এইচএসসি নূরলদীনের কথা মনে পড়ে যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

Nūraladīnēra kathā manē paṛē yāẏa

নূরলদীনের কথা মনে পড়ে যায় 

সৈয়দ শামসুল হক

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :নূরলদীনের কথা মনে পড়ে যায়

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • বাংলার বুকে যখন দালালেরা আলখাল্লা পরে নেমে আসে, যখন বিদেশি শত্রু আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়, তখন চেতনায় জাগে নূরলদীনের কথা ।
  • দেশে যখন অন্যায়ের প্লাবন, তখন রাঙালি নূরলদীনের সেই ডাকের কথামনে করে জেগে ওঠে। শত্রুর সাথে লড়াইয়ের সাহস পায়।
  • কালঘুম বলতে চিরনিন্দ্রা বা মৃত্যুকে বোঝায়। নির্ঝরের পতনের স্থানকে প্রপাত বলে ।
  • নূরলদীন রংপুরের কৃষক আন্দোলনের নেতা, ১৭৮২ সালে রংপুর- দিনাজপুর অঞ্চলে 
  • সামন্তবাদী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তিনি সর্বসাধারণকে জেগে ওঠার ডাক দেন ।
  • কৃষক আন্দোলনের নেতা নূরলদীনকে কবি কবিতায় সারা বাংলার মানুষের চেতনার নায়ক হিসেবে উপস্থাপন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.‘তার দীর্ঘ দেহ নিয়ে আবার নূরলদীন দেখা দেয় মরা আঙিনায়’নূরলদীন দেখা দেয়— 

[খ ১৭-১৮] 

(ক) তীব্র স্বচ্ছ পূর্ণিমায়

(খ) যখন শকুন নেমে আসে

(গ) কালঘুম যখন বাংলায়

(ঘ) একদিন কাল পূর্ণিমায়

উ: গ

২.‘নূরলদীনের কথা মনে পড়ে যায়' কাব্যনাট্যাংশে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' চরণটি ব্যবহৃত হয়েছে— 

[ঘ ১৭-১৮]

(ক) ছয়বার

(খ) সাতবার

(গ) আটবার

(ঘ) নয়বার

উ: ক

৩. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কাব্যনাট্যাংশে জ্যোৎস্নার সাথে কী ঝরে পড়ে? 

[ঘ ১৬-১৭]

(ক) নদীর অশ্রু 

(খ) পাহাড়ি ঢল

(গ) স্মৃতির দুধ

(ঘ) আমার স্বপ্ন

উ: গ

৪.'রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল— 

[গ ১৯-২০]

(ক) ১৯০৫ সালে

(খ) ১১৮৯ সনে

(গ) ১৭৫৭ সনে

(ঘ) ১৯৪৭ সালে

উ: খ

৫. নূরলদীনের বাড়ি কোথায় ছিল? 

[গ ১৮-১৯]

(ক) দিনাজপুর 

(খ) নওগাঁ

(গ) রংপুর 

(ঘ) রাজশাহী 

উ: গ

GST বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৬.'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি পাকসেনাদেরকে কার সঙ্গে তুলনা করেছেন? 

[B ২০-২১]

(ক) সিংহের সঙ্গে

(খ) বন্য মানুষের সঙ্গে

(গ) শকুনের সঙ্গে

(ঘ) হায়নার সঙ্গে

উ: গ

৭. নূরলদীনের ডাকে কত বঙ্গাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল? 

[C ২০-২১]

(ক) ১১৮৩

(খ) ১২৮৯ 

(গ) ১১৮৮

(ঘ) ১১৮৯

উ: ঘ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৮. নূরলদীনের ডাকে কত সালে বাংলার মানুষ জেগে উঠেছিল? 

[E ১৭-১৮]

(ক) ১৭৮৭

(খ) ১৮৫৭

(গ) ১৯৭১

(ঘ) ১৭৮২

উ: ঘ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৯. সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় মেশে? 

[B ১৭-১৮, বেরোবি A ১৬-১৭] 

(ক) ব্ৰহ্মপুত্র 

(খ) ধলেশ্বরী

(গ) কপোতাক্ষ

(ঘ) গঙ্গা

উ: ক

১০. সকল অন্যায়ের প্রতিবাদে নূরলদীন ডাক দেয়— 

[I ১৯-২০]

(ক) এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম

(খ) জাগো, বাহে, কোনঠে সবায়?

(গ) যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়

(ঘ) যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়

উ: খ

১১. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের রচয়িতা- 

[C1 ১৮-১৯] 

(ক) সেলিম আল দীন

(খ) আবদুল্লাহ আল মামুন

(গ) সৈয়দ শামসুল হক

(ঘ) মমতাজ উদ্দিন আহমেদ

উ: গ

রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১২. ‘নিলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ঐ নীলে অগণিত এখানে ‘নিলক্ষা আকাশ' অর্থ কী? 

