বাংলা ১ম পত্র উপন্যাস(HSC) ‘লালসালু’ সৈয়দ ওয়ালীউল্লাহ(Admission Test)

Lalsalu


 ‘লালসালু’

সৈয়দ ওয়ালীউল্লাহ

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • ধর্মের প্রতি মানুষ সহজাতভাবে দুর্বল।
  • অস্তিত্বকে টিকিয়ে রাখার প্রতি মানুষের চিরন্তন প্রবণতা ব্যাখ্যা । 
  • সামাজিক মানুষের আধিপত্যকামী মানসিকতার স্বরূপ ।
  • সামাজিক স্বার্থের ওপর ব্যক্তিস্বার্থের প্রভাব বিশ্লেষণ ।
  • পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি অবহেলা ও নির্যাতনের স্বরূপ।
  • গ্রামীণ কৃষিজীবী সমাজের জীবনচিত্রের স্বরূপ অঙ্কন ।
  • উপন্যাসে চিত্রিত মানুষের অশিক্ষা, অজ্ঞতা ও অন্ধবিশ্বাসের স্বরূপ। 
  • পশ্চাৎপদ গ্রামীণ সমাজের চিকিৎসাপদ্ধতির রীতিনীতি ।
  • মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহারের মানসিকতা বিচার।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১.‘লালসালু’ উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো- 

[খ ২০-২১]

(ক) ঠ্যাঙা বেটিরে, ঠ্যাঙা

(খ) যতসব শয়তানি, বেদাতি কাজ-কারবার

(গ) কলমা জানস্ না ব্যাটা

(ঘ) নাফরমানি করিও না

উ: ক

২‘লালসালু’ উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয়— 

[খ ২০-২১]

(ক) শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান 

(খ) সংসার ঔদাসীন্য 

(গ) অন্তহীন নৈঃসঙ্গ্য

(ঘ) মানুষিক অন্তর্দ্বন্দ্ব

উ: খ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৩. বয়স হলে এরা আর কিচ্ছু না হোক— 

[ঘ ১৯-২০] 

(ক) অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়

(খ) দেহটা গেলই হয়, এমন ভাবনা ভাবে

(গ) শক্ত করে গিরেটা দিতে শেখে 

(ঘ) এরা ছুটতে শেখে

উ: গ

৪. 'প্রশ্নটি এই রকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে।' মজিদের এ ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়ায়— 

[খ ১৭-১৮]

(ক) জমিলা

(খ) পির সাহেব

(গ) ধলা মিয়া

(ঘ) ব্যাপারী

উ: ক

৫.'তরঙ্গভঙ্গ' সৈয়দ ওয়ালীউল্লাহর একটি—

 [গ ১৩-১৪]

(ক) গল্পগ্রন্থ

(খ) উপন্যাস 

(গ) প্রবন্ধগ্রন্থ 

(ঘ) নাটক

উ: ঘ

৬. 'ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মড়ক লাগুক ঘরে'। উক্তিটি করেছিল— 

[খ ১৯-২০]

(ক) খালেক ব্যাপারী

(খ) মজিদ

(গ) রহমা

(ঘ) জমিলা

উ: খ

৭.'লালসালু' উপন্যাসে মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ কেমন ছিল?

[চ ১৯-২০]

(ক) ভীতিকর

(খ) কাব্যিক 

(গ) নাটকীয়

(ঘ) স্বাভাবিক

উ: গ

৮. মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে—

[খ ১৮-১৯]

(ক) সূর্য 

(খ) ইস্পাত 

(গ)  ধ্রুবতারা

(ঘ) হীরকখণ্ড

উ: গ

৯.‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।' 'লালসালু' উপন্যাসে  গ্রামবাসী সম্পর্কে লেখকের এ মন্তব্যের তাৎপর্য— 

[খ ১৮-১৯] 

(ক) আত্মবিধ্বংসী ধর্মান্ধতা 

(খ) যুক্তিনিষ্ঠ আনুগত্য  

(গ) বিশ্বাস ও যুক্তির দ্বান্দ্বিকতা 

(ঘ) অপরিসীম বিনয়

উ: ক

GST বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১০. ‘সে যেন খাঁচায় ধরা পড়েছে।' কার ধরা পড়ার কথা বলা হয়েছে? 

