এইচএসসি পদ্মা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
পদ্মা
ফররুখ আহমদ
HSC বাংলা ১ম পত্র ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর প্রশ্নপত্রসহ উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..
পেজ সূচিপত্র
তথ্যকণিকা(Information)
অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
- ফররুখ আহমদের জন্ম- ১৯১৮ সালের ১০ই জুন ।
- ফররুখ আহমদ ‘দীর্ঘকাল ঢাকা বেতারে চাকরি করেন— স্টাফ রাইটার হিসেবে।
- শক্তিমান কবি হিসেবে ফররুখ আহমদের আবির্ভাব--- চল্লিশের দশকে।
- ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ— সাত সাগরের মাঝি
- ফররুখ আহমদের সনেট সংকলন — মুহুর্তের কবিতা ।
- ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন— ১৯৭৪ সালে,
- ঢাকায় পদ্মা নদী দেখে কেঁপেছে— জলদস্যু-দুরন্ত হার্মাদ।
- ‘পদ্মা' কবিতাটি চতুর্দশপদী বা সনেট শ্রেণিভুক্ত।
- 'পদ্মা' কবিতায় পদ্মার দুটি রূপ প্রকাশিত হয়েছে ।
- দুরন্ত জলদস্যুর মনে ভয়ের সঞ্চার হয়— পদ্মার প্রমত্ত রূপ দেখে ।
- 'পদ্মা' কবিতার প্রতি চরণে মাত্রার সংখ্যা- ১৮।
- 'পদ্মা' কবিতার চরণের মিলবিন্যাস- কখক খগখ গখগ ঘঙঘ ঙঙ ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি
১.'জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর – কাদের কথা বলা হয়েছে?
(ক) জলদস্য
(খ) পদ্মা তীরের মানুষ
(গ) সংগ্রামী চাষী
(ঘ) নির্ভীক জোয়ান
উ: ক
IHT & MATS এর ১০০% কমন সাজেশন আরো পড়ুন
২.ফররুখ আহমদ কবি হিসেবে কোন দশকে অভির্ভূত হন?
(ক) ত্রিশের দশক
(খ) চল্লিশের দশক
(গ) পঞ্চাশের দশক
(ঘ) ষাটের দশক
উ: খ
৩.ফররুখ আহমদের জন্ম কত সালে?
(ক)১৯১৮
(খ)১৯১৯
(গ)১৯২০
(ঘ) ১৯২১
উ: ক
৪.ফররুখ আহমদের জন্ম কোন জেলায়?
(ক) ফরিদপুর
(খ) মাগুরা
(গ) বরিশাল
(ঘ) কুমিল্লা
উ: খ
৫.ফররুখ আহমদ দীর্ঘকাল কোন বেতারে কাজ করেছেন?
(ক)খুলনা বেতার
(খ) চট্টগ্রাম বেতার
(গ) ঢাকা বেতার
(ঘ) বাংলাদেশ বেতার
উ: গ
৬.ফররুখ আহমদ কীসে বিশ্বাসী ছিলেন?
(ক) ইসলামি ঐতিহ্যের পুনরুজ্জীবনে
(খ) আরবি সাহিত্যের পুনরুজ্জীবনে
(গ) বাঙালি মিথের পুনরুজ্জীবনে
(ঘ) বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবনে
উ: ক
৭.নিচের কোনটি ফররুখ আহমদের কাব্যনাট্য?
(ক) সিরাজাম মুনীরা
(খ)নৌফেল ও হাতেম
(গ) মুহূর্তের কবিতা
(ঘ) হাতেম তায়ী
উ: খ
৮. সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ ফররুখ আহমদ পুরস্কার কোন পুরস্কারটি পান?
(ক)ইউনেস্কো পুরস্কার
(খ) নোবেল পুরস্কার
(গ) পুলিৎজার পুরস্কার
(ঘ) বুকার পুরস্কার
উ: ক
৯.ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন?
