এইচএসসি প্রতিদান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
প্রতিদান
জসীমউদ্দীন
HSC বাংলা ১ম পত্র ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর প্রশ্নপত্রসহ উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
পেজ সূচিপত্র :প্রতিদান
তথ্যকণিকা(Information)
অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
- জসীমউদ্দীনের জন্ম—১৯০৩ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে ।
- ছাত্রাবস্থায় কবি খ্যাতি অর্জন করেছিলেন— ‘কবর' কবিতা রচনা করে ।
- পল্লিকবি হিসেবে সমধিক পরিচিত— জসীমউদ্দীন।
- জসীমউদদীনের কবিতার প্রধান উপজীব্য – পল্লিজীবন ।
- জসীমউদদীনকে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়— ডিলিট উপাধি প্রদান করে।
- বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে কবির— নকসী কাঁথার মাঠ' কাব্যটি।
- জসীমউদদীনের জীবনাবসান — ১৯৭৬ খ্রিষ্টাব্দের ১৪ই মার্চ ।
- জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন— ঢাকায়।
- 'নিরন্তর' অর্থ— অবিরাম ।
- ‘প্রতিদান' কবিতার কবি— জসীমউদ্দীন ।
- ‘প্রতিদান' কবিতাটি সংকলিত হয়েছে— ‘বালুচর' কাব্যগ্রন্থ থেকে।
- প্রতিশোধ- প্রতিহিংসার পরিবর্তে কবি চেয়েছেন— ভালোবাসা।
- অনিষ্টকারীর প্রতি কবির প্রতিদান— ক্ষমা ও মঙ্গল ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি
১. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর'- এ পক্তিতে কী বোঝানো হয়েছে?
(ক) পরোপকার
(খ) আত্মগ্লানি
(গ) সর্বংসহা মনোভাব
(ঘ) কৃতজ্ঞতাবোধ
উ: ক
২. জসীমউদ্দীনের পৈতৃক নিবাস কোথায়?
(ক) গোবিন্দপুর
(খ) তাম্বুলখানা
(গ) গাইবান্ধা
(ঘ) ফতেপুর
উ:ক
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
৩. জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) রংপুর
(খ) ফরিদপুর
(গ) গাজীপুর
(ঘ) নাটোর
উ:খ
৪. জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) কলিকাতা বিশ্ববিদ্যালয়
(গ) পাটনা বিশ্ববিদ্যালয়
(ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উ: খ
৫.'কবর' কবিতা কার সৃষ্টি?
(ক) মুনীর চৌধুরী
(খ) রফিক আজাদ
(গ) জসীমউদ্দীন
(ঘ) হুমায়ুন আজাদ
উ: গ
৬.জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য—
(ক) নাগরিক জীবন
(খ) পল্লিজীবন
(গ) শহুরে জীবন
(ঘ) মধ্যবিত্ত জীবন
উ: খ
৭. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
(ক) ধানখেত
(খ) রাখালি
(গ) নকসী কাঁথার মাঠ
(ঘ) বালুচর
উ: গ
৮. জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
(ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়
উ:গ
৯. জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মারা যান?
(ক) ১৯৭৬
(খ) ১৯৭৭
(গ) ১৯৭৮
(ঘ) ১৯৭৯
উ:ক
১০. কবি পথে পথে কাকে খুঁজে ফিরেছেন?
(ক) যে কবির ঘর ভেঙেছে
(খ) যে কবির বুকে আঘাত করেছে
(গ) যে কবির ঘুম কেড়েছে
(ঘ) যে কবিকে পথের বিবাগী করেছে
উ:ঘ
১১. ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?
(ক) দীঘল
(খ) জ্যোৎস্নাশোভিত
(গ) অন্ধকারাচ্ছন্ন
(ঘ) মেঘাচ্ছন্ন
উ:ক
১২. কবি কার জন্য কাঁদেন?
(ক) যে কবিকে আঘাত করেছে
(খ) যে কবির কূল ভেঙেছে
(গ) যে কবির ঘর ভেঙেছে
(ঘ) যে বিষে-ভরা বাণ দিয়েছে
উ: ক
১৩. ‘প্রতিদান' কবিতায় উল্লিখিত ‘বাণ' কেমন?
(ক) বিষাক্ত
(খ) স্নেহমাখা
(গ) সোহাগ-জড়ানো
(ঘ) সুতীব্র
উ: ক
১৪. কবি ‘বিষে-ভরা বাণ'- এর বিনিময়ে কী দিতে চেয়েছেন?
(ক) ফুল মালঞ
(খ) ভালোবাসা
(গ) বুকভরা গান
(ঘ) মমতা
উ: গ
১৫. কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো?
(ক) অনুকম্পা
(খ) ঘৃণা
(গ) সোহাগ
(ঘ) করুণা
উ: গ
১৬. ‘প্রতিদান' কবিতায় মোট কয়টি চরণ রয়েছে?
(ক) ১৮
(খ) ১৯
(গ) ২০
(ঘ) ২১
উ: ক
১৭. ‘বিষে-ভরা বাণ' অর্থ কী?
(ক) কটু কথা
(খ) বিষাক্ত কথা
(গ) উচিত কথা
(ঘ) অপ্রয়োজনীয় কথা
উ: ক
১৮. ‘প্রতিদান' কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
(ক) ধানখেত
(খ) বালুচর
(গ) রাখালি
(ঘ) মাটির কান্না
উ: খ
১৯. ‘প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?
(ক) ক্ষুদ্র স্বার্থ
(খ) ব্যক্তিগত স্বার্থ
(গ) মায়ের স্বার্থ
(ঘ) বৃহৎস্বার্থ
উ: ক
২০. 'প্রতিদান' কবিতায় কবির উচ্চারণ কীসের বিপরীত?
(ক) প্রতিশোধ-প্রতিহিংসা
(খ) লোভ
(গ) আত্মত্যাগ
(ঘ) সংকীর্ণতা
উ: ক
২১. 'প্রতিদান' কবিতায় কীসের প্রতিফলন লক্ষ করা যায়?
(ক) স্বার্থের
(খ) অর্থের
(গ) ভালোবাসার
(ঘ) মুক্তির
উ: গ
২২. 'প্রতিদান' কবিতার মৌল প্রতিপাদ্য কোনটি?
(ক) ক্ষমা
(খ) সংকীর্ণতা
(গ) ক্ষমা ও পরোপকার
(ঘ) পরোপকার
উ: গ
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url