[B ২০-২১; চবি B ১৯-২০] 

(ক) রহিমা

(খ) জমিলা

(গ) হাসুনির মা 

(ঘ) আমেনা বিবি

উ: খ

১১. ‘লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় কে?

[C ২০-২১]

(ক) আক্কাস

(খ) মোদাব্বের 

(গ) খালেক

(ঘ) তাহের

উ: ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় প্রশ্ন ও উত্তর

১২. তুমি কী মনে করো মিয়া? তুমি কী মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তুমি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই?' উক্তিটি কার? 

[C ১৭-১৮]

(ক) খালেক

(খ) মজিদ

(গ) তাহেরের বাপ

(ঘ) রহিমা

উ: খ

১৩. সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়— 

[C ১৭-১৮]

(ক) কাঁদো নদী কাঁদো

(খ) উজানে মৃত্যু

(গ) চাঁদের অমাবস্যা

(ঘ) চার অধ্যায়

উ: ঘ

১৪. সর্বদর্শী অবস্থান থেকে কাহিনি বর্ণনা করা হয়েছে কোন রচনাটিতে?

(ক) লালসালু

(খ) অপরিচিতা

(গ) বিলাসী

(ঘ) আহ্বান

উ: ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৫. ‘লালসালু' উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 

[C ১৫-১৬]

(ক) ১৯৪৭

(খ) ১৯৪৮

(গ) ১৯৪৯

(ঘ) ১৯৫০

উ: খ

১৬. চাঁদের অমাবস্যা' উপন্যাসটি কার রচনা? 

[K ১৭-১৮; E ১৫-১৬]

(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ

(খ) সৈয়দ মুজতবা আলী 

(গ) আখতারুজ্জামান ইলিয়াস

(ঘ) শওকত ওসমান

উ: ক

১৭. সহজ প্রাণধর্মের উজ্জ্বল প্রতীক কে? 

[B ১৭-১৮]

(ক) রহিমা

(খ) জমিলা

(গ) তানুবিবি

(ঘ) আমেনা

উ: খ

১৮. ‘সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য' বলতে কী বোঝানো হয়েছে?

[B ১৭-১৮]

(ক) মজিদের ক্ষোভ

(খ) মজিদের হিংসা 

(গ) মজিদের লালসা

(ঘ) মজিদের প্রতিশোধের নেশা

উ: ঘ

১৯. মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শাস্তির প্রার্থনা করে? 

[A ১৬-১৭]

(ক) ছুনুর বাপের জন্য

(খ) হাসুনির মার জন্য

(গ) দুদু মিঞার জন্য

(ঘ) খালেক ব্যাপারীর জন্য

উ: ক

২০. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস?

[A, Even, সেট A : ১৪-১৫; G : ১৬-১৭]

(ক) পদ্মা মেঘনা যমুনা

(খ) কাঁদো নদী কাঁদো

(গ) ঢোঁড়াই চরিত মানস

(ঘ) পুতুলনাচের ইতিকথা

উ: খ

২১. 'একটি তুলসী গাছের কাহিনী'র মূল বিষয়বস্তু-

[D, অবাণিজ্য, সেট ২:-১৪-১৫] 

(ক) দরিদ্রতা

(খ) সংখ্যালঘু সমস্যা

(গ) বৃক্ষবন্দনা

(ঘ) প্রতিবাদ

উ: খ

২২. মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকা? 

[A ১৯-২০]

(ক) তাহেরদের

(খ) আক্কাসদের

(গ) মজিদদের

(ঘ) খালেকদের

উ: ক

২৩. 'সুড়ঙ্গ' নাটকটি কার লেখা? 

[A ১৮-১৯] 

(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ্

(খ) মুনীর চৌধুরী

(গ) আবুল ফজল

(ঘ) আবু জাফর সামসুদ্দীন

উ: ক

২৪. 'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 

[C ১৮-১৯]

(ক) ১৯৬৮

(খ) ১৯৪৮ 

(গ) ১৯১২

(ঘ) ১৮৬৮

উ: ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২৫. 'বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।' 'লালসালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এ মন্তব্যের তাৎপর্য কী? 

