এইচএসসি পদ্মা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

Padma Admission


 পদ্মা

ফররুখ আহমদ

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • ফররুখ আহমদের জন্ম- ১৯১৮ সালের ১০ই জুন ।
  • ফররুখ আহমদ ‘দীর্ঘকাল ঢাকা বেতারে চাকরি করেন— স্টাফ রাইটার হিসেবে।
  • শক্তিমান কবি হিসেবে ফররুখ আহমদের আবির্ভাব--- চল্লিশের দশকে।
  • ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ— সাত সাগরের মাঝি 
  • ফররুখ আহমদের সনেট সংকলন — মুহুর্তের কবিতা ।
  •  ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন— ১৯৭৪ সালে, 
  • ঢাকায় পদ্মা নদী দেখে কেঁপেছে— জলদস্যু-দুরন্ত হার্মাদ।
  •  ‘পদ্মা' কবিতাটি চতুর্দশপদী বা সনেট শ্রেণিভুক্ত।
  •  'পদ্মা' কবিতায় পদ্মার দুটি রূপ প্রকাশিত হয়েছে ।
  • দুরন্ত জলদস্যুর মনে ভয়ের সঞ্চার হয়— পদ্মার প্রমত্ত রূপ দেখে ।
  • 'পদ্মা' কবিতার প্রতি চরণে মাত্রার সংখ্যা- ১৮।
  • 'পদ্মা' কবিতার চরণের মিলবিন্যাস- কখক খগখ গখগ ঘঙঘ ঙঙ ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশার মত প্রশ্ন ও উত্তরসমূহ 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

১.'জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর – কাদের কথা বলা হয়েছে?

(ক) জলদস্য

(খ) পদ্মা তীরের মানুষ

(গ) সংগ্রামী চাষী

(ঘ) নির্ভীক জোয়ান

উ: ক

২.ফররুখ আহমদ কবি হিসেবে কোন দশকে অভির্ভূত হন? 

(ক) ত্রিশের দশক

(খ) চল্লিশের দশক

(গ) পঞ্চাশের দশক

(ঘ) ষাটের দশক

উ: খ

৩.ফররুখ আহমদের জন্ম কত সালে?

(ক)১৯১৮

(খ)১৯১৯

(গ)১৯২০

(ঘ) ১৯২১

উ: ক

৪.ফররুখ আহমদের জন্ম কোন জেলায়?

(ক) ফরিদপুর

(খ) মাগুরা

(গ) বরিশাল

(ঘ) কুমিল্লা

উ: খ

৫.ফররুখ আহমদ দীর্ঘকাল কোন বেতারে কাজ করেছেন?

(ক)খুলনা বেতার

(খ) চট্টগ্রাম বেতার

(গ) ঢাকা বেতার

(ঘ) বাংলাদেশ বেতার

উ: গ

৬.ফররুখ আহমদ কীসে বিশ্বাসী ছিলেন? 

(ক) ইসলামি ঐতিহ্যের পুনরুজ্জীবনে

(খ) আরবি সাহিত্যের পুনরুজ্জীবনে 

(গ) বাঙালি মিথের পুনরুজ্জীবনে 

(ঘ) বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবনে

উ: ক

৭.নিচের কোনটি ফররুখ আহমদের কাব্যনাট্য? 

(ক) সিরাজাম মুনীরা

(খ)নৌফেল ও হাতেম 

(গ) মুহূর্তের কবিতা

(ঘ) হাতেম তায়ী

উ: খ

৮. সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ ফররুখ আহমদ পুরস্কার কোন পুরস্কারটি পান?

(ক)ইউনেস্কো পুরস্কার

(খ) নোবেল পুরস্কার

(গ) পুলিৎজার পুরস্কার

(ঘ) বুকার পুরস্কার

উ: ক

৯.ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার লাভ করেন?

(ক) বাংলা একাডেমি পুরস্কার

(খ) স্বাধীনতা পুরস্কার

(গ)একুশে পদক

(ঘ) ইউনেস্কো পুরস্কার

উ: গ

১০. “কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ”- এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে?

(ক) কল্যাণময়ী

(খ) ধ্বংসাত্মক রূপ

(গ) প্রমত্ত রূপ

(ঘ) শান্ত রূপ

উ: গ

১১. ‘পদ্মা' কবিতায় 'ঢের সমুদ্রের স্বাদ'বলতে কী বোঝানো হয়েছে? 

(ক) প্রচণ্ড লবণাক্ততা

(খ) প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়

(গ) সামুদ্রিক মাছের প্রাচুর্য

(ঘ) সমুদ্রপথে দুর্ঘটনা

উ: খ

১২. পদ্মার তরঙ্গভঙ্গে কার বর্ণ পাণ্ডুর হয়েছে?

(ক) জলদস্যুর

(খ) কবির

(গ) সংগ্রামী মানুষের

(ঘ) জওয়ানের

উ: ক

১৩. জীবন-মৃত্যুর দ্বন্দ্বে পদ্মাতীরের জওয়ানের মনোভাব কেমন?

(ক) ভাবনাহীন

(খ) নিঃসংশয়

(গ) হতাশাচ্ছন্ন

(ঘ) সংশয়গ্রস্ত

উ: খ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT


১৪. বর্ষায় পদ্মার স্রোতে কী ভেসে গেছে?

(ক) শস্যদানা

(খ) সাজানো বাগান

(গ) সবুজের সমারোহ

(ঘ) নতুন চর

উ: খ

১৫. 'পদ্মা' কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে?

(ক) গ্রীষ্ম

(খ) বর্ষা

(গ) শরৎ

(ঘ) বসন্ত

উ: খ

১৬. হার্মাদ কারা?

(ক) বার্মিজ জলদস্যু

(খ) পর্তুগিজ জলদস্যু

(গ) স্প্যানিশ জলদস্যু

(ঘ) চাইনিজ জলদস্যু

উ: খ

১৭. ‘সমারোহ' শব্দের অর্থ কী?

(ক) সমাবেশ

(খ) ব্যাপকতা

(গ) সমসাময়িক

(ঘ) আড়ম্বর

উ: ঘ

১৮. বাংলাদেশের সর্ববৃহৎ নদী কোনটি?

(ক) মেঘনা

(খ) যমুনা

(গ) পদ্মা

(ঘ) তিস্তা

উ: গ

১৯. 'পদ্মা' কী ধরনের কবিতা?

(ক)  গীতিকবিতা

(খ) কাহিনি কবিতা 

(গ) চতুর্দশপদী কবিতা

(ঘ) দীর্ঘকবিতা

উ: গ

২০. 'পদ্মা' কবিতার মিলবিন্যাস কেমন? 

(ক) কখক খগখ গখগ ঘঙঘ ঙঙ

(খ)ককখ গগঘ ঙঙচ চচজ জজঞ

(গ) কখক কখক খগখ গখগ ভঙ

(ঘ) কখক কখক গখগ গঘগ ভঙ

উ: ক

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1

তাহারেই পড়ে মনে কবিতায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর সটকাট টেকনিকসহ

এইচএস সি ICT বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   Admission Part-3 গুরুত্বপূর্ণ MCQ সমূহ (নিজেকে যাচাই করি পরিক্ষা দেই,পুরুষ্কার নেই-- )

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url