাঁদ

(খ) কামাল লোহানী

(গ) দিগম্বর রায়

(ঘ) বরিচন্দ্র শেষ

উ: ক

৩৮. সিরাজউদ্দৌলা নাটকে মিরজাফর, ক্লাইভ ও রাজবল্লভের কথোপকথনে দুটো দলিলে কোন প্রসঙ্গটি বেশি প্রাধান্য পেয়েছে? 

[C ১৯-২০]

(ক) রাজনৈতিক

(খ) আর্থিক

(গ) শাসনক্ষমতা

(ঘ) জমিদারি বণ্টন

উ: খ

৩৯. কোথায় যেতে পারলে আবার প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে নবাব প্রত্যয় ব্যক্ত করেন? 

[B ১৮-১৯)

(ক) মুর্শিদাবাদ

(খ) কলকাতা

(গ) ঢাকা

(ঘ) পাটনা

উ: ঘ

৪০. সিরাজ তাঁর চারপাশে 'দেয়াল' বলেছেন কোনটিকে? 

[B ১৮-১৯)

(ক) অধীনদের ষড়যন্ত্রকে

(খ) ইংরেজদের সহযোগিতাকে

(গ) স্বপ্ন দেখার আকাঙ্ক্ষাকে

(ঘ) আত্মীয়দের বিশ্বাসঘাতকতাকে

উ: ক

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪১. "সিরাজের পতন কে না চায়' সংলাপটি কার? 

[B ১৭-১৮]

(ক) রায়দুর্লভ

(খ) মিরজাফর

(গ) উমিচাঁদ

(ঘ) ঘসেটি বেগম

উ: ঘ

৪২. মিরজাফরের গুপ্তচর কে? 

[B ১৭-১৮]

(ক) কমর বেগ

(খ) উমর বেগ

(গ) মানিকচাঁদ

(ঘ) রাইসুল জুহালা

উ: গ

৪৩. রাইসুল জুহালা কে? 

[B ১৭-১৮)

(ক) মিরমর্দান

(খ) মোহনলাল

(গ) নারান সিং

(ঘ) মিরন

উ: গ

৪৪. সিকানদার আবু জাফর রচিত উপন্যাস কোনটি? 

[B ১৭-১৮]

(ক) মাটি আর অশ্রু

(খ) পদ্মা মেঘনা যমুনা

(গ) দেয়াল

(ঘ) কাঁদো নদী কাঁদো

উ: ক

৪৫. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে' উক্তিটি কার? 

[C ১৭-১৮; রাবি B ১৬-১৭]

(ক) রাজবল্লভের

(খ) মানিকচাঁদের

(গ) রায়দুর্লভের

(ঘ) উমিচাঁদের

উ: খ

৪৬. ‘বাংলার প্রজা সাধারণের সুখস্বাচ্ছন্দ্য বিধান করতে পারিনি' নবাব এর দ্বারা কী বুঝিয়েছেন? 

[H ১৬-১৭]

(ক) সাহসী

(খ) সন্ত্রাসী

(গ) অপরাধী

(ঘ) সুবিবেচক

উ: ঘ

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সিরাজউদ্দৌলা পাঠ ১

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url