[E ১৬-১৭; ইবি গ ১৬-১৭]

(ক) নীল রঙের আকাশ

(খ) নীল চোখের মতো আকাশ

(গ) দৃষ্টিসীমা অতিক্ৰমী আকাশ

(ঘ) কোনোটিই নয়

উ: গ

১৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্যের বিষয় কী? 

[A ১৮-১৯]

(ক) ভাষা আন্দোলন

(খ) মুক্তিযুদ্ধ

(গ) স্বৈরশাসনবিরোধী আন্দোলন

(ঘ) ছাত্র আন্দোলন

উ: খ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১৪. কোন কবি কাব্যনাটক রচনা করেছেন? 

[B ২০-২১]

(ক) জীবনানন্দ দাশ

(খ) সৈয়দ শামসুল হক

(গ) সুফিয়া কামাল

(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ্

উ: খ

১৫. ‘গণনায়ক' সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা? 

[B ২০-২১]

(ক) উপন্যাস

(খ) নাট্যকাব্য

(গ) কাব্যনাটক

(ঘ) ছোটগল্প

উ: গ

১৬. নূরলদীন কে ছিলেন? 

[B ১৭-১৮]

(ক) কৃষকনেতা 

(খ) শ্রমিকনেতা

(গ) নীলচাষী

(ঘ) ফকির-বিদ্রোহী

উ: ক

১৭. কাদের বিরুদ্ধে নূরলদীন জেগে ওঠার কথা বলেছেন?

[B ১৯-২০]

(ক) পাকিস্তানি

(খ) নবাব

(গ) পর্তুগিজ

(ঘ) ব্রিটিশ

উ: ঘ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৮.'পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন শ্রেণির রচনা? 

[B ১৮-১৯) 

(ক) কাব্য

(খ) কাব্যনাট্য

(গ) নাট্যকাব্য

(ঘ) উপন্যাস

উ: খ

১৯.'পরানের গহীন ভিতর' কাব্যটি কার লেখা? 

[S ১৬-১৭]

(ক) নরেন বিশ্বাস

(খ) নির্মলেন্দু গুণ

(গ) সৈয়দ শামসুল হক

(ঘ) সোমেন চন্দ

উ: গ

২০. 'নূরলদীনের সারাজীবন' কোন ধরনের রচনা? 

[B ১৯-২০]

(ক) গীতিকবিতা

(খ) নাট্যকাব্য

(গ) কাব্যনাটক

(ঘ) পত্রকাব্য

উ: গ

২১. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার পটভূমি কী? 

[C ১৯-২০]

(ক) কৃষক বিদ্রোহ

(খ) নীল বিদ্রোহ

(গ) স্বদেশি আন্দোলন

(ঘ) সাঁওতাল বিদ্রোহ

উ: ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২২. সব্যসাচী লেখক কে? 

[AP ১৭-১৮; নোবিপ্রতি B ১৭-১৮; যবিপ্রবি E ১৭-১৮]

(ক) হুমায়ূন আহমেদ

(খ) আল মাহমুদ

(গ) সৈয়দ শামসুল হক

(ঘ) মুনীর চৌধুরী

উ: গ

২৩. ‘নূরলদীন' চরিত্রটি কার সৃষ্টি? 

[ঘ ১৬-১৭]

(ক) শামসুর রাহমান

(খ) সৈয়দ শামসুল হক

(গ) শহীদ কাদরী

(ঘ) আবুল হাসান

উ: খ

২৪. ‘গণনায়ক' কার রচনা? 

[A ১৮-১৯]

(ক) সুকান্ত ভট্টাচার্য

(খ) কাজী নজরুল ইসলাম 

(গ) সৈয়দ শামসুল হক

(ঘ) শামসুর রাহমান

উ: গ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

২৫. সৈয়দ শামসুল হকের সমাধি কোথায়? 

[A ১৭-১৮]

(ক) রংপুর

(খ) কুড়িগ্রাম

(গ) লালমনিরহাট

(ঘ) নীলফামারী

উ: খ

২৬. ‘আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়’— কখন? 

[B ১৭-১৮]

(ক) সকালে

(খ) রাতে

(গ) কাল পূর্ণিমায়

(ঘ) অন্ধকারে

উ: গ

২৭. সৈয়দ শামসুল হক সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে কোন ভাবটি পোষণ করতেন? 

[C ১৭-১৮]

(ক) গবেষণা প্রবেশ মনোভাব

(খ) নিরীক্ষাপ্রিয় মনোভাব

(গ) প্রতীকধর্মী মনোভাব

(ঘ) প্রচারধর্মী মনোভাব

উ: খ

২৮. নূরলদীন কাদের ডাক দিয়েছিল? 