[B ২০-২১]

(ক) যুক্তিনিষ্ঠ আনুগত্য

(খ) আত্মবিধ্বংসী ধর্মান্ধতা

(গ) বিশ্বাস ও যুক্তির দ্বান্দ্বিকতা

(ঘ) অপরিসীম বিনয়

উ: খ

২৬. কোন প্রকাশনা সংস্থা 'লালসালু' উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশ করে? 

[B ২০-২১]

(ক) কমরেড পাবলিশার্স

(খ) দে'জ পাবলিশার্স

(গ) আনন্দ পাবলিশার্স'

(ঘ) পাঠক সমাবেশ

উ: ক

২৭. সৈয়দ ওয়ালীল্লাহ'র জন্মস্থান কোথায়? 

[B ২০-২১; E ১৩-১৪; H ১৬-১৭]

(ক) প্যারিস

(খ) নোয়াখালী

(গ) চট্টগ্রাম

(ঘ) লন্ডন

উ: গ

২৮. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি' বলতে কী বোঝানো হয়েছে? 

[B ২০-২১]

(ক) ধর্মীয় অনুশাসন

(খ) ধর্মীয় গোঁড়ামি

(গ) ধর্মের প্রভাব

(ঘ) ধর্মহীনতা

উ: ক

২৯. নিম্নোক্ত কোন লেখক বাংলাদেশের  বাইরে মৃত্যুবরণ করেন? 

[D ২০-২১]

(ক) সৈয়দ মুস্তফা সিরাজ

(খ) সৈয়দ আলী আহসান

(গ) সৈয়দ ওয়ালীল্লাহ্

(ঘ) আবদুল হক

উ: গ

৩০.‘শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে কে দেখে? 

[D ২০-২১]

(ক) রহিমা

(খ) জমিলা

(গ) হাসুনির মা

(ঘ) আমেনা বিবি

উ: ক

৩১.‘দি আগলি এশিয়ান' কে রচনা করেছেন? 

[B ২০-২১]

(ক) মানিক বন্দ্যোপাধ্যায়

(খ) সৈয়দ শামসুল হক

(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ্

(ঘ) শামসুর রাহমান

উ: গ

৩২. ‘চাঁদের অমাবস্যা' কোন ধরনের রচনা? 

[ঙ ০৩-০৪]

(ক) কাব্যগ্রন্থ

(খ) প্রবন্ধ গ্রন্থ

(গ) ছোটগল্প

(ঘ) উপন্যাস

উ: ঘ

৩৩.‘একটি তুলসী গাছের কাহিনী'র মূল সুর কী? 

[ঙ ০৯-১০]

(ক) মানবিকতা

(খ) রাজনীতি

(গ) ধর্মপ্রাণতা

(ঘ) চরিত্র-প্রাধান্য

উ: ক

৩৪. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন? 

[E ১৩-১৪; H ১৬-১৭;]

(ক) চট্টগ্রাম

(খ) নোয়াখালী

(গ) কুমিল্লা

(ঘ) ঢাকা

উ: ক

৩৫. দুই তীর ও অন্যান্য গল্প' গ্রন্থের রচয়িতা কে? 

[D ১৫-১৬]

(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ

(গ) জহির রায়হান

(খ) হুমায়ূন আহমেদ 

(ঘ) আবু জাফর শামসুদ্দীন

উ: ক

৩৬. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত বছর বেঁচেছিলেন? 

[B, B2, B3 ১৬-১৭]

(ক) ৭১ বছর

(খ) ৪৯ বছর

(গ) ২২ বছর 

(ঘ) ৪৭ বছর

উ: খ

৩৭. ‘লালসালু' উপন্যাসের চরিত্র কোনটি? 

[D ১৬-১৭]

(ক) জাহেদা

(খ) রাহেলা  

(গ) কালু মিয়া

(ঘ) ধলা মিয়া

উ: খ

৩৮. ‘সে যেন খাঁচায় ধরা পড়েছে।' 'লালসালু' উপন্যাসে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? 