(ক) বাংলা একাডেমি পুরস্কার
(খ) স্বাধীনতা পুরস্কার
(গ)একুশে পদক
(ঘ) ইউনেস্কো পুরস্কার
উ: গ
১০. “কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ”- এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে?
(ক) কল্যাণময়ী
(খ) ধ্বংসাত্মক রূপ
(গ) প্রমত্ত রূপ
(ঘ) শান্ত রূপ
উ: গ
১১. ‘পদ্মা' কবিতায় 'ঢের সমুদ্রের স্বাদ'বলতে কী বোঝানো হয়েছে?
(ক) প্রচণ্ড লবণাক্ততা
(খ) প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়
(গ) সামুদ্রিক মাছের প্রাচুর্য
(ঘ) সমুদ্রপথে দুর্ঘটনা
উ: খ
১২. পদ্মার তরঙ্গভঙ্গে কার বর্ণ পাণ্ডুর হয়েছে?
(ক) জলদস্যুর
(খ) কবির
(গ) সংগ্রামী মানুষের
(ঘ) জওয়ানের
উ: ক
১৩. জীবন-মৃত্যুর দ্বন্দ্বে পদ্মাতীরের জওয়ানের মনোভাব কেমন?
(ক) ভাবনাহীন
(খ) নিঃসংশয়
(গ) হতাশাচ্ছন্ন
(ঘ) সংশয়গ্রস্ত
উ: খ
আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)
আর পড়ুন :Admission ICT
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ICTপ্রশ্ন ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২০২১-২২( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ( সমূহব্যাখ্যাসহ ও সর্টকার্ট টেকনিকসহ )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (বাণিজ্য )
- HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-2
- এইচএস সি ICT ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস Admission Part-1
১৪. বর্ষায় পদ্মার স্রোতে কী ভেসে গেছে?
(ক) শস্যদানা
(খ) সাজানো বাগান
(গ) সবুজের সমারোহ
(ঘ) নতুন চর
উ: খ
১৫. 'পদ্মা' কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে?
(ক) গ্রীষ্ম
(খ) বর্ষা
(গ) শরৎ
(ঘ) বসন্ত
উ: খ
১৬. হার্মাদ কারা?
(ক) বার্মিজ জলদস্যু
(খ) পর্তুগিজ জলদস্যু
(গ) স্প্যানিশ জলদস্যু
(ঘ) চাইনিজ জলদস্যু
উ: খ
১৭. ‘সমারোহ' শব্দের অর্থ কী?
(ক) সমাবেশ
(খ) ব্যাপকতা
(গ) সমসাময়িক
(ঘ) আড়ম্বর
উ: ঘ
১৮. বাংলাদেশের সর্ববৃহৎ নদী কোনটি?
(ক) মেঘনা
(খ) যমুনা
(গ) পদ্মা
(ঘ) তিস্তা
উ: গ
১৯. 'পদ্মা' কী ধরনের কবিতা?
(ক) গীতিকবিতা
(খ) কাহিনি কবিতা
(গ) চতুর্দশপদী কবিতা
(ঘ) দীর্ঘকবিতা
উ: গ
২০. 'পদ্মা' কবিতার মিলবিন্যাস কেমন?
(ক) কখক খগখ গখগ ঘঙঘ ঙঙ
(খ)ককখ গগঘ ঙঙচ চচজ জজঞ
(গ) কখক কখক খগখ গখগ ভঙ
(ঘ) কখক কখক গখগ গঘগ ভঙ
উ: ক
মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1
তাহারেই পড়ে মনে কবিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ
আরও পড়ুন:HSC ICT ভর্তি পরিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ প্রশ্নপত্রসহ উত্তর (Commerce)
অন্যান্য বিষয় সমূহ:
এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )
১ম অধ্যায় ➤ ১ম অধ্যায় কুইজ-১
আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী
এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর
এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url