[A ১৬-১৭]

(ক) জমিদার

(খ) শ্রমজীবী

(গ) ব্যবসায়ী

(ঘ) ছাত্র

উ: খ

২৯. কোনটি সৈয়দ শামসুল হকের উপন্যাস ?

[B ১৬-১৭]

(ক) নীল দংশন

(খ) বিচিত্রা

(গ) বোৱা কাহিনী

(ঘ) অলৌকিক ইস্টিমার

উ: ক

৩০. সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? 

[B ১৬-১৭]

(ক) চট্টগ্রাম

(খ) ঢাকা 

(গ) কুড়িগ্রাম

(ঘ) রংপুর

উ: গ

৩১. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কত হাজার গ্রাম-গঞ্জের কথা আছে? 

[A ১৯-২০]

(ক) উনআশি

(গ) উনসত্তর

(খ) উনষাট 

(ঘ) উনপঞ্চাশ

উ: গ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৩২. 'ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার' কোন কবিতার লাইন? 

[B ১৬-১৭]

(ক) একুশ মানে মাথা নত না করা

(খ) আমি কিংবদন্তির কথা বলছি

(গ) নূরলদীনের কথা মনে পড়ে যায়

(ঘ) ফেব্রুয়ারি ১৯৬৯

উ: গ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি. ও প্র.বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩৩. 'প্রতিধ্বনিগণ' এটি কোন কবির রচনা? 

[D ১৭-১৮]

(ক) সৈয়দ শামসুল হক,

(খ) জীবনানন্দ দাশ

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) দিলওয়ার

৩৪. নূরুলদীনের কথা মনে পড়ে যায়। এখানে কোন জেলার কথা বলা আছে?

[G ১৬-১৭]

(ক) দিনাজপুর

(খ) কুড়িগ্রাম

(গ) রংপুর

(খ) কোনোটিই নয়

উ: গ

৩৫. 'জাগো, বাহে, কোনঠে সবায়' কথাটিতে প্রকাশ পেয়েছে — 

[F ১৬-১৭] 

(ক) ঘর থেকে বের হওয়ার আহ্বান

(খ) অত্যাচারীর বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান

(গ) মুক্তিযুদ্ধের আহ্বান

(ঘ) সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার আহ্বান

উ: খ

৩৬. নূরলদীন কীসের প্রতীক? 

[E ১৬-১৭; বেরোবি B ১৬-১৭

(ক) পূর্বসূরির প্রতীক

(খ) চিরায়ত প্রতিবাদের প্রতীক

(গ) সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক '

(ঘ) কৃষক শ্রেণির প্রতীক

উ: খ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৩৭. নিলক্ষার নীলে তীব্র শিস দেয় কে? 

[B ১৯-২০]

(ক) চাঁদ

(খ) সাপ 

(গ) শালিক

(ঘ) দোয়েল

উ: ক

৩৮. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নূরলদীন কোন সময় আসবে বলে প্রত্যাশা করা হয়েছে? 

[C ১৮-১৯]

(ক) স্বর্ণালি সন্ধ্যায়

(খ) কাল পূর্ণিমায়

(গ) চৈতি রাতে

(ঘ) সোনালি সকালে

উ: খ 

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ প্রশ্ন ও উত্তর

৩৯. নূরলদীনের ডাকে জেগে উঠেছিল — 

[কলা ও সামাজিক বিজ্ঞান ২০-২১]

(ক) গ্রামের মানুষ

(খ) নারী সমাজ

(গ) ছাত্র সমাজ

(ঘ) প্রতিবাদী জনতা

উ: ঘ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রশ্ন ও উত্তর

৪০. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কত হাজার লোকালয়ের কথা আছে? 

[মানবিক ২০-২১]

(ক) ঊনষাট হাজার

(খ) ঊনসত্তর হাজার

(গ) উনপঞ্চাশ হাজার

(ঘ) ঊনআশি হাজার

উ: খ

৪১. দীর্ঘ দেহ নিয়ে নূরলদীন কোথায় দেখা দেয়? 

[ ১৭-১৮]

(ক) স্বচ্ছ পূর্ণিমায়

(খ) দালালের আলখাল্লায়

(গ) মরা আঙিনায়

(ঘ) অভাগা দেশে

উ: গ

৪২. নূরলদীনের কথা তখনই মনে পড়ে,যখন — 

[১৯-২০]

(ক) দেশজুড়ে শান্তির পরিবেশ 

(খ) ঘরে ঘরে অনাহার

(গ) প্রত্যেকের স্বপ্ন লুণ্ঠিত

(ঘ) প্রতি গৃহে অশান্তি বিরাজমান

উ: গ



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url