[B ১৯-২০]

(ক) মজিদ

(খ) জমিলা 

(গ) রহিমা 

(ঘ) খ্যাংটা বুড়ি

উ: খ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৩৯. শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি' বলতে কী বোঝানো হয়েছে? 

[B ১৮-১৯]

(ক) ধর্মীয় গোঁড়ামি বেশি

(খ) ধর্মীয় অনুশাসন কম

(গ) ধর্মের প্রভাব কম

(ঘ) ধর্মীয় অনুশাসন বেশি

উ: ক

৪০. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোন রচনাটি অন্য তিনটি থেকে আলাদা?

[ক মা. ১০-১১]

(ক) লালসালু 

(খ) চাঁদের অমাবস্যা 

(গ) কাঁদো নদী কাঁদো

(ঘ) দুই তীর

উ: ঘ

৪১. 'ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?' উক্তিটি কার?

(ক) রহিমার

(খ) তনু বিবির 

(গ) হাসুনির মায়ের

(ঘ) জমিলার

উ: ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪২. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্'র নাটক? 

[A L ১৭-১৮]

(ক) নয়নচারা

(খ) কাঁদো নদী কাঁদো

(গ) উজানে মৃত্যু

(ঘ) কালবেলা

উ: গ

৪৩. 'উপন্যাস' এর আক্ষরিক অর্থ কী? 

[AP ১৮-১৯]

(ক) বিশেষ রূপে উপস্থাপন

(খ) ঘটনার বিশদ বর্ণনা

(গ) চরিত্রের ধারাবাহিক বিন্যাস

(ঘ) ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা

উ: ক

৪৪. 'লালসালু' উপন্যাসটির লেখক কে? 

[C ১৮-১৯]

(ক) মুনীর চৌধুরী

(খ) শওকত আলী

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ্

উ: খ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪৫. ‘তোমার দাড়ি কই মিঞা?' উক্তিটি কার? 

[A ১৭-১৮]

(ক) মোদাব্বেরের

(খ) মজিদের

(গ) খালেক ব্যাপারীর

(ঘ) আক্কাসের

উ: খ

৪৬. মজিদ কার চোখে ভয় দেখেছে? 

[A ১৭-১৮]

(ক) আমেনার

(খ) হাসুনির মা

(গ) রহিমার

(ঘ) জমিলার

উ: গ

৪৭. 'লালসালু' উপন্যাসে ‘নিরাক পড়া' অর্থে কী বোঝানো হয়েছে? 

[A ১৭-১৮]

(ক) গ্রীষ্মের গরম আবহাওয়া

(খ) অস্পষ্ট বিবর্ণ দিন

(গ) নিস্তব্ধ গুমোট আবহাওয়া

(ঘ) ঝিমধরা দুপুর

উ: গ

৪৮. 'লালসালু' উপন্যাসে প্রতিবাদের প্রতীক কে? 

[C ১৭-১৮]

(ক) মজিদ

(খ) জমিলা

(গ) রহিমা

(ঘ) মাতব্বর

উ: খ

৪৯. মহব্বতনগর গ্রামে মজিদকে প্রথম দেখেছিল কে? 

[C ১৬-১৭]

(ক) তাহের ও কাদের

(খ) খালেক ও আক্কাস

(গ) রহিমা ও জমিলা

(ঘ) খালেক ও আমেনা

উ: ক

৫০. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ'— কার? 

[A ১৬-১৭] 

(ক) জমিলা

(খ) আমেনা 

(গ) মজিদ

(ঘ) আক্কাস

উ: গ

Note: মজিদের প্রভাবে মহব্বতনগর গ্রামবাসীর আত্মবিধ্বংসী ধর্মান্ধতা সম্পর্কে লেখক এ মন্তব্যটি করেছেন।

৫১. ‘অমর করে হাঁটতে নাই' কে বলে? 

[B-১৯-২০]

(ক) খালেক ব্যাপারী

(খ) ধলা মিয়া

(গ) মজিদ

(ঘ) মতলুব খাঁ

উ: গ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫২. ‘ওনারে কন, আমার মওতের জন্য দোয়া করে' উক্তিটি কার? 

[B ১৭-১৮] 

(ক) রহিমা

(খ) জমিলা 

(গ) আমেনা

(ঘ) হাসুনির মা 

উ: ঘ

৫৩.‘ঢেঙা বুড়া' কার কথায় বিভ্রান্ত হয়? 

[B ১৭-১৮]

(ক) মজিদ

(খ) খালেক ব্যাপারী

(গ) বুড়ি

(ঘ) হাসুনির মা

উ: ক

৫৪.সৈয়দ ওয়ালীউল্লাহ কর্মসূত্রে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন—

[B ১৩-১৪]

(ক) কলকাতা

(খ) প্যারিস

(গ) কাঠমুণ্ডু

(ঘ) জাকার্তা

উ: খ

৫৫.করাচির বেতার কেন্দ্রের বার্তা বিভাগে চাকরি করেন— 

[C ১৩-১৪] 

(ক) সৈয়দ আলী আসান

(খ) জহির রায়হান 

(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ

(ঘ) আবু জাফর

উ: গ

৫৬.'লালসালু' উপন্যাসে হাসপাতাল কোথায় অবস্থিত? 

[B ১৯-২০]

(ক) মতিগঞ্জে

(খ) করিমগঞ্জে

(গ) মহব্বতনগরে

(ঘ) আওয়ালপুরে

উ: খ

৫৭.‘আমি ভাবলাম, তানি বুঝি দুলার বাপ।' কে বলেছে? 

[C ১৯-২০]

(ক) আমেনা বিবি 

(খ) হাসুনির মা 

(গ) জমিলা

(ঘ) রহিমা

উ: গ

৫৮.‘ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?' এ উক্তিতে রহিমা চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? 

[C ১৯-২০]

(ক) আনুগত্য 

(খ) মাতৃত্ব

(গ) বাৎসল্য

(ঘ) ঔদ্ধত্য

উ: খ

৫৯. মজিদ বুড়াকে মাজারে কয় পয়সার সিন্নি দিতে বলেছেন?

[B ১৮-১৯]

(ক) পাঁচ পয়সার

(খ) দশ পয়সার

(গ) বারো পয়সার

(ঘ) কুড়ি পয়সার

উ: ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি. ও প্র. বিশ্ববিদ্যালয়  প্রশ্ন ও উত্তর

৬০. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? 

[G ১৭-১৮]

(ক) দৈনিক খাদেম

(খ) স্টেটসম্যান

(গ) ইত্তেফাক

(ঘ) নবদূত

উ: খ

৬১. ‘লালসালু' কোন ধরনের উপন্যাস?

[D ১৬-১৭]

(ক) সামাজিক 

(খ) ঐতিহাসিক 

(গ) আধ্যাত্মমূলক

(ঘ) আঞ্চলিক

উ: ক

৬২.লালসালু উপন্যাসে মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে? 

[D ১৯-২০]

(ক) বিশ্বাস 

(খ) আনুগত্য

(গ) ভীতি

(ঘ) অনুরাগ

উ: ক

৬৩. ‘লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদ Tree without Roots নামক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কোন প্রকাশনী কর্তৃক? 

[D ১৮-১৯]

(ক) Editions du Seuil

(খ) Lynne Rienner Publishers

(গ) Pluto Press

(ঘ) Chatto and Windus Lit

উ: ঘ

মাওলানা মোহাম্মদ দানেশ বি.ওপ্র. বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৬৪. ‘নয়নচারা’ গল্পগ্রন্থটি কার রচনা? 

[D ১৩-১৪]

(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(খ) সৈয়দ ওয়ালীউল্লাহ্

(গ) আবু জাফর শামসুদ্দীন

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উ: খ

হাজী মোহাম্মদ দানেশ বি. ও প্র. বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৬৫. সৈয়দ ওয়ালীউল্লাহ্র অবিস্মরণীয় সৃষ্টি কোনটি? 

[C ১৫-১৬; D ১২-১৩]

(ক) লালসালু

(খ) দুইতীর 

(গ) কাঁদো নদী কাঁদো

(ঘ) তরঙ্গভঙ্গ

উ: ক

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র নাটক :সিরাজউদ্দৌলা 

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সিরাজউদ্দৌলা পাঠ ১

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: বাংলা ১ম পত্র নাটক সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর(Admission Test)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url